PDA

View Full Version : স্টপ লস খেলেই আমি খুশি



Traderboy
2019-06-15, 04:43 PM
পুরাতন একটা ট্রেডিং সিস্টেম ঘসেমেজে ঠিকঠাক করে ট্রেড করছি। গত সপ্তাহের ৪দিনে আমার ২০০ ডলারের একাউন্টের ১৫% প্রফিট মানে ৩০ডলার প্রফিট দিয়ে গেছে। সিস্টেমটি তখনই লাভ করে যখন একটা ট্রেডে স্টপ লস হিট করে ক্লোজ হবে। আজব সিস্টেম তাইনা। আসলে এটা সম্ভব হয় লট ম্যানেজমেন্টের কারনে। দেখা যায় শুরুর লটের থেকে পরে আবার লট সাইজ বাড়ানো হয়েছে। শুরুরটা এসএল খেলেও আমার এভারেজ লাভ চলে আসে একাউন্টে। নিচে বেসিক একটা ধারনা পাবার জন্য ছবিটি দিলাম। যারা ৪-৫ বছর ধরে ট্রেডে আছেন এবং এখনো প্রফিট করতে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন। সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ।

8222

alamsat
2019-06-15, 08:38 PM
ফরেক্স এ ট্রেড করা হয় মূলত প্রফিট করার জন্য আর সে জন্য আমরা বা সকলেই অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সবাই তো আর সফলতা পেতে পারে না। তাই সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। তাই আপনি যদি সহজে কিভাবে সকলেই প্রফিট করতে পারবে এমন একটি স্টাটেজি আমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করেন যেন আমরা সেটা সহজে বুঝতে পারি তাহলে আমরা সবাই অনেক উপকৃত হইব এবং আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।

Traderboy
2019-06-15, 11:28 PM
ফরেক্স এ ট্রেড করা হয় মূলত প্রফিট করার জন্য আর সে জন্য আমরা বা সকলেই অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সবাই তো আর সফলতা পেতে পারে না। তাই সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। তাই আপনি যদি সহজে কিভাবে সকলেই প্রফিট করতে পারবে এমন একটি স্টাটেজি আমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করেন যেন আমরা সেটা সহজে বুঝতে পারি তাহলে আমরা সবাই অনেক উপকৃত হইব এবং আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।

আসলে আমি যেভাবে ট্রেড করি সেটা অনেক সহজ। সিম্পল মুভিং এভারেজের সাথে মার্কেট ইনডেক্স ফলো করি। নিজের সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি নিজেও সিম্পল মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমরা বেশিরভাগ ধরা খাই আমাদের মনের কাছে। মনের ভেতরের ভয় আর লোভ আমাদের পথচলায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আপনি এখন যে সিস্টেমে ট্রেড করছেন সেটাকে ডেভেলপ করতে থাকুন। আর ঢাকা যদি থাকেন তাহলে একদিন আসেন, দুজন ট্রেডার একসাথে বসলে নিজেদের জ্ঞান শেয়ার করা যায়। আমি হয়ত কিছু আপনার কাছে শিখতে পারব আর আপনিও হয়ত নতুন কিছু পাবেন আমার কাছ থেকে।

alamsat
2019-06-16, 10:48 AM
আসলে আমি যেভাবে ট্রেড করি সেটা অনেক সহজ। সিম্পল মুভিং এভারেজের সাথে মার্কেট ইনডেক্স ফলো করি। নিজের সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি নিজেও সিম্পল মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমরা বেশিরভাগ ধরা খাই আমাদের মনের কাছে। মনের ভেতরের ভয় আর লোভ আমাদের পথচলায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আপনি এখন যে সিস্টেমে ট্রেড করছেন সেটাকে ডেভেলপ করতে থাকুন। আর ঢাকা যদি থাকেন তাহলে একদিন আসেন, দুজন ট্রেডার একসাথে বসলে নিজেদের জ্ঞান শেয়ার করা যায়। আমি হয়ত কিছু আপনার কাছে শিখতে পারব আর আপনিও হয়ত নতুন কিছু পাবেন আমার কাছ থেকে।

