PDA

View Full Version : ডেমো ট্রেড করলে কি লাভ?



Sreepad2014
2014-10-24, 01:35 PM
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
:bravo:

rimu
2014-10-31, 02:42 PM
আমি ২ বছর ধরে ফরেক্স নিয়ে ভাবতেছি কিন্তু ভালো ভাবে শুরু করতে পারতেছি না । গত কয়েক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি কিন্তু সেখানে অনেক লস এর উপর আছি কেন কিভাবে এই লসস হচ্ছে বুঝতেছি না । আমি স্টপ লস এবং টেক প্রফিট দুটই সিলেক্ট করে দিছি কিন্তু কিছুই হচ্ছে না আমাকে একটু এই বেপারে হেল্প করেন প্লিজ ।

fh.ratul
2014-11-02, 11:20 PM
ডেমো টড়েড করলে যে ক লাভ হবে এক্মাত্র জারা করে তারাই বুঝতে পারে। আপনার অনেক ঝুকি আপনি ডেমো ট্রেড করে কমাতে পাড়বেন। যা আপনি যদি না করেন পস্তাবেন। তাই ফরেক্সে আসার আগে আপনাকে অবসসই ডেমো ট্রেড করতে হবে।

Talha
2015-07-31, 04:25 PM
ডেমো ট্রেড করলে অার্থিক কোন লাভ নাই কিন্তুু লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে সফল হওয়ার জন্য ডেমো অ্যাকাউন্টে ট্রেড প্রাক্টিস অনেক বড় কার্যকরি ভূমিকা পালন করে আমি মনে করি তাই সবারই উচিত নতুন অবস্থায় ডেমো অ্যাকাউন্টে মিনিমাম ৩ মাস প্রাক্টিস করা এটাতে তার ট্রেড সম্বন্ধে খুব পরিষ্কার ধারনা পাওয়া যায় সবাই অনেক উপকৃত হতে পারে এটা সবার জন্যই ভাল

maziz6989
2015-07-31, 08:42 PM
ভাই একটা সত্য কথা বলি আপনাকে। ডেমো একাউন্টে ট্রেড করে কোন লাভই নাই। শুধু সময় আর ইন্টারনেট নষ্ট। সরাসরি লাইভে চলে আসুন। যদি আপনার ফরেক্স এ ট্রেড না করার ইচ্ছা থাকে। লস হবেই তাই বলে আপনি ধরতে পারবেন না কেন আপনার লস হল। যদি না ধরতে পারেন তবে ফরেক্স কে বিদায় জানান।

samrat
2015-08-07, 02:22 PM
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমমরা ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারব।
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারব।
আমাদের লস করার কারন গুলো চিহ্নিত করতে পারব। এবং তা শুধরে নিতে পারব।
নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারব।

azamin
2015-08-07, 03:54 PM
আমরা কেউই লস করতে কোন অবস্হাতেই রাজী নই। তারপরেও আমরা লসের মুখোমুখী হয়ে থাকি। আর মুলত ডেমো একাউন্ট করলে আমি নিজে নিজেই ফরেক্স ট্রেডিং সম্পকে ব্যাপক ধারনা লাভ করতে পারব। তাহলে ট্রেডিং এর ব্যাপারে আর করো উপর নিভর করতে হবেনা

md mehedi hasan
2015-08-07, 04:29 PM
আমি মনেকরি ফরেক্স শিখা ও ফরেক্সে দক্ষতা অর্জনের প্রথম ও প্রধান ধাপ হচ্ছে ডেমো প্রাক্টিস করা।ডেমো প্রাক্টিস ছাড়া কেউ যদি সরাসরি রিয়েল ট্রেড করে তাহলে ১০০% ঐ ব্যাক্তি লস করবে।ডেমো প্রাক্টিস এর মাধ্যমে আমরা লস খাওয়ার কারন ণ্ডলো বুঝতে পারি এবং বিভিন্ন ধরনের ট্রেডিং কৌশল আয়ত্ত করতে পারি এবং কিভাবে ট্রেড করলে ফরেক্স প্রতিটি ট্রেড প্রফিটেবল করা যায সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা যায।

