PDA

View Full Version : কারেন্সি জোড়/পেয়ার



Sreepad2014
2014-10-24, 01:28 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।

উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.

আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

fh.ratul
2014-11-10, 10:34 PM
আমরা যদি ইচ্ছা করি টাকা এর সাথে কি কনো জোড়া তৈরি কোরতে পারবো ? এমন কি কোন ফরেক্স ব্রোকার আসে?

fxover
2015-09-19, 06:30 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন মুদ্রা কেনাবেচা করি তখন আমরা কোন একটি কারেন্সি না কিনে একটি কারেন্সি পেয়ার এর কেনাবেচা করি যেখানে দুটি কারেন্সি থাকে । আমরা একটির সাপেক্ষে অপরটির কেনা বেচা করে থাকি । ফরেক্স মার্কেটে আমরা একই সাথে একটি পেয়ার কিনতেও পারি আবার সেই পেয়ারটি বিক্রি করতেও পারি । তাই ফরেক্স মার্কেট আমাদের জন্য খুবই লাভজনক যদি আমরা একটু বুঝে শুনে ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেট এই সুযোগকে কাজে লাগানো শিখতে হবে আমাদেরকে ।

Defender
2015-09-19, 08:53 AM
এটা নিয়ে আমি কিছুই জানি না তবে আমরা বাংলাদেশীরা একটা ব্যাপার নিয়ে অনেক ভুক্তভোগী। আমাদের দেশে পেপাল নেই। তাই আমরা দেশে অনলাইন থেকে সহজে টাকা আনতে পারি না। বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাইরে টাকা পাঠানোর অনুমতি নেই

swadip chakma
2015-09-24, 01:09 AM
ফরেক্স ব্যবসা একটি আনতরজাতি ব্যবসা যা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ের মাধ্যমে করা হয়,তাই ফরেক্স মার্কেট জোড় কারেন্সি ব্যবহার করা হয়,তবে কি কারনে জোড় কারন্সি ব্যবহার করা হয় আসলে আমার ঠিক ধারনা নেই।যদি কেউ জানেন তাহলে অবসস্যাই এব্যাপারে মন্তব্য জানাবেন।

AbuRaihan
2015-10-08, 12:05 AM
ফরেক্স ব্যবসাটা হল একটা কারেন্সি ক্রয় বিক্রয় মার্কেট । আমরা এখানে একটা মুদ্রার বিপরীতে অন্যন্যা মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকি । দুইটা মুদ্রাকে একসাথে বলা হয় কারেন্সি পেয়ার কিংবা মুদ্রা জোড় । যেমনঃ ইউএসডি / ইউরো । এই দুটোকে একসাথে বলা হয় মুদ্রা জোড় । ফরেক্স মার্কেটে এইসব কারেন্সি সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

dinner
2015-12-05, 01:14 AM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

hasan019
2015-12-27, 05:27 PM
আমাদের সেই সকল কারেন্সি জোড় নিয়া কাজ করা উচিত জেগুলার স্পেদ কম। আপনি একটা ট্রেড ওপেন করলেই দেখবেন যে কিছুটা লসে ওপেন হয় তার কারন হল স্পেদ। আর সব কারেন্সি জোড় আনাল্যসিস করাও জায় না তাই আমার মতে ৩ টা কারেন্সি জোড় নিয়ে কাজ করা ভাল।

Marufa
2015-12-27, 05:35 PM
এর সাথে সাথে আর একটি বিষয় জানা প্রয়োজন সেটি হল । কারেন্সি বা জোড়া পেয়ার এর প্রথম দুটি অক্ষর দিয়ে দেশের নাম বুঝায় । আর তৃতীয় অক্ষর দিয়ে ওই দেশের মুদ্রার নাম বুঝায় । এখাভে কারেন্সি পেয়ার এর নাম নির্ধারন করা হয় ।

