PDA

View Full Version : বাংলাদেশের জন্য পেমেন্ট প্রসেসর



Sazzad Hossen
2014-09-14, 07:23 PM
বাংলাদেশের জন্য কোন পেমেন্ট প্রসেসর সব থেকে ভাল ?

islamshafiul87
2014-09-25, 10:30 PM
বাংলাদেশের জন্য স্কিল বা মানি বুকার্স সব থেকে ভাল। এখানে তাদের চার্জ অন্যান্য পেমেন্ট প্রসেস এর তুলনায় অনেক কম এবং টাকা ব্যাংকে উত্তোলন দিলে খুব দ্রুত ক্যাশ হয়।

qpionee
2014-12-18, 02:03 AM
নেটলার ও ভালো। নেটলার এ ও সহজে টাকা তুলা ও ডিপজিট করা যায়। তবে যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করে।

robi_21123
2015-01-04, 11:05 AM
স্ক্রিল, নেটেলার দুইটাই ভালো......

Newrakib
2015-01-12, 12:50 AM
আমার কাছে সব থেকে ভাল এবং সহজ মাধ্যম মনে হয় payza এর মাধ্যমে টাকা উঠান।

ahmed
2015-01-14, 04:08 PM
আমি ব্যক্তিগত ভাবে স্ক্রিল ব্যাবহার করি এবং এখন পর্যন্ত কোন রকম ঝামেলা ছাড়া টাকা উত্তোলন করে যাচ্ছি।আমি মনে করি বাংলাদেশিদের ক্ষেত্রে স্ক্রিল একটি সহজ,ভাল এবং নিরাপদ পদ্বতি,যা কেউ ঝামেলাহীন ভাবে ব্যাবহার করতে পারে।তাছাড়া বেশিরভাগ ব্রোকার স্ক্রিল সাপোর্ট করে।

mybff
2015-02-19, 08:07 PM
অনেক গুলা পেমেন্ট প্রসেস এখন , যার যেটা ভাল লাগে সেটা ইউজ করে।। তবে বাংলাদেশের জন মানি বুকার , নেটেলার, স্ক্রল সুবিধা জনক ।। এদের পেমেন্ট প্রসেস গুলা দ্রুত সম্পন্ন করে।। আপনি চাইলে আগুলার মদ্ধে একটা ব্যবহার করতে পারেন।।

fxtdr
2015-05-18, 12:41 AM
এখন অনলাইন এ অনেক গুলো পেমেন্ট প্রসেসর আছে। সবগুলোই মোটামুটি ভালো। তবে আমরা বাংলাদেশীরা নেটেলার, স্ক্রিল বা মানিবুকারসই খুব বেশি ব্যাবহার করে থাকি। এই দুটিতেই খুব অল্প সময়ে টাকা উঠানো যায়। তবে স্ক্রিল এ চার্জ কম কাটে নেটেলার এর চেয়ে। তাই আমার মনে হয় স্ক্রিল ই বেশি ভালো এবং সুবিধাজনক।

Md. Ridoy parvej
2015-08-06, 11:40 AM
বাংলাদেশের জন্য পেমেন্ট প্রসেসর হল-অনলাইন ব্যাংকে একাউন্ট করা অথবা ভিসা কার্ডের মাধ্যমে ব্যাংকে আই ডি করে এ টি এম বুত থেকে টাকা উঠানো।

MotinFX
2015-08-23, 02:06 AM
আমি স্ক্রিল একাউন্ট করছি পাশওয়াড মনে নাই। কিভাবে পাচওয়াড সংগ্রহ করব

md mehedi hasan
2015-08-23, 09:48 AM
ফরেক্স মার্কেট টাকা উত্তোলন ও ডিপোজিট সরাসরি কোন ব্যাংক এর মাধ্যমে করা সম্ভব নয়।এর জন্য ফরেক্স মার্কেটে টাকা ডিপোজিট ও উত্তোলন করার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রমেন্ট প্রসেস রয়েছে।যেমন মানি ব্রোকার,পেপলার এবং নিটলার ইত্যাদি।এসব প্রেমেন্ট প্রসের মাধ্যমে আপনি চাইলে যেকোন সময় ফরেক্স মার্কেট টাকা ডিপোজিট ও উত্তোলন করতে পারেন।

samrat
2015-08-27, 09:48 AM
বাংলাদেশের জন্য কোন পেমেন্ট প্রসেসর সব থেকে ভাল। কোনটাতে আমরা খুব সহজে টাকা লেনদেন করতে পারব। বাংক কি আমাদের জন্য পেমেন্ট প্রসেসর ভালো হবে। কোনটাত আমাদের লাভজনক বেসি।
:paid:ডলার ভাঙ্গানার জন্য আমাদের কোনটা ভালেঅ হবে ।

