PDA

View Full Version : ডেভিয়েশান কি ?



Ahmed Nesar
2014-10-18, 07:46 PM
ডেভিয়েশান কি? সম্মানিত সিনিয়ার ট্রেডার দের কাছে উত্তর দেয়ার জন্য বিনিত অনুরোধ করছি

fh.ratul
2014-10-20, 08:45 PM
এসম্পরকে আমারো জানতে হবে যদি কেও জানেন প্লীজ আমাদের জানান ।ফরেক্সে (https://www.fxtrue.com/broker/details/183/InstaForex_review)এর দরকার আসে ।

Sreepad2014
2014-10-25, 12:10 AM
আমারো জানতে হবে

fh.ratul
2014-11-05, 11:48 PM
এখনো পর্যন্ত উত্তর পাইলাম না রে ভাই। আমার খুব জরুরি জানা দরকার । এডমিন ভাই আপনি কি আমাদের হেল্প করতে পারেন?

fxover
2015-09-17, 01:15 AM
প্রযুক্তিগত নির্দেশক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন (StdDev) মার্কেট ভোলাটিলিটি পরিমাপ করে। মুভিং এভারেজের তুলনায় মূল্য ওঠানামার আকার কতটুকু তা এই নির্দেশকটি ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ, যদি নির্দেশকের মান বেশি হয় তাহলে বাজারকে ভোলাটাইল ধরা হয় এবং বার মূল্য মুভিং এভারেজের থেকে বিস্তৃত হয়। যদি সূচকের মান বেশি না হয় তাহলে বাজারকে কম ভোলাটাইল ধরা হয় এবং বার মূল্য মুভিং এভারেজের কাছাকাছি থাকে।
এই নির্দেশকটিকে প্রায়ই অন্যান্য নির্দেশকের অংশ হিসাবে ব্যবহার করা হয়। বলিঙ্গার ব্যান্ডস হিসাব করার সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান মুভিং এভারেজের সাথে সংযুক্ত করা হয়।
বাজারের গতিময়তা থাকে উত্থান পতন কার্যক্রমের চলমান পরিবর্তনশীলতার মাঝে, তাই এটা একটি সরল নির্দেশক:
যদি নির্দেশকের পরিমাণ বড় না হয় এবং বাজার স্থিতিস্থাপক থাকে তাহলে কার্যক্রম দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
যদি নির্দেশকের মান বড় হয় তাহলে কার্যক্রম দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিস্তারিত জানতে ইন্সটা ফরেক্স এর এই পেজ (https://www.instaforex.com/bd/forex_technical_indicators.php?ind=3) দেখুন ।

Talha
2015-12-29, 12:50 AM
ডেভিয়েশন হল ফরেক্স মার্কেট বোঝার এক অস্ত্র মার্কেটের গতি নির্দেশ করবে মার্কেট কি অনেক বেশি ভোলটাইল নাকি মোটামুটি স্থিতিশীল এটা বোলিঙ্গার ব্যান্ডস এর সাথে কম্পেয়ার করে হিসাব করা হয় মার্কেট যদি অনেক বেশি আপ ডাউন করে তখন ওই পেয়ারে ট্রেড করা ট্রেডারের জন্য ঝুঁকিপূর্ণ তাই ডেভিয়েশন কে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন না হলে ক্ষতির সম্মুখীন হতে পারে যেকোন ট্রেডার।

maziz6989
2015-12-29, 01:17 PM
আসলে ডেভিয়েশান হল একটা ইকোনমিক ইনডিকেটর যা মার্কেট এর ভোলাটিলিটি নির্দেশ করে। তাই যারা ডেভিয়েশান বা এ সম্পর্কে জানতে আগ্রহী তারা গুগলে সার্চ দিতে পারেন কেননা গুগলের মত বিশ্বস্থ শিক্ষক আর পাবেন না। তাই যা কিছু জানতে ইচ্ছা করবে অমনি গুগলে একবার ডু মারবেন।

Marufa
2015-12-29, 03:28 PM
ডেভিয়েশন একটি ইন্ডিকেটর যা বিভিন্ন ট্রেডিং সফটওয়্যার এর ইন্ডিকেটর অপশনে দেখতে পাবেন । ডেভিয়েশন অত্যন্ত কার্যকরী একটি ইন্ডিকেটর যা মার্কেট কি পরিমান ভলাটাইল সেটি নিদের্শ করে । তবে এর সাথে অন্যান ইন্ডিকেটর ব্যবহার করতে হবে ।

HKProduction
2016-01-04, 03:47 PM
আমি এই সম্পর্কে কিছুই জানতাম না। তবে আমি বোলিঙ্গার ব্যান্ডস ব্যবহার করি। বোলিঙ্গার ব্যান্ডের সাথে এর সম্পর্ক আছে জেনে খুবই আগ্রহী হলাম। আমাদেরকে মার্কেটের সাথে লেগে থাকতে হবে। ফোরাম ও আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। আমাদের শেখার জন্য।