আসলে আমি আপনার থেকে অনেক দূরে থাকি। জায়গার নাম সাতক্ষীরা। হয়ত আপনি কখনও নামই শোনেননী। তবে একসাথে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করতে পারলে বেশ ভাল একটি সিদ্ধান্তে পৌছান যাই। তবে এটা করতে হলে ফোনে কথা বলে বা ইমো এবং হটস্ এ্যাপ এর মাধ্যমে কথা বলে সিদ্ধান নিতে হবে। কারন আমার ঢাকায় তেমন কোন কাজই নেই যে গেলাম আপনার সাথে একটু দেখা করে আসলাম। তাই আপনার সাথে আমার দেখা করার মত কোন সুযোগ নেই। যা করতে হবে ফোনের মাধ্যমেই করতে হবে।

Traderboy
2019-06-16, 10:54 AM
আসলে আমি আপনার থেকে অনেক দূরে থাকি। জায়গার নাম সাতক্ষীরা। হয়ত আপনি কখনও নামই শোনেননী। তবে একসাথে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করতে পারলে বেশ ভাল একটি সিদ্ধান্তে পৌছান যাই। তবে এটা করতে হলে ফোনে কথা বলে বা ইমো এবং হটস্ এ্যাপ এর মাধ্যমে কথা বলে সিদ্ধান নিতে হবে। কারন আমার ঢাকায় তেমন কোন কাজই নেই যে গেলাম আপনার সাথে একটু দেখা করে আসলাম। তাই আপনার সাথে আমার দেখা করার মত কোন সুযোগ নেই। যা করতে হবে ফোনের মাধ্যমেই করতে হবে।

সাতক্ষীরার নাম তো শুনেছি। তবে কখনো যাই নি। বেশ দূরে থাকেন। একবারে বর্ডার এলাকায়। তবে আপনি দাওয়াত দিলে কোন এক বন্ধের ছুটিতে আসতে পারি। ওখানে দেখার মত কি কি জায়গা আছে? আর ট্রেডিং রিলেটেড আলোচনা ফোনেই করে নেয়া সম্ভব। আসলে আমি ভেবেছিলাম আপনি ঢাকাতে থাকেন। যাইহোক, আপনি কিভাবে ট্রেড করেন আর কেন কনটিনিউ প্রফিট হচ্ছে না এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। কথা বললে হয়ত বুঝা যাবে সমস্যাটা কোথায় হচ্ছে। আপনার মোবাইল নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দিবেন আমি ফ্রি হয়ে নক করব।

alamsat
2019-06-16, 12:49 PM
সাতক্ষীরার নাম তো শুনেছি। তবে কখনো যাই নি। বেশ দূরে থাকেন। একবারে বর্ডার এলাকায়। তবে আপনি দাওয়াত দিলে কোন এক বন্ধের ছুটিতে আসতে পারি। ওখানে দেখার মত কি কি জায়গা আছে? আর ট্রেডিং রিলেটেড আলোচনা ফোনেই করে নেয়া সম্ভব। আসলে আমি ভেবেছিলাম আপনি ঢাকাতে থাকেন। যাইহোক, আপনি কিভাবে ট্রেড করেন আর কেন কনটিনিউ প্রফিট হচ্ছে না এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। কথা বললে হয়ত বুঝা যাবে সমস্যাটা কোথায় হচ্ছে। আপনার মোবাইল নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দিবেন আমি ফ্রি হয়ে নক করব।

সাতক্ষীরাতে দেখার মত শুধুমাত্র সুন্দরবন ই আছে। তাছাড়া বিশেষকিছু দেখার নেই। আপনি চাইলে যে কোন সময় আসতে পারেন। আর ট্রেড করার জন্য অবশ্যয় পরামর্শ করে ট্রেড করতে পারলে বেশ ভাল প্রফিট করা যাই। কারন নিজে যখন কোন ট্রেড নেওয়া হয় তখন মনে হয় আমার এ্যানালিসিস টি ঠিক আছে কিন্তু যখন সেই এ্যানালিসিস টি কারো কাছে শেয়ার করা হয় তখন বোঝা যাই যে আমার এ্যানালিসিস টি আসলে সঠিক না ভুল। তাই আলোচনা করে ট্রেড নিলে ভুল ট্রেডের সংখ্যা অনেক কম হয়।

