PDA

View Full Version : ষ্টপ লস, টেক প্রফিট হিসাব



Traderboy
2019-05-29, 09:42 AM
স্টপ লস টেক প্রফিট কত দিবেন তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর। ধরুন আমি ২:৪ থেকে ২:৬ অনুপাতে ট্রেডের লস প্রফিট বসাই। এখন ধরা যাক আমার ব্যালেন্স ১০০ ডলার। সেক্ষেত্রে আমি ২ ডলার স্টপ লস ব্যবহার করব। সেন্ট একাউন্টে আমি ৫ সেন্ট লটেও ট্রেড নিতে পারব তাহলে আমার স্টপ লস দাড়াবে ৪০ পিপস। আবার সেই অনুপাতে টেক প্রফিট স্টপ লসের ৪ অথবা ৬গুন। যদি ১০ টা ট্রেডের মধ্যে ৭ টাতেও লস করি (যদিও এটা সচারচর হয় না) তাহলে বাকি ৩ ট্রেড প্রফিট করেও এভারেজ প্রফিটে চলে আসতে পারব। এজন্য মানি ম্যানেজমেন্ট মেনে আপনার লট এবং স্টপ লস টেক প্রফিট নির্ধারন করতে হবে। বুঝাতে পেরেছি কিনা জানি না। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

alamsat
2019-05-29, 12:48 PM
স্টাপ লস এবং ট্রেক প্রফিট ঠিক মত ব্যবহার করিতে পারলে কোন সময় লস হয় না। কিন্তু আমি সব সময় টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না। কারন মার্কেট প্রতি বারই আগে স্টপ লস হিট করে আবার প্রফিটের দিকে যেহে থাকে। তাই স্টপ লস যে কয়বার ব্যবহার করেছি লস খেয়েছি। এ জন্য মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ১০০ ডলার থাকলে ০.০১ সেন্ট এ ট্রেড করে ছেড়ে দেই শুধুমাত্র টেক প্রফিট বসিয়ে তাই সেটা যতই আমার বিপরীতে যাই না কেন ঠিক ঠাক প্রফিট এ হিট করে।

Traderboy
2019-05-29, 01:12 PM
স্টাপ লস এবং ট্রেক প্রফিট ঠিক মত ব্যবহার করিতে পারলে কোন সময় লস হয় না। কিন্তু আমি সব সময় টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না। কারন মার্কেট প্রতি বারই আগে স্টপ লস হিট করে আবার প্রফিটের দিকে যেহে থাকে। তাই স্টপ লস যে কয়বার ব্যবহার করেছি লস খেয়েছি। এ জন্য মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ১০০ ডলার থাকলে ০.০১ সেন্ট এ ট্রেড করে ছেড়ে দেই শুধুমাত্র টেক প্রফিট বসিয়ে তাই সেটা যতই আমার বিপরীতে যাই না কেন ঠিক ঠাক প্রফিট এ হিট করে।

একেক জন একেক সিস্টেমে ট্রেড করে। অনেকে স্টপ লস ব্যবহার না করে লট ম্যানেজমেন্ট করে, আবার হয়তবা দেখবেন অনেকে হেজ করে রাখে পরে সেটার লট ক্যালকুলেট করে ঠিকই বের হয়ে আসে। আবার অনেকে স্টপ লস ছাড়া ট্রেড করে না। স্টপ লস নিয়ে অনেক থিউরি আছে মার্কেটে। মোটকথা হলো প্রপার মানি ম্যানেজমেন্ট মানার অনেকগুলা উপায়ের মধ্য একটি হলো স্টপলস। এমন না যে সবাইকে ব্যবহার করতেই হবে, তবে যদি প্রপার জায়গায় ঠিকঠাক স্টপলস বসাতে পারেন তাহলে দেখবেন এটাও আপনার ট্রেডিং এর অংশ হয়ে যাবে।

sumon918
2019-05-29, 06:37 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার না করে তাদেরকে অল টাইম মার্কেট মনিটরিং করতে হয়। যার পক্ষে অল টাইম মনিটরিং করা সম্ভব নয় তাদের অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতেই হয়। স্টপ লস এবং টেক প্রফিট কতটুকু নিবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি কতটা লস মেনে নিবেন সেই অনুযায়ী স্টপ লস নির্ধারণ করে দেওয়া হয় অনুরূপভাবে আপনি কতটা প্রফিট করতে চান সেই অনুযায়ী টেক প্রফিট নির্ধারণ করতে হয়।

