PDA

View Full Version : কোন টা বেশে সুবিধা জনক



sazzat985
2014-09-14, 03:29 PM
ফরেক্স মার্কেটে বিভিন্নভাবে ট্রেড করা যায়-
১। আপনি নিজেই ট্রেড করতে পারেন।
২।আপনি অন্যকে দিয়ে ট্রেড করাতে পারেন।
এর মধ্যে কোন টা ভার পদ্ধতি।

islamshafiul87
2014-09-14, 03:50 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি নিজেই ট্রেড করা উত্তম। ট্রেড করার আগে আপনাকে অব্যশই ছয় মাস ডেমো ট্রেড করতে হবে।

Msjmoni
2014-10-05, 10:32 AM
হ্যা, ফরেক্স মার্কেটে নিজে, অপর কোন ব্যাক্তিকে বা রোবট দিয়ে ট্রেড করা যায়। তবে আমার মতে নিজে করা ভালো কারন এতে নিজের ট্রেডিং দক্ষতা বাড়ে। ধন্যবাদ।

monoronjan
2014-10-05, 10:47 AM
ফরেক্স বিজনেসে সব থেকে ভাল পদ্ধতি হল নিজে ট্রেড করা এতে নিজের দক্ষতা বাড়ে । আর নিজে বেশি নিভরশীল হতে পারবেন নিজের ট্রেড এর উপর।

mdeamran112
2014-10-08, 12:17 AM
আপনি অন্তত ছয় মাস ডেমো ট্রেড করেন, তারপরে কাজে নামেন আশা করি আপনি ট্রেড করতে গেলে সমস্যায় পড়বে না, লসয়ের মান টা কমে থাকবে।।।।।

HELPINGHAND
2015-04-22, 11:21 PM
আমার মতে আপনি নিজে আপনার হয়ে ট্রেড করা টা ভাল হবে। কারন আপনি আপনার রিস্ক নেয়ার সামর্থ্য অনুযায়ী ট্রেড ওপেন এবং ক্লোজ করতে পারবেন।

shimulmoni
2015-04-28, 03:07 PM
ভাই আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল। ধন্যবাদ।

nizam
2015-04-28, 03:21 PM
নিজে যেনে কিবা শিখে কোন কাজ করার পরও যদিও তাতে হেরে যাই তারপর তাতে একটা আন্দন থাকে , আর থাকে একটা অন্য রকম প্রাপ্তি। অপর দিকে কিছু শিখে সেটা কাজে না লাগিয়ে কিবা না জেনে অন্য কাও কে দিয়ে সেটা করালে ভালো প্রাপ্তি কখনও আসে না। কিছু একটা সমস্যা রয়ে যায়। এটা থেকে ক্ষনিকের জন্য ভালো কিছু পেলো ও পরে তা নিয়ে বিপদে পড়তে হয়। তাই আমি মনে করি নিজে একটু বুঝে কষ্ট করে শিখে ফরেক্স নিজে নিজে ই করা উত্তম। এতে নিজের মেধা শক্তি ও বাড়ে।

mdfarhan
2015-04-28, 06:52 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমি মনে করি যে আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি মানিম্যানেজম্যান্ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি। আমি এই দিকটান ফ্লো করি আর আপনি যদি চান তাহলে এই দাকটাই ফ্লো করতে পারেন।

TselimRezaa
2015-04-28, 07:31 PM
কিছু শিখে সেটা কাজে না লাগিয়ে কিবা না জেনে অন্য কাও কে দিয়ে সেটা করালে ভালো প্রাপ্তি কখনও আসে না। কিছু একটা সমস্যা রয়ে যায়। এটা থেকে ক্ষনিকের জন্য ভালো কিছু পেলো ও পরে তা নিয়ে বিপদে পড়তে হয়। তাই আমি মনে করি নিজে একটু বুঝে কষ্ট করে শিখে ফরেক্স নিজে নিজে ই করা উত্তম। এতে নিজের মেধা শক্তি ও বাড়ে।

shapan
2015-04-28, 08:25 PM
অবশ্যই নিজে নিজে ট্রেড করতে হবে। তবে নিজে ট্রেড শুরু করার আগে অন্তত ছয় মাস ডেমো ট্রেড করতে হবে তারপর রিয়েল ট্রেড শুরু করতে হবে। তা নাহলে লস করতে পারেন।

pallabbd
2015-05-03, 09:41 PM
আপনি ইচ্ছে করলে দুটোই করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে ভাল আপনি নিজেই ট্রেড করা। কারণ, আপনি নিজেই ট্রেড করলে আপনি মার্কেট সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এমনকি আপনি একদিন না একদিন প্রচুর প্রফিট করতে পারবেন এটাই স্বাভাবিক। এজন্য আপনি নিজেই ট্রেড করার চেষ্টা করুন। ধন্যবাদ

abdullahsajib
2015-05-04, 10:22 AM
ফরেক্স মার্কেট যেহেতু একটি সাধীন ব্যবসা তো এখানে আপনি নিজে নিজেই ট্রেড বা ব্যবসা করতে পারেন আপিনি কারও কাছে দায়ি থাকবেন না তো এখানে আপনি লস করলেও আপনাকে কারও কাছে কৈফিয়ত দিতে হবে না । তা ছাড়া আপনি রিক্স ফ্রি মাকেৃট করতে চাইলে রোবট ব্যবহার করতে পারেন ্

banna
2015-05-04, 04:15 PM
ফরেক্স মার্কেটে অবশ্যই নিজে ট্রেড করা ভাল। কারন অন্যকে দিয়ে ট্রেড করালে সে লাভ ও করতে পারে আবার লস ও করতে পারে। আর আপনি জদি নিজে ভালভাবে ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন। অন্য কাউকে দিয়ে ট্রেড করালেই যদি ফরেক্স মার্কেটে সফল হওয়া যেত তাহলে আর ফরেক্স সম্পর্কে ভালভাবে জানার কোন দরকার হত না। তাই ফরেক্স মার্কেটে আপনি সফলতা চাইলে নিজেই ভালভাবে ফরেক্স শিখে ট্রেড শুরু করুন।

amitbd
2015-05-04, 05:26 PM
আমার কাছে সব থেকে ভাল পদ্ধতি হল , নিজে ভাল করে ফরেক্স শিখে তার পর ট্রেড করা এবং এতে করে আপনার জন্য যেমন ভাল হবে তেমনি অন্য উপর নিরভরশীল হওয়া লাগবে না ,েআজকে আপনি যদি কাজ না শেখেন তাহলে যার মাধ্যমেই কাজ করেন না কেন পরে এর জালা আপনার কাছে ভাল লাগবে না তখন মনে হবে নিজেই কাজ শেখা ভাল ছিল ।তাই আগে থেকে কাজে নেমে কাজ শিখুন ।

Bijoysingh
2015-05-04, 05:49 PM
কোন কিছু শিখে তা কাজে না লাগালে সেই বিষয়টা একেবারে ব্যর্থ । আর একটি বিষয়ে কাজ করতে হলে সে বিষয়ে জানা আবশ্যক । তাই ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে জানতে হবে । আমি মনে করি ফরেক্সে ভালো প্রাপ্তির নিজে শিখে সময় দিয়ে ফরেক্সে কাজ করা । কোন কিছু করতে গেলে অবশ্যই সেই সম্পর্কে জানতে হয়, বুঝতে হয় । তার পর কাজ করলে সেই কাজে ভালো ফল পাও্য়া যায় । তাই এটাই বলবো যে কষ্ট করে ফরেক্স সম্পর্কে জেনে নিজেই কাজ করা উত্তম ।

jjamin84
2015-05-04, 10:09 PM
আমি মনে করি পর-নির্ভশীল না হয়ে ফরেক্স মার্কেটে নিজে ট্রেড করাটাই উত্তম। নিজে ট্রেড করলে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়বে।ফরেক্স সম্পর্কে জানা এবং বুঝা সহজ হবে।

