PDA

View Full Version : আমি ফরেক্সে নতুন আমার করণীয় কিকি?



sazzat985
2014-09-13, 09:56 AM
আমি সাজ্জাদ হোসেন। বাড়ি ময়মনসিংহ। আমি একজন ছাত্র। আমি ফরেক্স এ ট্রেড করতে চাই। আমার করণীয় এবং বজর্ণীয় গুলো কি কি তা সম্পূর্ণ রূপে জানা নাই। তাই আমি সবার সাহায্য পার্থ্যনা করছি।

islamshafiul87
2014-09-14, 04:03 PM
ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে তা নিচে দেওয়া হলঃ
১. ডেমো ট্রেড করতে হবে। অতন্ত ছয় মাস।
২. প্রচুর সময় ব্যয করতে হবে।
৩. ফরেক্স নিয়ে লেখা পড়া করতে হবে।
৪. ফরেক্স নিউজ গুলো ফলো করতে হবে।

sirazuliuk
2014-09-29, 02:45 PM
আমিও আপনার মত নতুন আমি যেটা করি
1. ডেমো তে ট্রেড করি ।
2.ফোরাম সাইট দেখি ।
3. ফরেক্স ই-বুক পরি ।
4. অভিগ্ঙ দের কাছে মাঝে মাঝে সাহায্য নেয় ।
আপনি ও এগুলু করতে পারেন ।

monoronjan
2014-09-29, 04:35 PM
নতুন ট্রেডার দের যেটা করতে হবে তা হলঃ তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।

Sazzad Hossen
2014-09-29, 08:01 PM
ফরেক্স মার্কেটে আপনাকে স্বাগতম । আপনার প্রথম কায হলো ফরেক্স সম্পর্কে ভাল ধারনা অর্জন করা । এ জন্য আপনি ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন । আর আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে । তা হলে ট্রেডিং সম্পর্কে বাস্তব ধারনা পাবেন ।

FXSam
2014-09-30, 08:05 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার সব কিছুর আগে মানি মেনেজমেন্ট এর উপর জোড় দেওয়া দরকার কারন মানি মেনেজমেন্ট ছাড়া এই মার্কেট থেকে কোন কিছু লাভ করা সম্ভব নয় তাই নতুন ট্রেডারদের উচিত সব কিছুর আগে ভাল করে মানি মেনেজমেন্ট শিখা ।

Msjmoni
2014-10-02, 09:14 PM
যেহেতু আপনি ফরেক্সে নতুন সেহেতু আপনার উচিত ফরেক্স সম্পকে প্রচুর জানা এবং ডেমো ট্রেড করা। ধন্যবাদ

hasanat
2015-02-07, 03:47 PM
ফরেক্স নতুন হলে আপনাকে ভাল করে ফরেক্স সিখতে হবে তার পর ট্রাড করতে হবে , প্রতিদিন ফরেক্স অনিসিলন করতে হবে, প্রয়জনে ডেমো ট্রাড করতে পারেন , ফরেক্স এক্সপার্ট এমন কার সাহায্য নিতে পারেন। নিয়মিত পরিস্রম আপনাকে ফরেক্স মার্কেটে সফল ট্রাডার হতে সাহায্য করবে ।

amitbd
2015-02-07, 03:52 PM
আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি আগে করতে হবে বিভিন্ন সাইডে ফরেক্স সম্পর্কে জানার ব্যবস্থা আছে সেই গুলো ভাল করে শিখতে হবে পাশা-পাশি একটি ডেমো একাউন্ট খুলে কাজ করতে হবে ।এই ভাবে 8 মাস কাজ করতে থাকেন , তার পর সব বুঝতে পারবেন ।

khan
2015-02-07, 06:06 PM
ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন । আর আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে । তা হলে ট্রেডিং সম্পর্কে বাস্তব ধারনা পাবেন ।

FHGCXB
2015-02-12, 05:33 AM
নতুনদের জন্য করনীয়ঃ
শুরুতেই ডেমো ট্রেড করতে হবে। অন্তত ৫-৬ মাস।
ফরেক্স সম্পর্কিত বই পড়তে হবে।
ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে হবে।

Eraulhaque
2015-02-12, 06:07 AM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।

TselimRezaa
2015-02-12, 09:29 AM
ফরেক্সে কেউ যদি নতুন হয় তবে তার উচিত ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ে নেয়া। এতে তার ফরেক্স সম্পর্কে বেসিক জ্ঞান পাকাপোক্ত হবে। তারপরে তার উচিত কিছুদিন ডেমো ট্রেড করা। ডেমো ট্রেড ১ থেকে ২ মাস মন দিয়ে করলেই যথেষ্ট। তবে হ্যা অবশ্যই রিয়েল ট্রেডের মানসিকতা নিয়ে ডেমো ট্রেড করতে হবে। ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে ধারনা নিয়ে রিয়েল ট্রেড করতে হবে।

জাহাঙ্গীর
2015-02-13, 08:17 AM
ফরেক্স মার্কেটে যারা নতুন, তাদেরকে বলছি- প্রথমে একটি ডেমো একাউন্ট ওপনে করে অনুশীল শুরু করুন। পাশাপাশি ফরেক্স বিষয়ক লেখা বই পড়ুন। ফান্ডাম্যান্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এরপর দক্ষতা অর্জন করুন। এছাড়াও অভিজ্ঞ ট্রেডার এর সাহায্য নিন। এভাবে পরিশ্রম করতে থাকলে অল্প সময়ের মধ্যেই আপনি সফল ট্রেডার হতে পারবেন।

fxtdr
2015-02-19, 09:07 PM
আপনি যেহেতু ফরেক্স এ নতুন তাই আপনাকে বলব যে আপনি বেশি বেশি করে ডেমো একাউন্ট এ প্রাকটিস করতে থাকেন আর বিভিন্ন সাইট থেকে ফরেক্স এর অনেক আর্টিকেল পাবেন সেগুলও পরতে থাকেন । তাছাড়া যেকন সমস্যা হলে গুগল মামাকে বলেন সে আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে । ফরেক্স এর বিভিন্ন নিয়ম কানুন গুল আপনি ইন্টারনেট থেকেই জেনে নিতে পারবেন এবং ফরেক্স এর জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন । আপনার জন্য শুভকামনা রইল ।

fxtdr
2015-02-19, 09:56 PM
নতুন বন্ধুরা আপনারা বেশি বেশি করে এনালাইসিস করতে থাকুন । কয়েক মাস ধরে ডেমো তে ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিয়ে আপনি রিয়াল ট্রেড এর কথা ভাব্বেন তার আগে নয় । তা না হলে দুর্ভাগ্য বশত আপনাকে লসের সমুক্ষিন হতে বাধ্য হতে পারেন । কারন আমরা সবাই জানি যে ৯৫% ট্রেডার রা লস করে এবং কাংখিত সফলতা অর্জন করতে পারে না আর আপনি কি জানেন এই ৯৫% ট্রেডার কারা? তারা হচ্ছে সব নতুন । তাই বন্ধু আগে শিখে নিয়ে তারপর ফরেক্স এ আসেন ।

habibharun11
2015-02-19, 11:45 PM
নতুন দের জন্য ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা বের করার জন্য ।আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে। এইসব প্রশ্নের উত্তর খুজে পাবেন ফোরামে।

emonrahman112
2015-02-20, 02:39 AM
ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না। এছাড়াও আপনি যত অনুশীলন করবেন ততই আপনি নিজে আর একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন তাই বেশি বেশি করে ডেমো করুন ।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।আপনি যত অনুশীলন করবেন ততই আপনি নিজে আর একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন তাই বেশি বেশি করে ডেমো করুন ।

nizam
2015-03-09, 11:09 AM
ফরেক্স মার্কেটে আমি ও এক সময় নতুন ট্রেডার ছিলাম সেটা স্বাভাবিক। আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন আমাদের অনেক কিছু শিখে নিতে হবে , বুঝে নিতে হবে। নতুন হিসেবে আপনাকে আমি প্রথমেই বলব যদি আপনি ভালো মানের একজন ট্রেডার হতে চান কিবা ফরেক্স কে ভালো ভাবে বুঝে , ফরেক্স এ অভিজ্ঞ হতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ডেমো কমপ্লিট করতে হবে। ডেমো থেকে আপনাকে সব রকম এনালিসিস বুজে ,মার্কেটিং অবস্থা বুঝার ক্ষমতা হলে আপনি রিয়েল ট্রেড করবেন। ফরেক্স সম্পর্কে যত পারেন পড়ালেখা করুন, ফরেক্স এ সময় দিন। আর মনে রাখবেন এখানে আপনাকে ধৈর্য এর প্রমান দিতে হবে। নিজের উপর আত্ম বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আর হতাশ হলে চলবে না।

nazmul_a
2015-03-09, 02:37 PM
ফোরেক্স মার্কেটে তোমাকে স্বাগতম সাজ্জাদ। তোমার জন্য একন করনিয় হল বেশি বেশি মার্কেট সম্পর্কে অ্যনালাইসিস করা। অনেক স্ট্রাটেজি তুমি পাবে অনলাইনে তবে তুমি সব ব্যবহার করবে না। তুমি অন্তত ১০ থেকে ১৫ দিন কোন ১টা স্ট্রাটেজি ডেমোতে ব্যবহার করো যদি ভলো ফলাফল পাও তবেই তুমি সেটা রিয়েল এ ব্যবহার করতে পারো। আর এর সাথে উপরে অনেক কথা বার্তা দেখলাম সবাই ভালো বলেছে ঐগুলোই ফলো করো। ইনসা আল্লাহ্ ভালো ফলা ফল পাবে।

shimulmoni
2015-03-09, 04:50 PM
প্রিয় বন্ধু আপনি যেহেতু নতুন তাই আপনাকে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে স্বাগত জানানোর পাশাপাশি ট্রেড করার জন্য যে পরামর্শগুলো দিব তা হল আপনি ততদিন ডেমোট্রেড করবেন যতদিন আপনি নিজের ট্রেডিং দক্ষতার উপর আত্নবিশ্বাস জম্মাতে না পারছেন আর ভালভাবে ফরেক্স মার্কেট পত্যাক্ষ করে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুর। ধন্যবাদ।

abdullahsakib
2015-03-09, 10:07 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তবে আপনাকে আগে জানতে হবে ফরেক্স সর্ম্পকে তার পর আপনাকে সর্বপ্রথম ডেম একাউন্ট এ প্রাক্টিস করতে হবে তার পর আপনাকে জানতে হবে যে তা হলো আপনাকে কোন ইন্সিটিটিউটে গিযে ফরেক্স সর্ম্পকে জ্ঞান নিতে হবে এবং ডেমোতে সর্ব নিম্ন হলেও ১ বছর করতে হবে তার পর আপনি লাইভ ট্রেডে আসতে পারেন।

abdullahsakib
2015-03-10, 11:07 PM
যার এই মার্কেটে নতুন আসে তাদের জন্য অবশ্যই আমার কিছূ পরামর্শ আছে :
১. প্রায় ১ বছর ডেমো প্রাক্টিস করা
২. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার
৩. ইমোশন সন্ট্রোল
৪. শিক্ষা গ্রহন করা।
৫. হতাসাগস্থ না হওয়া।

A Momin Chowdhury262
2015-03-11, 12:01 AM
আমিও আপনার মত নতুন । আপনাকে আমাকে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । প্রচুর পড়াশুনা করতে হবে । এর জন্য আপনি গুগোলের সাহায্য নিতে পারেন । এর পর আপনাকে একটি ডেমো একাউন্ট খুলে সেটাতে অন্তত ৩ মাস ট্রেড করতে হবে । যখন বুঝবেন যে এখন আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন তখন ফরেক্সে একটি ভাল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করন । ইনশা আল্লাহ্* আপনি সফল হবেন ।