Traderboy
2019-05-30, 08:54 AM
ফরেক্স ট্রেডিং এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার না করে তাদেরকে অল টাইম মার্কেট মনিটরিং করতে হয়। যার পক্ষে অল টাইম মনিটরিং করা সম্ভব নয় তাদের অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতেই হয়। স্টপ লস এবং টেক প্রফিট কতটুকু নিবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি কতটা লস মেনে নিবেন সেই অনুযায়ী স্টপ লস নির্ধারণ করে দেওয়া হয় অনুরূপভাবে আপনি কতটা প্রফিট করতে চান সেই অনুযায়ী টেক প্রফিট নির্ধারণ করতে হয়।

বড় ধরনের অনাকাঙ্খিত মুভমেন্ট থেকে বাচা যায় স্টপ লস ব্যবহার করলে। সবসময় যেমন ট্রেড মনিটর করা সম্ভব না, তেমনি এটা জানাও সম্ভব না কখন কোন বিশেষ কারনে মার্কেটে বড় মুভ হবে। তাই টেক প্রফিট ব্যবহার করুন আর নাই করুন স্টপ লস ব্যবহারের বিকল্প দেখি না।

SHARIFfx
2019-05-30, 10:37 AM
আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই এই মার্কেট ১০০% বলতে কিছু নাই। আপনি দক্ষ এনালাইসিস করে এই মার্কেট থেকে প্রফিট বের করতে হবে আর এই ক্ষেত্রে টেকপ্রফিট আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আপনি যদি ডেইলি কেন্ডেল ফলো করেন তা হলে নিউজ প্রকাশ হবার পরে টিপি ১০ পিপ্স আর স্টোপ লস ২০ পিপ্স সেট করে প্রতিদিন ভালো আয় করতে পারেন।

Traderboy
2019-05-30, 03:39 PM
আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই এই মার্কেট ১০০% বলতে কিছু নাই। আপনি দক্ষ এনালাইসিস করে এই মার্কেট থেকে প্রফিট বের করতে হবে আর এই ক্ষেত্রে টেকপ্রফিট আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আপনি যদি ডেইলি কেন্ডেল ফলো করেন তা হলে নিউজ প্রকাশ হবার পরে টিপি ১০ পিপ্স আর স্টোপ লস ২০ পিপ্স সেট করে প্রতিদিন ভালো আয় করতে পারেন।

তবে যদি স্টপ লস আর টেক প্রফিটের রেশিও আরো বাড়াতে পারেন তাহলে প্রফিট আরো বেশি হবে। যেমন আমি স্বাভাবিক ২০ পিপ স্টপলস দিলে ৬০ পিপ অথবা ৮০ পিপ টেক প্রফিট দেই। এভাবে যদি বেশি ট্রেড লস হয় তারপরো যে ট্রেডগুলো ধরা থাকে সেগুলো দিয়ে বেশ ভালো প্রফিট চলে আসে। আনুপাতিক হারে আপনার প্রফিট লস কম বেশি হবে আপনি কিভাবে এটা সেট করবেন তার উপর ভিত্তি করে।

alamsat
2019-06-09, 10:57 AM
আসলে সবাই স্টাপ লস ব্যবহার করে না। নিজের ইচ্ছেমত লস নিয়েই ম্যানুয়ালী ট্রেড ক্লোজ করে থাকে। তবে সব চেয়ে ভাল উপায় হল আপনি যখনই একটি ট্রেড নিবেন তখনই সেটাকে হিসাব করে দেখবেন যে কত লস আপনি নিতে পারবেন সেখানে একটি স্টপ লস সেট করে রাখতে পারেন কারন বলা যাই না যদি বড় কোন নিউজ এর কারনে আপনার ট্রেড টি অনেক বেশি বিপরীতে চলে না যাই। তবে সেটা আপনার জন্য বেশি ক্ষতির কারন হতে পারে। তাই নির্দিষ্ট একটি স্থানে অবশ্যয় স্টপলস ব্যবহার করতে হবে।

