PDA

View Full Version : Forex সম্পর্কে ইসলাম কি বলে?



sazzat985
2014-09-13, 10:02 AM
>>ইসলামের দৃষ্টিতে ফরেক্স নিয়ে অনেক লিখা এবং মন্তব্য দেখে শেষ পর্যন্ত লিখতে বসলাম।
এটা নিয়ে একটি টপিক যদিও আছে তারপরও আমি আলাদাভাবে আরেকটি টপিক ওপেন করলাম কারন আমি যখন এই মন্তব্যটি লিখব তখন এটা ওই পোস্ট এ তিন পেইজ পেছনে চলে যাবে, ফলে তিন পেইজ পড়ার ধৈর্য যাদের নেই তাদের কাছে এই লিখাটা নাও পৌছতে পারে। যেহেতু এটা আমি বিজ্ঞ আলেমদের সাথে কথা বলে এবং প্রামাণ্য কিতাব থেকে লিখেছি কাজেই আশা করব প্রিয় তানভীর ভাই বিষয়টি বিবেচনা করবেন।
আমি এই লিখাটা লিখার জন্য জামেয়া রহমানিয়ার(ঢাকা) মুফতি সাহেবের সাথে আমি কথা বলেছি আর ফতোয়ায়ে রহমানিয়া এবং আহকামে জিন্দেগী এই দুইখানা মাসয়ালার কিতাবের সাহায্য নিয়েছি।
বুঝার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করব।
==>সম্পদ উপার্জনের নীতিমালা
১. সম্পদ হালাল ও পবিত্র হতে হবে।
২. সম্পদ উপার্জনের কাজে লিপ্ত হয়ে কোন ফরজ বা ওয়াজিব বা সুন্নত কাজে বিঘ্ন না ঘটে।
৩. সম্পদ উপার্জন মোহ বা বিলাসিতার উদ্দেশ্যে নয় বরং নিজের দায়িত্ব পালন ও আল্লাহর রাস্তায় এবং মানুষের কল্যাণে ব্যয় করার নিয়তে উপার্জন করা উচিত। তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে।
==>সম্পদ সঞ্চয় ও সংরক্ষনের এর নীতিমালা
১. সুদ ভিত্তিক ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। যদি আইনগত বাদ্ধবাধকতার কারনে বা নিরুপায় হয়ে রাখতেই হয় তবে অনুমতি রয়েছে।
২. বাংকের সুদের টাকা ব্যাংকে ছেড়ে দিয়ে আসা অন্যায়, কারন ব্যাংক কর্তৃপক্ষ এটাকে মাসায়ালা অনুযায়ী ব্যয় করবে না। তাই এ টাকা তুলে এনে গরিব মিসকিনদের মধ্যে (সওয়াবের নিয়ত ছাড়া) দান করে দিতে হবে।
==>ব্যবসা বানিজ্যের(ফরেক্স) নীতিমালা
১. অর্থদাতা এবং যে কাজ করে দিবে তাদের মধ্যে মুনাফার হার নির্দিষ্ট করে নিতে হবে। এমন যেন না হয় যে, "লাভ ক্ষতি যাই হোক দুজনে মিলে ভাগ করে নেব", এটা করা যাবে না। আগেই সব কিছু পরিস্কার করে নিতে হবে।
ফরেক্সে ইনভেস্টর এবং ব্রোকার এর মধ্যে বিভিন্ন কারেন্সি পেয়ারে স্প্রেড নির্দিষ্ট করা থাকে অথবা একটি রেঞ্জ দেয়া থাকে যেমন সবনিম্ন ১ থেকে সবোচ্চ ২, এই স্প্রেডটাই হচ্ছে ব্রোকারের মুনাফা। যেসব ভাল ব্রোকার এর বিভিন্ন কারেন্সি পেয়ারে স্প্রেড নির্দিষ্ট করা থাকে অথবা একটি রেঞ্জ দেয়া থাকে তাদের সাথে ব্যবসা করা যাবে। কিন্তু যাদের কথা আর বাস্তবতায় মিল নাই তাদের সাথে ব্যবসা করা অনুচিত।
২. যদি দেখা যায় লাভ তো হয় ই নি বরং ক্ষতি হয়েছে তবে তা শুধুমাত্র অর্থদাতার ভাগে পড়বে। আর যদি লাভ ক্ষতি সমান সমান হয় তবে অর্থদাতা চাইলে সব টাকা তুলে নিয়ে যেতে পারবে।
ফরেক্সে ক্ষতি শুধুমাত্র ইনভেস্টর এর। আর যেকোনো সময় ইনভেস্টর তার নিজের টাকা তুলে নিতে পারে। যেসব ব্রোকার এই নীতিমালা মেনে চলবে না বা অর্থ তোলার সময় চার্জ আরোপ করে (বোনাস ব্যতিত) তাদের সাথে ব্যবসা করা অনুচিত।
৩. ব্যবসা সংক্রান্ত সকল খরচ যেমন টাকা জমা, তোলা ইত্যাদি মূলধন থেকে অর্থাৎ অর্থ দাতা বহন করবে।
ফরেক্সে এই সমস্ত খরচ ইনভেস্টর বহন করে।
৪. অবৈধ বস্তু ক্রয় এবং বিক্রয় করা জায়েজ নয়।
ফরেক্সে কোন পেয়ার যদি এই রকম থাকে যা ইসলামে অবৈধ অথবা যেসব ব্রোকার টাকা মেরে দেয় তাদের সাথে ব্যবসা করা যাবে না।
৫. যেসব দ্রব্য বিক্রয় হবে তা সামনে থাকতে হবে, আর যদি কর্মচারী নিযুক্ত করা থাকে আর তারা লেনদেন করে তবে ঠিক আছে, তবে দাম এবং পন্ন্যের বিবরন সুস্পষ্ট ভাবে ব্যক্ত করা থাকতে হবে। একই জিনিসের সাথে একই জিনিসের বদল করা যাবে না, যেমন খারাপ টাকার বদলে ভালো টাকা, স্বর্ণের বদলে স্বর্ণ ইত্যাদি। পণ্য হস্তান্তরের সময় নির্দিষ্ট করা থাকতে হবে।
ফরেক্সে আমরা সাধারণত টাকা বা ডলার ইনভেস্ট করে থাকি। আলেমদের মতে কারেন্সি পেয়ার গুলু পন্যের মত। এক্ষেত্রে আমরা নিজ হাতে টাকা ইনভেস্ট করলে একদেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সি বদল বা ক্রয় বিক্রয় করতে কোন সমস্যা নেই। আর মেটা ট্রেডারে বাই এবং সেল এর সময়, স্প্রেড ইত্যাদি উল্লেখ করা থাকে কাজেই এটা সমস্যা না। তবে টাকা এবং গোল্ড বা অন্যান্য মেটাল এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। টাকা বিভিন্ন সময় আমারা বিদেশ থেকে আনা নেয়া করি, শুধুমাত্র এ টি এম কার্ড ব্যাবহার করে বুথ থেকে টাকা তুলতে পারি। কিন্তু ফরেক্স ব্রোকাররা গোল্ড বা সিলভার ইত্যাদি আদৌ কেনা বেচা করে কিনা, না শুধুমাত্র প্রতিযোগিতার জন্য লোক দেখানো কেনাবেচা করে তাতে সন্দেহ আছে। কাজেই পরহেজগারদের জন্য উত্তম হচ্ছে মেটাল ট্রেড না করে কারেন্সি নিয়ে ট্রেড করা।
৬. বৈদেশিক মুদ্রা যেমন ডলার, পাউন্ড ইত্যাদি সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি মুল্যে ক্রয় বিক্রয় করা জায়েজ।
ফরেক্সে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন কারেন্সির মধ্যে যেন লেনদেন হয়, যেমন ডলারের সাথে পাওন্ড, ইউরোর সাথে ডলার ইত্যাদি। ইউ ইস ডলারের সাথে কানাডিয়ান ডলার এক্সচেঞ্জ করা যাবে, তবে যারা পরহেজগারি এখতিয়ার করতে চান তারা এগুলু বাদে অন্য পেয়ারগুলি ট্রেড করতে পারেন।
৮. কাউকে ধার দিয়ে একই সময়ে ওই ধার গ্রহিতার কাছ থেকে ধারদাতা লাভ গ্রহন করতে পারবে না অর্থাৎ ধার গ্রহিতার কাছ থেকে তার মুনাফার অংশবিশেষ দাবি করতে পারবে না। করলে তা সুদ বলে গণ্য হবে।
মনে করুন আপনি একজনের কাছ থেকে ১০০০টাকা ধার নিলেন, কিন্তু তার জন্য আবার সে ১০০ টাকা বেশি ফেরত দাবি করল বা বলল যে ১০০ টাকা তাকে আগেই ফি দিতে হবে অথবা বলল যে ব্যবসার লভ্যাংশ থেকে তাকে ক% দিতে হবে। সেক্ষেত্রে এটা সুদ হবে এবং নাজায়েজ হবে। লেভারেজ এর ক্ষেত্রে সাধারণত ব্রোকার ট্রেডারের প্রফিট এর কোন অংশ দাবি করে না এবং একইভাবে ব্রোকার লস এর কোন অংশও নেয় না, এটা ঠিক আছে। যদি কোন ব্রোকার লেভারেজ এর জন্য ফি বা কমিশন দাবি করে তবে তাদের সাথে ব্যবসা করা যাবে না। ধরুন আপনি লেভারেজ ছাড়া আপনার মূলধন অনুপাতে ১ মাইক্রো লট এ ট্রেড করতে পারেন, সেক্ষেত্রে একটি eur/usd ট্রেড এর জন্য ব্রোকারের মজুরি হবে প্রায় 20 সেন্ট (স্প্রেড ২)। আবার আপনি ১:১০০ লেভারেজ নিয়ে ১ স্ট্যান্ডার্ড লট এ ট্রেড করতে পারেন, সেক্ষেত্রে একটি eur/usd ট্রেড এর জন্য ব্রোকারের মজুরি হবে প্রায় 20 ডলার (স্প্রেড ২)। এখানে আপনার লাভ যেমন ১০০ গুন, তেমনি ব্রোকারের লাভও ১০০ গুন। এই ব্যপারটাতে অনেক আলেম আপত্তি করেন যে, ব্রোকার এখানে আপনাকে ধার দেয়ার মাধ্যমে নিজে লাভবান হচ্ছে। কিন্তু আদৌ কি এটা ধার? কারন ব্রোকার এক্ষেত্রে তার টাকা ফেরত চাচ্ছে না।
আবার যদি এই ভাবে চিন্তা করা হয় যে বড় লটে ট্রেড করার জন্য ব্রোকারের মজুরি বেশি দেয়া হচ্ছে তখন তা আর সমস্যা থাকে না। কারন লেভারেজ ছাড়াও যদি আপনি বড় লটে ট্রেড করতেন তবে আপনাকে বেশি মজুরি দিতে হত। এমনিতেই লেভারেজ নেয়া ভালো না, আর যদি আপনি পরহেজগারি এখতিয়ার করতে চান তবে তো লেভারেজ না নিলেই হবে। যদি বেশি ইনভেস্ট করার সামর্থ্য না ই থাকে তবে অল্প লেভারেজ নিয়ে ট্রেড শুরু করা যেতে পারে আর এই নিয়্যত রাখতে হবে যখন সামর্থ্য হয়ে যাবে তখন লিভারেজ না নিয়েই ট্রেড করব ইনশাআল্লাহ্*। অবশ্যই আল্লাহ তায়ালা খালেস নিয়্যতকারিকে এবং পরহেজগারকে বড় ইনভেস্ট করার তৌফিক দান করবেন।
আল্লাহপাক আমাদের সবাইকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমীন।

