PDA

View Full Version : আপনি কি আসলেই ট্রেড করার যোগ্য?



Traderboy
2019-06-14, 03:29 PM
একাগ্র চিত্তে ভাবুন আপনার কি যোগ্যতা আছে ফরেক্স থেকে আয় করার। কত আয় করার সামর্থ আপনি রাখেন। প্রতিটি মানুষের কিছু কোয়ালিটি থাকে। কিছু যোগ্যতা তাকে। এগুলি সময়ের সাথে সাথেই হয়ে যায়। তবে ফরেক্স একটি ভিন্ন জগৎ। কেউ চাইলেই এখানে যোগ্য হতে পারে না। যোগ্য হতে চাইলে নিজের একাগ্রতা, চেষ্টা আর সাধনা, শ্রম ধৈর্য এখানে বিনিয়োগ করতে হয়। বিনিময়ে যোগ্য হয়ে ওঠে মানুষ। এখান আয় করবেন সেজন্য দরকার আপনার মানুষিকতার পরিমাপ। আপনার মানুষিকতা যত উন্নত আপনার আয়ের রেসিও তত ভালো হবে। লোভ মানুষের অনেক বড় শত্রু। তাই মানুষিকতার সাথে লোভের সংমিশ্রণ হলে এক্ষেত্রে সব যায়গায় আপনি লুজার হবেন।

KANIZFATEMA1997
2019-06-14, 10:51 PM
যার কথার চেয়ে কাজের পরিমানণ বেশী,সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।পরিশ্রম দিয়ে সব কিছুই করা যায় বলে আমি মনে করি। দক্ষতা তার সাথে আরও প্রয়োজন। যার ফলে ভালো কিছু করা যায়।তাই ভালো জ্ঞান ওদক্ষতা দিয়ে আয় করাও ট্রেড করা সম্ভব বলে আমি মনে করি।তার জন্য বেশী করে দক্ষতা অর্জন করা দরকার

alamsat
2019-06-15, 12:37 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। এতদিন ধরে চেষ্টার পর একটি সঠিক স্টাটেজি দাড় করাতে পেরেছি এখন সেটা নিয়ে প্রাকটিস করছি এবং সফলতা প্রায় ৮৫% তাই আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।

samun
2019-06-15, 02:05 PM
প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই প্রথম লক্ষ্য।তার জন্য আমাকে দীর্ঘ সময় অতিবাহিতো করতে হয়েছে।ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া,স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করে ফরেক্স ট্রেড শুরু করেছি।

Traderboy
2019-06-15, 04:23 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। এতদিন ধরে চেষ্টার পর একটি সঠিক স্টাটেজি দাড় করাতে পেরেছি এখন সেটা নিয়ে প্রাকটিস করছি এবং সফলতা প্রায় ৮৫% তাই আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।

আপনার যদি রিস্ক রেশিও ঠিক রাখতে পারেন তাহলে ৬০% ট্রেড প্রফিটে ক্লোজ করতে পারলেও আপনি মাসশেষে প্রফিটেবল থাকতে পারবেন। শুভকামনা রইল আপনার ট্রেডিং সিস্টেমের জন্য। আপনার ট্রেডিং সিস্টেমের একটা পোর্টফলিও করে ফেলবেন যদি পারেন। তাহলে ভবিষ্যতে এটা আপনার বেশ কাজে লাগবে।

alamsat
2019-06-15, 09:24 PM
আপনার যদি রিস্ক রেশিও ঠিক রাখতে পারেন তাহলে ৬০% ট্রেড প্রফিটে ক্লোজ করতে পারলেও আপনি মাসশেষে প্রফিটেবল থাকতে পারবেন। শুভকামনা রইল আপনার ট্রেডিং সিস্টেমের জন্য। আপনার ট্রেডিং সিস্টেমের একটা পোর্টফলিও করে ফেলবেন যদি পারেন। তাহলে ভবিষ্যতে এটা আপনার বেশ কাজে লাগবে।

চেষ্টায় আছি ভাই কিন্তু লস কিছুতেই পিছু ছাড়ে না। তাই একটি সুন্দর স্টাটেজি দিয়ে ট্রেড করতে পারলেই তারপর একটি পোর্টফলিও করে রাখব। কারন লসের ট্রেড আর বার বার একাউন্ট শুন্য করার মত পোর্টফলিও করে সেটা কোন কাজে দিবে না। সুন্দর একটি পোর্টফলিও হলেই সেটা আমার কাজে দিবে। তাই আগে প্রতিটি ট্রেড প্রফিটেবল করার চেষ্ট করছি তারপর পোর্টফোলিও তে সেটা এ্যাড করে নিব।

Traderboy
2019-06-15, 11:25 PM
চেষ্টায় আছি ভাই কিন্তু লস কিছুতেই পিছু ছাড়ে না। তাই একটি সুন্দর স্টাটেজি দিয়ে ট্রেড করতে পারলেই তারপর একটি পোর্টফলিও করে রাখব। কারন লসের ট্রেড আর বার বার একাউন্ট শুন্য করার মত পোর্টফলিও করে সেটা কোন কাজে দিবে না। সুন্দর একটি পোর্টফলিও হলেই সেটা আমার কাজে দিবে। তাই আগে প্রতিটি ট্রেড প্রফিটেবল করার চেষ্ট করছি তারপর পোর্টফোলিও তে সেটা এ্যাড করে নিব।

হুম নিয়মিত প্রফটি করাটা অভ্যাসে পরিনত করার চেষ্টা করতে হবে। আমি ইদানিং একটা সিস্টেমে রেগুলার প্রফিটের ব্যবস্থা করতেছি। দেখি কতটা সফল হতে পারি। গত সপ্তাহে ১৫% চলে আসছে। আমার মাসিক টার্গেট ১৫%-২০% এবং আমি এই ব্যালেন্সকে কমপাউন্ডিং করব ২ বছর। অনেক বড় প্ল্যান। দোয়া করবেন, যেন সফলভাবে সব করতে পারি।

alamsat
2019-06-16, 10:54 AM
হুম নিয়মিত প্রফটি করাটা অভ্যাসে পরিনত করার চেষ্টা করতে হবে। আমি ইদানিং একটা সিস্টেমে রেগুলার প্রফিটের ব্যবস্থা করতেছি। দেখি কতটা সফল হতে পারি। গত সপ্তাহে ১৫% চলে আসছে। আমার মাসিক টার্গেট ১৫%-২০% এবং আমি এই ব্যালেন্সকে কমপাউন্ডিং করব ২ বছর। অনেক বড় প্ল্যান। দোয়া করবেন, যেন সফলভাবে সব করতে পারি।