FxAhsan
2015-09-06, 01:51 PM
আমার মতে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ভাল পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল আমি ও এটাই ব্যবহার করি।অন্য যেকোন পেমেন্ট মেথডের চেয়ে এর চার্জ অনেক কম,ট্রান্সফার পিরিয়ড ও অনেক কম। তাই আমি সাজেস্ট করবো স্ক্রিল ব্যবহার করার জন্য।

FxAhsan
2015-09-11, 10:24 PM
আপনি স্ক্রিল থেকে যদি ব্যাংক এ উইথড্র দেন তাহলে ১ ডলার সমান ৭৭.২৮ টাকার মত পাবেন আর ট্রান্সফারে সময় লাগবে ২ থেকে ৩ দিন।আমার অভিজ্ঞতা থেকে বলছি।

Aunik
2015-09-28, 07:16 AM
বাংলাদেশের জন্য কোন পেমেন্ট প্রসেসর সব থেকে ভাল ?

ভালো বলে কোথাও কছু নাই ।। এটা সবযাইগাতেই সব ক্ষেত্রেই প্রযয্য ।। আমরা ভালোনা বলে শুবিধা জনক পেমেন্ট প্রসেস বলতে পারি ।। এখনাশুন এই নিয়ে কিছু কথা বলি ।। বাংলাদেশ এর জন্য অনেক গুলা শুবিধা জনক পেমেন্ট প্রসেস আছে , যেগুলা দিয়ে আপনি খুব সহজেই এবং খুব দ্রুতো তাকা উত্তো লন করতে পারবেন ।। পেমেন্ট প্রসেস গুলো হলো , মানি বুকার্স বা স্ক্রিল , নেটেলার , পেজা , পেওনার অর অনেক গুলা পেমেন্ট প্রসেস আছে ।।

HasanXM
2015-10-11, 05:34 PM
ভাল পেমেন্ট প্রসেসর হলো, নেটেলার, স্ক্রিল বা মানিবুকারসই খুব বেশি ব্যাবহার করে থাকি। এই দুটিতেই খুব অল্প সময়ে টাকা উঠানো যায়।

Momen
2015-10-17, 07:20 PM
আমি স্ক্রির পেমেন্ট প্রসেসর ইউজ করি, আমার মনে হয় স্ক্রিলই ভাল হবে আমাদের দেশের জন্যে। তাছাড়া স্ক্রিল এ ট্রান্সফার, উইথড্র চার্জ মাত্র ১-১.৩৯%।

mlbasumata
2015-10-24, 11:26 PM
বাংলাদেশে পেপল ছাড়া প্রায় সব পেমেন্ট প্রসেসরই আপনি ব্যবহার করতে পারেন - মানি বুকার্স, নেটেলার, স্ক্রিল, পেওনীর, পেয়জা এগুলির যেকোন একটা আপনি ব্যবহার করুন। সব পেমেন্ট প্রসেসরই ভাল, টাকা উত্তোলনে কোন অসুবিধা করে না।

samrat
2015-10-27, 07:10 PM
বাংলাদেশের জন্য কোন পেমেন্ট প্রসেসর সব থেকে ভাল আপনারা আমাদের জানান। কোনটা করলে আমাদের ভালো হবে । আপনারা কোনটা ব্যাবহার করেন । কোনটাতে সবচেয়ে বেসি সার। ফরেব্স ট্রেডারদের পক্ষে কোনটা ভালো হবে ।

maziz6989
2015-11-18, 08:46 AM
আমি স্ক্রিল একাউন্ট করছি পাশওয়াড মনে নাই। কিভাবে পাচওয়াড সংগ্রহ করব

ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড রিসেট লিংক দেওয়া হবে , সেখান থেকে আপন আপনার পাসওয়ার্ড চেন্জ করে নিতে পারবেন। আর এই সব জিনিস কোন সিকিউর স্থানে লিখে রাখতে পারেন যাতে ঝামেলা না পোহাতে হয়। আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

iqbalearth
2015-11-20, 01:53 PM
আমি ব্যক্তিগত ভাবে স্ক্রিল ব্যাবহার করি এবং এখন পর্যন্ত কোন রকম ঝামেলা ছাড়া টাকা উত্তোলন করে যাচ্ছি।আমি মনে করি বাংলাদেশিদের ক্ষেত্রে স্ক্রিল একটি সহজ,ভাল এবং নিরাপদ পদ্বতি,যা কেউ ঝামেলাহীন ভাবে ব্যাবহার করতে পারে।তাছাড়া বেশিরভাগ ব্রোকার স্ক্রিল সাপোর্ট করে।

majidiqbal
2015-11-22, 03:19 PM
আমি স্ক্রিল একাউন্ট করছি পাশওয়াড মনে নাই। কিভাবে পাচওয়াড সংগ্রহ করব

