PDA

View Full Version : স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারণ কর÷



sazzat985
2014-09-13, 10:23 AM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Sazzad Hossen
2014-09-14, 01:41 PM
একটি গুরুত্ব পূর্ন তথ্য জানানোর জন্য ধন্যবাদ । বাই সেল সম্পর্কে আরো ধারনা দেওয়ার জন্য অনুরোধ করছি ।

bisnu
2014-09-14, 02:49 PM
আমি ফরেক্স ব্যবসায় নতুন তাই আমি ই ব্যপারে তেমন জানি না।তবে আমি মনে করি ট্রেড ওপেন করলে এবং তা ক্লোজ না করলে এই রকম লস হয়।

Msjmoni
2014-10-05, 11:15 AM
স্টপ লস একাউন্ট কে বড় ক্ষতির হাত থেকে বাচাতে যে কোন প্রাইসে বসানো হয় যেমন বাই এর জন্য বাই প্রাইসের নিচে আর সেলের জন্য সেল প্রাইসের উপরে বসানো হয় কিন্তু কত পিপসে বসাবেন সেটা আপনার ব্যাপার। আর টেক প্রফিট কোন নিদ্দিষ্ট প্রাইসে প্রফিট নেওয়ার জন্য বাইয়ের উপরে আর সেলের নিচে বসানো হয় কিন্তু পিপস কত হবে সেটা নিজ নিজ ব্যাপার । ধন্যবাদ।

Babu11
2015-01-08, 05:24 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের এর মধ্যে স্টপ লস ও টেক প্রফিত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।এর ম্যাধমে অভিজ্ঞ ত্রেদাররা বড় ধরনের লসের হাত থেকে বাচতে পারে। আমি ফরেক্স মার্কেটে নতুন আমি ভাল ভাবে এর ব্যাখ্যা দিতে পারব না তবে আমি যতদূর জানি............
স্টপ লস এর ম্যাধমে আপনি আপনার লসে থাকা ট্রেড কোন প্রাইসে বন্ধ করবেন তা নির্ধারণ করে রাখা যায়।
টেক প্রফিত এর ম্যাধমে আপনি আপনার লাভে থাকার ট্রেডটি কোন প্রাইস নিতে চান তা নির্ধারণ করে রাখতে পারেন।

yasin123
2015-01-09, 02:42 PM
নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।

ahmed
2015-01-13, 07:01 PM
স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার আগে আমাদের উইনিং রেশিও ঠিক করতে হবে।সাধারনত একটি ট্রেড ২ অনুপাত ১ রেশিওতে ওপেন করতে হবে।অর্থাত একটি ট্রেড থেকে আপনি যা লাভ করতে চান,তার ৫০% লস করার জন্য তৈরি থাকতে হবে।উধাহরন হিসাবে বলা যায়,একটি ট্রেড (eur/usd long) ওপেন করলাম ১.১১২০ তে।এখন আমি যদি টেক প্রফিট সেট করি ১.১১৪০,তাহলে স্টপ লস হবে,১.১১১০।অর্থাৎ ২০পিপ্স লাভের জন্য ১০পিপ্স লস সেট করতে হবে।

Dulal
2015-01-14, 11:05 AM
ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন অংশ। স্টপ লস আর টেক প্রফিট দিয়ে লাভ লসের স্থান নির্ধারন করে দেয়া হয়। বর্তমান মার্কেট থেকে বিপরিতে স্টপ লস সেট হয় বা করা হয়। আবার বর্তমান মার্কেট থেকে পজিটিভ দিকে টেক প্রফিট সেট করা হয়। এখানে মার্কেট গেলে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যায়।

maziz6989
2015-08-16, 08:54 AM
স্টপলস আর টেক প্রফিটকে বলা হল রিক্স রিওয়ার্ড রেশিও। অর্থাৎ কত ডলার লাভ করতে হলে আপনি কত ডলার পর্যন্ত লস করতে রাজি আছেন। অনেকে এটা ১:২ থেকে ১:৫ পর্যন্ত ব্যবহার করে। তবে বড় স্টপ লস বা টেক প্রফিট কোন টাই খুব একটা ভাল নয়। কেননা বড় টেক প্রফিট হিট হতে অনেক সময় লাগে বা হিট করে না। আবার অত্যাধিক ছোট স্টপলস কোন স্পাইকে পড়লে এমনিতেই হিট হয়ে যাবে।

mamun93
2015-08-16, 09:02 AM
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি হল ফরেক্স ট্রেডিংয়ের অন্যতম সহায়ক অপশন যার মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লস অনেকাংশে কুমিয়ে আনা যায় এবং আপনি ট্রেড ওপেনের পর ট্রেডে সময় না দিয়েও প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন।

fxover
2015-09-24, 07:08 AM
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স ট্রেডিং এর খুবই গুরুত্বপুর্ন দুটি অংশ । আমরা অনেকেই স্টপ লস ও টেক প্রফিট সঠিকভাবে সেট করতে পারি না । কিন্তু এটা খুবই জরুরী । স্টপ লস আমাদের একাউন্ট কে জিরো হবার হাত থেকে রক্ষা করে । আমরা পরবর্তী সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে স্টপ লস ও টেক প্রফিট সেট করতে পারি যদি আমাদের ট্রেড টি সেল হয় । আবার আমরা পরবর্তী সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে টেক প্রফিট ও স্টপ লস সেট করতে পারি যদি আমাদের ট্রেড টি বাই হয় ।