oviice
2015-08-07, 06:41 PM
ডেমো ট্রেড টা হল আপনার প্রাকটিস একাউন্ট । এর মাধ্যমে আপনি আপনার ট্রেডিং চালিয়ে যেতে পারবেন কোন ইনভেস্ট ছাড়া । সেজন্য এ থেকে আপনি কোন টাকা তুলতেও পারবেন না । শুধুমাত্র প্রাকটিসের জন্য আপনি এ একাউন্ট করতে পারেন । আর যদি প্রাকটিস শেষ হয়ে যায় তখন রিয়েল একাউন্ট এ ট্রেড করতে পারেন ।

kamrulhasanjames3
2015-08-07, 11:25 PM
ডেমো ট্রেড করলে অনেক কিছু শিখা যায়। এতে দক্ষতা বাড়ে। কোনো রকম ইনভেষ্ট ছাড়া আপনি ফরেক্স করতে পারেন। অনেক ব্রোকার আবার ডেমোতে দেখায় একরকম আবার রিয়েল ট্রেডে দেখায় একরকম।

mamun159
2015-08-08, 03:19 PM
ফরেক্সে আসার আগে অবশ্যই ডেমো একাউন্ট করতে হবে অন্তত 6 মাস পর্যন্ত তার পর রিয়েল একাউনাট করার চিন্তা ভাবনা ...সবচেয়ে আগে যে টা করতে হবে তা হলো ফরেক্সে সম্পর্কে ভালভাবে জানতে হবে তাহলে টেড করে লাভ করতে পারবেন ....যাই করেন না কেন টেড করার আগে অবশ্যই জেনে বুঝে ফরেক্সে শুরু করতে হবে...

afzalforex11
2015-08-09, 12:27 AM
হ্যালো বাংলা ফরেক্স ক্লাব. আমি ডেমো অ্যাকাউন্ট ফরেক্স ট্রেডিং এর উপযোগিতা সম্পর্কে কিছু বলতে যাচ্ছি. বাস্তবিক ডেমো অ্যাকাউন্ট নানাভাবে একজন ব্যবসায়ীর সাহায্য করে. একটি নতুন ব্যবসায়ী বাস্তব বাজারে বেচা-কেনা করা কিভাবে কাজ শিখতে পারেন. আমরা কিভাবে মূল্য প্যাচসমূহ জানতে পারেন.

samrat
2015-08-11, 06:01 PM
আসলে ডেমু করলে আমাদের অনেক লাভ হয়। কারণ দেখা যায় আমরা ডেমুডেমু করলে নতুন কিছু শিখতে পারি।আমাদের অদক্ষতা বারে। আমাদের ডেমু থেকেথেকে অনেক শিক্ষা লাভ করার আছে।

MotinFX
2015-08-12, 08:03 PM
ফরেক্স মার্কেটে আপনাকে কিছু শিখতে হলে তাহলে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড করলে লস এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন । ডেমো ট্রেডের মাধ্যমে বিভিন্ন ইনডিকেটর এবং আপনার অভিজ্ঞাতা বাড়বে । ডেমো ট্রেডে সফল হলে আপনি রিয়াল ট্রেডে সফল হওয়ার সম্ভাবনা থাকে ।

Ekram
2015-08-13, 11:11 PM
আমি ২ বছর ধরে ফরেক্স নিয়ে ভাবতেছি কিন্তু ভালো ভাবে শুরু করতে পারতেছি না । গত কয়েক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি কিন্তু সেখানে অনেক লস এর উপর আছি কেন কিভাবে এই লসস হচ্ছে বুঝতেছি না । আমি স্টপ লস এবং টেক প্রফিট দুটই সিলেক্ট করে দিছি কিন্তু কিছুই হচ্ছে না আমাকে একটু এই বেপারে হেল্প করেন প্লিজ ।
আপনার উচিত ভাল কোন ফরেক্স এক্সপার্ট কর্তৃক ফরেক্স ট্রেডিং শিখে ট্রেডিং শুরু করা। এই বিষয়ের উপর দক্ষ কোন বাক্তিই পারে আপনাকে ফরেক্স সম্পর্কে যাবতীয় জ্ঞ্যান দিতে। আশা করি আপনি ফরেক্স সংক্রান্ত যাবতীয় কৌশল শিখে ট্রেডিং শুরু করবেন। এবং একজন সফল ট্রে ডার হতে পারবেন যথাযথ সময়ে।

