PDA

View Full Version : প্রফটেবল ফরেক্স ট্রেড টিপি হিট করবে



nazmul hasan ripon
2014-09-20, 10:43 PM
আমার এই সিস্টেম টা লং টাইম এ কাজ করে। আপনি আপনার ট্রেডিং সিস্টেম এ একটা লং ট্রেড পেলেন তখন এক সাথে ৫ টা ট্রেড ওপেন করবেন ১ম ট্রেড এর টিপি হবে ৫০ পিপ্স, ২ নাম্বার ট্রেড এর টিপি হবে ১০০ পিপ্স, ৩ নাম্বার ট্রেড এর টিপি হবে ১৫০ পিপ্স, ৪ নাম্বার ট্রেড এর টিপি হবে ২০০ পিপ্স, ৫ নাম্বার ট্রেড এর কোন টিপি হবে না । আপনার ৩ টা ট্রেড এর টিপি হিট করে যদি মার্কেট ব্যাক এ আসে তাও আপনার অনেক লাভ হবে। আমি এই ভাবে ট্রেড করি।

Meeralamin
2014-09-21, 03:28 PM
ভাই আপনার উপদেশটা খুবই ভালো লাগলো কিন্তু একটা বিষয়ে আপনি কি একটু ক্লিয়ার করে দিবেন যে, যদি কোন কারনে স্পাইক হলে আমার একাউন্ট ব্যালান্স কত হবে? আর যাই হোক এস.এল কত দিব তাও কিছু বললেন না, একই সাথে ৫টি ট্রেড ই কি ওপেন করব? এসব একটু বুঝিয়ে লিখুন তা নাহলে আমরা তো পথের ফকির হয়ে যেত পারি। এসব যক্তি অনেক কাজের কিন্তু হাতে কাড়ি কাড়ি টাকা থাকা দরকার। যাই হোক আপনি কি বলবেন কোন পেয়ারে এত বড় রিক্স নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে?

fh.ratul
2014-11-08, 01:17 AM
আমার খুব ভয় লাগে এমন করে ট্রেড করতে। অন্য কনো রকমের পলিচ্ছি কি আসে? যা আমাকে সহ ট্রেড করতে সাহায্য করবে?

ahmed
2015-02-04, 12:11 PM
ধন্যবাদ বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।তবে কৌশল টা আরেকটু বিস্তারিত খুলে বললে আমাদের জন্য ভাল হত।যতটুকু বুঝতে পারছি,তাতে মনে হচ্ছে এখানে মানি ম্যানেজমেন্ট একটা বিশাল ফ্যাক্টর।সুতারাং বিস্তারিত টিউন এর অপেক্ষায় থাকলাম।

NaimurRahman
2015-02-22, 10:53 PM
আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। কারন যদি কোন কারনে উল্টা দিকে যায়, তাহলে ৫টা ট্রেডই লসে যাবে। আর এটা যদি নিউজের সম্মুখীন হয়, তাইলে তো কথাই নাই, স্পাইকের কারনে কোথায় যেতে পারে তার তো কোন ইয়াত্তা ই নেই। আর স্প্রেট যাবে কোথায় হিসেব করেছেন? আর মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এত রিস্ক নেয়া ঠিক নয়। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

mithun
2015-04-23, 02:26 AM
ধন্যবাদ, কিন্তু আরেকটু বিশদ ভাবে বর্ণনা করলে সবার বুঝতে মনে হয় বেশি সুবিধা হবে। তাই সবার বুঝার সুবিধার কথা বিবেচনা করবেন আশা করি।

HELPINGHAND
2015-05-15, 12:34 PM
যে ব্যাক্তি কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন।পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।পৃথিবীর সমস্যা হচ্ছে বুদ্ধিমান মানুষেরা এখানে নিজের ক্ষমতা নিয়ে সংশয় আর দ্বিধায় ভোগে এবং বোকা মানুষেরাই তাদের চেয়ে বেশি আত্ববিশ্বাসী থাকে।

Md:Ekramul Islam
2015-06-11, 05:53 PM
আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। কারন যদি কোন কারনে উল্টা দিকে যায়, তাহলে ৫টা ট্রেডই লসে যাবে। আর এটা যদি নিউজের সম্মুখীন হয়, তাইলে তো কথাই নাই, স্পাইকের কারনে কোথায় যেতে পারে তার তো কোন ইয়াত্তা ই নেই। আর স্প্রেট যাবে কোথায় হিসেব করেছেন? আর মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এত রিস্ক নেয়া ঠিক নয়। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

