PDA

View Full Version : লেভারাজ (leverage) কি?



salehmahmud
2014-10-23, 05:49 PM
আমি ফরেক্স এ নতুন, একটা ডেমো একাউন্ট খুলেছি. leverage টার্ম তা বুঝতে পারছি না. প্লিস কেউ হেল্প করবেন?

Sreepad2014
2014-10-24, 01:22 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

fh.ratul
2014-11-05, 11:51 PM
আপনার ডিপজিট কে অনেক গুনে বারিয়ে দেয় লিভারেজ। আপনার কাসে যদি ৫ ৳ তাকে আপনি লিভারেজ নিয়ে তা ৫০০- ৫০০০ তাকার ট্রেদ করতে পারেন।

Sreepad2014
2014-11-07, 05:06 PM
ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে।

anny
2014-12-09, 06:52 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে leverage হল ঐ Broker এর লোন System.
ফরেক্স মার্কেট যেমন-1:50,1:100,1:200,1:300 etc.
এই লোন System আপনি Trade করতে পারবেন অনেক ক্ষণ।

fxover
2015-09-17, 02:04 AM
আমি ফরেক্স এ নতুন, একটা ডেমো একাউন্ট খুলেছি. leverage টার্ম তা বুঝতে পারছি না. প্লিস কেউ হেল্প করবেন?

লিভারেজ হচ্ছে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর ব্রোকার কর্তৃক ট্রেড করার সময় প্রদত্ত্ব লোন । আপনি যত বেশি লোন পাবেন , আপনি তত বেশি লটে ট্রেড করতে পারবেন এবং বেশি ল্যাব করতে পারবেন । কিন্তু সাবধান ভুলেও এই ভুল্টি করবেন না । কারন আপনি যত বেশি লটে ট্রেড ওপেন করবেন মার্কেট আপনার বিপরীতে গেলে খুব তাড়াতাড়ি আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । আপনি বেশি লিভারেজ নিয়ে রাখতে পারেন ।

Harun1650
2015-09-18, 03:39 PM
লিভারেজ হল ফরেক্স আপনাকে কি পরিমান লোন দিবে ট্রেড করার সময়, ধরুন আপনি ১০০ ডলারে একটা ওপেন করতে চাচ্ছেন এখন আপনি যদি ১ঃ৯০০ লিভারেজ এ একাউন্ট ওপেন করে থাকেন তাহলে এখানে আপনি ব্রকার এর কাছ থেকে আপনার ব্যালেন্স এর ৯ গুন পর্যন্ত ট্রেড ওপেন করতে পারবেন। ধরেন আপনার একাউন্ট ১ ডলার আছে কিন্ত অন্য সব লিভারেজ এর ক্ষেত্রে আপনি ১ ডলারে কোন ধরনের ট্রেড ওপেন করতে পারবেন না কিন্ত এই লিভারেজ এ আপনি ট্রেড ওপেন করতে পারবেন।

onlyfx
2015-10-22, 05:16 PM
লিভারেজ কি তা যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে লিভারেজ বলতে লোন বোঝায় । আর এই লোন আমর৪য়া কঠায় থেকে পাব ? এই লোন ব্রোকার আআমদেরকে দিয়ে থাকে । আমরা যদি বেশি লোন নিব ট্রেড করার সময় আমাদের মার্জিন তত কম কাটবে অর্থাৎ অল্প ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করতে পারবেন । যাই হোক বেশি লটে ট্রেড করার সাহস করবেন না । তাহলে লাভ এর পরিবর্তে বেশি লস হবে । একাউন্ট ব্যালেন্স এর গুনিতকে ব্রোকার আমাদেরকজে লিভারেজ দিয়ে থাকে ।

dinner
2015-12-01, 06:54 PM
ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে। অথ্যাৎ লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

hasan019
2015-12-27, 08:46 AM
আমরা জারা বনাসের টাকা দিয়া ট্রেড করি তাদের লিভারেজ ফিক্সড আর টা হল ১ঃ১৫০ তবে আপনি যদি ডিপোজিট করে ট্রেড করেন তাহলে আপনি সুবিধামত লিভারেজ নিতে পারেন। এর দারা আসলে ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনি পাবেন টা বোঝায়।

