PDA

View Full Version : Skril এর ভেরিভাই সাহায্যে করুন



sumonbd
2014-09-11, 09:14 AM
আমি স্ক্রিল এর একাউন্ট ওপেন করি এরপর একাউন্ট ভেরিফাই এর জন্য ১৫দিন পর একটা পিনকোড দেই কিন্তু আমি তখন ভেরিফাই করিনি।বাসায় ভেরিফাই এর চিঠি রেখে আমি কিছুদিন এর জন্য বাইরে গেছিলাম।পরে এসে যখন একাউন্ট ভেরিফাই করতে যাব তখন সেই পিনকোড এর চিঠি টা পাচ্ছিনা। এখন পিনকোড পেতে হলে আমাকে কি করতে হবে?

islamshafiul87
2014-09-11, 07:48 PM
আপনি ভেরিফাই এর জন্য আবার আবেদন করতে পারেন। স্ক্রিল আবার আপনাকে পিন কোড সম্বলিত চিঠি পাঠাবে। আপনার সঠিক ঠিকানা ব্যবহার করবেন। যাতে আপনার ঠিকানায় চিঠি আসতে পারে। আর চিঠি আসার সাথে সাথে একাউন্ড ভেরিফাই করে নিবেন।

fh.ratul
2014-11-05, 10:05 AM
সহজ কোন নিয়ম থাকলে আমাদের দেন ।আমি অনেক বার বলসি কিন্তু আমাকে চিথি দেয় নাই আমি কি করে ভেরিফায় করব?

ahmed
2015-01-26, 06:47 PM
স্ক্রিল এ ভেরিফাই করা একটু সময় সাপেক্ষ,কেননা এতে চিঠি আসতে বেশ কিছুদিন সময় লাগে।আপ্নি যেহেতু প্রথমবার চিঠি পেয়েও ভেরিফাই করতে পারেননি,সেক্ষেত্রে আপনি ওদের কাছে আবার চিঠির জন্য আবেদন করেন।তারা যদি চিঠি পাঠেতে সন্মত হয় এবং আপনি যদি চিঠি পান,তাহলে দেরি না করে পিন কোড দিয়ে ভেরিফাই করে নিবেন।কারন এরা ২বারের বেশি চিঠি পাঠাইনা।

tradeking
2015-02-19, 05:13 PM
স্ক্রলি এর একাউন্ট তো আমি ও ভেরিপাই করিয়েছিলাম। আমার কোন ভেরিফিকেশন চিঠি আসেনি। আমি আমার এড্রেস সংবলিত একটা ব্যাংক সার্টিফিকেট সাবমিট করেছিলাম ওটা ই ওরা একসেপ্ট করেছে।

mybff
2015-02-19, 08:34 PM
আমি স্ক্রিল এ একাউন্ট করতে চাছছি আমার কি কি ডকুমেন্ট লাগবে কেও জানলে দইয়া করে বলেন তাহলে অনেক উপক্রিত হব।।

mybff
2015-02-24, 09:56 PM
আমি আজ স্ক্রিল এ একাউন্ট করব তাই একভাইয়ার কাছ থেকে সবকিছু জেনে নিলাম ।। তেমন কোন কিছুই দরকার হয় না ।। আপনার ঠিকানার বিস্তারিত লাগবে ।। আপনার ইমেল লাগবে সেল ফন নাম্বার লাগবে ।। আর তেমন কিছুই না ।। পরে আপনাকে ইমেলে একটি কোড পাঠাবে এবং এটা দিয়া ভেরিফিকেসন করতে হবে ।।

fxtdr
2015-05-18, 01:14 AM
আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, ন্যাশ্নাল আইডি কার্ড আছে। আমি কি স্ক্রিল এ ভেরিফাই করতে পারব? তবে হ্যা আমি এখনও স্ক্রিলে একাউন্ট করি নি। এছাড়া আর কিছু কি লাগবে? আর একটা বিষয়, স্ক্রিল থেকে টাকা ব্যাং ক একাউন্ট এ ট্রান্সফার করতে কত করে চার্জ কাটে? কেউ দয়া করে এক্টু জানাবেন?

Zakariea
2015-05-20, 05:41 PM
স্ক্রিল এ আমার একটা ভেরিফাই একাউন্ট রয়েছে। কারন বসতো আমার আরেকটি একাউন্ট খুলতে হবে। এখন যদি আমি আমার আগের ঠিকানা দেই তা হলে কি কোনো সমস্য হতে পারে।

anwarForex
2015-08-02, 09:26 PM
আপনার উদ্দেশ্য যদি লিমিট বৃদ্ধি করার জন্য হয়-তবে পিন কোড ছাড়াও এটি করা যায়। আপনার স্ক্রিল একাউন্ট থেকে ১০ ডলার বা ১৫ ডলার আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফারের অর্ডার দিন। উক্ত ডলার আপনার ব্যাংক একাউন্টে জমা হলে-তার প্রমান সহ (ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান কপি) আপনি স্কিলের সাপোর্ট টীমের কাছে ইমেইল করুন। আনার লিমিট বৃদ্ধি পাবে।