আপনার জন্য অনেক অনেক দোয়া রহিল। ভাই আমি যে প্রফিট করতে পারি না তা নয়। করতে পারি কিন্তু একটি মাত্র ভুল ট্রেড এর কারনে সকল প্রফিট সহ ব্যালেন্স শুন্য হয়ে যাই। এ জন্য এবার চিন্তা করেছি কম লটে ট্রেড করব। কারন বড় লটে ট্রেড করলে হয়ত কম পিন্সে বেশি প্রফিট হয় কিন্তু লস হলে একাউন্ট শুন্য করে ছাড়ে। তাই ছোট লটে ট্রেড করতে পারলে একাউন্টটি সুরক্ষিত থাকবে। ভাই আমি ১ থেকে ৫ ডলার লটে ট্রেড করে থাকি। মানে বুঝতেই পারছেন ৫ ডলারের ট্রেড মানে ১০০ পিন্সে ৫০০ ডলার নেই। এ জন্য এখন থেকে ০.০৫ এবং উদ্ধো ০.১০ লট তার বেশিতে ট্রেড করছি না।

Traderboy
2019-06-16, 10:57 AM
আপনার জন্য অনেক অনেক দোয়া রহিল। ভাই আমি যে প্রফিট করতে পারি না তা নয়। করতে পারি কিন্তু একটি মাত্র ভুল ট্রেড এর কারনে সকল প্রফিট সহ ব্যালেন্স শুন্য হয়ে যাই। এ জন্য এবার চিন্তা করেছি কম লটে ট্রেড করব। কারন বড় লটে ট্রেড করলে হয়ত কম পিন্সে বেশি প্রফিট হয় কিন্তু লস হলে একাউন্ট শুন্য করে ছাড়ে। তাই ছোট লটে ট্রেড করতে পারলে একাউন্টটি সুরক্ষিত থাকবে। ভাই আমি ১ থেকে ৫ ডলার লটে ট্রেড করে থাকি। মানে বুঝতেই পারছেন ৫ ডলারের ট্রেড মানে ১০০ পিন্সে ৫০০ ডলার নেই। এ জন্য এখন থেকে ০.০৫ এবং উদ্ধো ০.১০ লট তার বেশিতে ট্রেড করছি না।

মানি ম্যানেজমেন্ট কঠিনভাবে যদি অনুসরন না করেন হাজার লাখ ডলার থাকলেও ঠিকই জিরো হয়ে যাবে। যা বুঝলাম আপনার কাছে ট্রেডিং সিস্টেম আছে প্রফিটেবল কিন্তু সমস্যা হলো আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকছে না। বড় লটে ট্রেড অপেন করে ফেলছেন যার পরিনতি হচ্ছে লস আর লস। আপনি লট ভাগ করে করে ট্রেড করতে পারেন। আর একটা কাজ করতে পারেন আপনি আপনার ট্রেডিং একাউন্ট এর লিভারেজ কমিয়ে নিতে পারেন। তাহলে ইচ্ছা করলেও আপনি আর বড় লট খুলতে পারবেন না। যত লিভারেজ কম নিবেন তত কম লট অপেন করতে দেবে আপনাকে ব্রোকার। আমি এই থিউরি ব্যবহার করি। বেশ কাজে লাগে।

MDRIAZ777
2019-06-16, 11:40 AM
আসলে ফরেক্স ট্রেডিং যোগ্যতা বলতে মূলত বোঝায় একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি সমষ্টিকে সেই অর্থে বিশ্লেষণ করে ট্রেডার মূল্যায়ন করতে গেলে সবাইকে প্রকৃত ফরেক্স ট্রেডার বলা যায় না। ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করার পূর্বে প্রথমে আমি ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করেছে পাশাপাশি নিয়মিত ভাবে ডেমো ট্রেডিং এর মাধ্যমে অনুশীলন করে বাস্তব ট্রেডিং জ্ঞান রপ্ত করতে সক্ষম হয়েছি সেই অর্থে আমি নিজেকে ফরেক্স ট্রেডিং এর জন্য যোগ্য বলে মনে করি তথাপি আমি মনে করি ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন এর কোনো শেষ নেই প্রতিনিয়ত এখান থেকে শিখছি এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করছি।

expkhaled
2019-06-16, 12:18 PM
আসলে আমাদের প্রায় সবারই এক সমস্যা সেটা হলো বেশী লিভারেজ এবং বড় লটে ট্রেড করা। যার কারনে একাউন্ট শূন্য, তাই আমাদের একটি সমান পরিমান লট নিতে হবে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে ট্রেড করতে হবে যেমন : ১:২, ১:৩ তে। আর পূর্ন একাউন্টের পরিমান থেকে ১% বা ০.৫% নিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনি একাউন্ট সহজে শূন্য করতে পারবেন না। তবে নিজের যে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো সেগুলো একটু ভালভাবে লক্ষ্য রাখতে হবে যেমন : ওভার ট্রেডিং, যেখানে সেখানে ট্রেড, যখন তখন চার্ট দেখা, স্টপলস না দেওয়া, বেশী প্রফিটের আশায় রিস্কটু রিওর্য়াড না মেনে ট্রেড করা ইত্যাদি। ফরেক্স হলো দীর্ঘদিনের পথ চলার সঙ্গী তাই এখান থেকে তারাতারি ফলাফল আশা করা উচিত নয়। প্রথম ৫ বছর শিক্ষাকালীন হিসাবে ধরে নেওয়াই উত্তম।

TanjirKhandokar1994
2019-06-16, 04:03 PM
আসলে আমি মনে করি প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই সবার প্রথম লক্ষ্য হওয়া উচিত ।আর তার জন্য আমাদের দীর্ঘ সময় অতিবাহিতো করতে হতে পারে।আমারও নতুন অবস্থায় ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। এখানে মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া, ইত্যাদি বিষয় গুলো। এছাড়াও স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করে ফরেক্স ট্রেড শুরু করেছি।আর এটা সকলেরই জন্য আমি মনে করি। ধন্যবাদ

ARIFULISLAM1996
2019-06-18, 05:36 PM
আমি ট্রেড করার যোগ্য কি না তা আমি তখনই বুঝতে পারব যখন ট্রেড সম্পর্কে খুটিনাটি বিষয়গুলো আমি জানতে পারবো এবং ট্রেড থেকে ভাল কিছু পাবো।পরিশ্রম করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।সব ট্রেডারদের সফল ট্রেডার বলা যায় না।ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।ধৈর্য্যশীল হয়ে কাজ করতে হবে।ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে গেলে বেশি বেশি প্রাক্টিস করতে হবে যা আমি এখনো চালিয়ে যাচ্ছি।আমি প্রফিট করার আগে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।আমি এখনো ফরেক্স করার মত যোগ্য হয়ে উঠিনি।আর শেখার কোন শেষ নেই।আমি এখন ছোট ছোট লটে ট্রেড করি।আমি নিজেকে যোগ্য ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।