Shimanto754
2015-05-11, 03:52 PM
নিজের ট্রেড নিজে করাই ভালো।প্রবাদে রয়েছে -নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো তা অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ায় ভালো নয়।আপনি নিজে যত দুর্বল ট্রেডারই হন না কেন কিছু তো পারেন।নইলে ট্রেড করতে আসলেন কেন।আর তাছাড়াও অন্যকে দিয়ে ট্রেড করিয়ে যদি লস হয় তখন খুব খারাপ লাগে।তাই বলবো সবসময়ই নিজের বুদ্ধিতে নিজে নিজে ট্রেড করা অনেক সুবিধাজনক।

BD ONLINE
2015-09-08, 07:59 PM
একবার না পারিলে দেখ শত বার। এ কথার উপর ভিত্তি করে আপনাকে ফরেক্স করতে হবে। ফরেক্স মার্কেটে কখনোই অন্যের উপর নির্ভর করা ঠিক নয়। হোক না সে যতই সফল ট্রেডার। কথায় আছে, নিজের বুদ্ধিতে মরাও ভাল। তাই আপনি নিজেই ফরেক্স করুন। না পারলে নিজে প্রাকটিস করুন। ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন। মার্কেট নিয়ে এ্যানালাইসিস করুন। দেখবেন সফলতা আপনার পায়ে এসে ধরা দিবে। অন্যকে দিয়ে যদি আপনি ট্রেড করান- তাহলে কখনোই আপনি ট্রেডার হতে পারবেন না।

santo
2015-09-11, 01:35 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে বেশি সুবিদাজনক হয় ফরেক্স মার্কেটে যখন ট্রেড করতে বস্তে হয় তখন দরকার হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় মার্কেট অনেক ভালো করে এনালাইসিস করে দেখে তারপর ফরেক্স ট্রেড ওপেন করতে হবে ।

M M RABIUL ISLAM
2015-11-22, 07:36 PM
আমার মতে আপনি মানিম্যানেজম্যান্ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি। আমি এই দিকটান ফ্লো করি আর আপনি যদি চান তাহলে এই দাকটাই ফ্লো করতে পারেন।

hasan019
2015-11-22, 09:38 PM
আমি মনে করি নিজেই ট্রেড করা উত্তম কেননা তাহলে লাভ বা লস জাই হোক না কেন একটা সান্তনা থাকবে যে আমার কারনে লস হইছে। আর আরকজন এর দারা লস হলে মনে হইতে পারে সে ইচ্ছা কইরা লস করাইছে।

palash
2015-11-22, 11:04 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে নিজেই ট্রেড করা উত্তম।ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমি মনে করি যে আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি মানিম্যানেজম্যান্ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি।

amdad123
2015-11-22, 11:51 PM
এখানে সহজ উত্তর আপনি ফরেক্সে ব্যবসা করবেন ? তাহলে নিজেই শিখে ব্যবসা করুন । কেননা অন্যকে দিয়ে ব্যবসা করানো, আর অন্ধকারে ডিল ছোরা একই কথা । যেখানে লাভ লস সম্পর্কে আপনি জানেনিনা সেখানে আপনি লাভের আশায় একজনকে দিয়ে ট্রেড করালে তার প্রতি আপনার সন্দেহ তৈরি হবে । আর এভাবে কোন ফরেক্স ব্যবসার নিয়ম নেই । তাই ব্যবসা করতে হলে আগে নিজে শিখে ব্যবসা তারপর ব্যবসা করেন ।

mukter
2015-11-23, 12:14 AM
এখানে সহজ উত্তর আপনি ফরেক্সে ব্যবসা করবেন ? তাহলে নিজেই শিখে ব্যবসা করুন । কেননা অন্যকে দিয়ে ব্যবসা করানো, আর অন্ধকারে ডিল ছোরা একই কথা । যেখানে লাভ লস সম্পর্কে আপনি জানেনিনা সেখানে আপনি লাভের আশায় একজনকে দিয়ে ট্রেড করালে তার প্রতি আপনার সন্দেহ তৈরি হবে । আর এভাবে কোন ফরেক্স ব্যবসার নিয়ম নেই । তাই ব্যবসা করতে হলে আগে নিজে শিখে ব্যবসা তারপর ব্যবসা করেন ।

Mintuhossen93
2015-11-23, 03:41 AM
আমি মনে করি অন্যকে দিয়ে ট্রেড করানোর মধ্যে নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার যোগ্যতা কখনই যাচাই করা সম্ভাব নয় সেই কারনে নিজেরই ট্রেড করাটা সবচেয়ে বেশি ভাল। কারন আপনি আপনার নিজের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে যদি খারাপও করেন সেক্ষেত্রে আপনার নিজের কাছে একটি সান্তনা থাকে যে আপনি নিজেই ট্রেড করে লস করেছেন কিন্তু অন্যকে দিয়ে ট্রেড করালে অাপনার মনে লসের পর নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে।

iqbalearth
2015-11-23, 09:55 AM
ভাই আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল। ধন্যবাদ।

mzkhanom
2015-11-23, 10:24 AM
ফরেক্স শিখে নিয়ে প্রথমে ট্রেড করতে হয়। ব্যবসা সব সময় নিজে করা উচিত । কারন লাভ হলেও আমার লস হলেও আমার তাই নিজের কাজ নিজে করা ভাল ।

abu
2015-11-23, 10:36 AM
নিজে শিখে কাজ করার প্রটি একটি আলাদা মজা। কিন্তু অন্যের উপর নির্ভর কোন কাজ করলে সে কাজের সার্থকতা নেয়। নিজে শিখে জ্ঞান অর্জন করতে পারলে সে বেশি উপকারী। কেননা যে কোন সময় এটা কাজে লাগতে পারে। তাই আমি মনে করি অন্যের উপর নির্ভর না করে নিজে কাজ করলে সেটা ভাল হয়।

Ekram
2015-11-23, 10:44 AM
ফরেক্স মার্কেটে বিভিন্নভাবে ট্রেড করা যায়-
১। আপনি নিজেই ট্রেড করতে পারেন।
২।আপনি অন্যকে দিয়ে ট্রেড করাতে পারেন।
এর মধ্যে কোন টা ভার পদ্ধতি।

ফরেক্স মার্কেটে নিজে ট্রেড করা্ সর্বোত্তম বলে আমার মনে হয় ৤ কারন নিজে ট্রেড করলে অনেক কিছু শিখতে পারব আর অন্যকে দিয়ে ট্র্রেড করালে কিছুই শিখতে পারবনা ৤ নিজে ট্রেড করলে আত্মবিশ্বাস ও অনেক বাড়বে ৤ নিজে ট্রেড করলে লস করলে ও নিজের আবার লাভ করলেও নিজেই করব ৤ একটা আত্মতৃপ্তি ও থাকবে ৤ নয় কি?