Suruj
2020-12-11, 09:09 PM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

samun
2020-12-11, 10:05 PM
ষ্টপ লস ও টেক প্রফিট হল অতিগুরুত্বপুর্ণ একটি অপশন। ট্রেডারের সুবিধার্থে মার্কেটে প্রয়োজনীয় সকল ব্যবস্থা দেওয়া আছে। ট্রেডার অনেক সময় মার্কেটে উপস্থিত না থাকায় অনাকাংখিত ঘটনা ঘটে যেতে পারে। যেমন: মার্কেটে ট্রেডিং চলাকালীন সময় যদি লাভ থাকে তা সময় মত কাটতে না পারলে অনেক সময় লসে পরিণত হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় লস হতে হতে ব্যালেন্স শূণ্য হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য টেক প্রফিট এবং ষ্টপ লস ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরী।

Sid
2020-12-17, 09:32 AM
ফরেক্স ট্রেডিং এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার না করে তাদেরকে অল টাইম মার্কেট মনিটরিং করতে হয়। যার পক্ষে অল টাইম মনিটরিং করা সম্ভব নয় তাদের অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতেই হয়। স্টপ লস এবং টেক প্রফিট কতটুকু নিবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি কতটা লস মেনে নিবেন সেই অনুযায়ী স্টপ লস নির্ধারণ করে দেওয়া হয় অনুরূপভাবে আপনি কতটা প্রফিট করতে চান সেই অনুযায়ী টেক প্রফিট নির্ধারণ করতে হয়।

micky1212
2020-12-17, 09:45 AM
দুর্ভাগ্য বন্ধ করুন এবং সুবিধা গ্রহণের সুযোগ ফরেক্স এক্সচেঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তিগুলি টেক সুবিধা ব্যবহার করে না এবং দুর্ভাগ্য বন্ধ করে দেয় তাদের অসম বাজার পর্যবেক্ষণ করা দরকার। যে ব্যক্তিরা নিয়মিত স্ক্রিন করতে পারবেন না তাদের দুর্ভাগ্য বন্ধ করে ব্যবহার করা উচিত এবং সুবিধা গ্রহণ করা উচিত। দুর্ভাগ্য কতটা বন্ধ করে এবং আপনি যে সুবিধা গ্রহণ করেন তা আপনার উপর নির্ভর করে। আপনি কতটা দুর্ভাগ্য স্বীকার করবেন তার দ্বারা স্টপ দুর্ভাগ্যর সমাধান হয়। অতিরিক্তভাবে, আপনার কতটা উপকার করতে হবে তা দ্বারা সুবিধাটি সমাধান করা হয়।

Md.shohag
2020-12-17, 10:19 AM
ষ্টপ লস ও টেক প্রফিট হল অতিগুরুত্বপুর্ণ একটি অপশন। ট্রেডারের সুবিধার্থে মার্কেটে প্রয়োজনীয় সকল ব্যবস্থা দেওয়া আছে। ট্রেডার অনেক সময় মার্কেটে উপস্থিত না থাকায় অনাকাংখিত ঘটনা ঘটে যেতে পারে। যেমন: মার্কেটে ট্রেডিং চলাকালীন সময় যদি লাভ থাকে তা সময় মত কাটতে না পারলে অনেক সময় লসে পরিণত হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় লস হতে হতে ব্যালেন্স শূণ্য হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য টেক প্রফিট এবং ষ্টপ লস ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরী।

KF84
2020-12-28, 08:57 PM
স্টপ লস টেক প্রফিট কত দিবেন তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর। ধরুন আমি ২:৪ থেকে ২:৬ অনুপাতে ট্রেডের লস প্রফিট বসাই। এখন ধরা যাক আমার ব্যালেন্স ১০০ ডলার। সেক্ষেত্রে আমি ২ ডলার স্টপ লস ব্যবহার করব। সেন্ট একাউন্টে আমি ৫ সেন্ট লটেও ট্রেড নিতে পারব তাহলে আমার স্টপ লস দাড়াবে ৪০ পিপস। আবার সেই অনুপাতে টেক প্রফিট স্টপ লসের ৪ অথবা ৬গুন। যদি ১০ টা ট্রেডের মধ্যে ৭ টাতেও লস করি (যদিও এটা সচারচর হয় না) তাহলে বাকি ৩ ট্রেড প্রফিট করেও এভারেজ প্রফিটে চলে আসতে পারব। এজন্য মানি ম্যানেজমেন্ট মেনে আপনার লট এবং স্টপ লস টেক প্রফিট নির্ধারন করতে হবে। বুঝাতে পেরেছি কিনা জানি না। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ । আপনি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা দিয়েছেন । নতুন ট্রেডাররা যদি এভাবে চিন্তা করে ট্রেড করে তাহলে তারা কখনো মার্জিন কল পাবেনা । আমরা অনেকেই আছি যারা মানি ম্যানেজমেন্ট না অনুসরন করে ট্রেড করি এবং সবশেষে একাউন্ট লস করে বসে থাকি যদিও আমরা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত থাকি ।