Defender
2015-08-13, 11:28 PM
ডেমো ট্রেড করলে অনেক কিছু জানা যায় ,আমরা সবাই এতে নতুন তাই ডেমো করে শিখে নিলে এটা সম্পকে জানতে পারি ।

Momen
2015-08-15, 08:26 PM
ডেমো ট্রেড এর মাধ্যমে আপনি ফরেক্স এর বিভিন্ন কৌশল সম্পর্কে ভাল ভাবে জানতে পারবেন। এতে আপনার কোন প্রকার লস হবে না। শিখতে যেয়ে যদি আপনি লস খান তাইলেও আপনার রিয়েল ব্যালেন্স যাবে না, কারন এটা আপনার ডেমো একাউন্ট। ডেমো একাউন্ট এর মাধ্যমে আওপ্নি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন।

shuvo2014
2015-08-16, 12:21 AM
আমি ২ বছর ধরে ফরেক্স নিয়ে ভাবতেছি কিন্তু ভালো ভাবে শুরু করতে পারতেছি না । গত কয়েক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি কিন্তু সেখানে অনেক লস এর উপর আছি কেন কিভাবে এই লসস হচ্ছে বুঝতেছি না । আমি স্টপ লস এবং টেক প্রফিট দুটই সিলেক্ট করে দিছি কিন্তু কিছুই হচ্ছে না আমাকে একটু এই বেপারে হেল্প করেন প্লিজ ।

আপনি জানেন যে ফরেক্স হচ্ছে এমন একটি ব্যবসায় যাতে সাফল্য লাভ করতে হলে আপনাকে যে দেশের কারেনসি নিয়ে ট্রেড করবেন সেই দেশের অর্থনীতি সম্পর্কে যতেষ্ট পরিমান ধারনা অর্জন করতে হবে। এবং এটা মনে রাখবেন যে কনো দেশ যদি অর্থনৈতিক ভাবে উন্নত না থাকলে সেই দেশের কারেনসি দিয়ে ট্রেড করলে লস হবেই।

MotinFX
2015-08-16, 12:37 PM
ডেমো ট্রেড করলে আর্থিক ভাবে লাহবান না হলেই আপনি ফরেক্স সম্পকে দক্ষতা অর্জন করতে পারবেন । ফরেক্স করতে হলে আপনাকে প্রথম যে ধাপ পার হতে হবে তা হল ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেডের মাধ্যমে আপনার দক্ষতা ভাড়াতে হবে । তবেই রিয়াল ট্রেডে সফল হবেন ।

muhim123
2015-08-17, 01:36 AM
আমি মনে করি ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমমরা ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারব। এবং এর মাধ্যমে আপনি আপনার ট্রেডিং চালিয়ে যেতে পারবেন কোন ইনভেস্ট ছাড়া । সেজন্য এ থেকে আপনি কোন টাকা তুলতেও পারবেন না । শুধুমাত্র প্রাকটিসের জন্য আপনি এ একাউন্ট করতে পারেন । আর যদি প্রাকটিস শেষ হয়ে যায় তখন রিয়েল একাউন্ট এ ট্রেড করতে পারেন ।

nasir
2015-08-17, 11:58 PM
ডেমো ট্রেড করলে লাভ নেই কিন্থু উপকার আছে।আপনি যদি ডেমো ট্রেড করেন তাহলে আপনার ফরেক্স সম্মন্ধে ধারনা বারবে এবং আপনি ফরেক্স ট্রেড করার সময় তার উপকার বুজতে পারবেন।তাই সবাই বেসি বেসি ডেমো ট্রেড করেন।

