PDA

View Full Version : স্ক্যালপিং ফরেক্স সম্পর্কে বিস্তারিত জা&



kizzir007
2014-09-26, 01:33 PM
স্ক্যালপিং ফরেক্স বিষয়টা কেউ কি একটু বুঝিয়ে বলতে পারেন? এক একজন এক এক আন্সার দিচ্ছে, আমি ক্লিয়ার হতে পারছি না।

monoronjan
2014-09-26, 10:34 PM
স্কাল্পিং বলতে মুলত ছোট ছোট ট্রেড করারকেই বঝাই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাই স্কাল্পিং। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যাই তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যাই।

Msjmoni
2014-10-12, 09:55 AM
বন্ধু স্ক্যাপ্লিং বলতে মুলত বোঝায় ষল্প সময়ের জন্য যে সকল ট্রেড নেওয়া হয়। অর্থাৎ ৩০মিনিট ১ঘনটা বা সর্বোচ্ছ ১ দিনের জন্য সামান্ন কিছু পিপস নেবার জন্য স্ক্যাপ্লিং করা হয়। ধন্যবাদ।

nazmul_a
2015-03-09, 12:10 PM
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে। সাধারনত নতুনদের বেশি স্কালপিং করতে দেখা যায়। তবে অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতেউ স্কালপিং পদ্ধতি বেছে নেয়। এ ক্ষেত্রে কোন সমস্যানেই তবে খেয়াল রাখা ভালো যেন অ্যাভারোজ মার্কেট টাইম মোটামুটি ১৫ মিনিট এর বেশি হয়। তাহলে আর সমস্যা হবে বলে মনে হয় না।

abdullahsakib
2015-03-09, 01:28 PM
ফরেক্স এ স্ক্যল্পিং নামে একটা কথা আছে এটা হলো যে আপনি খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভার ট্রেড করা । অনেক কোম্পানি আপনাকে স্ক্যাল্পিং করতে দিতে দেয় না আবার অনেক কোম্পানি আপনাকে স্ক্যল্পিং করতে দিবে । আামার হিসেবে সবচেযে ভাল স্ক্যাল্পিং পদ্ধতি হচ্ছে বুলিস্গার ব্রান্ড স্ক্যাল্পিং এট করে আমি বেশ লাভবান হযেছি।

shimulmoni
2015-03-09, 01:45 PM
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে আমরা সবাই কম বা বেশি স্কেলপিং শব্দটির পরিচিত কিন্ত আমাদের মাঝে অনেকেই স্কেলপিং ট্রেডিং এর মানে কি তা সম্পর্কে অবগত নয়, আসলে স্কেলপিং হল একটু গতিশীল মার্কেটে ছোট ছোট সময়ে বা সামা্ন্ন কিছু পিপস নেবার জন্য ট্রেড করা আর এতে লাভ বেশি হলেও কিন্তু স্পেড ব্যয় এবং ঝুকি দুটোই বেশি থাকে।ধন্যবাদ।

FHGCXB
2015-03-11, 07:23 PM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে ছোট ছোট ট্রেড করাকে বোঝায়। সাধারনত ১-২০ পিপসের ট্রেডগুলকে স্কাল্পিং বলে।২০ পিপসের উপরের ট্রেডকে কখনও স্কাল্পিং বলে না।

monorom
2015-03-16, 09:03 PM
আপনি ফরেক্স এ বিভিন্ন উপায়ে ট্রেড করতে পারেন । তার মধ্যে স্কেল্পিং একটি উপায় । এই স্কেল্পিং হল খুব অল্প সময় এ ট্রেড করে কিছু পিপস হাতিয়ে নেওয়া । আপনি ১৫ থেকে ৩০ মিনিট মধ্যে ট্রেড করে যে যা প্রফিট করে সেটাই হল স্কাল্পিং । ফরেক্স এ স্কাল্পিং করে অনেক ভালো মুনাফা অর্জন করা যাই । তাই আমি একজন ভালো স্কাল্পার হতে চাই ।

fxtdr
2015-03-17, 07:07 PM
স্ক্যাল্পিং হচ্ছে খুব অল্প সময়ের জন্য ওপেন করা ছোট ছোট ট্রেড । আমরা যখন স্ক্যাল্পিং করি তখন আমদের উদ্দেশ্য থাকে যে আমরা খুব অল্প পরিমান প্রফিট হলেই আমরা মার্কেট থেকে আমরা বের হয়ে যাব । স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এনালাইসিস করা । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা।

