PDA

View Full Version : হেল্প চাই আমি একজন নতুন ট্রেডার তাই কিছু জ



rimu
2014-11-03, 12:59 PM
আমি ট্রেডিং এ নতুন । অনেক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি । আমার প্রথম সমস্যা হল কেনা বেচা নিয়ে । eur/usd তে আমি ডাবল ক্লিক করে জদি বাই করি তাহলে আমি কি usd দিয়ে eur কিনলাম ?? আর যদি সেল করি তাহলে কি হবে ? কারন আমার কাছে ত eur ছিল না । আমি eur/usd তে সেল করব কিভাবে? কেও আমাকে জানাবেন প্লিজ ।

Atikul
2014-11-03, 02:45 PM
uro/usd বাই কর লে আপ নি uro দিএয়া usd কিনলেন, আবার সেল কর লে uro সেল কর লেন .

satudas
2014-11-03, 08:34 PM
জিনিস টা বুইঝেন ভাই। যখন আপনি eu তে বাই মারলেন এর মানে আপনি ১ euro দিয়ে যত প্রাইজ শো করছে তত ইউসডি কিনলেন। আর যখন আপনি সেল মারবেন তখন আপনি মার্কেট এ যততে আছে ত usd দিয়ে ১ euro কিনলেন। এখন যদি eur এর দাম বারে তাহলে আপনার লাভ হল। আর আপনি যখন eu তে বাই মারলেন তখন তারা আপনার যে কারেন্সি আছে তাকে euro তে কনভার্ট করে নিয়ে নিবে। এতে আপনার কোন মাথা ব্যথার দরকার নেই। তবে জানা থাকা ভাল।

rimu
2014-11-05, 12:55 AM
হুম ভাই বুঝতে পারছি আস্তে আস্তে মাথায় ঢুকতেছে buy sell কি । ধন্যবাদ ভাই বোঝানোর জন্য । কিন্তু আমার এই eur/usd pair এর প্রতি অনেক রাগ প্রথম ডেমো ট্রেডিং এ আমি এই pair দিয়ে লস করসি ভাল ভাবে বুঝি নাই কিন্তু এখন বুজছি ।

ali.kamal
2014-12-25, 04:25 PM
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে লাইভ ট্রেডিং করার আগে ডেমো ট্রেডিং করলে আপনি নিজে নিজেই সকল বিষয় বুঝে যাবেন। আমি নিজেও আগে বুঝতাম না তারপর ডেমো অনুশীলন করে এখন মোটামুটি বুঝি।

mahadihasan0001
2014-12-25, 05:35 PM
বন্ধু আমরা এখানে ডলার বিনিয়োগ করে ব্যবসা করি এখন আপনি যদি ইউরো/ ইউ এস ডি পেয়ারে বাই দেন তবে আপনি ইউএসডির বিপক্ষে এবং ইউরোর পক্ষে মার্কেটে আবস্থান গ্রহন করেন এখন যদি ইউএসডির বিপক্ষে ইউরোর দাম বাড়ে তবে আপনি বাড়ার পরিমানের জন্য আপনার দেয়া লট অনুযায়ী লাভ পাবেন তার জন্য আপনাকে বস্তবে ইউরো কেনা লাগবে না। ধন্যবাদ।

Babu11
2014-12-27, 08:57 PM
আমিও একজন নতুন ত্রেদার তবে আপনার জন্য আমার পরামর্শ হল..............................
১। বাজারে ফরেক্সের উপর লিখা অনেক বই অনলাইনে ও বই আকারে পাওয়া যাই সেগুলো ভাল ভাবে পড়ুন।
২। একজন ভাল ফরেক্সার এর নিকট হাতে কলমে শিক্ষা নিন।
৩। নিষ্ঠার সাথে ডেমো অ্যাকাউন্ট এ দীর্ঘদিন কাজ করুন।

uzzal86
2014-12-31, 10:37 PM
একজন নতুন ট্রেডার যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করা শুরু করে তখন তাকে অবশ্যয় মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করা ছঅড়া কোন ট্রেড করা ঠিক হবেনা। একজন নতুন ট্রেডারকে সট টাইমের জন্য ট্রেড করতে হবে। প্রথম থেকেই লং টাইমে ট্রেড করতে যাওয়া ঠিকনা। একজন নতুন ট্রেডারকে অবশ্যয় প্রতিদিন ডেমো ট্রেড করতে হবে।

zaman
2015-01-03, 09:31 AM
যেহেতু আপনি একজন নতুন ট্রেডার তাই আপনার প্রতি আমার পরামর্শ হল নেটে ফরেক্স বিষয়ক অনেক বাংলা বই পাওয়া যায়।ওইগুলা পড়তে পারেন আর অবশ্যই ৩-৪ মাস ডেমো ট্রেড করবেন।আর কোন পরিচিত ভালো ট্রেডারের কাছ থেকে আস্তে আস্তে মার্কেট এনালাইসিস করা শিখতে পারেন।

samirgain
2015-01-03, 10:28 AM
ভাই আপনার কাসে EUR বা USD থাকার দরকার নাই । আপনি যখন EURUSD তে BUY মারলেন তখন আপনার একাউন্ট Balance থেকে EUR sell করে USD Buy করলেন আবার SELL Order করলে USD sell করে EUR Buy করলেন । এভাবে EUR আর USD এর মধ্যে দাম এর UP DOWN এর কারনে আপনি লাভ বা লস করবেন । এটাই হল ফরেক্স