islamshafiul87
2014-09-26, 01:14 AM
ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

monoronjan
2014-09-26, 10:43 PM
ব্যাংক এ টাকা রেখে আমরা যেই বারতি টাকাটা পায় সেটা হল মুনাফা, এটা কিন্তু সুদ নয়। তাই অনেকে এই কাজকে জাইয়েজ বলে মনে করেন কিন্তু এটা যতই হোক মুনাফা এটা ত হারামই। কিন্তু ফরেক্স একটা বাবসা তাই এটা সৎ পথ।

Msjmoni
2014-10-10, 08:58 PM
আমার জানামতে ইসলামের দৃষ্ঠিতে সেই সব ব্যবসা হালাল যেখান লসের ভয় বিদ্যামান। তাই ফরেক্স ব্যবসা ১০০%হালাল বলেই আমি মনে করি । ধন্যবাদ।

banglarkal
2015-04-29, 11:22 PM
আমার কাছে বেবশা যদি সৎ ভাবে এবং সকল নিওয়ম কানুন মেনে চললে যে কোন সৎ বাবশা করা জায় । কিন্তু নিওম ভঙ্গ করলে সৎ বাবশা অ অসৎ হয়া যাবে । তাই আগে ভাল করে জানতে হবে ।

Shimanto754
2015-05-10, 06:50 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

shimulmoni
2015-05-10, 07:46 PM
ভাই ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর সুদকে করেছে হারাম তাই যে ব্যবসায়ে কাম্য লাভের পাশাপাশি লসের সম্ভাবনা থাকে এবং যে ব্যবসায়ের লাভ ব্যবসায়ী পুজি খাটিয়ে এবং পুজির সাথে নিজের জ্ঞান এবং ব্যবসায়িক দক্ষতাকে ব্যবহার করে কাম্য লাভ বা লস গ্রহন করে এরুপ ব্যবসা হালাল আর এরুপ বৈষিষ্ট ফরেক্স ট্রেডিংয়ে বিদ্যমান বিধায় ফরেক্স ট্রেডিং ইসলামের দিক দিয়ে হালাল। ধন্যবাদ।

TselimRezaa
2015-05-22, 11:20 AM
আমাদের অনেকের মনে একটা সংশয় কাজ করে ফরেক্স কি ইসলাম সমর্থন করে? ইসলামের দৃষ্টিতে কি ফরেক্স হালাল? অনেকেই এসব প্রশ্নের উত্তর পান না। অনেক দ্বিধাদ্বন্দে থাকে। আমার নিজের ধারনা ছিল ইসলামের দৃষ্টিতে ফরেক্স অবশ্যই গ্রহণযোগ্য। আপনার এই পোস্টের মাধ্যমে ধারনাটা আরো পরিষ্কার হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

sumonyahoo24
2015-08-18, 02:54 AM
অনেকে এই কাজকে জাইয়েজ বলে মনে করেন কিন্ত। এটা যতই হোক মুনাফা এটা ত হারামই। কিন্তু ফরেক্স একটা বাবসা তাই এটা সৎ পথ। আমার মনে হয় ইসলাম ধর্মে এর কোন মানা আসে।

mamun93
2015-08-18, 06:10 AM
আমি মনে করি ফরেক্স সম্পর্কে ইসলামের আলোকে বিচার বিশ্লেষন করলে তার ফলাফল ইতিবাচকই আসবে কারন আমি জানি যে ইসলামে বলা আছে যে ব্যবসায় লাভ এবং লসের ঝুকি রয়েছে,পরিশ্রম,সময়ের ব্যায়,মেধা খরচ ইত্যাদি বিষয় সমূহ রয়েছে সে সব ব্যবসায় সমূহ অবশ্যই হালাল বা বৈধ।

sheikhbd05
2015-09-07, 01:02 AM
আমি ও ঠিখ এই কথা ই জানি। **"ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।"

pips
2015-09-17, 11:31 PM
ইসলাম এ বলা হয়েছে তোমরা ব্যবসা কর কিন্তু সিমীত লাভ করে। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে। 'আর ফরেক্স একটি ব্যবসা। এখানে লাভ ও লস দুইটাই আছে। ফরেক্স থেকে মানুষ পরিশ্রম সহকারে ইনকাম করে। ফরেক্স করতে হলে নিজের বুদ্ধি খাটিয়ে করতে হয়। তাই ফরেক্স করে মানুষ তার ব্রেইন খাটিয়ে ধৈয্য সহকারে করে। তাই আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা।

Imran2
2015-09-17, 11:55 PM
আমরা জানি যে ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর সুদ কে হারাম ।আমরা এও জানি যে কষ্ট করে আমরা যেসব অর্থ উপার্জন করি তা হালাল । ফরেক্স যেহেতু একটি ব্যবসা আর আমরা এখান থেকে কষ্ট করে অর্থ উপার্জন করি এবং এখানে লাভ লস আছে। তাই আমি মনে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

Defender
2015-09-18, 12:02 AM
আমি েএটা নিয়ে কথা বলতে পারবো না করন এটাতে বা এটা সম্পকে আমি ও বেশি কিছু জানি না আমার এটা নিয়ে সঠিক কোন ধারনা নায় কিন্তু আমি একটাই কথা বলতে পারি সেটা হল এখানে যে এবার কাজ করেছে সে আর অন্য কোন কাজ করবে না ।তবে আমরা জারা এখানে কাজ করি তারা যদি এটার নিয়ে প্রচার চালাই তাহলে একটি দেশ মানে আমাদের দেশের যত জন কাজ করতে চাই তারা সকলে কাজ করবে আমি মনে করি।

naim
2015-09-18, 08:16 AM
আমার মতে যে ব্যবসায় লাভ লস দুটোই আছে সে ব্যবসা হারাম নয়। তবে ফরেক্স সম্পর্কে আমি এখনো ভাল ভাবে জানতে পারিনি । আমি জানি যে ব্যবসায় লসের কোন পরিমান নেই শুধু লাভ হয় সেই ব্যবসা হারাম আর ফরেক্সের ব্যবাসায় আমাদের পুজি খাটাইতে হয় সময় ব্যয় করতে হয় এজন্য ফরেক্স্ হয়তো বা হারাম নয়।

Harun1650
2015-09-18, 10:41 AM
এখানে ফরেক্স সম্পর্কে নির্দিশট কোন কিছু না বললেও আগের ইতিহাস থেকে জানা যায় ফরেক্স একটা বিজনেস এখানে সুধ এর কোন সম্পর্ক নেই আর আমরা সবাই জানি যে যদি কোন ব্যবসায় লাভ বা লস এর মালিক নিজে বহন করে থাকে তাহলে ওটাকে আমরা ব্যবসা বলে থাকি। আর এখানে যেহেতু লাভ বা লস মালিক নিজে বহন করে এবং নিজে খেটে প্রফিট অর্জন করে কোন ধরনের সুধ ছাড়া তাই এটাকে আমরা হালাল ব্যবসা বলতে পারি। আর আমি ডাঃ জাকির নায়েক এর এক লেকচারে এই ট্রেডিং ব্যবসাকে হালাল ব্যবসা বলেছেন তবে আমরা এটার অর্থ আল্লাহ এর পথে খরচ এর উদ্দ্যেশ্যে অর্জন করি বলতে হবে।

