PDA

View Full Version : সিলেটের জাফলং, রাতারগুল ও বিছনাকান্দি ভ্রমন



Montu Zaman
2019-06-03, 05:25 PM
8145
সিলেটের গোয়াইনঘাট আসলে জাফলং, রাতারগুল ও বিছনাকান্দি তিনটি আর্কষনীয় জায়গা ভ্রমন করা যায়। সড়ক পথে ঢাকা হতে গোয়াইনঘাটের দূরত্ব ৩১৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। যদিও সিলেট সদর হতে মাত্র ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই জায়গাটি এবং এর পর থেকেই ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে। এখানে আসলে হলে প্রথমে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে সিলেট আসা যায়। বাস, ট্রেন কিংবা আকাশপথে যে কোন উপায়েই সিলেট আসতে পারবেন। তবে ঢাকা থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। সিলেটে থেকে প্রায় সকল প্রকার যানবাহনেই করে জাফলং যাওয়া যায়। লোকাল বাসে যেতে শহরের শিবগঞ্জে যেতে হবে। সিএনজি বা অটোরিকশায় জাফলং যাওয়া যাবে তবে খরচ তুলনামূলক বেশি পড়বে। সারাদিনের জন্য মাইক্রোবাস রিজার্ভ নেওয়া যায়। সিলেট নগরীর যেকোন অটোরিকশা বা সিএনজি স্ট্যান্ড থেকেই জাফলং যাতে পারবেন। দলগত ভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলেই ভালো, তাহলে আশেপাশের অন্যান্য যায়গা নেমে ঘুরে দেখা যাবে। ঠিক করার আগে ভাল মত দরদাম ও কি কি দেখতে চান তা ভালো করে কথা বলে নিতে হবে।
8146

mahamudul hasan
2019-07-24, 08:50 AM
ভ্রমন করতে খুব ভালো লাগে। সবচেয়ে রেলগাড়ি ভ্রমন ভালো লাগে

165641
2019-11-14, 05:05 AM
আমার বাড়ি রংপুরে, আর আমি চাকুরি করি হবিগঞ্জে আমরা কলিগ সহ সবাই সিলেটের জাফলং এ যাবার পরিকল্পনা করি এবং সকাল ছয়টার মধ্যে সবাইকে আমাদের কোম্পানির গেটে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে সামানের দিকে থাকতে বলি। তারপর আমরা জাফলং এ পৌছি এবং অপরুপ সৌন্দর্য এর জাফলং দেখতে পাই।

165641
2019-11-14, 12:08 PM
তার পর গাড়ি যখন ছাড়লো তখন একটু স্বস্তি পেলাম, প্রায় ৫ কি মি যাওয়ার জানালা দিয়ে দেখতে পাচ্ছি কি যেন অপরুপ সৌন্দর্য সারি সারি চা বাগান যেন মনে হচ্ছে কে যেন নিপুন হাতে সাজিয়ে দিয়েছে চা বাগানের টিলা গুলো। সত্যিই অপরুপ সৃ্ষ্টি আমাদের এই পৃথিবী।

Ronok232295
2019-11-22, 07:09 PM
Bangladesh er onnotomo shundor bhromon jaiga hoise sylhet