Bappy01
2015-05-24, 12:28 PM
নতুন ট্রেডারদের জন্য বলবো আপনারা ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানবেন বেশি বেশি শিখবেন। আর ফরেক্স এর উপর অনেক কিছু পোড়ে পোড়ে অনেক কিছু জেনে অভিজ্ঞতা অর্জন করবেন এবং রিয়াল ট্রেড করার আগে আপনাকে ডেমো ট্রেড অবশ্যই করতে হবে। আর ডেমোকে রিয়াল মনে করে সিরিয়াস ভাবে ট্রেড করতে হবে তাহলে আমি মনে করি একজন নতুন ট্রেডা একজন ভাল ট্রেডা হতে পারবে।

musa
2015-05-24, 01:43 PM
আপনি সর্বপ্রথম ৪ মাস ডেমো ট্রেডিং করুন। সেখানে আপনি নিজে নিজে ট্রেড করে মার্কেট এনালাইসিস করুন, মার্কেট সবসময় এনালাইসিস করার চেষ্টা করুন, প্রয়োজনে বাংলা ফোরামের ট্রেডারদের সাহায্য নিয়ে এগিয়ে চলুন। ধন্যবাদ

shimulmoni
2015-05-28, 03:40 PM
ভাই আপনি এখানে ডলার বিনিয়োগ করে মার্কেটে ট্রেড ওপেন করছেন ধরি যখন আপনি ইউরো/ ইউ এসডি পেয়ারে ০.১০ লটে বাই দেন তার মানে দাড়াই আপনি ইউ এস ডলার বেচে ইউরো কিনলেন লাভ নিলেন ১৩ পিপস এবং আপনার একাউন্টে যোগ হল এক ডলার আবার যখন সেল দিলেন তখন তো আপনার কাছে ইউরো নেই কিন্তু আপনি ইউরোর পক্ষে ০.১০ সেন্ট লটে অবস্থান নিলেন যেখানে আপনি ইইরোর দাম ইউ এস ডি বিপক্ষে বাড়লে যত পিপস বাড়বে তত পিপসের জন্য আপনি ০.১০ করে পাবেন তার জন্য আপনার ইউরো থাকা লাগবে না। ধন্যবাদ।

raihanuddin
2015-05-28, 04:49 PM
নতুন ট্রেডারদের জন্য আমি বলতে চাই:ভাই জানার এবং শিখার কোন বিকল্প নাই।ভাল ট্রেডার হতে হলে বেশী বেশী করে ফরেক্স সমন্ধে পড়াশোনা করুন এবং অ্যনালাইসিস করুন।রিয়েল ট্রেড করার আগে আপনি ডেমোতে ট্রেড করবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন আপননি সিরিয়াস ভেবে ট্রেড করবেন। একটি কথা মনে রাখবেন ফরেক্স মার্কেটে কখনও লোভ করবেন না।বেশী লোভ করলে আপনার নিশ্চিত লস হবে।ফরেক্সের নিয়মগুলো যদি ভালভাবে ফলো করেন তাহলে আপনি একদিন ভাল ট্রেডার হতে পারবেন।ধন্যবাদ

roni11
2015-06-13, 11:31 PM
নতুন ট্রেডার হিসাবে আপনাকে আমি বলবো সবচেয়ে আগে আপনি জেটা ফল করবেন সেটা হল মানিমেনেজমেন্ট এর দিকে বেশি করে খেয়াল রাখবেন এই ফরেক্স মার্কেটে আপনাকে নিওমের ভাইরে জেতে পারবেন মার্কেট মুভমেন্ট কেন হয় মার্কেট কিভাবে মুভ করে কেন করে সেগুল ভালো সিখতে হবে না বুজে ট্রেড ওপেন করা যাবে না বেশি ট্রেড করা যাবে না জকন একটি ভালো ট্রেড পাবেন তখন ট্রেড করার চেস্টা করবেন তা না হলে ট্রেড করার দকার নাই।

TselimRezaa
2015-06-22, 05:13 PM
আপনি যে কারেন্সিতেই ট্রেড করেন না কেন সেটা কনভার্ট হয়ে যাবে। আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। আপনি যদি বাই নেন তাহলে ১ ইউরো দিয়ে যে প্রাইস শো করছে তত ডলার কিনবেন। আর সেল মারলে মার্কেট প্রাইসের ডলার দ্বারা আপনি ১ ইউরো কিনবেন। বাই এর ক্ষেত্রে আপনার লাভ হবে যদি প্রাইস বাড়ে আর সেলের ক্ষেত্রে লাভ হবে যদি প্রাইস কমে।

shuvo01
2015-06-22, 05:36 PM
নতুন ট্রেডারদের জন্য ফরেক্সের কাজ বেশ জটিল কাজ। তাই আমি মনে করি ফরেক্সের কাজ করিতে হইলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তার পর ফরেক্স মাকের্টিং এর কাজ জেনে শুনে করিতে হইবে। এতে বেশি লাভ করা সম্ভব হইবে।

raju0000
2015-06-22, 08:14 PM
EURO/USD যখন আপনি euro বাই করছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এটার পরিবর্তে USD ইটা কিনছেন, একজন নতুন ত্রাদের হিসেবে আপনার এসব কন্ফুসিওন হতে পারে, তবে এ ধরনের ছোটখাটো কিছু সমসার সমাধান ব্রোকার এর সাপোর্ট ম্যানেজার রাই দিতে পারে, আপনি এসব চত খাত প্রশ্নের ততক্ষনাত উত্তরের জন্য তাদের প্রশ্ন করুন এবং তারা উত্তর দিয়ে দিবেন.

