PDA

View Full Version : নতুন ফরেক্স ট্রেডারদের জন্য নির্দেশনা



Traderboy
2019-06-22, 07:31 PM
-সবার আগে বেসিক ফরেক্স সম্পর্কে ভালভাবে জানুন। এজন্য www.babypips.com/learn/Forex সাইট থেকে ভালভাবে বেসিক ফরেক্স সম্পর্কে আইডিয়া পেতে পারেন।
আর একই সাথে আমাদের গ্রুপের পোস্টগুলো একটু ভালভাবে ফলো করতে পারেন। বাংলা ভাষায় কিছুটা হলেও সাপোর্ট পাবেন আশা করি।

কি কি জানবেন বেসিক ফরেক্সেঃ

-পিপ্সের হিসেব ভালভাবে জানার চেষ্ঠা করবেন।

-লট সাইজ, লট সাইজের সাথে পিপ্সের সম্পর্ক জানবেন।

-ট্রেড অর্ডার ওপেন, ক্লোজ, টিপি/এসএল, পেন্ডিং অর্ডার, ট্রায়াল স্টপ অর্ডার জানার চেষ্ঠা করবেন ভালভাবে।

-এরপর সাপোর্ট/রেসিস্টেন্স, ট্রেন্ডলাইন সম্পর্কে জেনে নেবেন ভাল করে।

-এরপর ফিবোনাচ্চি সম্পর্কে ভাল ধারনা নেবেন।

-এবার চার্ট প্যাটার্নের দিকে নজর দেবেন। ভালভাবে কিছু চার্ট প্যাটার্ন সম্পর্কে আইডিয়া অন্তরে ধারন করে নেবেন।

-এবার নজর দেবেন ক্যান্ডেল প্যাটার্ন এর দিকে। বেশ কিছু ভাল ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে পরিস্কার ধারনা নিয়ে রাখবেন।

-এখন আসুন স্ট্রাটেজী বানানোর দিকে।
চার্ট প্যাটার্ন থেকে ভাল একটি প্যাটার্ন বেছে নিন। ক্যান্ডেল প্যাটার্ন থেকে ভাল একটি প্যাটার্ন বেছে নিয়ে বানাতে পারেন একটি স্ট্রাটেজী। এবার কাজে লাগাতে পারেন সরাসরি ট্রেন্ডের পক্ষে।
অর্থাৎ আপট্রেন্ড এর মার্কেটে বাই অর্ডার ও ডাউনট্রেন্ড এর মার্কেটে সেল অর্ডার খুজবেন সবসময়।

-লক্ষ্য রাখবেন স্টপলস ও টেকপ্রফিট রেশিও অনুপাত যেন ১ঃ২ হয় নুন্যতম। অর্থাৎ লস ১০ পিপ্স হলে যেন প্রফিট ২০ পিপ্স হয় নুন্যতম

-ব্যস, হয়ে গেল আপনার সুন্দর ট্রেডিং স্ট্রাটেজী।
এবার ভালভাবে ফলো করা শুরু করুন আপনার স্ট্রাটেজী ডেমো একাউন্টে।

-টানা ৬ মাস ডেমো একাউন্টে যাচাই করে ভাল রেজাল্ট আসলে তবে রিয়েল ট্রেড করতে শুরু করুন।

-আশা করছি আপনার হাতেই বানানো স্ট্রাটেজী দিয়ে আপনিই ভাল প্রফিট করতে পারবেন। নির্দেশনাঃ

-সবার আগে বেসিক ফরেক্স সম্পর্কে ভালভাবে জানুন। এজন্য www.babypips.com/learn/Forex সাইট থেকে ভালভাবে বেসিক ফরেক্স সম্পর্কে আইডিয়া পেতে পারেন।
আর একই সাথে আমাদের গ্রুপের পোস্টগুলো একটু ভালভাবে ফলো করতে পারেন। বাংলা ভাষায় কিছুটা হলেও সাপোর্ট পাবেন আশা করি।

কি কি জানবেন বেসিক ফরেক্সেঃ

-পিপ্সের হিসেব ভালভাবে জানার চেষ্ঠা করবেন।

-লট সাইজ, লট সাইজের সাথে পিপ্সের সম্পর্ক জানবেন।

-ট্রেড অর্ডার ওপেন, ক্লোজ, টিপি/এসএল, পেন্ডিং অর্ডার, ট্রায়াল স্টপ অর্ডার জানার চেষ্ঠা করবেন ভালভাবে।

-এরপর সাপোর্ট/রেসিস্টেন্স, ট্রেন্ডলাইন সম্পর্কে জেনে নেবেন ভাল করে।

-এরপর ফিবোনাচ্চি সম্পর্কে ভাল ধারনা নেবেন।

-এবার চার্ট প্যাটার্নের দিকে নজর দেবেন। ভালভাবে কিছু চার্ট প্যাটার্ন সম্পর্কে আইডিয়া অন্তরে ধারন করে নেবেন।