আপনি আপনার স্ক্রিল একাউন্ট পাশওয়াড পেতে প্রথমে স্ক্রিল লগইন এ গিয়ে Forgot your password? এ ক্লিক করুন দেখবেন নতুন বক্স এসেছে যাতে লিখা আছে To reset your password, please enter the email associated with your Skrill account. এখানে যে email দিয়ে একাউন্ট করেছেন সেই email বসিয়ে সাবমিট করলেই নতুন পাশওয়াড এর জন্য ইমেল আপনার ইমেল একাউন্টে চলে যাবে।

iqbalearth
2015-11-29, 01:05 AM
বাংলাদেশীরা নেটেলার, স্ক্রিল বা মানিবুকারসই খুব বেশি ব্যাবহার করে থাকি। এই দুটিতেই খুব অল্প সময়ে টাকা উঠানো যায়। তবে স্ক্রিল এ চার্জ কম কাটে নেটেলার এর চেয়ে। তাই আমার মনে হয় স্ক্রিল ই বেশি ভালো এবং সুবিধাজনক।

AbuRaihan
2015-12-16, 01:15 AM
অনেক ধরনের পেমেন্ট প্রসেসর বর্তমানে অনলাইন মার্কেটে দেখতে পাওয় যায় ৤ ফরেক্স মার্কেটে আমরা সাধারণত যারা কাজ করি তাদের মধ্য লেনদেনের ক্ষেত্রে একটা ভালো ও বিশ্বস্ত পেমেন্ট প্রসেসর সবাই আশা করে ৤ তবে অনেক ই-পেমেন্ট গেটওয়ে থাকলেও সব কিন্ত একরকম নয় অর্থ্যাৎ ভালো ও মানসম্মত একটা ব্যাপার থাকে৤ একটা পেমেন্ট মেথড বাছাই করার ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিতে হয় তার মধ্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় কোম্পানীর সুনাম এবং গ্রাহকের ফিডবেক ৤ বাংলাদেশ এর ক্ষেত্রে সবচেয়ে ভালো পেমেন্ট প্রসেসর হল স্ক্রিল৤

HKProduction
2015-12-23, 07:39 PM
বাংলাদেশে নেটেলার এবং মানিবুকার্স দুটোই খুব জনপ্রিয়। তবে বিশ্বস্ততার জন্য আমি মানিবুকার্সকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। এটি ভেরিফাই করা খুবই সহজ। এর লেনদেন খুবই দ্রুত সম্পন্ন হয়। এর কমিশন চার্জ ও খুব বেশি নয়। তাই বেশিরভাগ লোকই এই প্রসেসরটি ব্যবহার করে থাকেন।

ShariyarSojib
2016-01-05, 11:08 PM
বাংলাদেশের প্রেক্ষিতে স্ক্রিল অথবা পেওনিয়ার ব্যাবহার করা সুবিধাজনক।তবে পেওনিয়ারে অতিরিক্ত কিছু চার্জ কাটে তাই স্ক্রিল ব্যাবহার করাটাই ভালো।ব্যাবহারের পুর্বে অবশ্যই স্ক্রিল একাউন্টটি ভেরিফাই করে নিন

Marufa
2016-01-05, 11:31 PM
বাংলাদেশীদের জন্য সবচেয়ে ভাল হত যদি পেপাল থাকত । যেহেতু পেপাল নেই তাই বিকল্প হিসেবে আমরা স্ক্রিল বা মানিবুকার্স ব্যবহার করতে পারি । এটি ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে । টাকা খুব দ্রুত আসে আর চার্জও কম ।

kazirana
2016-01-08, 05:30 PM
আমার কাছে payza তে অ্যাকাউন্ট আছে আমি কি ভাবে ওখানে টাকা ডিপোজিট করতে পারি। আর আমি আমার অ্যাকাউন্টটা কিভাবে ভ্যরিফাই করতে পারি জানাবেন।

basaki
2016-01-08, 06:17 PM
ফরেক্স ব্যবসা করে আপনার টাকাটা যদি ভাল করে নায়েই উঠাতে পারেন তাহলে এত কস্ত করে কি লাভ।আমার দৃস্টিকোন থেকে বাংলা দেশের জন্য সব ছেয়ে মানি প্রসেস হচ্ছে স্কিল। আপনি খুব সহজে আপনাএর একাউন্টের টাকা স্ক্রিল এর মাধ্যমে উঠাতে পারবেন এতে টাকা খুব তারাতারি আসবে আর চার্জও কাটবে কম।

Sahed
2016-01-30, 03:03 PM
বর্তমানে *অনলাইন পেমেন্ট এর জন্য বিভিন্ন পেমেন্ট প্রসেসর রয়েছে । তার মধ্যে মানিবুকারস, নেটেলার, স্ক্রিল, অন্যতম । তবে এদের মধ্যে মানিবুকারস এবং স্ক্রিল আমার কাছে সবচেয়ে ভাল মনে হয় । এই দুটি থেকে খুব কম সময়েই টাকা উত্তোলন করা যায় । চার্জও কম কাটে ।

Hafizur Rahman
2016-01-31, 07:40 PM
আমার কাছে নেতলার ভাল লাগে...