RichMahfuz
2015-06-22, 08:27 PM
নতুন ট্রেডার এর জন্য পরামর্শ হল বেশি বেশি ডেমোতে কাজ করা । মানে ট্রেড করা তবে না বুঝে শুধু বাই সেল দিলেই হবেনা। তার জন্য বেশি বেশি ফলো করতে হবে নিউজ ও টেকনিক্যাল এনালাইসিস যদি সব ঠিক থাকে তবেই ফরেক্স এ ট্রেড করতে পারেন।শুধু বুয় সেল দিলেই ফরেক্স থেকে টাকা পাওয়্যা যাবেনা এর জন্য সময় ও শ্রম দিতে হবে, কারন ফরেক্স একটা প্রফেশন। ার প্রফেশন বিধায় আপনাকে অধিক পরিমানে জানতে হবে। গুগলে সার্চ করে যাবতীয় নিয়মাবলি জানতে পারবেন। তাই আপনার প্রতি পরামর্শই হচ্ছে বেশি বেশি অনুশিলন করুন তার পর রিয়েল ট্রেড করুন

mpapayar
2015-07-09, 10:16 AM
সে বলল আমি ট্রেডিং এ নতুন । আবার বলল অনেক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি । সে বলল আমার প্রথম সমস্যা হল কেনা বেচা নিয়ে । অনেক দিন ধরে নতুন থেকে লাভ কি ভাই ।বেচা কেনা সিখ eur বাই কর দেকবে usd অটো সেল হয়ে গ্যাছে ।

Fxaziz
2015-07-09, 01:50 PM
ভাই আমিও ফরেক্স মার্কেট এ একজন নতুন সদস্য তাই আমিও ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানিনা। তারপরেও আসা আছে ফরেক্স মার্কেট এ ভালো করে ট্রেড কোরতে পাড়ব। মনে করেন আপনি এউর/এউএসডী তে ট্রেড করলেন এতে আপনি ইউরো এর বিনিময়ই এউএসডী বাই করলেন। এতে যদি এউএসডি এর দাম বারে তাহলে আপনি প্রপিট করতে পারবেন আর যদি দাম কমে তাহলে আপনার ট্রেড লস হবে। ফরেক্স মার্কেট এ বাই সেল উভইটি করা যাই।

sumonyahoo24
2015-07-09, 02:44 PM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানবেন বেশি বেশি শিখবেন। আর ফরেক্স এর উপর অনেক কিছু পোড়ে পোড়ে অনেক কিছু জেনে অভিজ্ঞতা অর্জন করবেন এবং রিয়াল ট্রেড করার আগে আপনাকে ডেমো ট্রেড অবশ্যই করতে হবে। ট্রেডার যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করা শুরু করে তখন তাকে অবশ্যয় মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করা ছঅড়া কোন ট্রেড করা ঠিক হবেনা। একজন নতুন ট্রেডারকে সট টাইমের জন্য ট্রেড করতে হবে। প্রথম থেকেই লং টাইমে ট্রেড করতে যাওয়া ঠিকনা।

bijoy121
2015-07-09, 03:51 PM
আপনি এক জন নতুন ট্রেডার তাই আপনার উচিত ভেবে চিন্তে ট্রেড করা। আপনি অবশ্যই লিভারেজ কমিয়ে নিবেন। পারলে অভিজ্ঞ কেউ থাকলে তার সাহায্য নিতে হবে।

Kazi Rabbi Hassan
2015-07-10, 08:51 PM
লাইভ ট্রেডিং করার আগে ডেমো ট্রেডিং করলে আপনি নিজে নিজেই সকল বিষয় বুঝে যাবেন। আমি নিজেও একজন নতুন ট্রেডার। এখন ও প্রতিদিন শিখছি আর ডেমো ট্রেডিং এর মাধ্যমে আরো বেশী হেল্প পাচ্ছি। আসা করি আপনিও তাই ডেমো ট্রেডিং এর সাহায্য নিবেন।

hmnayem
2015-07-10, 10:04 PM
আসলে এটা কঠিন কোন বিষয় না । বিষয় টা সহজ ভাবে বোঝানোর জন্যই বাই এবং সেল শব্দ টা ব্যবহার করা হয় । আসলে প্রতি ক্ষেত্রেই আপনি কোন না কোন কিছু কিনছেন । যদি ইউরো/ইউএসডি পেয়ারে বাই করেন তাহলে ইউএসডি এর বিনিময়ে ইউরো কিনছেন । আর যদি সেল করেন তাহলে ইউরো এর বিনিময়ে ইউএসডি কিনছেন । আপনার একাউন্ট এ কোন কারেন্সি আছে সেটা ব্যাপার না। এটা মুলত একটা অনুপাতে হিসাব করা হয় ।