Traderboy
2019-06-20, 09:18 AM
আমি ট্রেড করার যোগ্য কি না তা আমি তখনই বুঝতে পারব যখন ট্রেড সম্পর্কে খুটিনাটি বিষয়গুলো আমি জানতে পারবো এবং ট্রেড থেকে ভাল কিছু পাবো।পরিশ্রম করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।সব ট্রেডারদের সফল ট্রেডার বলা যায় না।ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।ধৈর্য্যশীল হয়ে কাজ করতে হবে।ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে গেলে বেশি বেশি প্রাক্টিস করতে হবে যা আমি এখনো চালিয়ে যাচ্ছি।আমি প্রফিট করার আগে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।আমি এখনো ফরেক্স করার মত যোগ্য হয়ে উঠিনি।আর শেখার কোন শেষ নেই।আমি এখন ছোট ছোট লটে ট্রেড করি।আমি নিজেকে যোগ্য ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।

ছোট ছোট লটে বা সেন্ট একাউন্টে নিজের সিস্টেমকে ঝালাই করতে থাকুন। ধীরে ধীরে যখন আপনি আপনার সিস্টেমের মাস্টার হয়ে যাবেন তখন আপনি বড় ডিপোজিটের কথা ভাবতে পারেন। আসলে নিজের ট্রেডিং সিস্টেম ঠিক না থাকলে হাজার লক্ষ ডলারের একাউন্টও জিরো হয়ে যাবে। তাই সময় নিন, নিজেকে জানুন বুঝুন, যে সকল জিনিস মনে হয় কম বুঝছেন সেগুলো নিয়ে পড়াশুনা করুন। দেখবেন একসময় আপনি সফল ট্রেডারদের তালিকায় চলে আসবেন।

SOMARANITHAKUR1995
2019-06-20, 10:25 AM
শুধু প্রফিট করলেই একজন যোগ্য ট্রেডার হওয়া যায় না। একজন মানুষ তখনই একজন যোগ্য ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে যখন তার মধ্যে ফরেক্স ট্রেডিং সংক্রান্ত পূর্ণাঙ্গ জ্ঞান থাকে। এছাড়াও নিজেকে ধৈর্য্যশীল হতে হবে। কখনো লোভ করা যাবে না। সব সময় ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করতে হবে। সব সময় ট্রেড করার জন্য ব্যস্ত হওয়া যাবে না। যখন মার্কেট অনুকূলে আসে ঠিক সেই মুহূর্তেই ট্রেড করা উচিত। এর জন্য প্রয়োজন সঠিক অ্যানালাইসিসের। সব সময় ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে এতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। এছাড়া নিজের দক্ষতাকে প্রতিনিয়ত আরও উন্নত করার জন্য ফরেক্স এর ওপর স্টাডি করতে হবে। যারা এইগুলি মেনে চলে তারাই যোগ্য ট্রেডার বলে আমি মনে করি।

SHARIFfx
2019-06-20, 10:52 AM
আপনাকে ভালো ট্রেডার হতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। রিস্ক মেনেজমেন্ট মানি আপনাকে পিপ্স মেনেজমেন্ট করতে হবে। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আর এই বাবে সফল ট্রেডার হতে পারবেন।

MANIK6642
2019-06-21, 05:08 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার যোগ্যতা অর্জন করা অনেক বেশি কঠিন।কঠোর পরিশ্রম ধৈর্যশীল অধ্যবসায় আর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ট্রেড করার যোগ্যতা অর্জন করতে হয়।আপনি তখন ই ট্রেড এ সফল হতে পারবেব যখন দেখবেন আপনার ৯০% ট্রেড এ প্রফিট হচ্ছে।আপনার ভাল জ্ঞান আপনার দক্ষতা যখন একসাথে কাজে লাগাতে পারবেন দেখবেন আপনার ট্রেড ভাল হবে আপনি ভাল প্রফিট করতে পারবেন।এজন্য আগে নিজের কনফিডেন্স বাড়াতে হবে ধৈর্য ধরে ট্রেডিং এর সব সিস্টেমগুলো শিখতে হবে।নিয়মিত ডেমো ট্রেড প্র্যাকটিস করতে হবে।এভাবে আপনাকে ট্রেডিং এর যোগ্য হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনারই।

Apu191
2019-09-04, 11:12 PM
শুধু প্রফিট করলেই একজন যোগ্য ট্রেডার হওয়া যায় না। একজন মানুষ তখনই একজন যোগ্য ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে যখন তার মধ্যে ফরেক্স ট্রেডিং সংক্রান্ত পূর্ণাঙ্গ জ্ঞান থাকে। এছাড়াও নিজেকে ধৈর্য্যশীল হতে হবে। কখনো লোভ করা যাবে না। সব সময় ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করতে হবে। সব সময় ট্রেড করার জন্য ব্যস্ত হওয়া যাবে না। যখন মার্কেট অনুকূলে আসে ঠিক সেই মুহূর্তেই ট্রেড করা উচিত। এর জন্য প্রয়োজন সঠিক অ্যানালাইসিসের। সব সময় ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে এতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। এছাড়া নিজের দক্ষতাকে প্রতিনিয়ত আরও উন্নত করার জন্য ফরেক্স এর ওপর স্টাডি করতে হবে। যারা এইগুলি মেনে চলে তারাই যোগ্য ট্রেডার বলে আমি মনে করি।

BENGALPIASH0007
2019-09-04, 11:20 PM
যেকোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সেই কাজ সম্পর্কে কিছু যোগ্যতা ও দক্ষতার অবশ্যই প্রয়োজন। ফরেক্স হচ্ছে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম।এই প্লাটফর্মে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার ফরেক্স সম্পর্কে যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন আছে। তাই ফরেক্স মার্কেটে আপনাকে সফলতার সাথে ট্রেডিং করতে হলে অবশ্যই নিজেকে ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞ করে তুলতে হবে। কারন যোগ্যতায় হচ্ছে ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি।

amreta
2020-01-23, 05:52 PM
আমাদের অন্যের উপর নির্ভর করতে হবে যা আমরা সর্বদা করতে পারি না এবং এমন সিদ্ধান্তও নিতে হয় যা আমরা দীর্ঘ সময় ধরে বাজারে টিকে না পারি ist নিজের সাথে একমত হতে হবে আপনি এও জানেন যে ঘন্টা দক্ষতা এবং অধ্যয়নের জন্য আসল শক্তি ফরেক্সে ব্যবসা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