Hafizur Rahman
2016-01-31, 07:41 PM
আমার কাছে নেটলার ভাল লাগে...

younus
2016-01-31, 08:52 PM
নেট লার সবথেকে ভাল

Hafizur Rahman
2016-02-04, 09:21 PM
আমার কাছে নেটলার ভাল লাগে তাই নেটলার ব্যবহার করি ।

md mehedi hasan
2016-02-04, 11:07 PM
ফরেক্স মার্কেটে টাকা উঠানোর জন্য আমি মানিবুকার ও নিটলার মেথড ব্যবহার করি।তবে ফরেক্স মার্কেটে থেকে টাকা উত্তোলোনের জন্য মানিবুকার ও নিটলার ছাড়াও আরও কিছু মানি মেথড পদ্ধতি আছে।যেমন পেপেল,পেটু,পেজা ও পাইনার ইত্যদি।তবে ফরেক্স মার্কেটে ব্রোকার ভেদে একক ব্রোকার একক ধরনের মানি মেথড পদ্ধতি সাপোর্ট করে।তবে বেশিভাগ ব্রোকার মানিবুকার ও নিটলার মেথড সাপোর্ট করে।

arvi
2016-02-15, 08:09 PM
আমি ব্যাক্তিগত ভাবে স্ক্রিল কে পছন্দ করি। কারন স্ক্রিল এ নেটলার, পেইজা,এর থেকে কম সময় লাগে টাকা ক্যাশ আউট করতে । এবং সব ধরনের ব্রোকার হাউসে এ স্ক্রিলের অপশন আছে। তবে প্রয়োজন বুঝে যেকোনো একটি বেছে নিতে পারেন।

Sahed
2016-03-25, 09:36 AM
ফরেক্স মার্কেট তথা অনলাইনে আমার অভিজ্ঞতা খুবই কম । আমার এই অল্প অভিজ্ঞতায় মনে হল যে ফরেক্স মার্কেটে থেকে ডলার উত্তোলন করার জন্য স্ক্রিলই সবচেয়ে ভাল । এটি খুব নিরাপদ এবং সহজ মাধ্যম বলে *আমি মনে করি । তাছাড়া পেপালও সবচেয়ে ভাল একটি মাধ্যম কিন্ত পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না ।

yasir arafat
2016-04-05, 01:19 PM
আমার মতে বাংলাদেশের জন্য নেটেলার খুব জনপ্রিয় পেমেন্ট মেথট।কারণ এরা অন্যান্য পেমেন্ট প্রসেসরের মত ব্লক বা অন্য চার্জ করে না।তাছাড়া এদের লাইভ সার্পোট খুব ভাল। আমি একদিন কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে আমার সাথে কথা বলেছিল।এদের আরো অনেক সুবিধা আছে।

ahal
2016-04-18, 12:25 AM
আমাদের দেশের জন্য স্ক্রিল , নেটেলার , এবং পেইজা অনেক জনপ্রিয় , আবার আমরা অনেকেই পাইয়নিয়ার এর মাষ্টার কার্ড ব্যাবহার করি । আমরা এইসব পদ্ধতি অবলম্বন করে আমাদের পেমেন্ট প্রসেস নিরবাচন করে নিতে পারি । স্ক্রিল এ কিছু বাড়তি সুবিধা আছে নেতেলারের থেকে , স্ক্রিল এ চার্জ কিছুটা কম নেয় নেটেলারের তুলনায় । পাশাপাশি এখন পেইজা ও বেশ কিছু সুবিধা দিচ্ছে । এই সব পদ্ধতির সব গুলো থেকেই আমরা আমাদের এমাউনট ব্যাংক ট্রান্সফার করতে পারি ।