HuloBiral
2015-06-12, 09:18 AM
এখানে স্টপলস এর কথা কিছুই বলা হয়নি। মার্কেট যদি আপনার বিপক্ষে যায় তাহলে কি করবেন? আমার মনে হয় এই সিস্টেম থেকে নিয়মিত লাভ করা সহজ হবে না। মার্কেট এর মুভমেন্ট পুরোপুরি কারো পক্ষে বোঝা সম্ভব না।

maziz6989
2015-06-16, 12:10 PM
স্ট্রাটেজিটাই তো শেয়ার করলেন না। আগে সিস্টেমটা বলেন তার পরে আমরা নিজেরা ডেমোতে ট্রাই করে দেখি রেজাল্ট কেমন। তার পরে না হয় ডিসিশান নেওয়া যাবে ট্রেড করা যাবে কিনা। তবে আমার মতে এক সাথে পাচটা ট্রেডে এন্ট্রি নেওয়া শুধু বোকামীই না তার থেকেও বেশি কিছু। লং ট্রেড পেলে একটা ট্রেড নেন যখন প্রফিটে আসবে তখন এস এল সেট করে দেন এন্ট্রি পয়েন্ট অথবা কিছুটা প্রফিট রেখে । ভেবে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ

shihab
2015-06-19, 02:34 PM
ভাই এটা কি হেজিং এর মধ্যে পড়লো নাকি ট্রেডিং এর মদ্দে পড়লো কিছুই বুজলাম না, এই টাইপ এর extreme মার্কা ট্রেড করলে অ্যাকাউন্ট ফুতুর হতে বেশি শময় লাগবে না। অন্নকে এই উপদেস দেয়ার আগে আপনি নিজে কততুকু প্রফিত করেছেন তার একটা statement দিন।

bonushunter
2015-06-19, 04:07 PM
ভাই আপনি যে ভাবে ট্রেড এর কথা বললেন এই ধরনের ট্রেড খুব রিস্কি তবে অনেক লাভজনক। এই ধরনের ট্রেড যেহেতু লং টাইমের জন্য তাই অনেক ধৈর্য থাকতে হবে। তবে লস যদি হয় তাহলে অনেক পিপস লস হয়ে যাবে আর সেই লস রিকভারী করা অনেক কঠিন হয়ে যাবে।

Zakariea
2015-06-26, 11:36 PM
বেশ ভালো একটা টেকনিক নিয়ে আলোচনা করেছেন কিন্তু এসএল এর ব্যাপারে আমার চিন্তা। কারন যদি লস হয় প্রতিটা ট্রেডে তাহলে বড় ধরনের ক্ষতি হবে।

RichMahfuz
2015-07-03, 11:38 AM
আপনার স্ট্রাটেজী টা অনেক ভাল লাগল, কিন্তু যদি মার্কেট টেক প্রফিত এর দিকে না গিয়ে স্টপ লস এর দ্দিকে যায় তাহলে কেমন হবে বস। তখন তো একবারেই ফকির তাইনা! তবে আপনার পরামর্শ তা অনেক ভাল, আসলে অনেক টেকনিক একসাথে নিয়ে ট্রেড করা উচিত। সব ফলাফল নিয়ে একসাথে ট্রেড করলে ট্রেড এ লাভ করা সম্ভব। ধন্যবাদ শেয়ার করার জন্য।

maziz6989
2015-07-05, 08:09 PM
আমার এই সিস্টেম টা লং টাইম এ কাজ করে। আপনি আপনার ট্রেডিং সিস্টেম এ একটা লং ট্রেড পেলেন তখন এক সাথে ৫ টা ট্রেড ওপেন করবেন ১ম ট্রেড এর টিপি হবে ৫০ পিপ্স, ২ নাম্বার ট্রেড এর টিপি হবে ১০০ পিপ্স, ৩ নাম্বার ট্রেড এর টিপি হবে ১৫০ পিপ্স, ৪ নাম্বার ট্রেড এর টিপি হবে ২০০ পিপ্স, ৫ নাম্বার ট্রেড এর কোন টিপি হবে না । আপনার ৩ টা ট্রেড এর টিপি হিট করে যদি মার্কেট ব্যাক এ আসে তাও আপনার অনেক লাভ হবে। আমি এই ভাবে ট্রেড করি।

স্টপ লস কত হবে তা তো বললেন না। যদি আপনি ১০ পিপ স্টপলস ব্যবহার করেন এবং পাচটা স্টপলস হিট করে তবে আপনার লস হবে ৫০ পিপস। কিন্তু বড় কোন নিউজ ছাড়া গোল্ড বাদে কোন পেয়ারই একদিকে ১০০ পিপস মূভ করে না। যাই হোক লাভ করতে পারলে ভাল কিন্তু মাঝে মাঝে আমাদের একটু স্ক্রিনশট দেখায়েন।

maziz6989
2015-07-05, 08:13 PM
ভাই এটা কি হেজিং এর মধ্যে পড়লো নাকি ট্রেডিং এর মদ্দে পড়লো কিছুই বুজলাম না, এই টাইপ এর extreme মার্কা ট্রেড করলে অ্যাকাউন্ট ফুতুর হতে বেশি শময় লাগবে না। অন্নকে এই উপদেস দেয়ার আগে আপনি নিজে কততুকু প্রফিত করেছেন তার একটা statement দিন।