amitbd
2015-03-28, 04:05 PM
সহজ কথায় হল আপনি কোন ট্রেড ওপেন করলেন তাতে আপনার সাথে সাথে অল্প কিছুখোনের মধ্যে লাভ হয়েছে আপনার আর রোভ দরকার নেই তখন আপনি সেই ট্রেড বন্ধ করে দিয়ে রাভ করলেন ফরেক্স মার্কেটে এই কাজকে স্ক্যালপিং ট্রেডিং বলে থাকে । বলতে গেলে সট টাইম ট্রেড ।

TselimRezaa
2015-05-24, 08:52 PM
স্ক্যাল্পিং বলতে ছট ছোত ট্রেড করা বঝায়। সাধারনত ছোট ছোট ট্রেড করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াই স্ক্যাল্পিং। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি স্ক্যাল্পিং সমর্থন করিনা। কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পায় না। অনভিজ্ঞতাটা থেকেই যায়। তাছারা আমার মনে হয় এটা বেশ ঝুকিপূর্ন। আমি নিজেও অনেকবার ধরা খেয়েছি।

raihanuddin
2015-05-25, 01:23 AM
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ল্যপিং বলে।যেহেতু স্ল্যপিং অল্প সময়ে তাই আমাদের ছোট টাইমফ্রেমে ট্রেড অপেন করতে হবে।স্ল্যপিং এর সময় অনেক অ্যনালাইসিস করতে হবে তা না হলে লস হওয়ার সম্ভবনা থাকে।

Dipok121
2015-05-25, 01:29 AM
স্ক্যালপিং বলতে হলো ছোট ছোট ট্রেড করা বুঝায়। ছোট ছোট করা মাধ্যমে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়াই হলো স্ক্যালপিং বলে। এভাবে করলে সাধারণ ভাবে অভিজ্ঞা হওয়া যায় না। এভাবে করলে তেমন ভাবে শিখা যায় না। কারন অনেক সমস্যা হয়। যার কারণে মাঝে মধ্যে লস হয়ে থাকে । তাই আমি মনে করি এভাবে না করাই ভালো ।

sumonyahoo24
2015-08-18, 02:54 AM
আপনি খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভার ট্রেড করা । অনেক কোম্পানি আপনাকে স্ক্যাল্পিং করতে দিতে দেয় না আবার অনেক কোম্পানি আপনাকে স্ক্যল্পিং করতে দিবে ।ব্যক্তিগত ভাবে আমি স্ক্যাল্পিং সমর্থন করিনা। কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পায় না। অনভিজ্ঞতাটা থেকেই যায়। তাছারা আমার মনে হয় এটা বেশ ঝুকিপূর্ন।

mamun93
2015-08-18, 06:06 AM
আসলে বিষয়টি স্ক্যাল্পিং ফরেক্স হবে না বিষয়টা হবে স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং যা করতে অনেক বেশি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এঅভিজ্ঞতা অর্জনের প্রয়োজন হয় সবাই আবার স্ক্যাল্পিং ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে না। শর্ট টাইমফ্রেমে মূলত স্ক্যাল্পিং ট্রেড করা হয়ে থাকে স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং করতে হলে ব্যলেন্স বেশি থাকা যেমন আবশ্যক তেমনি ভাল মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্টের জ্ঞান থাকাও গুরুত্বপূর্ন।

joni
2015-08-18, 08:36 AM
।ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে বঝা জায় যে ছট ছট ট্রেড এন্ট্রি নেয়াকে বজায় ।তাই ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে এই মার্কেটে সারাদিন যদি ছট ছট ট্রেড করা হয় তাহলে প্রফিট করে ভের হয়ে আসা জায়।

md mehedi hasan
2015-08-18, 08:58 AM
শর্ট টাইম ফ্রেমে অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে ৫-২০ পিপস পর্জন্ত লাভ নিয়ে ট্রেডটিকে কেটে নেওয়া হয় তাকে স্ক্যাল্পিং বলে।স্ক্যাল্পিং করলে প্রতিদিন অসংখ্য ট্রেড ওপেন করতে হয়।আমাদের কাছে স্ক্যাল্পিং একটি খুব জনপ্রিয় ট্রেডিং পদ্ধতি।তবে স্ক্যাল্পিং করতে প্রচুর দক্ষতা ও অভিঙ্গতার প্রয়োজন পড়ে।সবাই স্ক্যাল্পিং করে ফরেক্সে লাভ করতে পারেনা।আর স্ক্যাল্পিং করতে হলে আপনাকে ফরেক্সে প্রচুর সময় দিতে হবে।

