PDA

View Full Version : সামনের দিনের জন্য সতর্কতা...



Traderboy
2019-06-23, 10:12 PM
যারা লাইভ ট্রেড করেন তাদের উদ্দেশ্য। আগামী সাপ্তাহ ফিন্যান্সিয়াল মার্কেটে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা বলতে চাই। ২৮শে জুন মার্কেট সাপ্তাহিক ক্লোজ, এই দিন বা তার এক দুই আগে বা তার পরের সাপ্তাহে ১/২/৩ তারিখ এর মধ্যে কোয়ার্টার ওভার কোয়ার্টার(QoQ) হবে। মার্কট জুন ক্লোজিং দিবে। জানু/ফ্রেব/মার্চ এই তিন মাস QoQ প্রথমটা চলে গেছে। এখন দ্বিতীয় টা এপ্রিল/মে/জুন। এই QoQ হচ্ছে ফিন্যান্সিয়াল মার্কেটে এর কিছু বিশাল ব্যংকারা তাদের প্রফিটের কারেন্সি গুলো উঠিয়ে নিবে। আবার কিছু ব্যংকারা নতুন করে কারেন্সি কিনবে। এই সময়ে মেজর কারেন্সি গুলোর ফিন্যান্সিয়াল মার্কেটে বেশ একটা প্রাইস চেঞ্জিং হবে। তাই সতর্ক তার সাথে ট্রেড নিবেন। অভিজ্ঞ ট্রেডারদের কোন অসুভিদা আমি মনে করি।

- Mahbubul Alam‎

alamsat
2019-06-24, 02:07 PM
আসলে কোয়াটার পরিবর্তনে মার্কেটে বেশ প্রভাব দেখা দেয় এ জন্য আমাদের কিছু বিষয় মাথায় রেখে ট্রেড করতে হবে। সামনের দিনগুলির প্রতিটি নিউজ এর প্রতি খেয়াল রাখতে হবে। যদি কোন পেয়ার ক্রমশ নীচে বা উপরে উঠতে থাকে তবে মার্কেট যে দিকে ক্রমশ যাচ্ছে সেই দিকে ট্রেড দিয়ে বসে থাকতে হবে। আশা করা যাই মার্কেট যে দিকেই যাক না কেন একটানা সেদিকেই কয়েকদিন যেতে থাকবে তাই মার্কেটের দিকে বেশ নজর দিয়ে ট্রেড করতে পারলে এই সময়ে বেশ প্রফিট করা যাবে। সব সময় ট্রেন্ড এর পরিবর্তন লক্ষ রাখতে হবে এবং সে অনুযায়ী ট্রেড করতে হবে।