ধন্যবাদ...

abdullahjayed
2015-07-11, 12:14 AM
হ্যা একজন নতুন ট্রেডার যখন এই ব্যবসাতে অংশ গ্রহন করে তার অনেক পরিমান হেল্প এর দরকার তো আমি নতুন ট্রেডার দের কিছু পরামর্শ দিতে পারি তো তা হলো সব সময আপনি লক্ষ রাখবেন যে আপনি যেন কখোনই ওভার কন্ফিডেন্ট যেন না হয় তাতে আপনি অবশ্যই আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন তা না হলে আপনি কখোনই এই ব্যবসাতে প্রফিটেবল হতে পারবেন না

Fxaziz
2015-07-24, 10:05 PM
ভাই আমিও আপনার মত ফরেক্স মার্কেট এ নতুন। তাই আমিও ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কিছুই জানি না। তবে জতটুকু জানি ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য আমাদের কোন পুজির প্রয়োজন হইনা। ফরেক্স মার্কেট এ ট্রেড করতেহলে আমাদেরকে লোভ লালসা দুরকরতে হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমদের দেশের বেকারদের কর্মসংস্থান গরে তুলতে পারি। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য আকর্ষিত ।

mamun93
2015-07-25, 02:00 AM
আসলে আপনি যখন ইউরো/ইউ.এস.ডি দিয়ে বাই করলেন তখন আপনি মূলত ইউরো কারেন্সি দিয়ে ইউ.এস.ডি কারেন্সি কিনলেন আবার আপনি যখন ইউরো/ইউ.এস.ডি কারেন্সি পেয়ার দিয়ে সেল করলেন তখন মূলত আপনি ইউ.এস.ডি সেল করলেন পক্ষান্তরে ইউরো বাই করলেন।

arpon2015
2015-07-25, 02:52 AM
ভাই আপনার কাছে আছে usd ডলার তাই আপনি যে ট্রেডই অপেন করেন আপনার usd সেই ডলারে কনভার্ট অটোমেটিক্যালি হয়ে যাবে।
আমার মনে হয় এটি তেমন গুরূত্ব পূর্ন নয় এটি নিয়ে না ভাবলেও চলবে তবে যেনে রাখা ভালো।

জাহাঙ্গীর
2015-07-25, 09:31 AM
আপনার একাউন্ডে EUR আছে না Dollar আছে এটা বড় কথা নয়। আপনি যখন EUR/USD বাই করলেন তখন আপনার একাউন্ট থেকে যে কারেন্সি আছে তাকে Ero তে কনভার্ট করে নিয়ে নিবে। এরপর EUR আর USD এর দাম উঠা-নামার কারণে আপনি লাভ বা লস করবেন। ধন্যবাদ

fxover
2015-09-25, 06:38 AM
আমি ট্রেডিং এ নতুন । অনেক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি । আমার প্রথম সমস্যা হল কেনা বেচা নিয়ে । eur/usd তে আমি ডাবল ক্লিক করে জদি বাই করি তাহলে আমি কি usd দিয়ে eur কিনলাম ?? আর যদি সেল করি তাহলে কি হবে ? কারন আমার কাছে ত eur ছিল না । আমি eur/usd তে সেল করব কিভাবে? কেও আমাকে জানাবেন প্লিজ ।

ভাই আপনি আগে ভালো ভাবে ফরেক্স শিখুন তারপর ট্রেড করেন এভাবে এত অল্প ধারনা নিইয়ে ট্রেড করলে আপনি লাভ এর চেয়ে লসই বেশি করবেন । তাই আগে শিখুন তারপর ট্রেড করুন । ফরেক্স আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয় । তাই আপনাকে আগে ফরেক্স সম্পর্কে পরিপুর্ন জ্ঞান অর্জন করতে হবে । আপনি যে পেয়ারে ট্রেড করতে চান সেই পেয়ারের জন্য নিউ অর্ডার ক্লিক করে আপনি বাই সেল বাটন দেখতে পাবেন তারপর বাই করতে চাইলে বাই ক্লিক করুন আর সেল করতে চাইলে সেল ক্লিক করেন ।

swadip chakma
2015-09-25, 05:16 PM
ফরেক্স মার্কেট সম্পরকে বুজার জন্য ভাল করে প্রশিক্ষন প্রয়োজন না হলে ট্রেড করা যায় না,তাই যিনি usdeur বাই এবং সেল বুজতেছে না তা হল ইউ এস ডি ইউরো কিছু লাগবে না শুদু লাগবে আপনার একাউন্টতে ডলার তা দিয়ে বাই সেল করবেন,কারন একানে হচ্ছে দুইটা দেশের বিনিময় রেট।