Momen
2015-08-21, 08:17 AM
ডেমো তে ট্রেড করলে আপনি কোন রকম রিক্স ছাড়াই ফরেক্স সম্পর্কে একটা ভাল ধারণা লাভ করতে পারবেন। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানতে পারবেন। এখানে ভুল ট্রেড নিয়ে লস করলেও সমস্যা নেই,কারণ এটা রিয়েল কোন ব্যলেন্স নয়।

amdad123
2015-08-29, 01:05 AM
ব্রোকাররা ডেমো ট্রেড করতে দেয় শুধুমাত্র আমাদেরকে রিয়েল ট্রেড শেখানর জন্য। আর ডেমো ট্রেড না করলে মুলত লাইভ ট্রেড সম্পর্কে কিছুই বুজা যাবেনা। ডেমো ট্রেড ছাড়া রিয়েল ট্রেড হল সাইকেল চালানো শুধু বইতে পড়ার মত, বাস্তবে শেখার মত নয়।

snehashish
2015-08-29, 01:48 AM
ডেমো ট্রেড করতে হল আপনা কে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে । ডেমো অনুশেলন করলে আপনি রেয়াল এ ভালো করতে পারবে এবং ফরেক্স এর সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে ।

Momen
2015-08-30, 08:31 AM
ডেমো করলে আপনি কোন প্রকার রিক্স ছাড়াই ফরেক্স মার্কেট সম্পর্কে একটা ভাল ধারনা নিতে পারবেন। কেননা এখানে আপনি কোন প্রকার রিক্স ছাড়াই ট্রেড করতে পারবেন। তাতে আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে।

fxover
2015-09-15, 06:22 AM
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
:bravo:

ডেমো ট্রেড করার অনেক অনেক লাভ আছে । ডেমো ট্রেড এর সুবিধা না থাকলে আমরা ১ম ট্রেডেই সব কিছু হারাতাম । কিন্তু ডেমো ট্রেড এর জন্য আমরা রিয়াল ট্রেড করার আগেই নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে নিতে পারিই । আমরা আমাদের টেকনিক গূলো ডেমোতে টেস্ট করতে পারি এবং রিয়াল ট্রেড করার সময় পঝুকি মুক্ত থাকতে পারি । আমরা সিরিয়াস্লি যত বেশি ডেমো ট্রেড করব আমরা তত বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারব ।

FOREXTRADER
2015-09-15, 01:13 PM
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে। অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী,,,

FOREXTRADER
2015-09-15, 01:13 PM
কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন,,,

FOREXTRADER
2015-09-15, 01:14 PM
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে,,,

FOREXTRADER
2015-09-15, 01:15 PM
কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?
কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।
ডেমো ট্রেড করলে কি লাভ?
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন,,

FOREXTRADER
2015-09-15, 01:17 PM
সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন?
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে,,

Marufa
2015-09-15, 02:06 PM
ডেমো ট্রেড করলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা পাবেন । মার্কেট কিভাবে মুভ করে সেটি বুঝতে পারবেন । বিভিন্ন স্ট্রাটিজি ব্যবহার করতে পারবেন । এছাড়াও নিজের মধ্যে কনফিডেন্ট তৈরি করার জন্য ডেমো ট্রেডের ভূমিকা অসামান্য ।

raihanuddin
2015-09-15, 02:28 PM
আসলে ডেমো ট্রেড করলে কোন লাভ হয় না।তবে ফরেক্স মাকেটে শিখার জন্য ডেমোর কোন বিক্লপ নাই।ডেমোতে ট্রেড করতে আপনার কোন টাকা খরচ হবে না।ডেমোতে ট্রেড করে আপনি আপনার ট্রেডিং দক্ষতা বাড়াতে পারবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করে এক্সপাট হবেন তখন আপনি রিয়াল ভাবে ট্রেড করতে পারবেন।