Eraulhaque
2015-03-11, 08:37 AM
ফরেক্সে যারা নতুন তাদেরকে আগে ফরেক্সের বেসিকগুলো শিখতে হবে। বেসিকগুলো আয়ত্ত করলে সে বুঝতে পারবে যে ফরেক্স সে করতে পারবে না পারবে না।এরপর যদি মনে হয় ধৈর্য্য ধরে পরিশ্রম আমার দ্বারা সম্ভব তবে ইন্সটাফরেক্সে ডেমো অ্যাকাউন্ট করতে হবে। সিরিয়াসলি ডেমোতে মনযোগ দিয়ে অনেকদিন প্র্যাকটিস করতে হবে।আর সাথে তো ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশোনা চালিয়ে যেতে হবে।

mybff
2015-03-11, 03:41 PM
আমি সাজ্জাদ হোসেন। বাড়ি ময়মনসিংহ। আমি একজন ছাত্র। আমি ফরেক্স এ ট্রেড করতে চাই। আমার করণীয় এবং বজর্ণীয় গুলো কি কি তা সম্পূর্ণ রূপে জানা নাই। তাই আমি সবার সাহায্য পার্থ্যনা করছি।

প্রিয়ো সাজ্জাদ ভাই আপনাকে ফরেক্স এ সাগতম ।। যেহেতু আপনি ফরেক্স এ নুতুন সেহেত ফরেক্স থেকে আপ্নাআকে অনেক কিছুই শেখা বাকি আছে ।। আপনি ফরেক্স ভাল কিছু করতে চাইলে প্রতমে ভাল করে ফরেক্স সম্পরকে জানুন ।। তারপর একটি দেম একাউন্ট ওপেন কুরুন এবং ডেমো তে অনেক অনেক প্রাক্টিস করুন ।। এবং নিয়মিত নিউজ ফল করুন ।। আর ভাল হইয় একাটি রিয়াল একাউন্ট অ করে ফেলুন এবং ভেরিফাইটা শেস করে রাখুন ।।

fxtdr
2015-03-11, 04:50 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ডেমোতে অনুশীলন করতে হবে । আপনাকে রিয়াল ট্রেড শুরু করার আগে ফরেক্স এর খুটিনাটি বিষয় গুলো আপনাকে ভালভাবে বুঝে নিতে হবে । ফরেক্স যেমন অনেক লাভ নিয়ে আসতে পারে তেমনি আপনাকে অনেক ক্ষতির মুখেও ফেলে দিতে পারে । তাই আপনি আগে ডেমোতে অনুশীলন করতে থাকুন এবং শেখা হলে পরে রিয়াল ট্রেড করুন।

Foyazur
2015-03-11, 05:38 PM
ফরেক্স ব্যবসা নতুন হিসেবে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রচুর পরিমানে পড়াশুনা করতে হবে বিভিন্ন সাইট ফলো করতে হবে।বেশিবেশি ডেমোতে প্রাকটিস করতে হবে আপনে চাইলে একজন অভিজ্ঞ ট্রেডার কাছ থেকে ফরেক্স শিখতে পারেন।আপনে ফরেক্স বাংলা ফোরাম ফলো করতে পারেন এতে আপনার ফরেক্স সম্পর্কে অনেক অবিজ্ঞতা হবে বলে আমি মনে করি।

opu
2015-03-11, 08:06 PM
নতুন দের প্রথম প্রথম ফরেক্স অনেক কঠিন। তাই তাদের কিছু নিয়ম কানুন রয়েছে। প্রথমত ফরেক্স শিখতে হবে, ট্রেড কি তা বুঝতে হবে, মার্কেট ঊঠা নামা বুঝতে হবে , সবপরি কম্পিউটার জ্ঞান ও ভালভাবে থাকতে হবে। এই সমস্ত জ্ঞান নতুনদের থাকা চাই

monorom
2015-03-12, 10:07 PM
প্রথম এ ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । তারপর ফরেক্স এর বিভিন্ন বই পরতে হবে । ইন্টারনেট এ বিভিন্ন সাইট এ ফরেক্স শেখার নিয়মাবলি থাকে সেগুল পরে শিখতে হবে । তারপর ডেমো অ্যাকাউন্ট খুলে নিজাতে তৈরি করতে হবে । পুরোপুরি ফরক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে রিয়েল অ্যাকাউন্ট এ যাইতে হবে । ফরেক্স এ ট্রেড করার সময়ই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং আবেগ ত্যাগ করতে হবে । ভালো আনালাইসিস করতে শিখতে হবে ।

mun195
2015-03-13, 01:21 AM
ফরেক্স শেখার জন্য নূতনদের আমি বলব বিভিন্ন ব্লগ পরতে কারণ ব্লগগুলো একধম প্রথম থেকে দারাবাহিক ভাবে সাজানো থাকে, অথবা একজন দক্ষ সিনিয়র এর সাহায্য নিতে এবং ডেমো আনুশীলন করতে কেন না ডেমো আনুশীলনই একমাত্র সঠিক রাস্তা।

habib
2015-03-25, 07:45 AM
ফরেক্সে মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনাকে ডেমোতে ট্রেডিং করতে হবে । আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন। ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।

Esan Islam
2015-03-25, 08:50 AM
ফরেক্স সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে।ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই রয়েছে যেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে।সব থেকে আগে আপনাকে ইন্টারনেট সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে কারন ইন্টারনেটে ফরেক্স সম্পর্কিত অনেক তথ্য থাকে।ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেক ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর অভিজ্ঞতা অর্জনের জন্য ডেমো ট্রেডে প্র্যাকটিস করতে হবে।

shezankhan
2015-03-29, 09:58 PM
আমার মতে আপনার করনীয় হচ্ছে ফরেক্স আপনি যদি আগে না ভালো করে পড়েন তাহলে আপনি ফরেক্স আবার নতুন করে ভালো করে পড়া শুরু করুন তারপর আপনি ফরেক্স এ ডোমো টেডিং করুন তারপর আপনি যেদিন ডেমো টেডিং সাফল্য লাভ করবেন সেদিন আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড শুরু করবেন এবং আপনি মনে রাখবেন আপনি নিম্নে ৬ মাস ফরেক্স ট্রেড করবেন তারপর যদি আপনি মনে করেন আপনি ফরেক্স এ সাফল্য অর্জন করেছেন তাহলে আপনি ফরেক্স করবেন।

Ali77
2015-03-29, 10:08 PM
নতুন ট্রেডারদের যেটা করতে হবে সেটা হোল তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্সটা কি তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পরতে হবে তা হলেও অনেক কিছু শেখা সমভাব হবে আর আপনাকে নিয়মিত খুব ভালো ডেমো ট্রেডিং করতে হবে তা হলে ট্রেডিং সম্পর্কে অনেক ধারনা পাবেন অথবা ফরেক্স এক্সপার্ট এমন কারো সাহায্য নিতে হবে।

mamuniuk
2015-03-29, 10:14 PM
এ ক্ষেত্রে আপনাকে ভালো ভাবে ফরেক্স শিখতে হবে।ডেমো ট্রেড করতে হবে। ফরেক্স সাইট গুলো ভালো ভাবে বুঝতে হবে তাহলে ই্ন ন্সাল্লাহ সফল হওা যাবে

Hera1234
2015-03-30, 12:00 PM
ফরেক্স ব্যবাসয়ে আমরা যারা নতুন তাদের জন্য করনীয় কাজ হল ডেমো ট্রেড করতে হবে অতন্ত ছয় মাস, প্রচুর সময় ব্যয করতে হবে, ফরেক্স নিয়ে লেখা পড়া করতে হবে, ফরেক্স নিউজ গুলো ফলো করতে হবে, ফোরাম সাইট দেখতে হবে, ফরেক্স ই-বুক পড়তে হবে, অভিজ্ঞদের কাছে মাঝে মাঝে সাহায্য নিতে হবে। আমার মনে হয় উপল্লেখিত কাজ গুলো করার মাধ্যমে একজন ফরেক্স ব্যবসায়ী নতুন থেকে পুরাতন বা অভিজ্ঞ হতে পারে। ধন্যবাদ।

pallabbd
2015-04-17, 03:30 PM
ফরেক্সে আসার জন্য ধন্যবাদ। আপনি প্রথমে ফরেক্স সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে পারেন, তারপর আপনি কমপক্ষে ৩ মাস ডেমো একাউন্টের মাধ্যমে ট্রেডিং শিখতে পারেন, তারপর আপনি নিজের মত করে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তারপর আপনি রিয়াল ট্রেড করতে পারেন। ধন্যবাদ

moinuddib
2015-04-17, 03:53 PM
ফরেক্স টা হল এক্টা মুদরা বাজার তাই এখানে কাজ করতে হলে মুদ্রা বেবস্থাপনা সম্পরকে জানা খুব ই জরুরী । তারপর ফরেক্স সপরকে ভাল করে জানা গুগ্লে সারছ করে ফরেক্স উপর বিভিন্ন লেখা গুলো পড়া । ফরেক্স এ ৪ / ৫ মাস ডেমো ত্রাদ করে নিজেকে অভিজ্ঞ করে তোলা । যারা ফরেক্স এ ত্রাদ করে ভাল আয় করে তাদের পরামর্শ নেওয়া তারপর অল্প পুজি দিয়ে রিএল ত্রাদ শুরু করা । আর ও জানতে হবে কি ভাবে ফান্দামেন্তাল এনালাইসিস করতে হয়। অনেক সময় দিয়ে করলে ত্রাদ সম্পরকে ভাল ধারনা হবে ।

Shimanto754
2015-04-17, 04:16 PM
ফরেক্স বিষয়ে আগে ভালভাবে পড়াশোনা অথবা অন্য কোনো ভালো ট্রেডারের কাছ থেকে সামগ্রিক ফরেক্স কি,কিভাবে ট্রেড হয় ইত্যাদি খুব ভালভাবে জেনে নিতে হবে।তারপর ডেমো অ্যকাউন্ট বিষয়ে জানতে হবে।ডেমো অ্যাকাউন্টে ট্রেড শিখতে হবে।নিয়মিতো ফরেক্স ডেমো অনুশীলন করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে আস্তে আস্তে রিয়েল ট্রেড জগতে প্রবেশ করতে হবে।

Tuhin
2015-04-17, 04:32 PM
ফরেক্সে আপনাকে স্বাগতম। ফরেক্স হল একটা বিজনেস। এখানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল সরাসরি কাজ করার আগে ডেমো তে কাজ করা যায় ডেমোর মুভমেন্ট বা অন্য সব কিছু রিয়েল এর মত। তাই আপনাকে অনেক দিন ধরে ডেমো করা উচিত। ফরেক্স নিয়ে প্রচুর পরাশুনা করতে হবে। একজন পরিচিত ভাল ট্রেডারের কাছ থেকেও শিখতে পারেন ফরেক্স। মুলকথা হল আগে শিখতে হবে।

abdulmalek
2015-04-17, 08:21 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য অনেকটা সময় আর ধৈর্য প্রয়োজন , তার জন্য প্রথমে নিজের আত্মবিশ্বাস বারাতে হবে। ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়ে এ সম্পর্কে ভাল ধারনা নিতে পারেন। তাছাড়া ফরেক্সের উপর খুব ভাল ভাল ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় যেগুলাতে অনেক ভাল নির্দেশনা পাওয়া যায় । এগুলা থেকে শিখে বেশি করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা আনতে হবে । ফরেক্সে সব সময় মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে । প্রথমেই শুধু লাভ হবে তা নয় , এখানে লস হবে তা নিয়ে ভেঙ্গে না পরে নতুন করে আর ভাল করার চেষ্টা করতে হবে ।

banna
2015-04-19, 02:03 PM
আপনি ফরেক্স সম্পর্কে জানার জন্য এই ফোরাম এর পোস্ট গুলো ভালভাবে পরেন। অনলাইন এ অনেক সাইট আছে যেখানে আপনি ফরেক্স শিখতে পারবেন। এর জন্য আপনি গুগল এ সার্চ দিতে পারেন। আর বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। কারন ডেমো ট্রেড ছাড়া আপনি সফল হতে পারবেন না।

akashbd
2015-04-19, 02:29 PM
আপনার জন্য আমার তড়প থেকে আন্তরিক অভিনন্দন। আপনি প্রথমে ফরেক্স সম্পর্কে ধারন নিতে পারেন, তারপর ডেমো অনুশীলন করতে পারেন, তারপর ফরেক্স মার্কেট এনালাইসিস করে এবং নিউজ দেখে ট্রেড করতে পারেন। কিন্তু কখনই ওভার ট্রেডিং করবেন না। ধন্যবাদ

anwar1133
2015-04-19, 05:35 PM
আপনি যেহেতু নতুন তাই আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে , এর জন্য আপনাকে ফরেক্স বুক পড়তে পারেনর , অনলাইনের হেল্প নিতে পারেন এবং অভিজ্ঞদের সাহায্য নিতে পারেন।

forexlover
2015-04-22, 03:30 PM
আপনার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন। আপনি প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তারপর ডেমোতে প্র্যাকটিস করুন এবং মার্কেট এনালাইসিস করুন। তাহলে আপনি অনেক কম সময়ের মধ্যে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ

Bappy01
2015-05-19, 08:41 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হল ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর আপনার ডেমো ট্রেড করতে হবে অনেক দিন ডেমো ট্রেডকে রিয়াল মনে করে রিয়ালের মত এনালাইসিস করতে হবে। আর ডেমো তে যে ভুল গুলো হবে সেটা কেনো হয়েছে সেটা ভাল করে দেখতে হবে এবং আপনি বাংলা ফোরাম পোষ্টিং করেও অনেক কিছু শিখতে পারবেন।

sumonyahoo24
2015-08-10, 04:13 AM
আগে জানতে হবে ফরেক্স সর্ম্পকে তার পর আপনাকে সর্বপ্রথম ডেম একাউন্ট এ প্রাক্টিস করতে হবে তার পর আপনাকে জানতে হবে যে তা হলো আপনাকে কোন ইন্সিটিটিউটে গিযে ফরেক্স সর্ম্পকে জ্ঞান নিতে হবে। তাছাড়া ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়ে এ সম্পর্কে ভাল ধারনা নিতে পারেন। তাছাড়া ফরেক্সের উপর খুব ভাল ভাল ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় যেগুলাতে অনেক ভাল নির্দেশনা পাওয়া যায় । এগুলা থেকে শিখে বেশি করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা আনতে হবে । ফরেক্সে সব সময় মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে । প্রথমেই শুধু লাভ হবে তা নয় , এখানে লস হবে তা নিয়ে ভেঙ্গে না পরে নতুন করে আর ভাল করার চেষ্টা করতে হবে ।

arpon2015
2015-08-10, 04:23 AM
আপনি যেহেতু ফরেক্স মার্কেটে নতুন তাই আমি বলবো আপনি ফরেক্স বাংলা ফোরামে আপনার সমস্যা আলোচনা করুন এতে আপনার অজানা প্রশ্নের উত্তর পাবন। এখানে অনেক অভিজ্ঞ্য ট্রেডাররা তাদের মতামত উপস্থাপন করেন তাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর মোট কথা আপনি ফরেক্স শেখার চেষ্টা করুন ইচ্ছা থাকলে আপনি সফল হবেন।

happymasud
2015-08-10, 10:41 AM
তোমার ডেমো অ্যাকাউন্ট চালানো উচিত। আর ভিবিন্ন অ্যানালায়সিস পরা ইউটুব এ ভিদিও দেখা। থেন ৩ মাস পর ট্রেড করা উচিৎ।

Vimri
2015-08-10, 10:51 AM
আসলে ফরেক্স এমন একটি বিষয় যা সম্পর্কে ভাল ধারনা না থাকলে ভাল কিচু করা সম্ভব না এ জন্য ফরেক্সে নতুন হিসেবে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং ফরেক্স মার্কেটের বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে এবং বেশি বেশি করে ডেমো করতে হবে

sunil
2015-08-12, 09:35 PM
ফরেক্স মার্কেটে যদি আপনি নতুন হন তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে ফরেক্স সম্পরকে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ফরেক্স মার্কেটে যে ডেমো ত্রেদ করতে হবে তারপর ভাল ধারনা হলে ফরেক্স করা যাবে।

muhim123
2015-08-12, 10:37 PM
ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে......ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।
এবং......
১. ডেমো ট্রেড করতে হবে। অতন্ত ছয় মাস।
২. প্রচুর সময় ব্যয করতে হবে।

Doom
2015-08-13, 11:10 AM
ফরেক্স বাবসায় কেউই কখন লস ছাড়া লাভ করতে পারে না তবে জারা এই বাবসায় নতুন তারা সব সময় লস না করে লাভ করতে চায় কিন্তু তারা সব সময় সফল হয় না। আমাদের ঝদি থিক মত ত্রেড সম্মমন্ধে জ্ঞান না থাকে তাহলে আমরা কিইসু টাকা ইঙ্কাম করতে পারব কিন্তু আমাদের ট্রেড স্তাহিত্ত হবে না।

samrat
2015-08-13, 11:18 AM
আপনি যদি ফরেক্স ব্যবসায় নতুন হন তাহলে আপনি প্রথমে ডেমু করবেন। কারণ ডেমু ছারা আপনি দক্ষতা লাভ করতে পারবেন না। অর্থাৎ আপনার ডলার শেষ হতে বেসি সময় লাগবে না। তাই আপনারা দক্ষতা অর্জন করে ফরেক্স ব্যবসাটা শুরু করবেন।

afzalforex11
2015-08-13, 01:15 PM
কারেন্সি পেয়ার জানুন. কিভাবে কিনতে এবং তারপর বিক্রি. যে বিক্রয় আদেশ এবং যাতে কিনতে যখন মানে. পরে mt4 প্ল্যাটফর্ম কাজ করার উপায় সম্পর্কে জানুন. অর্থ ম্যানেজমেন্ট জানুন.

maziz6989
2015-08-13, 01:52 PM
আগে ভাল করে খুটিনাটি গু্লো শিখুন , ট্রেডিং স্ট্রাটেজি গড়ে তুলুন , একাউন্ট ব্যলান্স মোটামুটি একশত ডলারের কাছাকাছি গেলে তার পরে লাইভ ট্রেডিং এ আসুন। মুল বিষয়গুলো থেকে কখনই বিচ্যুৎ হবেন না। নিজের লক্ষ্যে অটুট থাকুন। নিজেকে বিশ্বাস করতে শিখুন। আপনি পারবেন।

mirza
2015-08-13, 02:01 PM
নতুম গ্রাহকদের প্রথমে ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। ডেমো ট্রেড করতে হবে।জখন ডেমো ট্রেড করা ভাল ভাবে করতে পারবেন।তাখন আপনি মনেকরবেন যে আপনি ট্রেড করার যোগ্য ।এছারা অনলআইন এ বাংলা সাইট থেকে আপনি জানতে পারবেন। অন্নের করা ট্রেড পড়ুন। বরদের হেল্প নিতে পারেন।

mamun93
2015-08-27, 06:10 AM
আপনি যেহেতু ফরেক্স ট্রেডিংয়ে একেবারে নতুন তাই আমি আপনাকে পরামর্শ দিব আপনি আগে ভাল করে ফরেক্স ট্রেডিং শিখুন নিয়মি ফরেক্সের ডোমো ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে অনুশীলন করুন। যখন আপনি ভাল ফরেক্স ট্রেডিং করতে শিখে যাবেন সাথে সাথে মার্কেটের উপর ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা তেরী হয়ে যাবে তখন আপনি ফরেক্সে রিয়াল ট্রেডি করতে পারবেন আর তখন দেখবেন আপনি আপনার ঐ দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে খুব ভাল প্রফিট করতে পারছেন।

Armi
2015-08-27, 10:49 AM
ফরেক্স এ জারা নতুন তাদের সব সময় ডেমো করা উচিত । ডেমো না করলে কখনো অভিজ্ঞতা বারে না। আমাদের সব সময় ডেমো অনুশিলন করে তারপর রিয়েল বাবসা সুরু ক্রতে হবে। আমরা যদি ঠিক মত ট্রেদ করতে পারি থাওমে আমাদের অনেক টাকা আয় করতে পারবো।

Raj khan
2015-08-27, 11:00 AM
ফরেক্স কাজ করতে হলে আগে ফরেক্স সম্পকে আমার অনেক জ্ঞান থাকতে হবে । তা না হলে আমি ফরেক্স কাজ করতে পরবো না । সুতরাং আমাকে আগে ফরেক্স জ্ঞান থাকতে হবে ।

sumon37
2015-08-27, 11:10 AM
আমি যেহেতু নতুন সে ক্ষেত্রে ফরেক্স সম্পরকে সব জানতে হবে। আমি আমার এক বড় ভায়ের কাছ থেকে ফরেক্স সম্পরকে জেনেছি। এবং তার পর থেকে আমি ফরেক্স সম্পরকে আর বেশি জানতে চেস্তা করছি। আর একটু ডেম ট্রেড করলে আরও বেশি ফরেক্স সম্পরকে জানা যাবে।

Imran1995
2015-08-27, 01:05 PM
ফরেক্স নতুন হলে আপনাকে ভাল করে ফরেক্স সিখতে হবে তার পর ট্রাড করতে হবে , প্রতিদিন ফরেক্স অনিসিলন করতে হবে, প্রয়জনে ডেমো ট্রাড করতে পারেন , ফরেক্স এক্সপার্ট এমন কার সাহায্য নিতে পারেন। নিয়মিত পরিস্রম আপনাকে ফরেক্স মার্কেটে সফল ট্রাডার হতে সাহায্য করবে ।

azizulfx2
2015-08-27, 01:38 PM
মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।

chor
2015-08-27, 06:06 PM
আপনার সর্বপ্রথম কাজ হল ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করা এছাড়া ফরেক্স মার্কেট খুব ভালো করে এনলাইসিস করা এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন এচ্রা মানি মেনেজমেন্ত সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করা এবং ট্রেড করার সময় লোভ না করা আমি মনে করি নতুন অবস্থায় এটাই আপনার করনীয়

snehashish
2015-08-27, 09:17 PM
তুমি যদি ফরেক্স নুতন হও , প্রথম ডেমও অনুশেল করতে হবে । ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে । ফান্ডমেন্টাল এবং টেকনিকাল আনাল্যসিস করতে হবে । তাহলে ফরেক্স ট্রেডিং আস্তে আস্তে ভালো জানা যাবে ।

Jobless
2015-08-27, 09:19 PM
ফরেক্স এ কাজ করার জন্য আগে তোমাকে ফরেক্স কে জানার জন্য পিডিএফ বা কোন আরটিকেল পড়তে হবে আর সবচেয়ে ভাল হয় ফরেক্স ফোরাম এ যোগ দিয়ে তমার প্রয়োজনীয় নানা প্রশ্নের জবাব খোজা ও না বুঝলে প্রশ্ন করা।আর ট্রেড করার জন্য তোমাকে আগে ডেমো ট্রেড এ প্রশিক্ষন নেওয়া যতদিন পর্যন্ত তুমি তোমার একাউন্ট ২গুন বা তিন গুন করার ক্ষমতা অর্জন না করতে পারবে ততদিন রিয়েল ট্রেড না করাই ভাল। আর রিয়েল ট্রেড করার সময় বেশি লোভ না করা। এই শর্ত গুলা মেনে চলো আপাতত।

lota
2015-08-27, 09:41 PM
ফরেক্স মার্কেটে নতুন আসলে অনেক কিছু করা লাগে কারন ফরেক্স করতে গেলে অনেক অভিজ্ঞতা অর্জন করা লাগে তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা না থাকলে ফরেক্স করে সফলতা অর্জন করা যায় তাই ফরেক্সতে গেলে আগে ফরেক্স অভিজ্ঞতা অর্জন করে তারপর করতে হবে।

joy rahman
2015-08-28, 12:54 AM
ফরেক্স বাবসাই আপনাকে ওয়েলকাম। ১ম আপ্নাক ডেমো ভাল করে করতে হবে
২য় আপ্নাকে সম সময় মার্কেট এর খবর নিতে হবে
ভাল করে শিকতে হবে ফরেক্স এ কখন বাই দিতে হয় কখন সেল দিতে হয়

