PDA

View Full Version : কারেন্সি জোড়



0nly1
2014-07-17, 04:24 AM
রেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়।প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।কিছু কিছু ফরেক্স ব্রোকারে এই কারেন্সি পেয়ারগুলো ট্রেড করা যায়। এগুলো প্রধান এবং ক্রস পেয়ার গুলোর মত অত্যাধিক ট্রেড করা হয়না।Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।

fh.ratul
2014-11-08, 12:03 AM
আমি কি টাকার বিপরীতে কনো কারেন্সি জোড়া কোরতে পারবো? ফরেক্সে কি এমন সুজুগ আসে?

shuvo2014
2015-02-08, 02:16 PM
য়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের
মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।
উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD
অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/
JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড়
এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার
হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD
পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর
তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড
করা হয়।প্রধান ক্রস-কারেন্স

shuvo2014
2015-02-15, 06:36 PM
প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।কিছু কিছু ফরেক্স ব্রোকারে এই কারেন্সি পেয়ারগুলো ট্রেড করা যায়। এগুলো প্রধান এবং ক্রস পেয়ার গুলোর মত অত্যাধিক ট্রেড করা হয়না।Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।

NaimurRahman
2015-02-22, 08:22 PM
পেয়ার মানে তো প্রীতি, এটা তো বুঝেন? এখন ধরুন EUR/GBP, ধরলেন তো? ইউরো হচ্ছে মুল কারেন্সি আর গ্রেট ব্রিটেন পাউনড হচ্ছে কৌট কারেন্সি। যদি ইউরো দাম বাড়ে তাহলে বাই দিবেন, তাই তো? বাই দিলে কি হবে ভাবছেন? আপনি ১ ইউরো দিয়ে ১.১৩৭৩ ডলার কিনে নিলেন। আর যখন অর্ডার ক্লোজ করলেন, তখন আবার ডলার দিয়ে ঐ প্রাইজে ইউরো কিনলেন। আসলে এরকমই। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

majidiqbal
2016-02-24, 02:45 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।

উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.

fatemaakhter
2016-02-25, 12:01 PM
ফরেক্সে ট্রেড করার জন্য নিয়ম হল যে কোন পেয়ারে ট্রেড করতে হবে ।বিভিন্ন ব্রকারে অনেক ধরনের পেয়ার রয়েছে ।যে গুলোতে ইউ এস ডি থাকে সেগুলকে প্রধান পেয়ার কারেন্সি বলে ।এ পেয়ার গুলোতে বেশি ট্রেড হয় ।আমিও ইউরো -ইউ এস ডি পেয়ারে ট্রেড করি ।

abdulguffer
2016-03-12, 03:15 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার এর ট্রেড করতে হয় । আর প্রতি ট্রেড এ একটি কারেন্সির ক্রয় এর পাশাপাশি অন্য কারেন্সির বিক্রয় করা হয়।প্রতি কারেন্সি পেয়ার এ একটি মেইন কারেন্সি ও একটি বেইজ কারেন্সি থাকে। যেমন -- eurusd- এখানে eur হচ্ছে মেইন কারেন্সি এবং usd হচ্ছে বেইজ কারেন্সি।

Md Akter Hossain
2016-03-12, 03:27 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের কারেন্সি ধেখতে পায় । যখন ২ টা কারেন্সি একসাথে মিলে তখনই তৈরি হয় একটা পেয়ার । অথাৎ ২ টা কারেন্সির সমন্বয়ে তৈরি হয় একটা পেয়ার । যেমন eur ওusd আলাদা আলাদা কারেন্সি । আর এই ২ টা মিলে তৈরি হয় eurusd পেয়ার ।

basaki
2016-03-14, 05:35 PM
কারেন্সিতে আপনি যদি ট্রেড করতে চান তবে আপনাকে ভাল করে যান্তে হবে আপনি কি কি পিয়ারে ট্রেড করতে চান আর কোন পিয়ার কিরকম। তাই আপনার ফরেক্স মার্কেটে যদি ট্রেড করতে চান তবে সব দেশের মুদ্রার মান সম্পির্কে জ্ঞান লাভ করেই তবে আপনি ভাল কিছু করতে পারবেন বলে মনে করি।

md mehedi hasan
2016-11-01, 09:07 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে যেকোন মুদ্রা জোরো ট্রেড করতে হবে।তবে ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের উচিত হবে একটি কারেন্সি জোরে ট্রেড করা।যে সব কারেন্সির সাথে ইউএসডি ডলার যুক্ত থাকে তাদের কে মেজোর কারেন্সি বলে।আর অন্য গুলো হচ্ছে ক্রস কারেন্সি।ফরেক্স মার্কেটে মেজোর কারেন্সিতে ট্রেড করাই উত্তম।

Mamun13
2017-10-22, 12:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার সিস্টেম হচ্ছে একটি কারেন্সীর বিপরীতে অন্য একটি কারেন্সী ক্রয় বা বিক্রয় করা৷যেমন-eur এর মূল্যের বিপরীতে usd ক্রয়ও করি আবার বিক্রয়ও করি৷তাই eur/usd দুইটা কারেন্সীকে একটি পেয়ারে রাখা হয়৷এই eur/usd পেয়ারে buy করলে বুঝায় usd এর মূল্যের বিপরীতে আপনি eur ক্রয় করছেন আবার eur/usd পেয়ারে sell করলে বুঝায় usd এর মূল্যের বিপরীতে আপনি eur বিক্রয় করছেন৷এই সিস্টেমে অন্যান্য সকল পেয়ারে ক্রয়/বিক্রয় করা হয়৷

FREEDOM
2020-09-30, 11:52 AM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের কারেন্সি ধেখতে পায় । যখন ২ টা কারেন্সি একসাথে মিলে তখনই তৈরি হয় একটা পেয়ার । অথাৎ ২ টা কারেন্সির সমন্বয়ে তৈরি হয় একটা পেয়ার । যেমন eur ওusd আলাদা আলাদা কারেন্সি । আর এই ২ টা মিলে তৈরি হয় eurusd পেয়ার ।