Jobless
2015-09-18, 06:28 PM
আমার মনে হয় না ফরেক্স ব্যাবস্যা হারাম যদি এখনে শেয়ার ব্যাসার মতো কোন হারাম কিছু ক্রয় বিক্রয় করা হতো তাহলে হয়তো হারাম হতে পারতো।কিন্তু এটা অন্য সব ব্যাবস্যার মতো একটি ব্যাবস্যা যার লাভ লস আছে তাই ব্যাবস্যা ইসলামে হারাম নয়।

M M RABIUL ISLAM
2015-10-30, 06:05 PM
ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে ফরেক্স সসম্পর্কে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে বলে আমি মনে করি।

AbuRaihan
2015-12-16, 11:11 PM
আপনার এই পোস্টের মাধ্যমে অনেক মানুষ এর মন থেকে এই সংশয়টা দূর হল যে ফরেক্স হালাল নাকি হারাম ! আসলে আমি অনেক আগে থেকেই বিভিন্নভাবে জেনেছি যে ফরেক্স অবশ্যিই হালাল এবং একটা ভালো পেশা ৤ ফরেক্সে আমি অনেক লোককে বলতে শুনেছি যে ফরেক্স নাকি হারাম ! আসলে তারা যদি সবাদিক থেকে একটু গবেষণা করে দেখে তবে বুঝতে পারবে যে ফরেক্স একটা হালাল ব্যবসা যার মাধ্যমে আমরা আমাদের জীবনধারণ করতে পারি ৤

Realifat
2015-12-17, 09:04 AM
ফরেক্স সম্পর্কে ইসলাম কি বলে তা বলা আমার পক্ষে মুশকিল।তবে আমি মনে করি ইসলাম অনেক পুরোনো ধর্ম কিন্তু ফরেক্স অত পুরোনো নয়। ইসলামের বিধিবিধান যত আগে রচিত হয় তত পূর্বে ফরেক্সের কোনো ধারনাই ছিলনা বিধায় ফরেক্স সম্পর্কে ইসলাম সরাসরি কিছু বলে আমি মনে করি না। তবে ইসলামে সুদদ হারাম হওয়ায় সকল মুসলিম ভাইদের উচিত সুদমুক্ত অ্যাকাউন্ট করা।

HKProduction
2015-12-17, 09:14 AM
এত কাহিনী না করে শুধু শিখুন হালাল কাহাকে বলে। তবেই সব উত্তর পাবেন। এত ছোট একটা বিষয় নিয়ে যদি আমরা এত টানাটানি করি তবে যে ভাই এটা ছিড়ে যাবে। আমরা রাজনীতি থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সব কিছুর ভিতরেই ধর্ম নিয়ে ব্যবসা করতে চাই এটা ঠিক নয়। আমাদের সময়, শ্রম, অর্থ এবং মেধা যদি কোন উন্নয়নমূলক সৎ কাজে ব্যয় করি আর যদি তা থেকে কোন আয় হয় তবে এর পুবোটাই হচ্ছে হালাল। এর ভিতরে কোন আলেমকে হান্দানোর দরকার নেই। আমাদের নিজস্ব কিছু ধর্মীয় জ্ঞান থাকা একান্ত আবশ্যক। নইলে মরলে খবর আছে।

shihab
2015-12-17, 11:07 AM
ফরেক্স এ সুদ এর অপশন বাদ দিলাম কিন্তু আরেক্তি বেপার হল লিভারেজ। আমার এক বিন্ধু বলছে যে যেহেতু তুমি লিভারেজ নিয়ে করছ তাই তোমার এই ব্যাবসা হারাম, কিন্তু যদি লিভারেজ ছাড়া কর তখন এতি তোমার জন্য পুরপুরি হালাল হয়ে গেল এবং সে আমাকে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছিল এই বেপারে। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি।

Selim BU
2015-12-17, 07:27 PM
ফরেক্সের আবির্ভাব তো অনেক পরে। তবে আমাদের মনে ফরেক্স নিয়ে একধরনের সংশয় কাজ করে। কারন এটা অনলাইন বিজনেস। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দিন যত যাবে মানুষের অনলাইন নির্ভরতা তত বাড়বে। যখন সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাবে তখন কি মানুষের অর্থ উপার্জনের উপায় ইসলাম সম্মত হবে না? অবশ্যই হবে। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করলে ইসলামের দৃষতিতে তা বৈধই। কারন এখানে আমরা মেধা শ্রম অর্থ ব্যয় করি।

sharifulbaf
2016-01-10, 11:17 PM
ইসলাম ব্যাবসাকে হালাল করেছে, যদি সেই ব্যাবসায় লাভ ভা লস হয়ে থাকে সে ব্যাবসা,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এর ব্যাবসা হালাল কারন এই ব্যাবসা করতে গেলে শুধু প্রফিট হয়না মাঝে মাঝে অনেক লস হয়ে যায় তাই ফরেএক্স মার্কেট এর ব্যাবসা ইসলামের দিক থেকে হালাল।

MotinFX
2016-01-11, 10:50 AM
আল্লাহ তাআলা ব্যাবসা কে হালাল এবং সুদ কে করেছেন হারাম। আমি যতটুকু জানি ফরেক্স মার্কেটে যেহেতু লাভ এবাং লস আছে সেহেতু ফরেক্স বৈধ। আবার আমার একাউন্ট ইসলামি একাউন্ট। সাজ্জাদ ভাই উপার্জনের ব্যাপারে ইসলামি দৃস্টিকুন থেকে অনেক সুন্দর করে হালাল উপার্জন তুলে ধরেছেন।

Marufa
2016-02-14, 04:05 PM
ফরেক্স হালাল না হারাম এ বিষয় নিয়ে অনেক পোষ্ট পড়েছি । তবে আপনি যেরকম সুন্দর ভাবে প্রতিটি বিষয গুছিয়ে লিখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । লেখাটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে । তবে এর মাধম্যে আমাদের মত যারা সাধারন ট্রেডার রয়েছে তারা অনেক বেশি উপকৃত হল । আপনার এই লেখাটা চিরকাল বেচে থাক ।

syed_rana
2016-02-14, 04:16 PM
ইসলামের নিয়মনীতি অনুযায়ী ফরেক্স হছহে হালাল উপার্জনের মাধ্যম । আপনি আপনার পোষ্ট এ শুধুমাত্র ইসলামের নিয়মনীতির কথা বলেননি,আপনার ব্যক্তিগত চিন্তাধারা ও ব্যক্ত করেছেন । যেমনঃ ব্যংকে টাকা জমা রাখলে সেই সুদের টাকা ছেড়ে দিয়ে আসা যাবেনা..ইত্যাদি । ফরেক্সে পন্য বিদ্যমান,মূল্য বিদ্যমান,দুটো পক্ষের উপস্থতি বিদ্যমান,লাভ-লস বিদ্যমান , সুদমুক্ত একাউন্টের ব্যবস্থা আছে । তাই ফরেয একটি হালাল ব্যবসা

razu777
2016-02-14, 04:36 PM
আমার মনে হয় ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

MoinFX
2016-02-14, 09:02 PM
আমার কাছে ইসলামিক জ্ঞান বেশি নেই তবে আমি জানি ব্যাবসা হালাল এবং সুদ হারাম । উপরের লেখা পড়ে বুঝতে পারলাম ফরেক্স হালাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য । আমরা আমাদের ব্যাবসাকে নিশ্চিত ভাবে ট্রেড হালাল উপার্জন সংঘে কাজ করতে পেরে ।

MdMintuHossen2016
2016-02-14, 11:00 PM
অনেককেই বলতে শুনেছি যে ইসলামের দৃষ্টিকোন থেকে ফরেক্স ট্রেডিং একটি হারাম ব্যাবসা তবে আমার কাছে তা কখনই মনে হয় না আমি মনে করি অবম্রই এটি হালাল কারন এখানে একজন ট্রেডার তার ইনভেস্ট খাটিয়ে সময় ব্যায় করে মেধা খাঠিয়ে তার পর প্রফিট করে প্রফিটের পাশাপাশি লসেরও এখানে ঝুকি আছে ফলে এটিকে হারাম বলার কোন সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না।

biswas90
2016-02-14, 11:10 PM
ইসলামিক দৃষ্টিকোন থেকে সুদ মুক্ত যেকোন ব্যাবসাই হচ্ছে হালাল । আর ফরেক্স-এ সুদ মুক্ত ব্যাবসা করার ব্যাবস্হা আছে । চাইলে এখানে সেই ভাবেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন । তবে সব কিছুর মধ্যে ভাল এবং মন্দ দুটোই বিদ্যমান রয়েছে । খারাপ বা হারামকে পরিহার করে সে কাজটি করাই হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোন থেকে ভাল ।

maziz6989
2016-02-15, 04:10 PM
আমি দেখেছি কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অনেক ফকীহ বলেছেন ফরেক্স হালাল নয় আবার হারামও নয়। কেউ কেউ অবশ্য বলেছেন গোল্ড বাধে ট্রেড করলে হালাল হতে পারে তবে অবশ্যই সোয়াপ ফ্রি হতে হবে। তবে যাদের তাকওয়া অনেক বেশি তাদের উচিত এটাকে বর্জন করা।

basaki
2016-02-15, 07:02 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট ইসলামের দৃস্টিতে ফরেক্স মার্কেট হালাল। কারন যেখানে আপনার ফরেক্স মার্কেটে লাভ লস হয়ে থাকে তবে আপনি এটাকে হালাল বলতে পারেন। তবে ফরেক্স মার্কেটকে আপনি নিষায় পরিনত করা যাবে না। তাই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন ইসলামের ক্ষেত্রে।