sharifulbaf
2015-12-27, 06:47 PM
ফরেক্স মার্কেট এ। ট্রেডিং করার জন্য ভাল হল নিজে ট্রেড করা,অন্যকে দিয়ে ট্রেড করা উচিৎ নয়,অপরে যদি আপনার ব্যালেন্স লস দেয় তাহলে আপনার অনেক খারাপ লাগবে,যদি নিজে ট্রেড করে লস দেন তাহলে তেমন খারাপ লাগবেনা,তাতে আপনার ট্রেডিং দক্ষতা বারবে।

basaki
2015-12-27, 06:55 PM
আগে নিজে হাটতে শিখুন পরে অন্যকে। আপনি যদি অন্য একজনের উপর নির্ভন হন তাহলে কাজটা ভাল হবে না। আর যদি আপনি আপনার কাজটা নিজেই করেন তাহলে অনেক ভাল হবে। তাই আমি মনে করি ফরেক্স নিজে নিজে করাই অনেক ভাল।

Marufa
2015-12-27, 07:02 PM
ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে হলে নিজের ওপর নির্ভর করা ছাড়া অন্য কোন উপায় নেই । আপনি অনেক কিছুই অনুসরন করতে পারেন যেমন সিগন্যাল, পাম একাউন্ট, রোবট । শেষ পযর্ন্ত দেখবেন নিজের পদ্ধতিটাই বেস্ট ।

Selim BU
2015-12-27, 08:03 PM
অবশ্যই নিজে নিজে ট্রেড করা ভালো। অন্যকে দিয়ে ট্রেড করার মাঝে কোনো সার্থকতা নেই, কোনো লাভও নেই। কারন আপনি যদি নিজেই কিছু শিখতে না পারেন তবে আপনি লাইফে কি করবেন। আপনি যদি নিজে নিজে ট্রেড করেন তবে একদিন না একদিন দক্ষ হয়ে উঠবেনই।

MotinFX
2015-12-27, 09:00 PM
ফরেক্স মার্কেটে দুই ভাবে ট্রেড করা যায় নিজে ট্রেড করা যায় এবং অন্য কে দিয়ে ট্রেড করা যায় আমার মনে হয় নিজে নিজে ট্রেড করা ভাল কারন নিজে লস করলে মনকে বুঝানো যায় কিন্তু কারো মাধ্যমে লস হলে খুব খারাফ লাগে। আমি শেয়ার মার্কেটে অন্যকে দিয়ে ট্রেড করে লস করছি যা মানতে খুব কস্ট হয়েছে।

force22
2016-03-14, 08:27 PM
আমার মতে ফরেক্স মারকেটে নিজে নিজে ট্রেড করা সবচেয়ে ওত্তম।আরেকজনকে দিয়ে ট্রেড করালে,এতে আপনার হয় তো বেশি টাকা আসতে পারে,কিন্তু আপনি তো কিছু শিখতে পারলেন না।

Realifat
2016-03-14, 08:44 PM
আমার মতে নিজে ট্রেড করাটটা বেশি ভালো পদ্ধতি।কারন কেউ যদি আপনাকে ট্রেড করে দেবে তবে সে নিজে কি করবে। আসলে নিজে যে ভালো ট্রেড করতে পারে সে কখনও অন্যকে ট্রেড করে দিতে চায়না।এজন্য সবসময়ই ফরেক্সে নিজের টাকা দিয়ে নিজে ট্রেড করা ভালো। এতে নিজের বুদ্ধিতে নিজে গড়ে ওঠা সম্ভব হতে পারে।

pipshunter
2016-03-14, 09:15 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করার চাইতে নিজে ট্রেড করা বেশি সুবিধা জনক।কারন রোবট ব্যবহার অনেক ব্যয় সাপেক্ষ তাছারা নিজে ফরেক্স করলে ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা বারবে।

Green191
2016-03-15, 01:18 AM
আমি ম্নে ক্রি ফ্রেকসে ভাল ভাবে নিজেকে দক্ষ ক্রে গড়ে তুলতে হ্লে আপ্নাকে অবশ্যইব ডেমো ট্রেড ক্রতে হবে ।ডেমো ট্রেড এ ভাল ক্রতে এ পারলে রিয়াল ট্রেড এ আবশ্য ই ভাল কিছু ক্রতে পারবে।

rahmot255
2016-03-15, 07:42 AM
আমি বলব আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।

Chor01
2016-03-15, 12:17 PM
আপনি চাইলে অনেক কিছু করতে প্পপারে ফরেক্স মার্কেট থেকে তবে আমি এই মুহূর্তে সুদু একটা বিসয় নিয়ে আলচনা করব আর তা হল ট্রেড সম্পর্কে । আপনি যদি নিজে ট্রেড করেন তাহলে অনেক সুবিদা পাবেন আর তা হল আপনি নিজের জন্য অঞ্জেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এতে আপনার লাভ ও লস সম্পর্কে অনেক ধারনা হবে । পরবরতিতে আপনার অনেক উপকার হবে ।

syed_rana
2016-03-15, 04:34 PM
ফরেক্স ট্রেডিং টা ভালো করে শিখে নিজেই ট্রেড শুরু করা উচিৎ,অন্যের উপর নির্ভরশীল হওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়,মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় একমাত্র ভয় থেকেই ।তাই ভয় থেকে রেহাই পেতে নিজেই ট্রেড করুন ফলাফল যাই আসুক না কেন । এতে আপনার ট্রেডিং দক্ষতা বাড়বে এবং একসময় খুব ভাল প্রফিট করতে পারবেন ।

fatemaakhter
2016-03-15, 05:00 PM
আমি অন্ধ অনুসরন ও অনুকরন সাপোর্ট করি না ।কিন্তু যারা এ পৃথিবীতে কঠোর জ্ঞান -সাধনা এবং অক্লান্ত পরিশ্রম করে সাফল্যের বিজয়মালা পরেছেন তাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ।আমরা যদি তাদেরকে আইডল মেনে সামনের দিকে এগিয়ে যাই ,মনে হয় সেটা আমার জন্য খারাপ হবে না ।আর তাই আমরা নিজেই ট্রেড দেয়া শিখব ।এতে আমাদেরই মঙ্গল হবে ।

Sahed
2016-07-22, 09:47 PM
আমি মনে করি মার্কেটে আপনাকে নিজেই ট্রেড করা ভাল । মার্কেটে যদি আপনি লসও করেন তাহলে একদিন না একদিন আপনি মার্কেটে অভিজ্ঞ হয়ে উটতে পারবেন । আর যদি আপনি অন্য কাউকে দিয়ে মার্কেটে ট্রেড করান তাহলে আপনি মার্কেট সম্পর্কে অজ্ঞ থেকেই গেলেন । তাই নিজেই মার্কেটে ট্রেড করা উচিত বলে অামি মনে করি ।

rafiqulfx1
2016-07-23, 02:15 AM
আমার মনে হয় আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।

dipankarsingh445
2016-09-01, 03:09 AM
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য অন্য কারর উপর কখনই নির্ভরশীল হওয়া উচিত নয় অর্থাত নিজে ট্রেড না করে অন্য কাউকে দিয়ে ট্রেড করানোটা একেবারেই ভূল হবে কারন আপনার ট্রেডিং কেৌশল এবং জ্ঞান নিশ্চই তার থেকে ভিন্ন হবে সেই কারনে সব সময় নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে ট্রেডিংয়ের জন্য পারফেক্ট করে গড়ে তোলা উচিত।

MD ALAMIN ARIF
2016-09-05, 11:52 PM
ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।

currency
2016-09-06, 12:06 AM
আমার মনে হয় ফরেক্স বিজনেসে সব থেকে ভাল পদ্ধতি হল নিজে ট্রেড করা এতে নিজের দক্ষতা বাড়ে । আর নিজে বেশি নিভরশীল হতে পারবেন নিজের ট্রেড এর উপর।তাছাড়া অন্যের উপর নিরভরশীল হয়ে ট্রেড করা ঠিক নয় এতে করে আপনি অনেক লসের সমমুখী হতে পারেন।