sopon
2015-09-26, 10:51 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস আর টেক প্রফিট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক সুবিধা করা জায় কারন ফরেক্স মার্কেটে যখন কোন ট্রেড ওপেন করা হয় তখন ফরেক্স ট্রেড করার পর যদি মার্কেট ামার ফরেক্স ট্রেডের পর যদি মার্কেট ট্রেডের পক্ষে না জায় তাহলে তাহলে স্টপ লস না দিলে অনেক বড় লস হতে প০য়ারে তাই এই জন্য ফরেক্স টড়েড ওপেন করার পর স্টপ লস দিতে হয় ।

lotifahelen
2015-09-26, 11:19 AM
এই রকম অতি গুরুত্বপুর্ন তথ্য দেবার জন্য অনেক ধন্যবাদ । আমি ফরেক্সে নতুন এ সর্ম্পকে তেমন একটা ধারনা নেই তবে বলতে পারি স্টপ লস এর ম্যাধমে আপনি আপনার লসে থাকা ট্রেড কোন প্রাইসে বন্ধ করবেন তা নির্ধারণ করে রাখা যায়।

pips
2015-09-26, 07:33 PM
কোন ট্রেডকে নিজে নিজে বন্ধ না করে সে ট্রেডকে অটোমেটিক ক্লোজ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। স্টপ লস মানে বুঝায় আপনি কোন ট্রেড এ কতটুকু লস হলে ট্রেডটি ক্লোজ করতে চান,আর টেক প্রফিট বলতে বুঝায় আপনি কোন ট্রেড এ কতটুকু লাভ হলে ট্রেডটি ক্লোজ করতে চান। তাই ফরেক্স ট্রেড এ সাফল্য লাভের জন্য স্টপ লস ও টেক প্রফিট এই দুইটাই অনেক গুরুত্বপূর্ণ।

TselimRezaa
2015-09-29, 12:58 PM
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন দুটি ট্রেডিং টুল। আমরা সবসময় মার্কেটে থাকতে পারিনা। কিন্তু মার্কেট সবসময় গতিশীল থাকে। অনেক সময় অনেক বেশি মুভ করে। তখন আমরা লস খেতে পারি। আমাদের ট্রেড থেকে কাঙ্খিত লাভ তুলতে চাইলে কিংবা একটা নির্দিষ্ট পরিমানের বেশি লস নিতে না চাইলে টেক প্রফিট কিংবা স্টপ লস ব্যবহার করতে হয়।

sumon37
2015-09-29, 04:49 PM
ফরেক্স মার্কেট এ কয়েকটি বিষয়ের এর মধ্যে স্টপ লস ও টেক প্রফিত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। টেক প্রফিট কোন নিদ্দিষ্ট প্রাইসে প্রফিট নেওয়ার জন্য বাইয়ের উপরে আর সেলের নিচে বসানো হয় কিন্তু পিপস কত হবে সেটা নিজ নিজ ব্যাপার।

mpapayar
2015-10-06, 11:34 PM
স্টপ লস একাউন্ট কে বড় ক্ষতির হাত থেকে বাচাতে যে কোন প্রাইসে বসানো হয় যেমন বাই এর জন্য বাই প্রাইসের নিচে আর সেলের জন্য সেল প্রাইসের উপরে বসানো হয় । স্টপলস আর টেক প্রফিটকে বলা হল রিক্স রিওয়ার্ড রেশিও।ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন অংশ।স্টপ লস এর ম্যাধমে আপনি আপনার লসে থাকা ট্রেড কোন প্রাইসে বন্ধ করবেন তা নির্ধারণ করতে পারবেন ।টেক প্রফিত এর ম্যাধমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইস নিতে চান তা নির্ধারণ করে রাখতে পারেন।

BD ONLINE
2015-10-07, 12:40 AM
স্টপ লস এবং টেক প্রফিট নিধারন করা সম্পূর্ন নির্ভর করে আপনার ট্রেডিং পলিসির উপর। আপনি কিসের ভিত্তিতে ট্রেড ওপেন করেছেন, কোন টাইম ফ্রেম এ ট্রেড করেছেন?আপনি কি লংটাইমের জন্য নাকি শট টাইমের জন্য ট্রেড করেছেন? আপনার টার্গেক কত? এ সবের উপর ভিত্তি করেই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট নিধারন করে দিতে হবে।