Doom
2015-08-18, 09:08 AM
স্কাল্পিং আঁকটা সর্ট তেরম ট্রেডিং কউশল এবং আমরা স্কাল্পিং করে অঙ্কজে টাকা আয় করতে পারি কিন্তু এক্সপারত রা সব সময় বড় মার্কেট এ ট্রেড করে থাকে তাদের কাসে স্কাল্পিং থিক মত কাজ করে না। স্কজাল্পিং করএ মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায় কিন্তু এটা ভাল স্ট্রাটেজি না।

kabita
2015-08-18, 08:57 PM
স্কাল্পিং ফরেক্স মার্কেট থেকে খুব তারাতাড়ি টাকা আয় করার একটা অভিনব পদ্ধতি সাধারনত ছোট ছোট করা মাধ্যমে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়াই হলো স্ক্যালপিং বলে।এতে ফরেক্স মার্কেটে লসের সম্ভবনা খুব কম থাকে কিন্তু অভিজ্ঞ ট্রেডার হওয়া যায় না স্ক্যাল্পিং করলে প্রতিদিন অসংখ্য ট্রেড ওপেন করতে হয়।

MotinFX
2015-08-18, 09:11 PM
স্কেলপিং হল কম সময়ে মার্কেট থেকে কম লাবে বের হয়ে যাওয়া। স্কেলপিং করতে হলে কম সময়ের ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেম ভাল ভাবে এনালাইসিস করা। এই কম সময়ের টাইম ফ্রেমে এনালাইসিস করলে তাহলে আপনি লাভ তুলতে পারবেন।

nasir
2015-08-18, 09:25 PM
কম সময়ে বেশি টাকা কামানো জন্য মানুষ স্কেলপিং করে। আমার মতে ফরেক্স এ অভিজ্ঞ না হয়ে স্কেলপিং করা ঠিক না। আগে অভিজ্ঞ হন তারপর স্কেলপিং করেন ।,

milahasan_268
2015-08-18, 09:42 PM
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে।

arian
2015-08-18, 09:48 PM
এক থেকে বিশ পিপ্স এর ভিতর কাজ করলে তাকে স্ক্যালপিং ট্রেডিং বলে না । কিন্তু যদি এর থেকে বেশি পিপ্স নিয়ে কাজ করা হয় তাহলে তা স্ক্যালপিং ট্রেডিং করা হবে । আমি এর সম্পর্কে এত টুকুই জানি । আমার কোন ট্রেডার বন্ধু যদি আর কিছু জানেন তাহলে জানান ।

mirza
2015-08-18, 09:48 PM
স্কালিং বলতে অল্প সময়ের ছোট ছোট ট্রেড করা ।স্কালিং এর উদ্দেশ্য হল ছোট ছোট ট্রেড করে অল্প কিছু লাভ করে বের হয়ে যাওয়া । স্কাস্লিং এর জন্য সট টাইম ফ্রেম ব্যবহার করা দরকার আর ভাল ভাবে এনালাইসিস করা দরকার।
আপনি অল্প সময়ে মার্কেট বুঝতে পারলে আপনি স্কালিং করতে তত ভাল পারবেন । ২০ পিপস এর কম ট্রেড কে স্কালিং বলে ।

sona
2015-08-25, 06:52 PM
ফরেক্স মার্কেটে অনেক প্রকার ট্রেড করা যায় কেউ লং ট্রেড করে আবার কেউ সর্ট ট্রেড করে আবার কেউ স্কাল্পিং করে স্কাল্পিন ভাল অনেকে স্কাল্পিং করে সারা দিন স্কাল্পিং করে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করার অভিজ্ঞতা থাকতে হবে,

