PDA

View Full Version : কিভাবে টাকা সঞ্চয় করবেন



BDFOREX TRADER
2019-05-29, 05:34 PM
​​8117
ফরেক্স মার্কেটের আয় ব্যয় এর মাসিক এভারেজ থেকে সঞ্চয় করা খুবই কঠিন একটি বিষয়, এজন্য অনেক হিসাব নিকাশ করতে হয়, সাধারনত আমি যত প্রফিট হয় সেখান থেকে ২০% একেবারে আলাদা করে রাখি। তারপর সময় ও সুযোগ বুঝে তা কোন দরিদ্য ব্যক্তিকে ভিক্ষা দেবার চেষ্টা করি। তাই আমার মোট ইনকামের ২০% জনস্বার্থে ব্যয় করা আমার প্রতি মাসের অভ্যেসে পরিণত হয়েছে। এছাড়া বাকী এমাউন্ট যা প্রায় ৮০% এর মধ্যে থেকে ২০% আমার ব্যাকগুলোতে ডিপোজিট করে থাকি। আর বাকী ৬০% কে পুরো টাকাকে আমি ৪টি ভাগে ভাগ করে নেই। প্রতি ভাগে যা থাকে, তা এক সপ্তাহের জন্য টোটাল খরচ হিসেবে ব্যবহার করি। ৪ ভাগ ব্যবহৃত হয় ৪ সপ্তাহ অর্থাৎ এক মাসের জন্য। কোন কারনে যদি কোন সপ্তাহে বেশি খরচের দরকার হয়, তবে তা পরের সপ্তাহ এর ভাগ থেকে নিয়ে নেই। আর পরের সপ্তাহ থেকে যতটুকু বেশি নিয়েছি আগের সপ্তাহের জন্য, সেটা পরের সপ্তাহে ঐটুকু খরচ কমিয়ে সাশ্রয়ী থেকে আবার হিসেব গুছিয়ে ফেলি। এতে সব কিছুর জন্য আলাদা বাজেট হিসেব করা থাকে। কোন অসুবিধা হয় না।
আপনিও একই পদ্ধতিতে সঞ্চয় করতে পারেনঃ মাস শেষে যত আয় হল তা থেকে সঞ্চয় করুন আপনার সাধ্যমত। এরপর বাকি অংশকে ৪ ভাগে ভাগ করে প্রতিটি ভাগ প্রত্যেক সপ্তাহের খরচ হিসেবে রেখে দিন। আশা করা যায়, স্রষ্টার আশীর্বাদে আপনার আর কখনো অর্থকষ্ট পেতে হবে না।