আপনার সাথে পুরোপুরি একমত কিন্তু একটা কথা ভাই কাউকে এভাবে বলা কি আপনার উচিত হল। উনি হয়ত এভাবে ট্রেড করে প্রফিট করেছেন। যাই হোক আসলে একটা পেয়ারে একসাথে পাচটা ট্রেড নেওয়া অনেকটা ক্রেজি সিদ্ধান্ত হয়ে গেল না? জাতি দেখতে চায় স্ক্রিণ শট দেখতে চায়।

anwarForex
2015-08-13, 07:24 PM
ট্রেড পক্ষে গেলে কোন সমস্যা নাই। তবে বিপক্ষে গেলে কি হবে-তার ব্যাখ্যা নাই? যদি মাকেট ১০০ পিপ্স ডাউন হয়- তবে মোট লসের পরিমান হবে ৫০০ পিপ্স(প্রতি ট্রেডে ১০০) । যদি ২ নং পর্যন্ত প্রফিট টেক করে ফিরে আসে এবং লস হিট করে তবে মোট লস হবে ১৫০ পিপ্স। সে ক্ষেত্রে ১০০ পিপ্স মুভমেন্টের পর বাকী ৩ টির স্টপ লস ব্রেক ইভেনে সেট করলে লাভ ১৫০ পিপ্স। এভাবে ৩ নং ট্রেড পর্যন্ত প্রফিট হিট করলে লাভ ৩০০ পিপ্স।

samrat
2015-08-14, 02:45 PM
প্রফটেবল ফরেক্স ট্রেড টিপি হিট করবে কি? আমি এ বিষয়ে কিছুই জানিনা। এটা দিয়ে কি কাজ হয়? এটার কি উপকার? এটা আমাদের কি ভালো পথ দেখাবে? এটা কি ট্রেড করতে ব্যবহিত হয়? আপনারা কে কি জানেন পোস্ট করে জানান।

FxAhsan
2015-09-09, 11:49 PM
ভাই একটা কথা ক্লিয়ার করে বলেনতো আপনার একাউন্ট কতবার খালি হইছে,আপনি কি কখনো লাভ করতে পেরেছেন আমার তো মনে হয়না,ট্রেড যদি একবার বিপরীত এ যায় তাহলে বুঝতে পারছেন কি হবে তখন,ভায়েরা কেউ এইসব কথা শুনে এন্ট্রি নিবেন না।একাউন্ট খালি হতে বেশি সময় লাগবে না।

Defender
2015-09-10, 12:13 AM
ভাই আমি এখানে কাজ করি তবে আজ আপনার উপদেশটা খুবই ভালো লাগলো ।
এখান বা আপনার কথা থেকে আমি অনেক কিছু সিখতে পারলাম ।

Imran1995
2015-09-10, 12:20 AM
ভাই একটা কথা ক্লিয়ার করে বলেনতো আপনার একাউন্ট কতবার খালি হইছে,আপনি কি কখনো লাভ করতে পেরেছেন আমার তো মনে হয়না,ট্রেড যদি একবার বিপরীত এ যায় তাহলে বুঝতে পারছেন কি হবে তখন,ভায়েরা কেউ এইসব কথা শুনে এন্ট্রি নিবেন না।একাউন্ট খালি হতে বেশি সময় লাগবে না।

sharifulbaf
2015-12-18, 03:48 PM
ফরেক্স মার্কেট এ লং ট্রেডিং করলে আমরা টিপি বা টেক প্রফিট বসিয়ে দেই মুলত যাতে অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হয়ে যায়।তাই আমাদের উচিৎ বেসি পিপ্স না দিয়ে আমরা যদি ৫০ কিংবা ১০০ পিপ্স দিয়ে থাকি তা হলে টেক প্রফিটে হিট করবে বলে আমার মনে করি

HKProduction
2016-01-02, 04:50 PM
আপনার উপদেশ ও বুদ্ধিতে ফকির হওয়ার জন্য পৃথিবীর আর কারও কাছে যেতে হবে না। আপনি একাই যথেষ্ঠ। তার চেয়ে বলেন আমরা সবাই কিছু বাঁশ নিয়ে আপনার কাছে আসি। আপনি কষ্ট করে একটু তেল রাখবেন যাতে আমাদেরকে ঠিকমত দিতে পারেন। 5 টি ট্রেডের জন্য বিপরীত মুখী কমপক্ষে 3000 পিপস করে রাখলেও 15000 পিপসের প্রয়োজন। কেননা আপনি স্টপ লসের কথা বলেন নি। এক কথায় এটি ওপেন ট্রেড। কত ডিপোজিট হলে এভাবে ট্রেড করা যায় ? এমনও মার্কেট আছে যা ক্রমাগত তিন/চার বছর পর্যন্ত একই দিকে যেতে থাকে। গুরু এমন উপদেশ শত্রুকেও দিয়েন না।