Armi
2015-08-26, 10:05 AM
স্কাল্পিং একটি শর্ট টার্ম ট্রেডীং কউশল আমাদের সব সময় মনে রাখতে হবে যেন আমাদের ট্রেড মার্কেট ত্রেন্দ এর বিপরিতে না বসে। মার্কেট যে দিকে যাবে আমাদের ট্রেড সে দিকে করতে হবে তা না হলে আমাদের কোন লাভ হবে না। স্কাল পিং করলে অনেক টাকা আয় করা যায় না।

lota
2015-08-28, 08:20 AM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি স্টাটেজি প্লান ভাল প্লান এই প্লান অনুযায়ী ফরেক্স ট্রেড করলে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করতে গেলে ভাল অভিজ্ঞতা থাকা লাগে আর এই অভিজ্ঞতা না থাকলে স্কাল্পিং করা উচিৎ না কারন স্কাল্পিং একটি কঠিন ট্রেডিং পদ্দতি।

Reaz Uddin
2015-08-28, 09:14 AM
স্ক্যালপিং হচ্ছে সর্ট টাইম ট্রেডিং কওশল।মানে আপনার ট্রেড টি ৩০ সেকেন্ড এর ও হতে পারে আবার ৫ মিনিট এর ও হতে পারে কিন্তু ১ ঘন্টার হবে না। সাধারনত এই সব ট্রেড এর আলাদা কওশল থাকে এবং কম সময়ে বেশি লাভ করা সম্ভব।

chor
2015-08-28, 09:18 AM
স্কাল্পিং হল ফরেক্স মার্কেট থেকে খুব কম সময়ে টাকা আয় করার একটা উপায় সারা দিন স্কাল্পিং করে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করার অভিজ্ঞতা থাকতে হবে, আর এজন্য মার্কেটে শর্ট তেরম ট্রেড করতে হয় আর স্কাল্পিং করলে খুব বেশি লসের সম্ভাবনা থাকে না

Aunik
2015-08-28, 10:59 AM
ফরেক্স এ অনেক রকম টাইম ফ্রেম আছে ।। ৫ মিনিট, ১৫ মিনিট , ৩০ মিনিট , ১ ঘন্টা , ৪ ঘন্টা , ১ দিন , ১ সপ্তাহো , এবং ১ মাসের টাইম ফ্রেম ।। যারা এক দিন , ১ সপ্তাহো , এক মাসের টাইম ফ্রেম এ ট্রেড করে তাদের বলাহই লং টাইম ট্রেডার বলা হই ।। আর যারা ১ ঘন্টা , ৩০ মিওনিট , ১৫ মিনিট , ১৫ মিনিট ৫ মিনিট এর টাইম ফ্রেম এ ট্রেড করে তাদের বলাহই স্কাল্পিং বা সর্ট টাইম ট্রেড ।।

snehashish
2015-08-28, 12:56 PM
স্কালপিং এর মাধ্যমে ট্রেড করলে ভালো , কিন্তু স্কালপিং এর মাধ্যমে ট্রেড করা ভালো না । আপনি যদি ভালো ট্রেড করতে চান তাহলে আপনাকে ভালো করে ফরেক্স শিখতে হবে ।

lopa
2015-08-29, 08:42 PM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি ভাল ট্রেডিং প্লান এই প্লান অনুযায়ী জারা ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে দেখেছি ভাল প্রফিট করতে পারে তাই স্কাল্পিং হল ৫ মিনিটের টাইম ফ্রেমে কাজ করতে হয় ছট করে একটি ট্রেড ওপেন করতে হয় ৫ থেকে ১০ পিপ করে নিতে হয়।

pips
2015-09-06, 12:16 AM
ফরেক্স নিয়ে জানার আকাঙ্ক্ষা অনেক। ফরেক্স এর উপর আমি প্রাথমিক ধারনা লাভ করেছি মাত্র। স্ক্যালপিং ফরেক্স নিয়ে তাই আমি কিছু জানি না, আমি স্ক্যালপিং ফরেক্স নিয়ে জানতে চাই । তাই আমি ফরেক্স এর দক্ষ ট্রেডারদের কাছে অনুরোধ করব যে স্ক্যালপিং ফরেক্স নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। যাতে আমরা যারা ফরেক্সে নতুন তারা যেন উপকৃত হতে পারি।

