PDA

View Full Version : পেমেন্ট সম্পর্কে ধারণা



Sazzad Hossen
2014-08-26, 10:33 AM
পে্মেন্ট সিস্টেম সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকলে জানান । কিভাবে ডলার আমার ট্রেড একাউন্টে জমা হবে ? এবং কি ভাবে উত্তলন করতে হবে ?

shahanshahshanto
2014-11-06, 07:46 PM
আমিও জানতে চাই কি ভাবে উত্তলন করব?

ziaur
2014-11-09, 05:31 PM
পেমেন্ট সম্পকে আমাকে কেউ ভালো্ভাবে জানাবেন?

qpionee
2014-12-18, 01:11 AM
পেমেন্ট কোন মাধ্যমটা বেশি উপযোগী বাংলাদেশে? আর পেমেন্ট এর ডিটেইল একটু বলেন।

mybff
2015-02-19, 07:53 PM
আমি এই ফরামের অনেক গুলা আরটিকেল আর কমেন্ট পরে এইটুকু ধারনা পেলাম যে বাংলাদেশের জন্য মানেবুকার আর নেটেলার টাই বেশি জনপ্রিও ।। আপ্নিও চাইলে এই দুইটার যেকন একটি বেছে নিতে পারেন।। তবে আখন ইন্সটা ফরেক্স অ তাদের প্রেমেন্ট প্রসেস চালু করেছে।।

Bijoysingh
2015-04-23, 05:22 PM
MoneyBookers: ফরেক্সে পেমেন্ট করার জন্য মানিবুকারস ভাল একটি প্রসেসর। অনেক ব্রোকার মানিবুকারস সাপোর্ট করে। লিবার্টি রিসার্ভের মত এটিও আপনাকে কারো কাছ থেকে কিনতে হবে। কিন্তু মানিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন।
Alertpay: অনেক ব্রোকার অ্যালার্ট-পে সাপোর্ট করে। তবে তা লিবার্টি রিসার্ভ এবং মানিবুকারসের মত এতো বেশী নয়। মানিবুকারসের মতো অ্যালার্ট-পে থেকেও আপনি সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। এছাড়া অ্যালার্ট-পের আলাদা ডেবিট মাস্টারকার্ড রয়েছে। আপনি ২০$ এর বিনিময়ে তা সংগ্রহ করে সেই মাস্টারকার্ডের মাধ্যমে ATM Booth থেকেই টাকা উইথড্র করতে পারবেন। মানিবুকারস এবং লিবার্টি রিসার্ভের মত এটিও আপনাকে কারো কাছ থেকে কিনতে হবে।
Mastercard: অনেক ব্রোকার তাদের ট্রেডারদের মাস্টারকার্ড প্রদান করে থাকে। সেই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি ATM Booth থেকেই টাকা উইথড্র করে নিতে পারবেন।

fxtdr
2015-07-10, 01:06 PM
আপনি নেটেলার ব্যাবহার করতে পারেন । নেটেলার এ আপনি খুব সহজে মানি উইথড্র করতে পারেন এবং খুব সহজে ভেরিফাই করতে পারেন । আপনি যদি এখান থেকে ব্যাংক ট্রান্দফার করেন তাহলেও কিন্তু এটি যতটা কম সময়ের মদ্ধেয় সম্ভব সম্পন্ন করে থাকে । তাই আপনি যদি অনলাইন মানি প্রসেসর ব্যাবহার করতে চান তাহলে নেটেলার ব্যাবহার করতে পারেন । ভালো সার্ভিস পাবেন । আর স্ক্রিল ও ভালো । চাইলে সেটিও ব্যাবহার করতে পারেন ।

Aunik
2015-09-28, 10:04 AM
আপনি আপনার পছন্দ মত যেকোনো ধরনের পেমেন্ট প্রসেস ব্যাবহার করতে পারেন এখানে কোনো প্রব্লেম নাই ।। তবে এটা অবস্যই ইন্সটাফরেক্স এর সাপরটেড হতে হবে ।। অনেকেই মানিবুকারস , বা স্ক্রিল , নেটেলার , পেইজা ,স্ক্রিল , আমিরিকান এক্সপ্রেস ব্যবহার করেন ।। আমি আমার শুবিধা মত স্ক্রিল ব্যবহার করি ।। আপনি উইথড্র বা ডিপোজিট এর জন্য প্রথমে ফরেক্স এর উইথদ্র এবং ডিপোজিত অপ্সনে গিয়ে শুদু পেমেন্ট প্রসেস সিলেক্ট করে দিয়েই আপনার একাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার টাকা ডিপোজিট হয়ে যাবে ।।

