PDA

View Full Version : Rubicon Indicator with alert একটি ভাল ইন্দিকেটর ভাল ইনডিকেটর



nazmul hasan ripon
2014-09-05, 12:56 PM
Rubicon Indicator with alert একটি ভাল ইন্দিকেটর ভাল ইনডিকেটর

এই ইনডিকেটর time M15 থেকে H4 পর্যন্ত কাজ করে আপনারা ব্যাবহার করে দেকতে পারেন । সাড়া দিন এ ৪-৫ টা সিগনাল পাবেন ।



243




ইনডিকেটর টা দিয়ে দিসি ডাউনলোড করে নিবেন।

abdullahmasum
2014-12-31, 11:35 AM
খুব ভাল একটি পোস্ট দিলেন ভাই অনেক ভাল লাগ্লো
আমাদের আরো দেন ভাই । এগুলো আমাদের লাগবে ট্রেড কোরতে । আমাদের বিস্তারিত বলে দিয়েন যেন আমরা সহজেই বুঝতে পারি কোনটা কি কাজ করে।

ahmed
2015-01-15, 07:07 PM
Rubicon Indicator ইন্ডিকেটর আসলেই খুবই ভাল ইন্ডিকেটর এবং অনেক ক্ষেত্রে এটি ভাল সিগন্যাল দেই।তবে আমার স্ট্রাটেজির সাথে যায়না বলে আমি এখন ওটা ব্যাবহার করছিনা।আমি মনে করি MACD এবং RSI ভালভাবে ব্যাবহার করতে জানলে ভাল ফল পাওয়া সম্ভব।

shuvo2014
2015-02-15, 06:07 PM
খুব ভাল একটি পোস্ট দিলেন ভাই অনেক ভাল লাগল। এরকন আমাদের আরো দেন ভাই । এগুলো আমাদের লাগবে ট্রেড কোরতে । আমাদের বিস্তারিত বলে দিয়েন যেন আমরা সহজেই বুঝতে পারি কোনটা কি কাজ করে।

Zakariea
2015-07-08, 12:02 AM
বেশ ভালো মানে একটি ইন্ডিকেটর।এলাম দেওয়ার সিস্টেম টা খুব ভালো। আমার অনেক গুলো প্রশ্ন আছে আপনার দেওয়া এই Rubicon Indicator নিয়ে। প্রথম প্রশ্ন আমার স্টপ লস আর টেক প্রফিট কত পিপস উপরে নিচে দিবো? আর কত প্রসেস প্রফিটেবল এই Rubicon Indicator টা?

Aunik
2015-09-01, 08:31 AM
হ্যাঁ অনেকেই এই ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করতে পারেন । তবে ট্রেড করার সময় আপনার উচিত হবে আরও কিছু ইন্ডিকেটর এর সাথে মিলিয়ে নেয়া । সবগুলো যদি একই নির্দেষনা দেয় তাহলে আপনি ট্রেড করতে পারেন আর তার সাথে আপনার একটু নিজের এনালাইসিস টাও মিলিয়ে নিতে হবে । সবগুলো যদি হ্যাঁ হয় তাহলেই আপনি একটা ট্রেড এ এন্ট্রি নিতে পারেন । আর যদি না মিলে তাহলে শুধু মার্কেট দেখাই বুদ্ধিমানের কাজ হবে।

mlbasumata
2015-10-23, 11:45 PM
খুব ভাল একটা ইন্ডিকেটর শেয়ার করেছেন, ধন্যবাদ তো আপনাকে দিতেই হয়, কারণ এরকম যারা নিস্বার্থে পরের জন্য কাজ করে তারা মানুষের কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন, মঙ্গল কামনা আর ঈশ্বরের আশীর্বাদের পাত্র। আমিও আপনার মঙ্গল কামনা করছি।