FRK75
2021-06-05, 05:39 PM
স্টাপ লস এবং ট্রেক প্রফিট ঠিক মত ব্যবহার করিতে পারলে কোন সময় লস হয় না। কিন্তু আমি সব সময় টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না। কারন মার্কেট প্রতি বারই আগে স্টপ লস হিট করে আবার প্রফিটের দিকে যেহে থাকে। তাই স্টপ লস যে কয়বার ব্যবহার করেছি লস খেয়েছি। এ জন্য মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ১০০ ডলার থাকলে ০.০১ সেন্ট এ ট্রেড করে ছেড়ে দেই শুধুমাত্র টেক প্রফিট বসিয়ে তাই সেটা যতই আমার বিপরীতে যাই না কেন ঠিক ঠাক প্রফিট এ হিট করে।

EmonFX
2021-06-05, 08:18 PM
স্টপ লস টেক প্রফিট কত দিবেন তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর। ধরুন আমি ২:৪ থেকে ২:৬ অনুপাতে ট্রেডের লস প্রফিট বসাই। এখন ধরা যাক আমার ব্যালেন্স ১০০ ডলার। সেক্ষেত্রে আমি ২ ডলার স্টপ লস ব্যবহার করব। সেন্ট একাউন্টে আমি ৫ সেন্ট লটেও ট্রেড নিতে পারব তাহলে আমার স্টপ লস দাড়াবে ৪০ পিপস। আবার সেই অনুপাতে টেক প্রফিট স্টপ লসের ৪ অথবা ৬গুন। যদি ১০ টা ট্রেডের মধ্যে ৭ টাতেও লস করি (যদিও এটা সচারচর হয় না) তাহলে বাকি ৩ ট্রেড প্রফিট করেও এভারেজ প্রফিটে চলে আসতে পারব। এজন্য মানি ম্যানেজমেন্ট মেনে আপনার লট এবং স্টপ লস টেক প্রফিট নির্ধারন করতে হবে। বুঝাতে পেরেছি কিনা জানি না। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

আপনি ঠিক বলেছেন, মানি ম্যানেজমেন্ট করেই স্টপ লস ও টেক প্রফিট অর্ডার ব্যবহার করা উচিত। ফরেক্সে বেশি লস এড়াতে এবং একাউন্ট সুরক্ষার স্বার্থে অবশ্যই আমাদের স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। অনেকেই স্টপ লস অর্ডার ব্যবহার না করার কারণে অনেকবার ব্যালেন্স জিরো করেছেন। *আমিও এদের মধ্যে একজন। শুরুতে স্টপ লস ব্যবহার না করার কারণে অনেক লস করেছে। তবে এখন সেই ভুল থেকে বেরিয়ে আসতে পেরেছি। আপনি কোথায় স্টপ লস দিবেন এটা নির্ভর করে আপনার ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্টের উপর। মানি ম্যানেজমেন্ট করে রিস্ক রিওয়ার্ড নির্ধারণ করে স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। আমি মনে করি আমাদের প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ১:২ রিস্ক রিওয়ার্ড ব্যবহার করা উচিত। তাতে করে আপনি দশটি ট্রেডের মধ্যে পাঁচটিতে লস করলেও ৫০% গেইন করতে পারবেন। তাছাড়া আমি মনে করি প্রতিটি ট্রেডের ক্ষেত্রে ৩০/৪০ পিপস পর্যন্ত স্টপ লস সেটআপ দেওয়া উচিত। তবে এটা নির্ভর করে আপনার মূলধন কতটা বড় তার উপরে।