mlbasumata
2015-10-24, 11:35 PM
ট্রেডিং একাউন্টে ডিপোজিট ও উইথড্রো দুটির জন্যই আপনি মানিবুকার্স, নেটেলার, পেওনীর, স্ক্রিল, পেয়জার যেকোন একটি ব্যবহার করতে পারেন। আবার উইথড্রো করার ক্ষেত্রে যে ব্যাঙ্কে আপনার একাউন্ট আছে সেই ব্যাঙ্কের swift code থাকলে সরাসরি ব্যাঙ্ক একাউন্টে নেওয়াই ভাল।

HasanXM
2015-11-07, 12:25 PM
আমি জানি যে ফোরামের নিয়ম অনুসারে বোনাস প্রতি মাস শেষে এক থেকে সাত তারিখে মধ্যে সয়ংক্রিয় ভাবে ইনস্টাফরেক্স এর এক্যাউন্টে চলে যায়, এবং সেই বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভের অংশটুকু যে কোন পেমেন্টপ্রসেসর যেমন MoneyBookers দিয়ে টাকা তুলা যাবে এরপর এখান থেকে ব্যংক একাউন্ট এ টাকা পাঠানো যায়.

iqbalearth
2015-11-23, 11:03 AM
আপনি নেটেলার ব্যাবহার করতে পারেন । নেটেলার এ আপনি খুব সহজে মানি উইথড্র করতে পারেন এবং খুব সহজে ভেরিফাই করতে পারেন । আপনি যদি এখান থেকে ব্যাংক ট্রান্দফার করেন তাহলেও কিন্তু এটি যতটা কম সময়ের মদ্ধেয় সম্ভব সম্পন্ন করে থাকে । তাই আপনি যদি অনলাইন মানি প্রসেসর ব্যাবহার করতে চান তাহলে নেটেলার ব্যাবহার করতে পারেন । ভালো সার্ভিস পাবেন । আর স্ক্রিল ও ভালো । চাইলে সেটিও ব্যাবহার করতে পারেন ।

sharifulbaf
2015-12-04, 09:49 AM
ফরেক্স মার্কেট হল অনলাইন আয়ের মাধ্যম এই মাধ্যমের পেমেন্ট পাওয়া য়ায় অনলাইন ভিত্তিক কিছু পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে য়থা মানিবুকারস,নেটলার,ওকে পে,পেপাল,পেজা,অয়েবমানি, আমি মনেকরি এ গুলোর মধ্যে ভাল হল মানিবুকারস, এ গুলোর সাহায়্যে পেমেন্ট পাওয়া য়ায়।

RIMA
2015-12-04, 07:06 PM
Ji yasir arafat vai bujhte peresi. Onak dhonnobad apnake.

MotinFX
2015-12-06, 09:52 PM
পেমেন্ট প্রসেসর সম্পর্কে জানা থাকরে জানান কারন আমি রিয়াল মার্কেটে কিভাবে ডলার ইনভেস্ট করব সে সম্পর্কে আমার কোন ধারনা নে।। সিনিয়র ভািদের সহযোতা প্রয়োজ।।

MotinFX
2015-12-13, 12:47 PM
আপনাকে প্রথমে অনলাইন পেমেন প্রসেসরে একাউন্ট করতে হবে। যেমন স্ক্রীল, নেটেলার একাইন্ট করতে পারেন। স্ক্রীল থেকে সহজে ডলার ট্রান্সফার করা যায়।এরকম আরও অনেক পেমেন রয়েছে যা আপনার ডলার তুলতে বা আপলোড করতে সহজ হবে।

AbuRaihan
2015-12-16, 12:37 AM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে লক্ষ্য করা যায় ৤ আপনি যদি ফরেক্স ডিপোজিট অথবা উইথড্র করতে চান তবে আপনাকে উভয় ক্ষেত্রে অবশ্যইে একটা পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে এবং আপনি সেক্ষেত্রে স্ক্রিল ব্যবহার করতে পারেন এবং এটি ভেরিপাই করে নেওয়া অত্যন্ত জরুরি ৤ সে ক্ষেত্রে অবশ্যই আপনার সঠিক ঠিকানা ব্যবহার করবেন ৤ যাতে করে পরবতীতে লেনদেনের ক্ষেত্রে বড় কোন ধরনের সমস্য হলে ভেরিপাই এর কারণে আপনি অনেক বেশি সুবিধা পাবেন ৤