AbuRaihan
2015-10-07, 08:08 AM
আপনি বিষয়টা অনেক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করেছেন । ফরেক্স মার্কেটে টেক প্রফিট এবং স্টপ লস এই দুটো অপশন অনেক বেশি গুরুত্বপূর্ণ । টেক প্রফিট এবং স্টপ লসের সঠিক ব্যবহারের মাধ্যমে ঝুঁকি হ্রাসে সহয়তা করবে । ফরেক্স মার্কেট একটা অনিশ্চয়তার মার্কেট মুহুর্তের মধ্য পরিবর্তনশীল এই মার্কেটে লাভ বের করে আনা অনেক বেশি জটিল এবং কঠিন । তাই এখানে থেকে সহজে লাভ করতে হলে টেকনিকেল এনালাইসিস অনূসরণ করতে হবে এবং সে অনুযায়ী টেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে দিয়ে ঝুঁকি এবং লসের হার হ্রাস করতে হবে ।

shakawath
2015-10-27, 05:12 PM
আমার মনে হয় এভাবে করলে ভাল হয়। আপনার একাউন্ট ব্যালেন্স এর ২.৫% রিস্ক থাকবে যেকোন ট্রেডে। যদি ১০০$ এর একাউন্ট হয় আর আপনি মুটামুটি মানের এনালাইজার হন তবে ১:১০০ লিভারেজ ব্যবহার করে ০.২৫ লটের ট্রেড অপেন করতে পারেন। প্রতি পিপ ০.২৫$ হিসেবে আপনার রিস্ক হবে ১০ পিপ, এখানেই স্টপ লস। আর টার্গেট ১০/২০ পিপ। তাহলে এখানেই টেক প্রফিট ইউস করুন।

Ali77
2015-10-27, 05:25 PM
স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার কিছু নিওম কানুন আছে আর এই ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন বিষয় হিশেবে কাজ করে স্টপ লস আর টেক প্রফিট দিয়ে লাভ এবং লস কিভাবে হয় সেটা বোঝা যাই বর্তমান মার্কেট থেকে বিপরিতে স্টপ লস যদি সেট করি আবার যদি লাভ টেক প্রফিট যদি লাভের দিকে মার্কেট আসে সেট করি তাহলে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যাবে।

mlbasumata
2015-10-27, 06:06 PM
টেক প্রফিট ও স্টপ লসের সুবিধা হচ্ছে:
১। আপনি ট্রেডটি থেকে কত পিপস লাভ নিতে চাইছেন সেই নির্দিষ্ট টার্গেট পূরণ হচ্ছে।
২। ট্রেড বন্ধের জন্য আপনাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে না।
৩। লস হলেও বিশাল লস বা একাউন্ট জিরো হয়ে যাওয়া সম্ভাবনা থাকে না।

sharifulbaf
2016-01-16, 06:02 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে থাকি,কিন্তু আমাদেত জনতে হবে কেন স্টপ লস ব্যাবহার করি,অনেক সময় ফরেক্স মার্কেট বড় ধরনেত মুভমেন্ট করে থাকে তাই আমাদের লস যাতে কম হয় তার জন্য স্টপ লস,আর প্রফট করার জন্য টেক প্রফিট।

Sahed
2016-01-16, 06:13 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট *অত্যান্ত গুরত্বপূর্ণ । সাধারনত স্টপ লস বলতে বুঝায় আপনি একটি ট্রেডে সর্বোচ্চ কতটুকো ঝুকি নিতে প্রস্তত । আর টেক প্রফিট হচ্ছে আপনি একটি ট্রেডে কতটুকো লাভ করতে চান সেটা । যেমন আপনি একটি ইউরো ইউএসডি ট্রেড ১.০৮০০ তে বাই দিলেন এবং আপনি চাচ্ছেন যে উক্ত ট্রেডে ৫০ পিপস এর বেশি লস করবেন না । তাহলে আপনি উক্ত ট্রেড থেকে ৫০ পিপস উপরে স্টপ লস নির্ধারণ করে দিলে উক্ত লাইন টাচ করলে ট্রেডটি আপনা আপনি ক্লোজ হয়ে যাবে । অনুরোপ ভাবে টেক প্রফিট কাজ করবে ।

Md Akter Hossain
2016-01-16, 06:14 PM
অমি সবসময় টেক প্রফিট ও স্টপ লসের ব্যাপারটা হিসাব করে করে থাকি । আমি সাধারণতো ১ঃ২ রেশিও তে টেক প্রফিট ও স্টপ লস সেট করে থাকি । এতে করে আমার ৩ টা ট্রেড লস করে ২ টা প্রফিট করলেও এভারেজ মিলিয়ে লাভে থাকি । তবে অনেকে ১ঃ৩ কিনবা তার বেশিও টেক প্রফিট নিয়ে থাকে ।

Realifat
2016-01-16, 07:48 PM
যতটুকু লসের প্রাইসে ট্রেড করতে ইচ্ছুক সেই লসে অটোমেটিক ট্রেড করতে হলে স্টপলস ব্যবহার করতে হবে। আবার অনুরূপ ভাবে কতটুকু লাভের প্রাইসে ট্রেড ক্লোজ হবে তা পূর্বেই নির্দারন এবং অটোমেটিক ক্লোজ হওয়া সবই টেকপ্রফিট এর কাজ। স্টপলস এবং টেকপ্রফিট কিভাবে সেট করতে হবে সেটা নির্ভর করবে ট্রেডিং প্লানের ওপর।

MotinFX
2016-01-16, 11:54 PM
স্টপ লস এবং টেক প্রপিট ব্যবহার সম্পর্কে আমাদের কে সঠিক ভাবে জানতে হবে না হয় আমাদের এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। স্টপ লস হল আপনার ট্রেডের কতটুকু লস করতে চান সেটা নির্দিষ্ট করে দেওয়া আর টেক প্রপিট হল আপনি এই ট্রেডে কি পরিমান লাভ করতে চান সেটা সেট করে দেওয়া।