AbuRaihan
2015-10-12, 04:02 PM
ডেমো ট্রেড করে আপনি লাভবান হতে পারবেন । যে সব দিক থেকে আমরা ডেমো ট্রেডিং-এ লাভ হতে পারি:
১. ট্রেডিং কলাকৌশল শিখতে ।
২. ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে ।
৩. নিজের ট্রেডিং দক্ষতা যাচাই করতে ।
৪. নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলার জন্য বেশি বেশি ডেমো ট্রেড করার কোন বিকল্প নেই ।

mazharfx
2015-10-14, 07:10 PM
ডেমো ট্রেড দক্ষতা বাড়ায় এই কথা সত্য... সকলের ডেমো ট্রেড করা উচিত... কিন্তু ডেমো ট্রেড দিয়ে শেখা সম্পূর্ণ হয় না... ডেমো ট্রেড দিয়ে স্ট্র্যাটেজি চেক করা যায়, প্র্যাকটিস করা যায়, ট্রেড ডিসিপ্লিন তৈরি করা যায়... কিন্তু ইমোশন কন্ট্রোল করা শিখতে গেলে লাইভ ট্রেডিং এর বিকল্প কিছুই নাই... আমি অনেক ডেমো ট্রেডিং করে লাইভ ট্রেডিং এ যেয়ে ইমোশন এর কাছে হেরে গিয়েছি... কারণ ডেমো ট্রেডে কারেন্সি পেয়ার আপনার ট্রেডের বিপরীতে গেলেও আপনি ধৈর্য ধরে বসে থাকবেন যদি মনে করেন আপনার এনালাইসিস ঠিক আছে... কিন্তু লাইভ ট্রেডিং এ মাথা ঠাণ্ডা করে বসে থাকা কঠিন... এরকম ঘটনা ঘটেছে যে, ট্রেড এনালাইসিস আর মার্কেট মুভমেন্ট আমার ফেভারে ছিল কিন্তু আমার ডীরেকশনে যাবার আগে যে প্রাইস বিপরীতে গিয়েছিল সেখানে আমি ভয়ে ট্রেড থেকে লস নিয়ে বের হয়ে এসেছি... বের হবার পর ঠিকই ট্রেড আমার ডিরেকশনে গিয়েছে... এই ইমোশন কন্ট্রোল টা লাইভ ট্রেডিং এ না এলে শেখা হয় না... তাই লাইভ ট্রেডিং আপনার শিক্ষাকে পরিপূর্ণ করবে...

Fxaziz
2015-10-14, 11:47 PM
আমরা যত বেশি ডেমু একাউন্ট ত্র ট্রেড করবো তত বেশি আমরা ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হবো।ডেমু হচ্ছে এমন জাতে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড এর মত ট্রেড করতে পারবেন।তবে এই আয় করা টাকা আপনি উত্তোলন করতে পারবেননা।আপনি শুধু ডেমু একাউন্ট এর মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ডিমু একাউন্ট এ ট্রেড করা ভালো। এতে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ভালো ট্রেড করতে পারবেন।

pips
2015-10-15, 11:10 AM
ডেমো ট্রেড যে কারোরই প্রথমে করার দরকার যদি সএ ফরেক্স করতে আগ্রহী হয়। তা না হলে ফরেক্স এ সফলতা লাভ করা অনেক দুষ্কর হয়ে পড়ে। কারন কেউ যদি ডেমো ট্রেডে সফল হয় তবে সে রিয়েল ট্রেডেও সফল হতে পারবে। ডেমো ট্রেড করলে যেমন আপনার অভিজ্ঞতা বাড়বে পাশাপাশি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ফরেক্স করার যোগ্য কি না। তাই প্রথমে সবার জন্যই ডেমো ট্রেড করা জরুরি।

dinner
2015-12-11, 01:45 AM
ডেমো ট্রেড করলে লাভ গুলো হলো ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন ,বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন ,আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন ,নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন ।