Vision
2016-02-15, 07:51 PM
আমি ফরেক্স নিয়ে যখন ভাবি তখন এই একটা বিষয় নিয়ে আমি সবসময় সংশয়ে থাকি আর তা হল ইসলামে ফরেক্স হালাল কিনা হারাম । তবে আমি ফরেক্স নিয়ে যখন শুরু করি তখনও কিছু কিছু আর্টিকেল পড়ি তখনও এ বিষয়ে উভয় ধরনের ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য পায় । কিন্ত বেশিরভাগ মন্তব্য পায় ইতিবাচক । ইসলামের দৃষ্টিতে হালাল হারাম বিবেচনা করা আমাদের জন্য অবশ্যই বাধ্যগত । তাই আমি মনে করি যে ইসলাম সুদমুক্ত ব্যবসাকে করেছে হালাল ও সুদকে করেছে হারাম, আর এই বিষয় লক্ষ্য রেখেই আমাদেরকে ফরেক্স করতে হবে ।

hkabirshas
2016-02-16, 10:01 PM
যারা ইসলামী নীতিমালা মেনে চলতে অভ্যস্ত এবং ইসলামের পুরোপুরি পাবন্দি হয়ে চলতে চেষ্টা করেন, তাদের সকলেরই এই প্রশ্নটা করা স্বভাবিক যে, ফরেক্স ব্যবসায় কি হলাল- না হারাম? ফরেক্স ব্যবসায়কে কি ইসলাম সমর্থন করে? সহজ কথায় ফরেক্স ব্যবসায়ে যেহেতু লভ-ক্ষতি দুটোই আছে। ব্যবসায়ের প্রধান শর্তই হল লাভ অথবা ক্ষতি। আপনার এই পোস্টটা যারা পেয়েছে তারা এই বিষয়ে অবশ্যই আরো জোড়ালো সমর্থন পেয়েছে যে, এই ব্যবসায়টা হালাল ও বৈধ।

dursy
2016-02-16, 10:23 PM
টাকা ইনভেস্ট করে কোন কষ্ট না করে লাভ করাটাকে বলে সুদ। কিন্তু ফরেক্স এ টাকা ইনভেস্ট করে বসে বসে আয় করা যায়না।লাভ করতে হলে অনেক কষ্ট করতে হয়। আবার লস তো আছেই। যে ব্যাবসায় লাভ লস দুটোই আছে সে ব্যাবসা কখনো সুদের ব্যাবসা হতে পারেনা। তাই আমার মনে হয় ফরেক্স করতে ইসলামের দিক থেকে কোন বাধা নেই।

yasir arafat
2016-04-07, 07:25 PM
ইসলামে ফরেক্স স্বয়ং সম্পূর্ণ হালাল যদি কিনা আপনি সুদ এবং হারামের টাকা ইনভেষ্ট না করেন।ইসলামিক দৃষ্টিতে সুদ খাওয়া হারাম।তাই বিভিন্ন ব্রোকার আমাদের মুসলমানদের জন্য সুদমুক্ত এবং নির্দিষ্ট স্প্রেডের ব্যবস্থা করেছে।আপনার টপিকটা পড়ে অনেক কিছু জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Moon
2016-06-19, 12:41 AM
অাসলে এভাবে স্বচ্চ বিশ্লেষন করা থাকলে মানুষের মনে আর দ্বিধা দ্বন্দ্ব থাকে না । তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন নিজেদেরকে খুব বেশি পরিমানে সীমা অতিক্রম করার চেষ্টা না করি । ফরেক্স সুদ নেওয়া ছাড়াও বর্তমানে করা যায় । আর সুদভিত্তিক ইকোনিমক সিস্টেমকে ইসলাম সমর্থন করে না । তবে ফরেক্সে সুদমুক্ত একাউন্ট খোলা যায় ।

motiar
2016-06-19, 09:58 AM
আমরা মুসমান আমাদের উচিত ফরেক্স বিষয়ে ইসলামের দিকনিরদেশ্অনা কোন দেকে যায় ভাল কিংবা মন্দ । ভাল হলে আমরা করব আর না হলে আমাদের কর উচিত নয় । আগে বিষয়টি নিজে বুঝে পরে একজন ভাল আলেমের সাহায্য নেয়া উচিত ।

motiar
2016-06-19, 10:04 AM
আমি একজন নতুন ট্রেডার । অল্পদিনে আমার যেটুকু ধারনা হয়েছে তাতে বুঝাগেল যে মারকেট ওপেন হবার ১/২ ঘন্টার মধ্য ট্রেড দেয়া বা না দেয়ার সিধান্ত নেয়া উচিত । মাঝখানে বা শেষেরদিকে ট্রেড দিলে বেশির ভাগ লস হয় । আপনাদের কিমত ?

motiar
2016-06-19, 10:10 AM
যারা নতুন ট্রেডার তাদের প্রথম দেকে একবার একটা ট্রেড দেয়া উচিত । তাতে সে মারকেট সমপরকে ভাল নিয়ননএন করতে পারবে । বিশেষ করে যারা স্কালপিং করে । আপনারা কি বলেন ।

tarekbsl101
2016-10-26, 10:26 PM
ফরেক্স আপনি হালাল অ হারাম ২ভাবেই ব্যবহার করতে পাড়বেন ।কিন্তু হালার ভাবে ব্যভার করাই ভাল ইসলাম এর দিক দিয়ে

aida
2016-11-20, 10:56 PM
ফরেক্স এ সুদ এর অপশন বাদ দিলাম কিন্তু আরেক্তি বেপার হল লিভারেজ। আমার এক বিন্ধু বলছে যে যেহেতু তুমি লিভারেজ নিয়ে করছ তাই তোমার এই ব্যাবসা হারাম, কিন্তু যদি লিভারেজ ছাড়া কর তখন এতি তোমার জন্য পুরপুরি হালাল হয়ে গেল এবং সে আমাকে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছিল এই বেপারে। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি।

spring
2016-11-21, 02:14 PM
আসলে ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

uzzal05
2017-06-24, 12:14 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে তেমন কিছু বলা হয়নি। যে অর্থ কোন পরিশ্রম না করেই পাওয়া যায় সেটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আর এটা হলো সুদ। কিন্তু ফরেক্স এ আমরা ট্রেড করে লাভ করে থাকি। এখানে সুদ কোন আয়ের মাধ্যম নয়। তবে ফরেক্স এ আপনি সুদ মুক্ত একাউন্ট করে ট্রেড করতে পারেন।

RUBEL MIAH
2017-06-30, 03:53 PM
সম্পদ উপার্জন মোহ বা বিলাসিতার উদ্দেশ্যে নয় বরং নিজের দায়িত্ব পালন ও আল্লাহর রাস্তায় এবং মানুষের কল্যাণে ব্যয় করার নিয়তে উপার্জন করা উচিত।ফরেক্স একটা বাবসা তাই এটা সৎ পথ। আমার মনে হয় ইসলাম ধর্মে এর কোন মানা আসে। যে ব্যবসায় লাভ এবং লসের ঝুকি রয়েছে,পরিশ্রম,সময়ের ব্যায়,মেধা খরচ ইত্যাদি বিষয় সমূহ রয়েছে সে সব ব্যবসায় সমূহ অবশ্যই হালাল বা বৈধ।

new man
2017-07-07, 05:00 PM
ফরেক্স একটা ব্যবসা তাই আমি মনে করি ফরেক্স ব্যবসাকে ইসলাম ও ভাল বালে । আর যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । তবে ফরেক্স একাউন্ট যখুন খুলতে হতে তখন সুদ মুক্ত একাউন্ট খুললেই ইসলাম ফরেক্স ব্যবসাকে হালাল ও ভাল বলবে সবার জন্য ।

morshed naim
2017-07-14, 10:53 PM
ইসলামিক দৃষ্টিকোন থেকে সুদ মুক্ত যেকোন ব্যাবসাই হচ্ছে হালাল।আর ফরেক্স-এ সুদ মুক্ত ব্যাবসা করার ব্যাবস্হা আছে।চাইলে এখানে সেই ভাবেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন।ফরেক্স সুদ নেওয়া ছাড়াও বর্তমানে করা যায়।আর সুদভিত্তিক ইকোনিমক সিস্টেমকে ইসলাম সমর্থন করে না।তবে ফরেক্সে সুদমুক্ত একাউন্ট খোলা যায়।আমি মনে করি যে ইসলাম সুদমুক্ত ব্যবসাকে করেছে হালাল ও সুদকে করেছে হারাম,আর এই বিষয় লক্ষ্য রেখেই আমাদেরকে ফরেক্স করতে হবে।

Mamun13
2017-07-16, 12:00 AM
ফরেক্স ট্রেড অবশ্যই হালাল ব্যাবসা কোনো সন্দেহ নাই৷ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷হারাম তো দুরের কথা নেগেটিভ কোনো চিন্তাই করবেন না৷

martin
2017-10-31, 10:54 PM
ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর সুদ কে হারাম ।আমরা এও জানি যে কষ্ট করে আমরা যেসব অর্থ উপার্জন করি তা হালাল । ফরেক্স যেহেতু একটি ব্যবসা আর আমরা এখান থেকে কষ্ট করে অর্থ উপার্জন করি এবং এখানে লাভ লস আছে। তাই আমি মনে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

01797733223
2017-11-04, 12:59 PM
এখানে ইসলামিক দৃষ্টিকোন থেকে বলতে পারি ফরেক্স ১০০% হালাল একটি ব্যবসা । কারন এখানে প্রচুর শ্রম দিতে হয়, সবসময় সচেতন থাকতে হয় । এবং এখানে সুযোগ ও সম্ভাবনা প্রচুর রয়েছে । আর ইসলামের কথা হচ্ছে আপনি সৎপথে হালাল ভাবে মেহনত ও পরিশ্রমের সাথে উপার্জন করেন, কাউকে ধোকা দেওয়া যাবে না । সুতরাং এটা হালাল ব্যবসা ।

Maria50
2017-11-04, 01:28 PM
টাইটেল দেখে নিশ্চই বুঝে নিয়েছেন যে আমার প্রশ্ন টা কি,হ্যাঁ আমি এই বিষয় টা নিয়ে খুব সন্দিহানে আছি। আমরা যায়া মুসলিম তাদের ক্ষেত্রে হালাল এবং হারাম এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ন আমাদের জীবনের ক্ষেত্রে। আর ফরেক্স বিজনেজ কনসেপ্টে আমি আসলে কিচুটা প্রশ্নবিদ্ধ আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই আছে, না থাকলে ও আমার মতে প্রত্যেক মুসলমান ট্রেডারদের বিষয়টি অবগত হয়ে ট্রেড করা উচিত।
তাই আনুরোধ করছি এই বিষয়টি সম্পর্কে অনুগ্রহ করে সঠিক আলোচনার মাধ্যমে পরিস্কার করুন। যে আদো ফরেক্স হারাম না হালাল ?
ধন্যবাদ!

