PDA

View Full Version : হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম আর্ক ওএস বা হংমেং



Tofazzal Mia
2019-06-16, 04:12 PM
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছিল, হুয়াওয়ের নতুন ওএস অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব অ্যাপ সমর্থন করবে। হুয়াওয়ের ওএসে অ্যান্ড্রয়েড ওএস থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। নতুন অপারেটিং সিস্টেম বা ওএস স্মার্টফোন, ট্যাব, পিসি, টিভি, অটোমোবাইল, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যসহ সব ধরনের ডিভাইসে চলবে।
http://forex-bangla.com/customavatars/940026559.jpg
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি, অপো এবং ভিভো হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম আর্ক ওএস বা হংমেং পরীক্ষা করে দেখার জন্য নিজস্ব দল পাঠিয়েছে। এদের ল্যাব টেস্টে সফলও হয়েছে। অ্যান্ড্রয়েডের চেয়ে '৬০ শতাংশ দ্রুত' কাজ করতে সক্ষম হংমেং। ব্রিটিশ মিডিয়া ফোর্বস চীনের গ্লোবাল টাইমসের বরাত দিয়ে জানায়, হুয়াওয়ে গুরুত্ব দিয়ে তাদের মিত্রদের সঙ্গে হংমেং পরীক্ষা চালাচ্ছে। সেই দলে আছে শাওমি, অপো এবং ভিভোর মতো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির ব্যাপারে হুয়াওয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করে ২০১২ সালে। সে সময় ব্যাপারটি গোপন রাখা হয়। ট্রাম্পের এই নিষেধাজ্ঞায় নতুন করে গতি পায় নিজস্ব ওএস নির্মাণের প্রকল্পটি। চীনে অপারেটিং সিস্টেমটি হংমেং নামে আসবে। বাকি দুনিয়ার কাছে অপারেটিং সিস্টেমটি পরিচিতি পাবে আর্ক ওএস নামে। এদিকে বিশ্বস্ত ডেভেলপারদের কাছে ই-মেইল পাঠিয়ে নিজেদের অ্যাপ গ্যালারিতে অ্যাপ পাবলিশের অনুরোধ জানিয়েছে হুয়াওয়ে।

BDFOREX TRADER
2019-08-25, 03:37 PM
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের যুগের শেষ, অামরা ডুকে যাচ্ছি নতুন হারমনি অপারেটিং সিস্টেমের যুগে। যা সম্প্রতি বের করেছে চিনের হুয়াওয়ে মোবাইল কোম্পানি। 'নতুন এ অপারেটিং সিস্টেম আগামীর দিনগুলোর কথা চিন্তা করে বানানো হয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ ওএস হারমনি।' আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ধীরে ধীরে অপারেটিং সিস্টেমটি ব্যবহার হবে। জেন নিন কেমন হবে (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রযুক্তির নতুন প্ল্যাটফর্ম ‘হারমনি ওএস’ উন্মোচন করে হুয়াওয়ে সংবাদমাধ্যমকে জানায়, এই নতুন সিস্টেম যেকোনো সময়ই চালু করা যাবে যখনই ফোন বা অন্য কিছুতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কাজ করবে না।কোম্পানিটি ঘোষণা দিয়ে বলেছে, নতুন এ অপারেটিং সিস্টেম বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে এ বছরের শেষের দিকে এই ওএস টেলিভিশনের মতো ‘স্মার্ট স্ক্রিন প্রোডাক্টগুলোতেও চালু করা হবে। এছাড়া ওএসটি চীন ছাড়াও বিশ্ব প্রযুক্তি বাজারে সহজলভ্য হবে খুব শিগগির।
হুয়াওয়ের গ্রাহক সেবা বিভাগের প্রধান নির্বাহী (সিইও) রিচার্ড ইয়ু বলেছেন, ‘নতুন এ অপারেটিং সিস্টেম আগামীর দিনগুলোর কথা চিন্তা করে বানানো হয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ ওএস হারমনি।’ আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ধীরে ধীরে অপারেটিং সিস্টেমটি ব্যবহার শুরু হবে বলে জানান তিনি।
কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়েছিল কোম্পানিটি। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে জারি করা ওই নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল। যদিও তাতে ‘কিচ্ছুই হয়নি’ কোম্পানিটির। তবে যখনই অ্যান্ড্রয়েডের সাপোর্ট তার কাঁধ থেকে নেমে যায় তখনই বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জাগে হুমকির মুখে পড়তে যাচ্ছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।