Nishat Tasnim
2015-08-29, 08:51 PM
আমার মতে যারা নতুন তাদের উচিত আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানা এবং দক্ষ কোন ট্রেডারের কাছ থেকে ভাল ভাবে ফরেক্স ট্রেনিং নেওয়া . এছাড়া ভাল ভাবে ডেমো ট্রেড প্রাকটিস করা। এবং বাংলা ফরেক্স ফোরামে যোগদান করা।

Fxaziz
2015-08-29, 09:39 PM
আমি যখন ফরেক্স মার্কেট সম্পর্কে যানতে পারি তখন থেকে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আগ্রহী হয়ে পরি।আমি ফরেক্স মার্কেট এ নতুন অবস্থাই অনেক বেশি ট্রেড দিতাম।এতে আমি ফরেক্স মার্কেট এ লস এ পরি। এরপর থেকে আমি আর ফরেক্স মার্কেট এ বেশি ট্রেড দিনা। নতুনরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তখন তারা যেন বেশি ট্রেড না করে।তারা যেন ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করে ট্রেড করে।

Remon808
2015-08-29, 10:58 PM
আপনি যেহেতু ফরেক্স ট্রেডিংয়ে একেবারে নতুন তাই আমি মনে করি আপনার আগে ভাল করে ফরেক্স ট্রেডিং শিখা উচিত,দক্ষতা,অভিজ্ঞতা অর্জন করা উচিত আর যখন আপনি এগুলো ভাল করে অর্জন করতে পারবেন তখনই আপনার উচিত হবে ফরেক্সে রিয়াল ট্রেড করা।

Fuch
2015-08-29, 11:21 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের অনেক কিছু করার আছে সর্বপ্রথম যা করতে হবে তাহল ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করতে হবে তারপর ফরেক্স মার্কেট খুব ভালো করে এনলাইসিস করতে শিখতে হবে তারপর ফরেক্স মার্কেট ট্রেড করে খুব বেশি লোভ করে যাবে না এবং ডেমো করতে হবে বেশি করে

pips
2015-08-31, 04:39 PM
আমিও ভাই নতুন। আপনি আগে বিভিন্ন ফোরাম এর উপর পরালেখা করুন। আর তারপর ডেমো ট্রেড করুন। এভাবে আগে নিজের অভিজ্ঞতা বাড়ান। আর ফরেক্স এ অভিজ্ঞতাটা খুবই দরকারি। অভিজ্ঞ না হলে ছিটকে পরবেন ফরেক্স থেকে। ফরেক্স এক্সপার্ট এমন কার সাহায্য নিতে পারেন। নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন ।

Aunik
2015-08-31, 07:25 PM
আমি সাজ্জাদ হোসেন। বাড়ি ময়মনসিংহ। আমি একজন ছাত্র। আমি ফরেক্স এ ট্রেড করতে চাই। আমার করণীয় এবং বজর্ণীয় গুলো কি কি তা সম্পূর্ণ রূপে জানা নাই। তাই আমি সবার সাহায্য পার্থ্যনা করছি।

প্রথমেই ভাই সাজ্জাদ আপনাকে ফরেক্স মার্কেট এ স্বাগতম ।। আপনি অনেক কঠিন একটা চেলেঞ্জ মাথাই নিয়েছেন।।যেহেতু আপনি একজন ছাত্র তাহলে আপনার ফরেক্স এর টারম গুলা বুজতে সহজ হবে ।। আপনার জন্য যা করনি তা আমি সক৯ল বিগিনার দের ই বলি ।। সেটা হলো দেমো ট্রেড , ডেমো ট্রেড এর কোন বিকল্প নাই ।। আপনি ভালো করতে চাইলে বেশি বেশি দেমো তে প্র্যাক্টিস করুন ।। আর আপনি যেগুলা বরজন করবেন সেগুলার মদ্ধে সবচেয়ে গুরুত্ব পুরন হলো লোভ।। রোবট ব্যবহার করবেন বাট রোবতের অপর নির্ভর শীল হবেন না কখনোই।।

FxAhsan
2015-09-05, 11:14 PM
আপনি প্রথমে ফরেক্সের বেসিক গুলো ভালকরে পড়ে ফেলুন,যেমন কোনটা র কাজ কি, টাইমফ্রেম গুলার মধ্যে পার্থক্য, ইনডিকেটর গুলা কিভাবে কাজ করে এইসব বিষয়।তারপর একটি ডেমো একাউন্ট খুলে যা শিখেছেন তার বাস্তব প্রয়োগ ঘটান কমপক্ষে ৬ থেকে ৭ মাস।

tanu
2015-09-05, 11:19 PM
নতুন্দের জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন;

১।তড়িঘড়ি করে কিছু করা যাবে না
২। ইমোশনাল হওয়া যাবেনা
৩। লোভ করা যাবে না
৪। ডেমো ট্রেড করতে হবে যতদিন না লাভ ভাল হয়।
৫। প্রতিদিন কিছু সময় দিতে হবে আনালাইসিস করার জন্য

এভাবে নিয়ম মেনে চললে আপনি সফ্ল হবেন

swadip chakma
2015-09-06, 08:14 AM
আপনি যেহেতু নিউ সেহেতু বেশি বেশি ডেম একাওউন্ত তে ট্রেড করতে হবে ,বেশি বেশি লেখাপড়া করতে হবে না হলে ত সম্বভব হবেনা। আর আপনার যদি কোন পরিচিত মানুস ফরেক্স করে থাকে তা হলে তাদের সাহায্য নেওয়া যায়।াশা করি কেও না করবে না।অবসস্যই উপদেশ দেবে।

md mehedi hasan
2015-09-06, 09:25 AM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদেরকে আমি নিম্নউক্ত বিষয় ণ্ডলো ভালো ভাবে মেনে চলার জন্য অনুরধ করবো-
1.কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করতে হবে।
2.ট্রেড করার সময় ভালোভাবে সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল নির্নয় করতে হবে।
3.এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করতে হবে।
4.অভার ট্রেড করা যাবেনা।
5.ধৈর্য সহকারে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।
6.লোভ পরিত্যাগ করতে হবে।

MotinFX
2015-09-06, 10:20 AM
ফরেক্স ট্রেড করার পুর্বে আপনাকে ফরেক্স বিষয়ে বাল করে পড়তে হবে। ডেমোতে প্রেকটিস করতে হবে। ধৈর্য ধরার মানসিকতা তৈয়ার করতে হবে এবং সিনিয়দের সহায়তা নিতে হবে।

azizulfx1
2015-09-06, 10:22 AM
মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।

naim
2015-09-06, 10:26 AM
আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি আগে করতে হবে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে ডেমো ট্রেড করতে হবে। প্রচুর সময় ব্যয করতে হবে। এই ভাবে 8 মাস কাজ করতে থাকেন , তার পর সব বুঝতে পারবেন ।

azizulhaque
2015-09-06, 10:31 AM
আপনি যেহেতু নতুন তাই আপনাকে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে স্বাগত জানানোর পাশাপাশি ট্রেড করার জন্য যে পরামর্শগুলো দিব তা হল আপনি ততদিন ডেমোট্রেড করবেন যতদিন আপনি নিজের ট্রেডিং দক্ষতার উপর আত্নবিশ্বাস জম্মাতে না পারছেন আর ভালভাবে ফরেক্স মার্কেট পত্যাক্ষ করে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুর। ধন্যবাদ।

Rina akter
2015-10-10, 06:16 PM
আমি ফরেক্সে নতুন ।এখন পুরোপরি ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে পারিনি। তবে আমি জানি ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হলে কি কি করতে হবে।ফরেক্স সম্পর্কে জানার শেষ নেই যত ইচ্ছা তত শিখতে পারেন ফরেক্স থেকে। আমাকে প্রথমে কমপক্ষে ৬ মাস ডেমো প্রট্রিস করতে হবে মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে এনালাইসিস জানতে হবে সবচেয়ে আসল কথা আপনাকে ফরেক্স কি তা জানতে হবে ।

Noman_ahsan
2015-10-10, 08:05 PM
আমি মনে করি ফরেক্স এ যারা নতুন তাদের প্রথমে ডেমো প্রেকটিস করতে হবে তারপর ফরেক্স সম্পর্কে অনেক স্টাডি করতে হবে। আরো ভালো হয় যদি কেও থাকে যে ফরেক্স করে তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারেন।

MotinFX
2015-10-10, 08:53 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি । আমাকে আপনাদের মুল্য বান পরামর্শ আমার অনেক কাজে আসবে । আমি ডেমোতে প্রেকটসি করছি তার পরও লস থেক বের হতে পারছিনা ।

Mukta Pearls
2015-10-10, 09:50 PM
আমি ফরেক্স এ নতুন আমার করনীয় জা তা হল আমকে পথমে যা করতে হবে আগে এ বিষয়ে আমার জানতে হবে তারপর আমার কাজ করতে হবে আগে আস্তে আস্তে কাজ করতে হবে আর ভালভাবে জানতে হবে তা না জানলে কাজ করা যাবে না। যদি আমি তাড়াতাড়ি করি তাহলে কাজ হবে না আমি যা আসা করি তা হবে তাই আমার ভাল ইনকাম করতে হবে ভাল ইনকাম করতে হলে কাজে ভুল করা যাবে না। তাই ভালভাবে আগে শিকতে হবে তারপর কাজ করতে হবে।

AbuRaihan
2015-10-10, 10:01 PM
আপনি একজন নতুন ট্রেডার তাই আপনাকে সবাই অনেক উপদেশ এবং পরামর্শ দিবে । সবাই সবার পরামর্শ দিলেও আপনাকে কাজের প্রতি একাগ্র থাকতে হবে । ফরেক্স একজন নতুন ট্রেডারকে অনেক বেশি আন্তরিক হতে হয় এবং ধৈর্য্য সহকারে ফরেক্স ট্রেডিংকে আয়ত্তে আনার জন্য আপ্রাণ চেস্টা করে যেতে হয় । আপনার করণীয় কজ গুলো মধ্য অন্যতম হল : বেশি বেশি ডেমো একাউন্টের মাধ্যমে চর্চা করা । ডেমো একাউন্ট এর মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ট্রেড কৌশল শিখতে পারবেন । তাছাড়া ফরেক্সকে শুরুতে একটুু কঠিন মনে হলেও হাল ছেড়ে দিবেন না এবং ফরেক্স নিয়ে স্টাডি অব্যহত রাখুন ।

Kawsar700
2015-10-10, 10:07 PM
আপনাকে সর্বপ্রথম ফরেক্স কি তা বুঝতে হবে এবং এখানে কি করে তা বুঝতে হবে তারপর আপনি যদি রাজি হয়নি ফরেক্স ব্যবসা করতে তাহলে ফরেক্সে ডেমো একাউন্ট খুলে ট্রেড করতে পারেন।যদি তার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হয় তাহলে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন এবং সেখান থেকে ভাল ইনকাম করতে পারবেন।

apurbo
2015-10-10, 10:13 PM
ফরেক্স একটি লাভ জনক ব্যাবসা।কিনতু যারা ফরেক্স এ নতুন তাদের প্রথমে ডেমো একাউনট খুলতে হবে এবং প্রচুর আকারে ডেমো প্রাকটিচ করতে হবে।এর পেছনে অনেক সময় দিতে হবে । এটা নিয়ে আপনাকে ভাবতে হবোএর এনালাইসিস গুলো বুঝতে হবে।

skemon5747
2015-10-10, 10:52 PM
আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের এই ফোরামে স্বাগতম আশা করি ফোরামের সকল রুলস অনুসরন করে আপনি ভাল ভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি যেহেতু ফরেক্স ট্রেডিংয়ে একেবারেই নতুন সেহেতু আমি আপনাকে বলব ভাই আপনি ফরেকক্স ট্রেডিংয়ের উপর আগে দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি করুন আপনি নিয়মিত ডেমো ট্রেডিং করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারেন যা আপসনাকে রিয়াল মার্কেটে ভাল প্রফিট এনে দিতে যথেষ্ট সহায়তা প্রদান করবে।

FxAhsan
2015-10-11, 02:05 AM
ফরেক্সে আপনি যেহেতু নতুন তাই আপনি বেশি ডেমো ট্রেড করার চেষ্টা করুন এবং সিরিয়াসলি সেটা করুন।আর সফলদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করুন আশা করি উপকার পাবেন।