Challange
2016-09-06, 12:16 AM
নিজের কাজ নিজে করলে যতটুকু আন্তরিকতা দিয়ে করা হয় সেটা দ্বিতীয় কাউকে দ্বারা আশা করা যায় না । এ ক্ষেত্রে নিজের কাজ দ্বিতীয় কাউকে দিলে কোন না কোন সমস্য রয়েই যায় । বিশেষ করে ফরেক্স এর মত জিনিসগুলো নিজেরটা নিজে করাই ভাল । নিজের দক্ষতা এতে আরো বেশি বৃদ্ধি পাবে এবং অভিজ্ঞতার ঝুলি অনেক বেশি পরিমানে সমৃদ্ধে হতে থাকবে ।

Shimul77
2016-09-06, 12:24 AM
আমি মনে নিজে ট্রেড করা বেশি ভাল।কারন আপনি কেন অন্যের উপর নির্ভরশীল হবেন। প্রথেমে আপনার উচিত অন্তত ৫ ৬ মাস ডেমো অনুশীলন করা তারপর আপনার রিয়েল ট্রেড শুরু করা।

RUBEL MIAH
2016-12-12, 07:09 AM
নিজে ট্রেড করলেই সব চাইতে লাভ বেশী । আমরা যদি বুঝে শুনে নিজেদের ট্রেড নিজেরা করতে পারি তাহলেই লাভবান হতে পারব । অতএব আমরা আগে যোগ্যতা অর্জন করার চেষ্টা রকব তারপর আমরা নিজেদের মত নিজেরা ট্রেড করে লাভবান হতে পারব । সুতরাং অন্যের দ্বারা ট্রেড করলে কোন প্রকার লাভ হবে না ।

uzzal05
2016-12-12, 10:06 AM
ফরেক্স মার্কেট এ অন্যর সাহায্য ট্রেড করা আমি মোটেই পছন্দ করি না। অন্যর সিগ্নাল দেখে ট্রেড করাও আমি পছন্দ করি না। আপনি নিজেই ট্রেড করা শিখুন। তা না হলে ফরেক্স করে লাভ নেই। কারন আপনি যখন মার্কেট মুভ করে তখন কিছুই বুঝতে পারবেন না।

ONLINE IT
2016-12-12, 06:46 PM
ফরেক্স মার্কেটে নিজের ট্রেড নিজে করাই উত্তম। কেননা আপনার নিজের ইনভেষ্ট এর প্রতি আপনার যতটা মায়া থাকবে অন্য আর একজন এর তত মায়া থাকবে না। তারা আপনার ইনভেষ্টকে ডেমোর মত ব্যবহার করতে চাইবে। কেননা যদি লস হয় তাতে তার কোন ক্ষতি হবে না। আর লাভ হলে তার ভাগ সে পাবে। তাই সে বেশি রিক্স নিয়ে ট্রেড করবে। তাই নিজের ট্রেড নিজে করাই ভাল।

Competitor
2016-12-12, 07:47 PM
নিজে শিখে নিজেই ট্রেড করাটা সবচেয়ে বেশি পরিমাণে ইফেক্টিভ একটা ব্যাপার । কেননা অাপনি যদি দ্বিতীয় কারো দ্বারা ট্রেড করান এ ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে । যেমন আপনি অনেক বেশি পরিমাণে হতাশা ভোগ করবেন । আবার বিশ্বস্ত সঙ্গি না পেলে আর্থিক হয়রানি শিকার হয় এমন ট্রেডারের সংখ্যা নেহায়ত কম নয় । তাই নিজের ট্রেডিং এর উপর বিশ্বাস স্থাপন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ্

vampire
2016-12-12, 08:02 PM
ভাই আমার মতে নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভাল।তাই নিজে ট্রেড করাই ভাল।আপনার ট্রেডটি ভুল যাক তারপরো নিজে ট্রেড করা ভাল বলে মনে করি।আপনার ট্রেডটি ভুল হক কিন্তু আস্তে আস্তে তো আপনি দক্ষ ট্রেডার হতে পারবেন।

nazib72
2016-12-12, 09:18 PM
ফরেক্স ট্রেড এর জন্য আমি মনে করি নিজে ট্রেড করা ভালো, কারন ফরেক্স এ সামান্য ভুলের কারনে অনেক বড় ক্ষতি হতে পারে ।তবে ট্রেডার যদি ফরেক্স এ প্রতিষ্ঠিত হতে পারে এবং নিজের সিধান্ত মত অন্যকে দিয়ে কাজ করাতে পারে আর ট্রেডার এর বিশ্বস্ত হয় তবে ট্রেডার চাইলে অন্যকে দিয়ে ট্রেড করাতে পারেন।

Skfarid
2016-12-12, 11:49 PM
ফরেক্স ট্রেড করতে হলে প্রচুর অিভজ্ঞতার ও দক্ষতার প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে নিজে ট্রেড করাই ভাল। আর যদি আপনার সময় ও দক্ষতা না থাকে টাকা থাকে তাহলে আপনি আপনার ব্যাবসা একজন দক্ষ ট্রেডার দিয়ে চালাতে পারেন এটি আপনার ঐ ব্যাক্তি দুই জন এর জন্যই ভাল।তবে সব চেয়ে বেশি ভাল নিজে ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে নেজের ট্রেড নিজের মত করে করা ভাল।

uzzal05
2016-12-13, 10:33 AM
ফরেক্স মার্কেট এ আপনি সিগ্নলা দেখে ট্রেড করা বাদ দিবেন যদি ফলো করে থাকেন। যদি পারেন আপনি এনালিসিস বুঝে থাকেন তাহলে আপনার জন্য ভালো। কিন্তু আপনি যদি অন্ধভাবে অন্য আরেকজনের সিগ্নাল ফলো করে থাওলে ফরেক্স এ কোন্দিন উন্নতি করতে পারবেন না।

eshahid
2016-12-13, 11:06 AM
আমি মনে করি ফরেক্স থেকে আয় করে যেহেতু নিজের জীবিকা নির্বাহ করা হবে তাই নিজের একাউন্ট এ নিজে ট্রেড করাই ভাল। আপনি যদি নিজের একাউন্ট এ নিজে নিজে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স এ দক্ষ ট্রেডার হতে পারবেন। আর একজন দক্ষ ট্রেডার ফরেক্স থেকে নিশ্চিত প্রফিট করতে পারে । তাই আমার মত আপনি নিজে নিজে ট্রডি ওপেন করে ফরেক্স এ দক্ষ হন।

riponinsta
2016-12-13, 11:17 AM
আমি মনে করি নিজে টেড করা সব চাইতে ভাল আপনি নিজে টেড করলে অনেক কিছু শিখতে পারবেন । ধরুন আপনি জাকে দিয়ে ফরেক্স মার্কেট এ টেড করালেন সে ভাল টেড করে লাভ ও করে অনেক কিছু দিন পর সে অন্য কথাও চলে গেল তখন আপনি কি করবেন । তখন আপনি ত আর টেড করতে পারেন না তাই আপনাকে তখন বসে থাকতে হবে । তাই ভাল হয় নিজে টেড করা ।