SHARIFfx
2019-06-16, 01:53 PM
আসলেই সঠিক, কারন প্রতি লট লসে গেলে এক সময়ে বিরাট লসে পরিনত হয়। তাই আমাদের কে স্টোপ লস ব্যবহার করা উচিত। তবে আমাদের কে মানিমেনেজমান্ট করে স্টোপ লস ব্যবহার করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলি কেন্ডেল ফলো করে স্টোপ লস ব্যবহার করে ভালো ফল পাওয়া জায়।

alamsat
2019-06-16, 03:28 PM
আসলেই সঠিক, কারন প্রতি লট লসে গেলে এক সময়ে বিরাট লসে পরিনত হয়। তাই আমাদের কে স্টোপ লস ব্যবহার করা উচিত। তবে আমাদের কে মানিমেনেজমান্ট করে স্টোপ লস ব্যবহার করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলি কেন্ডেল ফলো করে স্টোপ লস ব্যবহার করে ভালো ফল পাওয়া জায়।

হ্যা ভাই আমরা যে টাইম ফ্রেম ব্যবহার করি না কেন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অবশ্যয় ১দিনের চার্ট দেখে এ্যানালিসিস করে ট্রেড নিতে পারলে এ্যানালিসিসটি বেশ ভাল হয়। তারমানে লসের সম্ভাবনা কম থাকে। আর আপনি যদি বার বার ৫ থেকে ৩০ মিনিট এর চার্ট দেখে ট্রেড করেন তাহলে এ্যানালিসিসটি ভাল কাজ করে না। তাই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে অবশ্যয় ১দিনের চার্ট এ এ্যানালিসিস করতে হবে।

Traderboy
2019-06-17, 11:58 AM
হ্যা ভাই আমরা যে টাইম ফ্রেম ব্যবহার করি না কেন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অবশ্যয় ১দিনের চার্ট দেখে এ্যানালিসিস করে ট্রেড নিতে পারলে এ্যানালিসিসটি বেশ ভাল হয়। তারমানে লসের সম্ভাবনা কম থাকে। আর আপনি যদি বার বার ৫ থেকে ৩০ মিনিট এর চার্ট দেখে ট্রেড করেন তাহলে এ্যানালিসিসটি ভাল কাজ করে না। তাই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে অবশ্যয় ১দিনের চার্ট এ এ্যানালিসিস করতে হবে।

যত বড় টাইমফ্রেমে এনালাইসিস করবেন তত ভালো ধারনা পাবেন মার্কেট সম্পর্কে। তবে নতুন ট্রেডাররা দেখা যায় বড় টাইমফ্রেমের থেকে ছোট টাইমফ্রেমে অনেক সময় দিয়ে থাকে। এজন্য পরবর্তীতে মাইন্ডসেট বদলাতে একটু বেশি সমস্যা হয়ে থাকে। শুরু থেকে যদি আমরা প্রপারভাবে শিখতে পারি তাহলে আর ভবিষ্যতে এটা নিয়ে সমস্যায় পড়তে হয় না।

alamsat
2019-06-17, 12:31 PM
যত বড় টাইমফ্রেমে এনালাইসিস করবেন তত ভালো ধারনা পাবেন মার্কেট সম্পর্কে। তবে নতুন ট্রেডাররা দেখা যায় বড় টাইমফ্রেমের থেকে ছোট টাইমফ্রেমে অনেক সময় দিয়ে থাকে। এজন্য পরবর্তীতে মাইন্ডসেট বদলাতে একটু বেশি সমস্যা হয়ে থাকে। শুরু থেকে যদি আমরা প্রপারভাবে শিখতে পারি তাহলে আর ভবিষ্যতে এটা নিয়ে সমস্যায় পড়তে হয় না।