Imran2
2015-10-11, 02:45 AM
যেহেতু আপনি ফরেক্সে নতুন সুতরাং আপনার প্রথমে উচিত ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ে নেয়া । এতে করে আপনার ফরেক্স সম্পর্কে বেসিকটা জানা হবে। তারপরে কিছুদিন ডেমো ট্রেড করা ।আর দেম ট্রেড অবশ্যই মনোযোগ সহকারে করবেন । তবে হ্যা অবশ্যই রিয়েল ট্রেডের মানসিকতা নিয়ে ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড করে তারপর ট্রেড এনালাইসিস বুঝে তারপর আপনি রিয়েল ট্রেডে অংশ নিতে পারেন ।

মো: রিরিফাত
2015-10-11, 06:38 AM
ফরেক্স মার্কেটে নতুনরা খুবই অজ্ঞ। এজন্য নতুনদের অনেক করনীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে। প্রথমত নতুন ট্রেডারদের মনমানসিকতা প্রস্তুত করতে হবে। ফরেক্স খুবই সহজ ব্যবসা নয় এজন্য এখানে প্রচুর পরিশ্রম এবং জ্ঞান অর্জনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতে হবে।

raihanuddin
2015-10-11, 10:41 PM
আপনি যেহেতু ফরেক্স মাকেটে নতুন সেহেতু আপনি প্রথমে বেশী বেশী করে ডেমোতে ট্রেড করবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন তাহা অবহেলা না করে রিয়াল মনে করে ট্রেড করবেন।ফরেক্সের অনেক বই আছে সেগুলো আপনি পড়তে পারেন।তাছাড়া গুগলে সাচ দিয়ে অনেক কিছু জানতে পারবেন।আপনি নিয়মিত ফোরাম পোস্ট করতে পারেন।ধন্যবাদ

Shariar
2015-10-11, 11:01 PM
প্রথমে ডেমো ট্রেড করুন,আর ফরেক্স বিষয়ে বিভিন্ন আর্টিকেল পরেন।

Noman_ahsan
2015-10-11, 11:05 PM
আমি মনে করি নতুন অবস্তায় অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। এছাড়া ও অনেক পরিমানে ফরেক্স বই এবং অনেক বাংলা সাইট আছে যা ফরেক্স শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে। তাই আমি মনে করি ফরেক্স অনেক বড় মার্কেট অহানে থাকতে হলে অনেক বেশি স্টাডি করতে হবে।

Rina akter
2015-10-12, 01:19 PM
আমার মতে আপনার প্রথমে ফরেক্স কি তা জানতে হবে।ফরেক্স যেমন খুব সহজ নয় তেমনি খুব কঠিন কিছু নয়।দরকার শুধু একটু জ্ঞান একটু সাধন একটু ধ্যর্য। তাহলেই আপনি ফরেক্স সফল হতে পারবেন।আমার মনে হয় আপনাকে অারও কিছু দরকার ফরেক্স নিউজ এবং মার্কেট এনালাইসিস করা।এবং আরো দরকার ফরেক্স এর কিছু বই আছে সেগুলো পড়তে হবে।তাহলেই আপনি ফরেক্সএ সাফল্য অর্জন করতে পারবনে।

shakawath
2015-10-16, 03:50 PM
আপনি নিয়মিত ৩/৪ ঘন্টা ফরেক্সের পেছনে ব্যয় করুন। প্রথমে বেসিক বিষয়গুলো শিখুন। নিয়মিত ডেমো একাউন্টে প্রাকটিস করুন। মার্কেটে কখন ট্রেড অপেন করার উপযুক্ত সময় তা জানুন। নিউজ গুলো বুঝতে চেষ্টা করুন। সাপোট আর রেসিসটেন্স সম্পর্কে জানুন। মানি ম্যানেজমেন্ট আর লিভারেজ কি এবং কিভাবে কাজ করে তা জানুন।

M M RABIUL ISLAM
2015-10-16, 04:04 PM
নুতন হিসেবে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । প্রচুর পড়াশুনা করতে হবে । এর জন্য আপনি গুগোলের সাহায্য নিতে পারেন । এর পর আপনাকে একটি ডেমো একাউন্ট খুলে সেটাতে অন্তত ৩ মাস ট্রেড করতে হবে । যখন বুঝবেন যে এখন আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন তখন ফরেক্সে একটি ভাল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করন । ফরেক্স এ ট্রেড করার সময়ই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং আবেগ ত্যাগ করতে হবে । ধন্যবাদ

selena
2015-10-16, 04:07 PM
ফড়েক্স এ আপনার প্রথম কাজ হলো এর সম্পর্কে ভাল ধারনা অর্জন করা । এ জন্য আপনি ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।বলে আমি মণে করী।

basaki
2016-01-11, 09:22 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।

mmlm
2016-01-11, 11:20 PM
আ*মি ফরেক্স এ নতুন তাই আমার করনিয় হ*লো যারা ফ*রেক্স সম্প*র্কে ভা*লো ধারনা আ*ছে তা*দের কাছ থে*কে কিছু যে*নে*নেওয়া। এবং তা*দের দেওয়া পথ ধ*রে ফ*রেক্স এর*দি*কে এ*গি*য়ে যাওয়*া। ফ*রেক্স এর বিষয় জানার জন্য ও*য়েব এ খোজ ক*রে তার উপর ভি*ত্তি ক*রে পরবতী ধাপ অনুসরন করা। তাহ*লে নতুন রা ফ*রেক্স কর*তে সহজ হ*বে।

Hamza
2016-01-11, 11:38 PM
আপনি বেশী বেশী করে ডেমোতে ট্রেড করবেন।আপনি অনলাইনে বিভিন্ন সাইটে সাচ্ দিয়ে ফরেক্স সম্পকিত জ্ঞান অর্জন করুন।তাছাড়া বাজারে ফরেক্স এর অনেক বই পাওয়া যায় সে বই পড়ে ফরেক্স সমন্ধে ধারনা নিতে পারবেন।অনেক ট্রেনিং সেন্টোর রয়েছে যেখানে ফরেক্স শিক্ষা দেওয়া হয়। আপনি চাইলে সে সব ট্রেনিং সেন্টার হতে শিক্ষা নিতে পারেন।ধন্যবাদ

real80
2016-01-30, 07:02 PM
ফরেক্স বিজনেসে নতুন আগত ট্রেডার দের মার্কেটে ট্রেড শুরু করার আগে মার্কেট সম্পরকে ভালভাবে জানতে হবে,বুঝতে হবে। ফরেক্স মার্কেটের বেসিক ব্যপার গুলো ভালভাবে জানতে হবে। ফরেক্স মার্কেটে একমাত্র তারাই লাভ করতে পারে যারা মার্কেট সম্পরকে দক্ষ,অভিজ্ঞ ও মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখে। তাই একজন নতুন ট্রেডারকে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা বারাতে হবে।

Sahed
2016-01-30, 07:09 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একজন নতুন সদস্য সেহেতু আপনার করনীয় হল আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানা । *ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটোবে এবং বিভিন্ন ওয়েব *সাইটে পাবেন সেগুলোর সাহায্য নিয়ে পারেন । তাছাড়া একটি ডেমো একাউন্ট খুলে আপনি নিয়মিত প্রাকটিস করতে থাকেন ।

Vision
2016-01-30, 07:35 PM
আমিও একজন নতুন ট্রেডার । আর আপনার মত আমিও সবসময় জানতে অাগ্রহি ছিলাম যে একজন নতুন ট্রেডার হিসেবে আমার কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন ? আর পরিশেষে যে বিষয়গুলোা পেলাম সেগেুলো হল নিজেকে যোগ্য করে গড়ে তোলার ব্যাপারটা সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছিল । কারণ ফরেক্স মার্কেটে নিজেকে যোগ্য এবং দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই । তাই আমি মনে করি যে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পাশাপামি ভাল একটা ট্রেডিং স্ট্রটেজি সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজনীয় ।

raju0000
2016-01-30, 09:43 PM
আপনি ফরেক্স এ যেহেতু নতুন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রথমেত কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করুন.ডেমো ট্রেড এ অর্জন করা অভিজ্ঞতাকে রিয়েল ট্রেড এ কাজে লাগান.সঠিক টাইম ফ্রেম এ আপনার সুবিধাজনক কারেন্সী বাছাই করে ট্রেড করুন.নিউস এর প্রফাব মার্কেট এ পড়লে আবেগপ্রবণ হবেননা.ধীরে ধীরে লাভ বানানোর চেষ্টা করুন.

Marufa
2016-02-19, 10:54 AM
যারা নতুন তাদের সম্পর্কে আমার উপদেশ হচ্চে আপনি প্রথমেই দেখুন আপনার শেখার আগ্রহ আছে কি না । যদিও বাস্তব ক্ষেত্রে শিখতে পারলেই যে আপনি সফল হবেন এমন কোন কারন নেই । শেখার পর প্রধান কাজ হবে আপনার শেখাটাকে কাজে লাগানো । তারপর দেখতে হবে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটুকু ।

RUBEL MIAH
2016-02-19, 10:51 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তারা শুধুমাত্র ডমেো ট্র্রেড করতে থাকবে । যে যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেডিং করব তাহলেই সফলতাম হতে পারব ।

Audhidul
2016-02-19, 11:20 PM
ফরেক্স মার্কেটে নতুন হলে প্রথমে আপনাকে ফরেক্স মার্কেটের ছোট খাট বেসিকগুলো জানতে হবে ।নেট হতে ফরেক্স এর প্রয়োজনীয় বই কালেকসন করতে হবে । পাশাপাশি টেকনিক্যাল এবং ফাণ্ডামেনটাল বিষয়ে ধারনা অজণ করতে হবে ।

sharifulbaf
2016-03-28, 08:57 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেডার তাদের জন্য ভাল হল ফরেক্স মার্কেটের শিক্ষা নিয়ে তার পরে ডেমো একাউন্ট করে ডেমো প্রেক্টস করতে হবে ৬ থেকে ৮ মাস করার পরে,লাইভ একাউন্ট করে ট্রেডিং করতে পারেন,তাই আমাদের ট্রেডিং করার সময় লোভ পরিহার করতে হবে,ট্রেডে করার পুর্বে মার্কেটের এনালাইসিস করতে হবে।

hrsabbir
2016-03-28, 09:22 PM
ফরেক্স এ নতুন হলে পথমে গুগ্ল্ল এ সারছ দিয়া ফরেক্স সম্পর্কে ভালো মতো বুজে পরতে হবে । তারপর এটা ডেমো আকাঊন্ট কুলে ১ থেকে ২ মাস ডেমোতে টেড করতে হবে । ডেমো টেড করে খুশি হলে ছল্বে না
কারন এ তে অনেক লাভ হলে ও বা লস হলে ও সমশা নই । কিন্ত বাস্তবে তার ওল্টা তাই নতুন দের ভালে করে ফরেক্স বুজতে হবে।

Fasor
2016-03-29, 09:10 AM
কোনমতেই লোভ করে অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না। সবসময় লং টাইম ফ্রেম এ ট্রেড করবেন। তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক ছোট লট এ ট্রেড ওপেন করবেন। যাতে লস হলেও সেটা পরে আবার লাভে আসার সুযোগ পায়। আমি মনে করি এইসব করলে আপনি লস করবেন না।

Md Akter Hossain
2016-03-29, 10:34 AM
ফরেক্স মার্কেটে নতুনদের প্রথমে ফরেক্স মার্কেটের বেসিকগুলো জানতে হবে । যেমন ধরুন মার্কেট কোন সময় করলে ভাল ফলাফল পাওয়া যায় । কোন ধরনের ক্যান্ডল পেলে মার্কেটে এন্ট্রি নেয়া ভাল । মার্কেট কেনো বাই আবার সেল হয় । তাছাড়া অাপনাকে নিয়মিত নেটের সাথে অাপডেট থাকতে হবে ।