MotinFX
2016-02-13, 10:47 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি ফেয়ারে ট্রেড করে থাকি। দুইটি মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার তৈরি হয়। একটা মুদ্রা বাই দিলে আরেকটি মুদ্রা সেল করে থাকি ফরেক্স মার্কেটে আমরা এই ভাবে ট্রেড করে থাকি। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং ২য় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি।

abdulguffer
2016-03-30, 03:05 AM
ফরেক্স হচ্ছে একটি লাভজনক মুদ্রা ব্যবসায়। এখানে মুদ্রা জোড়ায় ট্রেড করতে হয়। ফরেক্স এ একটি মুদ্রা ক্রয় এর পাশাপাশি আরেকটি মুদ্রা বিক্রয় করা হয় । আমরা যখন একটি মুদ্রাজোড় এ বাই ট্রেড ওপেন করি তখন ম্যাইন কারেন্সি বাই করার পাশাপাশি বেইজ কারেন্সি বিক্রয় করি এবং যখন সেল ট্রেড করি তখন ম্যাইন কারেন্সি সেল করি আর বেইজ কারেন্সি ক্রয় করি।

yasir arafat
2016-04-07, 06:12 PM
পেয়ার বলতেই দুটো অংশকে বুঝানো হয়।আর কারেন্সি পেয়ার বলতে দুইটা কারেন্সির একটা জোড়াকে বুঝানো হয়।যেমন gpb/usd।এভাবে ফরেক্স মার্কেটে আমরা আরো বিভিন্ন ধরণের পেয়ার বা জোড় কারেন্সি দেখতে পাই।এগুলো একেকটাকে সহজ কথায় আমরা পেয়ার হিসেবে বিবেচনা করি।

basaki
2016-04-23, 04:13 PM
কারেন্সিতে ট্রেড করেই আমি মনে করি অনেক ভাল কারন কারেন্সি পিয়ারে ট্রেড করতে পারলে আপনার লসের পরিমান খুব একটা রশি থাকবে না বলে আমার ধারনা। আর আপনি যদি অন্য কোন যায়গায় ট্রেড করতে যান তবে আমি মনে করি আপনার লস অনেক বেশি হবে অথবা রিক্স বেশি হবে।

ahal
2016-04-28, 10:30 AM
ফরেক্স কেনা বাচা হয় সব সময় জোড়াই জোড়াই , আর এই জোড়া কেই আমরা কারেন্সি জোড় বা পেয়ার বলি । আমরা একটি কারেন্সি বিক্রি করে আরেকটি কিনি । এই হল ফরেক্স এর কারেন্সি ব্যাবসা । যদি আমরা সময় বুঝে এবং কারেন্সির মুভমেন্ট বুঝে সঠিক ট্রেড করতে পারি তবেই লাভবান হব ।

dwipFX
2016-05-05, 12:02 PM
ফরেক্স মার্কেটে দুইটি মুদ্রা মিলে একটি কারেন্সি পেয়ার সেই কারেন্সি গুলোতে আমরা ট্রেড করে থাকি। প্রতম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা যখন বাই করি তখন বারলে আমাদের লাভ হয় এবং সেল করলে কমলে আমপদের প্রপিট হয়।

sharifulbaf
2016-05-19, 12:12 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে থাকি,বেশির ভাগ ট্রেডার কারেন্সি পেয়ারে ট্রেডিং করে,তাই আমি কারেন্সি পেয়ারে ট্রেড করি,আমার কারেন্সি জোর পেয়ার সম্পর্কে কোন ধারনা নেই,তাই আমি যদি ভাল জানিনা কেউ যদি ভাল জানেন তাহলে শেয়ার করবেন, অনেক উপকার পাব,প্রফিট ভাল করতে পারব।

md mehedi hasan
2016-12-03, 08:19 PM
ফরেক্স মার্কেটে দুটি ভিন্ন মুদ্রা একই সাথে জোরা আকারে থাকে।এই দুটি মদ্রা একাত্রে এক সাথে থাকাকে মুদা জোরা বা কারেন্সি পিয়ার বলে।ফরেক্স মার্কেটে প্রায় সবগুলো মুদ্রা জোরা আকারে থাকে।প্রতি জোরার মুদ্রা গুলো একে অপরের সাথে ক্রয় বিক্রয় করা হয়।