FxAhsan
2015-09-06, 04:05 PM
আমার স্ক্রিল ভেরিফিকেশনে কোনপ্রকার চিঠি লাগেনি,আন ভেরিফাইড অবস্থায় কয়েকবার ট্রানজেকশন করেছি তারপর আমার ব্যাংক স্টেটমেন্ট তাদের কে আপলোড করে দিয়েছি,তারা সেটা দেখে আমাকে নো লিমিট একাউন্ট করে দিয়েছে।

Marufa
2015-09-06, 06:22 PM
কি বোঝাতে চাইলেন ব্যাপারটা ক্লিয়ার না । আমার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পর একাউন্ট আধা ঘন্টার মধ্যে ভেরিফাই করে দিয়েছিল । এখন সুন্দরভাবে ট্রানজেকশন করছি কোন সমস্যা হচ্ছে না ।

FxAhsan
2015-09-11, 10:34 PM
আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট এর কপি তাদেরকে মেইল করে দেন তাহলেও তারা আপনার লিমিট বাড়িয়ে দিবে,এক্ষেত্রে তারা ১০ থেকে ১৫ কার্যদিবস সময় নিয়ে থাকে।আমি এভাবে করেছিলাম আমার একাউন্টের ক্ষেত্রে কোন লিমিট দেয়নি।

Aunik
2015-09-28, 06:53 AM
আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, ন্যাশ্নাল আইডি কার্ড আছে। আমি কি স্ক্রিল এ ভেরিফাই করতে পারব? তবে হ্যা আমি এখনও স্ক্রিলে একাউন্ট করি নি। এছাড়া আর কিছু কি লাগবে? আর একটা বিষয়, স্ক্রিল থেকে টাকা ব্যাং ক একাউন্ট এ ট্রান্সফার করতে কত করে চার্জ কাটে? কেউ দয়া করে এক্টু জানাবেন?

হা আপনি আপনার ব্যাংক একাউন্ট এর স্টেট্মেন্ট দিয়ে এবং ন্যাস্নাল আই ডি দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন ।। ব্যাঙ্ক একাউন্ট এর স্টেট মেন্ট দিয়ে আপনি আপনার উইথড্রে এমাউন্ট বাড়াতে পারবেন ।। আপনার ভিসা কারড থাকলে ভিসা কার্ড ও ভ্বরিফাই করেনিতে পারবেন , এতে আপনার উইথড্র এমাউন্ট বেড়ে যাবে ।। স্ক্রিল থেকে ব্যাংক ট্রান্সফার দিতী কোনো চার্জ কাটেনা ।। তবে স্ক্রিল এ ডলার ডিপজিট করতে প্রতি ট্রাঞ্জেক্সনে কিছু ডলার কাটে ।।

mlbasumata
2015-10-25, 02:28 PM
আপনি বিস্তারিতভাবে লিখে একটি মেইল করুন স্ক্রিলে আপনার আইডিসহ, দেখবেন আপনাকে মেইল বা পূণরায় চিঠি দিয়ে পিন জানিয়ে দিবে। আপনি লাইভ চ্যাটের সাহায্যও নিতে পারেন। স্ক্রিল সবসময় আপনার সাহায্যে হাত বাড়িয়ে দিবে, ভয়ের কোন কারণ নেই।

samrat
2015-10-27, 07:02 PM
Skril এর ভেরিভাই কিভাবে করতে পারি । আপনারা আমাদের জানান । আমরা অধিকাংসই জানি না এ সমপর্কে । এসমপর্কে জানতে আমাদের কি কি জানতে হবে । আপনারা আমাদের জানাবেস । এটি করলে আমদের কি উপকার হতে পারে ।

bonushunter
2015-11-29, 11:40 PM
স্ক্রিল এর ভেরিফাই এর জন্য আপনাকে যে ভেরিফাই পনকোড আপনাকে দিয়েছে সেই তাযদি না কাজ করে তাহলে আপনি স্ক্রিল সার্পোট ম্যানেজার এর সাথে কথা বলতে পারেন তারা আপনার সমস্যা সমাধান করে দিবে। আপনি তাদের ইমেইল করে আপনার সমস্যার কথা খুলে বলেন। আর তা না করতে চাইলে আবার নতুন করে স্ক্রিল এ একাউন্ট খুলতে পারেন এবং আগের মতো চেষ্ঠা করেন।

resmi
2015-12-02, 10:20 AM
স্ক্রিল এ ভেরিফাই করা একটু সময় সাপেক্ষ,কেননা এতে চিঠি আসতে বেশ কিছুদিন সময় লাগে।আপ্নি যেহেতু প্রথমবার চিঠি পেয়েও ভেরিফাই করতে পারেননি,সেক্ষেত্রে আপনি ওদের কাছে আবার চিঠির জন্য আবেদন করেন।তারা যদি চিঠি পাঠেতে সন্মত হয় এবং আপনি যদি চিঠি পান,তাহলে দেরি না করে পিন কোড দিয়ে ভেরিফাই করে নিবেন।কারন এরা ২বারের বেশি চিঠি পাঠাইনা।