Sahed Srabon
2016-06-15, 11:11 AM
বর্তমান অনলাইনের জগতে অনেকগুলো পেমেন্ট প্রসেসর রয়েছে। যার মাধ্যমে আপনি অতি সহজেই আপনি আপনার আয়কৃত ডলার উত্তোলন করতে পারবেন । এদের মধ্যে স্ক্রিল, নেটেলার, পেজা, পেপাল ইত্যাদি উল্লেকযোগ্য । এদের মধ্যে *স্ক্রিল এবং নেটেলার বাংলাদেশের গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল বলে আমি মনে করি । ধন্যবাদ ।

mahbubhb
2017-08-21, 08:18 PM
ফরেক্সে পেমেন্ট পেমেন্ট প্রসেসর বাংলাদেশ থেকে খুবই সহজ। এজন্য আপনাকে মানিবুকারস, নেটেলার, পেজা, পেওনার ইত্যাদি সহ আরও কিছু পেমেন্ট প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। আপনার সুবিধাজনক যে কোনো একটি মেথড ব্যবহার করে খুবই সহজে আপনার ফরেক্সের ট্রেডিং একাউন্টে টাকার ডিপোজিট করা ও টাকা উত্তোলন করতে পারবেন। পেমেন্ট প্রসেসর এর মধ্যেই ভাল হিসাবে আমি মনে করি নেটেলার ও স্ক্রিল অনেক ভাল। এগুলো থেকে খুবই সহজে টাকা হাতে পেতে পারি।

Mahidul84
2017-08-22, 08:24 PM
বর্তমানে ফরেক্স পেমেন্ট প্রসেসর বাংলাদেশের জন্য খুবই সহজ হয়ে গেছে। এজন্য কিছু অনলাইন পেমেন্ট প্রসেসর আছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন মানিবুকারস, নেটেলার,পেওনার, পেজা ইত্যাদি। আর আপনার সুবিধার জন্য এর যেকোন একটি পেমেন্ট প্রসেসর হিসেবে বেছে নিতে হবে। আর এগুলোর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেডিং একাউন্টে টাকা ডিপোজিট আর মানি উত্তোলন করতে পারবেন।

Nishpap Papi
2017-09-19, 10:56 PM
স্ক্রিল নেটেলার আমার কাছে ভালো লাগে

Parvejdu
2017-09-29, 08:02 PM
বাংলাদেশর জন্য টাকা উত্তোলনের প্রক্রিয়া গুলো একটু কঠিন। বাংলাদেশের বেশিভাগ ট্রেডার মানি ব্রোকারস এর মধ্যেমে তাদের লাভের টাকা উত্তোলন করে থাকে। মানি ব্রোকারস বাংলাদেশের জন্য খুব সহজ একটি টাকা উত্তোলনের প্রক্রিয়া। মানি ব্রোকারস ছাড়াও আর অনেক টাকা উত্তোলনের প্রক্রিয়া আছে।

Grimm
2018-01-11, 11:43 PM
আমার মতে স্ক্রিল সবথেকে ভাল একটি পদ্ধতি। আপনি বাংলাদেশ থেকে খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন, কারণ স্ক্রিল থেকে বাংলাদেশের যে কোন ব্যাংক এ টাকা উত্তোলন করা যায়, তাছাড়া মার্কেটে স্ক্রিল এর টাকার অনেক চাহিদা, আপনি চাইলেও আপনার স্ক্রিল এর টাকা মার্কেটে বিক্রয় করে দিতে পারেন।

Mahidul84
2018-01-14, 08:19 PM
আমার মতে বাংলাদেশে ফরেক্স মার্কেট থেকে পেমেন্ট প্রসেসর মানি বুকার সবচেয়ে ভাল। কেননা এটি ব্যবহার করা খুব সহজ এবং বাংলাদেশের যে কোন অনলাইন ভিত্তিক ব্যাংকগুলো হতে দ্রুত টাকা উত্তোলন করা সম্ভব হয়। আমি সব সময় মানি বুকার দিয়েই টাকা উত্তোলন করে থাকি আর এটা আমার কাছে বেষ্ট বলে মনে হয়। তাছাড়া মানি বুকারে টাকা থাকলে অনলাইনের মাধ্যমে খুব্ সহজেই বিক্রয় করা সম্ভব হয়। যা অন্যান্য এ্যাকাউন্টগুলোতে টাকা বিক্রয় করা সম্ভব বলে মনে হয় না। এজন্য আমি মানি বুকারকে বেষ্ট চয়েস বলে মনে করি। ধন্যবাদ

alamsat
2018-06-30, 03:22 PM
আমি স্ক্রিল এর মাধ্যধে টাকা লেনদেন করে থাকি। তবে বেশি পরিমান টাকার লেনদেন করতে হলে স্ক্রিল এ ভেরিফাই করা লাগে তা না হলে বড় আকারের লেনদেন করা যায় না। তাই কিভাবে স্ক্রিল এ ভেরিফাই করতে পারি জানালে অনেক উপকৃত হতাম। আর বাংলাদেশে টাকা লেনদেন এর জন্য স্ক্রিল একটি ভাল মাধ্যম।