HKProduction
2015-12-23, 08:10 PM
আপনি বিভিন্ন পেমেন্ট প্রসেসরের মাধ্যমে আপনার ট্রেডিং একাউন্টে ডলার ট্রান্সফার ও উইথড্র করতে পারেন। আমাদের দেশে অনেকগুলো পেমেন্ট প্রসেসর রয়েছে। তন্মধ্যে নেটেলার ও মানিবুকার্স খুবই জনপ্রিয়। মানিবুকার্সে খুব দ্রুত লেনদেন সম্পন্ন হয় বিধায় আমাদের দেশের বেশিরভাগ লোক এখানে একাউন্ট করে।

Sahed
2016-03-25, 10:13 AM
ফরেক্স মার্কেট থেকে পেমেন্ট উত্তোলন করা জন্য অনেক পেমেন্ট প্রসেসর রয়েছে । আপনি আপনার পছন্দমত যে কোন পেমেন্ট প্রসেসর ব্যবহার করতে পারেন । যেমন স্ক্রিল, পেপাল , পেজা, নেটেলার ইত্যাদি । আপনি নেটেলার অথবা স্ক্রিল এ একটি একাউন্ট করে তা দিয়ে সহজে আপনি আপনার পেমেন্ট গ্রহন করতে পারেবেন ।

rafiqul islam
2016-03-25, 10:27 AM
আমি জানি যে ফোরামের নিয়ম অনুসারে বোনাস প্রতি মাস শেষে এক থেকে সাত তারিখে মধ্যে সয়ংক্রিয় ভাবে ইনস্টাফরেক্স এর এক্যাউন্টে চলে যায়, এবং সেই বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভের অংশটুকু যে কোন পেমেন্টপ্রসেসর যেমন MoneyBookers দিয়ে টাকা তুলা যাবে এরপর এখান থেকে ব্যংক একাউন্ট এ টাকা পাঠানো যায়.

askam
2016-04-03, 05:17 PM
ফরেক্স ট্রেডিং এর উপার্জন উঠানোর জন্য অনেকগুল পন্থা আছে । তার মধ্যে অন্যতম হচ্ছে নেটেলার, স্ক্রিল, পাইওনিয়ার কার্ড , ব্যাংক ট্রান্সফার । তবে আমাদের দেশে সরাসরি নেটে লার সাপোর্ট করেনা তাই আমরা অনেকেই স্ক্রিল এবং ব্যাংক ট্রান্সফার করে থাকি । আপনি আপনার সুবিধা মতো একটি বেছেনিতে পারেন।

yasir arafat
2016-04-05, 01:00 PM
আপনি ব্রোকারে করা ট্রেডিং একাউন্ট লগইন করলে সেখানে একটি ডিপোজিট অংশ পাবেন।সেখানে ক্লিক করে বিভিন্ন ডিপোজিট অংশ পাবেন।সেখান থেকে আপনার পছন্দ মত ডিপোজিটের জন্য পেমেন্ট প্রসেসরটা বেচেঁ নিন।আশা করি বুঝতে পেরেছেন।

Momen
2017-07-24, 01:53 PM
আপনি লাইভ ট্রেডিং একাউন্টে স্ক্রিল এর মাধ্যমে ডলার ডিপুজিট করতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিল এর মাধ্যমেই ডলার উইথড্র করে নিতে পারবেন। তাছাড়া স্ক্রিল এখন অনেক কম চার্জে আমাদের এই সকল সার্ভিস প্রদান করে আসছে। এছাড়াও রয়েছে পেপাল, পেজা, মাস্টার কার্ড ইত্যাদি। আপনি আপনার সুবিধা মতো উত্তলন এবং ডিপুজিট করতে পারবেন।

mahbubhb
2017-08-19, 11:54 AM
ফরেক্সের প্রতিটি একাউন্টে নিজে নিজে ডিপোজিট ও উড্র করার ব্যবস্থা আছে। আপনার ট্রেডিং একাউন্টে লগইন করে ডিপোজিট মানি তে ক্লিক করলে কিভাবে ডিপোজিট করতে চান তা চাইবে। আপনি আপনার পছন্দের পেমেন্ট মেথড অনুযায়ী ডিপোজিট করতে পারবেন তেমনি ট্রেডিং একাউন্টে লাভ হলে সেই লাভের টাকা উঠাতেও পারবেন!