PDA

View Full Version : লিভারেজ কি?



shuvo2014
2014-11-03, 09:08 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।:rules:

fh.ratul
2014-11-10, 10:24 PM
আমি কি আসলেই লিভারেজ দিয়া অনেক বেশি অঙ্কের ট্রেড কোরতে পারবো ।যদি লাভ হয় আমি কি তা তুলতে পারবো?

shahidul
2014-11-11, 08:38 PM
লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদত্ত ক্যাপিতাল এর সর্বোচ্চ গুন পরিমান লোন। লিভারেজ কে মার্জিন লোনও বলা হয়। এটি ট্রেডার ব্রোকারের কাছ থেকে লোন হিসেবে গ্রহন করে থাকে।

fxover
2015-09-19, 06:24 AM
লিভারেজ হচ্ছে আপনার প্রধান একাউন্ট ব্যালেন্স এর উপর প্রদত্ত লোন যা ব্রোকার আপনাকে দিয়ে থাকে ট্রেড করার জন্য । আপনি যত বেশি লিভারেজ পাবেন আপনি তত বড় বড় ট্রেড করতে পারবেন । তবে আপনার একাউন্টটি যদি ইস্লামিক একাউন্ট হয়ে থাকে তাহলে আপনি খুব বেশি লিভারেজ পাবেন না । তবে আপনি যদি একজন মুসল্মান হয়ে থাকেন তাহলে আপনার একাউন্টটি ইস্লামিক হওয়াটা জরুরী । আল্লাহ চাইলে আপনি অল্প লিভারেজেই ভালো লাভ করতে পারবেন ।

Defender
2015-09-19, 08:54 AM
আমি মনে করি এটা লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদত্ত ক্যাপিতাল এর সর্বোচ্চ গুন পরিমান লোন।

dinner
2015-12-04, 03:40 PM
আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।অথ্যাৎ লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

HKProduction
2015-12-09, 12:38 PM
লিভারেজকে অনেকে এই ব্যবসার জন্য একটি বিশাল সুযোগ মনে করলেও মূলতঃ এটি নতুন ট্রেডারদের জন্য সুফলের চেয়ে লোকসানই বেশি বয়ে আনে। হাই লিভারেজ শুধু দক্ষ ট্রেডারের জন্য। আর নতুন ট্রেডাররা যত কম লিভারেজ নিয়ে ট্রেড করেন ততই ভাল। কেননা হাই লিভারেজ আমাদের লোভকে বাড়িয়ে দিতে পারে।

MotinFX
2015-12-22, 10:32 AM
ফরেক্স মার্কেটে লিভারেজ হল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পক্ষে সম্বাভনা বেশি বিনিয়োগ করা কম বিনিয়োগে মাধ্যমে লিভারেজ নিয়ে আমরা ফরেক্স মার্কেটে সুন্দর একটি ভলিউমে ট্রেড করতে পারি।

basaki
2015-12-23, 10:24 AM
লিভারেজ ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কম্পানি একজন ফরেক্স ট্রেডারকে দিয়ে থাকেন। লিভারেজ হচ্ছে অনেকটা লোনের মত। আপনি যত বেশি কম্পানির কাছ থেকে লিভারেজ নিবেন,আপনি অল্প ডিপজটে বড় লট ওপেন করতে পারবেন।

Marufa
2015-12-23, 06:26 PM
লিভারেজ হচ্ছে লোন । আপনি ব্রোকার থেকে অর্থ লোন নেয়াকে লিভারেজ বলে। তবে এ অর্থ ব্রোকার আপনাকে সরাসরি দেয় না । এজন্য আপনার নিজের অর্থ ডিপোজিট করতে হয়। এবং লিভারেজ শুধু ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারবেন ।

abdulguffer
2016-03-20, 06:23 PM
আমি কি আসলেই লিভারেজ দিয়া অনেক বেশি অঙ্কের ট্রেড কোরতে পারবো ।যদি লাভ হয় আমি কি তা তুলতে পারবো?

