PDA

View Full Version : ফরেক্স শিখবেন, না কি করবেন ?



kazirasel
2019-05-28, 02:57 AM
আমার এই শিরনামটি “ ফরেক্স শিখবেন , না কি করবেন “ দেখে অনেকে ভাবছেন এইটা কি বললাম । আমার এইটা বলার কারন হচ্ছে আমার অনেকে ফরেক্স এসে কোন কিছু না জেনে না শিখে ট্রেড করা শুরু করে দিই এমন অনেকই আছে যারা সরাসারি রিয়েল ট্রেডে চলে যায় । তাই আমি বলছি , আগে ফরেক্স ভাল করে শিখুন তারপর করুন , তা না হলে শুধু ফরেক্স এ ট্রেড করতেই থাকবেন শিখা হবে না যার ফলে একসময় হতাশ হয়ে ফরেক্স কে খারাফ বলে বিধায় জানাবেন । 8095

alamsat
2019-05-28, 10:48 AM
আসলে আমি যখন ট্রেড শুরু করি তখন রিয়েল ট্রেড দিয়েই শুরু করি এবং প্রফিট এবং লস দুটোই করি। তবে ডেমো তে প্রাকটিস করতে পারলে প্রফিট হোক বা না হোক লস হয় না। তবে যখন ডেমোতে ট্রেড করে অনেক বেশি প্রফিট করতে পারি তখন ভাবি যদি রিয়েল ট্রেড করে যদি এমন প্রফিট করতে পারতাম তবে কতই না ভাল হত। কিন্তু রিয়েল ট্রেড এ অনেক টেনশন কাজ করে বলে সামান্য প্রফিটে ট্রেডগুলি বন্ধ করে দেই ফলে বেশি প্রফিট করতে পারি না।

samun
2019-05-29, 11:14 PM
ফরেক্স ব্যবসা শেখা বরতমান প্রেক্ষাপটে খুব দরকা। কারণ আমাদের দেশের ছাত্র সহ অনেকেই বেকারত্ব সমস্যায় জরজরিত।এর ধারাবাহিকতায় ফরেক্স মার্কেটিং নিয়ে এসেছে আমাদের জন্য একটা সমাধা। এটি শেখা খুব কঠিন কিছু নয়।আবার খুব সহজ তাও নয়।তবে ছাত্রদের জন্য খুব সহজ।কারণ লেখাপড়ার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানার পর তার থেকে ভাল ফলাফল অর্জন করা সম্ভ। তাই ফরেক্স শেখাটা আমি জরুরী মনে করি।আটি শিখলে অন্য মারকেটিং সাইট এও দ্রুত আপডেটকরা সম্ভব হবে।

MANIK6642
2019-05-30, 12:58 AM
ফরেক্স আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে।আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী তাদের পড়াশুনা শেষ করে বের হচ্ছে কিন্তু সেই হিসাবে তারা চাকরি পাচ্ছেনা।তাই আমি মনে করি ফরেক্স শেখা আমাদের জন্য অনেক বেশি জরুরী।ফরেক্স যদি আমরা শিখতে শুধু ফরেক্স করেই আমরা হাজার হাজার টাকা আয় করতে পারব।এতে আমাদের বেকারত্ব দুর হব আমরা স্বাবলম্ভী হতে পারব।আমরা সংসারের বোঝা না হয়ে সংসার চালানোর মত একজন কর্মঠ হতে পারব।তাই আমাদের সকলের উচিত আগে ফরেক্স শেখা আর এই ফরেক্স শিখতে পারলে জীবনে পিছন ফিরে দেখা লাগবেনা আমাদের।ফরেক্স শিখে তারপরই আমাদের ট্রেডিং এ যাওয়া উচিত।

MDRIAZ777
2019-05-30, 01:13 AM
ফরেক্স মার্কেটে অংশগ্রহণ করে এখান থেকে রাতারাতি অনেক বেশি প্রফিট করার খায়েশ আমাদের অনেকের মাঝেই কমবেশি রয়েছে। আর শুরুতেই এমনটি ভেবে ট্রেড করলে কখনোই সফল ট্রেডার হওয়া সম্ভব হবে না কারণ যেকোনো কাজের পূর্বেই সেই কাজের অভিজ্ঞতা অর্জন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর ফরেক্স মার্কেট এমনই একটা জায়গা যেখানে ট্রেডিং জ্ঞান বা অভিজ্ঞতাই হলো সফল ভাবে টিকে থাকার প্রধান চাবিকাঠি বিনিয়োগের থেকেও এটি অধিক গুরুত্বপূর্ণ। একজন নতুন ট্রেডার যিনি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে স্থায়ীভাবে উপার্জনের স্বপ্ন দেখেন তার জন্য রিয়েল ট্রেডিং প্লাটফর্ম এ প্রবেশ এর পূর্বে নিয়মিতভাবে ডেমো ট্রেডিংয়ে অনুশীলন, ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন টার্ম ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা একান্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় দেখা যায় অনেকেই বলে থাকেন যে কোথা থেকে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জন করব অনেকে আবার ট্রেনিং সেন্টারের শরণাপন্ন হয়ে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করে আমার মনে হয় ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনের সব থেকে ভালো মাধ্যম হলো অনলাইন এবং বাংলাদেশ ফরেক্স ফোরাম যেখান থেকে একজন ট্রেডার ট্রেডিং বিষয়ে তার অজানা বিভিন্ন প্রশ্নের উত্তর অতি সহজেই খুঁজে পেতে পারে।