Imran2
2015-09-06, 12:38 AM
স্ক্যাল্পিং বলতে বুঝায় মুলত ছোট ছোট ট্রেড করারকেই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাকেই স্কাল্পিং বলে। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যায় তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যায়।সহজ কথায় হল আপনি কোন ট্রেড ওপেন করলেন তাতে আপনার সাথে সাথে অল্প কিছুক্ষনের মধ্যে লাভ হয়েছে আপনার আর রোভ দরকার নেই তখন আপনি সেই ট্রেড বন্ধ করে দিয়ে রাভ করলেন ফরেক্স মার্কেটে এই কাজকে স্ক্যালপিং ট্রেডিং বলে থাকে । বলতে গেলে সট টাইম ট্রেড ।

Imran1995
2015-09-06, 01:03 AM
স্কাল্পিং বলতে মুলত ছোট ছোট ট্রেড করারকেই বঝাই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাই স্কাল্পিং। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যাই তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যাই।

M M RABIUL ISLAM
2015-11-23, 04:59 PM
স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এনালাইসিস করা । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা ।স্ক্যাল্পিং হচ্ছে খুব অল্প সময়ের জন্য ওপেন করা ছোট ছোট ট্রেড । আমরা যখন স্ক্যাল্পিং করি তখন আমদের উদ্দেশ্য থাকে যে আমরা খুব অল্প পরিমান প্রফিট হলেই আমরা মার্কেট থেকে আমরা বের হয়ে যাব ।

tanzilfx
2015-11-23, 05:10 PM
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে। সাধারনত নতুনদের বেশি স্কালপিং করতে দেখা যায়। তবে অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতেউ স্কালপিং পদ্ধতি বেছে নেয়।

Marufa
2015-12-29, 06:39 PM
স্ক্যাল্পিং হচ্ছে খুব কমসময়ের জন্য সাধারনত কয়েকসেকেন্ড বা মিনিট এর জন্য ট্রেড নিয়ে বের হয়ে আসা । আপনার লাভের আশা থাকবে সর্ব্বোচ্চ ২০ পিস । এর বেশি হলে তাকে আর স্ক্যাফ্পিং বলা যাবে না । আর লসের পরিমানও কম হতে হবে ।

basaki
2015-12-29, 08:24 PM
আসলে ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার দুই ভাবে ট্রেড করতে পারে। একটি হচ্ছে লং টাইম ট্রেড আর একটি হচ্ছে স্কেল্পিং। স্কেল্পিং করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে সব সময় কম্পিউটার অথবা মোবাইলের সামনে থাকতে হবে।

sharifulbaf
2015-12-29, 08:59 PM
ফরেক্স মার্কেট এ স্ক্যালপিং করে মুলত দক্ষ ট্রেডার তার ৫ মিনিট থেকে ৩০ মিনিট এই সময়ে স্ক্যালপিং করে হয় প্রফিট হবে না হয় লস হবে তারা ট্রেড ক্লোজ করে দেয়,তারা মুলত শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে এই কাজ করে থাকে,এতে অনেক সময় ভাল প্রফিট করা যায়।

uzzalbd
2015-12-30, 09:33 AM
স্কাল্পিং ফরেক্স এ খুবই জনপ্রিয়। কারন আপনি স্কাল্পিং করে ১০-২০পিপ্স মার্কেট থেকে খুব দ্রুত নিতে পারেন। ১০-২০ পিপ্স নিয়ে ট্রেড ক্লোজ করাই হছে স্কাল্পিং। এর থেকে বেশি ট্রেড ওপেন করে রাখলে সেটা সাধারন ট্রেড হয়ে যাবে।

force22
2016-03-14, 01:17 PM
স্কালপিং ট্রেডিং টা হলো অনেকটা হিট এন্ড রানের মত।সময় সুযোগ বঝে ভালো একটা সেট আপ পেলে ৫ - ১০ পিপ্স এর জন্য ট্রেডে এন্ট্রি দেওয়া এবং অল্প লাভ নিয়ে বের হয়ে যাওয়াকেই স্ক্যাল্পিং ট্রেডিং বলে।