Mahidul84
2017-11-04, 08:19 PM
আমার জানা মতে ফরেক্স ইসলামের নীতি অনুযায়ী অবশ্যই বৈধ। কারণ এখানে ইসলামের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করতে ইতিবাচক প্রভাব পড়বে কেননা আমি জানি ইসলামে বলা আছে যে ব্যবসায় লাভ বা ক্ষতি দুটোই বিদ্যমান রয়েছে, আর পরিশ্রম, মেধা এবং সময় ব্যয় করে যে ব্যবসা হতে মুনাফা উপার্জন করা যায় সেটা অবশ্যই বৈধ বলে বিবেচিত হয়।

Rion
2019-12-04, 10:54 AM
ইসলাম ব্যাবসাকে হালাল করেছে, যদি সেই ব্যাবসায় লাভ ভা লস হয়ে থাকে সে ব্যাবসা,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এর ব্যাবসা হালাল কারন এই ব্যাবসা করতে গেলে শুধু প্রফিট হয়না মাঝে মাঝে অনেক লস হয়ে যায় তাই ফরেএক্স মার্কেট এর ব্যাবসা ইসলামের দিক থেকে হালাল।

KGF
2019-12-04, 11:43 AM
ফরেক্স ব্যাবস্যা হারাম যদি এখনে শেয়ার ব্যাসার মতো কোন হারাম কিছু ক্রয় বিক্রয় করা হতো তাহলে হয়তো হারাম হতে পারতো।কিন্তু এটা অন্য সব ব্যাবস্যার মতো একটি ব্যাবস্যা যার লাভ লস আছে তাই ব্যাবস্যা ইসলামে হারাম নয়।

ARD1
2019-12-04, 01:48 PM
ফরেক্স ট্রেডিং হ'ল প্রতিদিন আপনি বাজারে বসে বাজার বিশ্লেষণ করুন এবং আপনার বিশ্লেষণের ভিত্তিতে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি সর্বদা সমস্ত ব্যবসায়ের নিয়ম অনুসরণ করেন, কখনও হতাশ হন না এবং সংবেদনশীল কাজকে নিয়ন্ত্রণ করেন না। বৈদেশিক মুদ্রার বাণিজ্য করার সময় কোনও ব্যবসায়ীকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং পূর্বাভাস অনুযায়ী দামের চলনের দিকটি অনুসরণ করতে হবে তবে বাস্তবে আপনি যখন কোনও অবস্থান খুলেন তখন আমরা দামের চলনগুলি অনুসরণ করি যা অনুমানযোগ্য নয়, কারণ আমরা প্রায়শই অস্থায়ী দামের আন্দোলনের দ্বারা বোকা হয়ে যাই, বা চলাচলের দাম সংশোধন। তাহলে আপনি এই বাজারে চালিয়ে যেতে পারবেন না। সুতরাং ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব গুরুত্বপূর্ণ, তারপরে আপনাকে ফরেক্স ট্রেড করতে হবে। যদি তা না হয় তবে আপনি এই লাভজনক এবং সেরা ব্যবসায়ের প্ল্যাটফর্ম সম্পর্কে খারাপ ধারণা পাবেন। এবং আমি আমার আগের বাণিজ্যে যে একটি ভুল করেছি তার পুনরাবৃত্তি এড়াতে চাই।

Hredy
2019-12-04, 05:37 PM
ইসলাম ব্যাবসাকে হালাল করেছে। যদি সেই ব্যাবসায় লাভ ভা লস হয়ে থাকে সে ব্যাবসা। তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এর ব্যাবসা হালাল কারন এই ব্যাবসা করতে গেলে শুধু প্রফিট হয়না মাঝে মাঝে অনেক লস হয়ে যায়। তাই ফরেক্স মার্কেট এর ব্যাবসা ইসলামের দিক থেকে হালাল বলে আমি মনে করি।

uzzal05
2019-12-26, 07:02 AM
আসলে এত কিছু চিন্তা করে ট্রেড করা যায় না। ফরেক্স মার্কেট থেকে যদি আয় করার ইচ্ছা থাকে তাহলে আমাদের এত কিছু চিন্তা করা যাবে না। আর যেহেতু এখানে পরিশ্রম করে আয় করতে হয় তাহলে এটা অবশ্যই হালাল বলে আমি মনে করি। তাহলে ফরেক্স করতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।

KaziBayzid162
2019-12-26, 10:55 AM
ফরেক্স সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই। তবে এতোটুকু বলতে চাইছে ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে অন্যান্য সকল ব্যবসার মতো লাভ-লস দুটোই হয়ে থাকে।তাই আমি মনে করি যদি কোন ট্রেডার সঠিকভাবে নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করে থাকে তাহলে ফরেক্স ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে। তবে এই বিষয়ে যদি আপনাদের খুব ভালো স্পষ্ট কোনো ধারণা ব্যাখ্যা থাকে দয়া করে পোস্ট করবেন।

sss426
2019-12-26, 02:38 PM
ভাই আপনার এই পোস্ট এর মাধ্যমে মুসলিম ভাই বনেরা অনেক কিছু জানতে পারবেন এবং ফরেক্স ইসলামের দৃষ্টিতে হারাম না হালাল তা নিয়ে পরিস্কার ধারনা পেয়ে যাবেন। আমার কাছে ফরেক্স হালাল না হারাম সেইটা মুখ্য বিষয় না কারন আমি নিজে একজন নাস্তিক আমি জাস্ট এতটুকু বুঝার চেষ্টা করেছি ফরেক্স লিগাল না ইলিগাল শুদু বাংলাশের ক্ষেত্রে ন পুরো বিশের ক্ষেত্রে , আমি যতোটুকু ফরেক্স একটি লিগাল বিজনেস

BDFOREX TRADER
2019-12-26, 04:50 PM
9685
ইসলামীক দৃষ্টিকোন থেকে ফরেক্স ট্রেডিংয়ের যৌক্তিক ব্যাখা দেখুন।
# ইসলামিক নীতিঃ দুই পক্ষ ( ক্রেতা/বিক্রেতা) বিদ্যমান থাকা---> ফরেক্স মার্কেটঃ দুই পক্ষ বিদ্যমান
অর্থাৎব্রোকার/লিকিউডিটি প্রোভাইডার ও ট্রেডার৤
#ইসলামিক নীতিঃ বিক্রয় যোগ্য বস্তু হওয়া এবং বস্তুর অস্তিত্য বিদ্যমান থাকা---> ফরেক্স মার্কেটঃ বিক্রয় যোগ্য বস্তু যেমন, মূদ্রা, খনিজ পদার্থ, UK share, US share.
# ইসলামিক নীতিঃ বস্তুর মূল্য নির্ধারন হওয়া৤---> ফরেক্স মার্কেটঃ প্রতিটি মূদ্রা বা শেয়ার ভ্যেলুর জন্যে মূল্য নির্ধারিত, যা Exchange rate বা বিনিময় মূল্য হিসেবে পরিচিত*
#ইসলামিক নীতিঃ বিক্রিত বস্তুর উপর ক্রেতার মালিকানা এবং মূল্যের উপর বিক্রেতার মালিকানা অর্জন হওয়া---> ফরেক্স মার্কেটঃ ব্রোকার এবং ট্রেডার উভয়ে প্রতিনিয়তই বাই-সেলিং এর ভিত্তিতে অর্থ আদান প্রদান করছেন, কখনো অর্থযোগ হচ্ছে আবার কখনই বা বিয়োগ হচ্ছে
# ইসলামিক নীতিঃ লেন-দেন দ্রুত নিষ্পত্তি হওয়া---> ফরেক্স মার্কেটঃ এটি সর্ম্পূন্য স্পট ট্রেডিং মার্কেট, যেখানে প্রতিটি লেনদেন (ট্রেড) এক সেকেন্ডেরও কম সময়ে নিষ্পত্তি হয়
#ইসলামিক নীতিঃ লেন-দেন সম্পূর্ন সূদ মুক্ত হওয়া---> ফরেক্স মার্কেটঃ সুদ মুক্ত লেনদেনের সুযোগ রয়েছে
# ইসলামিক নীতিঃ সমজাতিয় বস্তু কম-বেশিতে বিক্রয় না হওয়া---> ফরেক্স মার্কেটঃ প্রতিটি দেশের মূদ্রা বিপরিত দেশের মূদ্রার সাথে বিনিময় হয়ে থাকে, সমজাতিয় কোন মূদ্রা বাই সেলিং হয়না কারন এটি Exchange market.
#ইসলামিক নীতিঃ প্রতারনার ঝুঁকি না থাকা---> ফরেক্স মার্কেটঃ সম্পূর্ন সিন্ডিকেট মুক্ত ও একেবারেই সচ্ছ যা পরিচালিত হয় গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক দ্বারা
#ইসলামিক নীতিঃ লাভ/লস বিদ্যমান থাকা---> ফরেক্স মার্কেটঃ দুটিই বিদ্যমান
সবাইকেধন্যবাদ

rakib.r
2019-12-26, 09:04 PM
ইসলাম জুয়া আর সুদ কে সম্মতি দেয় নাই। ফরেক্স জুয়া বা সুদ কোন টাই না। ফরেক্সে নিজের মেধা দিয়ে ব্যবসা করতে হয়, সেখান থেকে লস ও হতে পারে আবার লাভ ও কতে পারে। এমন না যে জুয়ার মত একজন জিতবে আর বাকি সব হেরে যাবে। এখানে কতিপর লস করবে আর বাকি সবাই লাভের মুখ দেখতে পারবে