MotinFX
2016-02-20, 12:10 PM
ফরেক্স মার্কেটে আমাদের ট্রেড করার জন্য কেপিটাল পপ্রয়োজস আছে। আমাদের পক্ষে সে ডলার ইনবেস্ট করা সম্বাভনা। তাই ব্রোকার হাউস আমাদের ডলারের বিপরীতে একটা ১ঃ১০০০ পর্যন্ত লোন দিয়ে থাকে। আমরা আমাদের ডলার লস করলে অটো ভাবে সে ট্রেড বন্ধ হয়ে যায়। ট্রেড করার সক্ষমতা বাড়ার জন্য লিভটরেজ নিতে হয়।

MoinFX
2016-02-20, 12:24 PM
ফরেক্স মার্কেটে আমাদের লোনের ব্যাবস্হা না হয় আমাদের পক্ষে সম্ভব হতনা এই মার্কেটে ট্রেড কারন ফরেক্স সম্পর্কে পড়ার সময় বুঝলাম একটা ট্রেড অপেন করলে 0.01 পিপস ১00 ডলার লগে । আমাদের পক্ষে একশত ডলারের বেশি ইনভেস্ট করা কঠিন হয়ে যায় । সেই সক্ষমতার জন্য আমরা লিভারেজ নিয়ে থাকি ।লিভারেজ হল লোন আমরা ব্রোকার থেকে লোন নিয়ে থাকি ।

majidiqbal
2016-02-23, 03:20 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Marufa
2016-02-23, 06:19 PM
লেভারেজের সহজ বাংলা অর্থ হচ্ছে লোন । আপনি যখন কোন ব্রোকার এ কোন একাউন্ট করবেন ব্রোকার আপনার ডিপোজিটের ওপর লোন দিবে । এই লোন কয়েকহাজার গুন হতে পারে । তবে এই লোন শুধু মুনাফা অর্জেনের জন্য ব্যবহার করতে পারবেন । লস হলে আপনার ডিপোজিটেই একাউন্ট ক্লোজ হয়ে যাবে ।

ASADUR RAHMAN
2016-03-15, 11:27 AM
আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন। আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে। একইভাবে, আগে যা লস হতো, আপনি যদি ১:২০০ লিভারেজ এর পুরো ব্যাবহার করেন, লসও তার ২০০ গুন বেশি হবে। যদি আগে মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে ১ ডলার লাভ হতো, এখন তাহলে ২০০ ডলার লাভ হবে।

fatemaakhter
2016-03-15, 11:37 PM
লিভারেজ হল ট্রেডারকে ব্রোকার হতে প্রদত্ত লোন । এই বিষয়টা ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিভিন্ন ধরনের লিভারেজ নেওয়া যায় । সর্বনিম্ন হতে সর্বোচ্চ লিভারেজ দেওয়া থাকে । সে ক্ষেত্রে অবশ্যই নিজের বিচক্ষণতা দিয়ে লিভারেজ বাছাই করতে হবে । আমার মতে মিডিয়ামসাইজের লিাভারেজ নেওয়াই হবে সবচেয়ে ভালো । আমি নিজে বেশি লিভারেজ নেই না ।কারন এতে আমরা বেশি লটে ট্রেড ওপেন করব আর পরিনামে লস হবে ।

abdulguffer
2016-03-16, 10:14 PM
লিভারেজ হচ্ছে আপনার ডিপোজিট এর উপর ব্রোকার প্রদত্ত লোন । লিভারেজ ব্যবহার করে আপনার ডিপোজিট এর তুলনায় অনেক গুন বেশি লট এ ট্রেড করতে পারবেন। ব্রোকার ভেদে লিভারেজ বিভিন্ন হয়। ব্রোকার আপনাকে ডিপোজিট এর উপর 100 থেকে 1000 গুন পর্যন্ত দিতে পারে। লিভারেজ ব্যবহার করে আআপনি যেযেমন বেশি প্রফিট করতে পারেন , তেমনি লস হলেও অনেক বেশি লস হবে।

basaki
2016-03-17, 09:08 AM
লিভারেজ হচ্ছে ফরেক্স মার্কেটে আপনার একাউন্টে ব্যলেন্সের পিরিবর্তে কি পরিমান লোন আপনি নিতে ইচ্চুক। আপনি এখান থেকে অনেক বড় পরিমানের লোন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন। তবে আমি মনে করি আপনি যদি কম লিভারেজ নিয়ে ট্রেড করেন তবে সেটাই ভাল হবে।