হ্যাঁ, লিভারেজ ব্যবহার করে আপনি অনেক বেশি অন্কের ট্রেড করতে পারবেন। আপনার লিভারেজ যদি 1:200 হয় তাহলে আপনি ট্রেড করার সময় ব্রোকার আপনার ডিপোজিট এর উপর 200 গুন পর্যন্তই লোন পাবেন। আপনার একাউন্ট ব্যালেন্স যদি 20$ হয় তাহলে আপনি 20 200 = 4000 $ ডলার এর ট্রেড করতে পারবেন ।
লিভারেজ ব্যবহার করে প্রফিট করা টাকা আপনার। আপনি যখন ইচ্ছে তখন উইথড্র করতে পারবেন।

abdulguffer
2016-03-20, 06:26 PM
লিভারেজ হচ্ছে আপনার ডিপোজিট এর উপর ব্রোকার প্রদত্ত লোন । আপনার লিভারেজ যদি 1:100 হয় তাহলে আপনি ট্রেড করার সময় ব্রোকার আপনার ডিপোজিট এর উপর 100 গুন পর্যন্তই লোন পাবেন। আপনার একাউন্ট ব্যালেন্স যদি 200$ হয় তাহলে আপনি 200 100 = 20,000 $ ডলার এর ট্রেড করতে পারবেন ।

yasir arafat
2016-04-01, 02:41 AM
লেভারেজ মানে এক প্রকার লোন ব্যবস্থা।অর্থাত্ যার মাধ্যমে আমরা কিছুটা নিজেদের ডিপোজিটের অংশ বিশেষ থেকে কিছুটা ব্যালেন্স মার্জিন লেবেলে জমা রাখতে দেখি।যখন ট্রেডগুলো বেশি লসে যাবে তখন ঐ লেভারেজে গিয়ে ট্রেডগুলো বন্ধ হয়ে সম্পূর্ণ জিরো হওয়া থেকে একাউন্টটাকে প্রটেক্ট করবে।

yasir arafat
2016-04-01, 02:58 AM
এক কথায় লেভারেজ মানে হচ্ছে লোন বা মার্জিন লেভেল যেখানে আপনি আমি একটা নিদিষ্ট লিমিট অনুযায়ী ট্রেড ওপেন করে থাকি এবং একাউন্টাকে রক্ষাতে একটা সুনির্দিষ্ট ধাপ অতিক্রম করে।সুতরা এটা একটা মার্জিন লেভেল বলে সংঙ্গায়িত করা হয়।আমি মনে করি এর ফলে আমরা আমাদের একাউন্টের কিছুটা অংশ হলে ও লসের হাত থেকে বাঁচাতে পারি।

ASADUR RAHMAN
2016-04-05, 04:16 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন

sharifulbaf
2016-05-20, 08:32 AM
লিভারেজ কে আমরা এক কথায় লোন বলতে পারি,এই লিভারেজ হয় ডিপোজিট এর উপরে এই লিভারেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে,ফরেক্স মার্কেটের ব্রোকার ভেদে লিভারেজ বিভিন্ন হয়ে থাকে,তাই আমরা ডিপোজিট এর উপরে লিভারেজ নিয়ে ট্রেডিং করতে পারি,ফরেক্স ট্রেডিং করতে লিভারেজ নিলে ভাল প্রফিট করা যায়।

জ্যাক কয়েন
2016-05-28, 02:39 PM
আমি যতটুকু জানি লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ধরেন আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ২০০ ডলার । আপনি যদি ১ঃ৪০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ৪০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ২০ ডলার দিয়ে ২০x৪০০= ৮০০০ ডলার ট্রেড করতে পারবেন।

Rahat015
2016-05-29, 09:38 AM
লিভারেজ হচ্ছে ফরেক্স মার্কেট এ ব্রোকার কতৃক প্রদত্ত লোন যা আপনার বিনিয়োগ এর উপর ভিত্তি করে প্রদান করবে।। এই লিভারেজ এর সুবিধা হল আপনার বিনিয়োগ কম হলেও আপনি লিভারেজের মাধ্যমে বড় এমাউন্ট এর ট্রেড করতে পারবেন।।

maziz6989
2016-05-31, 05:37 PM
ইহা এক প্রকারের ঋন যা ব্রোকার দিয়ে থাকে কিন্তু এটা ভার্চুয়ালী থাকে। আমরা যখন কোন ট্রেড ওপেন করতে যাই তখনই এই মার্জিন লোন জিনিসটা ব্যবহৃত হয়ে থাকে। অনেকে বলে থাকেন বেশি মার্জিন নেওয়া খারাপ কিন্তু আমি তা মনে করি না।