Furkan
2016-01-17, 02:55 AM
স্টপ লস আর টেক প্রফিট কেন ব্যবহার করা হয় তা আগে জানতে হবে না যেনে কিছু করা উচিত না। sell এর ক্ষেত্র risk amount price এর সাথে যোগ করতে হবে। অরথাৎ trading price এর সাথে যোগ করতে হবে। buy এর ক্ষেত্রে risk amount price হতে বিয়োগ করতে হবে। অরথাৎ trading price এর সাথে loss price বিয়োগ দিতে হবে।

sumekus
2016-01-17, 07:55 AM
স্টপ লস : স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট : টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

Marufa
2016-02-23, 05:44 PM
আমি মনে করি শুধুমাত্র মন মত স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করলেই যথেষ্ট নয় । এর সাথে একটি কথা সব সময় স্মরন রাখতে হবে যে স্টপলস এবং টেক প্রফিট যেন সব সময় যুক্তিসংগত হয় । না হলে স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করে কোন লাভ নেই । আমি মনে করি সবার এসব বিষয়ে অনেক বেশি জানা প্রয়োজন ।

golam0000
2016-02-23, 08:38 PM
ট্রেডিং অ স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করা অনেক জরুরি.এইটি যেমন আপনাকে লস থেকে বাচাবে যেমনি আপনার কাঙ্খিত লাভ পেতে সহায়তা করবে.আমরা এইটি বেবহার এর মাধ্যমে অন্যান্য কাজে বেস্ট থাকার পর ও আমাদের ট্রেড নিয়ন্ত্রণ করতে পারব.যেমন স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করে দিয়ে গেলে আমরা আমাদের কান্খিতন রাতে অ ট্রেড উঠলে তা পেয়েজাব ঠিক তেমনি লস হতে থালে ওই রাতে এআসে ট্রেড ক্লাসে হয়ে যাবে ফলে বেছে যাব.

tanzilfx
2016-02-23, 08:44 PM
স্টপ লস একাউন্ট কে বড় ক্ষতির হাত থেকে বাচাতে যে কোন প্রাইসে বসানো হয় যেমন বাই এর জন্য বাই প্রাইসের নিচে আর সেলের জন্য সেল প্রাইসের উপরে বসানো হয় কিন্তু কত পিপসে বসাবেন সেটা আপনার ব্যাপার। আর টেক প্রফিট কোন নিদ্দিষ্ট প্রাইসে প্রফিট নেওয়ার জন্য বাইয়ের উপরে আর সেলের নিচে বসানো হয় কিন্তু পিপস কত হবে সেটা নিজ নিজ ব্যাপার ।

raju0000
2016-02-23, 09:25 PM
আপনার পোস্ট এর দ্বারা যারা জানেনা তারা জনাতে পারবে স্টপ লস কিভাবে বেবহার করতে হয়.ট্রেডিং এ স্টপ লস অনেক সহায়ক একটি প্রক্রিয়া.আইটি বেবহার এর ফলে আমরা যেমন আমাদের কাঙ্খিত লাভ পেতে পারি ঠিক তেমনি বাচতে পারি লস থেকে.টেক প্রফিট সেট করার মাধ্যমে ট্রেড ওই রেত এ চলে গেলে ট্রেড ক্লাসে হয়ে যায় ফলে আমরা আমদের কাঙ্খিত লাভ পেয়ে যাই.ঠিক তেমনি ট্রেড সেট করা স্টপ লস এর মধ্যে আসলে ক্লাসে হয়ে যায় ফলে লস থেকে বেচে যাই.

fatemaakhter
2016-02-23, 09:30 PM
আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করার চেষ্টা করি। কারন আমি সর্বদা মার্কেটের প্রতি নজর দিতে পারি না। এক্ষেত্রে আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার না করলে ব্যালেন্স জিরো হবার ভয় থাকে ।

Furkan
2016-02-23, 09:43 PM
আপনারা যারা অলস তারা একটু লক্ষ করবেন। স্টপ লস এবং টেক প্রফিট আপনি আপনার ইচ্ছা মত দিবেন। এটা সেট করার নিয়ম হলো সেইল এর ক্ষেত্রে টেক প্রফিট trading price হতে বিয়োগ দিতে হবে। আর বাইয়ের ক্ষেত্রে টেক প্রফিট trading price এর সাথে যোগ দিতে হবে। আমি সহজ ভাবে বলে দিলাম এই বার আপনারা করে দেখতে পারেন।

tarek
2016-02-23, 10:46 PM
এই মার্কেটে আমি নতুন এসে আমি আমার বন্ধুর কাছ থেকে এবং এই মার্কেটের সদস্য গনদের কাছ থেকে জান্তে পেরেছি। ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন অংশ। স্টপ লস আর টেক প্রফিট দিয়ে লাভ লসের স্থান নির্ধারন করে দেয়া হয়। বর্তমান মার্কেট থেকে বিপরিতে স্টপ লস সেট হয় বা করা হয়। আবার বর্তমান মার্কেট থেকে পজিটিভ দিকে টেক প্রফিট সেট করা হয়। এখানে মার্কেট গেলে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যায়।

real80
2016-02-24, 08:25 PM
স্টপ লস মানে হল আপনার লসে থাকা ট্রেডটি আপনার সেট করে দেয়া প্রাইস হিট করলে অটোমেটিক বন্ধ করে দিতে পারবেন। আর টেক প্রফিট মানে হল আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান। ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটি বিষয়।

Md Akter Hossain
2016-02-24, 10:47 PM
স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার জন্য আপনাকে মার্কেটের গতিবধি বুঝতে হবে । অনেকে বলে থাকেন যে স্টপ লস এবং টেক প্রফিট মিনিমাম ১ঃ২ নিতে । তবে আমার কাছে এটা তেমন মনে হয়না । ক্যানডেল দেখে আপনাকে বুঝতে হবে টিপি আর স্টপ লস কোথায় হবে ।

basaki
2016-02-25, 09:27 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে আগে জানতে হবে কিভাবে আপনার ট্রেডে টাইক ফ্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হয়। কারন আপনি যদি ফরেক্স ট্রেড করতে গিয়ে স্টপ লস আর টেইক ফ্রফিট না দিতে পারেন তবে আপিনার অনেক লস হয়ে যাবে তাই আগে এটা শিখতে হবে।

razu777
2016-02-25, 10:05 AM
আমি বলবো স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার আগে আমাদের উইনিং রেশিও ঠিক করতে হবে।সাধারনত একটি ট্রেড ২ অনুপাত ১ রেশিওতে ওপেন করতে হবে।অর্থাত একটি ট্রেড থেকে আপনি যা লাভ করতে চান,তার ৫০% লস করার জন্য তৈরি থাকতে হবে।উধাহরন হিসাবে বলা যায়,একটি ট্রেড (eur/usd long) ওপেন করলাম ১.১১২০ তে।এখন আমি যদি টেক প্রফিট সেট করি ১.১১৪০,তাহলে স্টপ লস হবে,১.১১১০।অর্থাৎ ২০পিপ্স লাভের জন্য ১০পিপ্স লস সেট করতে হবে।

Fxaziz
2016-02-25, 06:43 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার একটি সহজ উপাই হচ্ছে বাই দিলে প্লাস হবে এবং সেল দিলে মাইনাস হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই দুইটি জিনিস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে একাউন্ট টিকিয়ে রাখতে হলে এবং আয় করতে হলে এই দুইটি জিনিস ব্যাবহার করতে হবে।না হই আমরা আমাদের একাউন্ট এর সব পুঁজি হারিয়ে পেলব।

ONLINE IT
2016-10-22, 10:39 AM
স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারন করবেন তা নির্ভর করে আপনার এ্যানালাইসিস এর উপর। আপনি যদি লং টাইম ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট অনেক বেশি নিতে হবে। আবার আপনি যদি চান যে আপনি স্টপ লস কম নিবেন এবং টেক প্রফিট বেশি নিবেন তাও আপনি পারবেন। আসলে সম্পূর্নটা নির্ভর করে আপনার নিজের উপর। আপনার এ্যানালাইসিসের উপর।

motiar
2016-10-22, 11:27 AM
আমি মনেকরি স্টপ লস এবং টেকপ্রফিট একজন ট্রেডারের মুলচাবি কাঠি । এর কারনে বড়ধরনের লস এড়াতে এবং অনুপস্থিত সময়ে প্রফিট গ্রহন করতে সাহায্য করে । তাই সব সময় উচিত স্টপ্লস/টেকপ্রফিট সেট করা খুবি গুরুত্তপরন ।

md sahid howladar99
2016-10-22, 11:51 AM
ফরেক্স ব্যাবসায় নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।

blue
2016-10-22, 02:06 PM
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।

aida
2016-11-22, 03:43 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে থাকি,কিন্তু আমাদেত জনতে হবে কেন স্টপ লস ব্যাবহার করি,অনেক সময় ফরেক্স মার্কেট বড় ধরনেত মুভমেন্ট করে থাকে তাই আমাদের লস যাতে কম হয় তার জন্য স্টপ লস,আর প্রফট করার জন্য টেক প্রফিট।

hafijur rahman
2016-11-22, 09:52 AM
আমার কাছে নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি বলে মনে হয়।একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।

MoinFX
2016-11-22, 11:41 AM
আমার লসের কয়েক টি কারনের মধ্যে একটি হল স্টপ লস। তাই আমাদের কে স্টপ লস ব্যাবহার করতে হবে সে ভাবে যে ভাবে করলে আমার ট্রেডটি প্রপিট প্রাইসে গুরে আসতে পারে।তাই আমাদের কে সেটা করতে হলে ডেমো মার্কেটে ভাল করে প্রেকটিস করা লাগবে।কারন ডেমো হল আমাদের শিক্ষার প্রধান হাতিয়ার।

spring
2016-11-22, 01:56 PM
প্রত্যেক ট্রেডারের কাছে স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি হল ফরেক্স ট্রেডিংয়ের অন্যতম সহায়ক অপশন যার মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লস অনেকাংশে কুমিয়ে আনা যায় এবং আপনি ট্রেড ওপেনের পর ট্রেডে সময় না দিয়েও প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন।