Imran2
2015-09-25, 06:08 PM
আপনি যেহেতু একজন নতুন ট্রেডার, তাই আপনাকে নেটে ফরেক্স বিষয়ক অনেক বাংলা বই পাওয়া যায় সেগুলো আপনাকে পড়ে প্রথমে আপনাকে বুজতে হবে ফরেক্স কি ।তারপর আপনাকে ফরেক্সে ডেমো অ্যাকাউন্ট খুলে সেখানে আপনাকে অনেক চর্চা করতে হবে ।অবশ্যই আপনাকে ৫-৬ মাস ডেমো ট্রেড করতে হবে ।অথবা আপনি কোন কোন পরিচিত ভালো ট্রেডারের কাছ থেকেও আপনি মার্কেট এনালাইসিস করা শিখে নিতে পারেন ।

lotifahelen
2015-09-25, 06:09 PM
আপনার একাউন্ট ব্যালেন্স থেকে eur সেল করলে usd বা্ই করা হয় আবার সেল অডার করলে usd সেল করে eur বা্ই করা হয়। এভাবে eur আর usd এর মধ্যে দাম এর ওঠা নামা হয় আর এর কারনে আপনি লাভ বা লস মধ্যে থাকেন । আর এটাই হল ফরেক্স ।

sopon
2015-09-25, 06:55 PM
ফরেক্স মার্কেটে আপনি আগে ভাল করে শেখেন ফরেক্স মার্কেট সম্পরকে জানেন ফরেক্স সম্পরকে একটি ট্রেনিং করেন ফরেক্স সম্পরকে ভিবিন্ন অভিজ্ঞতা অর্জন করেন তারপর ফরেক্স মার্কেটে এশে ফরেক্স করেন ফরেক্স শেখার পর আবার অনেক দিন ডেমো ট্রেড করেন তারপর ইনভেস্ট করে ফরেক্স মার্কেটে ট্রেড করে আয় করেন ।

Imran1995
2015-09-26, 12:22 AM
প্রশিক্ষন প্রয়োজন না হলে ট্রেড করা যায় না,তাই যিনি usdeur বাই এবং সেল বুজতেছে না তা হল ইউ এস ডি ইউরো কিছু লাগবে না শুদু লাগবে আপনার একাউন্টতে ডলার তা দিয়ে বাই সেল করবেন,কারন একানে হচ্ছে দুইটা দেশের বিনিময় রেট। একাউন্ট ব্যালেন্স থেকে eur সেল করলে usd বা্ই করা হয় আবার সেল অডার করলে usd সেল করে eur বা্ই করা হয়। এভাবে eur আর usd এর মধ্যে দাম এর ওঠা নামা হয় আর এর কারনে আপনি লাভ বা লস মধ্যে থাকেন । আর এটাই হল ফরেক্স ।

M M RABIUL ISLAM
2015-10-24, 03:39 PM
শিখার কোন বিকল্প নাই।ভাল ট্রেডার হতে হলে বেশী বেশী করে ফরেক্স সমন্ধে পড়াশোনা করুন এবং অ্যনালাইসিস করুন।রিয়েল ট্রেড করার আগে আপনি ডেমোতে ট্রেড করবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন আপননি সিরিয়াস ভেবে ট্রেড করবেন। একটি কথা মনে রাখবেন ফরেক্স মার্কেটে কখনও লোভ করবেন না।

basaki
2016-01-23, 09:25 AM
বাই সেল করা ফরেক্স মার্কেটে একধম সহজ। আপনি যে পিয়ারটি ক্রয় করবেন তা আপনি ভাল করে যাচাই বাচাই করে ট্রেড ওপেন করে ট্রেড করতে হবে আপনি যদি মনে করেন আপনার ট্রেডটিতে লাভ হয়েছে আর আপিনি ট্রেড ক্লোজ করতে চান তবে আপনি ট্রেড অপশনে গিয়ে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে।

Md Akter Hossain
2016-01-23, 12:07 PM
আপনার ফরেক্সের প্রতি আগ্রহ দেখে আনন্দিত হলাম । যেহেতু আপনি একজন নতুন ট্রেডার, আপনার উচিত হবে ডেমোতে নিয়মিত ট্রেড করে আপনার দক্ষতা বাড়ানো । তাছাড়া আপনাকে নিয়মিত ফরেক্স রিলেটেড ব্লগের বা ফোরামের সাথে আপডেট থাকতে হবে । গুগলে সার্চ করলে সব পেয়ে যাবেন ।

Sahed
2016-01-24, 01:44 PM
আপনার প্রশ্নটা ক্লিয়ার না । তবে যতদূর বুঝতে পারলাম তা হল আপনি একজন নতুন ট্রেডার । তাই আমার পরামর্শ হল আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে সাহায্য নেওয়া । তাও যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক পিডিএফ ফাইল পাবেন, সেগুলো ডাউনলোড দিয়ে পাড়াশুনা করেন । তাছাড়া আপনি Youtube এ অনেক ভিডিও পাবেন যা আপনাকে ফরেক্স শিখতে সহায়তা করবে । ধন্যবাদ ।

real80
2016-01-30, 08:12 PM
ফরেক্স মার্কেট এর সুবিধার কারনে এই বিজনেসে অনেকেই আগ্রহী হন। কিন্তু সব ট্রেডার এই বিজনেসে সফল হতে পারে না। ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে হলে একজন নতুন ট্রেদার কে অনেক পরিশ্রম করতে হবে। নিজেকে ট্রেডিং এ দক্ষ করে তুলতে হবে। মার্কেটে নিয়ে অভিজ্ঞতা বাড়াতে হবে।