FXBD
2018-07-02, 03:34 PM
ট্রেডাররা মানিবুকারস/স্ক্রিল, নেটেলার, ইয়ানডেক্স.মানি, জেড-পেমেন্ট, আরবিকে মানি, বিটকয়েন, Qiwi, B-Pay.md , Ukash , PayCo , Paxum ছাড়াও আর্ন্তজাতিক ভিসাকার্ড, মাস্টারকার্ড বা ব্যাংক ট্রান্সফার যাই করুন না কেন বাংলাদেশ সরকারের ফরেক্স বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার উপর কিছু নীতিমালা থাকার কারনে ব্যাংক থেকে সরাসরি কোন পেমেন্ট গেটওয়েতে ডিপোজিট করা যায় না, অথচ ইউড্রো করা যায়। তাই ট্রেডাররা মুলত ফ্রিলেন্সারদের কাছ থেকে ডলার ক্রয়-বিক্রয় করে থাকে।

Montu Zaman
2018-07-05, 03:24 PM
ইন্টারনেটে অর্থ লেনদেন বা পেমেন্ট প্রসেসে করেতে যেসব কোম্পানী বা সার্ভিস প্রোভাইডার কাজ করে, মুলত তাদেরকে ই পেমেন্ট প্রসেসর হিসাবে আমরা চিনি, আর সারা বিশ্বে যার মধ্যে সবচেয়ে ব্যবহার করা হয় এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হল পেপাল (PayPal) এছাড়াও রয়েছে মানিবুকারস/স্ক্রিল, নেটেলার, ইয়ানডেক্স.মানি, জেড-পেমেন্ট, আরবিকে মানি, এলার্টপে, ই-গোল্ড সহ বিভিন্ন কিপ্টো কারেন্সী এর সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশে বিটকয়েন এর মত জনপ্রিয় ই পেমেন্ট প্রসেসর নিষিদ্ধ হলেও পেপালকে আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এছাড়া ও ব্যাংকগুলো উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা থাকায় এখনো বাংলাদেশে অনলাইন পেমেন্ট প্রসেসরের উল্লেখযোগ্য কোন অগ্রগতি এখনো হয়নি।
http://cafepyala.com/wp-content/uploads/2018/05/paypal.png

rafiuqlislam
2018-07-05, 07:02 PM
আমি ফরেক্স মার্কেটে নবীন ।কোন ভাবে সহজে পেমেন্ট পাব জানতে পারলে খুশি হতাম।

SaifulRahman
2019-03-06, 03:18 PM
বাংলাদেশে ডুয়েল কারেন্সীর যে কোন ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফরেক্স এ সরাসরি Deposit / Withdraw করা যায়। এজন্য প্রথমে কোন ব্যাক থেকে ডুয়েল কারেন্সীর ডেবিট বা ক্রেডিট অর্ডার করতে হবে। কার্ড পাবার পর ব্যাংকে যেয়ে সরাসরি সেই ডুয়েল কারেন্সীর কার্ডে ডলার এনডোস করাতে হবে। নুন্যতম ১০০ ডলার। তরপর যে কোন পেমেন্ট গেটওয়ে এবং ফরেক্স এর যে কোন ব্রেকারে এই কাযর্ দিয়ে ডিপোজিট করা যাবে। ধন্যবাদ

forexman
2019-07-25, 01:15 AM
আমি নেটেলার ব্যবহার করি এবং ব্যক্তিগত মনে করি এটাই বেস্ট। আপনি জেনে থাকবেন,বাংলাদেশ থেকে টাকা বাহিরে ট্রান্সফার করা সম্ভব না।তাই নেটেলার ডলার অন্য করো কাছ থেকে কিনে ডিপোজিট করা লাগে।বাংলাদেশের বেশি ভাগ ট্রেডার নেটেলার ব্যবহার করে বিধায় সচারচর নেটেলার ডলার অন্য কারো কাছ থেকে সহজে কিনতে পারবেন।
আর যদি আপনার ব্রোকার ইনস্ট্রা হই,তাইলে তাদের লোকাল অফিস ঢাকা থেকে ডিপোজিট-উইড্রো করতে পারবেন।ঠিকানা ডিপোজিট,উইড্রো অপশনে পাবেন।

abcdilip
2019-09-08, 12:46 PM
অনেক গুলা পেমেন্ট প্রসেস এখন , যার যেটা ভাল লাগে সেটা ইউজ করে।। তবে বাংলাদেশের জন মানি বুকার , নেটেলার সুবিধাজনক ।। এদের পেমেন্ট প্রসেস গুলা দ্রুত সম্পন্ন করে। মানি বুকার দ্রুত ব্যাংকে টাকা পাঠায়।