আপনার মূলধন যদি ১০০০+ ডলার হয় তাহলে ১০০ পিপস পর্যন্ত স্টপ লস দেয়া যেতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে ফরেক্স থেকে কতটা আয় করতে চাওয়া উচিত। আমি বলব আপনি কতটা লস নিতে প্রস্তুত আছেন। ঠিক আপনাকে সেটার উপর ভিত্তি করেই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ফরেক্সে আপনি শতভাগ এন্ট্রি প্রফিট করবেন এমন নয়। মাঝে মাঝে কিছু ট্রেডে লস হবে এটাই স্বাভাবিক। আপনার যদি দশটি ট্রেডের মধ্যে ছয়টি ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে সেটা নিয়েই স্যাটিসফাই থাকা উচিত।

Mas26
2021-06-05, 08:19 PM
স্টাপ লস এবং ট্রেক প্রফিট ঠিক মত ব্যবহার করিতে পারলে কোন সময় লস হয় না। কিন্তু আমি সব সময় টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না। কারন মার্কেট প্রতি বারই আগে স্টপ লস হিট করে আবার প্রফিটের দিকে যেহে থাকে।আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই এই মার্কেট 100% বলতে কিছু নাই। আপনি দক্ষ এনালাইসিস করে এই মার্কেট থেকে প্রফিট বের করতে হবে আর এই ক্ষেত্রে টেকপ্রফিট আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আপনি যদি ডেইলি কেন্ডেল ফলো করেন তা হলে নিউজ প্রকাশ হবার পরে টিপি 20 পিপ্স আর স্টোপ লস 30 পিপ্স সেট করে প্রতিদিন ভালো আয় করতে পারেন।আনুপাতিক হারে আপনার প্রফিট লস কম বেশি হবে আপনি কিভাবে এটা সেট করবেন তার উপর ভিত্তি করে।

Starship
2021-06-07, 11:40 AM
একজন দক্ষ ট্রেডারের স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকা আবশ্যক। কেননা আপনি যদি সঠিকভাবে স্টপ লস এবং টেক প্রফিট সঠিকভাবে বসাতে না পারেন তাহলে সবসময় আপনি প্রফিট করতে পারবেন না বরং স্টপ লস হিট করবে। আমি সবসময় চেষ্টা করি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার জন্য সে ক্ষেত্রে স্টপ লস না সেট করে টেক প্রফিট সেট করে ট্রেড করে থাকি। এক্ষেত্রে মার্কেট যতই মুভমেন্ট করুক না কেন সময় সাপেক্ষে টেক প্রফিট ঠিকই হিট করে যদিও দীর্ঘ সময় অনেক সময় লস করে নিতে হয়।

FRK75
2021-08-05, 10:00 AM
স্টাপ লস এবং ট্রেক প্রফিট ঠিক মত ব্যবহার করিতে পারলে কোন সময় লস হয় না। কিন্তু আমি সব সময় টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না। কারন মার্কেট প্রতি বারই আগে স্টপ লস হিট করে আবার প্রফিটের দিকে যেহে থাকে। তাই স্টপ লস যে কয়বার ব্যবহার করেছি লস খেয়েছি। এ জন্য মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ১০০ ডলার থাকলে ০.০১ সেন্ট এ ট্রেড করে ছেড়ে দেই শুধুমাত্র টেক প্রফিট বসিয়ে তাই সেটা যতই আমার বিপরীতে যাই না কেন ঠিক ঠাক প্রফিট এ হিট করে।

Smd
2021-11-01, 09:41 PM
অনেকে স্টপ লস ব্যবহার না করে লট ম্যানেজমেন্ট করে, আবার হয়তবা দেখবেন অনেকে হেজ করে রাখে পরে সেটার লট ক্যালকুলেট করে ঠিকই বের হয়ে আসে। আবার অনেকে স্টপ লস ছাড়া ট্রেড করে না। স্টপ লস নিয়ে অনেক থিউরি আছে মার্কেটে। মোটকথা হলো প্রপার মানি ম্যানেজমেন্ট মানার অনেকগুলা উপায়ের মধ্য একটি হলো স্টপলস। এমন না যে সবাইকে ব্যবহার করতেই হবে। তবে সব চেয়ে ভাল উপায় হল আপনি যখনই একটি ট্রেড নিবেন তখনই সেটাকে হিসাব করে দেখবেন যে কত লস আপনি নিতে পারবেন সেখানে একটি স্টপ লস সেট করে রাখতে পারেন কারন বলা যাই না যদি বড় কোন নিউজ এর কারনে আপনার ট্রেড টি অনেক বেশি বিপরীতে চলে না যাই।