sharifulbaf
2015-12-09, 07:29 PM
স্ক্রিল একাউন্ট ভেরিফাই করার জন্য স্ক্রিল একাউন্ট লগ ইন করে তারপর হেল্প লাইনে ভেরিফিকেশ ন দেখতে পারবেন সেখানে কি ভেরিফাই করবেন তা লিখে,ন্যাশনাল আই ডি কার্ড,ড্রাইভিং লাইসেন্স, পাচপোর্ট,ব্যাংক স্টেটমেন্ট স্ক্রেন কপি দেওয়ার পর একাউন্টস ভেরিফাই হয়ে যাবে।

hasan019
2015-12-12, 09:51 AM
স্ক্রিল এ আমি প্রথমে ১৫ ডলার ভরি আর সেখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট এ পাঠাই তারপর অদের ইমেল করি যে আমার অ্যাকাউন্ট তা ভেরিফাই করে দিতে অদের আমি ব্যাংক স্টেটমেন্ট আর ভোটার আইডি দেই।

MotinFX
2015-12-13, 01:52 PM
আমি স্ক্রীলে একাউন্ট করছি কিন্তু রোবট নাকি কিছু পিকছার আপরোড সেই চবি গুলো মিলাতে বলে আমি সেই পিক গুলো মিলাতে পারিনাই, কিভাবে মিলাব আমার জানা নেই আপনারা কেই জানলে আমাকে জানার সুযোগ করে দন্য করবেন।

HKProduction
2015-12-28, 09:23 AM
ফরেক্সকে আমি জায়গা জমির চেয়েও বেশি মূল্যবান মনে করি। আপনি পিন কোড হারিয়ে ফেলেছেন। এটি আপনার দায়িত্বের অবহেলা প্রমানিত করছে। আপনি সাপোর্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখতে পারেন। যদি না হয় তাহলে নেটেলারে একাউন্ট করে ভেরিফাই করে নিন।

Sahed
2016-03-25, 09:56 AM
অনলাইনে আমারও একটি স্ক্রিল একাউন্ট রয়েছে । কিন্ত তা ভেরিফাই করতে তো কোন পিন কোর্ড সম্বলিত ভেরিফাই চিটি আসেনি । আমি আমার ন্যাশনাল আইডিকার্ডের স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি দিয়ে একাউন্ট ভেরিফাই করি । আমার এক সপ্তাহ সময় লেগেছিল ।

yasir arafat
2016-04-05, 01:17 PM
আমিও একমত যে ভেরিফাই কোডের চিঠিটা না পেলে পুনরায় ট্রাই করুন।এরা আপনাকে আবার কোড পাঠাবে।আর এরা ভেরিফাই করতে একটু সময় নেয়।এত ভেজাল না করে ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করে নেওয়া অনেক ভাল। এতে কম সময় ভেজাল মুক্ত ভেরিফাই করা যায়।

ahal
2016-04-15, 06:51 PM
স্ক্রিল এ আমিও একাউন্ত করেছি কিন্তু আমাকে তারা কোন চিঠি দেই নি । আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম , এবং পাসপোর্টের কপি দিয়ে একাউন্ত ওপেন করেছিলাম আমাকে আর কোন ডকুমেন্ট এর জন্য বলেনি । ৭ দিনের মধ্যে একাউন্ত ভেরিফাই হয়ে গেছে । আপনি চাইলে আবার ও নতুন ডকুমেন্ট দিয়ে নতুন একাউন্ত করার চেষ্টা করে দেখতে পারেন ।

Momen
2017-07-24, 01:53 PM
আপনি স্ক্রিল একাউন্ট ভেরিফাই এর জন্য পূনরায় আবেদন করুন। তাহলে দেখবেন স্ক্রিল থেকে পূনরায় আপনার কাছে চিঠি চলে আসবে। তারপর আপনি পিন নম্বর ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। তাছাড়া, বড় সুবিধা হচ্ছে স্ক্রিল ভেরিফাই করতে আপনাকে প্রথমত কোন ধরনের ডিপুজিট করা লাগবে না। শুধু মাত্র আপনার valid ডকোমেন্ট এর মাধ্যমেই আপনি স্ক্রিল ভেরিফাই করে নিতে পারবেন।

mahbubhb
2017-08-19, 12:02 PM
স্ক্রিল একাউন্ট ভেরিফাই করানো একটু সময়ের ব্যাপার। যেহেতু আপনি আপনার পিনকোড এর চিঠি হারিয়ে ফেলেছেন তাই আপনার উচিৎ হবে আবার স্ক্রিল এ লগইন করে ভেরিফাই অপশনে গিয়ে পিনকোডের জন্য রি–রিকোয়েস্ট পাঠানো। তাহলে তারা আপনার ঠিকানায় আবার একটি চিঠি পাঠাবে আর তা দিয়ে পিনকোড এক্টিভেট করে নিবেন।