amreta
2020-01-23, 05:55 PM
আমরা প্রতিদানের পাশের প্রতিটি ফোরামে কঠোর পরিশ্রম করি যখন আপনি যে ক্ষেত্রে প্রয়োগ করেন সেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পবিত্র কুরআন অনুসারে আপনাকে অবশ্যই পুরষ্কারের নিশ্চয়তা দিতে হবে আল্লাহ বলেছেন যে আপনি আপনার দুর্দান্ত অনুষ্ঠান রেখেছেন এবং এই জিনিসটি বস্তা করার জন্য প্রচেষ্টা এবং ফলাফল অবশ্যই আল্লাহ এবং যিনি তাঁর সর্বাত্মক প্রচেষ্টা করেন তাকে অবশ্যই তাকে হতাশ করবেন না e এখানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি অবশ্যই আপনার দুর্দান্ত অনুষ্ঠান এবং ফলস্বরূপ আল্লাহকে ছেড়ে চলে যাবেন এবং সমস্ত ক্ষমতা ছাড়বেন না। আমি Gশ্বরকেও সর্বশক্তিমান এবং আমি বিশ্বাস করি এবং আমার দৃ বিশ্বাস আছে যে আমরা ofশ্বরের ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোন কিছুই করতে পারি না ts'sশ্বরের ইচ্ছা যে আমরা বৈদেশিক মুদ্রার ব্যবসায় রয়েছি তবে আমার মতে আমরা চেষ্টা করি যদি আমরা চেষ্টা করি নিয়মগুলি ভঙ্গ করুন এবং খারাপ ট্রেডিং করুন তারপরেও আমাদের প্রার্থনাগুলিও ট্রেডিংয়ের খারাপ সময়গুলি থেকে আমাদের রক্ষা করতে পারে না।

PK_SHIKDER
2020-01-24, 04:24 PM
ভাই কেউ যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না । যোগ্যতা অর্জন করে নিতে হয় । যোগ্যতা প্রমাণ পায় তার কাজের দক্ষতার উপর । মন দিয়ে পরিশ্রম করলে যোগ্যতা তাকে অবশ্যই ধরা দিবে । যে সকল ট্রেডাররা ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যায়,, শুধুমাত্র তারাই এই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে,,, ধন্যবাদ ।

MdRubelShaikh
2020-01-24, 04:32 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসা থেকে টাকা আয় করা অনেক কঠিন।আমি এখুনো ফরেক্স ট্রেডিং এ ট্রেড করা সগ্য হতে পারিনি।ট্রেড এ্যান্টি দিলেই শুুধু লস হয়।বুঝতে পারছি না আমি এখুন কি করব।বন্ধুরা লাভ করার জন্য সহজ কোন পদ্ধতি থাকলে আমাকে জানাবেন।

Hredy
2020-03-14, 07:30 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। এতদিন ধরে চেষ্টার পর একটি সঠিক স্টাটেজি দাড় করাতে পেরেছি এখন সেটা নিয়ে প্রাকটিস করছি এবং সফলতা প্রায় ৮৫% তাই আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।

Lubna1212
2020-03-14, 09:14 PM
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন সত্যই বলা যায়, বিনিময় করার জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা একটি বড় সমস্যা। যেহেতু আমি জানি তখনই আমি বিনিময় করার যোগ্য হয়ে উঠলে আমি 5% বেনিফিট বিনিময় করতে পারি। যাইহোক, 5% সুবিধা ঝামেলাজনক। যাই হোক না কেন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আদর্শভাবে আমি খুব শীঘ্রই কার্যকর হব। এত দীর্ঘ সময়ের জন্য অনুসরণ করার পরে এখন আমার কাছে একটি সঠিক পদ্ধতি স্থাপনের বিকল্প ছিল এবং এখন আমি এটির সাথে মহড়া দিচ্ছি এবং অর্জনটি প্রায় 5% তাই আমি বিশ্বাস করি যে আমি 5 থেকে 5% দ্রুত করতে পারি।

FATEMAKHATUN
2020-05-26, 01:52 AM
ট্রেডিং শেখার জন্য যে মতে নিয়মিত প্র্যাকটিস করা জরুরী। * এরপর যখন আত্মবিশ্বাসের অর্জিত হবে হবে অর্থাৎ নিজের কাছে প্রশ্ন করতে হবে আমি রিয়েল ট্রেড করার জন্য যোগ্য কিনা? তখন রেন্টেড করলে সফলতা দ্রুত আসবে ইনশাআল্লাহ।

HASIBURRAHMAN
2020-05-26, 02:00 AM
আপনি যখন ট্রেড শুরু করবেন তার আগে নিজের কাছে প্রশ্ন করুন আপনি কি ট্রেড করার জন্য যোগ্য? যদি নিজেকে যোগ্য মনে হয় তাহলে রিয়েল ট্রেড করা যেতে পারে। আর যদি পুরোপুরি যোগ্য মনে না হয় বেশি ডেমোতে প্রাক্টিস করুন।

KF84
2020-06-16, 06:56 PM
পরিশ্রম করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে । সব ট্রেডারদের সফল ট্রেডার বলা যায় না । ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে । ধৈর্য্যশীল হয়ে কাজ করতে হবে । ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে গেলে বেশি বেশি প্রাক্টিস করতে হবে যা আমি এখনো চালিয়ে যাচ্ছি । আমি প্রফিট করার আগে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই ।

Starship
2020-08-10, 11:53 AM
ফরেক্স শুরু করার জন্য যে সকল গুণাবলী থাকা প্রয়োজন আশা করি সে সকল গুণাবলী আমার মাঝে রয়েছে। একজন দক্ষ ও অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হতে প্রবল ইচ্ছাশক্তি রয়েছে। এর জন্য পর্যাপ্ত সময় ও যথেষ্ট ধৈর্য রয়েছে আমার মধ্যে। ফরেক্স ফোরাম থেকে স্টাডি করার পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করছে পাশাপাশি রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করছি। আমার পড়েছে প্রথম টার্গেট হলো অভিজ্ঞতা অর্জন করা প্রফিট কারা নয়। আর আমি অভিজ্ঞতা অর্জন করতে পারলে প্রফিট অনায়াসে ধরা দিবে।

mahmudfx84
2020-08-10, 12:02 PM
আমরা যখন প্রতিটি ট্রেডে প্রফিট করতে চাই তখন নিজেকে এভাবে প্রশ্ন করা উচিত যে, আমি কি আসলেই ফরেক্সে ট্রেড করার যোগ্য ? যদি ফরেক্স ও এর নিয়ম সম্পর্কে ভাল জেনে থাকেন, তাহলে ট্রেড করার সময় এ্যানালাইসিসসহ অন্যান্য নিয়মগুলো ঠিকঠাক মত মেনে ট্রেড করি কিনা ? নাকি অতি লোভের হাতছানিতে হাবুডুবু খান, নাকি অধৈর্য্য হয়ে রাতারাতি ধনী হওয়ার জন্য বার বার এ্যান্ট্রি দিতে থাকেন, আর লস করতে করতে বার বার ব্যালেন্স জিরো করতে থাকেন ? এভাবে অসংখ্য প্রশ্নোত্তরের মাধ্যমে নিজের সম্পর্কে নিজে জানা সম্ভব যে, আমি ট্রেড করার জন্য আসলেই যোগ্য নাকি এখনো সময়ের প্রয়োজন। ধন্যবাদ।