dwipFX
2016-06-07, 11:45 AM
ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপুূর্ণ হল লিভারেজ। আমাদের কে ট্রেড করার আগে লিভারেজ নিয়ে কাজ করতে হবে। কারন আমাদের বেশি টাকা ইনভেস্ট করা সম্বভ না তাই আমাদের ট্রেডিং সক্ষমতা বাড়াতে হয় লিভারেজ নিয়ে। যেমন ফোরাম একাউন্টে লিভারেজ হল ১ঃ৫০। আপনাদের কাছে জানতে চাই সঠিক লিভারেজ কিভাবে নেব।

Sahed
2016-07-24, 07:53 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

tarekbsl101
2016-10-30, 10:21 PM
ফরেক্স এ লিভারেজ সম্পর্কে ভাল ভাবে জান উচিত ।কারন লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।
আপনার ডিপজিট যদি হয়য় ১০০ ডলার আর আপনি লিভারে যদি নেন ১ঃ২০০ তাহলে আপনি ১০\২০০=২০০০ গুন হবে।

instasaiful
2016-10-31, 10:35 AM
লিভারেজকে অনেকেয়ব্রোকারের পক্ষ থেকে দেওয়া লোন বলছে। কিন্ত তা কিভাবে লোন ----তা আমি বুঝছিনা। আমার কাছে মনে হচ্ছে লিভারেজ বেশি দিলে ভলিউম বেশি দিয়ে ট্রেড করতে পারব। আর তা কম দিলে কম ভলিউমে ট্রেড করতে পারব। এর বায়রে আর কিছু বুঝি না ....।

nbfx
2016-11-02, 10:33 AM
লিভারেজ হচ্ছে ব্রোকার কতৃর্ক প্রদত্ত ঋণ বা মার্জিন লোন। লিভারেজ বেশী হলে একাউন্ট নিয়ন্ত্রন কঠিন হয়ে যায়। তাই যতটা সম্ভব লিভারেজ কমিয়ে রাখা ভাল। ব্রোকার লোন দিচ্ছে বড় লটে ট্রেড ওপেন করার জন্য, যাতে ব্রোকার বেশী কমিশন পায়। বড় লটে ট্রেড ওপেন করলে ব্যাকআপ পিপ কম থাকে তাই একাউন্ট জিরো হয়ে যায়।

Mamun13
2017-10-22, 02:52 PM
ট্রেড করার জন্য আপনার ব্রোকার আপনার ব্যালেন্সের তুলনায় অনেক বেশী পরিমাণ লোন দিবে যার নাম হচ্ছে লিভারেজ৷এই লিভারেজ যত বেশী নিবেন তত বেশী ও বড় বড় লটে ট্রেড করার সুযোগ পাবেন যার ফাঁদে পড়ে নতুন ট্রেডারগণ ওভার ট্রেড করার সুযোগ পায় এবং তাদের ব্যালেন্স শুন্য করে ফেলে৷তারা জানে না বেশী লিভারেজের কারনেই এমনটি হয়ে থাকে৷তাই লিভারেজ যত কম নিবেন আপনার একাউন্ট ততই নিরাপদ থাকবে৷1:20,1:33 বা 1:50 লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন,এগুলো নিরাপদ লিভারেজ৷

expkhaled
2017-10-22, 04:56 PM
লিভারেজ হচ্ছে ব্রোকারেজ কতৃক লোন, তবে লোনটা হয় ডিপোজিট কৃত আসল এর উপর গুনন হিসাবে। ১গুন হতে ১০০০গুন পর্যন্ত এখন পর্যন্ত লিভারেজ এখন পর্যন্ত দেয় অনেক ব্রোকার। তবে আপনি নির্ধারণ করে নিতে পারবেন কত গুন নিতে চান। লিভারেজ যত কম নেওয়া যায় তত ভাল। যত লিভারেজ তত রিস্ক। কম লিভারেজ নিয়ে কম ট্রেড করা উত্তম তাতে একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম।