PDA

View Full Version : কয়েকটি রোবট নাম ও ব্যবহার



islamshafiul87
2014-09-13, 05:01 PM
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার। আমি ৬ মাস ডেমো ট্রেড করি। এখন লাইভ ট্রেড করতে চাই। সাথে আমি রোবট ব্যবহার করতে চাই। তাই দয়া করে কিছু রোবট এর নাম বললে ব্যবহার করে দেখতে পারব। সাথে তাদের ব্যবহার বিধি।

nazmul hasan ripon
2014-09-18, 12:05 AM
রোবট দিয়ে ট্রেড করা আমি পছদ্দ করি না । রোবট দিয়ে ট্রেড করা অনেক রিস্ক তার পর ও যদি আপনি রোবট দিয়ে ট্রেড করতে চান তা হলে করতে পারেন। আপনি গুগল এ সার্চ করলে অনেক রোবট পাবেন। আমি আপনার জন্য রোবট এর নাম বলে দিছি চেষ্টা করে দেখতে পারেন । রোবট এর নাম হলঃ 1.Piptronic Advance Package best, 2.Auto Cash Generator, 3.Capital Market, 4.EnLight Surfing, 5.Forex Transporter ও 6. EA BOSS এই রোবট গুল দিয়ে ট্রেড করে দেখতে পারেন এই গুল অনেক ভাল রোবট।

Meeralamin
2014-09-18, 08:11 AM
আসলে ট্রেড মার্কেটে নিজের চেয়ে ভালো রোবট আর দুনিয়ায় খুজে পাবেন না। এবং আমি বলি রোবট এর কোডিং বা স্ক্রিপ্ট আপনি যদি বুঝেন তাহলে ডেমোতে ব্যবহার করে দেখতে পারেন আর যদি না বোঝেন তাহলে তো ১০০% আমার মতে আপনার জন্য না। কারন আপনি নতুন ট্রেড ট পর্যন্ত জানেন এ অবস্থায় নিজের স্ট্রাটিজি ছাড়া অ্ন্য কোন কিছু কাজে লাগালে বিপদে পড়তে পারেন। তাই আমার পরমর্শ হলো নিজে ক্রিটিক্যাল এনালাইসিস করে সকল বিষয়ে ধারনা নিয়ে ট্রেড করুন আপনি সফল হবেনই। ধন্যবাদ।

fh.ratul
2014-10-31, 09:47 AM
আমি কখনও রোবট ব্যভার করি না । জানি না কীভাবে ব্যভার করতে হয়। আমি কি কয়র ঈর ব্যভার করতে পারবো?
আমাকে জানালে উপক্রিত হব। আশা করি আপনারা জানাবেন ।

basaki
2016-01-01, 09:31 AM
আমি ফরেক্স মার্কেটের একেবারেই একজন নতুন সদস্য। আর ফরেক্স মার্কেটে যে কিবাবে রোবট দিয়ে ট্রেড করতে হয় তাও জানিনা। কিন্তু অনেকের কাছে শুনেছি যে ফরেক্স মার্কেট রোবটের মাধ্যমেও ট্রেড করা জায়। কিন্তু রোবটদের কি নাম আমি কখনো পাই নাই। তাই আমি খুবই দুঃখিত যে আমি রোবটদের নাম বলেতে পারছি না।

zobairi007bd
2016-01-01, 10:47 PM
আমি মুলত কোন রোবট ব্যবহার করি না, তাছাড়া শুনেছি রোবট না বেশি দিন ভাল পারফরমেন্স দেয় না, যদি আমি ব্যবহার করিনা।
তবে রোবট বা সিগনাল চাইতে নিজের বুদ্ধিমত্তা খাটানোই উত্তম বলে মনে করি।

ShariyarSojib
2016-01-04, 11:37 PM
আসলে রোবট দিয়ে ট্রেড করার চেয়ে নিজে ফরেক্স শিখে ট্রেড করা উচিত আর ভালোও কারন রোবট সবসময় কমান্ড মেনে কাজ করে আর কমান্ড দিতেও দক্ষ হতে হয় এবং এর সাক্সেস রেট ও কম

yasir arafat
2016-04-03, 08:35 PM
রোবট এর নাম হলঃ

1.Forex Hacked
2.Forex Hacked Pro
3.Flex EA
4.Forex Flex EA Acct2
5.Forex Hacked Pro
5.Forex Hacked Pro
6.Forex Hacked Pro
7.Mt4-11320231
8.Forex Flex EA Real2 ForexFBI
9.Million Dollar Pips+
10.Forex Striker
11.Mega Droid

Wallstreet Robot
Fap Turbo-
Pipjet

maziz6989
2016-07-23, 09:40 AM
আসলে ফরেক্স মার্কেট এ রোবটের কোন শেষ নেই। আপনি গুগলে সার্চ দিন হাজার হাজার ফ্রি রোবট পাবেন। তবে আমি রোবট দিয়ে ট্রেড এর ঘোর বিরোধী। কেননা যদি রোবট দিয়ে হিউজ প্রফিট করাই সম্ভব হত তবে কেন সেই রোবট ওয়াল তার রোবট বিক্রির ধান্দা করতে চাইবে। কেন ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করে দিবে।

Sahed
2016-07-23, 11:14 AM
ভাই আপনি যেহেতু একজন নতুন ট্রেডার তাই আমি বলব রোবট ট্রেডিং করা থেকে আপনি বিরত তাকুন । রোবট মানুষেরই তৈরি একটি প্রোগ্রাম মাত্র যা একটি নির্দিষ্ট কমান্ডের উপর কাজ করে । তাছাড়া *আপনি রোবট ট্রেডিং করতে হলে আপনার মিনিমাম ৫০০০ ডিপোজিট দরকার বলে আমি মনে করি । তাই এই চিন্তা বাদ দিয়ে নিজে নিজে ট্রেডিং করা শিখ*ুন ।