Md.shohag
2020-08-10, 12:22 PM
প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই প্রথম লক্ষ্য।তার জন্য আমাকে দীর্ঘ সময় অতিবাহিতো করতে হয়েছে।ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া,স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করে ফরেক্স ট্রেড শুরু করেছি।

konok
2020-08-11, 01:15 PM
ছোট ছোট লটে বা সেন্ট একাউন্টে নিজের সিস্টেমকে ঝালাই করতে থাকুন। ধীরে ধীরে যখন আপনি আপনার সিস্টেমের মাস্টার হয়ে যাবেন তখন আপনি বড় ডিপোজিটের কথা ভাবতে পারেন। আসলে নিজের ট্রেডিং সিস্টেম ঠিক না থাকলে হাজার লক্ষ ডলারের একাউন্টও জিরো হয়ে যাবে। ফরেক্স ফোরাম থেকে স্টাডি করার পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করছে পাশাপাশি রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করছি। আমার পড়েছে প্রথম টার্গেট হলো অভিজ্ঞতা অর্জন করা প্রফিট কারা নয়। আর আমি অভিজ্ঞতা অর্জন করতে পারলে প্রফিট অনায়াসে ধরা দিবে।

muslima
2020-08-12, 01:25 AM
যোগ্যতা অর্জন করে নিতে হয় । যোগ্যতা প্রমাণ পায় তার কাজের দক্ষতার উপর । মন দিয়ে পরিশ্রম করলে যোগ্যতা তাকে অবশ্যই ধরা দিবে । যে সকল ট্রেডাররা ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যায় । শুধুমাত্র তারাই এই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে । আমি প্রফিট করার আগে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।আমি এখনো ফরেক্স করার মত যোগ্য হয়ে উঠিনি।আর শেখার কোন শেষ নেই।আমি এখন ছোট ছোট লটে ট্রেড করি।আমি নিজেকে যোগ্য ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।

Soh1952
2020-08-29, 11:07 PM
ভালো ট্রেডার হতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। রিস্ক মেনেজমেন্ট মানি আপনাকে পিপ্স মেনেজমেন্ট করতে হবে। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আর এই বাবে সফল ট্রেডার হতে পারবেন।নিজেকে ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞ করে তুলতে হবে। কারন যোগ্যতায় হচ্ছে ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি।

FREEDOM
2020-08-29, 11:13 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। এতদিন ধরে চেষ্টার পর একটি সঠিক স্টাটেজি দাড় করাতে পেরেছি এখন সেটা নিয়ে প্রাকটিস করছি এবং সফলতা প্রায় ৮৫% তাই আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।

milu
2020-08-30, 10:30 AM
আসলে আমি মনে করি প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই সবার প্রথম লক্ষ্য হওয়া উচিত ।আর তার জন্য আমাদের দীর্ঘ সময় অতিবাহিতো করতে হতে পারে।আমারও নতুন অবস্থায় ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। এখানে মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া, ইত্যাদি বিষয় গুলো। এছাড়াও স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়া নিজের দক্ষতাকে প্রতিনিয়ত আরও উন্নত করার জন্য ফরেক্স এর ওপর স্টাডি করতে হবে। যারা এইগুলি মেনে চলে তারাই যোগ্য ট্রেডার বলে আমি মনে করি।

mahmudfx84
2020-08-30, 10:43 AM
কেউ যদি মনে করে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জানা, বুঝা এবং শেখা হয়েছে । পাশাপাশি অনুশীলনের মাধ্যমে দক্ষও অভিজ্ঞতা অর্জন হয়েছে তাহলে বাস্তবে ছোট ছোট করে ট্রেড করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। লোভহীন আবেগ নিজের নিয়ন্ত্রণে রেখে ধৈর্যের পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়া যায়। তাহলে বুঝতে হবে ফরেক্সে ট্রেড করে সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে খেয়াল রাখতে হবে ট্রেড করার সময় যথাসম্ভব এ্যানালাইসিস করে নিয়ম মেনে ট্রেড করা হয়। তাহলে ফরেক্স থেকে আয় করা কোন ব্যাপারই নয়। ইনশা আল্লাহ।

zubair
2020-08-30, 11:45 AM
ফরেক্সে ট্রেডারদের বড় একটা অংশের সমস্যা হলো বার বার একাউন্ট জিরো করা। অনেককেই দেখা যায় দু’একটি ট্রেডে লস করে সেটা পুষিয়ে নেয়ার জন্য একটা বড় ট্রেড নিয়ে বসেন। সেখানেও ঐ একই রেজাল্ট, ফলে একাউন্ট জিরো করে ফেলেন তখন হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিয়ে যান। এর পিছনে দুটি ব্যাপার ইন্ধন যোগায় ১। লোভ ২। অধৈর্য্যতা । ফরেক্স মর্কেটে ব্যর্থতার পিছনে এগুলোই বড় কারন। আমরা অনেক সময় ১০/২০ ডলার ইনভেস্ট করে ৫০০ ডলার প্রফিট করার স্বপ্ন দেখি। বেশি বেশি মার্কেট এনালাইসিস ও ডেমো প্রাকটিস না করেই ট্রেড নিয়ে বসি যার ফলে লস করতে হয়। আপনি সিস্টেম মেনে ইনভেস্ট না করলে আপনি যত হাজার ডলারই ইনভেস্ট করেন না কেনো বার বার একাউন্ট জিরো হবেই।

Smd
2020-08-30, 12:03 PM
আমি মনে করি এখনো পুরোপুরি যোগ্য হয়ে উঠতে পারেনি। কারন যখন আমার 80% ট্রেড প্রফিট হবে তখনই নিজেকে যোগ্য বলে মনে করবো। এ জন্য এবার চিন্তা করেছি কম লটে ট্রেড করব। কারন বড় লটে ট্রেড করলে হয়ত কম পিন্সে বেশি প্রফিট হয় কিন্তু লস হলে একাউন্ট শুন্য করে ছাড়ে। তাই ছোট লটে ট্রেড করতে পারলে একাউন্টটি সুরক্ষিত থাকবে। ভাই আমি ১ থেকে ৫ ডলার লটে ট্রেড করে থাকি।

