PDA

View Full Version : আমরা কেন এত সেন্টিমেন্টাল?



Traderboy
2019-06-20, 10:53 AM
8259


যখন মার্কেট কোন নিউজের কারনে অনেক বেশি উপরে বা নীচে চলে যায় তখন আমাদের একটা বড় অংশ ট্রেডাররা একটা কথাই শুধু জানতে চায় ভাই মার্কেট আর কত উঠবে অথবা, মার্কেট আর কত নামবে?

তার মানে তারা হয় স্টপ লস ব্যবহার করে নি অথবা ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নিয়ে বসে আছে। কেন রে ভাই, মার্কেট উপরে উঠতেছে উঠুক না। আপনি রিট্রেসমেন্ট থেকে বাই এন্ট্রি খোজার চেষ্টা করে মার্কেটে থাকুন আবার নীচে নামলে সেখানেও রিট্রেসমেন্ট খুজে অনলি সেল মুডে চলে যান। সোজা কথা যেদিকে ট্রেন্ড সেদিকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান দুনিয়াময়। তখন আর টেনশন থাকবে না। যতক্ষন আপনি ট্রেড থেকে টেনশন দূর করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি নিয়মিত প্রফিটের দেখা পাবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারব। আপনার নিজের ট্রেডিং সিস্টেমের উপর যেদিন অন্ধ বিশ্বাস তৈরি হবে তখন দেখবেন টেনশন কমে আসবে। কারন আপনি জানেন আপনার সিস্টেমে সর্বোচ্চ কত লস হতে পারে এবং আপনি সেই লস মেনে নিতে প্রস্তুত আছেন সবসময়।

তাই আমার উপদেশ থাকবে (যদিও আমি উপদেশ দেবার মত বড় কেউ না) সঠিক মানি ম্যানেজমেন্ট সহকারে আপনার ট্রেডিং সিস্টেমকে শানিত করুন, তাহলে হয়ত কোনদিন কর্পোরেট ট্রেডারের খাতায় নাম লেখাতে পারবেন।

ধন্যবাদ।

SHARIFfx
2019-06-20, 11:30 AM
আপনাকে দক্ষতার পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। আমাদের কে সেন্টিমেন্ট হয়ে তারাহুরা বাদ দিয়ে মার্কেট মুভমেন্ট বুজে ট্রেড নিতে হবে। অতি আবেগী না হয়ে মার্কেট ট্রেন্ড বুজে ট্রেডিং পরিচালনা করতে হবে।