PDA

View Full Version : ফরেক্স সিগনাল ডেলি চার্ট মেজর প্রেয়ার ল&#2494%3:



nazmul hasan ripon
2014-09-06, 12:19 AM
আমি আপনাদের ডেলি চার্ট সাপ্তাহিক চার্ট আনালিসিস করে সিগনাল দিব তাই ৮৫% ট্রেড লাভ হবে । ডেলি চার্ট তাই লাভ ২০ পিপ্স থেকে ৬০০ পিপ্স পর্যন্ত লাভ হতে পারে ১ ট্রেড এ আর ট্রেড ১ দিন থেকে ৬০ দিন পর্যন্ত ধরে রাখতে হতে পারে । আমি কোন টিপি বা স্টপ লসস ব্যবহার করব না । একটা ট্রেড বন্দ করে আর একটা ট্রেড চালু করব ।

সিগনাল পেয়ার হলঃ eur/usd, gbp/usd, nzd/usd, aud/usd, usd/cad, usd/chf, usd/jpy ।

কখন ট্রেড ওপেন করতে হবে আর কখন ট্রেড বন্দ করতে হবে আমি বলে দিব ।


ডেলি চার্ট এ ট্রেড করব তাই সিগনাল অনেক কম পাবেন বাট অনেক পিপ্স লাভ হবে ।

244

nazmul hasan ripon
2014-09-08, 07:55 AM
০৮-০৯-২০১৪
এটা আমার প্রতম সিগনাল usd/cad ১.০৮৮৫ তে বাই সিগনাল । আমি কোন টিপি আর স্টপ লস ব্যবহার করি না তাই আপনারা ফ্লও করলে টিপি আর স্টপ লস দিবেন না যখন ট্রেড বন্দ করতে হবে আমি আপনাদের এই পোস্ট এ রিপ্লে দিয়ে জানি এ দিব। এটা ডেলি চার্ট এর সিগনাল।

248

fh.ratul
2014-12-26, 10:32 PM
আমাদের তো ভাই একটা সিগন্যাল দিলে হবে না। আমাদের রেগুলার সিগন্যাল লাগবে বভাই ।

jeko
2015-01-11, 12:55 PM
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে ভাল করে সিগন্যাল দেখে লং টাইমে ট্রেড এ এন্ট্রি দিলে লাভের আশাই বেশী থাকে । সর্ট টাইম ট্রেড করার চায়ে লং টাইম ট্রেড বেশী মুনাফার সম্ভবনা।

qpionee
2015-01-12, 12:17 AM
সিগনাল গুলো কী 100 % কাজ করে ? সিগনাল গুলো কী নিজে নিজে দেয়া যায় নাহ ? সিগনাল দেখে কীভাবে ট্রেড করব ? আর নিয়মিত সিগনাল আমরা কথায় পেতে পারি ?

basaki
2016-01-06, 10:41 AM
ফরেক্স মার্কেটে আমার মনে হয় না যে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে যে মার্কেট আজ এত পিপ্স উঠবে মার্কেট আজ এত পিপ্স পরবে। তবে আপনি যে সিগনালের কথা বলছেন আর যে সর্তে সিগনাল দিচ্ছে তা পালন করতে হলে একাউন্টে অনেক ব্যলেন্স থাকতে হবে। নাহলে আমার মনে হয় একাউন্টের অবস্থা খারাপ হতে বেশি দিন লাগবে না।

Talha
2016-01-11, 09:30 AM
আমরা অনেকে টেকপ্রফিট দেই স্টপ লস দেই না কারন লসের ভয়ে তাই আমি মনে করি আমাদের ট্রেড অপেন কারার সময় চিন্তা করতে হবে যেন পর্যাপ্ত পরিমান ব্যালেন্স অ্যাকাউন্টে থাকে না হলে ব্যালেন্স নিশ্চিত জিরো এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই আপনারা যারা এই নিয়মে ট্রেড করেন আমি তাদের কে বলব তারা যেন বেশি লটে ট্রেড অপেন না করেন

yasir arafat
2016-04-03, 08:38 PM
এখানে আসল কথা হল আমাদেরকে ভাল একটা রোল মোতাবেক চলতে হয়।যদি তা মেনে না চলি তবে ,বিলাসিতার বদলে ক্ষতিটাই আমাদের বেশি হবে।২।ট্রেড করার সময় বিভিন্ন টেনশন এবং চিন্তা আপনাকে দ্বিধা দ্বন্দে ফেলতে পারে ।যার ফলাফল আরো খারাপ।এর ফলে আপনি ইমোশনাল হয়ে পড়বেন।

RUBEL MIAH
2017-04-29, 06:08 PM
যে সিগনালের কথা বলছেন আর যে শর্তে সিগনাল দিচ্ছে তা পালন করতে হলে একাউন্টে অনেক ব্যলেন্স থাকতে হবে । ট্রেড করার সময় বিভিন্ন টেনশন এবং চিন্তা আপনাকে দ্বিধা দ্বন্দে ফেলতে পারে । ডেলি চার্ট সাপ্তাহিক চার্ট আনালিসিস করে সিগনাল দিব তাই ৮৫% ট্রেড লাভ হবে ।

Md Masud
2017-05-23, 09:34 PM
আপনি যে সিগনালের কথা বলছেন আর যে সর্তে সিগনাল দিচ্ছে তা পালন করতে হলে একাউন্টে অনেক ব্যলেন্স থাকতে হবে । ট্রেড করার সময় বিভিন্ন টেনশন এবং চিন্তা আপনাকে দ্বিধা দ্বন্দে ফেলতে পারে । ভাল একটা রোল মোতাবেক চলতে হয়।যদি তা মেনে না চলি তবে ,বিলাসিতার বদলে ক্ষতিটাই আমাদের বেশি হবে ।