PDA

View Full Version : মে মাসে ইউএইর তেলবহির্ভূত ব্যবসা কার্যক্রম বেড়েছে



kohit
2019-06-12, 06:54 PM
গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেলবহির্ভূত ব্যবসা কার্যক্রম বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। নতুন ব্যবসায় ক্রয়াদেশ বৃদ্ধিতে ২০১৪ সালের অক্টোবরের পর সবচেয়ে শক্তিশালী অবস্থানে দাঁড়ায় এ খাতটি। খবর গালফ নিউজ ও ন্যাশনাল।

গত মাসে ইউএইর তেলবহির্ভূত বেসরকারি খাতের মৌসুমভিত্তিক সমন্বয়কৃত এমিরেটস এনবিডি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৫৯ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের মাসে যেখানে পিএমআই ছিল ৫৭ দশমিক ৬০ পয়েন্ট। এ নিয়ে টানা তিন মাস এ সূচক বেড়েছে। সর্বশেষ সূচকে ব্যবসায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত সুস্পষ্ট।

ইউএইর তেলবহির্ভূত বেসরকারি খাতে আইএইচএস মার্কিট কর্তৃক পরিচালিত মাসিক জরিপের মৌলিক উপাত্ত রয়েছে। বেসরকারি খাতের প্রায় ৪০০ কোম্পানি থেকে প্রশ্নপত্রের মাধ্যমে মাসিক সংগৃহীত উপাত্তের ভিত্তিতে এমিরেটস এনবিডির পিএমআই প্রস্তুত করা হয়।

বাজার চাহিদা বৃদ্ধি, বিপণন তত্পরতা এবং অনেক নতুন প্রকল্প চালু হওয়ায় রেকর্ড পরিমাণ ব্যবসায় কার্যক্রম বেড়েছে। আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি আগামী বছরও প্রবৃদ্ধি ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।

এমিরেটস এনবিডির মেনা রিসার্চের প্রধান খাতিজা হক বলেন, যদিও হেডলাইন পিএমআইয়ের মাধ্যমে ইউএইর তেলবহির্ভূত বেসরকারি খাতের দ্রুত প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, তবে অর্থনৈতিক পরিবেশ ব্যবসা পরিচালনার জন্য এখনো চ্যালেঞ্জিং। তিনি আরো বলেন, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক ব্যাপক মূল্যছাড় এবং রফতানি ক্রয়াদেশ বৃদ্ধিতে গত মাসে কারখানা উৎপাদন ও ক্রয়াদেশ বেড়েছে। ২০১৪ সালের অক্টোবর ও ২০১৫ সালের জানুয়ারিতে যেখানে বেসরকারি খাতে কর্মসংস্থান বেড়েছে, সেখানে চলতি বছরের মে মাসে কর্মসংস্থান বাড়েনি। ২০১৯ সালের মে মাসের কর্মসংস্থান সূচক ‘অপরিবর্তিত’ লেভেলের কিঞ্চিৎ উপরে রয়েছে। মজুরি হার যথারীতি স্থবির থাকায় ব্যবসায় কার্যক্রম বাড়লেও গৃহস্থালিতে তার সুবিধা এখনো পৌঁছায়নি।

তেলবহির্ভূত বেসরকারি খাতে নতুন ব্যবসাগুলোর প্রবৃদ্ধিও গত মাসে রেকর্ড বেড়েছে। এমিরেটস এনবিডি বলছে, তাদের ১০ বছরের জরিপের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে দেশটির নতুন রফতানি ক্রয়াদেশ। জরিপে বলা হয়, রফতানি ক্রয়াদেশ ১০ বছরের মধ্যে সর্বোচ্চে ছিল। বেশির ভাগ বড় ক্রয়াদেশ এসেছে সৌদি আরব ও ওমান থেকে।

নতুন ক্রয়াদেশ বৃদ্ধিতে কোম্পানিগুলোর পারচেজিং তত্পরতা রেকর্ড পরিমাণ বেড়েছে। যদিও মে মাসে নতুন ক্রয়াদেশ ও ব্যবসায় কার্যক্রম দুটিই বেড়েছে, তবে তেলবহির্ভূত কোম্পানিগুলোয় নতুন কর্মী নিয়োগে এর প্রতিফলন দেখা যায়নি। নিয়োগ হার গত মাসে প্রায় অপরিবর্তিত ছিল এবং সবগুলো প্রতিষ্ঠানই তাদের কর্মী সংস্থা স্থিতিশীল রেখেছে। এছাড়া মজুরি হারেও তেমন পরিবর্তন লক্ষ করা যায়নি।

নিউজ বনিকবার্তা