IFXmehedi
2020-08-30, 10:48 PM
আসলে ফরেক্স ট্রেডিং যোগ্যতা বলতে মূলত বোঝায় একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি সমষ্টিকে সেই অর্থে বিশ্লেষণ করে ট্রেডার মূল্যায়ন করতে গেলে সবাইকে প্রকৃত ফরেক্স ট্রেডার বলা যায় না। ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করার পূর্বে প্রথমে আমি ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করেছে পাশাপাশি নিয়মিত ভাবে ডেমো ট্রেডিং এর মাধ্যমে অনুশীলন করে বাস্তব ট্রেডিং জ্ঞান রপ্ত করতে সক্ষম হয়েছি সেই অর্থে আমি নিজেকে ফরেক্স ট্রেডিং এর জন্য যোগ্য বলে মনে করি তথাপি আমি মনে করি ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন এর কোনো শেষ নেই প্রতিনিয়ত এখান থেকে শিখছি এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করছি।

আপনি ঠিকই বলেছেন ভাই । কারণ আমরা একটু ফরেক্স ট্রেডিং সম্পর্কে জেনেই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে থাকি অর্থ উপার্জনের জন্য । কিন্তু আমাদের বোঝা উচিত যে ফরেক্স ট্রেডিং এতটা সহজ নয় যে খুবই অল্প জেনেই ফরেক্স অ্যাকাউন্ট থেকে অর্থ উপার্জন করা যায় । ফরেক্স ট্রেডিং থেকে অর্থ উপার্জন করতে হলে আমাদেরকে আরও অনেক বিষয় ভালোভাবে জেনে তবেই ট্রেডিং করতে হয় ।

ABDUSSALAM2020
2020-08-30, 10:56 PM
আপনি কি আসলে ফরেক্স ট্রেড করার যোগ্য না কি কারণ ফরেক্স ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স এর ডেমো অ্যাকাউন্ট এর মাধ্যমে 6 মাস কমপক্ষে ফরেক্স এর বিভিন্ন কাজ নিয়ে আপনাকে যাচাই-বাছাই করে আগে শিখতে হবে এবং আপনি যখন ফরেক্স সম্পর্কে ভালভাবে জানবেন এবং বুঝবেন তখন আপনি ফরেক্স ট্রেড করে যোগ্যতা অর্জন করে ব্যবসা করতে পারবেন।

jimislam
2020-09-20, 05:58 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর।আপনাকে যাচাই-বাছাই করে আগে শিখতে হবে এবং আপনি যখন ফরেক্স সম্পর্কে ভালভাবে জানবেন এবং বুঝবেন তখন আপনি ফরেক্স ট্রেড করে যোগ্যতা অর্জন করে ব্যবসা করতে পারবেন।

uzzal05
2020-09-28, 09:00 AM
কয়েকবার রিয়েল একাউন্ট জিরো করার পর ও যদি আবার একাউন্ট জিরো করে ফেলি তাহলে ভাবতে হবে যে রিয়েল ট্রেড করার যোগ্যতা এখনও হয়নি। যারা ভালো ট্রেডার তারা কখনো একাউ্ন্ট জিরো করে না। কিন্তু যারা দক্ষ ট্রেডার নন তাদের যতই ব্যালেণ্স থাকুক না কেন তারা বেশিদিন মার্কেট থেকে প্রফিট করতে পারবেনা।

Fahmida1
2020-09-28, 10:26 AM
দক্ষ ট্রেডার হতে গেলে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। দক্ষ ট্রেডার হতে হলে যে যোগ্যতা অর্জন করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করতে হয়। ফরেক্স সম্পর্কে এনালাইসিস করে জ্ঞান অর্জন করতে হয়। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হয়। মানি ম্যানেজমেন্টের ধারণা থাকতে হয়। ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি করতে হয়। তাহলে ট্রেড করার জন্য দক্ষতা অর্জিত হবে।

sss21
2020-09-28, 11:05 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক কিটিক্যাল একটি ব্যবসা।ফরেক্স ব্যবসা থেকে টাকা আয় করা অনেক কঠিন।আমি এখুনো ফরেক্স ট্রেডিং এ ট্রেড করা সগ্য হতে পারিনি।ট্রেড এ্যান্টি দিলেই শুুধু লস হয়।বুঝতে পারছি না আমি এখুন কি করব।বন্ধুরা লাভ করার জন্য সহজ কোন পদ্ধতি থাকলে আমাকে জানাবেন।

jimislam
2020-09-28, 11:20 AM
আসলে আমাদের প্রায় সবারই এক সমস্যা সেটা হলো বেশী লিভারেজ এবং বড় লটে ট্রেড করা। যার কারনে একাউন্ট শূন্য, তাই আমাদের একটি সমান পরিমান লট নিতে হবে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে ট্রেড করতে হবে যেমন : ১:২, ১:৩ তে। কারন বড় লটে ট্রেড করলে হয়ত কম পিন্সে বেশি প্রফিট হয় কিন্তু লস হলে একাউন্ট শুন্য করে ছাড়ে। তাই ছোট লটে ট্রেড করতে পারলে একাউন্টটি সুরক্ষিত থাকবে। ভাই আমি ১ থেকে ৫ ডলার লটে ট্রেড করে থাকি।

Sid
2020-09-28, 03:46 PM
যার কথার চেয়ে কাজের পরিমানণ বেশী,সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।পরিশ্রম দিয়ে সব কিছুই করা যায় বলে আমি মনে করি। দক্ষতা তার সাথে আরও প্রয়োজন। যার ফলে ভালো কিছু করা যায়।তাই ভালো জ্ঞান ওদক্ষতা দিয়ে আয় করাও ট্রেড করা সম্ভব বলে আমি মনে করি।তার জন্য বেশী করে দক্ষতা অর্জন করা দরকার

Sun
2020-12-04, 10:04 AM
প্রথম লক্ষ্য।তার জন্য আমাকে দীর্ঘ সময় অতিবাহিতো করতে হয়েছে।ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া,স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করে ফরেক্স ট্রেড শুরু করেছি।

FRK75
2021-03-19, 10:16 AM
প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই সবার প্রথম লক্ষ্য হওয়া উচিত ।আর তার জন্য আমাদের দীর্ঘ সময় অতিবাহিতো করতে হতে পারে।আমারও নতুন অবস্থায় ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। এখানে মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া, ইত্যাদি বিষয় গুলো।তাই ফরেক্স মার্কেটে আপনাকে সফলতার সাথে ট্রেডিং করতে হলে অবশ্যই নিজেকে ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞ করে তুলতে হবে। কারন যোগ্যতায় হচ্ছে ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি।