Marufa
2016-02-19, 09:35 AM
আপনি যখন সেল দেন তখন ইউরো সেল দেন । আপনি যেসব পেয়ার এ ট্রেড করবেন সেসব পেয়ার এ আপনার ব্যালেন্স থাকা লাগবে না । আপনার ব্রোকার আপনার ব্যালেন্স কে বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করে নিবে । এজন্যই আপনি বিভিন্ন পেয়ার এ কমন একটি প্রাইস দেখেন । তাই সব পেয়ার এ ট্রেড করতে পারেন ।

MotinFX
2016-02-19, 10:29 AM
ফরেক্স মার্কেটে আমরা ডলার দিয়ে ট্রেড করে থাকি কারন ডলার হল আন্তর্জাতিক মুদ্রা যা দিয়ে সারা বিশ্বে দেনা পাওনা মিটানো হয়। আপনি একটি কারেন্সিতে ট্রেড দিলে একটার বিপরীতে আরেকটা বাই বা সেল করলেন।প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি ২য় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা eur/usd বাই করা মানে ডলারের বিপরীতে ইউরো বাই করা আর সেল করা মানে ডলার বাই করা।

Realifat
2016-03-16, 02:01 PM
ফরেক্সে লাভলসের হিসাবটা নতুন অবস্থায় ভাববেন না। কারন নতুন অবস্থায় এসব বোঝা কঠিন হবে। তবে বুঝতে পারলে সমস্যা নাই।সাধারনত আপনি যখন Eurousd পেয়ারে বাই অর্ডার করলেনন তখন আপনি euro দিয়ে usd কিনলেন।আর যখন আপনি Eurousd সেল করলেন তখনusd দিয়ে ইউরো কিনলেন। আপনি ভাবতে পারেন আমিতো usd ডিপোজিট করেছি euro কোথায় পাব? আসলে এসব ট্রান্সফারের মাধ্যমে ব্রোকারের কায়দায় হয়ে থাকে।

darda7538
2016-03-16, 02:28 PM
ডেমো অ্যাকাউন্ট এ ভাল ভাবে ট্রেড করেন তাহলে আপনি সব বুঝতে পারবেন । ডেমো অ্যাকাউন্ট ছাড়া আপনি এটি ভাল ভাবে বুঝতে পারবেন না । এ ছাড়া আপনি যে কাজটি করতে পারেন তা হল আপনি এক জন ভাল ট্রেড আর সাথে আলচনা করতে পারেন ।

Ripon13
2016-03-16, 02:44 PM
ফরেক্স মার্কেটে নতুনদের জন্য যে দুইটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে তা হচ্ছে লোভকে সামলে রাখতে হবে এবং অধ্যবসায় বা ধৈর্য রাখতে হবে । না হলে এই মার্কেটে টিকে থাকা সম্ভবপর হবে না । আর এই ফরেক্স শেখার সবচেয়ে বড় উপায় হচ্ছে একটা ডেমো এ্যাকাউন্ট খুলে সেখানে ট্রেড করে ট্রেড শেখা এবং বিভিন্ন টিউটোরিয়াল দেখা । এভাবে কিছুদিন শিখে রিয়াল ফরেক্স এ ট্রেড করা যাবে ।

sharifulbaf
2016-03-21, 04:04 PM
আপনি নতুন ট্রেডার আপনাকে।বলি আপনি প্রথমে বাই করতে ব্যাবহার করেছেন উএসডি কিন্তু আপনি কিভাবে সেল করলেন আমি বলি আপনার উএসডি সেল করলেন ইউরোর এগেইনেস্টে,তাই আমি বুঝে থাকি,আমাদের এত বেশি বুঝার দরকার নেই কিভাভে প্রফিট করা যায় তা জানতে পারলে ভাল হয়।

ASADUR RAHMAN
2016-03-21, 06:53 PM
আমি মনে করি আপনি যদি নতুন হন আর আপনি যদি ভাল ট্রেডার হতে চান। তা হলে আমার মতে আপনি প্রথমে ইন্টারনেট থেকে ফরেক্স সম্পর্কে অনেক ভাবে তথ্য দেওয়া আছে সেখান থেকে আপনি যে ভাবে ইচ্ছা আপনি শিখতে পারবেন।আর আপনাকে ভাল করে ট্রেড সম্পর্কে গ্ঞ্যান অর্জন করতে হবে। তা হলে আপনি ফরেক্স বিষয়ে কাজ করতে পারবেন।

Md Akter Hossain
2016-03-21, 10:34 PM
আপনি যখন EURUSD তে BUY করলেন তখন আপনার একাউন্ট Balance থেকে EUR sell করে USD Buy করলেন আবার SELL Order করলে USD sell করে EUR Buy করলেন । আরও বিস্তারিত জানতে অনলাইনে বিভিন্ন ধরনের বই পাবেন । পড়ে দেখেন ।