Momen
2016-11-22, 03:37 PM
স্টপলস এবং টেক প্রফিট নির্ভর করে আপনার ট্রেডিং এনালাইসিস এর উপর। আপনি কোন সিস্টেম এ ট্রেড করতেছেন তার উপরে। আমার মতে স্টপলস সাপোর্ট থেকে নিছে এবং টেক প্রফিট রেজিস্ট্যান্স থেকে উপরে সেট করলেই ভালো হয় যদি আপনি সাপোর্ট ও রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করেন।

shimul77ss
2016-11-23, 04:42 PM
স্টপ লস হল আপনার ট্রেড যদি আপনার বিপরিতে যাই তাহলে আপনি এই টুলসটি সিলেক্ট করে দিলে মার্কেট ঐ খানে গিয়ে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে।

টেক প্রফিট হল আপনার ট্রেড যদি আপনার পক্ষে যাই তাহলে আপনি এই টুলসটি সিলেক্ট করে দিলে মার্কেট ঐ খানে গিয়ে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে।
স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল স্টপ লসঃটেক প্রফিট=১ঃ২।

riponhosen
2016-11-23, 07:43 PM
স্টপ লস আর টেক প্রফিট বলতে বুঝায় স্টপ লস মানে আপনি একটা ট্রেড ওপেন করার পর কতুটুকু লস গেলে আপনা আপনি সেই ট্রেডটা ক্লোজ বা বন্ধ হয়ে যাবে তা নির্ধারন আগে থেকেই করে রাখা ।আর টেক প্রফিট বলতে আমরা বুঝি একটা ট্রেড ওপেন করার পর কতুটুকু লাভ হবে তা আগে থেকেই নির্ধারন করে রাখা ।স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করে অনেক সময় অনেক বড় ধরনের ঝুকির হাত থেকে বেচে থাকা যার।

RUBEL MIAH
2016-12-03, 09:08 PM
স্টপ লস এবং টেইক প্রফিট নির্ধারণ করা হল ট্রেডারের উপরে । মনে করেন ট্রেডার যদি কোন কারেন্সিকে সেলে অার মার্কেট যদি তারপর বিপরীতে যায় তাহলে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে । আর তাকে টেইক প্রফিট নিতে হবে । এই ভাবে তাকে একটা পন্থা অবলম্বন করতে হবে তাহলেই সে লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী টেইক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে থাকি ।

uzzal05
2016-12-03, 09:22 PM
স্টপ লস এবং টেক প্রফিট অত্যন্ত জরুরী। এটা সেট করলে আমাদের চিন্তা করতে হয় না । আর স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া করলে আমাদের সারাক্ষোণ ভাবতে হয় না। এটি ট্রেড এর জন্য নিরাপদ । স্টপ লস সেট করলে আমাদের একাউন্ট ও নিরাপদ থাকে।

amdad123
2016-12-03, 09:51 PM
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি জিনিস ফরেক্স ট্রেডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারন করবেন এটার জন্য আপনাকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে জানতে হবে যা আপনাকে সঠিক সিদ্বান্ত নিতে সাহায্য করবে। এছাড়া এটি নির্ভর করবে আপনার উপর আপনি কত পিপস প্রফিট ও কত পিপস লসে ট্রেড ক্লোজ করবেন।

Skfarid
2016-12-08, 03:30 PM
ট্রেডিং এর সময় স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।

cool razu
2016-12-08, 05:03 PM
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং টেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং টেক প্রফিট বসাই।

vampire
2016-12-08, 05:41 PM
স্টপ লস আর টেক প্রফিট যদি সঠিক ভাবে না সেট করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে যত দক্ষ ট্রেদ্র হন না কেন আপনি আর্থিক ভাবে লাভ বান হতে পারবেন না।আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে চান তাহলে অবশ্যই স্টপ লস আর টেক প্রফিট সঠিক স্থানে ব্যবহার করতে হবে।স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল ১ঃ২।

the viper
2016-12-12, 06:58 PM
ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই।

msisohel
2016-12-12, 07:05 PM
হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে স্টপ লস বেসি করে দিয়ে টারগেট নিশ্চিত হয়ে ট্রেড করা ভালো।

Competitor
2016-12-12, 08:04 PM
স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করাটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ । কেননা স্টপ লস ও ট্রেড প্রফিট নির্ধারণ করা থাকেল তবে আমাদের মূলধনের যথার্থ ব্যবহার নিশ্চিত হয়ে থাকে । ফরেক্সে ট্রেডিং করে যে কেউ লাভবান হতে পারে তবে মনে রাখতে হবে যে সঠিক ওয়েতে সবাই ট্রেড করতে পারে না । এই জন্য প্রয়োজন হয় চেষ্টা অভিজ্ঞতা এবং দক্ষতার যথার্থ সমন্বয় ।

