View Full Version : বিশেষ কোন ইন্ডিকেটরের সাহায্য ট্রেড করা
assadul
2019-05-28, 06:39 PM
আমি জানতে চায় এমন কোন এনন্ডিকেটর আছে কি, যে ইন্ডিকেটরের যাহায্য আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করে আমরা ফরেক্স কোন প্রকার লস এড়িয়ে ট্রেড করতে পারি, এমন কোন প্রকারে যদি ইন্ডিকেটর থাকে প্লিজ জানালে উপকার হবে এবং কিভাবে ট্রেডিং করলে লস এড়াতে পারবো।
kashed
2019-05-28, 08:23 PM
আমি পাঁশ বছর আগে ঢাকা থেকে ফরেক্স ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছিলাম কিন্ত আমার কথা ছিল তাহারা আমাকে তিন প্রকার ইন্ডিকেটর সফট্যয়ার দিবে সে গুলে অনুসরণ করলে আপনি প্রফিট করতে পারবেন, আমি সেখান থেকে ছয়া্মাস ট্রেডিং করে ভালই প্রফিট করতে থাকি কিন্তু ছয়মাস পরে আর কাজ হলো না আমি আমার টিচিংদের জানালে বল্লো আপনাকে ৩০০ ডলার দিয়ে ক্রয় করতে হবে ইন্ডকেটর তারপর থেকে কোন ইন্ডিকেটর ছাড়া আমি অনন্য ব্যাবসার পাশাপাশি কমবেশি ট্রেড করে সল্প লাভ নিয়ে ট্রেড করে আসছি।
Traderboy
2019-05-29, 09:29 AM
যত কম ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হবেন তত বেশি আপনার জন্য ভালো। আগে মার্কেট মুভ করে তারপর সেটার ডাটা ইন্ডিকেটরে দেখায়। সো এটার পেছনে যত সময় দেবেন তত আপনার লস। শুধু চার্ট দেখে সাপোর্ট রেসিস্ট্যান্ড একে, পিভট পয়েন্ট অনুসরন করে ট্রেড করার চেষ্টা করুন। শুরুতে একটু কষ্ট হলেও ভবিষ্যতে ভালো একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
alamsat
2019-05-29, 12:57 PM
আমি জানতে চায় এমন কোন এনন্ডিকেটর আছে কি, যে ইন্ডিকেটরের যাহায্য আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করে আমরা ফরেক্স কোন প্রকার লস এড়িয়ে ট্রেড করতে পারি, এমন কোন প্রকারে যদি ইন্ডিকেটর থাকে প্লিজ জানালে উপকার হবে এবং কিভাবে ট্রেডিং করলে লস এড়াতে পারবো।
সব ইন্ডিকেটর তার ফল প্রকাশ করে মার্কেট শেষ হওয়ার পরে। অগ্রিম কোন সিগনাল কোন ইন্ডিকেটর প্রদান করবে না। তাই সবাই বলে ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে কোন ট্রেড নেওয়া যাবে না। ইন্ডিকেটর কে আপনার সহকারী হিসাবে রাখতে পারেন। তবে আপনি চার্টের সাপোর্ট এবং রেজিস্টার্ন বের করে ট্রেড করতে পারেন বা মুভিং এ্যাভারেজ ৫৫ ব্যবহার করে মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারেন।
Traderboy
2019-05-29, 01:05 PM
হুম। ইন্ডিকেটর শুধু আপনাকে একটা আনুুমানিক ধারনা দিতে পারবে মাত্র। এর বেশি কিছু না। তবে ফান্ডামেন্টাল অনেক ব্যাপার থাকে মার্কেটে। তখন কোন ইন্ডিকেটর এর সিগনাল কাজ করে না। তাই শুরু থেকে ইন্ডিকেটর নির্ভরতা যতটা কমানো যাবে ততই মঙ্গল।
souravkumarhazra6763
2019-06-05, 12:03 PM
আমি আসলে প্রাইস একশ্যান ট্রেডার,আমি তেমন কোন ইইন্ডিকেটর ইউজ করিনা,কিন্তু মাঝে মাঝে মার্কেট ট্রেন্ড বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে থাকি,আমার খুব প্রিয় ইন্ডিকেটর হয়ছে মুভিং এভারেজ ইন্ডিকেটর,আপনারা ও এই ইন্ডিকেটর টি ব্যবহার করতে পারেন।
alamsat
2019-06-09, 10:51 AM
আমি আসলে প্রাইস একশ্যান ট্রেডার,আমি তেমন কোন ইইন্ডিকেটর ইউজ করিনা,কিন্তু মাঝে মাঝে মার্কেট ট্রেন্ড বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে থাকি,আমার খুব প্রিয় ইন্ডিকেটর হয়ছে মুভিং এভারেজ ইন্ডিকেটর,আপনারা ও এই ইন্ডিকেটর টি ব্যবহার করতে পারেন।
হ্যা ভাই আমি আগে ও মুভিং এ্যাভারেজ ব্যবহার করেছি কিন্তু সম্প্রতি এটাকে ৫৫ প্রিয়ডে সেট করার পর মার্কেট এর ট্রেন্ড বোঝাটা অনেক সহজ হয়েছে। আগে ছোট ছোট প্রিয়ডে এটাকে ব্যবহার করতাম কিন্তু যখন ই এটাকে ৫৫ প্রিয়ডে ব্যবহার করেছি তখন ই আশ্চার্য জনক ফল পেয়েছি। আপনিও এর ব্যবহার করার জন্য যখন ৫৫ প্রিয়ড এ সেট করবেন দেখবেন প্রতিটি টাইম ফ্রেমে হয় মার্কেট এর উপরে না হয় নিচে থাকবে। তাই সহজে আপনি সেল করবেন নাকি বাই করবেন সেটা সহজে বুঝতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.