KGF3010
2020-04-22, 07:13 PM
ফরেক্স এ সুদ এর অপশন বাদ দিলাম কিন্তু আরেক্তি বেপার হল লিভারেজ। আমার এক বিন্ধু বলছে যে যেহেতু তুমি লিভারেজ নিয়ে করছ তাই তোমার এই ব্যাবসা হারাম, কিন্তু যদি লিভারেজ ছাড়া কর তখন এতি তোমার জন্য পুরপুরি হালাল হয়ে গেল এবং সে আমাকে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছিল এই বেপারে। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি।

Rion83
2020-04-22, 07:16 PM
আমাদের অনেকের মনে একটা সংশয় কাজ করে ফরেক্স কি ইসলাম সমর্থন করে? ইসলামের দৃষ্টিতে কি ফরেক্স হালাল? অনেকেই এসব প্রশ্নের উত্তর পান না। অনেক দ্বিধাদ্বন্দে থাকে। আমার নিজের ধারনা ছিল ইসলামের দৃষ্টিতে ফরেক্স অবশ্যই গ্রহণযোগ্য। আপনার এই পোস্টের মাধ্যমে ধারনাটা আরো পরিষ্কার হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Fardin02
2020-04-22, 07:23 PM
ইসলামিক দৃষ্টিকোন থেকে সুদ মুক্ত যেকোন ব্যাবসাই হচ্ছে হালাল । আর ফরেক্স-এ সুদ মুক্ত ব্যাবসা করার ব্যাবস্হা আছে । চাইলে এখানে সেই ভাবেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন । তবে সব কিছুর মধ্যে ভাল এবং মন্দ দুটোই বিদ্যমান রয়েছে । খারাপ বা হারামকে পরিহার করে সে কাজটি করাই হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোন থেকে ভাল ।

Fxxx
2020-04-26, 11:30 PM
ফরেক্সের আবির্ভাব তো অনেক পরে। তবে আমাদের মনে ফরেক্স নিয়ে একধরনের সংশয় কাজ করে। কারন এটা অনলাইন বিজনেস। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দিন যত যাবে মানুষের অনলাইন নির্ভরতা তত বাড়বে। যখন সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাবে তখন কি মানুষের অর্থ উপার্জনের উপায় ইসলাম সম্মত হবে না? অবশ্যই হবে। ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করলে ইসলামের দৃষতিতে তা বৈধই। কারন এখানে আমরা মেধা শ্রম অর্থ ব্যয় করি।

KF84
2020-06-10, 04:32 PM
ফরেক্স সম্পর্কে ইসলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব । আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে । তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে । বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ।

Shohedulla2
2020-06-10, 04:46 PM
আপনারা একজনের জন্য ধন্যবাদ আশা করি যারা বিষয়টি মেয়েটিকে এমন ব্যবসা তাদের জন্য একটি খুব উপকারিতা।

Dibakar Biswas
2020-06-10, 05:14 PM
প্রিয় ট্রেডারগণ,

ইসলামের দৃষ্টিতে সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করা হযেছে। ফরেক্স মুলত বৈদেশিক মুদ্রার একটা ব্যবসা।
কিন্তু এখানে একটা সমস্যা হল যে, প্রায় সব ব্রোকার হাউজেই মুলধন ও লিভারেজের টাকার উপর সুদ আদান-প্রাদান হয়ে থাকে। তাই ও এটা হারাম।
কিন্তু কিছু কিছু ব্রোকার হাউজে আলাদাভাবেই ট্রেডারদের জন্য সুদমুক্ত আকাউন্টের ব্যবস্থা আছে। এই ধরনের অ্যাকাউন্টের আরেকটি নাম হল "ইসলামিক অ্যাকাউন্ট"। আপনি যদি সুদমুক্ত আকাউন্ট করেন তাহলে সাধারন অ্যাকাউন্টের অন্যান্য ট্রেডিং শর্তগুলোর কোন পরিবর্তন হবে না। একজন ট্রেডার, ফরেক্স বাজারে মুদ্রাজোড়ায় সুদমুক্ত আকাউন্টে তার বিচার-বুদ্ধি খাটিয়ে, ট্রেডিং করে অর্থ লাভ অথবা লোকসান করে তখন এটাকে হালাল ব্যবসা হয়।

আপনি একটা সুদমুক্ত লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট বা "ইসলামিক অ্যাকাউন্ট" ইন্সটাফরেক্স ব্রোকার থেকে খুলতে পারবেন। যদি আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ইন্সটাফরেক্স এর কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন। এর আগে আপনি একবার "সুদমুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট ব্যাবহারের চুক্তিটি" দেখে নিতে পারেন।

ধন্যবাদ

konok
2020-07-15, 06:07 PM
ইসলাম ব্যাবসাকে হালাল করেছে। যদি সেই ব্যাবসায় লাভ ভা লস হয়ে থাকে সে ব্যাবসা। এতোটুকু বলতে চাইছে ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে অন্যান্য সকল ব্যবসার মতো লাভ-লস দুটোই হয়ে থাকে।তাই আমি মনে করি যদি কোন ট্রেডার সঠিকভাবে নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করে থাকে তাহলে ফরেক্স ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে। ফরেক্স মার্কেট এর ব্যাবসা ইসলামের দিক থেকে হালাল বলে আমি মনে করি।

muslima
2020-08-08, 02:46 AM
যেখানে আপনার ফরেক্স মার্কেটে লাভ লস হয়ে থাকে তবে আপনি এটাকে হালাল বলতে পারেন। তবে ফরেক্স মার্কেটকে আপনি নিষায় পরিনত করা যাবে না। তাই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন ইসলামের ক্ষেত্রে। এখানে প্রচুর শ্রম দিতে হয়, সবসময় সচেতন থাকতে হয় । এবং এখানে সুযোগ ও সম্ভাবনা প্রচুর রয়েছে । আর ইসলামের কথা হচ্ছে আপনি সৎপথে হালাল ভাবে মেহনত ও পরিশ্রমের সাথে উপার্জন করেন, কাউকে ধোকা দেওয়া যাবে না । সুতরাং এটা হালাল ব্যবসা ।

Smd
2020-08-08, 11:29 AM
ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।ব্যবসায়ী পুজি খাটিয়ে এবং পুজির সাথে নিজের জ্ঞান এবং ব্যবসায়িক দক্ষতাকে ব্যবহার করে কাম্য লাভ বা লস গ্রহন করে এরুপ ব্যবসা হালাল। তাই আমার মতে ফরেক্স ব্যবসা ইসলামিক দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে।

Soh1952
2020-08-08, 01:40 PM
ইসলামিক দৃষ্টিকোন থেকে সুদ মুক্ত যেকোন ব্যাবসাই হচ্ছে হালাল । আর ফরেক্স-এ সুদ মুক্ত ব্যাবসা করার ব্যাবস্হা আছে । চাইলে এখানে সেই ভাবেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন ।ভাল হলে আমরা করব আর না হলে আমাদের কর উচিত নয় । আগে বিষয়টি নিজে বুঝে পরে একজন ভাল আলেমের সাহায্য নেয়া উচিত ।

Starship
2020-08-08, 02:09 PM
আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছি, তাদের জন্য সুদ সম্পূর্ণ হারাম। ফরেক্স মার্কেটে আমরা পরিশ্রম করে টাকা ইনভেস্ট করে মার্কেট এনালাইসিস করে কারেন্সি বিক্রির মাধ্যমে প্রফিট করে থাকি। ফরেক্সে সুদ মুক্ত করার জন্য একাউন্ট খোলার সময় সোয়াপ নামে একটা টুলস রয়েছে। আমরা যদি সেটা সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করে তাহলে আমাদের একাউন্ট সুদ মুক্ত হয়ে থাকবে। যা আমাদের জন্য সম্পূর্ণ হালাল হবে। এমন অনেক ইসলাম কান্ট্রিতে ফরেক্স চালু রয়েছে।