Chor01
2016-03-29, 10:55 AM
যারা ফরেক্স মার্কেট নতুন আপনাকে এই খানে সফলতা পেতে হলে অবশ্যই কিছু কাজ করতে হবে জা কিনা আপনার সাফল্য আনে দিভে। আসুন আমারা এই বার সেই সব বিসয় নিয়ে আলচনা করি , আর এই সব আলচনার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে ডেমো ট্রেড করতে হবে এবং রিয়াল ট্রেডিং এরজন্নন তৈরি হতে হবে । লোভ চারতে হইবে , অপ্পখা করতে হবে

opu
2016-03-29, 12:32 PM
নতুনদের জন্য ফরেক্স অনেক গুরুত্ব পুর্ন। এই সময় নতুনদের মার্কেট এ প্রচুর সময় ব্যয় করতে হয়। ভালো ভাবে মার্কেট এন্যলাইস প্রয়োজন হয়। সবছেয়ে বড় কথা হল আবাগে কে বাদ দিয়ে ধয্য ধারন করে ট্রেড করতে হয় যতই লাভ লস হোক।

MOHAMMAD SHADAT HOSSEN
2016-03-29, 12:37 PM
ফরেক্স যারা নতুন তারা মাথা গরম না করে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন সফল হতে পারবেন।

basaki
2016-05-22, 03:34 PM
যেহেতু আপনি ফরেক্স মার্কেটে একেবারে নতুন তাই আপনি যা করতে পারেন তা হচ্ছে আপনি প্রথমে ডেমো ট্রেড শুরু করেন আর আপনি ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে পারলে আপনি লাভবান হতে পারবেন তা শিখার চেস্টা করেন কারন না যেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব কটিন বলে মনে হয়।

kader
2016-05-22, 05:57 PM
আপনাকে স্বাগতম । প্রথম কাজ হওয়া উচিত ফরেক্স সম্পর্কে ভাল ধারনা অর্জন করা ।এজন্য বিভিন্ন বই পড়া যায় । ফরেক্স সম্পর্কে জানতে গুগলে সার্চ দিতে হবে। নিয়মিত ফরেক্স বাংলার বই গুলো পড়ে অভিজ্ঞতা অর্জন করুন । আর নিয়মিত ডেমো ট্রেডিং করা উচিত ।

edottc
2016-05-22, 06:31 PM
ফরেকস এ যারা নুতন তাদের জন্য আমার পরামর্শ এই যে ফরেকস সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে তার পর ডেমো প্যাকটিস করতে হবে কমপক্ষে ৫ মাস এর পর মার্কেট সম্পর্কে ভাল ধারনা হলেই তার পর রিয়েল ট্রেড করা উচিৎ তা নাহলে এই মার্কেটে না আসাই ভাল ।

MdRiazulIslam1991
2016-05-22, 08:26 PM
ফরেক্স ট্রেডিংয়ে আপনি যেহেতু একবারেই নতুন সেই কারনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মনে করি ফরেক্সের রিয়াল ট্রেডিংযের জগতে প্রবেশের পূর্বে আপনাকে অবশ্যই ট্রেডিংয়ের উপর দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আর তার জন্য পারফেক্টপ্লেস হল ফরেক্সের ডেমো ট্রেডিংপ্লাট ফর্ম যেখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা অনেক বেশি সহজ।

Tazul Islam
2016-05-22, 08:34 PM
আপনি ফোরামে যুক্ত থাকেন এবং সবার লেখা গুলো পড়ে পড়ে নিজেও লেখার চেষ্টা করেন। একটা নোট খাতা বানাতে হবে ফোরামের যে বিষয় গুলো নতুন লাগবে তা নোট খাতায় লিখে রাখতে হবে। ফোরামে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে প্রায় ট্রেড নিযে গুরুত্ব প্ুর্ন লে খালেখি হয় । ডেমো একাউন্ট করে প্রাকটিস চালিয়ে যেতে হবে।

amin rabby
2016-05-22, 11:50 PM
নতুনদের জন্য প্রথমেই বলবো ফরেক্স সম্পর্কে আগে বেসিক ধারনা নিতে হবে। ফরেক্সের বেসিক বিষয়ক অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ধারনা নেওয়া যায়। ফোরাম থেকে ফরেক্স সম্পকে অনেক কিছু জানা সম্ভব। ইউটিউব অথবা অন্য কোন ওয়েবসাইট থেকে ফরেক্সের বাংলা টিউটোরিয়াল দেখে ফরেক্স শেখা যায়। ফরেক্সে দক্ষতা বারানোর জন্য ডেমো ট্রেড করতে হবে। এছাড়াও অভিজ্ঞ কেউ পরিচিত থাকলে তার সাহায্য নেওয়া যেতে পারে।

basaki
2016-07-17, 11:39 PM
যেহেতু ফরেক্স মার্কেটে একেবারে নতুন সেহেতু ফরেক্স মার্কেটে আপনি সরাসরি ট্রেড না করে আগে আপনি ফরেক্স ডেমো ট্রেড করে নিজেকে ভাল করে জ্ঞান লাভ করে দিন তাহহলে আপনি এই অবিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি মনে হয় কিছু লাভ করতে পারবেন।

aida
2016-11-27, 05:26 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।

Bindu72
2016-11-27, 05:45 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।

hafijur rahman
2016-11-27, 05:57 PM
আমি নিজেও নতুন তবুও বলব নতুন ট্রেডার দের যেটা করতে হবে তা হলঃ তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।

Shimul77
2016-11-27, 07:05 PM
ফ্ররেক্স এ নতুন হলে আপনাকে করনিয় হল-
১।প্রথমে ডেমো একাউন্ট খুলুন আর মনযোগ সহকারে ট্রেড করতে হবে
২।মানি ম্যানেজম্যান্ট শিখতে হবে
৩।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে
৪।ট্রেড নিয়ে বেশি লোভ করা যাবে না
৫।প্রথম অবস্থাই কম ইনভেস্ট করবেন অন্তত ২০ ডলার

shimul77ss
2016-11-27, 07:17 PM
ফরেক্স মার্কেটে আপনি ব্যবসা করতে হলে আগে আপনার মেন্টালিটি ঠিক করতে হবে।আপনার টরগেট নিতে হবে কিছু না হলেও ৪ বছর পরিশ্রম করতে হবে লাভের আশা বাদ দিয়ে।আর নতুন অবস্থাই কিছু না হলেও ৬ মাস ডেমো একাউন্টে প্রাওক্টিস করতে হবে।

ONLINE IT
2016-11-27, 07:22 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে বেশি বেশি ডেমো করুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কখনোই ট্রেড করবেন না। নিজে নিজে ট্রেড করতে চেষ্টা করুন। সব সময় ঠান্ডা মাথায় ট্রেড করুন। লোভ কে না বলুন। ডেমোকে ডেমো না ভেবে রিয়েল মনে করে ট্রেড করুন। কখনো সিগন্যাল কিনে সে মতে ট্রেড করতে যাবেন না।

sujon30
2016-11-27, 07:27 PM
আপনি ফরেক্স মার্কেট এ নতুন। তাই আপনার করনীয় হল যে আপনার প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে যে ফরেক্সটা আসলে কী। তা্রপর ফরেক্স ডেমো প্রাকটিস করা। ফরেক্স অনেকটা সময় দেওয়া। যাতে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা। তারপর আপনি রিয়েল একাউন্ট খোলে ভাল করে ট্টেড করে আয় করতে পারবেন।

FOREX.NB
2016-11-28, 01:06 PM
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একজন নতুন সদস্য সেহেতু আপনার করনীয় হল আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানা । একটি ডেমো একাউন্ট খুলে আপনি নিয়মিত প্রাকটিস করতে থাকেন । বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিতে পারেন, অনলাইনে ফরেক্স সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়।

FOREX.NB
2016-11-29, 09:47 PM
ফরেক্স এ আপনাকে যে কাজটি আগে করতে হবে তাহলো ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে হবে। গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে ডেমো ট্রেড করতে হবে। প্রচুর সময় ব্যয করতে হবে। এই ভাবে তিন থেকে চার মাস কাজ করতে থাকেন , তারপর আপনি সব বুঝতে পারবেন।

Mamun13
2016-11-29, 10:03 PM
ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পরবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ কাজ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ অনুশীলণ করা৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷

Competitor
2016-12-04, 09:49 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । আর নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি যে আপনাকে উপদেশ দেওয়ার মত আমি সে জ্ঞান এখনো অর্জন করিনি । ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে সময়কে কাজে লাগিয়ে নিজের জ্ঞান অর্জন করতে হবে এবং দক্ষতার পরিমাণ যত বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারি । আর ফরেক্স নিজের অবস্থান তৈরী ও তা টিকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ।

creativeifx
2016-12-04, 09:59 PM
প্রথম এ ডেমো ট্রাড দিয়ে যাত্রা সুরু করা টাই ভাল হবে। এবং টেকনিক্যাল আনাল্যসিস কি ভাবে করতা হয় তা সিকতা হবে। ফরেক্স এত বড় মার্কেট যে এর শিখার সেস নাই।

NILSKY
2016-12-04, 10:55 PM
সর্ব প্রথম আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি ফরেক্স শিখতে আগ্রহী । যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে শুরু করুন পড়াশুনা। প্রথমে বিভিন্ন বই ও ব্লগ এ ফরেক্স সম্পকে জানুন তারপর ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনুশীলন শুরু করেন। সময় নিয়ে আসতে আসতে সামনে আগিয়ে যান। ইন শা আল্লাহ্* সফল হবেন।

amdad123
2016-12-04, 11:32 PM
ভাই ফরেক্স টেডিং যদি করতে চান তাহলে আপনাকে অনেক প্ররিশ্রমি হতে হবে। কারন ফরেক্স টেডিং অরেক ঝুকিপূর্ন ব্যবসা। আপনে যেহেতু নতুন করে ফরেক্স শুরু করতে চান তাহলে আপনে প্রথমে ফরেক্স *সম্পর্কিত বিভি্ন্ন ইবুক পড়তে পারেন। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ভালমত পড়াশুনা করে জ্ঞানার্জন করতে হবে এবং ভাল একটা স্ট্যাট্রজি ব্যবহার করতে হবে ডেমোতে। তো যতদিন সঠিকভাবে ট্রেড করতে না পারবেন ততদিন ডেমো ট্রেড চালিয়ে যাবেন। ডেমোতে সফলতা পেলে আপনি রিয়েল ট্রেড করতে পারেন।

uzzal05
2016-12-05, 10:52 AM
ফরেক্স এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অব্যশোই আপনি আগে বিডিপিপ্স স্কুল ওয়েবসাইট ভিজিট করুন। আগে সেখানে থেকে প্রথম থেকে লাস্ট পরযন্ত ওয়েব সাইট পড়ুন। তাহলে অনেক কিছুই শীখতে পারবেন। আর ব্যসিক জানলে আস্ত আস্তে এডভান্স শিখতে পারবেন।

Skfarid
2016-12-05, 02:18 PM
নতুনদের প্রথমত জানতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে । তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর বর্জন করতে হবে লোভ লালসা

vampire
2016-12-05, 03:47 PM
ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে-
১।মানি ম্যানেজম্যান্ট ঠিক রেখে ট্রেড করতে হবে
২।মার্কেটে এনালাইসিস করতে ট্রেড ওপেন করতে হবে
৩।লোভ পরিত্যাগ করতে হবে
৪।ডেমো একাউন্টে প্রচুর পরিশ্রম করে নিজের দক্ষতা বাড়াতে হবে।

nazib72
2016-12-18, 11:25 PM
আপনি যেহেতু ফরেক্স এ নতুন তাই আপনার করনিয় কাজ গুলো হলো এই বিষয়গুলো আপনাকে অনুসরন করতে হবে ।যথা ;প্রথমত লাভের আশা না করে শিখাকে গুরুত্ব দিতে হেবে ,ডেমো ট্রেড করে দক্ষতা অর্জন করতে হবে ,লোভ ত্যাগ করতে হবে ,মার্কেট এনালাইসিস করতে হবে ,মাথা ঠান্ডা রাখতে হবে।

sujon30
2016-12-20, 11:15 AM
ফরেক্স মার্কেট এ আপনি নতুন আপনার করণীয় হল যে:
১) ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানা
২) ফরেক্স মার্কেট এ ডেমো প্রাকটিস করা
৩) ই-বুক পরা জ্ঞান অর্জন করা
৪) বিভিন্ন ধরনের ফরেক্স মার্কেট এর ভিডিও দেখে প্রাকটিস করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা
৫) পোস্টিং সাইট দেখে সাহায্য নেয়া