Mas26
2021-03-19, 12:44 PM
ফরেক্স ট্রেড করার যোগ্যতা এখনো আমি সঠিকভাবে অর্জন করতে পারি নাই। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ফরেক্স এর মাধ্যমে আমি ট্রেড করার যোগ্যতা অর্জন করব। অনেক কিছু শেখার আছে এখানে আমি অনেক কিছু শিখতে চেষ্টা করছি এখান থেকে। আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।

Sakib42
2021-03-20, 04:41 AM
অবশ্যই আমি ট্রেড করার যোগ্য। পাশাপাশি আমি অনেক আত্মবিশ্বাসী নিজের উপর যার ফলে আমি নিজেকে যোগ্য হিসেবে গণ্য করে থাকি। আমি এই প্লাটফর্মে রয়েছে প্রায় দুই বছরের মতো হয়ে গিয়েছে, এই খানের মানুষ জনের কাছ থেকে আমি অনেক শিক্ষা গ্রহণ করতে পেরেছি। এছাড়াও আমি ডেমো অ্যাকাউন্ট এ অনুশীলন করেছি এবং নিজের শুদ্ধতা যাচাই করণ করেছি যার ফলে আমার আত্মবিশ্বাস আরো দিন দিন বেড়েই চলেছে এবং আমি দাবী রাখি যে আমি একজন যোগ্য ট্রেডার।

EmonFX
2021-03-20, 06:25 AM
একাগ্র চিত্তে ভাবুন আপনার কি যোগ্যতা আছে ফরেক্স থেকে আয় করার। কত আয় করার সামর্থ আপনি রাখেন। প্রতিটি মানুষের কিছু কোয়ালিটি থাকে। কিছু যোগ্যতা তাকে। এগুলি সময়ের সাথে সাথেই হয়ে যায়। তবে ফরেক্স একটি ভিন্ন জগৎ। কেউ চাইলেই এখানে যোগ্য হতে পারে না। যোগ্য হতে চাইলে নিজের একাগ্রতা, চেষ্টা আর সাধনা, শ্রম ধৈর্য এখানে বিনিয়োগ করতে হয়। বিনিময়ে যোগ্য হয়ে ওঠে মানুষ। এখান আয় করবেন সেজন্য দরকার আপনার মানুষিকতার পরিমাপ। আপনার মানুষিকতা যত উন্নত আপনার আয়ের রেসিও তত ভালো হবে। লোভ মানুষের অনেক বড় শত্রু। তাই মানুষিকতার সাথে লোভের সংমিশ্রণ হলে এক্ষেত্রে সব যায়গায় আপনি লুজার হবেন।

ফরেক্স ট্রেডিং এর শুরুতে আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত আসলেই কি আমি ফরেক্স ট্রেড করার যোগ্য? ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমি কতটা দক্ষতা অর্জন করেছি? আমি কি নিজেই নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে পেরেছি? আমার নিজের স্ট্রাটেজি কতটা কার্যকর? এসব বিষয়ের একটি পজিটিভ উত্তর পাওয়া গেলে তাহলেই কেবল ফরেক্স মার্কেটে ট্রেডিং করা উচিত? ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে চাইলে প্রথমেই একজন ট্রেডারকে প্রচুর পড়তে হবে আইমিন স্ট্রাকচারাল স্টাডি প্রয়োজন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় বাজারে কাজ করবেন সেখানে কয়েকটা ইন্ডিকেটরের জ্ঞান দিয়ে সম্ভব না ব্যাবসা করা।

প্রফেশনালি কাজ করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে নিয়মিত পড়াশোনা ও চর্চা লাগবে তবেই একটা অভ্যাস গড়ে উঠে যা ট্রেডারকে সবসময় মার্কেট মূল্যায়ন করতে ভূমিকা রাখে। ফরেক্সে সফল ট্রেডার যারা তাদের প্রত্যেকেই এভাবে নিয়মিত চর্চার মাধ্যমেই প্রফেশনাল ট্রেডিংয়ে এসেছে। সঠিকভাবে নিয়মিত মার্কেট সম্পর্কে পড়াশোনা এবং চর্চা এই দুটো অসংখ্য দক্ষ ট্রেডার গড়ে তুলতে পারে।

KAZIMAJHARULISLAM
2021-03-20, 09:07 AM
আসলেই ভাইয়া আপনার,এই প্রশ্নের মর্মার্থ অনেক বেশি। কেননা শুরুতে মনে করতাম, ফরেক্সে উপার্জন করা খুব সহজ। শুধু বাই আর সেল করলেই ডলার আর ডলার। কিন্তু যতোই দিন গেছে, ফরেক্স মার্কেটের সাথে,যত বেশি সময় ব্যয় করছি,ততোই উপলদ্ধি করছি যে,আমি এতো দিন ভুল ভাবনায় ছিলাম। তাইতো এখন মনে হয়,এখনো ফরেক্স সম্পর্কে কিছুই জানি না। তাই তো এখন প্রতিদিন ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, নিজেকে ফরেক্স এর উপযোগী করে গড়ে তুলতে। ফরেক্সে নিয়ে আসা আমার স্বপ্ন বাস্তবায়ন করতে।

Smd
2021-05-25, 03:48 PM
আমারও নতুন অবস্থায় ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। এখানে মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া, ইত্যাদি বিষয় গুলো। এছাড়াও স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম। ফরেক্স হচ্ছে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম।এই প্লাটফর্মে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার ফরেক্স সম্পর্কে যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন আছে। তাই ফরেক্স মার্কেটে আপনাকে সফলতার সাথে ট্রেডিং করতে হলে।

FRK75
2021-10-07, 03:10 PM
কেউ যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না । যোগ্যতা অর্জন করে নিতে হয় । যোগ্যতা প্রমাণ পায় তার কাজের দক্ষতার উপর । মন দিয়ে পরিশ্রম করলে যোগ্যতা তাকে অবশ্যই ধরা দিবে । যে সকল ট্রেডাররা ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যায়,, শুধুমাত্র তারাই এই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে

FRK75
2021-12-02, 11:37 AM
কেউ যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না । যোগ্যতা অর্জন করে নিতে হয় । যোগ্যতা প্রমাণ পায় তার কাজের দক্ষতার উপর । মন দিয়ে পরিশ্রম করলে যোগ্যতা তাকে অবশ্যই ধরা দিবে । যে সকল ট্রেডাররা ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যায়,, শুধুমাত্র তারাই এই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারে,,,

