PDA

View Full Version : আমি কোন বোনাস পাব নাকি পাব না ?



Mehediaff
2014-09-15, 12:25 PM
আমি ফরেক্স ট্রেডিং শেখার জন্য একাউন্ট খুললাম ।
কিন্তু সেই সাথে বোনাস যোগ হবে দেখে ভাল লাগল বিষয়টা ।
কিন্তু বোনাস পাওয়ার জন্য যেভাবে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে সম্ভবত আমি সেভাবে রেজিস্ট্রেশন করি নি ।
আমি কোন বোনাস পাব নাকি পাব না ?
আমার স্ক্রিল একাউন্ট কিছু থাকায় ফরেক্স শিখে সেখান থেকে ইনভেস্ট করব এমন ইচ্ছা আছে ।
এই ব্যাপারটা আমি এখনও বুঝতে পারি নাই ।

৬. বোনাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ফোরাম প্রদত্ত লিংক দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অথবা ইন্সটাফরেক্সে নতুন অ্যাকাউন্ট খোলার সময় ' affiliate code' এর শূন্যস্থানে অবশ্যই 'portalforum' লিখতে হবে। অন্যথায়, ট্রেডিং অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে সংযুক্ত করতে পারবেন না।

FxShuvo
2014-09-15, 05:32 PM
আমি ফরেক্স ট্রেডিং শেখার জন্য একাউন্ট খুললাম ।
কিন্তু সেই সাথে বোনাস যোগ হবে দেখে ভাল লাগল বিষয়টা ।
কিন্তু বোনাস পাওয়ার জন্য যেভাবে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে সম্ভবত আমি সেভাবে রেজিস্ট্রেশন করি নি ।
আমি কোন বোনাস পাব নাকি পাব না ?
আমার স্ক্রিল একাউন্ট কিছু থাকায় ফরেক্স শিখে সেখান থেকে ইনভেস্ট করব এমন ইচ্ছা আছে ।
এই ব্যাপারটা আমি এখনও বুঝতে পারি নাই ।

৬. বোনাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ফোরাম প্রদত্ত লিংক দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অথবা ইন্সটাফরেক্সে নতুন অ্যাকাউন্ট খোলার সময় ' affiliate code' এর শূন্যস্থানে অবশ্যই 'portalforum' লিখতে হবে। অন্যথায়, ট্রেডিং অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে সংযুক্ত করতে পারবেন না।
@Mehediaff
এর মানে হল ফোরাম পোস্টিং থেকে বোনাস পাওয়ার জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই ফোরাম বোনাস অ্যাকাউন্ট এর অধীনে খুলতে হবে। লাইভ অ্যাকাউন্ট খোলার সময় affiliate code' এর শূন্যস্থানে 'portalforum' দিলে আপনার অ্যাকাউন্টটি ফোরাম বোনাস অ্যাকাউন্ট হয়ে যাবে। আর এই ফোরামে উক্ত অ্যাকাউন্টটি Attach করার পর ৭-১০ তারিখের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই বোনাস দিয়ে লাইভ ট্রেডিং করতে পারবেন এমনকি এর প্রফিটও উত্তোলন করতে পারবেন।

Meeralamin
2014-09-15, 06:03 PM
আমি যেটা করেছি সেটাই আপনাকে বলছি --
আপনি নতুন করে ইনস্টাফরেক্সে একটি নতুন ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং সেক্ষেত্রে উপরের ' affiliate code' এর শূন্যস্থানে অবশ্যই 'portalforum লিখে দিন। তাহলে আমার মনে হয় আপনি এখানে পোষ্ট করলে মাস শেষে আপনার টাকা ফরেক্স একাউন্ডে যেতে পারে। একটা কথা মাথাই রাখবেন এজন্য আপনাকে অবশ্যই আপনার ইনস্টাফরেক্স একাউন্টকে সেকেন্ডলেভেল ভেরিফিকেশন করে নিতে হবে যাতে করে আপনার বোনাস দিয়ে ইনকামকৃত প্রোফিট তুলতে পারেন। তাতে যদি না হয় তাহলে আপনি আপনার স্ক্রিল থেকে টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করে ট্রেড শুরু করতে পারেন।

Mehediaff
2014-09-16, 02:45 PM
FxShuvo@
ওহ লাইভ একাউন্ট খোলার জন্য affiliate code এর স্থানে portalforum এইডা লিখতে হবে । ওহ বুঝতে পেরেছি । তারমানে ফোরাম একাউন্ট খোলার জন্য কিছু করতে হবে জাস্ট লাইভ একাউন্ট খোলার সময় ঐ কাজটা করতে হবে......

Mehediaff
2014-09-16, 02:46 PM
আমি যেটা করেছি সেটাই আপনাকে বলছি --
আপনি নতুন করে ইনস্টাফরেক্সে একটি নতুন ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং সেক্ষেত্রে উপরের ' affiliate code' এর শূন্যস্থানে অবশ্যই 'portalforum লিখে দিন। তাহলে আমার মনে হয় আপনি এখানে পোষ্ট করলে মাস শেষে আপনার টাকা ফরেক্স একাউন্ডে যেতে পারে। একটা কথা মাথাই রাখবেন এজন্য আপনাকে অবশ্যই আপনার ইনস্টাফরেক্স একাউন্টকে সেকেন্ডলেভেল ভেরিফিকেশন করে নিতে হবে যাতে করে আপনার বোনাস দিয়ে ইনকামকৃত প্রোফিট তুলতে পারেন। তাতে যদি না হয় তাহলে আপনি আপনার স্ক্রিল থেকে টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করে ট্রেড শুরু করতে পারেন।


এখন ব্যাপারটা বুঝতে পারছি.....

ahal
2016-04-30, 11:39 PM
ফোরাম পস্তিঙ্গের বোনাস পেতে হলে আপনাকে অবশ্যই নিরধাত নিয়মে ফর্ম পুরন করতে হবে , তা না হলে আপনি আপনার ফোরাম পস্তিঙ্গের বোনাস ইন্সতাফরেক্স একাউন্টে পাবেন না । বোনাস পেতে হলে সঠিক নিয়মে একাউন্ত খুলুন , তাহলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ।

Shuvo Ghosh
2016-09-05, 03:05 PM
আমার জানা মতে আপনি অপনার বোনাস পাবেন। কিন্তু আপনি কি ফরামের নিয়ম অনুযায়ী পোস্ট করেছেন তো! আপনি অাপনার ট্রেডিং অ্যাকাউন্ট কে ফরামের সাথে যুক্ত কোরেছেন তো। আপনি অধিক বোনাস পাবার আসায় আপনার পোস্ট গুলো অধিক সংক্ষিপ্ত কোরে ফেলেন নিতো। গ্রাহকের চাহিদা অনুযায়ী সঠিক উত্তর দিচ্ছেন তো!! যদি এগুলো ঠিক থাকে তাহলে প্রতি মাসের ১-৫ তারিখেই আপনার বোনাস আপনার অ্যাকাউন্টে পৌছে যাবে।