View Full Version : ফরেক্স মার্কেট এর ৯৫ % ট্রেডার সফল না !
Mas26
2022-11-08, 11:01 PM
এটি বহুলাংশেই ঠিক যে ফরেক্স মার্কেটে নতুন আগমন কারী ৯৫% ট্রেডাররা তাদের লোভ, ইমোশন, অল্প ট্রেডিং জ্ঞান, আর কম আভিজ্ঞতার কারনে তারা রস করে।
ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে।নতুন ট্রেডাররা কিছু না বুঝে ইনভেস্ট করে যেটা লস এর কারন হয়ে দাঁড়ায়। তাই খুব ভালোভাবে ফরেক্স না শিখে ট্রেডিং এ আসা উচিৎ না।
ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডারগন সাফলতা অর্জন না করার অনেক কারন থাকে। মানুষ মাত্রই ইমোশনাল। ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গিয়ে দেখি অনেক টাকা আয় করব এখন ট্রেড করতে গিয়ে দেখে ফরেক্স যেমনটা সহজ ভাবা যায় ততটা সহজ নয়। ফরেক্স মার্কেটে যারা ইমোশনাল নিয়ে ট্রেড করবে তাকেই ফুতুর করে দিবে। তাই নিজের ইমোশনালকে কন্ট্রোল করে ফরেক্স করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যাবে।
FRK75
2023-11-01, 11:31 PM
ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে। প্রথমেতো ভাই ফরেক্স সম্পর্কে তারা জেনে রাতা রাতি বড়লোক হতে চায়। সেখার আগেই তারা দেখে যে আনেক টাকার মালিক হয়েগেছে। আর তখন তাদের ভিতর একটু একটু করে লোভ তৈরি হয়। আর এই লোভ ই তাদের ফরেক্স জীবন কে নষ্ট করেদেয়। আবার সবাই মনে করে যে একটু পরেই ফরেক্সে সফল হইয়া যায়। এটাই মূল কারন তারা বেশি একটা পরেনা মার্কেটের বিভিন্ন বিষয়ে।অভিজ্ঞতা এবং সেই ব্যক্তির সফল ব্যবসায়ীর জ্ঞান অনুসারে যিনি অভিজ্ঞতা অনুসারে কাজ করেন এবং একটি ভাল বোনাস সংগ্রহ করেন। ব্যবসায়ের সময় তিনি ধৈর্য সহকারে কাজ করেছিলেন এবং যদি কোনও ক্ষতির মুখোমুখি হতে পারেন তবে তিনি তার আশা হারান নি এবং পরবর্তী চুক্তিটি তার পক্ষে লাভজনক হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন।
Mas26
2024-08-17, 12:16 PM
Forex সম্পর্কে তারা জেনে রাতা রাতি বড়লোক হতে চায়। সেখার আগেই তারা দেখে যে আনেক টাকার মালিক হয়েগেছে। আর তখন তাদের ভিতর একটু একটু করে লোভ তৈরি হয়। আর এই লোভ ই তাদের ফরেক্স জীবন কে নষ্ট করেদেয়। আবার সবাই মনে করে যে একটু পরেই ফরেক্সে সফল হইয়া যায়। এটাই মূল কারন তারা বেশি একটা পরেনা মার্কেটের বিভিন্ন বিষয়ে।
creativeli5info
2024-08-18, 03:50 PM
ফরেক্স মার্কেটে ট্রেডারদের বিশাল সংখ্যক ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন:
যথেষ্ট শিক্ষা এবং অভিজ্ঞতার অভাব
অতিরিক্ত ঝুঁকি গ্রহণ
মানসিক চাপ এবং আবেগের প্রভাব
এই পোস্টে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন এবং কীভাবে নতুন ট্রেডাররা সফল হতে পারে তার কিছু পরামর্শ দিতে পারেন।
creativeli5info
2024-08-18, 03:51 PM
সফল ট্রেডাররা কীভাবে তাদের দক্ষতা তৈরি করে এবং ট্রেডিংয়ে সফল হয়? এখানে আপনি কিছু মূল দক্ষতার উপর আলোকপাত করতে পারেন, যেমন:
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস
পেশাদার ট্রেডিং পরিকল্পনা
মানি ম্যানেজমেন্ট
এই পোস্টে সফলতা অর্জনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা যেতে পারে।
creativeli5info
2024-08-18, 03:52 PM
এই পোস্টে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডারদের ব্যর্থ হওয়ার ধারনাটিকে নিয়ে গবেষণা এবং বাস্তব তথ্য নিয়ে বিশ্লেষণ করতে পারেন। এছাড়া এটি মিথ না সত্যি, সে বিষয়ে বিতর্ক তৈরি করতে পারেন।
creativeli5info
2024-08-18, 03:52 PM
এই পোস্টে ফরেক্স ট্রেডিংয়ে ব্যর্থতার পেছনে থাকা কিছু সাধারণ ভুল, যেমন- অতিরিক্ত লোভ, অপরিকল্পিত ট্রেড, এবং শিক্ষার অভাব নিয়ে আলোচনা করতে পারেন। পাশাপাশি এই ভুলগুলো কিভাবে এড়ানো যায় তা নিয়ে পরামর্শ দিতে পারেন।
creativeli5info
2024-08-18, 03:53 PM
সফল ফরেক্স ট্রেডারদের কিছু গল্প নিয়ে একটি অনুপ্রেরণাদায়ক পোস্ট করতে পারেন। এতে ট্রেডাররা কীভাবে চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছে এবং কীভাবে তারা সফল হয়েছে তা তুলে ধরা যেতে পারে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.