PDA

View Full Version : AUDUSD Monthly Analysis



Traderboy
2019-06-15, 11:58 PM
8223

উপরের চার্টটি ভালো করে লক্ষ্য করুন। audusd পেয়ারটি এখন খুব শক্ত একটা ডিমান্ড জোনে অবস্থান করছে। যেটার প্রথম টার্গেট হতে পারে 0.8135 এরিয়া। যদি এটাকে ব্রেক করতে পারে তাহলে এরপরের সাপ্লাই জোন লেভেল টেস্ট করতে পারে যেটি 0.946 এরিয়া। মোটামোটি ধারনা করা যায় সামনের দিনগুলোতে এই পেয়ার লং মানে বাই অথবা আপট্রেন্ডে থাকার সম্ভবনা খুব বেশি। আমরা লোয়ার লেভেল থেকে বাই ধরে রাখতে পারি অথবা সুইং ট্রেড করতে পারি। আমি আমার ব্যালেন্সের ২% রিস্ক নিয়ে একটা ছোট এন্ট্রি নিব আগামী সোমবার ২সপ্তাহের জন্য। তারপর কি রেজাল্ট পেলাম সেটার আপডেট অবশ্যই জানাব এই পোস্টেই।

alamsat
2019-06-17, 12:26 PM
এই পেয়ারে এখুনি আপনি বাই ট্রেড নিতে পারেন কারন মার্কেট কিছুটা হলেও উপরে উঠবে তবে সেটা যদি ০.৮১৩৫ কে ভাংতে পারে তাহলে ট্রেডটি আপনি আর ও ধরে রাখতে পারবেন এবং সেটা ক্রমাগত উপরে উঠতে থাকবে। আর যদি মার্কেট ০.৮১৩৫ কে ভাংতে না পারে তাহলে ট্রেডটি ক্লোজ করে পুনরায় সেল ট্রেড নিতে পারেন। তাই এখনই এই পেয়ারে বাই ট্রেড নেওয়ার সুযোগ আছে। সে জন্য দেরি না করে অতি দ্রুত আর একটু এ্যানালিসিস করে ট্রেড করার জন্য অনুরোধ রহিল। আপনাকে অনেক অকেন ধন্যবাদ জানাই সুন্দর এ্যানালিসিস দেওয়ার জন্য।

Traderboy
2019-06-17, 12:42 PM
এই পেয়ারে এখুনি আপনি বাই ট্রেড নিতে পারেন কারন মার্কেট কিছুটা হলেও উপরে উঠবে তবে সেটা যদি ০.৮১৩৫ কে ভাংতে পারে তাহলে ট্রেডটি আপনি আর ও ধরে রাখতে পারবেন এবং সেটা ক্রমাগত উপরে উঠতে থাকবে। আর যদি মার্কেট ০.৮১৩৫ কে ভাংতে না পারে তাহলে ট্রেডটি ক্লোজ করে পুনরায় সেল ট্রেড নিতে পারেন। তাই এখনই এই পেয়ারে বাই ট্রেড নেওয়ার সুযোগ আছে। সে জন্য দেরি না করে অতি দ্রুত আর একটু এ্যানালিসিস করে ট্রেড করার জন্য অনুরোধ রহিল। আপনাকে অনেক অকেন ধন্যবাদ জানাই সুন্দর এ্যানালিসিস দেওয়ার জন্য।

হুম বড় টাইমফ্রেমে মার্কেটের সার্বিক অবস্থা ভালোভাবে বুঝতে পারা যায়। আর বড় টাইমফ্রেম দেখে ট্রেড নিলে সেটার রিস্ক এর তুলনায় রিওয়ার্ড পাওয়া যায় বেশি। মানসিক চাপ থাকে কম। তাই আমি মান্থলি / উইকলি চার্ট দিয়ে এনালাইসিস করতে পছন্দ করি। সামনের দিনগুলোতে যদি ভালো সেটআপ পাই তাহলে অবশ্যই ব্যাখ্যাসহ এখানে পোষ্ট করব। আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।