PDA

View Full Version : ৬০ usd ট্রেডিং কৌশল



assadul
2019-06-27, 08:12 PM
আসলে আমি ফোরম বোনাস ৬০ ইউ এসডি পেয়েছি যা আমি লাভের চেয়ে লসটা বেশি হচ্ছে আমি বুঝতেছিনা এমন কি কোন ট্রেডিং কৌশাল আছেকি যে এমন কোন কৌশাল অবলম্বন করে লস থেকে লাভের অংশটা তুলুনামুলক যেন থাকে যাহাতে ফরেক্স প্রতি আমার লোভ না এসে যায়। আমি যেন বুঝতে পারি আমার এমন কৌশালে যেন ফরেক্সে একে বারে লস না করে টিকে থাকতে পারি।

alamsat
2019-06-29, 02:07 PM
ভাই ফরেক্স এ একটিমাত্র সুত্র ধরে আপনি আগালে লাভবান হতে পারেন আর সেটি হল যে কোন একটি মাত্র পেয়ার নির্বাচন করে শুধুমাত্র সেই পেয়ারে ট্রেড করুন। ট্রেড করবেন মাত্র ০.০১ লট এ আর একটি ট্রেড শুরু করে সেটি শেষ না হওয়া পর্যন্ত আর একটি ট্রেড করবেন না। তাহলে লস করবেন। তাই একটি ট্রেড শেষ করে আর একটি ট্রেড করবেন। কারন মার্কেট আপনার বিপরীতে গেলেও সেটা আবার ফিরে আসে তাই ধৈয্য ধরুন ট্রেড করে তাড়াহুড়া না করে ধৈয্য ধরলে প্রতিটি ট্রেডে প্রফিট করতে পারবেন।

kashed
2019-06-30, 03:50 PM
ভাই আপনি ফরোমের বোনাস টি খুব সতর্ক সহিত ট্রেড করতে হবে কারণ আপনি যে ট্রেড টি আপনি করতে চলেছেন সেটি যদি এক লটেরও হয় এবং ১০ লটের হয় আপনাকে মনে রাখতে হবে যে ট্রেড করার কারণে লস হবে সেটি আপনাকে রিকভার করার পর আপনাকে লাভের আশা করতে হবে তা আপনাকে বুঝতে হবে আপনার ট্রেডিং কৌশলে কোথাও ভুল আছে এ ভূল গুলাখুজে বের করতে হইলে ডেমো ট্রেডিং করুন বেশি বেশি তাহইলে আপনি হয়তো কিছুটা হইলেও ট্রেডিং কৌশাল খুজে পেতে পারেন কারণডেমো কোন রিয়াল ডলার নয়।

KANIZFATEMA1997
2019-07-01, 11:09 AM
আমি ফরেক্সে নতুন তাই এবিষয়টা ভালো বুঝতে পারছিনা। যারা ভালো জানেন তারাঅবশ্যই আমরা যারা নতুন তাদের সাহায্য করবেন জানার জন্য।জানার কোন শেষ নাই শেখার কোন বয়স নাই। তাই যারা জানেন তারা বেশী করে জানাবে আমাদের।