Rahat015
2015-12-21, 03:00 PM
আমি ব্যক্তিগতভাবে মনেকরি ডেমো মূলত এক ধরনের ইন্টার্নশীপ। আর ডেমো একাউন্ট এ ট্রেড করা মানে ইন্টার্নি করা। আর ইন্টার্নি যে কতটুকু গুরুত্বপূর্ণ তা মূলত প্রফেশনল লাইফে বোঝা যায়। আপনার ডেমো একাউন্ট এ ট্রেড করার সময় এমন কিছু ভুল ধরা পড়বে যা রিয়াল একাউন্ট এ বিশাল লসের কারন । তাই আপনি ভুল গুলো শোধরে নেওয়ার জন্য ডেমো ট্রেড অনেক গুরুত্বপূর্ণ।

hasan019
2015-12-24, 08:11 PM
ডেমোতে বড় সুবিধা হল এখানে আমরা জেকোন সিস্টেম ইউজ করতে পারি আর তার ফল জদি খারাপ হয় তাতেও আমাদের কোন প্ররবলেম নাই। আবার লাভ হলেও আপনি তা নিতে পারবেন না। কিন্তু আপনি বুঝবেন সামনে কি করা লাগবে।

real80
2016-02-16, 12:49 AM
ফরেক্স বিজনেসে ডেমো ট্রেডিং নামের যে সুবিধাটি দেয়া হয়ে থাকে তা অন্য আর কোন বিজনেসের ক্ষেত্রেই দেয়া হয়ে থাকে না। ডেমো ট্রেডিং খুবই সাহায্যকারী একটি সিস্টেম। ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে অভিজ্ঞতা খুব বেশি দরকার হয়। ডেমো ট্রেডিং ফরেক্স মার্কেটের নতুন আগত ট্রেডারদের অভিজ্ঞতা অরজনে সাহায্য করে। তাই বেশি বেশি ডেমো ট্রেডিং করে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করলে ভাল হবে।

majidiqbal
2016-02-16, 07:46 AM
ডেমো ট্রেডিং খুবই সাহায্যকারী একটি সিস্টেম। ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে অভিজ্ঞতা খুব বেশি দরকার হয়। ডেমো ট্রেডিং ফরেক্স মার্কেটের নতুন আগত ট্রেডারদের অভিজ্ঞতা অরজনে সাহায্য করে। তাই বেশি বেশি ডেমো ট্রেডিং করে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করলে ভাল হবে।

arvi
2016-02-19, 08:47 AM
ডেমো ট্রেড হল প্র্যাকটিস একাউন্ট। এখান্থেকে আমরা সহজেই আমরা ট্রেড এর সমস্ত বিষয় গুলো জানতে পারি। লস করলে কেন লস হচ্ছে তা জানা যায়। ট্রেডিং এর কৌশল সম্পর্কে ধারনা থাকে । কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই ভালো ট্রেড করতে পারলে লাভ করা যায়। ডেমো ট্রেড একাউন্ট এর মুল উদ্দেশ্য হল একজন টরেডার ভালো করে তৈরি করা । সুতরাং ডেমো একাউন্ট আমাদের জন্য লাভজনক।

basaki
2016-03-19, 01:42 PM
একমাত্র যারা ফরেক্স মার্কেটে লাভ করে আমি মনে করু তারি বেশি বেশি ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করেই তারা লাভমান হয়েছে। আপনি যত বেশি ফরেক্স ডেমো ট্রেড কপ্রতে পারবেম আমি মনেবকরিবাপনি বেশি অবিজ্ঞ হতে পারবেন।তাই ডেমো প্রেক্টিস এর কোন বিকল্প নেই।

ASADUR RAHMAN
2016-03-19, 08:34 PM
আমি মনে করিডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন

abdulguffer
2016-03-19, 10:17 PM
যেহেতু ডেমো ট্রেড করতে হয় ভার্চুয়াল মানি দিয়ে তাই ডেমো একাউন্ট এ ট্রেড করে ব্যালান্স দিগুন হলেও কোনও লাভ হবে না আবার ব্যালেন্স হারিয়ে 0 হলেও কোনও ক্ষতি হবে না । ডেমো ট্রেড এএর সব চেয়ে বড় লাভ হচ্ছে কৌশল শিখা ও দক্ষতা অর্জন করা ।

yasir arafat
2016-04-01, 03:52 AM
আমাদের ট্রেডিং জীবণে ডেমো ট্রেডের ভূমিকা অতুলনীয়।কারণ আমরা ফরেক্স শেখার জন্য এবং নিজেদেরকে ট্রেডিং এ দক্ষ করার জন্য ডেমো করে থাকি।কারণ আমরা যদি ডেমো না করি তাহলে ফরেক্স শিখবো কেমন করে এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে আমরা নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলি।