nazib72
2016-12-12, 08:46 PM
ট্রেডার অভিজ্ঞ না হলে শুধুমাত্র মন মত স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করলেই যথেষ্ট নয় স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার কিছু নিওম কানুন আছে আর এই ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন বিষয় হিসেবে কাজ করে স্টপ লস আর টেক প্রফিট দিয়ে লাভ এবং লস কিভাবে হয় সেটা বোঝা যাই বর্তমান মার্কেট থেকে বিপরিতে স্টপ লস যদি সেট করি আবার যদি লাভ টেক প্রফিট যদি লাভের দিকে মার্কেট আসে সেট করি তাহলে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যাবে।

real razu
2017-01-23, 06:32 PM
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাঝে মাঝে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।

asik
2017-01-29, 07:16 PM
স্টপলস ও টেকপ্রফিট ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ন যা মানিম্যানেজমেন্টের একটা অংশ।আর মানিম্যানেজমমেন্ট ছাড়া ফরেক্সে টিকে থাকা যায় না কারন আপনি যদি স্টপলস বা টেকপ্রফিট সেট না করেন তবে আপনি বড় কোন লসের সম্মুখীন হতে পারেন যা আপনার একাউন্ট ব্যালেন্সে ক্ষতিগ্রস্ত হতে পারে।

hasan019
2017-01-29, 07:30 PM
আমরা স্টপ লস আর টেক প্রফিট দেই জাতে করে আমাদের অ্যাকাউন্ট বেচে থাকে। আমরা অনেক সময় পিসিতে থাকি না তখনও আমাদের ট্রেড ওপেন থাকে তাই জাতে খারাপ কিছু না ঘটে তাই আমরা এতাইউজ করি। আপনার টেক প্রফিট অনেক বড় হতে হবে স্টপ লস থেকে।

cane
2017-02-28, 10:06 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি হল ফরেক্স ট্রেডিংয়ের অন্যতম সহায়ক অপশন যার মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লস অনেকাংশে কুমিয়ে আনা যায় এবং আপনি ট্রেড ওপেনের পর ট্রেডে সময় না দিয়েও প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন।

anwaribrahim
2017-02-28, 10:50 AM
ফরেক্স এব টেক প্রপিট ও স্টপ লস একটি গুরতপুরন বিষয় আপনি চাইলে আপনার ট্রেড এর টেক প্রপিট ও স্টপ লস দিতে পারবেন। আমার মতে কেউ যদি চায় তাহলে সে তার টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখলে আপনার ট্রেড ওই খানে গিয়ে ট্রেডটি থেমে যাবে । আমার মতে আপনি চাইলেই দিয়ে রাখলে অনেক ভালো হবে আপনার ট্রেড এর জন্য এটি অনেক উপকারি বলে আমি মনে করি, তাই এটি দিয়ে রাখা উচিত ।:woo:

Nur Alam
2017-03-01, 07:43 PM
আমি ফরেক্স ব্যাবসায় নতুন । আমার জানা মতে টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স ব্যাবসায় অনেক বড় একটা অংশ। টেক প্রফিট ও স্টপ লসের মাধ্যমে নিরাপদ ট্রেডিং করা যায়। একাউন্ট কে ক্ষতির হাত থেকে বাচাতে স্টপ লস এর ভুমিকা অনেক।

Nur Alam
2017-03-06, 06:46 PM
স্টপ লস ও টেক প্রফিট সাধারনত ফরেক্স মার্কেটিং এ অপরিহার্য একটি বিষয়। একজন নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি ট্রেড অপেন করলে এবং পরে তা ক্লোজ না করলে সাধারনত এই রকম বড় লস হতে পারে। ফরেক্স ট্রেডিং এর সবথেকে দুটি সহায়ক অপশন হলো স্টপ লস এবং টেক প্রফিট। এ দুটির মাধ্যমে আপনি খুব সহজেই ট্রেড করতে পারবেন।

Nur Alam
2017-03-08, 03:32 PM
ফরেক্স মার্কেটিং ব্যাবসায় সবথেকে সহজ অপশন হল স্টপ লস এবং টেক প্রফিট। স্টপ লস টেক প্রফিট এর মাধ্যমে সবথেকে ভাল ট্রেড করে যায়। স্টপ লস এবং টেক প্রফিট এর মাধ্যমে ট্রেড করলে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। সুতরাং বলা যায় যে, ফরেক্স মার্কেটিং ব্যাবসায় স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ত অনেক বেশি। কারন স্টপ লস ও টেক প্রফিট হল ট্রেড করার সবথেকে ভাল অপশন।

shohanjacksion
2017-03-11, 05:30 PM
ভাই, ধন্যবাদ আপনাকে। ফরেক্স ব্যবসা করতে হলে স্টপ লস এবং টেক প্রফিট অবশ্যই ব্যবহার করা উচিত। যদি পেন্ডিং অর্ডর সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতেন তবে আমাদের অনেকেরই কিছুটা সুবিদা হতো বলে মনে করি।

nbfx
2017-03-26, 02:23 PM
ক্যান্ডল স্টিক চার্ট প্যাটার্ন শিখতে পারলে টেক প্রফিট এবং স্টপলস নিয়ন্ত্রন করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস ভাল ভাবে করতে পারলে স্টপলস এবং টেকপ্রফিট সেট আপ সহজ হয়। টেকনিক্যাল এনালাইসিসের যে বিষয়টি ভাল করে জানতে হয় তা হলো সাপোর্ট এবং রেসিট্যান্স সাথে ট্রেন্ড চ্যানেল। টাইমফ্রেম ৪ঘন্টার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।আমি স্টপলস ব্যবহার করি না দীর্ঘ ৪ বৎসর যাবত। টেকপ্রফিট ব্যবহার করি। আমি মার্কেটের গতি বুঝে ট্রেড করি। আপনিও পারবেন। শুধু টাইমফেম বদলান আপনার চিন্তা চেতনা ও লাভ লসের ইতহাস বদলে যাবে। ৪ ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।