Rony Hassan
2016-12-13, 11:23 AM
নিজের কাজ নিজে করা ভাল । আপনি যদি ফরেক্সে হতে দ্রিঘ্য মেয়াদী কিছু পেতে চান তবে আপনাকেই ফরেক্স শেখা উচিত । অন্যের মাথার উপর কতটুকো নির্ভর করা যায। আজ হয়ত সে আপনার অনুগত কাল নাও থাকতে পারে আর যাকে দিয়ে করাবেন তার যখন ব্যালান্স হবে অভিজ্ঞতা হবে তখন সে আপনার কথা মত নাও চলতে পারে তাই পরের ভাবনা আগেই ভেবে নিজের শিখে ট্রেড করা ভাল। নিজের অাত্তবিশ্বস ও অভিজ্ঞাতা দুটোই বাডাতে পারবেন।

Eefatali
2017-01-27, 08:09 PM
নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কিন্তু অন্যের বুদি্ধিতে ঠাকুর হওয়াও ভালো না- এই প্রবাদ বাক্য যারা জানেন তারা বুঝতে পেরেছেন।ফরেক্স মার্কেটে নিজের বুদ্ধিতে নিজেই ট্রেড করে লাভ কা লস করাটা অনেক ভালো। তাই অন্যের দ্বারা ট্রেড না করি্রযে বা অন্যের সিগনাল না ফলো করে নিজের মতো করে কিছু করার চেষ্টা করুন।

Peace
2017-01-27, 08:14 PM
নিজের ট্রেড নিজে করাই সবচেয়ে ভাল পদ্ধতি। আপনি ফরেক্সে ভাল করে শিখে নিন। তারপর নিজের ট্রেড নিজেই করুন। আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন। ভাল করতে পারবেন। অন্যকে দিয়ে ট্রেড করালে আপনি কখনো নিজে শিখতে পারবেন না। আর ফরেক্সের মজাটাও পাবেন না। তাই নিজে শিখে নিজের মত করে ট্রেড করুন তাহলে ভাল কিছু করতে পারবেন। সবকাজে বেশি সুবিধা খোজা ভাল না। কিছহু কাজ নিজেও করা লাগে। সব কাজ অন্যকে দিয়ে করানো যায় না।

asik
2017-01-28, 08:36 PM
ভাই আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল। ধন্যবাদ।

tumtumtum
2017-01-28, 10:24 PM
আমি মনে করি নিজে ট্রেড করা ভাল কারন আপনি যখন নিজে ট্রেড করবেন তখন আপনার ট্রেড সম্পকে ভাল ধারনা হবে আপনি ট্রেড শিখতে পারবেন। আপনি যখন অন্নের দিয়ে ট্রেড করাবেন তখন আপনি নিজে তো কখনও ট্রেড শিখতে পারবেন না তাছারা অন্য ট্রেডার যদি লস বা লাভ করে আতে আপনার কোন ট্রেড শেখা হবে না।

Fxaziz
2017-01-29, 08:44 AM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ নিজে নিজে ট্রেড করাই সব থেকে ভালো।এতে আপনি সবসময় ট্রেড করতে পারবেন।আপনি যদি অন্যকে দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করার তাহলে আপনি তেমন আয় করতে পারবেন না।তাই নিজে নিজে ট্রেড করেন ভালো হবে।আবার আপনি চাইলে রোবট বা কার সিগন্যাল অনুস্মরণ করেও ট্রেড করতে পারবেন।তবে এই ক্ষেত্রে আপনাকে রোবট কিনতে হবে।তার জন্য আবার লাগবে পূঁজি।তাই এগুলা বাদ দিয়ে নিজেই ট্রেড করুন।

nbfx
2017-02-10, 10:26 PM
নিজে ট্রেড করা অনেক ভাল । ডেমো চর্চা করতে থাকলে ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়বে। আর ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার অনেক মূল্য। একসময় যখন ফরেক্স আপনার সম্পূর্ণ আয়ত্বে চলে আসবে তখন পৃথিবীর কোন চাকরী আপনার ভাল লাগবে না। কারন ফরেক্স হলো স্বাধীন ব্যবসা। অন্যকে দিয়ে ফরেক্স করানো যায় সেখান থেকে শুধু লাভ পাবেন আপনার ফরেক্স শিখা হবে না। আপনার হাতে সময় না থাকলে অন্যকে দিয়েও ফরেক্স করাতে পারেন।

ucall
2017-02-10, 10:55 PM
আমি বলবো ফরেক্স মার্কেটে অবশ্যই নিজে ট্রেড করা ভাল। কারন অন্যকে দিয়ে ট্রেড করালে সে লাভ ও করতে পারে আবার লস ও করতে পারে। আর আপনি জদি নিজে ভালভাবে ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন। অন্য কাউকে দিয়ে ট্রেড করালেই যদি ফরেক্স মার্কেটে সফল হওয়া যেত তাহলে আর ফরেক্স সম্পর্কে ভালভাবে জানার কোন দরকার হত না। তাই ফরেক্স মার্কেটে আপনি সফলতা চাইলে নিজেই ভালভাবে ফরেক্স শিখে ট্রেড শুরু করুন।

lemon777
2017-02-15, 06:01 PM
আমি মনে করি নিজে যেনে কিবা শিখে কোন কাজ করার পরও যদিও তাতে হেরে যাই তারপর তাতে একটা আন্দন থাকে , আর থাকে একটা অন্য রকম প্রাপ্তি। অপর দিকে কিছু শিখে সেটা কাজে না লাগিয়ে কিবা না জেনে অন্য কাও কে দিয়ে সেটা করালে ভালো প্রাপ্তি কখনও আসে না। কিছু একটা সমস্যা রয়ে যায়। এটা থেকে ক্ষনিকের জন্য ভালো কিছু পেলো ও পরে তা নিয়ে বিপদে পড়তে হয়। তাই আমি মনে করি নিজে একটু বুঝে কষ্ট করে শিখে ফরেক্স নিজে নিজে ই করা উত্তম। এতে নিজের মেধা শক্তি ও বাড়ে।

uzzal05
2017-06-19, 10:02 PM
ফরেক্স মার্কেট এ আসলে নিজে ট্রেড করতে না পারলে কিছু করা যায় না। অন্যর উপর এনালাইসিস দেখে সি ট্রেড নেওয়া সম্ভব হয় না। কারন আপনি যখন মার্কেট এ থাকবেন তখন ট্রেড করা উচিত। আর সঠিক সময়ে ট্রেড করতে পারলে লাভ নিশ্চিত করা যায়।

Puja Roy
2017-06-19, 10:28 PM
কারো দারা ট্রেড করানোর থেকে ফরেক্স মার্কেট এ নিজে ট্রেড করা ভাল। এতে আপনি ট্রেড এ অনেক অভিজ্ঞ হতে পারবেন যা আপনাকে সারাজীবন সুফল বয়ে এনে দিবে। তবে প্রথমে রিয়েল ট্রেড না করে ডেমো তে ট্রেড করা উচিত ৬ মাস।

01797733223
2017-12-23, 09:10 PM
ভাই এখানে নিজে ট্রেড করা বেশি ভাল ও বেশি সুবিধাজনক বলে আমি মনে করি। কারন আপনি নিজের পকেটের টাকা ইনভেস্ট করে অন্যকে দিয়েই যদি ট্রেড করাবেন তাহলে আপনার এই ব্যবসায় না আসাই বেটার। কেননা তাতে করে আপনি কিছু শিখতে ও জানতে পারবেন না। একটা পর্যায়ে গিয়ে ভবিষ্যতে আপনাদের উভয়ের মধ্যে সংঘর্স দেখা দিতে পারে। সুতরাং আপনি নিজে ট্রেড করেন এটাই ভাল কারন হল আপনি পানিতে না নামলেতো আর সাতার শিখতে পারবেন না।

