PDA

View Full Version : অ্যাফিলিয়েট কোড না থাকলে কি আমি পোস্টিং বোনাস পাবো???



Mahabub_Sheikh
2019-06-22, 01:11 PM
ফরেক্স বাংলা ফোরামে আমি একজন নতুন সদস্য। আমার এক বন্ধুর সাহায্যে আমি এই ফোরাম একাউন্ট খুলেছি। কিন্তু ট্রেডিং একাউন্ট খোলার সময় আমি কোন অ্যাফিলিয়েট কোড দিতে পারিনি। অ্যাফিলিয়েট বোর্ড এর পরিবর্তে "postal forum" দিয়েছি। তাহলে আমি কি পোস্টিং বোনাস পাবো? পোস্টিং বোনাস কি আমার ট্রেডিং একাউন্টে যোগ হবে? আমার ওই বন্ধু বলল অ্যাফিলিয়েট কোড যোগ না করলে নাকি পোস্টিং বোনাস ট্রেডিং একাউন্ট এ যোগ হয় না।
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি???

jasminbd
2019-06-23, 03:33 PM
আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে খুলতে পেরেছেন কিনা জানার জন্য আপনি ফোরামে অ্যাকাউন্টটি Attach করে দেখুন। যদি কোন Error আসে তাহলে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলে তা আবার Attach করতে হবে। ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট ফোরামের সাথে যুক্ত করার জন্য ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই portalforum এর অধীনে খুলতে হবে। ইন্সটাফরক্সের লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় affiliate code এর বক্সে portalforum দিলে আপনার অ্যাকাউন্টটি বোনাস অ্যাকাউন্টে পরিণত হবে। আরেকটি বিষয় আর ফোরাম বোনাস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লিভারেজ সর্বচ্চো ১:৫০ সেট করতে পারবেন। তারপর আপনি ফোরামে লগইন করে আপনার প্রফাইল গিয়ে Bonus for post গিয়ে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি ফোরামের সাথে যুক্ত করতে করলে ফোরাম থেকে প্রাপ্ত বোনাস প্রতিমাসের শুরুতে আপনার উক্ত ট্রেডিং অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় ভাবে চলে যাবে।