Rokibul7
2020-08-08, 02:17 PM
ধন্যবাদ ভাই আপনি দারুন একটা পোষ্ট শেয়ার করেছেন।আসলে ফরেক্স এ সোয়াপ একাউন্ট আছে এবং বাংলাদেশ ইসলামিক দেশ হওয়াতে ফরেক্স টেডিং বৈধ না থাকার কারনে মনের মধ্যে ফরেক্স টেড নিয়ে নানান প্রশ্ন জাগে।আপনার পোষ্টটা সতিই সমস্যা দূর করে দিলো।

IFXmehedi
2020-08-09, 11:15 PM
ব্যাংক এ টাকা রেখে আমরা যেই বারতি টাকাটা পায় সেটা হল মুনাফা, এটা কিন্তু সুদ নয়। তাই অনেকে এই কাজকে জাইয়েজ বলে মনে করেন কিন্তু এটা যতই হোক মুনাফা এটা ত হারামই। কিন্তু ফরেক্স একটা বাবসা তাই এটা সৎ পথ।

আসলে ভাই ফরেক্স মার্কেট সম্পর্কে ইসলাম নির্দিষ্ট করে কোন কিছু বলেছে নাকি এটা আমার জানা নেই তবে ফরেক্স মার্কেট যেহেতু একটা ব্যবসা সে ক্ষেত্রে আমি কিছুটা জানি সেটা হল আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম । সে ক্ষেত্রে ফরেক্স মার্কেট কে আমরা হালাল বলতেই পারি । আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের মাধ্যমে শুধু এখান থেকে অর্থ উপার্জন করতে পারি, তাই এটাকে হারাম বলার কোনো সুনির্দিষ্ট কারণ আছে বলে আমি মনে করিনা ।

ABDUSSALAM2020
2020-08-09, 11:33 PM
ইসলাম ১৪শ বছর আগে থেকে তবে ইসলাম বলছে শত ভাবে হালাল টাকা ইমকাম করতে এবং বৈধ পথে চলতে তাই যে টাকার মধ্যে সুদ ঘুস থাকবে না পরিশ্রম করতে করতে হবে সেটাই হালাল তবে ফরেক্স সব নিয়ম ইসলামের মধ্যে আছে সেটা আমি বলতাছিনা তবে ফরেক্স কাউকে বললে তোমরা অবৈধ ভাবে উপাজন করো তাই আমি মনে করি আমরা যে যা করবে ভালো কিছু করলে ইসলাম তাকে ভালো পুরস্কার করবে খারাপ কিছু করলে সে নিজেই দায়ি থাকবে এটা আমার দৃষ্টিভঙ্গিতে।

samun
2020-08-09, 11:54 PM
আসসালামুআলাইকুম সকল মুসলিম ট্রেডার ভাইদের। আমি একজন মুসলিম হলেও এমন আলেম নই যে ফরেক্স আয় হালাল নাকি হারাম এর তারতম্য করতে পারব। আমি মনে করি ভালো কোন আলেম বা বুজুর্গোগনের নিকট থেকে সহিহ ভাবে ফরেক্স সম্পর্কিত হালাল ও হারাম সকল তথ্য পাওয়া সম্ভব।

FREEDOM
2020-08-28, 03:06 AM
ইসলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে ফরেক্স সসম্পর্কে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে বলে আমি মনে করি।

EmonFX
2020-08-28, 09:30 AM
ইসলাম ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। যেহেতু এখানে আমরা ব্যবসা করি তাই আমি এটাকে হালাল বলবো। ব্যবসায়ের প্রথস সর্থই হলো লাভ-লসের ঝুকি থাকতে হবে। নিঃশ্বন্দেহে ফরেক্মে আমরা সে ঝুকি বহন করছি। আমরা যেমন লাভের অংশ নিতে প্রস্তত তেমনি লসের অংশ নিতেও প্রস্তত আছি। তাছাড় এখনে আমরা শ্রম দিচ্ছি। এখনে কায়িক শ্রম, মানসিক শ্রম এবং সময় দিচ্ছি। তাহলে আমরা আখানে অর্থের পাশাপাশি আরো অনেক কিছু ইনভেস্ট করছি। তাহলে দেখা গেলো আমরা ব্যবসায়ের সকল সর্তই পূরণ করছি। তাই এটাকে আমি হালাল উপার্জন বলবো। হ্যা, তবে বায়ারের কাছ থেকে যে সর্তে লিভরেজ নেয়া হয় সেটা ইসলামের সাথে সাংঘর্সিক। সেখেত্রে লিভারেজ না নিয়ে উপার্জন করে ইনভেস্ট করতে পারলেই হলো।

akashkhalifa
2020-08-28, 09:58 AM
ফরেক্স সম্পর্কে ইসলাম কি বলে? চলুন একটু জেনে নেওয়া জাক। ইসলামের দৃস্টিতে ফরেক্সকে অনেকেই বৈধ্য আবার অনেক আলেম অবৈধ বলেছেন।

akashkhalifa
2020-08-28, 10:00 AM
ফরেক্স এ গিয়ে আন্যায় ভাবে টকা ইনকাম করা সম্ভব না। তাই আমার দৃস্টিতে ফরেক্স ট্রেডিং বৈধ্য বলে মনে হয়।

akashkhalifa
2020-08-28, 10:02 AM
ফরেক্স এ আমরা যারা ট্রেডিং করে থাকি তাদের অনেকেরই ধৈয্য থাকে না। আমরা ধৈয্য হারিহে ফেলি।কখনো কেউ ধৈয্য হারিয়ে ট্রেডিং করবেন না

milu
2020-08-28, 01:17 PM
ফরেক্সের আবির্ভাব তো অনেক পরে। তবে আমাদের মনে ফরেক্স নিয়ে একধরনের সংশয় কাজ করে। কারন এটা অনলাইন বিজনেস। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দিন যত যাবে মানুষের অনলাইন নির্ভরতা তত বাড়বে। যখন সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাবে তখন কি মানুষের অর্থ উপার্জনের উপায় ইসলাম সম্মত হবে না? লেখাটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে । তবে এর মাধম্যে আমাদের মত যারা সাধারন ট্রেডার রয়েছে তারা অনেক বেশি উপকৃত হল । আপনার এই লেখাটা চিরকাল বেচে থাক ।

jimislam
2020-08-28, 03:05 PM
আমি ফরেক্স নিয়ে যখন ভাবি তখন এই একটা বিষয় নিয়ে আমি সবসময় সংশয়ে থাকি আর তা হল ইসলামে ফরেক্স হালাল কিনা হারাম । তবে আমি ফরেক্স নিয়ে যখন শুরু করি তখনও কিছু কিছু আর্টিকেল পড়ি তখনও এ বিষয়ে উভয় ধরনের ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য পায় । ফরেক্স ট্রেডিং করে থাকে তাহলে ফরেক্স ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে। তবে এই বিষয়ে যদি আপনাদের খুব ভালো স্পষ্ট কোনো ধারণা ব্যাখ্যা থাকে দয়া করে পোস্ট করবেন।

KAZIMAJHARULISLAM
2020-08-28, 03:10 PM
আমি যতদূর জানি,যেই ব্যবসায় আপনাকে আপনার মেধা কাজে লাগাতে হয়,পরিশ্রম করতে হয়,এবং দায় ও ঝুঁকি গ্রহণ করতে হয়, সেই সমস্ত ব্যবসায়ই হালাল।সেই দিক দিয়ে ফরেক্স ও হালাল ।কেননা ফরেক্সে টিকে থাকতে আপনাকে আপনার মেধা ও দক্ষতা কাজে লাগাতে হয়।পরিশ্রম করতে হয়।সেই সাথে আপনাকে ঝুঁকি গ্রহণ করতে হয়। এবং ফরেক্স ট্রেডিং অন্যান্য ব্যবসার মতই একটা ব্যবসা। তাই অন্যান্য ব্যবসা যদি হালাল হয়, তাহলে ফরেক্স ট্রেডিং ও অবশ্যই হালাল।

zakia
2020-08-31, 11:01 AM
আমি দেখেছি কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অনেক ফকীহ বলেছেন ফরেক্স হালাল নয় আবার হারামও নয়। কেউ কেউ অবশ্য বলেছেন গোল্ড বাধে ট্রেড করলে হালাল হতে পারে তবে অবশ্যই সোয়াপ ফ্রি হতে হবে। তবে যাদের তাকওয়া অনেক বেশি তাদের উচিত এটাকে বর্জন করা। ইসলামের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করতে ইতিবাচক প্রভাব পড়বে কেননা আমি জানি ইসলামে বলা আছে যে ব্যবসায় লাভ বা ক্ষতি দুটোই বিদ্যমান রয়েছে, আর পরিশ্রম, মেধা এবং সময় ব্যয় করে যে ব্যবসা হতে মুনাফা উপার্জন করা যায় সেটা অবশ্যই বৈধ বলে বিবেচিত হয়।

FRK75
2020-09-20, 05:27 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে।ফরেক্স যেহেতু একটি ব্যবসা আর আমরা এখান থেকে কষ্ট করে অর্থ উপার্জন করি এবং এখানে লাভ লস আছে। তাই আমি মনে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

sss21
2020-09-20, 09:23 PM
আমার কাছে ইসলামিক জ্ঞান বেশি নেই তবে আমি জানি ব্যাবসা হালাল এবং সুদ হারাম । উপরের লেখা পড়ে বুঝতে পারলাম ফরেক্স হালাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য । আমরা আমাদের ব্যাবসাকে নিশ্চিত ভাবে ট্রেড হালাল উপার্জন সংঘে কাজ করতে পেরে ।