FRK75
2022-06-10, 06:49 PM
প্রতিদানের পাশের প্রতিটি ফোরামে কঠোর পরিশ্রম করি যখন আপনি যে ক্ষেত্রে প্রয়োগ করেন সেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পবিত্র কুরআন অনুসারে আপনাকে অবশ্যই পুরষ্কারের নিশ্চয়তা দিতে হবে আল্লাহ বলেছেন যে আপনি আপনার দুর্দান্ত অনুষ্ঠান রেখেছেন এবং এই জিনিসটি বস্তা করার জন্য প্রচেষ্টা এবং ফলাফল অবশ্যই আল্লাহ এবং যিনি তাঁর সর্বাত্মক প্রচেষ্টা করেন তাকে অবশ্যই তাকে হতাশ করবেন না e এখানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি অবশ্যই আপনার দুর্দান্ত অনুষ্ঠান এবং ফলস্বরূপ আল্লাহকে ছেড়ে চলে যাবেন এবং সমস্ত ক্ষমতা ছাড়বেন না। আমি Gশ্বরকেও সর্বশক্তিমান এবং আমি বিশ্বাস করি এবং আমার দৃ বিশ্বাস আছে যে আমরা ofশ্বরের ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোন কিছুই করতে পারি না ts'sশ্বরের ইচ্ছা যে আমরা বৈদেশিক মুদ্রার ব্যবসায় রয়েছি তবে আমার মতে আমরা চেষ্টা করি যদি আমরা চেষ্টা করি নিয়মগুলি ভঙ্গ করুন এবং খারাপ ট্রেডিং করুন তারপরেও আমাদের প্রার্থনাগুলিও ট্রেডিংয়ের খারাপ সময়গুলি থেকে আমাদের রক্ষা করতে পারে না।

samun
2022-06-16, 10:29 AM
ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। আমি মনে করি এখনো পুরোপুরি যোগ্য হয়ে উঠতে পারেনি। কারন যখন আমার 80% ট্রেড প্রফিট হবে তখনই নিজেকে যোগ্য বলে মনে করবো। এ জন্য এবার চিন্তা করেছি কম লটে ট্রেড করব। কারন বড় লটে ট্রেড করলে হয়ত কম পিন্সে বেশি প্রফিট হয় কিন্তু লস হলে একাউন্ট শুন্য করে ছাড়ে। ভালো ট্রেডার হতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। রিস্ক মেনেজমেন্ট মানি আপনাকে পিপ্স মেনেজমেন্ট করতে হবে। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আর এই বাবে সফল ট্রেডার হতে পারবেন।নিজেকে ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞ করে তুলতে হবে। কারন যোগ্যতায় হচ্ছে ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি।

FRK75
2023-02-11, 11:56 PM
প্রতিদানের পাশের প্রতিটি ফোরামে কঠোর পরিশ্রম করি যখন আপনি যে ক্ষেত্রে প্রয়োগ করেন সেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পবিত্র কুরআন অনুসারে আপনাকে অবশ্যই পুরষ্কারের নিশ্চয়তা দিতে হবে আল্লাহ বলেছেন যে আপনি আপনার দুর্দান্ত অনুষ্ঠান রেখেছেন এবং এই জিনিসটি বস্তা করার জন্য প্রচেষ্টা এবং ফলাফল অবশ্যই আল্লাহ এবং যিনি তাঁর সর্বাত্মক প্রচেষ্টা করেন তাকে অবশ্যই তাকে হতাশ করবেন না e এখানে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি অবশ্যই আপনার দুর্দান্ত অনুষ্ঠান এবং ফলস্বরূপ আল্লাহকে ছেড়ে চলে যাবেন এবং সমস্ত ক্ষমতা ছাড়বেন না। আমি Gশ্বরকেও সর্বশক্তিমান এবং আমি বিশ্বাস করি এবং আমার দৃ বিশ্বাস আছে যে আমরা ofশ্বরের ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোন কিছুই করতে পারি না ts'sশ্বরের ইচ্ছা যে আমরা বৈদেশিক মুদ্রার ব্যবসায় রয়েছি তবে আমার মতে আমরা চেষ্টা করি যদি আমরা চেষ্টা করি নিয়মগুলি ভঙ্গ করুন এবং খারাপ ট্রেডিং করুন তারপরেও আমাদের প্রার্থনাগুলিও ট্রেডিংয়ের খারাপ সময়গুলি থেকে আমাদের রক্ষা করতে পারে না।ফরেক্স ও এর নিয়ম সম্পর্কে ভাল জেনে থাকেন, তাহলে ট্রেড করার সময় এ্যানালাইসিসসহ অন্যান্য নিয়মগুলো ঠিকঠাক মত মেনে ট্রেড করি কিনা ? নাকি অতি লোভের হাতছানিতে হাবুডুবু খান, নাকি অধৈর্য্য হয়ে রাতারাতি ধনী হওয়ার জন্য বার বার এ্যান্ট্রি দিতে থাকেন, আর লস করতে করতে বার বার ব্যালেন্স জিরো করতে থাকেন ? এভাবে অসংখ্য প্রশ্নোত্তরের মাধ্যমে নিজের সম্পর্কে নিজে জানা সম্ভব যে, আমি ট্রেড করার জন্য আসলেই যোগ্য নাকি এখনো সময়ের প্রয়োজন।

Mas26
2023-02-27, 03:35 PM
আসলে ট্রেড করার মত যোগ্যতা অর্জন করাটা অনেক কষ্টের ব্যাপার। কারন আমি তখনই বুঝব যে আমি ট্রেড করার যোগ্য যখন ৯০% প্রফিট করতে পারব। কিন্তু ৯০% প্রফিট করাটা খুবই কষ্ট কর। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশাকরি খুব শিঘ্রই সফল হতে পারব। এতদিন ধরে চেষ্টার পর একটি সঠিক স্টাটেজি দাড় করাতে পেরেছি এখন সেটা নিয়ে প্রাকটিস করছি এবং সফলতা প্রায় ৮৫% তাই আশাকরছি আমিও খুব শিঘ্রয় ৯০ থেকে ৯৫% প্রফিট করতে পারব।প্রাথমিক অবস্থায় নিজেকে যোগ্য ভাবে গড়ে তোলাই প্রথম লক্ষ্য।তার জন্য আমাকে দীর্ঘ সময় অতিবাহিতো করতে হয়েছে।ফরেক্স এ অনেক সময় ব্যয় করতে হয়েছে। মার্কেট এনালাইসিস করা,প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করা,মার্কেট এর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া,স্টপ্লজ সম্পর্কে ভাল করে জানা।এছাড়াও আমার ফরেক্স এর বড় সিনিয়র পার্সন এর থেকে বিস্তারিত জানার পর যখন মার্কেট এনালাইসিস এর সম্পর্কে ভাল ভাবে জানলাম নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করে ফরেক্স ট্রেড শুরু করেছি।