Rony Hassan
2016-12-20, 11:30 AM
নতুন হিসাবে আপনাকে স্বাগতম। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছে আপনি যদি নিয়মিত বিভিন্ন পোষ্ট আর মন্তব্য গুলো পড়েন তবে আপনি 2 মাসের মধ্যে অনেক কিছু জানতে পারবেন। আশাকরি আপনি নিয়তিত বাংলা ফরেক্সে সময় দিবেন আপনার জ্ঞান বাড়ানোর জন্য । আপদ্ত রিয়েল ট্রেডিং ডিপোজিট করার দরকার নাই । আপনি ডেমোতে ট্রেড করুন। এর বাহিবে প্রতিদিন কিছু সময় ট্রেডিং নিউজ, এ্যানলাইসিসি সহ ট্রেডিং রিলেটেট সাইটগুলো ভিজিট করুন।

atiquefx
2016-12-20, 02:56 PM
আপনাকে অভিনন্দন ফরেক্সে যোগদান করার জন্য । ফরেক্স পৃথিবীর সবচেয়ে চমৎকার বিনিয়োগের বাজার । ফরক্সের মাধ্যমে আমরা প্রচুর পরিমান অর্থনৈতিক মুনাফা অর্জন করতে সক্ষম । কিন্তু ফরেক্স শুনতে ও দেখতে খুব সহজ মনে হলেও খুব একটা সহজ বেপার নয় ফরেক্স ট্রেডিং থেকে নিয়মিত মুনাফা অর্জন করা । ফরেক্স থেকে মুনাফা অর্জন করতে হলে প্রয়োজন প্রচুর লেখাপড়া ও ফরেক্স ডেমো একাউন্ট অনুশীলন । ফরেক্স শিখতে পারলে এটা আমাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি করতে পারে ।

mithunsarkar
2016-12-23, 11:47 AM
ভাই ফরেক্স মাকেটে আপনি নতু তাই আপনি ভাল করে ৫ থেকে ৮ মাস ডেমো পারতিস করেন | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে আপনি যত বেশি ডেমো পারতিস করবেন আপনি ফরেক্স মাকেটে থেকে তত সফল হতে পারবেন | ডেমো পারতিস ছারা ফরেক্স মাকেটে সফল হতে পারবেন না |

sujon30
2016-12-23, 02:59 PM
আপনি যদি ফরেক্স এ নতুন জয়েন করেন তাহলে আপনার যা যা করনীয় তা হল:
১) ফরেক্স সম্পর্কে বই পড়া
২) বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখা
৩) ডেমো একাউন্ট খোলে ডেমো প্রাকটিস করা
৪) ফরেক্স ফোরাম থেকে বিভিন্ন ধরনের সহায়তা নেওয়া।

msisohel
2016-12-23, 04:34 PM
আপণী সঠিক প্টহে এগুচ্ছেন। এ ভাবে জানতে থাকুন আর ডেমো করুন হবে একদিন।

instasaiful
2016-12-23, 04:48 PM
যারা ফরেক্সে নতুন তাদের করনীয় আসলে অনেক কিছু। ফরেক্স একটা নেশা বা পেশা এ জাতীয় কিছু নয়। এখানে ব্যাপক অধ্যায়ন, অক্লান্ত পরিশ্রম ও সীমাহীন সাধনা করতে হবে। তবে ফরেক্স থেকে আপনি সাফল্য আশা করতে পারেন। এজন্য বেশী বেশী পড়াশোনা করতে হবে।

spd
2016-12-23, 06:04 PM
ফরেক্স মার্কেটে নতুন অবস্তাই করনিও হল-
১।৫ মাস ডেমো একাউন্টে ভাল করে প্রাকোটিস করা
২।মার্কেট এনালাইসিস করা শেখা
৩।মানি ম্যানেজম্যান্ট করে ট্রীএড ওপেন করা
৪।মার্কেটে লোভ না করা।

Nodi roy
2016-12-23, 06:52 PM
আপনাকে ফরেক্স নিয়ে আনেক পড়াসুনা করতে হবে। বেশি বেশি করে ডেমো তে ট্রেড করতে হবে কম করে ৬ বা ৭ মাস আপনাকে ডেমো তে ট্রেড করতে হবে। আপনাকে এর পেছনে আনেক সময় দিতে হবে আপনি যত বেশি ডেমো তে ট্রেড করবেন তত বেশি ভাল করে ট্রেড শিখতে পারবেন ভাল করে ট্রেদ করতে না পারলে আপনাকে লস এর মুখে পড়তে হবে।

md noor hasan
2017-01-27, 10:54 PM
প্রাথমিকভাবে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন । আর আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে । তা হলে ট্রেডিং সম্পর্কে বাস্তব ধারনা পাবেন ।

Peace
2017-01-28, 02:16 AM
আপনার উচিত হবে আগে ভালভাবে ফরেক্স শিখে নেওয়া। ভাল ভাবে ডেমো প্রাক্টিস করা। ডেমো প্রাক্টিস করে আপনার ষ্ট্রাটেজি ঠিক করে নেওয়া। কৌশলের প্রয়োগ দেখে নেওয়া। এক্সপার্টের সাহায্য নেওয়া। যারা ফরেক্স ট্রেডিন-এর সাথে জড়িত আছেন তাদের কাছ থেকে খুটিনাটি নিষয় জেনে নেওয়া। নিঊজ ফলো করা। যে সাইট গুলিতে নিউজ দেয় সব সময় সে সাইট গুলি ভিজিট করা। টার্গেটকৃত লাভের রেশিও কম ধরে সে অনুপাতে ডিপোজিট করা ইত্যাদি।

hasan019
2017-01-28, 09:20 AM
আপনি ফরেক্স এ ট্রেড করতে চান ভাল কথা। আপনি অনলাইন থেকেই বেসিক পাবেন। আর অনেক ভাল ভাল কোর্স পাবেন যেগুলা পেইড কিন্তু আপনি নামাতে পারবেন ফ্রী তে। আপনাকে টার্গেট সেট করা থেকে বিরত থাকতে হবে কারন এটা মানুসিক চাপ তৈরি করে জার কারনে অনেক ভুল ট্রেড নেই আমরা।

riponinsta
2017-01-28, 11:02 AM
ফরেক্স মার্কেট এ যদি আপনি নতুন হন হলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে বেসিক বিষয় গুল ভাল করে বুজে পরে ফেলুন তার পর আপনি একটা ভাল টেড ইং সিস্টেম খুজে বের করুন আর সেই সিস্টেম এ ৩ মাস থেকে ৬ মাস রিয়েল টেড এর মত করে ডেমো টেড করুন টেড করার সময় টেড এর যে নিয়ম কানন গুল আছে যে গুল কঠোর ভাবে পালন করুন এই বার ডেমো শেষে আপনি যখন দেখবেন আপনি লাভ করছেন তখন আপনি ডিপোজিট করে রিয়েল টেড করুন এই কথা গুল যদি আপনি মেনে চলেন তা হলে আপনি সফল হবেন ১০০ %

shukumar8099
2017-01-28, 03:51 PM
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

asik
2017-01-30, 03:39 PM
ফরেক্স এর পিছনে অধিক সময় ব্যয় করতে হবে, ফরেক্স সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। এবং যারা পারে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে ,ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন ।ফরেক্স এক্সপার্ট এমন কার সাহায্য নিতে পারেন।

real razu
2017-01-30, 03:43 PM
আমি বলবো ফরেক্স মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।

shohanjacksion
2017-01-30, 03:59 PM
সবই ঠিক লিখেছেন। তবে আমার মতে ডেমো একাউন্টে প্র্যাকটিস শুধু শেখার জন্য হওয়া উচিত নয়, মার্কেটের অভিজ্ঞার জন্যও ডেমো ট্রেডিং অত্যন্ত জরুরী। কিন্তু ডেমো ট্রেডিং মিনিমাম এক বছর হলেই পরে রিয়েল ট্রেডিং এ যাওয়া উ্চিত। ফরেক্স আয়ের জন্য খুব সহজ ও সুন্দর একটি পদ্ধতি হলেও এর জন্য অনেক সময় ধৈর্যের সাথে কাটিয়ে দিতে হয় শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য।

Fxaziz
2017-01-31, 09:46 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তাহলে আপনাকে অনেক গুলা বিষয় এর প্রটি খিয়াল রাখতে হবে।ট্রেড শুরু করার আগে বেশী বেশী ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে।বেশী বেশী ফোরাম এর পড়ালেখা করতে হবে। বেশী বেশী ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করতে হবে।ফরেক্স মার্কেট সম্পর্কে সবার সাথে আলোচনা করতে হবে।এই গুলা মানার পর আপনি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করতে পারবেন।

SheikhAshrafulIslam468
2017-01-31, 07:04 PM
ফরেক্স যারা নতুন তাদের জন্য পরামর্শ হল প্রথমে ফরেক্স নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি ফরেক্স এর ডেমো একাউন্ট নিয়ে কাজ করতে হবে , ফরেক্স মার্কেট এনালাইসিস ভাল ভাবে শিখতে হবে এবং ফরেক্স এর বিভিন্ন নিউস ফলো করতে হবে বিভিন্ন ওয়েব সাইট ফলো করতে হবে আমার কাছে ফরেক্স শেখার মূল কথা হল জ্ঞান,ধৈর্য ও শ্রম দিয়ে ফরেক্স কাজ করলে সফলতা অব্যসই অর্জন হবে।

SkRasheduzzaman1990
2017-02-01, 02:20 AM
আপনি যেহেতু ফরেক্সে একেবারেই নতুন তাই আমনাকে অনেক অনেক স্বাগতম আমি মনে করি আপনাকে প্রথমে আপনার ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা কি রয়েছে তার উপর বেশি গুরুত্ব দিতে হবে যদি ভাল জ্ঞান না থাকে তবে তা প্রথমে রপ্ত করার চেষ্টা করতে হবে তার পর এখান থেকে আয়ের কথা ভাববেন।

Rana2017
2017-02-27, 08:03 PM
আপনি যদি ফরেক্সে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ফরেক্সের অ, আ খুব অর্থাৎ প্রাথমিক ধারণাগুলো খুব ভালোভাবে নিতে হবে। আর সেজন্য বেবি পিপস বা বিডি পিপস এর স্কুল সেকশনের ক্লাসগুলো ভালোভাবে ও নিয়মিত করতে হবে। এই ক্লাস পুরোপুরি শেষ করতে ৭-৮ মাসের মত সময় লাগবে। আর এখানকার যেকোনোটা ভালোভাবে ফলো করতে পারলে আপনার ফরেক্স নিয়ে যাবতীয় পড়ালেখা সম্পন্ন হয়ে যাবে। তারপর ডেমো ট্রেড শুরু করে নিজেকে ঝালাই করে নিতে হবে।

RUBEL MIAH
2017-02-28, 02:06 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের উচিত হবে ধৈর্য্যের সহিত কাজ করা । ফরেক্স মার্কেট থেকে কোন কিছু এ্যানালাইসিস ছাড়া লাভ করা সম্ভব নয় । নতুন ট্রেডারদের উচিত সব কিছুর আগে ভাল করে মানি মেনেজমেন্ট শেখা । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । আমরা বেশী বেশী ডেমো ট্রেড করার চেষ্টা করব ।

anwaribrahim
2017-03-01, 10:56 AM
আমি মনে করি ফরেক্স এ সকল এর শিখার অনেক কিছু আছে ফরেক্স করতে হলে আপনাকে আগে ফরেক্স ভালো করে শিখতে হবে। ফরেক্স বুঝে শুনে না করলে লস এর সম্ভাবনা থেকে যায়। আমি মনে করি ফরেক্স এ নতুন অনেক কিছু শিখতে পারবে, তারা ফরেক্স শিখার জন্য তারা তাদের বড ভাইয়ের কাছে অনেক কিছু শিখতে পারে বলে আমি মনে করি, আমার মতে নতুন রা ডেম ট্রেড করে অনেক কিছু শিখতে পারে ।:rules:

