PDA

View Full Version : ইন্ডিকেটর কি ব্যবহার করা উচিত?



sumonbd
2014-09-11, 09:19 AM
অনেকে শুধু ইন্ডিকেটর ফলো করে আসলে তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?

fh.ratul
2014-11-10, 11:54 PM
অবশ্যই ব্যবহার করা উচিত কারন এটি আপনাকে একটি ঝুকি মুক্ত লেনদেন কোরতে সাহায্য করবে । যা অনেক ঝুকি কমিয়ে দিবে , আপনাদের ট্রেডকে করবে সহজ এবন সাবলীল ।

shuvo2014
2015-02-15, 06:26 PM
অবশ্যই ব্যবহার করা উচিত কারন এটি আপনাকে একটি ঝুকি মুক্ত লেনদেন কোরতে সাহায্য করবে । নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?

doha1075
2015-02-15, 07:07 PM
অবশ্যই ব্যবহার করা উচিত।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।

mybff
2015-02-16, 07:58 PM
সবারি ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।। কারন ইন্ডিকেটর ব্যবহারে ঝুকি কম থাকে লস করার।। আর ইন্ডিকেটর ব্যাহারে আমাদের ট্রেড করতেও সুবিধা হবে।। সুধুই যে ইন্ডিকেটর বাবহারে প্রফিট হবে তা ভাবা আমি মনেকরি বোকামি।। তাহলে এনালাইসিস আর কেও করত না।।

mybff
2015-02-24, 10:06 AM
অনেকে শুধু ইন্ডিকেটর ফলো করে আসলে তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?

আমি মনেকরি সুধু ইন্ডিকেটর ব্যবহার করা উচিৎ না , যারা সুধু ইন্ডিকেটর ব্যবহার কারে তারা কখনই মারকেট এ টিকে থাকতে পারেনা ...। হ্যা আপনি আস্তে আস্তে ইন্ডিকেটর এর অপর দক্ষ হতে পারবেন কিন্তু আপনি সুধু ইন্ডিকেটর উপর ভরসা করলে আপনাকে চরম মুল্য দিতে হতে পারে ।। এনালাইসিস ছাড়া আপনি প্রফিট করতে পারেন এটা সত্য তবে এটাও সত্য আপনি মার্কেট এ বেশি দিন টিকে থাকতে পারবেন না ।।।

ahsan
2015-04-07, 12:09 PM
ইন্ডিকেটর একজন ট্রেডারকে মার্কেট সম্পর্কে একটি ওভারঅল ধারনা দেয়। কিন্তু ইন্ডিকেটর কখনই ট্রেডের সম্পূর্ন হতে পারে না্। কারন সব ধরনের ইন্ডিকেটর ই ল্যাগিং অর্থাৎ মার্কেটের মুভমেন্টের সাথে সাথে পরিবর্তনশীল। তাই শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে মার্কেট এর বেসিক মুভমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

Talha
2015-07-07, 01:39 AM
ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত তাতে করে মার্কেটের ধরন বুযা যায় শুধু ইন্ডিকেটর ব্যবহার করলে হবেনা ক্যান্ডেল স্টিক সম্বন্ধে অ্যানালাইসিস করতে হবে তাহলে সফল হওয়া যাবে।

Zakariea
2015-07-07, 05:50 PM
ফেসবুক গুরুপ গুলোতে দেখবেন যে অনেক বড় বড় ট্রেডার পোষ্ট করে যে "আজ আমার এতো ডলার প্রফিট হয়েছে শুধু ইন্ডিকেটর ব্যবহার করে।" অনেক ট্রেডার আছে যারা শুধু মাত্র ট্রেডে ইন্ডিকোটার ব্যবহার করে আর সেই ইন্ডিকোটার দিয়ে নিয়মিত প্রফিট করে।হ্যা ইন্ডিকেটর মাঝে মাঝে ইন্ডিকেটর এর কারনে লস হয়। তবে ইন্ডিকেটর সঠিক ব্যবহার করলে অনেক প্রফিট করা সম্ভব।

Aunik
2015-09-01, 08:40 AM
অনেকে শুধু ইন্ডিকেটর ফলো করে আসলে তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?
আপনি খুব ভাল একটা প্রশ্ন করেছেন । না আমি মনে করি না যে শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ফরেক্স মারায় । ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে ইন্ডিকেটর এর ব্যাবহার করার পাশাপাশি এনালাইসিস করতে হবে । আর আর কেকটা কথা সব সময় মনে রাখতে হবে যে কোন ইন্ডিকেটর ১০০% সফল না । এটা যেকোন সময় বড় ধরনের কোন ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং একাউন্ট জিরো করে দিতে পারে।