MotinFX
2015-12-16, 09:19 AM
রোবিকন ইনডিকেটর সম্পর্কে আমার কোন ধারনা নেই। আমি এখনো অনেক ইনডিকেটর ব্যবহার জানিনা তার মধ্যে রোবিকন ইনডিকেটর একটি। রোবিকন ইনডিকেটর দিয়ে ট্রেড করলে ভাল লাভ পাওয়া যায়। মোবাইল সোফটওয়ারে কিভাবে রোবিকন ইনডিকেটর ব্যবহার করা যায়।

Marufa
2015-12-16, 10:11 AM
ইন্ডিকেটরটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ । ব্যবহার করে দেখব । যদিও আমি খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করি না । তারপর দেখব ইন্ডিকেটরটি কেমন । অনেক ইন্ডিকেটর আছে যেগুলো অন্যান ইন্ডিকেটর এর সাথে ব্যবহার করতে পারলে ভাল ফলাফল দেয় ।

HKProduction
2015-12-17, 12:12 PM
আমি এটি কখনো ব্যবহার করিনি। সাধারণত কাস্টম ইন্ডিকেটর ছাড়া আমি অন্য কোন ইন্ডিকেটরের উপর নির্ভর করতে চাই না। কাস্টম ইন্ডিকেটর সব সময় ডিফল্ট থাকে বিধায় আমি এটা ব্যবহারে যথেষ্ট ভাল ফল পাই। নতুন ট্রেডারদের কাস্টম ইন্ডিকেটর দিয়ে ট্রেড শিখা উচিত।

HasanXM
2015-12-19, 02:20 PM
আমি এই ইন্ডিকেটর সম্পর্কে জানতাম না আশা করি এটা সকলের কাজে দিবে Rubicon Indicator ইন্ডিকেটর আসলেই খুবই ভাল ইন্ডিকেটর এবং অনেক ক্ষেত্রে এটি ভাল সিগন্যাল দেই। আমি মনে করি MACD এবং RSI ভালভাবে ব্যাবহার করতে জানলে ভাল ফল পাওয়া সম্ভব।

HKProduction
2015-12-28, 05:05 PM
আমি এই ইন্ডিকেটরটি কখনো ব্যবহার করি নাই। সবাই যেভাবে এটিকে ভাল বলছে তাতে খুব লোভ লাগছে । কিন্তু আমি এটি ব্যবহার করব না। কেননা , ওস্তাদে কইছে ফরেক্সে বেশি লোভ ভাল না। তিনি যা শিখান তার ভিতরেই ট্রেড করতে বলেছেন। তিনি বলেছেন তিনটির বেশি ইন্ডিকেটর যেন ব্যবহার না করি।

yasir arafat
2016-04-05, 01:45 PM
বিশেষ করে টাইম ফ্রেম ১৫ থেকে ৩০ মিনিটের কম না হওয়াই ভাল।যারা স্কালপিং করেন তারা এই টাইপের টাইমফ্রেম ব্যবহার করতে পারেন।আর ইন্ডিকেটর দুটোর কম ব্যবহার না করা উত্তম।এতে করে আমরা ভালভাবে কনফার্ম হতে পারি।আর ফরেক্স ট্রেডিং এ সময়টা খুব গুরুত্বপূর্ণ।কারণ আপনি যদি সময়মত ট্রেড ওপেন না করে তাহলে দেখবেন আপনি মার্কেট ধরতে পারবেন না এবং অনেক প্রফিট হারাবেন।

fatema begum
2016-08-01, 01:00 AM
ইন্ডিকেটরটা মোটামুটি ভাল ।আমি দেখেছি এটার ইএ ভার্সন অনেকের কাছে আছে ।আপনাদের কাছে থাকলে এখানে শেয়ার করতে ভুলবেন না।অনেক খুজেছি কেউ দেয় না।আসলে আছে কিনা তা সন্দেহ।আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে প্লিজ এখানে শেয়ার করতে মোটেই ভুলবেন না।আর ইন্ডিকেটরে ফলাফলতো খুব ভাল দেখাচ্ছে।আশা করছি ফলাফল যাতে ভাল হয়।

hipo777
2016-08-18, 05:22 PM
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত

hipo777
2016-08-18, 05:23 PM
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।

hipo777
2016-08-18, 05:25 PM
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।