FXBD
2019-09-12, 04:14 PM
8847​​
বাংলাদেশ এ ​​ফরেক্স ট্রেড নিষিদ্ধ​ বলে ​ কোনো ব্যাংক কোনো অনলাইন পেমেন্ট মেথডে কাজ ​করে না, তারপরও ​​বাংলাদেশ থেকে ফরেক্স এ ডিপোজিট করার​ কিছু​ মাধ্যম​ হল স্কিল, নিটেলার , পারেফক্ট মানি , ওয়েবমানি​। এছাড়া কিছু ​ ব্রোকা​রের​ নিজস্ব প্রতি​নিধি রয়েছে, যাদের মাধ্যমে ট্রেডাররা ডিপোজিট​ ও উইড্রো​ করে থাকেন​, এজন্য প্রথমে টাকা তাদে​র​ ব্যাংক একাউন্ট এ দিতে হয় এবং উত্তলনের সময়​ একই পদ্ধতিতে নিতে হ​য়​।​ ​আইবিরা বিস্বাসের মাধ্যমেই আইবি হয়েছে, তাই ওদের বিশ্বাস করা যায়। আর ​​যদি ​​ আপনি​ ​ইন্সটাফরেক্স ​ব্রেকারের ​পার্টনার একাউন্টে কাজ করেন​​​ তাহলে তারা​​ ব্যাংক পে​মেন্ট​ দিয়ে থাকে।​ ​​​​ অনেকেই ব্যাংক ​এর ক্রডিট কাড ​দিয়ে ​স্কিল এবং নিটেলারে​ ডিপোজিট ক​রে, অবশ্য তারা​ মাসে 300 এর বেশি​ ডিপোজিট​ দেয়​ না​।

Emarif1992
2019-11-11, 04:00 PM
বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ প্রেমেন্ট মাধ্যম হচ্ছে সাইট থেকে সরাসরি ডেবিট অর ক্রেডিট কার্ডে টাকা ট্রান্সফার মাধ্যম৷ তবে এ ছারাও বাংলাদেশের জন্য বর্তমানে অনেক গুলো অনলাইন ব্যাংক সেবা চালু হয়েছে৷ এ গুলোর মধ্যে skrill, Neteller, paiza. এসব প্রেমেন্ট মাধ্যমে খুব সহজেই অনলাইনের টাকা নিজের হাতে আনা সম্ভব৷

Fxhuman
2020-01-21, 01:15 AM
এখন অনলাইন এ অনেক গুলো পেমেন্ট প্রসেসর আছে। সবগুলোই মোটামুটি ভালো। তবে আমরা বাংলাদেশীরা নেটেলার, স্ক্রিল বা মানিবুকারসই খুব বেশি ব্যাবহার করে থাকি। এই দুটিতেই খুব অল্প সময়ে টাকা উঠানো যায়। তবে স্ক্রিল এ চার্জ কম কাটে নেটেলার এর চেয়ে। তাই আমার মনে হয় স্ক্রিল ই বেশি ভালো এবং সুবিধাজনক।

Kanchon
2020-04-05, 01:12 PM
নেটলার ও ভালো। নেটলার এ ও সহজে টাকা তুলা ও ডিপজিট করা যায়। তবে যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করে।
নেটলার কি,বুঝতে পারছি না

SumonIslam
2020-04-08, 05:44 PM
10578
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মানুষকে ঘরে থাকতে হচ্ছে, তাই মোবাইল ব্যাংকিংয়ে প্রয়োজনীয়তা বেড়েছে। কেননা অর্থনৈতিক প্রয়োজনীয়তার কারণে লেনদেন করতে হবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে মানুষকে লেনদেন করতে হচ্ছে। এজন্য মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহারও বাড়ছে। মোবাইল ব্যাংকিংয়ের ফলে মানুষের লেনদেন অনেক সহজ হচ্ছে। আবার ক্ষেত্র বিশেষে বিভিন্ন অফারের কারণে নগদ লেনদেনের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে কিছুটা সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা।*বাংলাদে ব্যাংকের তথ্যমতে, ২০২০ সালের ফেব্রুয়ারি শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ৫৭ হাজার। যা তার আগের মাস জানুয়ারিতে ছিল ৮ কোটি ৯ লাখ ১৬ হাজার। অর্থাত্ এক মাসে গ্রাহক বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। গত ফেব্রুয়ারিতে মোট ২২ কোটি ৬১ লাখ ৯ হাজার ৪০৫টি লেনদেনের মাধ্যমে ৪১ হাজার ৩৩৪ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪২৫ কোটি ৩৪ লাখ টাকা।*ফেব্রুয়ারির হিসাবে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ব্যাংকিংয়ের হিসাবধারী রয়েছে ২ কোটি ৭০ লাখ ৮৭ হাজার। আর মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা ৯ লাখ ৮৬ হাজার জন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচিত মাসজুড়ে মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে ফেব্রয়ারিতে জমা পড়েছে ১৪ হাজার ৬৩৪ কোটি টাকা। উত্তোলন করেছে ১৩ হাজার ৭০৬ কোটি টাকা। রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৯৯ লাখ টাকা। ব্যক্তি হিসাব থেকে ব্যক্তি হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে ৯ হাজার ৭৯৬ কোটি ৯৮ লাখ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বিতরণ হয়েছে ১ হাজার ৮৭ কোটি টাকা। বিভিন্ন সেবার বিল পরিশোধ করা হয়েছে ৪৪১ কোটি টাকা। কেনাকাটার বিল পরিশোধ করা হয়েছে ৫৮১ কোটি ৮৭ লাখ টাকা। সরকারি পরিশোধ ২৭৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য হিসাবে লেনদেন হয়েছে ৭৮০ কোটি টাকা।*২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসের যাত্রা শুরু হয়। এর পরপরই ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার বাজারের সিংহভাগই বিকাশের দখলে।