jasminbd
2021-11-02, 01:10 PM
স্টপ লস আপনার ওপেন কোন ট্রেড সর্বচ্চো কত লস হলে ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে তা নির্দেশ করা। ধরুন আপনি EUD/USD পেয়ারে বাই ট্রেড ওপেন করলেন ১.২৪০০ তে এখন আপনি স্থির করলেন যে ৪০ পিপ্স লস হলে যাতে আপনার ট্রেড বন্ধ হয়ে যাই তখন আপনি আপনার প্লাটফর্মে Stop Loss সেট করবেন ১.২৩৬০ তে। প্রাইস যখন কমে ১.২৩৬০ এ নেমে আসবে আপনার ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে।

আর টেক প্রফিট এর অর্থ হল আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেডটি বন্ধ করতে চান সেটি। আমরা যখন ট্রেড করি আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে বস থাকা সম্ভব নয় কিন্তু আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে ঠিক এই কাজটি করার জন্য আমরা টেক প্রফিট(Take Profit) ব্যবহার করে থাকি।

Smd
2022-02-19, 08:38 PM
টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার না করে তাদেরকে অল টাইম মার্কেট মনিটরিং করতে হয়। যার পক্ষে অল টাইম মনিটরিং করা সম্ভব নয় তাদের অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতেই হয়। স্টপ লস এবং টেক প্রফিট কতটুকু নিবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি কতটা লস মেনে নিবেন সেই অনুযায়ী স্টপ লস নির্ধারণ করে দেওয়া হয়। নিজের ইচ্ছেমত লস নিয়েই ম্যানুয়ালী ট্রেড ক্লোজ করে থাকে। তবে সব চেয়ে ভাল উপায় হল আপনি যখনই একটি ট্রেড নিবেন তখনই সেটাকে হিসাব করে দেখবেন যে কত লস আপনি নিতে পারবেন সেখানে একটি স্টপ লস সেট করে রাখতে পারেন কারন বলা যাই না যদি বড় কোন নিউজ এর কারনে আপনার ট্রেড টি অনেক বেশি বিপরীতে চলে না যাই সেই দিকে খেয়াল রাখে।

IFXmehedi
2022-02-21, 12:17 PM
স্টপ লস টেক প্রফিট কত দিবেন তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর। ধরুন আমি ২:৪ থেকে ২:৬ অনুপাতে ট্রেডের লস প্রফিট বসাই। এখন ধরা যাক আমার ব্যালেন্স ১০০ ডলার। সেক্ষেত্রে আমি ২ ডলার স্টপ লস ব্যবহার করব। সেন্ট একাউন্টে আমি ৫ সেন্ট লটেও ট্রেড নিতে পারব তাহলে আমার স্টপ লস দাড়াবে ৪০ পিপস। আবার সেই অনুপাতে টেক প্রফিট স্টপ লসের ৪ অথবা ৬গুন। যদি ১০ টা ট্রেডের মধ্যে ৭ টাতেও লস করি (যদিও এটা সচারচর হয় না) তাহলে বাকি ৩ ট্রেড প্রফিট করেও এভারেজ প্রফিটে চলে আসতে পারব। এজন্য মানি ম্যানেজমেন্ট মেনে আপনার লট এবং স্টপ লস টেক প্রফিট নির্ধারন করতে হবে। বুঝাতে পেরেছি কিনা জানি না। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

ভাই স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স ট্রেডিং এর জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ দুইটি অপশন । কারণ আমাদের কারো পক্ষেই 24 ঘন্টা মার্কেটের প্রতি মনোযোগ রাখা সম্ভব নয় । এই জন্য আমরা যদি আমাদের প্রতিটা ট্রেডিংয়ের টেকপ্রফিট এবং স্টপ লস ব্যবহার করি তাহলে আশা করি আমরা আমাদের কাঙ্খিত পরিমাণ লাভ করতে পারব । আমাদের প্রতিটা ট্রেডে মোটামুটি ২০ পিপস প্রফিট লিমিট এবং ৫০ পিপস স্টপ লস রাখা উচিত ।