SB Babu 1
2017-03-01, 09:45 PM
আমি ফরেক্স এ নতুন । আমি ফরেক্স সম্পর্কে অল্প কিছু জানি । তবে এতে ট্রেড বা এর ভালে ও মন্দ দিক গুলো একটু ভাল ভাবে জানতে চাই । এ জন্য আমার করণীয় কি । কি করলে জানতে পারবো । ডেমো একাউন্ট টা কি আরো কি কি জানা দরকার আমার কেউ বললে ভালো হত ।।।।

shohanjacksion
2017-03-04, 12:34 PM
যদি মিনিমাম দুই বা তিন বছর ডেমো ট্রেড করতে পারেন তবে ফরেক্স করেন। ডেমো ট্রেডিং করতে থাকেন এবং অটোমেটিক ই অনেক কিছু বুঝতে ও শিখতে পারবেন। লস অথবা লাভের ট্রেডগুলো কেন লস অথবা লাভ হলো সে বিষয়ে জানা ও বুঝার চেষ্টাগুলো করুন। ট্রেড করার থেকে এনালাইসিস করায় বেশি বেশি সময় ব্যয় করুন। দুই বা তিন বছর পর নিজের কিছু অর্থও ব্যয় করুন। ধৈর্য়ের সাথে লেগে থাকতে পারলে একসময় আপনি সফল হবেনই।

abdulguffer
2017-03-05, 05:30 PM
আপনি তো ভাই একজন ছাত্র । ফরেক্স ট্রেড করে অর্থ উপার্জন এর পিছনে ছুটতে গিয়ে আপনার লেখাপড়া যেন নস্ট না হয় সেদিকে আগে খেয়াল রাখবেন । ফরেক্স ট্রেড করে অর্থ উপার্জন করতে চাইলে প্রথমে ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে ,

Nur Alam
2017-03-06, 06:34 PM
যেহেতু আপনি নতুন সুতরাং আপনাকে ফরেক্স সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান অর্জন এর জন্ন্য ফরেক্স সম্পর্কে বিভিন্ন্য বই পড়তে পারেন পাশাপাশি আপনি ইন্টারনেট থেকে কিছু শিখতে পারেন। ফরেক্স মার্কেটিং এর জন্ন্য সব থেকে গুরুত্তপূর্ন হল আপনার দক্ষতা । দক্ষতা ও এন্যালাইছিস বুঝে আপনি যদি নিয়মিত ট্রেড করেন তাহলে আপনি সহজেই ফরেক্স মার্কেটিং এ সফল হতে পারবেন।,

nbfx
2017-03-11, 06:48 AM
ফরেক্স একটি ব্যবসা । ফরেক্স শিখতে হলে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার ঃ-
(ক) যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
(খ) অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা।
(গ) নিয়ম মেনে চলা।
(ঘ) এনালাইসিস এবং যুক্তি দিয়ে ট্রেড করা
(ঙ) লিভারেজ যথাসম্ভব কমিয়ে ট্রেড করা।১:২৫ হলে ভাল হয়।
(চ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
(ছ) অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(জ) লং টাইম ট্রেড করা

Md.shohag
2020-12-13, 05:48 AM
আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি আগে করতে হবে বিভিন্ন সাইডে ফরেক্স সম্পর্কে জানার ব্যবস্থা আছে সেই গুলো ভাল করে শিখতে হবে পাশা-পাশি একটি ডেমো একাউন্ট খুলে কাজ করতে হবে ।এই ভাবে 8 মাস কাজ করতে থাকেন , তার পর সব বুঝতে পারবেন ।

amirkabir
2020-12-15, 12:43 AM
নতুনদের জন্য ফরেস্ক একটি আশির্বাদ এবং আমি মনে করি আমরা যদি ফরেস্ক শিখতে চাই তাহলে আমাদের মাঝে প্রচুর ধৈর্য্য শক্তি থাকতে হবে।লাভ লস দুটিকেউ মেনে নেওয়ার মানুষিকতা থাকতে হবে।একবার লস খেয়ে দৈড়ে পালিয়ে গেলে হবে না,লস হবার কারন খুজে বের করতে হবে এবং লসকে জয় করতে হবে,যদি আমরা সত্যিকার অর্থে ফরেস্ককে পেশা হিসাবে নিতে চাই তাহলে আমাদের লোভ সামলাতে হবে আর ভাবতে হবে কিভাবে এই ব্যবসা ভালভাবে শিখতে পারা যায় এবং শুরুতেই টাকার পিছনে না ছুটে শিক্ষার পিছনে ছুটতে হবে।নতুন অবস্থায় কোন ভাল মেনটর খুজতে হবে।

Sid
2020-12-20, 05:06 PM
নতুন ট্রেডার দের যেটা করতে হবে তা হলঃ তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।

EmonFX
2020-12-26, 12:11 PM
আমি সাজ্জাদ হোসেন। বাড়ি ময়মনসিংহ। আমি একজন ছাত্র। আমি ফরেক্স এ ট্রেড করতে চাই। আমার করণীয় এবং বজর্ণীয় গুলো কি কি তা সম্পূর্ণ রূপে জানা নাই। তাই আমি সবার সাহায্য পার্থ্যনা করছি।

ফরেক্স মার্কেটে শুরুতে সবাই নতুন থাকে এবং কারোরই তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। এখানে সবাই ট্রেড করে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করে। নতুনদের জন্য পরামর্শ হলো ধৈর্যের সাথে ধীর-স্থির ভাবে লোভ নিয়ন্ত্রণ করে নিয়ম মেনে ট্রেডিং করুন। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম মেনেই ফরেক্স ট্রেডিং করতে হবে। ফরেক্স এর রুলস এন্ড রেগুলেশনগুলো ভালো করে মেনে চলতে হবে। নিজের খেয়াল খুশি মতো এলোমেলো ট্রেড নেয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বুঝে ট্রেড করতে হবে। ফরেক্স কেউ এসেই সফলতা পায় না। প্রথমে সবাইকেই লস করতে হয়। এটা কোন গেইম নয় যে আপনি ভাগ্যের উপর ডিপেন্ড করেই ট্রেড নিবেন আর আপনি প্রফিট অর্জন করবেন।

এখানে প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে এবং ডেমো ট্রেডিং করতে হবে। নতুনদের ফরেক্স দক্ষতা বাড়ানোর জন্য সর্বোত্তম পন্থা হলো ডেমো ট্রেডিং। আপনি ডেমো ট্রেডিং এর যত ভালো করতে পারবেন ততই রিয়েল ট্রেডিং সফলকামী হবেন।

Bossking
2021-01-23, 02:26 PM
ফরেক্স বাজারে নতুন ব্যক্তিদের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি ডেমো অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মহড়া শুরু করুন। পেরেজ বইগুলি ফরেক্সেও ব্যাখ্যা করা হয়েছে। অধ্যক্ষ এবং বিশেষায়িত পরীক্ষার পরে সক্ষমতা অর্জন করুন। অতিরিক্তভাবে একজন দক্ষ ব্রোকারের সহায়তা নিন। আপনি যদি এইভাবে হুড়োহুড়ি করেন, আপনি অল্প সময়ের মধ্যে একটি ফলবান ব্যবসায়ী হতে পারেন oney এক্সিকিউটিভরা ফরেক্স ব্যবসায়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি যথাযথভাবে নগদ বোর্ড নির্বাচন করতে না পারেন এমন ইভেন্টে আপনি ফরেক্স সহ আরও কিছু ব্যবসা করতে পারবেন না। তেমনি, আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশি নিজেকে একজন বুদ্ধিমান বণিক হিসাবে গড়াতে পারবেন, ক্রমবর্ধমান ডেমো। আপনি অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স মার্কেটে উপযুক্ত করতে পারবেন না। আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনি নিজেকে মেধাবী বণিক হিসাবে গড়ে তুলতে পারবেন। ডেমো

AbdulRazzak
2021-01-25, 09:20 PM
বৈদেশিক মুদ্রার বাজারে স্বাগতম। আপনার প্রথম কাজটি হ'ল বৈদেশিক মুদ্রা সম্পর্কে ভাল ধারণা রাখা। এর জন্য, আপনি বৈদেশিক মুদ্রা সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন। বৈদেশিক মুদ্রার বিষয়ে আরও জানতে একটি গুগল অনুসন্ধান করুন। ফরেক্স বাংলা পোস্ট নিয়মিত পড়ুন, তবে শেখার মতো অনেক কিছুই আছে। এবং আপনার নিয়মিত ভিত্তিতে সিমুলেটেড লেনদেন পরিচালনা করা দরকার। তারপরে আপনি পদক্ষেপ নেওয়ার জন্য আসল ধারণা পাবেন।

Mas26
2021-03-05, 09:44 PM
ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে তা নিচে দেওয়া হলঃ
১. ডেমো ট্রেড করতে হবে। অতন্ত ছয় মাস।
২. প্রচুর সময় ব্যয করতে হবে।
৩. ফরেক্স নিয়ে লেখা পড়া করতে হবে।
৪. ফরেক্স নিউজ গুলো ফলো করতে হবে।
৫.ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করার।
৬. ছোট ছোট ট্রেড করা।
৭.লোভ না করা।
ফরেক্স মার্কেটে আপনার টিকে থাকতে হলে এ কাজগুলো খুবই জরুরী।

Ahmedali
2021-04-17, 09:10 PM
আপনি কি সত্যি সত্যি ফরেক্সে কাজ করতে চান,,,,,,,, তাহলে নিচের কথা গুলো মনোযোগ দিয়ে শুনুন আর দেখুন।
প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ফরেক্সের ব্যসিক বিষয় গুলো জেনে নিন। এটা আপনি যে কোনো সিনিয়র পারসোন বা অনলাইন ওয়েবসাইট থেকে জানতে পারবেন। জানা হয়ে গেলে এবার ভাবুন আর বুঝুন অবশেষে যদি আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি ফরেক্সে কাজ করবেন। তাহলে এবার নিচের বিষয় গুলো খেয়াল করুন,,,,,,,
আপনার পূর্বের বেসিক বিষয় মনে থাকলে খুবই ভালো,,,, তাহলে আপনার শিখতে কষ্টটা কিছুটা কম হবে।
এবার আপনি কোন এক বড় ভাই যে ফরেক্স সম্পর্কে ভালো জানে এবং ফরেক্স মার্কেটে ট্রেড করে তার কাছে জান এবং ফরেক্সে ট্রেড করা বা মার্কেট সম্পর্কে কিভাবে কি করবেন এগুলো শিখে নিবেন আস্তে আস্তে। কখনো জানতে গিয়ে লজ্জা লাগবে এই ভেবে কোনো কিছু গোপন রেখে শিখতে যাবেন না। নয়তো লাভ নয় বরং লস হবে।
আর যদি আপনার আসে পাসে এমন কেউ না থাকে তবে আপনি অনলাইন ওয়েবসাইট কিংবা যেকোনো ভালো মানের একটা ট্রেনিং সেন্টার থেকে শিক্ষা নিবেন।
শুধু মনে রাখবেন যে আপনি নতুন তাই বুঝে শুনে অল্প অল্প করে ট্রেড করতে হবে।
আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ তা হলো ধৈর্য্য ধারণ করা।
সব শেষে একটাই কথা বলবো যে, " ছাত্র নং অধ্যায়ং তপঃ" এই কথা আমরা কেউ কেউ জানি কিন্তু বুঝিনা, আবার অনেকে জানেই না। তাই বুঝে শুনে দেখে গুনে পাঁ বাড়াবেন।

Mas26
2021-05-29, 10:26 AM
ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন । আর আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে । তা হলে ট্রেডিং সম্পর্কে বাস্তব ধারনা পাবেন ।একটি ডেমো একাউন্ট খুলে কাজ করতে হবে ।এই ভাবে 6 মাস কাজ করতে থাকেন , তার পর সব বুঝতে পারবেন ।