Mamun13
2018-06-01, 09:41 AM
আমি বলবো- অবশ্যই নিজে ট্রেড করা সর্বাধিক উত্তম৷যেহেতু এই মার্কেটে আপনার নিজের পকেটের টাকা দিয়ে বিনিয়োগ করে ব্যবসা করতে হয় তাহলে কেন আপনি অন্যের উপর নির্ভর করবেন ? অবশ্যই নিজেকে যোগ্য করে তুলতে হবে,নিজেকে ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে,নিজেকেই ব্যবসা করতে হবে...তাহলে লাভ/লস সবই নিজের থাকবে,পরের বুদ্ধিতে ধনী হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো৷এতে মন-মানসিকতা অনেক সন্তুষ্ট থাকে৷তাই নিজের ব্যবসা নিজেকে করাই উত্তম৷এখানে সমস্যা হচ্ছে দীর্ঘ সময় ব্যয় করে অত্যন্ত ধৈর্যের সাথে ফরেক্স ট্রেড শিখতে হয়৷তবে যদি আপনি ফরেক্স ট্রেড ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি সারাজীবন নিয়মিত পর্যাপ্ত প্রফিট করতে পারবেন৷তাই বারবার বলি-নিজে ট্রেডার হওয়ার চেষ্টা করবেন৷

expkhaled
2018-06-01, 12:23 PM
নিজে যদি কিছু না বুঝেন সেই বিষয়ে কোন প্রকারের উদ্যেগ না নেয়াই বুদ্ধিমানের কাজ। কারন আপনি যদি কিছু না বুঝে ট্রেড করাতে চান অন্যকে দিয়ে সে কি করবে আপনি বুঝতে পারবেন না। নগদ টাকার ব্যবসা ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। আসলে অলস যারা বা নিজে কিছু করে ব্যবসা করতে চাননা তাদের জন্য ফরেক্স ভাল না। তারা লস করবে। আপনার যদি সত্যিকারের ট্রেডার হতে হয় অনেক সময় দিতে হবে এই মার্কেট এ এবং লেগে থাকতে হবে। যদি সেটা না পারেন ফরেক্স এ আসার কোন দরকার নাই আপনি অন্য কোন ব্যবসা করুন। তাতে আপনি লস থেকে বেচে যাবেন। কারন ফরেক্স মার্কেট এ শুধু লাভ হয় না লসও হয়। আর আমি তো দেখি লসই বেশী হয়।

martin
2018-09-10, 10:44 PM
এখানে সহজ উত্তর আপনি ফরেক্সে ব্যবসা করবেন ? তাহলে নিজেই শিখে ব্যবসা করুন । কেননা অন্যকে দিয়ে ব্যবসা করানো, আর অন্ধকারে ডিল ছোরা একই কথা । যেখানে লাভ লস সম্পর্কে আপনি জানেনিনা সেখানে আপনি লাভের আশায় একজনকে দিয়ে ট্রেড করালে তার প্রতি আপনার সন্দেহ তৈরি হবে । আর এভাবে কোন ফরেক্স ব্যবসার নিয়ম নেই । তাই ব্যবসা করতে হলে আগে নিজে শিখে ব্যবসা তারপর ব্যবসা করেন ।

al amin
2018-09-10, 11:09 PM
আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি মানিম্যানেজম্যান ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি। আমি এই দিকটান ফ্লো করি আর আপনি যদি চান তাহলে এই দাকটাই ফ্লো করতে পারেন।

sr ritu
2018-09-10, 11:47 PM
ফরেক্স মার্কেট যেহেতু একটি সাধীন ব্যবসা তো এখানে আপনি নিজে নিজেই ট্রেড বা ব্যবসা করতে পারেন আপিনি কারও কাছে দায়ি থাকবেন না তো এখানে আপনি লস করলেও আপনাকে কারও কাছে কৈফিয়ত দিতে হবে না । তা ছাড়া আপনি রিক্স ফ্রি মাকেৃট করতে চাইলে রোবট ব্যবহার করতে পারেন ্

Md_MhorroM
2018-09-11, 03:11 PM
অভিজ্ঞদের মতে অন্যকে দিয়ে ট্রেড করানোর মধ্যে নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার যোগ্যতা কখনই যাচাই করা সম্ভাব নয় সেই কারনে নিজেরই ট্রেড করাটা সবচেয়ে বেশি ভাল। কারন আপনি আপনার নিজের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে যদি খারাপও করেন সেক্ষেত্রে আপনার নিজের কাছে একটি সান্তনা থাকে যে আপনি নিজেই ট্রেড করে লস করেছেন কিন্তু অন্যকে দিয়ে ট্রেড করালে অাপনার মনে লসের পর নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে।

Mdsofizuddin
2018-11-21, 01:24 AM
নিজে শিখে কাজ করার প্রটি একটি আলাদা মজা। কিন্তু অন্যের উপর নির্ভর কোন কাজ করলে সে কাজের সার্থকতা নেয়। নিজে শিখে জ্ঞান অর্জন করতে পারলে সে বেশি উপকারী। কেননা যে কোন সময় এটা কাজে লাগতে পারে। তাই আমি মনে করি অন্যের উপর নির্ভর না করে নিজে কাজ করলে সেটা ভাল হয়।

samirarman
2019-02-02, 03:03 PM
আমি মনে করি, ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমি মনে করি যে আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি মানিম্যানেজম্যান ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি। আমি এই দিকটান ফ্লো করি আর আপনি যদি চান তাহলে এই দাকটাই ফ্লো করতে পারেন।

Grimm
2019-02-02, 03:43 PM
অন্যের উপর নির্ভরশীল থাকার চেয়ে যদি নিজে চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আপনি স্বাধীনভাবে এই ব্যবসা হতে টাকা উপার্জন করতে পারবেন। আর অন্য যে আপনাকে ভাল মুনাফা করতে সাহায্য করবে সেটার কোন নিশ্চয়তা নেই। তাই আমি মনে করি নিজের ট্রেড করাটাই বেশি সুবিধাজনক। তাছাড়া আপনি যদি নিজে নিজে ট্রেড করেন তাহলে আপনি আস্তে আস্তে আপনার ট্রেডিং এর উপর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যেটা আপনাকে ভবিষ্যতে এই ব্যবসা হতে ভাল মুনাফা করতে সাহায্য করতে পারবে।

TanjirKhandokar1994
2019-02-18, 11:22 PM
আমি মনে করি অন্যের উপর নির্ভরশীল থাকার চেয়ে যদি নিজে চেষ্টা করেন তাহলে আপনি স্বাধীনভাবে এই ব্যবসা হতে টাকা আয় করতে পারবেন। আর অন্যের উপর নির্ভর করলে সে যে আপনাকে ভাল মুনাফা করতে সাহায্য করবে সেটার কোন নিশ্চয়তা আমি মনে করি নেই । তাছাড়া আপনি যদি নিজে নিজে ট্রেড করেন তাহলে আপনি আস্তে আস্তে আপনার ট্রেডিং এর উপর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এতে করে আপনি ভবিষ্যতে এই ব্যবসা হতে ভাল মুনাফা করতে সাহায্য করতে পারবে।ধন্যবাদ

fardin
2019-03-14, 07:59 PM
আমি মনে করি নিজেই ট্রেড করা উত্তম কেননা তাহলে লাভ বা লস জাই হোক না কেন একটা সান্তনা থাকবে যে আমার কারনে লস হইছে। আর আরকজন এর দারা লস হলে মনে হইতে পারে সে ইচ্ছা কইরা লস করাইছে।

