PDA

View Full Version : কি পদ্ধতিতে ফরেক্স মার্কেট চলে?



majeed
2019-06-16, 12:25 PM
যেহেতু একটি প্রধান ফরেক্স মার্কেট বন্ধ হয়, অন্য দিকে আরো একটি ওপেন হয়। জিএমটি অনুযায়ী, উদাহরণস্বরূপ, ফরেক্স ট্রেডিং ঘন্টা এই ভাবে বিশ্বব্যাপী চলতে থাকেঃ নিউ ইয়র্ক পাওয়া ০১:০০টা - ১০:০০ তা অপরাহ্ন জিএমটি পর্যন্ত; ১০:০০ জিএমটি অপরাহ্ন সিডনি অনলাইন আসে; টোকিও ০০:০০ টায় খোলে এবং ৯:০০ এ জিএমটি বন্ধ হয়; এবং লুপ সম্পন্ন করতে লন্ডন ৮:০০ টায় খোলে এবং ০৫:০০ জিএমটি অপরাহ্নে বন্ধ হয়। এর ফলে একসঙ্গে সব মহাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের, ট্রেডার ও ব্রোকার ২৪ ঘণ্টা তাদের বিশ্বব্যাপী অনলাইন ট্রেড করতে পারে।

alamsat
2019-06-16, 12:36 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে কারন এটা সারা বিশ্ব ব্যাপী হয়ে থাকে ফলে একদেশে ফরেক্স মার্কেট ক্লোজ হওয়ার আগেই আর এক দেশের ফরেক্স মার্কেট শুরু হয় বলে এটা ক্রমাগত চলতেই থাকে। একটি সেশন শুরু হয়ে শেষ হতে না হতে আর একটি সেশন শুরু হয়। এ জন্য ট্রেডার গন সেশন ভাগ করে বিভিন্ন পেয়ারে ২৪ ঘন্টা ট্রেড করার সুযোগ পেয়ে থাকে। এ ক্ষেত্রে আপনি যে পেয়ারে ট্রেড করবেন অবশ্যয় সেই সেকশন নির্বাচন করতে হবে। তা না হলে আপনি সেশনের বাইরে ট্রেড করলে উক্ত পেয়ারের ওঠানামা খুবই কম থাকবে।

SHARIFfx
2019-06-16, 02:11 PM
ফরেক্স সময়, দিন, কাল, ঘন্টা, সেকেন্ড বেদে চলে। এইখানে আপনি m1, m5, m30, h1,h4,d1,w1,m1 এই কেন্ডেল ফলো করে ট্রেডিং পরিচালনা করতে হবে। আবার এই মার্কেটে সাপ্তাহিক ৫ দিন খোলা থাকে আর বছরে ক্রিস্মাস ডে তে বড় বন্ধ থাকে। যেহেতু এটি আন্তর্জাতিক বিজনেস তাই ভিবিন্ন সময়ে ভিবিন্ন কারেন্সি তে নিউজ প্রকাশ হয়ে থাকে আর সেই হিসাবে এটি ২৪ ঘন্টা ওপেন থাকে।