-এবার নজর দেবেন ক্যান্ডেল প্যাটার্ন এর দিকে। বেশ কিছু ভাল ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে পরিস্কার ধারনা নিয়ে রাখবেন।

-এখন আসুন স্ট্রাটেজী বানানোর দিকে।
চার্ট প্যাটার্ন থেকে ভাল একটি প্যাটার্ন বেছে নিন। ক্যান্ডেল প্যাটার্ন থেকে ভাল একটি প্যাটার্ন বেছে নিয়ে বানাতে পারেন একটি স্ট্রাটেজী। এবার কাজে লাগাতে পারেন সরাসরি ট্রেন্ডের পক্ষে।
অর্থাৎ আপট্রেন্ড এর মার্কেটে বাই অর্ডার ও ডাউনট্রেন্ড এর মার্কেটে সেল অর্ডার খুজবেন সবসময়।

-লক্ষ্য রাখবেন স্টপলস ও টেকপ্রফিট রেশিও অনুপাত যেন ১ঃ২ হয় নুন্যতম। অর্থাৎ লস ১০ পিপ্স হলে যেন প্রফিট ২০ পিপ্স হয় নুন্যতম

-ব্যস, হয়ে গেল আপনার সুন্দর ট্রেডিং স্ট্রাটেজী।
এবার ভালভাবে ফলো করা শুরু করুন আপনার স্ট্রাটেজী ডেমো একাউন্টে।

-টানা ৬ মাস ডেমো একাউন্টে যাচাই করে ভাল রেজাল্ট আসলে তবে রিয়েল ট্রেড করতে শুরু করুন।

-আশা করছি আপনার হাতেই বানানো স্ট্রাটেজী দিয়ে আপনিই ভাল প্রফিট করতে পারবেন।

M B FX

ARIFULISLAM1996
2019-06-22, 07:45 PM
ফরেক্সে যারা নতুন তাদের জন্য ফরেক্স প্রথমে একটু বেশি কঠিন বলে মনে হতে পারে।আসলে ফরেক্স বুঝেশুনে করতে পারলে অনেক সোজা মনে হবে।নতুনরা ফরেক্সে আসার আগে ফরেক্স কি তা সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে এবং ফরেক্স এর বেসিক থিউরি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স নিজের আয়ত্তে আনতে হলে ডেমো ট্রেডিংয়ে বেশি বেশি অনুশীলন করতে হবে। এছাড়াও ফরেক্স সম্পর্কে কিছু কিছু ছোট বই প্রকাশিত হয়েছে যা থেকে নতুনরা ফরেক্স সম্পর্কে ধারণা পেতে পারে। নতুনদের প্রথমে শিখতে হবে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, ফরেক্স এর এনালাইসিস গুলো সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা হবে। মার্কেটের ট্রেন্ড বোঝার মত ক্ষমতা থাকতে হবে। মার্কেটের মুভমেন্ট লক্ষ করে ট্রেড করতে হবে। যেকোনো লটে ট্রেড করার আগে সেইলর সম্পর্কে ধারণা থাকতে হবে। স্টপ লস এবং স্টপ প্রফিট সম্পর্কে ধারণা থাকতে হবে। চ্যাট প্যাটার্ন এর প্রতি খেয়াল রাখতে হবে।ফরেক্সে নতুন ট্রেডারদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটি হচ্ছে ধৈর্যশীলতা এবং লোভ ত্যাগ করা।

alamsat
2019-06-23, 10:45 AM
নতুন অবস্থায় এমন একটি পোষ্ট পেলে কতই না ভাল হত একবারে সব কিছু শেখা যেত। কিন্তু আমি যখন নতুন ছিলাম তখন বাই অথবা সেল কিভাবে করতে হয় বা কিভাবে প্রফিট করতে হয় সেটাই জানতাম না। কিন্তু এখন সহজে এমন একটি পোষ্ট পড়ে নতুনরা শিখতে পারবে। তাই নতুনদের জন্য এই পোষ্টটি অনেক কার্যকর হবে। তবে ফরেক্স সম্পর্কে শুধু জানলে হবে না এটা নিয়ে ডেমোতে নিয়মিত প্রাকটিস করে তারপর নিজেকে ফরেক্স ট্রেডে পাকাপোক্ত করে তারপর ট্রেড জগৎ এ ডুকতে হবে। না হলে শুধু লস করতে হবে। তাই নতুনদের প্রতি আমার আবেদন না শিখে কখনও ট্রেড করবেন না।