নতুন অবস্থায় আমিও ৫ থেকে ৩০ মিনিট বিশেষ করে ৩০ মিনিট এর চার্টে ট্রেড বেশি করতাম কারন তখন বুঝতাম সারাদিন ট্রেড করে বেশি বেশি প্রফিট করব সে জন্য যত ছোট টাইম ফ্রেম ব্যবহার করব তত বেশি ট্রেড করার সুযোগ পাব। তাই সারাদিন ধরে পরিশ্রম করে বেশি বেশি ট্রেড করে অনেক মুনাফা অর্জন করতাম আর একটি মাত্র ভুল ট্রেড সেই সকল প্রফিট খেয়ে নিত। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী। ভাবতাম যে একদিন না একদিন নিশ্চয় প্রফিটে থাকতে পারব। তাই হার না মেনে ট্রেড করেই যাচ্ছি তবে সফলতা মনে হয় খুব শিঘ্রয় পেয়ে যাব। দোয়া করবেন আমার জন্য।

Traderboy
2019-06-20, 09:14 AM
আপডেট:
প্রথম সপ্তাহে ১৫% গেইনের পর এই সপ্তাহের ৩দিনে ১৭% চলে এসেছে আমার গোল্ডেন সিস্টমে। নিচের আপডেটের ছবিটি দিলাম। প্রতিমাসে স্বাভাবিক ভাবে এন্ট্রি নিলেও এই প্রফিট চলে আসবে। কম করে আসলেও ২০% প্রফিট থাকবে প্রতিমাসে।

8258

bdunity
2019-06-20, 10:53 AM
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়।যদি মার্কেট বিপক্ষে থাকে তাহলে স্টপ লস ব্যবহার করে ট্রেড করলে লস হবে না।

Traderboy
2019-06-20, 10:56 AM
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়।যদি মার্কেট বিপক্ষে থাকে তাহলে স্টপ লস ব্যবহার করে ট্রেড করলে লস হবে না।

স্টপলস ছাড়া গতি নাই। আমি আমার সিস্টেমে টেক প্রফিট দেই আর নাই দেই স্টপ লস দিতে মিস করি না। একটা্ আলাদা রোবট ব্যবহার করি এজন্য। রোবটটি আমি ট্রেড খোলার পরপরেই স্টপ লস সেট করে দেয়। নিজে বসাতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আর এজন্য আমার একাউন্টের ড্রডাউন বেড়ে যেতে পারে এজন্য এই ব্যবস্থা। স্টপ লস ব্যবহার করে মোটামোটি ভালো ফল পাচ্ছি। নিয়মিত প্রফিট করতে পারছি।

FRK75
2021-03-27, 12:33 PM
ফরেক্স এ ট্রেড করা হয় মূলত প্রফিট করার জন্য আর সে জন্য আমরা বা সকলেই অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সবাই তো আর সফলতা পেতে পারে না। তাই সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। তাই আপনি যদি সহজে কিভাবে সকলেই প্রফিট করতে পারবে এমন একটি স্টাটেজি আমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করেন যেন আমরা সেটা সহজে বুঝতে পারি। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী। ভাবতাম যে একদিন না একদিন নিশ্চয় প্রফিটে থাকতে পারব। তাই হার না মেনে ট্রেড করেই যাচ্ছি তবে সফলতা মনে হয় খুব শিঘ্রয় পেয়ে যাব। দোয়া করবেন আমার জন্য।

Mas26
2021-03-27, 01:19 PM
আসলেই সঠিক, কারন প্রতি লট লসে গেলে এক সময়ে বিরাট লসে পরিনত হয়। তাই আমাদের কে স্টোপ লস ব্যবহার করা উচিত। তবে আমাদের কে মানিমেনেজমান্ট করে স্টোপ লস ব্যবহার করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলি কেন্ডেল ফলো করে স্টোপ লস ব্যবহার করে ভালো ফল পাওয়া জায়। আসলে আমরা টেক প্রফিট ব্্যাবহার করি কিনা করি এটা ব্যাপার না কিন্তু স্টপ লস ব্যবহার করা উচিত আমাদের সকলেরই। এদিকটা লক্ষ করে ট্রেড করতে পারলে আমরা হয়তো বা সফলতা অর্জন করতে সক্ষম হব ধন্যবাদ।