FREEDOM
2020-04-16, 02:33 PM
বাংলাদেশের জন্য কোন পেমেন্ট প্রসেসর সব থেকে ভাল ?

আমি এখন পর্যন্ত প্রায় সবসময়েই পে সেফ গ্রুপের স্ক্রিল, নেটেলার মেথড ব্যাবহার করেছি। এতদিন পর্যন্ত আমার কাছে বেশি সহজ এবং সুবিধাজনকই মনে হয়েছে। তবে ইদানিং নতুন নতুন আপডেটে তাদের ট্রানজেকশন ফি বর্ধিত করছে। এতে করে অনেক নতুন ইউজারদের পবলেম হচ্ছে। এমতাবস্হায় নডুনদের জন্য ভালো কোনো মেথড বা কিভাবে ট্রানজেকশন করলে সুবিধা পাওয়া যাবে তা জানা দরকার।

DhakaFX
2020-04-23, 08:09 PM
মহামারি করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে, ভবিষ্যতে বড় করে শাখা খোলার চিন্তা বাদ দিয়ে জোট ছোট বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের দিকে নজর দিতে হবে। অন্যথায় ব্যাংকিয়ে টিকে থাকা যাবে না। বৈশ্বিক এ করোনা মহামারিতে আমাদের দেশের ক্ষয়ক্ষতি কী পরিমান হবে তার এখনই বলা যাচ্ছে না। এটা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষয়ক্ষতিও বাড়বে। তবে এ ক্ষতি মোকাবিলায় সরকার যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে তা অর্থনীতি ও ব্যবসার জন্য সহায়ক হবে।

AbdulRazzak
2021-01-25, 08:01 PM
ব্যক্তিগতভাবে, আমি স্ক্রিল ব্যবহার করি এবং এখন পর্যন্ত তহবিল উত্তোলন করা সহজ হয়েছে। আমি মনে করি স্ক্রিল একটি সহজ, ভাল এবং নিরাপদ পদ্ধতি বাংলাদেশীদের জন্য, ব্যবহার করা সহজ। বেশিরভাগ দালালও স্ক্রিলকে সমর্থন করে।

Mas26
2021-05-15, 11:09 PM
আসলে আমার কাছে কয়েন বেজ টা অনেক ভাল মনে হয়েছে আমি কয়েন বেজে পেমেন্ট নিয়ে থাকি এটা অনেক ধরনের সুবিধা আছে।

786.ariful.islam.bd
2021-05-31, 12:21 PM
১০০% বাংলাদেশ থেকে অনলাইন ফরেক্র ট্রেডিং করা যায় বাংলাদেশ থেকে সবচে ভালো ফরেক্র ট্রেডিং প্লাটফর্ম হলো instaforex, যার মাধ্যমে বাংলাদেশ থেকে লেনদেন করতে পারবেন, আপনি স্কিল, নেটেলার, পেপাল পারফেক্ট মানি সকল মাধ্যমে ডিপোজিট করতে instaforex একাউন্ট করার পরে, ডিপোজিট এ ডলার সমস্যা হলে, সেরা সাইট airtm থেকে ক্রয় করতে পারেন এবং প্রফিট হলে আবার সেল করে বিকাশ ব্যাংক এর মাধ্যমে টাকা নিতে পারেন, airtm এ আমার ভিডিও টি দেখে নিতে পারেন, তা ছাড়া ডিপোজিট ছাড়াই কিভাবে ফরেক্সে বাংলা ফোরামের মাধ্যমে অর্থ উপার্জন করবেন, পুরো ভিডিও উত্তোলন প্রমাণসহ আমার ভিডিও টি দেখে নিতে পারেন, Watch this video https://youtu.be/fx2khDUGjas and Subscribe my Channel ধন্যবাদ