Tazul Islam
2016-03-22, 12:15 AM
ভাই আপনি যেহেতু নতুন তাই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। eur/usd সেল বা বাই আসলে নতুন দের জন্য গানিতিক ব্যপার টা বুজতে বড়ই কঠিন। আমার মতে আপনি এটা এখনেই বুঝার দরকার নেই। আপনি শুধু ঠিক করবেন বাজার বাড়বে নাকি কমবে। যদি বাড়ে তাহলে বাই দিবেন আর যদি কমে তাহোল সেল দিবেন। কি দিয়ে কি কিনলাম বা বেচলাম এটা ভাবার দরকার নেই। শুধু ভাল মানের পেয়ার এ ব্যাবসা করুন।

golam0000
2016-03-22, 01:13 AM
যদি eur/usd পেয়ার এ ট্রেড কিনেন তবে eur সেল দিয়ে usd বাই করা হলো.আবার সেল করা হলে তা eur তে বাই করা হলে আর usd তে সেল.এইভাবে একটি পেয়ার এ বাই সেল হয়ে থাকে.আপনাকে ত্রাদের হিসেবে ফরেক্স সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে.তাহলে আপনি এইসব বেসিক জিনিস সম্পর্কে জানতে পারবেন.

yasir arafat
2016-04-03, 11:12 PM
একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম।আমি এতদিন ট্রেড করেছি ঠিকই।কিন্তু এটা জানতাম না।ফরেক্সে আসলে জানার কোন শেষ নাই।অনেক কিছু আমি জানতাম না ,যা এ ফোরামে এসে শিখেছি।আর এখানে তথ্যগুলো উল্লেখ করার জন্য ধন্যবাদ।

HKProduction
2016-04-07, 02:00 PM
আপনি অনলাইন থেকে ফরেক্স বেসিক শিখে নিন। আপনি যদি বেস কারেন্সি এবং কোড কারেন্সি চিনতে পারেন তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ফরেক্সে যথেষ্ট পড়াশুনার প্রয়োজন রয়েছে। এখানে যত বেশি সময় দেবেন ততই আপনার অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ হতে থাকবে।

dishaakter54@E3
2016-04-07, 03:15 PM
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে ট্রেড করার আগে ডেমো ট্রেড করা আপনি নিজে নিজেই সকল বিষয় বুঝে যাবেন। আমিও বুঝতাম না তারপর ডেমো অনুশীলন করছি এখন মোটামুটি একটু বুঝতে পারছি ।

Rana mollah
2016-08-25, 10:29 PM
ফরেক্সে যারা নতুন তারা ফরেক্সের অনেক কিছুই জানে না বা জানা থাকে না । তাই তাদের ফরেক্সে কাজ করার সময় হেল্প লাগে । ফরেক্সে যারা নতুন তারা ফরেক্স থেকে অনেক হেল্প পেয়ে থাকে । হেল্প করার জন্য অনেক ব্যক্তিই আছে যারা ফরেক্সে নতুনদের হেল্প করে থাকে । ফরেক্স সম্পর্কে অনেক অজানা প্রশ্ন থাকলে তার উত্তর জানা যাবে ফরেক্সের ফোরাম পেইজ থেকে সেখানে ফরেক্স সম্পর্কিত অনেক কথা থাকে যা একজন নতুন ট্রেডারের অনেক উপকারে আসতে পারে ।

HasanXM
2016-08-25, 10:38 PM
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।

SAHADAT
2016-08-27, 09:50 PM
ফরেক্স সম্পর্কে বেশি বেশি জানবেন বেশি বেশি শিখবেন। আর ফরেক্স এর উপর অনেক কিছু পোড়ে পোড়ে অনেক কিছু জেনে অভিজ্ঞতা অর্জন করবেন এবং রিয়াল ট্রেড করার আগে আপনাকে ডেমো ট্রেড অবশ্যই করতে হবে। আর ডেমোকে রিয়াল মনে করে সিরিয়াস ভাবে ট্রেড করতে হবে তাহলে আমি মনে করি একজন নতুন ট্রেডা একজন ভাল ট্রেডা হতে পারবে।

Ritu
2016-08-28, 10:54 AM
নতুন ফরেক্স বন্ধু তোমাকে স্বাগতম । আমি ও নতুন ট্রেডার আমার জন্য দোয়া কইরো কিন্তু । তুমি যখন নতুন ট্রেডার সে জন্য তমাকে অনেক কিছু করতে হবে বেশি বেশি ডেমো ট্রেড, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও ফরেক্স নিউজ দেখে দেখে ট্রেড করা শিখতে হবে । তাহলে তুমি অনেক প্রফিট করতে পারবা ।

md arif khan
2016-08-28, 02:28 PM
আসলে আমিও একজন নতুন ট্রেডার এই বিষয়ে আমারও তেমন ধারনা ছিল না।আআপনিি একটা ভালো প্রশ্ন করেছেন এবং তার উত্তর অনেকেই দিয়েছেন।যার মাধ্যমে আমিও এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম আর আমি এভাবেই কিছু কিছু করে শেখার জন্য ফোরামে নিয়মিত কাজ করে যাচ্ছি।ধন্যবাদ

oviice
2016-08-28, 02:32 PM
ট্রেডার যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করা শুরু করে তখন তাকে অবশ্যয় মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করা ছঅড়া কোন ট্রেড করা ঠিক হবেনা। একজন নতুন ট্রেডারকে সট টাইমের জন্য ট্রেড করতে হবে। প্রথম থেকেই লং টাইমে ট্রেড করতে যাওয়া ঠিকনা।

sheam
2016-08-29, 04:45 PM
বিষয় টা হল। একই সাথে একটি কারেন্সি কিনলেন অপর দিকে আরেকটা কারেন্সি সেল করলেন। বেস কারেন্সির হিসেবে সব কিছু হিসাব হয়ে থাকে।