ShariyarSojib
2016-01-06, 10:03 PM
সবসময় টেক প্রফিটে হিট নাও করতে পারে সে ক্ষে েএ স্টপ লস দিয়ে রাখা ভালো কারন স্টপ লস সেট না করলে একাউন্ট হয়ত যিরো হয়ে যেতে পারে

yasir arafat
2016-04-04, 02:02 PM
প্রফটেবল ফরেক্স ট্রেড টিপি হিট করবে
আগে ডেমোতে ট্রাই করে দেখি ফলাফল কেমন দেয়।তারপর রিয়েলে করে দেখবো।আসলে ইন্ডিকেটর ছাড়া মার্কেটে অনেক ধরণের অ্যানালাইসিস আছে ।যার মধ্যে কিছু অ্যানালাইসিস খুব ভাল কাজ করে।

md mehedi hasan
2016-11-01, 12:24 PM
আপনার ট্রেডিং স্ট্রেজিটি আমি ভালো ভাবে বুঝতে পারাম না।তবে যে টুকু বুঝেছি সে টা অনুসরণ করা আমার পক্ষে সম্ভব নয়।কারন এক সাথে পাঁচটি ট্রেড ওপেন করলে আপনি হয়ে যাবেন ওভার ট্রেডার।আর ট্রেড গুলো যদি আপনার পক্ষে যায় তাহলে ভালো যদি ট্রেডগুলো বিপক্ষে যায় আপনার ব্যালেন্স ঠিক থাকবে তো।

RUBEL MIAH
2017-04-28, 07:02 PM
স্পাইক হলে আমার একাউন্ট ব্যালান্স কত হবে । লং ট্রেড পেলে একটা ট্রেড নেন যখন প্রফিটে আসবে তখন এস এল সেট করে দেন এন্ট্রি পয়েন্ট । এসব যক্তি অনেক কাজের কিন্তু হাতে কাড়ি কাড়ি টাকা থাকা দরকার । যদি মার্কেট ব্যাক এ আসে তাও আপনার অনেক লাভ হবে। আমি এই ভাবে ট্রেড করি ।

zobairi007bd
2017-05-12, 11:53 PM
ধন্যবাদ বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।তবে কৌশল টা আরেকটু বিস্তারিত খুলে বললে আমাদের জন্য ভাল হত।
এখানে স্টপলস এর কথা কিছুই বলা হয়নি। মার্কেট যদি আপনার বিপক্ষে যায় তাহলে কি করবেন?

Md Masud
2017-05-23, 07:59 PM
পৃথিবীর সমস্যা হচ্ছে বুদ্ধিমান মানুষেরা এখানে নিজের ক্ষমতা নিয়ে সংশয় আর দ্বিধায় ভোগে । লং ট্রেড পেলে একটা ট্রেড নেন যখন প্রফিটে আসবে তখন এস এল সেট করে দেন এন্ট্রি পয়েন্ট অথবা কিছুটা প্রফিট রেখে । মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এত রিস্ক নেয়া ঠিক নয় । মার্কেট এর মুভমেন্ট পুরোপুরি কারো পক্ষে বোঝা সম্ভব না ।

uzzal05
2017-06-11, 05:38 AM
ফরেক্স এ আপনি মারকেট এর অবস্থা দেখে ট্রেড করবেন। ফরেক্স এ শুধু টড়েড করে টার্গেট করলেই হবে না। টার্গেট এ আমি পৌছাতে পারব কি না সেটা দেখতে হবে। যদি মার্কেট এ আমার টার্গেট এ পৌছানোর আগে সেখান থেকে ব্যাক করে তাহলে আমি ট্রেড ক্লোজ করে দিব।

Mamun13
2017-11-19, 09:06 PM
লং ট্রেডে এন্ট্রী পেতে হলে অবশ্যই লং টাইমফ্রেমে এনালাইসিস করতে হবে৷আর এই লং ট্রেডে একই সাথে ৫ টি ট্রেড এন্ট্রী করার প্রয়োজন নাই কারন এতে মানি মেনেজমেন্ট ঝুঁকির মধ্যে পড়বে৷তবে একটি ট্রেড ওপেন করে প্রফিট ক্লোজ করার পরে নতুন অন্য একটি ট্রেড ওপেন করা যেতে পারে৷এক্ষেত্রে রিস্ক কম থাকবে এবং প্রতিবার নতুন করে ট্রেড করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