FxAhsan
2015-09-09, 06:16 PM
অবশ্যই ব্যবহার করা উচিত এছাড়া ট্রেড করা অনেক কঠিন হয়ে যাবে।আরেকটি উপায় হল আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে শুধু ট্রেড করেন তাহলে আর কিছু লাগবে না।

Marufa
2015-09-12, 09:53 AM
ইন্ডিকেটর অবশ্যই ব্যবহার করা উচিৎ । তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর ট্রেড করা উচিৎ নয় । ইন্ডিকেটর অনেক সময় বিভ্রান্তি তৈরি করে ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে । আপনার ট্রেডিং স্টাইলে সিওর হওয়ার জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন ।

FxAhsan
2015-09-20, 03:18 PM
কোন ইনডিকেটর ছাড়া ফরেক্সে টিকে থাকা সম্ভব না কারন আপনি ইনডিকেটর ছাড়া কোন এনালাইসিস করতে পারবেন না,আপনাকে কমপক্ষে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে চলতেই হবে।নাহলে আপনার এন্ট্রি কখনোই সঠিক হবে না।

smartroni1996
2015-09-24, 12:28 PM
ইন্ডিকেটর ছারা আপনি মার্কেটের ৭০% অবস্থা সম্পর্কে অগ্গাত থাকবেন।থাই ব্যাবহার করা উচিৎ।

HasanXM
2015-10-12, 03:48 PM
আপনি চাইলে এই মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারবেন,

এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়।

mlbasumata
2015-10-23, 04:23 PM
আমরা যখন মার্কেট এনালাইজের পর ট্রেড নেওয়ার প্রস্তুতি নিই তখন সঠিক সিদ্ধান্ত নিলাম কি না তা পরীক্ষা করার সহজ ঊপায় হল ইন্ডিকেটর। আমাদের ট্রেড সিদ্ধান্ত ইন্ডিকেটরের সাথে মিলছে কি না তা দেখেই কিন্তু আমরা কেমন এনালাইজ করতে সক্ষম তা বুঝতে পারব।

HKProduction
2015-12-28, 04:29 PM
ইন্ডিকেটর নিয়ে এনালাইসিস করাটাই টেকনিক্যাল এনালাইসিস। তাই যারা এই সব নিয়ে ডেমোতে প্রাকটিস করে তারা অবশ্যই সফল হয়। আমাদেরকে যে কোন একটি ইন্ডিকেটর নিয়ে দীর্ঘ গবেষণা চালালে আমরা এর উপর ভাল ধারনা নিতে সক্ষম হব। আর ভাল অভিজ্ঞতা ছাড়া ট্রেড করে প্রফিট করা যায় না।

maziz6989
2015-12-31, 09:51 AM
নির্ভর করে ব্যক্তির উপরে। কেউ কেউ এমন আছেন যিনি ট্রেডের ট ও বুঝেন না হুতাশে গল্প দিয়ে বেড়ান ইনডিকেটর খারাপ। আমি এমন অনেক বড় বড় ট্রেডার দেখেছি যারা ট্রেড করার আগে ইনডিকেটর দেখে । যদি কেউ এনালাইসিস খুজেন ওয়েব সাইটে সেখানে একটু ভাল করে দেখেন কি লিখা থাকে।

HKProduction
2016-01-01, 08:47 PM
আপনি এনালাইসিস কত প্রকার ও কাকে বলে তা ভাল করে নেট থেকে জেনে নিন। যারা ইন্ডিকেটর নিয়ে ট্রেড করেন মূলত তারা টেকনিক্যাল ট্রেডার। টেকনিক্যাল এনালাইসিস করেই তারা মার্কেট থেকে বেশ ভাল উপার্জন করেন। ইন্ডিকেটরই তাদের মূল ভরসা।

yasir arafat
2016-04-02, 04:49 PM
আমি মনে করি ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।তবে সেটা দুটো অথবা তিনটা থেকে যাতে বেশি না হয় ।সেদিকে লক্ষ্য রাখতে হবে।কারণ মাত্রাতিরিক্ত ইন্ডিকেটর মাত্রাতিরিক্ত সিগনাল দিবে এবং তা আপনা দ্বিধাগ্রস্থ করে তুলতে পারে।কিছু কনফার্ম হওয়ার জন্য ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে।

vodrolok
2016-09-13, 02:38 PM
ইন্ডিকেটর কি কাজ করে তা জেনে ইন্ডিকেটর ব্যবহার অবশ্যই প্রশংসাযোগ্য। ইন্ডিকেটর দুই ধরণের। এক ধরণ হলো যা বিভিন্ন গাণিতিক হিসাব প্রকাশ করে আরেক ধরণ হলো যা গাণিতিক হিসাবের বাহিরে অন্য তথ্য সরবরাহ করে। ব্যাকটেস্টের পর এগুলো ব্যবহার করা যথেষ্ট জনপ্রিয় ও উপকারীও।

milonkhanfx1993
2016-09-18, 10:17 PM
ব্যাবহার করবেন না কেন করেন। কিন্তু আগে দেখে নিন যে ইন্ডিকেটর আপনি ব্যাবহার করছেন সেটাই আপনার ভাল হচ্ছে নাকি খারাপ ,খারাপ হলেউ কি ব্যাবহার করবেন?