yasir arafat
2016-04-01, 02:01 PM
লেভারেজ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার ইনভেস্টকৃত অর্থের লস হলেও এর মাধ্যমে কিছুটা ধরে রাখতে পারবেন।এছাড়া সর্ব্বোচ্চ ট্রেড ও সব্বোনিম্ম ট্রেড ওপেন করতে পারবেন।এটা এক প্রকার ধরতে গেলে লোনের মত।যা অর্থের লভ্যাংশট্রেড আপনাকে প্রদান করে।

sharifulbaf
2016-05-20, 10:45 AM
ফরেক্স মার্কেটে লেভারেজ কে আমরা লোন বলে থাকি,এই লোন হল ডিপোজিট এর উপরে,এই লেভারেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লিভারেজ নিতে হবে কারন লিভারেজ নিয়ে আমরা কম ব্যালেন্স নিয়ে ভাল ট্রেডিং করে অনেক সহজেই প্রফিট করতে পারি আবার মার্কেট যদি ট্রেডের বিপরীত, যায় তাহলে লস হবে,তাই স্টপ লস ব্যাবহার করা।

Sahed
2016-07-25, 04:08 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

Mamun13
2017-09-07, 12:41 PM
আপনি যখন কোনো একাউন্ট ওপেন করবেন তখন দেখবেন লিভারেজের অনুপাত চাওয়া হচ্ছে৷এই লিভারেজ হচ্ছে আপনি আপনার একাউন্টে আপনার নিজের ব্যালেন্সের তুলনায় ব্রোকার হতে কত পরিমাণ লোন নিয়ে ট্রেড করতে চান-তার একটা সঠিক অনুপাত৷এই লিভারেজ যত কম নিবেন আপনার একউন্টের পুজিঁ তত নিরাপদ থাকবে৷তাই অবশ্যই লিভারেজ অল্প নিবেন,যেমন-1:20,1:33 বা 1:50- এর বেশি নিলে নতুন অবস্হায় আপনার পুজিঁ ঝুঁকির মধ্যে থাকবে৷

Rokibul7
2020-07-19, 01:52 PM
লেভরেস সম্পকে যদি আপনি না জানেন তাহলে বিডিপিপস থেকে জানতে পাটেন।লেভারেজ হচ্ছে আপনার ডিপোজিট এর উপর আপনি লোন নিতে পারবেন।কত নিতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে।এক্ষত্রে আমি বলবো১ঃ৫০ লেভারেজ ব্যাবহার করা ভাল।তাতে আপনি মিটামুটি ভাল টেড ওপেন করতে পারবেন।

FREEDOM
2020-07-26, 03:27 AM
লিভারেজ হচ্ছে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর ব্রোকার কর্তৃক ট্রেড করার সময় প্রদত্ত্ব লোন । আপনি যত বেশি লোন পাবেন , আপনি তত বেশি লটে ট্রেড করতে পারবেন এবং বেশি ল্যাব করতে পারবেন । কিন্তু সাবধান ভুলেও এই ভুল্টি করবেন না । কারন আপনি যত বেশি লটে ট্রেড ওপেন করবেন মার্কেট আপনার বিপরীতে গেলে খুব তাড়াতাড়ি আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । আপনি বেশি লিভারেজ নিয়ে রাখতে পারেন ।

SumonIslam
2021-12-23, 01:42 PM
লিভারেজ (Leverage): লিভারেজ এক ধরনের লোন যা ফরেক্স ব্রোকার আপনাকে দিয়ে থাকে। লিভারেজ 1:10, 1:20 থেকে শুরু করে 1:2000 বা ব্রোকার ভেদে আনলিমিটেড পর্যন্ত হয়ে থাকে। 1:100 লিভারেজ মানে হলো আপনি আপনার একাউন্ট এর ১০০ গুন লোন নিলেন। এখন আপনার লাভ হলে এই অনুপাতে হবে এবং লস হলেও একই অনুপাতে হবে। তবে আপনার যদি লস হয় তবে আপনার একাউন্ট ব্যালেন্স এর সমপরিমাণ লস হলে ট্রেড সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
16279