fxjaman
2019-03-14, 09:48 PM
ভাই নিজে ট্রেড করাটাই সবথেকে বেশি ভাল। এতে আপনি কিছু শিখতে পারবেন। কিন্তু অন্যকে দিয়ে এই কাজটা করা সেটা অনেক বড় ভুল হবে। কারন সে আপনাকে পরবর্তিতে সহযোগিতা নাও করতে পারে। তাই নিজে যদি ব্যবসাটা পরিচালনার দায়িত্ব নেন সেটা আপনার সবথেকে বড় পাওয়া হবে।

bdunity
2019-03-15, 02:53 PM
আমার মতে আপনাকে ভালোভাবে যেনে বুঝে নিজের মতো করে ট্রেড করে যদি আপনি হেরে ও জান তার পর ও আপনি তারপর ও আপনি একটা আনন্দ পাবেন।নিজে না জেনে অন্যকে দিয়ে কাজ করানো যাবে না।নিজে যেনে শিখে বুঝে প্রাকটিস করে কাজ করা হোল আমার মতে সুভিধাজনক।

NasirMollah739
2019-03-16, 01:10 PM
প্রকৃতপক্ষে রোবট অথবা ওপর কোন ব্যক্তিকে দিয়ে ট্রেডিং করানোর থেকে নিজেই ট্রেডিং করা উত্তম।এর সুবিধা একটাই অপর ব্যক্তি কে দিয়ে ট্রেডিং করালে তার যতটুকু দায়বদ্ধতা, থাকে তার থেকে নিজের ট্রেডিং করলে নিজের সুবিধামতো দায়বদ্ধতা গুলো আয়ত্ত আনা যায়। এতে একদিকে নিজের অভিজ্ঞতা অর্জন করা যায় সাথে সাথে প্রফিট বা লস ইত্যাদি নিজের ধারণ ক্ষমতা অনুযায়ী কম বা বেশি করা যায়। তাই আমার মতে, আমার নিজের টাকায় রিস্ক আমার যতটুকু সম্ভব ততটুকু সীমারেখার মধ্যে রেখে প্রফিট করে নিজে স্বাবলম্বী হওয়া যাবে।

Rion
2019-11-11, 11:56 AM
ফরেক্স শিখে নিয়ে প্রথমে ট্রেড করতে হয়। ব্যবসা সব সময় নিজে করা উচিত । কারন লাভ হলেও আমার লস হলেও আমার তাই নিজের কাজ নিজে করা ভাল ।

Sajedulkabirsagor
2019-11-11, 01:22 PM
ফরেক্স ট্রেডিং নিজে করাটাই সবচেয়ে বেটার। যার ফলে দিনদিন এই ট্রেডিং এর ফলে আপনার নিজের অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে। কাজেই আমি বলব নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভাল ।

ARD
2019-11-11, 04:52 PM
তবে যদি আমরা সরাসরি ফরেক্স শুরু করার সময় $ 1000 ডলার বিনিয়োগের জন্য বলি তবে এটি নতুনদেরকে নিরুৎসাহিত করতে পারে যাদের বিনিয়োগ করতে হবে না। সুতরাং আমি মনে করি কমপক্ষে আপনার ফরেক্স বিনিয়োগ শুরু করা উচিত। তবে যতটা সম্ভব ঝুঁকি হ্রাস করতে পারে এমন অনেকগুলি মূলধন গড়ে তোলার চেষ্টা করুন।

KGF
2019-11-11, 05:09 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে বেশি সুবিদাজনক হয় ফরেক্স মার্কেটে যখন ট্রেড করতে বস্তে হয় তখন দরকার হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় মার্কেট অনেক ভালো করে এনালাইসিস করে দেখে তারপর ফরেক্স ট্রেড ওপেন করতে হবে ।

Hredy
2020-02-25, 06:41 PM
ভাই আপনি ইচ্ছা করলে আপনার নামে একাউন্ট খুলে আপনি তাতে ডলার ডিপোজিট করে ভাল কোন ট্রেডারকে আপনার একাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ট্রেড করিয়ে তার থেকে প্রফিট নিতে পারেন তবে যদি আপনি ঠিক এরকম করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই ফরেক্স ট্রেড শিখতে পারবেন বা আয় করার মত দক্ষ হতে পারবেন না তাই নিজে ট্রেড করাই ভাল।

Sapna1212
2020-02-25, 07:27 PM
এই ফোরামে কাজ করার অনেক সুবিধা রয়েছে তাই আমরা যদি এতে কাজ করি তবে আমরা আমাদের পরিবারকে একটি ভাল উপায়ে সহায়তা করতে পারি যাতে আমাদের কাজ করা এবং আমাদের পরিবারকে সাহায্য করা এবং কাজ করে আমি প্রচুর অর্থোপার্জন করতে পারি এবং পরিবারকে সেভাবে সহায়তা করতে পারি

Rion83
2020-03-24, 11:26 PM
ফরেক্স ট্রেডিং টা ভালো করে শিখে নিজেই ট্রেড শুরু করা উচিৎ,অন্যের উপর নির্ভরশীল হওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়,মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় একমাত্র ভয় থেকেই ।তাই ভয় থেকে রেহাই পেতে নিজেই ট্রেড করুন ফলাফল যাই আসুক না কেন । এতে আপনার ট্রেডিং দক্ষতা বাড়বে এবং একসময় খুব ভাল প্রফিট করতে পারবেন ।

Jid13
2020-03-24, 11:27 PM
নিজে শিখে কাজ করার প্রটি একটি আলাদা মজা। কিন্তু অন্যের উপর নির্ভর কোন কাজ করলে সে কাজের সার্থকতা নেয়। নিজে শিখে জ্ঞান অর্জন করতে পারলে সে বেশি উপকারী। কেননা যে কোন সময় এটা কাজে লাগতে পারে। তাই আমি মনে করি অন্যের উপর নির্ভর না করে নিজে কাজ করলে সেটা ভাল হয়।

Mas26
2020-03-24, 11:29 PM
আমার মতে আপনি নিজে আপনার হয়ে ট্রেড করা টা ভাল হবে। কারন আপনি আপনার রিস্ক নেয়ার সামর্থ্য অনুযায়ী ট্রেড ওপেন এবং ক্লোজ করতে পারবেন।

Fxxx
2020-03-24, 11:29 PM
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য অন্য কারর উপর কখনই নির্ভরশীল হওয়া উচিত নয় অর্থাত নিজে ট্রেড না করে অন্য কাউকে দিয়ে ট্রেড করানোটা একেবারেই ভূল হবে কারন আপনার ট্রেডিং কেৌশল এবং জ্ঞান নিশ্চই তার থেকে ভিন্ন হবে সেই কারনে সব সময় নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে ট্রেডিংয়ের জন্য পারফেক্ট করে গড়ে তোলা উচিত।