Dilip05
2016-10-02, 09:23 AM
মার্কেট সম্পর্কে ধারনা পেতে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করা উচিত। অনেক ট্রেডার শুধু ইন্ডিকেটর ব্যবহার করে ভাল একটা এনালাইসিস তৈরী করে ট্রেড করে প্রফিট করছে।

tarekbsl101
2016-10-04, 05:29 PM
ইন্ডিকেটর ব্যবহার করা ইচিত সবার ।কিন্তু ইন্ডিকেটর দেখে কারো বাই এবং সেল দেওয়া উচিত নাহ কার আর দিলেও রিস্ক এর বেপার থাকে

tarekbsl101
2016-10-06, 11:18 PM
উচিত কিন্তু এটি দিয়ে বাই আথবা সেল দিলে আপনি বিশাল লসে পরতে পারেন

Dilip05
2016-10-16, 11:04 PM
হ্যা,ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত তাতে করে মার্কেটের ধরন বুযা যায় শুধু ইন্ডিকেটর ব্যবহার করলে হবেনা ক্যান্ডেল স্টিক সম্বন্ধে অ্যানালাইসিস করতে হবে তাহলে সফল হওয়া যাবে।

riponinsta
2016-12-11, 02:38 PM
ইন্ডিকেটর ব্যবহার করা উচিত । ইন্ডিকেটর ব্যবহার করতে যারা নিসেদ করে তারা আসলে ইন্ডিকেটর ব্যবহার করতে নিসেদ করে না তারা আসলে ৩ তার ইন্ডিকেটর ব্যবহার করতে নিসেদ করছে তাই আপনার ইন্ডিকেটর ব্যবহার করা উচিত । বেশি ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি চাট এ কিছ বুজতে পারবেন না । যা আপনার জন্য ভাল হবে না ।

maziz6989
2016-12-11, 03:03 PM
অনেক বিদগ্ধ এবং সিনিয়র ট্রেডাররা বলেন , ততক্ষণ একজন ব্যক্তি ট্রেডার হতে পারে না যতক্ষণ তার প্লাটফর্মে ইনডিকেটর থাকে। আমি অবশ্য এই বক্তব্য সমর্থন করি না কেননা আমি নিজেও কিছু ইনডিকেটর ব্যবহার করে থাকি। তবে বেশি পরিমানে ইনডিকেটর ব্যবহার করা খুবই খারাপ এতে মাঝে মাঝে বেশ বড় রকমের লসের হাতে পড়তে হতে পারে।

nbfx
2016-12-11, 11:18 PM
ইন্ডিকেটর ব্যবহার ফরেক্স মার্কেটে আপনার সিদ্ধান্ত গ্রহনে সাহায্য করে। আপনি যদি দুই বা তিনটি ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করেন তাহলে ভাল ফল পাবেন। আমি ব্যবহার করি মুভিং এভারেজ ক্রসিং এবং আর এস আই। আর একটি কথা মনে রাখবেন, ইন্ডিকেটরের সাথে টাইমফ্রেমের সম্পর্ক রয়েছে। যে কোন ইন্ডিকেটরই ব্যবহার করুন না কেন ছোট টাইমফ্রেম ব্যবহার করবেন না।

Rana2017
2017-02-13, 02:08 AM
ইন্ডিকেটর ব্যবহার করা বা না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। অনেকে ইন্ডিকেটর না ব্যবহার করেও অনেক ভালো ট্রেড করছে। ফরেক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস। এই দুইটা যে যত ভালো আয়ত্ত করতে পারবে তার কোন ইন্ডিকেটর না ব্যবহার করলেও চলবে।

Momen
2017-07-24, 01:09 PM
ইন্ডিকেটর আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু তাই বলে আপনি ইন্ডিকেটর এর উপর পুরোপুরি ভরসা রাখতে পারবেন না। আপনি নিজের সেন্টিমেন্টাল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট এ ট্রেড ওপেন করুন। হ্যা, আপনি ইন্ডিকেটর থেকে হেল্প নিতে পারেন তাই বলে তার উপর ভরসা করে ফরেক্স মার্কেট কে ইন্ডিকেটর এর কাছে দিয়ে দিয়ে চলবে না।