SaifulRahman
2019-10-02, 05:02 PM
টেক প্রফিট ও স্টপ লসের ব্যাপারে আপনি কাছের লেভেল বুঝে সেট করে নিতে পারেন, যা আপনার চর্চার মাধ্যমে আয়ত্ত্বে চলে এসেছে। আর চর্চা না থাকলে সবার আগে একটা স্ট্রাটেজী বেছে নিয়ে সে অনুযায়ী এন্ট্রি যাচাই বাছাই করার মাধ্যমে মার্কেটে বেশি বেশি চর্চা করুন। লক্ষ্য রাখবেন টেক প্রফিট লেভেল যেন স্টপলসের চেয়ে নুন্যতম দ্বিগুন হয়। এরপর রেজাল্ট সন্তোষজনক হলে তবেই রিয়েলে এপ্লাই করুন।

jahangir114
2019-10-06, 07:11 AM
ফরেক্স ট্রেডিং এর স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ অপশন। এ অপশন সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। না হলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যাবে না। উল্টে একাউন্ট জিরো হয়ে যাবে। একটি ট্রেড ওপেন করার সাথে সাথে স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করতে হবে। তবেই লাভবান হওয়া যাবে। আমি কত পিপ লাভ করতে চাই তা নির্ধারণ করে টেক প্রফিট দিতে হবে। আর আমার ব্যালেঞ্চের ২% এর বেশি স্টপ লস নির্ধারণ করা ঠিক হবে না।

Emarif1992
2019-11-12, 11:08 PM
স্টপ লস এবং টেক প্রফিট নির্ভর তরে কে কত টাকা লস নিতে ইচ্ছুক এবং লাভ নিতে ইচ্ছুক৷ তবে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট সেট করার জন্য মানি ম্যানেজমেন্ট খুব ভালভাবে মনে রাখতে হবে এবং মানি ম্যনেজমেন্ট ঠিিক রেখে, নিজের ব্যলেন্স অনুযায়ী এস এল এবং টিপি যেট করতে হবে৷ আর মানি ম্যনেজমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো পজিটিভ মানি ম্যনেজমেন্ট কারন এতে যদি আপনি মোট এন্ট্রির 50% ও টিপি হিট করে তবুও আপনি দিন শেষে লাভবান থাকবেন নিশ্চিত৷

Starship
2020-09-16, 10:56 PM
স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফরেক্স ট্রেডিংয়ে। এর ফলে এমন অনেকেই রয়েছে যারা স্টপ লস এবং টেক প্রফিট না সেট করার কারণে ফরেক্স মার্কেট থেকে খুব দ্রুত ঝরে পড়েছেন।

স্টপ লস এবং টেক প্রফিট সেট করাটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সঠিকভাবে একটি সেট করতে না পারি তাহলে এখান থেকে আমরা সঠিক সুবিধা অর্জন করতে পারব না। আমরা সাধারণত যে টার্গেট প্রফিট সেট করে থাকি সেখানে ট্রেডটি অটোমেটিক্যালি আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।

স্টপ লস হলো আমাদের লস মেনে নেওয়ার যে স্থান সেখানে ট্রেড টাচ করলে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। স্টপ লস এবং টেক প্রফিট এর সেট করা আমাদের অনুশীলন করার মাধ্যমে নির্ধারণ করতে হবে। তাই অনুশীলনের কোন বিকল্প নেই।

EmonFX
2020-09-23, 03:50 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। নতুন ট্রেডাররা অনেক সময় বুঝতে পারে না মার্কেট কতোটা নামতে পারে বা উঠতে পারে। তাই তারা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেচে যেতে পারে স্টপ লস ব্যবহার করে। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোথায় বন্ধ করে দিতে চান সেটা নির্ধারণ করে দিতে পারেন। আবার টেক প্রফিট এর মাধ্যমে আপনার লাভে থাকা ট্রেডটি কোথায় বন্ধ করে দিতে চান সেটা নির্ধারণ করে দিতে পারেন।

ধরুন, আপনি একটা ট্রেড এ বাই দেয়ার পরে দাম কমতেছে, আপনি জানেন না দাম কোথায় গিয়ে থামতে পারে। তাই একটি নির্দিষ্ট যায়গায় স্টপ লস সেট করে দিলেন যে এর বেশি আপনি লস করতে চান না। এর দারা আপনার ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে এবং আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। অনুরূপ ভাবে আমরা একটি ট্রেড থেকে কতোটুকু লাভ করতে চাই তা টেক প্রফিট এর দ্বারা নির্ধারণ করে দিতে পারি।