EmonFX
2021-03-27, 02:55 PM
হ্যাঁ আপনি যেমনটা বলেছেন, স্টপ লস খেয়ে দেওয়ার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। মাঝে মাঝে স্টপ লস খেয়ে দেওয়া মানেই খারাপ কিছু নয়। স্টপ লস হিট করা মানে মার্কেট আপনাকে সিগন্যাল দিচ্ছে মার্কেট সেই দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তখন মার্কেটের ট্রেন্ড অনুযায়ী সেদিকে ট্রেড নিলে প্রফিট করার সমূহ সম্ভাবনা থাকে। আমি এমনটা মাঝে মাঝে এপ্লাই করে দেখেছি এবং সফল হয়েছে। হয়তো এই স্ট্রাটেজি কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে এটি একটি কার্যকর পদ্ধতি বলে আমি মনে করি।

KAZIMAJHARULISLAM
2021-03-28, 06:20 AM
ফরেক্স মার্কেটে লস করার থেকে লাভ না করাটাও উত্তম। কেননা ১ ডলার লস হলেও,গড়ে ২ ডলারের মতো লস হয়। কেননা একাউন্ট থেকে ১ ডলার কমে যায়,আবার রিকভার করে ঐখানে আসতে হয়।তাই এই লস নিয়ন্ত্রণে রাখতে স্টপ লস চমৎকার একটি টুলস।আর সঠিক প্রয়োগ কেবলমাত্র আপনার লসকেই নিয়ন্ত্রণে রাখবে না, সেই সাথে আপনাকে একটা ভালো মাপের উপার্জন ও দিবে। তাই সঠিকভাবে স্টপ লস ব্যবহার করুন। একাউন্ট ঝুঁকিমুক্ত রেখে, নিয়মিত উপার্জন করুন।

Starship
2021-03-28, 10:56 PM
স্টপ লস সেট না করার কারণে অনেকে যথেষ্ট আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজেও এমন এমন ভুলের জন্য বড় মাপের একাউন্ট ব্যালেন্স হারিয়েছি। একটি জরিপে হিসাব করলে দেখা যায় আমাদের স্টপ লস এবং টেক প্রফিট সেট করার ফলে আপনার ট্রেডিং অভিজ্ঞতা যদি ভালো মাপের থাকে বা বৃদ্ধি হয় তাহলে প্রফিটের সম্ভাবনাই অনেকটা বেশি থাকে। তাই আমাদের বেশি বেশি ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করে কৌশল বৃদ্ধির মাধ্যমে যথাযথ প্রয়োগ করে ট্রেড করতে হবে

Smd
2021-05-30, 08:38 AM
আপনাকে অবশ্যয় ১দিনের চার্ট দেখে এ্যানালিসিস করে ট্রেড নিতে পারলে এ্যানালিসিসটি বেশ ভাল হয়। তারমানে লসের সম্ভাবনা কম থাকে। আর আপনি যদি বার বার ৫ থেকে ৩০ মিনিট এর চার্ট দেখে ট্রেড করেন তাহলে এ্যানালিসিসটি ভাল কাজ করে না। বিশেষ করে ৩০ মিনিট এর চার্টে ট্রেড বেশি করতাম কারন তখন বুঝতাম সারাদিন ট্রেড করে বেশি বেশি প্রফিট করব সে জন্য যত ছোট টাইম ফ্রেম ব্যবহার করব তত বেশি ট্রেড করার সুযোগ পাব। তাই সারাদিন ধরে পরিশ্রম করে বেশি বেশি ট্রেড করে অনেক মুনাফা অর্জন করতাম আর একটি মাত্র ভুল ট্রেড সেই সকল প্রফিট খেয়ে নিত। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী।

FRK75
2021-08-10, 09:32 PM
সিম্পল মুভিং এভারেজের সাথে মার্কেট ইনডেক্স ফলো করি। নিজের সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি নিজেও সিম্পল মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমরা বেশিরভাগ ধরা খাই আমাদের মনের কাছে। মনের ভেতরের ভয় আর লোভ আমাদের পথচলায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। আপনি এখন যে সিস্টেমে ট্রেড করছেন সেটাকে ডেভেলপ করতে থাকুন। আর ঢাকা যদি থাকেন তাহলে একদিন আসেন, দুজন ট্রেডার একসাথে বসলে নিজেদের জ্ঞান শেয়ার করা যায়।

