PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এর সতর্কতা এবং সুযোগ



majeed
2019-06-16, 11:38 AM
অন্যান্য ফরেক্স ট্রেডিং এর সময়ের জন্য সরকারের রিপোর্ট এবং সরকারী অর্থনৈতিক নিউজের রিলিজ খোঁজ করুন। সাধারণত সরকারগুলোর খবর রিলিজ সঞ্চালিত জন্য সময় ইস্যু করেন কিন্তু তারা বিভিন্ন দেশের মধ্যে রিলিজের সময় সমন্বয় সাধন করে না।
এটা এইভাবে বিভিন্ন প্রধান দেশে প্রকাশিত অর্থনৈতিক সূচকে সম্পর্কে ধারনা নেয়াই ভাল, যেহেতু ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে সক্রিয় মুহূর্ত সঙ্গে সমাপতিত হওয়া। এই ধরনের বর্ধিত কার্যকলাপ মানেই মুদ্রা দামের বড় সুযোগ এবং কখনও কখনও অর্ডার প্রাইস প্রত্যাশিত থেকে পৃথক এ এক্সিকিউশানকরা হয়।
একজন ট্রেডার হিসাবে, আপনি দুটি প্রধান অপশন আছে: হয় আপনার ফরেক্স ট্রেডিং ঘন্টায় খবর সময়সীমার অন্তর্ভুক্ত করুন বা ইচ্ছাকৃতভাবে এই সময়ে লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেন। যেটা বিকল্প আপনার জন্য মনোনীত করেন, আপনার আগাম প্রস্তুতি নেয়া উচিত কারন সংবাদ বিজ্ঞপ্তির সময় দাম হঠাৎ পরিবর্তন হবে।

alamsat
2019-06-16, 12:44 PM
আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হল নিউজ ট্রেড করন প্রসঙ্গে। তাই যে সকল ট্রেডার গন শুধুমাত্র নিউজ ট্রেড করে থাকে তারা ট্রেড করার আগে প্রতিটি পেয়ারের নিউজ সম্পর্কে বিস্তারিত খোজ খবর রাখে। আর আমরা যারা সাধারন ট্রেডার তারা শুধুমাত্র টেকনিক্যাল এ্যানালিসিস করে ট্রেড করে থাকি। তাই আমাদের উচিৎ নিউজ প্রকাশের সময় সব ধরনের ট্রেড বন্ধ রাখা। কারন এ সময় মার্কেট অনেক বেশি মোভ করে থাকে। তাই নিউজ সম্পর্কে প্রকৃত জ্ঞান না রাখতে পারলে এ সময় ট্রেড থেকে বিরত থাকাটা ভাল।

SHARIFfx
2019-06-16, 02:02 PM
আমারা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই এই মার্কেটে আপনাকে দক্ষতা অর্জন করে ট্রেড নিয়ে সুজক নিতে হবে। আবার টেকনিক্যাল এনালাইসিস ফলো করে কেন্ডেলের আচারন দেখে সুজক বুজে ট্রেড নিয়ে ভালো ফল পাওয়া জায়। তাই মানিমেনেজমান্ট করে স্টোপ লস ব্যবহার করে ট্রেড নিতে হবে।