ONLINE IT
2016-12-03, 06:08 PM
মূলত স্ক্যালপিং বলতে আমরা বুঝি খুবই অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করা। এবং খুব তাড়াতাড়ি ট্রেডটি ক্লোজ করে দেয়া। মার্কেটে যখন মুভমেন্ট কম থাকে। ১ মিনিট অথবা ৫ মিনিটের চার্টে ফেলে ট্রেড করা হয়। লাভ হোক বা লস হোক খুব তাড়াতাড়িই ট্রেডটি ক্লোজ করে দেয়া হয়। স্ক্যালপিং করতে গেলে আপনাকে বেশি একটা এ্যানালাইসিসের দরকার হয় না। তবে অভিজ্ঞতার দরকার আছে তা না হলে আপনি কখনোই স্ক্যালপিং করতে পারবেন না।

uzzal05
2016-12-04, 11:10 AM
স্কাল্পিং অনেকে ঝুকি মনে করেন। আসলে বাস্তবে এটাই সত্য। কারন মার্কেট ছোট টাইম্ফ্রেম দেখে বুঝা যায় না মার্কেট কোন দিকে যাবে। এর জন্য আপনাকে হাইয়ার টাইম ফ্রেম এ যেতে হবে মার্কেট বুঝার জন্য। স্কাল্পিং করার আগে আপানাকে অবশই হাই টাইম দেখে নিতে হবে।

kumarkhali
2016-12-04, 12:00 PM
আমি দেখেছি ফরেক্স মার্কেটে যারা নতুন আসে তাদের জন্য স্ক্যালপিং ট্রেড খুব জনপ্রিয় হইয়ে থাকে, এটা আমার নিজের বেলাইও হইছিল এবং সবার জন্য এটা হয় আমি মনে করি,স্ক্যালপিং হচ্ছে শর্ট টাইম ধরে ট্রেড করাকে বলা হয়ে থাকে, আপ্নে যদি চান অল্প সময় এর ভিতর আপ্নে প্রফিট বা লস করবেন তাহলে সেটা হবে স্ক্যালপিং ট্রেড।

Skfarid
2016-12-04, 12:25 PM
মার্কেট সবসময়ই ওঠা ও নামে, আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লাভ নিতে পারেন। এর জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে । এর জন্য ভাল ভাবে মার্কেট এনালা্ই করত হবে । মূলত স্ক্যাল্পিং হল, কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস।

vampire
2016-12-04, 06:52 PM
স্ক্যাল্পিং করতে হলে আপনাকে মার্কেটে অধিক দক্ষ ট্রেডার হতে হবে।নয়ত আপনি সঠিকভাবে স্কাল্পিং ট্রেড করে লাভবান হতে পারবেন না।স্ক্যাল্পিং ট্রেড সাধারনত ১ থেকে ৩০ মিনিটের ট্রেডকে বলা হয়ে থাকে।স্ক্যাল্পিং ট্রেড করতে হলে আপনার নিউজের দিকে খেয়াল করতে হবে।

nazib72
2016-12-21, 08:50 PM
মার্কেট যে সময় গুলোতে বেশি অঠা নামা করে ঐ সময়ে ট্রেডার রা ৫-১০ মিনিট বা তার থেকে বেশি বা কম সময়ের মধ্যে ছোটো ছোটো ট্রেড দিয়ে প্রফিট করে এ সকল ছোটো ট্রেড কে স্ক্যাল্পং বলে।স্ক্যাল্পিং এর জন্য ট্রেডার কে দক্ষ হতে হয় কারন এ সময়ে ছোট ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে।স্ক্যাল্পিং এ অনেক বেশি ঝুকি বহন করতে হয়।নতুন বা অনভিজ্ঞ ট্রেডার রা স্ক্যাল্পিং না করাই ভালো।

md noor hasan
2017-01-29, 02:44 PM
স্ক্যালপিং বেশিরভাগ সময় অভিজ্ঞ ট্রেডাররা ব্যাবহার করে।এতে করে তারা অল্প সময়ের জন্য একটি ট্রেড ওপেন করে এবং অল্প পিপস লাভ হতেই তারা ট্রেডটি ক্লোজ করে দেয়।তবে এর জন্য সঠিক এনালাইসিস দরকার তা নাহলে বড় লস হতে পারে।