RUBEL MIAH
2016-04-02, 11:02 PM
ডেমো ট্রেড করলে অবশ্যই সফলতা আসে । আমাদের অবশ্যই ডেমো ট্রেড করা উচিত বেশী বেশী করে । যে ট্রেডারগণ যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী সফলতা অর্জন করতে পারবে । সুতরাং আমরা সর্বদা ডেমো ট্রেড করার চেষ্টা করব এবং অপরকে ডেমো করার জন্য অনুরোধ করব ।

sharifulbaf
2016-05-20, 09:17 AM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করলে আমাদের ট্রেডিং করে প্রফিট করার অভজ্ঞতা বাড়বে,তাই আমাদের লাইভ ট্রেডিং করার পাশাপাশি ডেমো এএকাউন্টে ট্রেডিং চালিয়ে যেতে হবে তাহলে ভাল অভজ্ঞতা অর্জন করা যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং অভজ্ঞতা অর্জন করতে হলে ডেমো ট্রেডিং করার কোন বিকল্প নেই,তাই ভাল ট্রেডার হুয়া যায়।

HKProduction
2016-06-23, 02:17 PM
ডেমো ট্রেড করে আমরা বিভিন্ন ইন্ডিকেটরের ব্যবহার শিখতে পারি। ডেমোতে প্রফিট করতে পারলে রিয়েল মার্কেটে ট্রেড করার মত সাহস আসে। যারা একটি থিওরীর উপরে নির্ভর করে ডেমোতে প্রফিট করেছেন তারা যদি একইভাবে রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে তাদের সফলতা নিশ্চিত। কেননা ডেমো এবং রিয়েল ট্রেডেপর মধ্যে ট্রেডিং সংক্রান্ত কোন পার্থক্য দেখা যায় না। তাই এ ব্যাপারে নিঃসন্দেহে আমরা ট্রেড শুরু করতে পারি।

Sahed
2016-07-24, 05:25 PM
নতুন অবস্থায় আপনি অবশ্যই চাইবেন না যে টাকা ডিপোজিট করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে । তাই ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ডেমো একাউন্ট ওপেন করে সেখানে প্রাকটিস করে দক্ষ হয়ে তারপর ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন ।

milonkhanfx1993
2016-09-24, 11:57 PM
ডেমো ট্রেডের সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনার অভিজ্ঞতা,কারন অনেকে মনে করে যে ডেমো ট্রেড করা মানে হল শুধুমাত্র ব্যালেন্স বাড়ানো আর কিছুই না,কিন্তু আসলে এটা না করে অল্প অল্প ট্রেড করে লস ও লাভের এর কারন খুজে বের করে সেটা অনুযায়ি চলুন।

Mamun13
2017-07-31, 05:54 PM
বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷নতুন অদক্ষ লোভী ট্রেডার ১০০০ ডলার পুজিঁও মাত্র ১ মাসেই জিরো করে ফেলতে পারে৷প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর এই ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷আর রিয়েল ট্রেডিং এ অবশ্যই আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেড করতে হবে ট্রেডিং দক্ষতা অর্জনের পর৷ডেমো ট্রেডিং এর লাভ লস সম্পূর্ণই ভার্চুয়াল আর রিয়েল ট্রেডিং এর লাভ লস আপনার নিজের গুনতে হবে৷

mahbubhb
2017-08-09, 10:37 PM
ফরেক্স শিখার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল ডেমো একাউন্ট দিয়ে ট্রেডিং করা। যার মাধ্যমে শিখা যায় কি করলে লাভ হবে আর কি করলে লস হবে। সাথে আরও যানা যাবে মার্কেট এনালাইসিস ও ফরেক্সের সুবিধা অসুবিধা। একটা কথা মনে রাখা প্রয়োজন যে কোন ব্যক্তি যদি ফরেক্স মার্কেট এ কাজ করতে চায় তার জন্যে কিন্তু ডেমো একাউন্ট একটি বিশেষ সুবিধা।