Devdas
2021-08-16, 06:50 PM
স্টপ লস খেলেও আমিও খুশি। কেননা, আমি যখন ফরেক্স মার্কেট এ ৫ টি ট্রেড এ একটিতে লস করি বা স্টপ লসে হিট করে তখন আমার অনেকটা খুশি লাগে তখন খারাপ লাগে না কারন আমি অনেক গুলো ট্রেড এ মাত্র ১টি বা ২টি তে লস করি এতে আমার একাউন্ট থেকে কোন প্রকার ব্যালেন্স তেমন কমে না বরং লাভে থেকে কিছুটা কমে যায়। এতে আমার তেমন কোন প্রকার খারাপ লাগে না বরং একটু হলেও খুশি খুশি মনে হয়।

Sakib42
2021-08-16, 08:58 PM
স্টপ লস আমাদের একাউন্ট শূন্য হওয়ার হাত থেকে রক্ষা করে থাকে এবং আমাদের আরেকটি সুযোগ দেয় ফরেক্সে টিকে থাকার জন্য। আমি মনে করি স্টপ লস তাদেরকে সহায়তা করে যারা অনেক বেশি অভিজ্ঞ এবং ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তারা সংশোধন করে পুনরায় তাদের কাজ চালিয়ে যেতে পারে এদের কাছেই স্টপ লস এর ব্যবহার সঠিক। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে স্টপ লস ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট শূন্য হওয়া থেকে বাঁচিয়ে তুলতে পারলেও পরবর্তী সময়ে স্টপ লস কেটে নেওয়া ডলার পুনরায় ফিরিয়ে আনতে পারেনা এবং আবার লসের সম্মুখীন হতে হয়।

samun
2021-09-09, 01:36 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়। আপনি যদি বার বার ৫ থেকে ৩০ মিনিট এর চার্ট দেখে ট্রেড করেন তাহলে এ্যানালিসিসটি ভাল কাজ করে না। বিশেষ করে ৩০ মিনিট এর চার্টে ট্রেড বেশি করতাম কারন তখন বুঝতাম সারাদিন ট্রেড করে বেশি বেশি প্রফিট করব সে জন্য যত ছোট টাইম ফ্রেম ব্যবহার করব তত বেশি ট্রেড করার সুযোগ পাব। তাই সারাদিন ধরে পরিশ্রম করে বেশি বেশি ট্রেড করে অনেক মুনাফা অর্জন করতাম আর একটি মাত্র ভুল ট্রেড সেই সকল প্রফিট খেয়ে নিত। তারপরও কোন দিন মনে কষ্ট পায়নী।

FRK75
2021-11-03, 11:38 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক বিজনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়।যদি মার্কেট বিপক্ষে থাকে তাহলে স্টপ লস ব্যবহার করে ট্রেড করলে লস হবে না।

Smd
2022-02-21, 02:18 PM
বিশ্বের সবথেকে বড় অর্থবাজার এখানে বেদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। আর এখানে বিজনেস করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে ভালো দকক্ষতা দরকার এখানে ভালোভাবে না শিখে ফরেক্স এ বিজনেস করা সম্ভব না আর স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি কারণ স্টপ লস ব্যবহার করলে লস এর মাত্রা কম হয়। আমি নিজেও এমন এমন ভুলের জন্য বড় মাপের একাউন্ট ব্যালেন্স হারিয়েছি। একটি জরিপে হিসাব করলে দেখা যায় আমাদের স্টপ লস এবং টেক প্রফিট সেট করার ফলে আপনার ট্রেডিং অভিজ্ঞতা যদি ভালো মাপের থাকে বা বৃদ্ধি হয় তাহলে প্রফিটের সম্ভাবনাই অনেকটা বেশি থাকে। তাই উচিত হবে মার্কেট সম্পর্কে সঠিক ব্যবহার জানা।