alamsat
2019-06-09, 11:02 AM
বিশ্বের অনেক ব্যবসার ন্যায় ফরেক্স ট্রেড একটি অতি জটিল ব্যবসা তাই এটাকে না শিখে করাটা অনেক বোড় আকারের বোকামী। তাই যেমন তরকারী বিক্রি করতে হলেও অভিজ্ঞতা লাগে তেমনী ফরেক্স ট্রেড করতে হলেও অভিজ্ঞতার প্রয়োজন। তরকারী বিক্রি করতে হলে আপনাকে অবশ্যয় বাজার দর জানতে হবে এবং সেটা অনুযায়ী একটি প্রফিট নিয়ে বিক্রি করতে হবে এবং আপনি জানেন তরকারী বেশিদিন স্টক করে রাখা যাই না তাই অতি দ্রুত সেটাকে বিক্রি করে প্রফিট করতে হয়। তেমন ফরেক্স এ আপনি যখন শর্ট ট্রেড করবেন তখন সেটা অতি দ্রুত ক্লোজ করতে হয়। এভাবে লং ট্রেড করতে হলেও কিছু কৌশল আপনাকে জানতে হবে তাই ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অবশ্যয় ট্রেডিং কৌশল শিখতে হবে।

SOMARANITHAKUR1995
2019-06-13, 09:25 PM
রিয়েল ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে ফরেক্স শিখতে হবে এবং দক্ষ হতে হবে। ডেমোতে ট্রেড না করে ফরেক্সে আপনি যদি সরাসরি রিয়েল ট্রেড করতে আসেন তাহলে এখানে বেশিদিন টিকে থাকতে পারবেন না। হয় অতিরিক্ত লস করবেন না হলে ব্যালেন্স শুন্য হয়ে যাবে। এর কারণ হলো অদক্ষতা। তাই আগে ডেমো ট্রেডিং করে নিজেকে দক্ষ করুন তারপর রিয়েল ট্রেড করুন।

ARIFULISLAM1996
2019-06-16, 07:44 PM
ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা।তাই ফরেক্স করার আগে ফরেক্স ভালভাবে জানা উচিত। অর্থাৎ ফরেক্স ভালভাবে না শিখে ফরেক্স করা উচিত নয়।রিয়েল ট্রেড করার আগে আপনাকে আগে একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।আর এ জন্য ফরেক্স শেখার জন্য আপনাকে ডেমোতে বেশি বেশি প্রাক্টিস করতে হবে।ডেমো ট্রেড না করেই যদি আপনি সরাসরি রিয়েল ট্রেডে নেমে পড়েন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারবেন না।ফরেক্স থেকে লাভ করার চেয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কঠিন।কাজেই আগে ফরেক্স ভালভাবে শেখা উচিত।

KaziBayzid162
2019-06-19, 08:58 PM
ফরেক্সে কেউ শুধুমাত্র ফরেক্স শেখার জন্য আসে না,বরং ফরেক্সে ব্যবসা করার মাধ্যমে ফরেক্স থেকে আয় করার জন্য আসে, আর যে কোন ব্যবসা থেকে লাভ করতে হলে অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে সঠিক শিক্ষা এবং জ্ঞানের প্রয়োজন হয়,কেননা কেউ যদি কোন প্রকার শিক্ষা বা অভিজ্ঞতা ছাড়া ব্যবসা আরম্ভ করে তাহলে সে সেখান থেকে লাভ করতে পারবে না বরং লস করার মাধ্যমে মূলধন হারিয়ে ফেলতে পারে, তাছাড়া ফরেক্স হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, যেখানে ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে তেমনি অল্প সময়ে অনেক লাভ করা যায়, তবে তার জন্য অন্যান্য ব্যবসার মতই ফরেক্স সম্পর্কে যথাযথ শিক্ষা ও অভিজ্ঞতা থাকতে হবে,আর এর জন্য আপনি অনলাইনে বিভিন্ন বই এবং বিভিন্ন সাইট থেকে পড়াশোনা করার মাধ্যমে ফরেক্স সম্বন্ধে শিখতে পারবেন,বিভিন্ন এনালাইসিস এবং ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এমন কোন ট্রেডারের থেকে পরামর্শ নেয়ার মাধ্যমে আপনার অভিজ্ঞতা বাড়িয়ে তুলতে পারবেন,সেইসাথে ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করার মাধ্যমে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে পরিণত করতে পারবেন,এভাবে আপনি যখন ফরেক্স সম্পর্কে নিজেকে খুব ভালোভাবে শিক্ষিত করে তুলতে পারবেন, এবং আপনার মেধা ও শ্রম কে কাজে লাগিয়ে ধৈর্যসহকারে ট্রেডিং করতে পারবেন, ঠিক তখনই ফরেক্স থেকে লাভ করতে পারবেন, এজন্য বলব আগেই ফরেক্স এর ট্রেডিং শুরু না করে, ফরেক্স সম্পর্কে উপযুক্ত শিক্ষা অর্জন করার মাধ্যমে নিজেকে ফরেক্স ট্রেডিং এর জন্য উপযুক্ত করে তোলেন।

TanjirKhandokar1994
2019-06-19, 10:05 PM
আমি মনে করি ফরেক্সে রিয়েল ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে ফরেক্স শিখতে হবে এবং দক্ষ হতে হবে।কেননা এখানে দক্ষতার বিকল্প বলে আর কিছু আছে বলে আমি মনে করি না।কারণ হলো ডেমোতে ট্রেড না করে ফরেক্সে আপনি যদি সরাসরি রিয়েল ট্রেড করতে আসেন তাহলে এখানে বেশিদিন টিকে থাকতে পারবেন না। হয় অতিরিক্ত লস করবেন না হলে ব্যালেন্স শুন্য হয়ে যাবে। এর কারণ হলো অদক্ষতা। তাই আগে ডেমো ট্রেডিং করে নিজেকে দক্ষ করুন তারপর রিয়েল ট্রেড করুন।ধন্যবাদ