PDA

View Full Version : সহজ ফরেক্স চার্ট ইন্সটাফরেক্স ব্রেকারে



FXBD
2019-06-12, 06:19 PM
ইন্সটাফরেক্স আধুনিক ট্রেডারদের জন্য সহজেই যে কোন কারেন্সীর টেকনিক্যাল এনালাইসিস করার জন্য ‘ফরেক্স চার্ট’ এর সুবিধা প্রদান করছে, যার কারনে প্রযুক্তিগত বিশ্লেষণ আরও সহজে বোঝা যায়। কোন গ্রাহক যদি এই ওয়েবসাইটে থেকে ফরেক্স চার্ট পেইজে প্রবেশ করে, তাহলে সেই গ্রাহক অতি সহজেই কে কোন উপরনের ফরেক্স অনলাইন ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষনিকভাবে পাবেন, সাম্প্রতিক বাজারের ট্রেন্ডের সাথে মিশে যেতে পারবে। ফরেক্স চার্টে চলমান বাজারের কোটসমূহ অনলাইনে সকল উল্লেখযোগ্য পেয়ার, মুল্যবান ধাতু, শেয়ার, সিএফডি, প্রধান পণ্য, জ্বালানি সম্পদ এবং কম্পজিট সূচক আপডেট করা হয়।গ্রাহকদের সুবিধার জন্য দুইটি পদ্ধতি তে ফরেক্স চার্ট প্রদর্শন করা হয়েছে।
১- সাধারন ফরেক্স চার্ট: এখানে ফরেক্স চার্টসমূহ রিয়েল টাইমে বিভিন্ন কারেন্সি পেয়ারে মুল্যের ওঠানাম প্রদর্শন করে। ইন্সটাফরেক্স কর্তৃক প্রদত্ত কারেন্সি পেয়ারে বহুবিধ কার্যক্রমের জন্য, ব্যবহারকারী OHLC এর মত কার্যকারী তথ্য, জাপানি কান্ডেল স্টিক, লাইন এবং অন্যান্য তালিকাসমুহে দেখার সুযোগ পায়।
২-ফরেক্স টিক চার্ট: ইন্সটা ফরেক্সের টিক চার্ট নির্ধারিত মুদ্রা জোড়ার পাঁচ দশমিক স্থান পর্যন্ত মুল্যের ওঠানামা প্রদর্শন করে। ফরেক্স টিক চার্ট ব্যবহারকারী চার্টের বিন্যাস সমন্বয় করতে পারে এবং পূর্ণস্ক্রীণ জুডে কাজ করতে পারে।
ফরেক্স চার্ট দেখতে লিঙ্কটি অনুসরণ করুন- https://goo.gl/WXcTbw
8199