KaziBayzid162
2020-03-25, 04:26 AM
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যেখানে একজন ট্রেডার সম্পূর্ণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে ব্যবসা করতে পারে। তাই আমার মতে অন্য ট্রেডার কে দিয়ে ট্রেডিং না করিয়ে নিজের যতটুকু জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়ে ট্রেডিং করা উচিত এবং এটাই আমার কাছে ভালো বলে মনে হয়। কারণ আপনি যখন নিজে ট্রেডিং করবেন তখন যদি লস হয় তাহলে কি কারনে লাস হল সে গুলোকে খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে শুধরে নিতে পারবেন এবং পরবর্তীতে সেই লোসগুলো এড়িয়ে খুব ভাল প্রফিট করতে পারবেন।তাছাড়া আপনার মূলধন বা ডিপোজিট এর উপর আপনার যে পরিমাণ ভালোবাসা থাকবে সেই পরিমান ভালোবাসা অন্য কোন ট্রেডারের থাকবে না যার ফলস্বরূপ আপনি যতটা হিসাব করে বা মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করবেন অন্য কেউ এতটা পরোয়া করবে না। তাই আমি বলব অবশ্যই অন্য কোনো ট্রেডার কে দিয়ে ট্রেডিং করানোর থেকে নিজে ট্রেডিং করাটাই ভালো হবে।

uzzal05
2020-03-25, 06:35 AM
নিজে আত্মনির্ভরশীল হতে পারলে জীবনে কিছু করতে পারবেন। আমি অন্যকে দিয়ে একাউন্ট ম্যানেজমেন্ট এর পক্ষপাতী নই। তবে হ্যা আপনার যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে আপনি অন্যকে একাউন্ট ম্যানেজমেন্ট করতে পারেন। যারা দক্ষ তারা খুবই ভালো আয় করেন।

Kane
2020-03-25, 07:05 AM
কিছু শিখে সেটা কাজে না লাগিয়ে কিবা না জেনে অন্য কাও কে দিয়ে সেটা করালে ভালো প্রাপ্তি কখনও আসে না। কিছু একটা সমস্যা রয়ে যায়। এটা থেকে ক্ষনিকের জন্য ভালো কিছু পেলো ও পরে তা নিয়ে বিপদে পড়তে হয়। তাই আমি মনে করি নিজে একটু বুঝে কষ্ট করে শিখে ফরেক্স নিজে নিজে ই করা উত্তম। এতে নিজের মেধা শক্তি ও বাড়ে।

amreta
2020-03-25, 07:23 AM
প্রিয় বন্ধুরা, আপনি যদি ট্রেডিংকে আরও সহজ করতে চান এবং আপনার ট্রেডিং সম্পর্কে আরও জ্ঞান থাকতে পারে তবে আপনি খুব ভাল বাণিজ্য করতে পারবেন এবং এই লাভও উপার্জন করতে সক্ষম হবেন এবং আমি মনে করি আমার সোনার তীক্ষ্ণ হওয়া উচিত কারণ স্বর্ণ খুব মূল্যবান হবে।

Runil
2020-03-27, 09:59 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে নিজেই ট্রেড করা উত্তম।ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমি মনে করি যে আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনি মানিম্যানেজম্যান ট করে ট্রেড করেন তাছাড়া আপনি যদি ফরেক্স অন্য কোন দিকে ট্রেুড করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ব্যালেন্স বেশি হলে ট্রেড করেন স্কেলপিং তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বলে আমি মনে করি।

sofiz
2020-03-27, 10:09 PM
আপনি ইচ্ছে করলে দুটোই করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে ভাল আপনি নিজেই ট্রেড করা। কারণ, আপনি নিজেই ট্রেড করলে আপনি মার্কেট সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এমনকি আপনি একদিন না একদিন প্রচুর প্রফিট করতে পারবেন এটাই স্বাভাবিক। এজন্য আপনি নিজেই ট্রেড করার চেষ্টা করুন।

SR12
2020-03-27, 10:24 PM
আমার কাছে নিজে ট্রেড করাটাই বেস্ট মনে হবে। আর তাছারা আমার এতো টাকা নেই যে আমি অন্য কাউকে দিয়ে ফান্ড ম্যানেজমেন্ট করাবো। আর নিজ থেকে শিখলে সেটা ভবিষ্যতে আমারই কাজে লাগবে এবং সবসময় নিজ এনালাইসিস এর উপর ডিপেন্ড করেই ট্রেড করতে পারবো। অন্যের উপর ভরসা করলে যখন তখন ঝামেলায় পড়ে যেতেও পারি।

forex_fighter
2020-03-27, 10:38 PM
আমার মতে আপনি নিজে আপনার হয়ে ট্রেড করা টা ভাল হবে। কারন আপনি আপনার রিস্ক নেয়ার সামর্থ্য অনুযায়ী ট্রেড ওপেন এবং ক্লোজ করতে পারবেন।

Lubna1212
2020-03-27, 11:46 PM
ভাইবোন, আপনার নিজের নামে কোনও রেকর্ড খোলার প্রয়োজনে আপনি এতে একটি ডলার সঞ্চয় করতে পারেন এবং আপনার রেকর্ড নম্বর গোপন শব্দ দিয়ে একটি শালীন ব্যবসায়ীকে বিনিময় করতে পারেন এবং এর থেকে সুবিধা নিতে পারেন। না, নিজেকে বিনিময় করা বুদ্ধিমান। অনেক কৃতজ্ঞ.

KF84
2020-04-28, 10:35 PM
আমি বিশ্বাস করি যে আপনি যদি ফরেক্সে হতে দীর্ঘ মেয়াদী কিছু পেতে চান তবে আপনাকেই ফরেক্স শেখা উচিত । অজ্ঞান আর ভাগ্যের উপর কতটুকু নির্ভর করা যায় । এছাড়া অন্নের সিগন্যাল এর উপর নির্ভর করা যায় না । আজ হয়ত সে আপনার অনুগত কাল নাও থাকতে পারে আর যাকে দিয়ে করাবেন তার যখন ব্যালান্স হবে অভিজ্ঞতা হবে তখন সে আপনার কথা মত নাও চলতে পারে তাই পরের ভাবনা আগেই ভেবে নিজের শিখে ট্রেড করা ভাল ।

Rokibul7
2020-04-28, 10:50 PM
আমি ফরেক্স মাকেটে নতুন,তেমন কোন এনালাইসিস এখনও বুঝি না।তাই নিজে নিজে টেড করার সাহস বা সিস্টেম এখন ও জানি না।আমি বিভিন্ন ফ্রি টেলিগ্রাম গ্রুপের সিগনাল ফলো করে টেড দেই।তবে ফ্রি গ্রুপের সিগনালে সব সময় কম লট ব্যাবহার করি

KGF3010
2020-05-04, 10:17 PM
নিজে ট্রেড করলেই সব চাইতে লাভ বেশী । আমরা যদি বুঝে শুনে নিজেদের ট্রেড নিজেরা করতে পারি তাহলেই লাভবান হতে পারব । অতএব আমরা আগে যোগ্যতা অর্জন করার চেষ্টা রকব তারপর আমরা নিজেদের মত নিজেরা ট্রেড করে লাভবান হতে পারব । সুতরাং অন্যের দ্বারা ট্রেড করলে কোন প্রকার লাভ হবে না ।

Fardin02
2020-05-04, 10:33 PM
অবশ্যই নিজে নিজে ট্রেড করা ভালো। অন্যকে দিয়ে ট্রেড করার মাঝে কোনো সার্থকতা নেই, কোনো লাভও নেই। কারন আপনি যদি নিজেই কিছু শিখতে না পারেন তবে আপনি লাইফে কি করবেন। আপনি যদি নিজে নিজে ট্রেড করেন তবে একদিন না একদিন দক্ষ হয়ে উঠবেনই

HASIBURRAHMAN
2020-05-04, 11:00 PM
অবশ্যই ফরেক্সে নিজের কাজ নিজে করাটাই উত্তম। নিজের কাজ নিজে করতে পারলে যেকোনো সমস্যা বা সুবিধা-অসুবিধা নিজে নিজেই নিয়ন্ত্রণ করা যায়।