বাণিজ্যিক হিসেব মতে, আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসা চালিয়ে যেতে হলে নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম বানানো ছিল হুয়াওয়ের জন্য ‘বাধ্যতামূলক’। সেই সংকটময় মুহূর্ত কেটেছে এবার হারমনির উত্থানে। যদিও জানা গেছে, ২০১২ সাল থেকেই নিজস্ব অপারেটিং সিস্টেম বানানোর কাজ করছিল জায়ান্টটি।

FXBD
2019-09-03, 01:04 PM
8777
যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ার পর ইতিমধ্যে অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম ‘হারমনি ওএস’ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, এ মাসের শেষ দিকে জার্মানির মিউনিখে ‘মেট ৩০’ নামের নতুন স্মার্টফোন উদ্বোধন করবে হুয়াওয়ে, আর এই মেট ৩০ সিরিজে সবকিছু হবে অ্যান্ড্রয়েড ছাড়া, মানে এই ফোনে ইউটিউব, গুগল ম্যাপস, জিমেইল বা গুগল প্লে স্টোর থাকবে না। হুয়াওয়ের পথ চলা চ্যালেঞ্জের মুখে হলেও হুয়াওয়ের সফল হওয়ার মন্ত্র এখন—অ্যান্ড্রয়েড র বিকল্পকে সফল করে তোলা

BDFOREX TRADER
2019-09-12, 04:22 PM
নতুন অপারেটিং সিস্টেম চালু করেছে হুয়াওয়ে। হারমনি নামের এই ওএস ব্যবহার করা যাবে সব ধরনের ডিভাইসে। বুধবার ঢাকাস্থ হুয়াওয়ে কার্যালয়ে হারমনি ওএস সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং এক্সপার্ট রেমন্ড ঝো। অনুষ্ঠানে হুয়াওয়ের নতুন একটি হ্যান্ডসেট স্মার্টফোন উদ্বোধন করা হয়। চমৎকার ডিজাইন, ডিউড্রপ ডিসপ্লে, এআই ক্যামেরা, ভোল্টি সুবিধা রয়েছে ফোনটিতে। সেটটির পেছনে ব্যবহূত সিরামিকের মতো বাঁকানো কভার এবং মসৃণ টাচস্ট্ক্রিন আরামদায়ক অনুভূতি দেবে। হ্যান্ডসেটটির ওজন ১৬৪ গ্রাম, হুয়াওয়ের নতুন ফোনগুলো আর নিবন্ধিত থাকবে না এবং এর ফলে গুগলের নিজস্ব কিছু সুবিধা তারা ব্যবহার করতে পারবে না। সেগুলো হল: অ্যাপ, মিউজিক এবং অন্যান্য মিডিয়ার জন্য প্লে স্টোর, গুগল ফোটোস, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ, গুগল ডুয়ো ভিডিও কল, এসব সুবিধার মধ্যে কয়েকটি ওয়েবের মাধ্যমে ব্যবহার করা গেলেও তা অনেকের জন্যই অসুবিধা তৈরি করবে। চীনে বসবাসরত ব্যবহারকারীদের অনেকেই এর ফলে খুব একটা বেশি প্রভাবিত হবেন না যেহেতু নিষেধাজ্ঞার কারণে তারা এখনই গুগলের অনেক সুবিধা ব্যবহার করতে পারেন না।কিন্তু অন্যান্য জায়গার হুয়াওয়ে ব্যবহারকারীদের ওপর এই পরিবর্তনটি ব্যাপক প্রভাব ফেলবে।