Achraf
2016-08-31, 01:44 AM
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে লাইভ ট্রেডিং করার আগে ডেমো ট্রেডিং করলে আপনি নিজে নিজেই সকল বিষয় বুঝে যাবেন। আমি নিজেও আগে বুঝতাম না তারপর ডেমো অনুশীলন করে এখন মোটামুটি বুঝি।

nawfal
2016-08-31, 01:45 AM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

RUBEL MIAH
2016-12-05, 10:20 PM
যারা ফরেক্স মার্কেটের নতুন ট্রেডার রয়েছেন তাদের উচিত হবে ডেমো ট্রেড বেশী বেশী করে করা । আমরা বেশী বেশী করে ডেমো ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করেছে সব এই ডেমো ট্রেডের মাধ্যমে করেছে । সুতরাং আমরা সব সময় ফোরাম করব তাহলেই ডলারের চাহিদা পূরণ হয়ে যাবে ।

uzzal05
2016-12-06, 10:47 AM
আমাদের মাঝে অনেক ভালো ট্রেডার আছেন। আমি মনে করি তারা নতুন ট্রেডার দের অব্যশোই হেল্প করা উচিত। কারন তারা প্রথম অবস্থায় বুঝতে পারে না। কিভাবে কি করতে হবে। কোথায় থেকে শুরু করতে হবে। সে জন্য পুরাতন যারা আছেন তারা অব্যশোই নতুন ট্রেডারদের সাহায্য করুন।

Skfarid
2016-12-06, 11:04 AM
আমিও প্রথমে এই সমস্যায় পড়েছিলাম, আমি যে ভাবে বুঝে নিয়েছি তা হল , ধরি আমার কাছে ব্যালন্স হিসাবে ইউ এস ডিই ডলার আছে ,আমি যখন ইউরু সেল করব তখন অটমেটিক ইউ এস ডিই ডলার ইউরু ব্যালন্স হবে ,তা দিয়ে আমি ইউ এস ডিই ডলার বা অন্য কোন কারেন্সি পেয়ার কিনব,

ONLINE IT
2016-12-06, 12:14 PM
আমি ট্রেডিং এ নতুন । অনেক দিন ধরে ডেমো অ্যাকাউন্ট নিয়ে পরে আছি । আমার প্রথম সমস্যা হল কেনা বেচা নিয়ে । eur/usd তে আমি ডাবল ক্লিক করে জদি বাই করি তাহলে আমি কি usd দিয়ে eur কিনলাম ?? আর যদি সেল করি তাহলে কি হবে ? কারন আমার কাছে ত eur ছিল না । আমি eur/usd তে সেল করব কিভাবে? কেও আমাকে জানাবেন প্লিজ ।

eur/usd একটি কারেন্সি পেয়ার। উক্ত কারেন্সি পেয়ারে আমরা যদি বাই করে তার মানে হল আমরা usd কে সেল করে eur কে কিনলাম। আবার যখন এই কারেন্সিকে সেল করি তার মানে হল eur কে সেল করে usd কে কিনলাম। সব সময় মনে রাখবেন কোন পেয়ারে বাই দেয়া হয় তার মানে হল প্রথমটাকে কিনে দ্বিতীয়টাকে বিক্রয় করে দেয়া। আবার যখন কোন কাসেন্সি পেয়ারকে সেল করা হয় তার মানে হল প্রথমটাকে বিক্রয় করে দ্বিতীয়টাকে ক্রয় করা।

nazib72
2016-12-18, 07:08 PM
আপনি যে কোনো কারেন্সি দিয়ে যখন বাই করছেন তখন আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই বাই হবে আর সেল করার সময় আপনি যা কারেন্সি তে আছেন সেটাই তো সীঈঈল করে দিলেন।আপ্নি কফিউজড না থেকে ঠান্ডা মাথায় বোঝার চেস্টা করুন তাহলেই হবে।

cane
2017-02-28, 02:34 PM
আমার মতে আপনার উচিত হবে লাইভ ট্রেডিং করার আগে ডেমো ট্রেডিং করলে আপনি নিজে নিজেই সকল বিষয় বুঝে যাবেন। আমি নিজেও আগে বুঝতাম না তারপর ডেমো অনুশীলন করে এখন মোটামুটি বুঝি।

asaa
2017-03-14, 06:15 AM
আমি বলবো যেহেতু আপনি একজন নতুন ট্রেডার তাই আপনার প্রতি আমার পরামর্শ হল নেটে ফরেক্স বিষয়ক অনেক বাংলা বই পাওয়া যায়।ওইগুলা পড়তে পারেন আর অবশ্যই ৩-৪ মাস ডেমো ট্রেড করবেন।আর কোন পরিচিত ভালো ট্রেডারের কাছ থেকে আস্তে আস্তে মার্কেট এনালাইসিস করা শিখতে পারেন।