riponinsta
2017-01-29, 04:59 PM
ফরেক্স মার্কেট এ ২০ পিপ্স এর নিচে যে লাভ করা হয় বা আপনার টেড ইং সিস্টেম এ যদি ২০ পিপ্স এর নিচে লাভ হয় তাকে স্ক্যালপিং টেড বলে । স্ক্যালপিং টেড সাধারনত ১৫ মিনিট এর নিচের চাট এ করা হয় আপনি যদি স্ক্যালপিং টেড ভাল করে করতে পারেন তা হলেও আপনি অনেক ডলার লাভ করতে পারবেন যারা ফরেক্স মার্কেট এ নতুন টেড আর তারা সাধারণত স্ক্যালপিং করে টেড শুরু করে স্ক্যালপিং করার অনেক ভাল টেড ইং সিস্টেম পাওয়া যায়

real razu
2017-01-29, 05:02 PM
আমাদের সবার জানা আপনি ফরেক্স এ বিভিন্ন উপায়ে ট্রেড করতে পারেন । তার মধ্যে স্কেল্পিং একটি উপায় । এই স্কেল্পিং হল খুব অল্প সময় এ ট্রেড করে কিছু পিপস হাতিয়ে নেওয়া । আপনি ১৫ থেকে ৩০ মিনিট মধ্যে ট্রেড করে যে যা প্রফিট করে সেটাই হল স্কাল্পিং । ফরেক্স এ স্কাল্পিং করে অনেক ভালো মুনাফা অর্জন করা যাই । তাই আমি একজন ভালো স্কাল্পার হতে চাই ।

Peace
2017-01-30, 09:29 PM
স্ক্যাল্পিং হচ্ছে অল্প সময়ের ট্রেড। মার্কেটের উঠানামার ভিততে অল্প সময়ের জন্য ট্রেড দিয়ে অল্প লাভে সেই ট্রেড ক্লোজ করাকে স্ক্যাল্পিং হিসেবে জেনে থাকি। সাধারনত নিউজ পাবলিশ হওয়ার পর মার্কেট খুব বেশি হারে উঠানামা করে। এ সুযোগটাকে কাজে লাগিয়ে ট্রেড করাই হচ্ছে স্ক্যাল্পিং। অল্প স্ময়ের টাইমফ্রেম গুলি যে যত সহজে বুঝতে পারে সে তত তাড়াতাড়ি স্ক্যাল্পিং-এ সফলতা পায়। তবে স্থায়ী ভাবে মার্কেটে টিকে থাকতে হলে বড় টাইমফ্রেম গুলি ফলো করে ট্রেড করতে হয়।

nbfx
2017-03-27, 01:09 PM
ফরেক্স মার্কেট যে অবস্থানে থাকুক না কেন (আপট্রেন্ড,ডাউনটেন্ড,রেঞ্জ বাউন্ড)। ছোট মুভমেন্ট সবসময়ই করে। এই ছোট মুভমেন্টকে কাজে লাগিয়ে ট্রেড করাকে স্ক্যাপ্লিং বা শর্ট ট্রেড বলে। স্ক্যাপ্লিং এর জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ১মিনিট থেকে ৩০মিনিটের টাইমফ্রেমগুলো স্ক্যাপ্লিং এর জন্য ব্যবহৃত হয়। সাধারনত ২০ পিপসের নিচে ক্লোজ করা ট্রেডকে স্ক্যাপিং বলে।স্ক্যাপ্লিং জন্য কারেন্সি পেয়ার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কারেন্সি পেয়ার কম স্প্রেড সে সকল কারেন্সি নির্বাচন করা ভাল। স্ক্যাপ্লিং করা মারাত্মক ঝুকিপূর্ণ। স্ক্যাপ্লিং- বিনিয়োগকৃত মূলধন সবসময়ই ঝুকির মধ্যে থাকে। অনেকে মনে করে স্ক্যাপ্লিং করার জন্য তেমন কোন জ্ঞান প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারনা, পর্যাপ্ত ফরেক্স জ্ঞান ও এনালাইসিস ছাড় স্ক্যাপ্লিং করা ঠিক না।

RUBEL MIAH
2017-04-28, 05:59 PM
কোন সমস্যানেই তবে খেয়াল রাখা ভালো যেন অ্যাভারোজ মার্কেট টাইম মোটামুটি ১৫ মিনিট এর বেশি হয় । তাহলে আর সমস্যা হবে বলে মনে হয় না । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা । স্পেড ব্যয় এবং ঝুকি দুটোই বেশি থাকে ।

Md Masud
2017-05-24, 10:33 PM
অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতে স্ক্যালপিং পদ্ধতি বেছে নেয় । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এ্যানালাইসিস করা ।