Sid
2020-09-20, 09:27 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

Fahmida1
2020-09-20, 10:10 PM
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় ব্যবসা। আমার জানামতে ইসলামের দৃষ্টিতে একটি ব্যবসা করতে গেলে সৎ উপায়ে ব্যবসাটি পরিচালনা করতে হবে তাহলেই ব্যবসাটি হালাল হবে। তা-না হলে অসৎ উপায়ে ব্যবসাটি করলে অবশ্যই হারাম হবে। কাজেই ফরেক্স ব্যবসায় যেহেতু লস রয়েছে তাহলে অবশ্যই ফরেক্স একটি হালাল ব্যবসা। তাছাড়া ফরেক্সে প্রচুর দক্ষতা ও অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে করতে হয়। এমনকি প্রচুর পরিশ্রম ও ধৈর্যশীল হতে হয়। সুতরাং ফরেক্স একটি অবশ্যই হালাল ব্যবসা।

uzzal05
2020-09-28, 05:07 AM
ফরেক্স এ বিনিয়োগ করে রাখলেই যে প্রফিট হয়ে যায় তা কিন্তু নয়। ফরেক্স মার্কেট এ আপনাকে মেধা শ্রম দিয়ে ট্রেড করতে হবে। ইসলাম ধর্মের দৃষ্টিতে সুদ খাওয়া হারাম। ফরেক্স মার্কেট এ সুদমুক্ত একাউন্ট এ ট্রেড করলে অবশ্যই এটা হালাল। যদি কেউ সুদমুক্ত একাউন্ট এ ট্রেড করে তাহলে এটা অবশ্যই হালাল হিসেবে গন্য হবে।

Md.shohag
2020-09-28, 04:27 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

Sun
2020-12-04, 09:37 AM
ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

Mas26
2021-03-21, 12:38 PM
যাক আল্লাহর রহমতে ফরেক্স হালাল কি হারাম এটা সম্পর্কে কিছুটা হলেও ক্লিয়ার হতে পেরেছি বলে আপনাকে ধন্যবাদ।
ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।

sss21
2021-03-31, 09:07 PM
আমি যতটুকু বুজি ফরেক্স হালাল বিজনেস এবং এটা হারাম নয় এটা সম্পর্কে কিছুটা হলেও ক্লিয়ার হতে পেরেছি বলে আমি খুশি।
ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।আর হালাল কাজ করে অর্থআয় করা খারাপ নয়।

Mas26
2021-03-31, 10:11 PM
আমাদের অনেকের মনে একটা সংশয় কাজ করে ফরেক্স কি ইসলাম সমর্থন করে? ইসলামের দৃষ্টিতে কি ফরেক্স হালাল? ফরেক্স কে আমরা সাধারণত যারা কাজ করে তারা আমরা জানি যে হালাল। কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে কিছুটা হারাম আছে সে সকল ক্ষেত্রে গুলা বাদ দিলে আমরা ফরেক্সকে হালাল বলতে পারি। আমরা যদি যে সকল পেয়ার হারাম যেসকল পেয়ার ট্রেডনা করে হালাল সেসকল পেয়ারে ট্রেড করে থাকি তাহলে আমাদের জন্য এটা হারাম হবে না।

Smd
2021-03-31, 11:55 PM
ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। আমার নিজের ধারনা ছিল ইসলামের দৃষ্টিতে ফরেক্স অবশ্যই গ্রহণযোগ্য। আপনার এই পোস্টের মাধ্যমে ধারনাটা আরো পরিষ্কার হলো।

FRK75
2021-07-19, 10:25 AM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়। তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।তাহলে হয়তো ইসলামিক দৃষ্টিতে ফরেক্স খারাপ কিছু নাও হতে পারে। বরং ভালো এবং সহীহ ব্যবসায় বিবেচিতও হতে পারে।

samun
2021-09-29, 12:48 PM
ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।আমার মতে ফরেক্স করতে হলে ইসলামের সকল সুদমুক্ত নীতি মেনে পরিশ্রমি ভাবে ট্রেড করতে হবে।ব্যবসায়ী পুজি খাটিয়ে এবং পুজির সাথে নিজের জ্ঞান এবং ব্যবসায়িক দক্ষতাকে ব্যবহার করে কাম্য লাভ বা লস গ্রহন করে এরুপ ব্যবসা হালাল। তাছাড় এখনে আমরা শ্রম দিচ্ছি। এখনে কায়িক শ্রম, মানসিক শ্রম এবং সময় দিচ্ছি। তাহলে আমরা আখানে অর্থের পাশাপাশি আরো অনেক কিছু ইনভেস্ট করছি। তাহলে দেখা গেলো আমরা ব্যবসায়ের সকল সর্তই পূরণ করছি। তাই এটাকে আমি হালাল উপার্জন বলবো। হ্যা, তবে বায়ারের কাছ থেকে যে সর্তে লিভরেজ নেয়া হয় সেটা ইসলামের সাথে সাংঘর্সিক। সেখেত্রে লিভারেজ না নিয়ে উপার্জন করে ইনভেস্ট করতে পারলেই হলো।তাই আমার মতে ফরেক্স ব্যবসা ইসলামিক দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে।

Mas26
2021-09-29, 07:13 PM
ফরেক্স সম্পর্কে ইসলামে সরাসরি কিছু নেই। কারন ফরেক্সের ইতিহাস ইসলামের ইতিহাসের মতো পুরোনো নয়।
ইসলাম ব্যবসায়কে হালাল করেছে আর সুদ কে হারাম। ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং এখানে লাভ লস আছে। তাই আমার মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল।তবে ইমলামের আলোকে কিয়াস এবং ইজমার নিয়ম প্রয়োগ করে কিছুটা ধারনা করা সম্ভব।

FRK75
2021-12-11, 01:00 PM
ফরেক্স মার্কেটে লাভ লস হয়ে থাকে তবে আপনি এটাকে হালাল বলতে পারেন। তবে ফরেক্স মার্কেটকে আপনি নিষায় পরিনত করা যাবে না। তাই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন ইসলামের ক্ষেত্রে। এখানে প্রচুর শ্রম দিতে হয়, সবসময় সচেতন থাকতে হয় । এবং এখানে সুযোগ ও সম্ভাবনা প্রচুর রয়েছে । আর ইসলামের কথা হচ্ছে আপনি সৎপথে হালাল ভাবে মেহনত ও পরিশ্রমের সাথে উপার্জন করেন, কাউকে ধোকা দেওয়া যাবে না । সুতরাং এটা হালাল ব্যবসা ।

FRK75
2022-02-21, 03:11 PM
সুদ এর অপশন বাদ দিলাম কিন্তু আরেক্তি বেপার হল লিভারেজ। আমার এক বিন্ধু বলছে যে যেহেতু তুমি লিভারেজ নিয়ে করছ তাই তোমার এই ব্যাবসা হারাম, কিন্তু যদি লিভারেজ ছাড়া কর তখন এতি তোমার জন্য পুরপুরি হালাল হয়ে গেল এবং সে আমাকে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছিল এই বেপারে। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি।

FRK75
2022-11-20, 05:07 PM
হ্যাঁ আমি এই বিষয় টা নিয়ে খুব সন্দিহানে আছি। আমরা যায়া মুসলিম তাদের ক্ষেত্রে হালাল এবং হারাম এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ন আমাদের জীবনের ক্ষেত্রে। আর ফরেক্স বিজনেজ কনসেপ্টে আমি আসলে কিচুটা প্রশ্নবিদ্ধ আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই আছে, না থাকলে ও আমার মতে প্রত্যেক মুসলমান ট্রেডারদের বিষয়টি অবগত হয়ে ট্রেড করা উচিত।ফরেক্স সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই। তবে এতোটুকু বলতে চাইছে ইসলাম ব্যবসাকে হালাল করেছে আর ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে অন্যান্য সকল ব্যবসার মতো লাভ-লস দুটোই হয়ে থাকে।তাই আমি মনে করি যদি কোন ট্রেডার সঠিকভাবে নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করে থাকে তাহলে ফরেক্স ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে। তবে এই বিষয়ে যদি আপনাদের খুব ভালো স্পষ্ট কোনো ধারণা ব্যাখ্যা থাকে দয়া করে পোস্ট করবেন।
তাই আনুরোধ করছি এই বিষয়টি সম্পর্কে অনুগ্রহ করে সঠিক আলোচনার মাধ্যমে পরিস্কার করুন। যে আদো ফরেক্স হারাম না হালাল ?

FRK75
2023-11-07, 10:39 AM
ফরেক্স ব্যাবস্যা হারাম যদি এখনে শেয়ার ব্যাসার মতো কোন হারাম কিছু ক্রয় বিক্রয় করা হতো তাহলে হয়তো হারাম হতে পারতো।কিন্তু এটা অন্য সব ব্যাবস্যার মতো একটি ব্যাবস্যা যার লাভ লস আছে তাই ব্যাবস্যা ইসলামে হারাম নয়।আপনার এই পোস্ট এর মাধ্যমে মুসলিম ভাই বনেরা অনেক কিছু জানতে পারবেন এবং ফরেক্স ইসলামের দৃষ্টিতে হারাম না হালাল তা নিয়ে পরিস্কার ধারনা পেয়ে যাবেন। আমার কাছে ফরেক্স হালাল না হারাম সেইটা মুখ্য বিষয় না কারন আমি নিজে একজন নাস্তিক আমি জাস্ট এতটুকু বুঝার চেষ্টা করেছি ফরেক্স লিগাল না ইলিগাল শুদু বাংলাশের ক্ষেত্রে ন পুরো বিশের ক্ষেত্রে , আমি যতোটুকু ফরেক্স একটি লিগাল বিজনেস।