SaifulRahman
2020-03-04, 05:18 PM
10258
আমি মূলত ইন্ডিকেটর এর সিগন্যাল ব্যবহার করে ট্রেড করি না কিন্তু অনেকে ট্রেডার ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল, যদিও সব ইন্ডিকিটর সব সময় সঠিক তথ্য নাও দিতে পারে, তবে কিছু ইন্ডকেটর আছে খবুই ভাল, মার্কেটে এগুলো অবশ্য টাকা দিয়ে কিনতে হয়। এছাড়া ফ্রি ইন্ডকেটরগুলোর মধ্যে আর এস আই, মুভি এভারেজ, বোলিঙ্গার ব্যান্ডস, ফিবোনাক্কি, হারমনিক প্যাটার্ন, স্টকেসটিক ইত্যাদি। তবে মনে রাখবেন যদি আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করতে চান, তাহলে সেটা অন্তত ৬মাস ডেমোতে প্র্যাকটিস করার পর রিয়েল একাউন্টে প্রয়োগ করবেন।

FX7
2020-04-07, 06:59 PM
ইন্ডিকেটর ব্যাবহার করা ভাল যা আপনাকে বেশি ও ঝুকি পূন টেড থেকে বিরত বাখে।কিছু কিছু ইন্ডিকেটর বেশির ভাগ সময় সঠিক নিদেশনা দেয়।আপনি অবশ্যই ঢ়ে ইন্ডিকেরট ব্যাবহার করবেন সেই ইন্ডিকেটরটি পেছনের ইতিহাসটি একটু এনালাইসিস করে দেখেন।সহসাই খুজে পাবেন যে ইন্ডিকেটর আপনি ব্যাবহার করছেন সেটার কাজ কি এবং পূবে সেই কাজটা কতটা সম্পূন করতে পেরেছে সে।তাহলে কিছু নতুন চিন্তা ভাবতে পারবেন

FREEDOM
2020-04-09, 01:55 AM
অনেকে শুধু ইন্ডিকেটর ফলো করে আসলে তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?

না শুধুমাত্র ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করে সফল হওয়া সম্ভব নয় ভালো মার্কেট এনালাইসিস করাও দরকার। ইন্ডিকেটর আমাদের ট্রেডিংয়ের জন্য সাহায্য করতে পারে তবে শুধুমাত্র ইন্ডিকেটর দেখেই ট্রেডে এন্ট্রি নেওয়া ভুল হবে। আপনি মার্কেট এনালাইসিস করবেন তারপর যদি দেখেন ইন্ডিকেটর আপনার অনুকুলেই ডিরেকশন দিচ্ছে সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন।

Mahmud1984fx
2020-06-25, 12:24 PM
আমার মনে হয় যদি ইন্ডিকেটর বা রোবট দিয়েই ট্রেড করা এবং প্রফিট করা যেত তাহলে বিশ্বের সকল ট্রেডাররা কষ্ট করে মার্কেট এ্যানালাইসিস,মার্ েট এ্যানালাইসিস,ট্রে ্ড লাইন,টেক প্রফিট-স্টপ লস,লট/ভলিউম ইত্যাদি নিয়ে এত লেখালেখি বা এ্যানালাইসিসের প্রয়োজন হতে না বা ফরেক্সে এগুলোর অস্তিত্ব থাকত না। ইন্ডিকেটর বা রোবটের মাধ্যমে যারা ট্রেড করে আর যারা এগুলো ছাড়াই ট্রেড করে ,এদের মধ্যে কারা বেশী সফল। আমার মনে হয় যারা এগুলো ছাড়াই ট্রেড করে তারাই বেশী সফল।

kohit
2020-06-25, 02:59 PM
ইনডিকেটর ব্যবহার না করার আপনার এই কথাটির সাথে আমি একমত নয় হা তবে ইনডিকেটর এর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া ঠিক নয়। আপনি যদি নিউজের সময় ইনডিকেটর ব্যবহার করে ট্রেড নেন তাহলে আপনি ভাল ফল পাবেন না এমনকি উল্টো হতে পারে। ইনডিকেটর এর কাজটি কি তা আগে আপনাকে দেখতে হবে। ইনডিকেটর হচ্ছে কিছু গাণিতিকের প্রয়োগ যা পূর্বের বিভিন্ন তথ্য দিয়ে হিসাব করা হয়। এটি আমাদের ইঙ্গিত দেয় যে ট্রেড মার্কেট বর্তমান অবস্থা কি বা মার্কেট কোন দিকে যেতে পারে। একেকটি ইনডিকেটর এক এক টি সংকেত এর জন্য ব্যবহার করা হয়। সাধারণত আমি ট্রেড নেয়ার আগে কয়েকটি ইনডিকেটর দিয়ে দেখে নিই। বেশির ভাগ ইনডিকেটর যে ট্রেন্ড দেখায় বা যে ফলাফল দেখায় মুলত তার উপর নির্ভার করা যায়। তবে আপনাকে ইনডিকেটর এর পাশাপাশি নিজে থেকেও কিছু আনাল্যলসিস করতে হবে।