PDA

View Full Version : ফরেক্স এ ট্রেড করা হয়?



shuvo2014
2014-10-11, 02:49 PM
সহজ উত্তর কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।:rules:

fh.ratul
2014-11-05, 09:56 AM
আমার কাছে এখনো এটা বিভ্রান্তির। আমাকে একটু ক্লিয়ার করে দেন যে আমি কীভাবে এই অস্তিত্ব বুঝতে পারবো। কীভাবে বুঝব যে এগুলো ধোকা না

ziaur
2014-11-07, 08:57 PM
আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে কেও হেপ্প করবেন, আমাকে প্লিজ ক্লিয়ার করে বুঝিয়ে দিন?

fh.ratul
2014-11-10, 10:26 PM
জিয়া ভআই আপনি এই ফরামের আগের অনেক ভাল পোস্ট দেখতে পারেন । যা আপনাকে ফরেক্সে অনেক কিছু জানতে সাহায্য করবে ।

RUBEL MIAH
2015-10-05, 11:12 PM
ফরেক্স এ ট্রেড করা হয় কারণ লাভের আশায় । ফরেক্স লাভ না খাকলে এত কষ্ট করে কেউ ট্রেড করত না ।

Shariar
2015-10-11, 11:26 PM
আমার জানা মতে সবাই ফরেক্স বিজনেস করতে পারবে,তবে কিছুটা অভিজ্ঞতা অর্জন করে নিলে ভালো।

mlbasumata
2015-10-21, 03:36 PM
এক দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা কেনা বেঁচাই হল ফরেক্স ট্রেডিং। মনে করেন ১ ইউরো দিয়ে ১.১৩৪৫ ডলার কিনলেন ০.০১ লটে, অর্থাৎ ১০০০ ইউনিট। পরে দেখা গেল দাম হল ১.১৩৭০, অর্থাৎ আপনার লাভ হল (১.১৩৭০-১.১৩৪৫) = ২৫ পিপস x ১০ = ২.৫০ ডলার।

Sahed
2016-07-24, 04:31 PM
ফরেক্স মার্কেটে আমরা সাধারনত একটি দেশের মুদ্রার বিনিময়ে আরেকটি দেশের মুদ্রা কেনা বেচা করে থা*াকি । দুইটি দেশের এই কারেন্সিকে একেকটি পেয়ার বলা হয় ফরেক্স মার্কেটে । আমরা যখন একটি কারেন্সি দিয়ে আরকেটি কারেন্সি কিনে থাকি তখন উক্ত কারেন্সর দাম বাড়লে মার্কেটে আমরা লাভ করি ।

basaki
2016-07-24, 04:59 PM
ফরেক্স মার্কেটে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় আর এই ব্যবসা করতে হলে আপনাকে ক্রয় বিক্রয় এর মাধ্যমে লাভ করতে হবে এবং এর মধ্যমে লাভ করতে হবে আর যদি আওঅঅনি ফরেক্স মার্কেটে লাভ করতে চান তবে আপনাকে অনেক বেশি অবিজ্ঞ হতে হবে।

Realifat
2016-07-29, 05:06 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি রয়েছে।আমরা সচরাচর এসব কারেন্সি ট্রেড করে থাকি।তবে ফরেক্সে যে শুধু কারেরেন্সির ট্রেড করার হয় তাও নয় কেনননা ফরেক্সে কিছু ধাতব পদার্থের ট্রেডও হয়।যেমন গোল্ড, সিলভার অথবা তরল পদার্থ ওয়েলের ট্রেডও হয়ে থাকে।সর্বোপরি দক্ষতার সাথে ট্রেডিং করার মাধ্যমেই আমরা ফরেক্স ট্রেড করে থাকি।