MotinFX
2016-01-13, 01:38 PM
আপনাকে ধন্যবাদ কারন আমি ডভিয়শান সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা এই মার্কেটে টিকে থাকার জন্য সকল দিক সম্পর্কে জানা লাগে কখন কোনটা কোন কাজে লাগে সেইটা বলা যায় না। এই এনালাইসিস টা অনেক জরুলি ডবিয়েশান মার্কেটের আপডাউন সম্পর্কে জানা যায়।

yasir arafat
2016-04-07, 01:27 AM
এটা আপনাকে মার্কেটের ভোলালিটি সর্ম্পকে স্বচ্ছ ধারণা দিবে।যা আপনাকে পরবর্তী অবস্থা সর্ম্পকে অবগত করবে।এই ইন্ডাকেটরটি আপনি যদি বোলিংঙ্গারের সাথে ব্যবহার করেন,তাহলে মার্কেট অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে।

dwipFX
2016-05-11, 08:07 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করছি কয়েক মাস যাবত কিন্তু ডেবিয়েশান সম্পর্কে আমি প্রথম জানতে পারলাম। ফোরামের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি ।তাই ফোরাম হল ফরেক্স শিখার আদর্শ জায়গা তা দিয়ে সহজে ফরেক্স শিখা যায়।

sharifulbaf
2016-05-17, 11:04 PM
ফরেক্স মার্কেটে আমরা ডেভিয়েশন কে আমরা কোন সংখার ভাগ কে বুঝে থাকি,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং ইন্ডিকেটর ব্যাবহার করার ক্ষেত্রে আমরা ডেভিয়েশন ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে পারি যাতে ভাল প্রফিট হয় সে জন্য আমরা ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে থাকি।

md mehedi hasan
2016-12-04, 09:36 AM
ভেরিয়েশন বিষয়টি কি আমি জানতাম না।এই পোষ্ট গুলো পরে ভেরয়শন সম্পর্কে নূন্যতম ধারনা পেলাম।ভেরিয়েশনাল সম্পর্কে যদি আরো বিস্তারিত ভাবে তুলে ধরা হত তাহলে অনেক ভালো হত।

kumarkhali
2016-12-04, 03:14 PM
ডেভিয়েশান এর ব্যাপারে আমি আরও অনেক বার বলেছি, এখন আপ্নে যেহেতু জানতে চাচ্ছেন তাহলে আবার বলি, ডেভিয়েশান হচ্ছে আপনার একাউন্ট টা যাচাই করা, আপ্নে ফরেক্স মার্কেটে একটা একাউন্ট করেছেন সেটা যাচাই করে নিতে হবে আনাকে,সুতরাং আপনার একাউন্ট ডেভিয়েশান করতে হবে, আর আপ্নে একাউন্ট ডেভিয়েশান না করলে আপ্নে ফরেক্স ট্রেড করতে পারবেন না।

FxShuvo
2016-12-04, 05:13 PM
ডেভিয়েশান এর ব্যাপারে আমি আরও অনেক বার বলেছি, এখন আপ্নে যেহেতু জানতে চাচ্ছেন তাহলে আবার বলি, ডেভিয়েশান হচ্ছে আপনার একাউন্ট টা যাচাই করা, আপ্নে ফরেক্স মার্কেটে একটা একাউন্ট করেছেন সেটা যাচাই করে নিতে হবে আনাকে,সুতরাং আপনার একাউন্ট ডেভিয়েশান করতে হবে, আর আপ্নে একাউন্ট ডেভিয়েশান না করলে আপ্নে ফরেক্স ট্রেড করতে পারবেন না।

না জেনে কোন কিছুতে কোন মন্তব্য করবেন না। শুধু মাত্র বোনাস পাওয়ার জন্য মন্তব্য করবেন না। ফরেক্স-বাংলা ফোরামের নিয়ম-কানুনগুলো পুণরায় দেখুন, তা না হলে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আশা করি ভবিষ্যতে আপনি আপনার পোস্টিং এর মান উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
ধন্যবাদ

Mamun13
2017-11-21, 06:25 PM
মার্কেটে প্রাইসের ভলাটিলিটি বুঝার জন্য এই ডেভিয়েশনের প্রয়োজন হয়৷ডেভিয়েশন বিভিন্ন ব্রোকারের ট্রেডিং অপশনে দেখা যায়৷আরোও জানতে চাইলে গুগলে সার্স দিয়ে জানতে পারবেন৷ডেভিয়েশন টুলসের খুব একটা জরুরী প্রয়োজন নাই বলেই এখানে এ সম্পর্কে তেমন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে না৷