PDA

View Full Version : অ্যাকাউন্ট ভেরিফিকেশন কি?



shuvo2014
2014-11-03, 09:10 PM
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়।

ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ

আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি
আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস:rules:

rimu
2014-11-04, 12:04 AM
ভাই ভেরিফাই না করলে সমস্যা হয় ? টাকা উঠানো যায় না ? আর অনেক এর ই তো ন্যাশনাল আইডি কার্ড নাই কারন আজকাল কম বয়সের অনেক এই ফরেক্স করে তো তারা কিভাবে কি করবে ভাই স্টুডেন্ট কার্ড দিয়ে ভেরিফাই করার কি কোন উপায় বা নিয়ম আছে ?

fh.ratul
2014-11-08, 09:05 PM
কেউ আমাকে এই বিসয়ে একটি ভাল ধারনা দেন। কারন একাউন্ট ভেরিফিকেশন কোরতে অনেক জামেলা । কিকরে আমরা সহজে এই কাজ কোরতে পারি?

shuvo2014
2014-12-04, 10:24 PM
ভাই ভেরিফাই না করলে সমস্যা হয় ? টাকা উঠানো যায় না ? আর অনেক এর ই তো ন্যাশনাল আইডি কার্ড নাই কারন আজকাল কম বয়সের অনেক এই ফরেক্স করে তো তারা কিভাবে কি করবে ভাই স্টুডেন্ট কার্ড দিয়ে ভেরিফাই করার কি কোন উপায় বা নিয়ম আছে ?
ভেরিফাই না করলেও আপনি ফরেক্স ফরাম থেকে আয় করতে পারবেন কিন্তু সেই আয়ের অংশটা আপনার ট্রেডিং একাউন্ট এ যোগ হবে কি না তাতে সন্দেহ আছে......!

fxover
2015-09-17, 01:36 AM
কেউ আমাকে এই বিসয়ে একটি ভাল ধারনা দেন। কারন একাউন্ট ভেরিফিকেশন কোরতে অনেক জামেলা । কিকরে আমরা সহজে এই কাজ কোরতে পারি?

আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনার ভেরিফিকেশন এর জন্য কোণ ঝামেলাই নাই । ১ম লেভেল ভেরিফিকেশন আপনি আপনার ন্যাশ্নাল আইডি কার্ড দিয়েই করতে পারবেন আর ২ ইয় লেভেল এর ভেরিফিকেশন এর জন্য আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার বাসার বিদ্যুৎ বিল এর কাগজ দিয়ে ভেরিফাই করতে হবে । আর যদি না থাকে তাহলে আপনার পরিবারের অন্য কারো নামে একাউন্ট করে ভেরিফাই করুন ।

AbuRaihan
2015-10-07, 12:11 AM
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন হল নিজের একাউন্টের সত্যতা এবং বৈধতা যাচাই করা । এই কাজটি করে থাকে ব্রোকার অর্থ্যাৎ যে ব্রোকারের অধীনে ট্রেড করেন । ফরেক্স যে কেউ একাউন্ট খুলতে পারে এবং তারা একাউন্ট খোলার সময় অনেক তথ্য প্রদান করে থাকে, তাই এই সব তথ্যদি যাচাই করা হল ভেরিপিকেশন করা । ভেরিফিকেশন দুই বার করে দুই স্তরের করতে হয় । এবং ভেরিপিকেশন ব্যাতিত ট্রেড করা যাবে কিন্ত লভ্যাংশ উত্তলন করা যাবে না ।

dinner
2015-12-05, 06:02 PM
বতমানে বেশীর ভাগ কাজ করতে গেলে ভেরিফিকেশন লাগে । ভেরিফিকেশন হল নিজের একাউন্টের সত্যতা এবং বৈধতা যাচাই করা । ফরেক্স এ আপনি যখন একান্ট খোল বেন তখন আপনার ন্যাশ্নাল আইডি কার্ড দিয়েই করতে পারবেন ।

abdulguffer
2016-03-23, 01:59 AM
ভ্যারিফিকেশন অর্থাৎ যাচাইকরন। আপনি একটা একাউন্ট ওপেন করার সময় ব্রোকার একটি তথ্য সংগ্রহ ফরম আপনার দারা পূর্ণ করে নেয়। আপনি যে তথ্যগুলো আপনার সম্পর্কে দিয়েছেন তা সত্য না মিথ্যা ব্রোকার সেটাই যাচাই করে দেখেন। সেজন্য ব্রোকার আইডেন্টিটি, ফোন নাম্বার ও এড্রেস ভ্যারিফাই করে থাকেন।

abdulguffer
2016-03-23, 02:03 AM
একটি ভ্যারিফাইড একাউন্ট এর নিরাপত্তা বেশি থাকে। আনভ্যারিফাইড একাউন্ট ব্রোকার যেকোন সময় বন্ধ করে দিতে পারেন। ভ্যারিফাইড একাউন্ট এ নির্দিষ্ট পরিমাণ উইথড্রএবল ডিপোজিট বোনাস পাবেন। তাই আপনাদের অনুরোধ , আপনারা একাউন্ট ভ্যারিফাই করে নিন , তাতে লাভ হবে ।

abdulguffer
2016-03-23, 02:13 AM
একটি আনভ্যারিফাইড একাউন্ট এর বড় সমস্যা হলো টাকা উঠানো যায় না। আপনি টাকা ডিপোজিট করে ট্রেড করলেকরলেন এবং প্রফিট করলেন, সময় ব্যয় করলেন । কিন্তু ভ্যারিফাই না করার কারনে টাকা উইথড্র করতে পারবেন না ,তখন কতটা খারাপ লাগবে? নিশ্চয়ই অনেক বেশি।

abdulguffer
2016-03-23, 02:24 AM
আপনার একাউন্ট ভ্যারিফিকেশন এর জন্যে প্রথমে আপনার প্রোফাইলের আইডেন্টিটি ভ্যারিফাই করতে হয়। এজন্য আপনার জাতীয় পরিচয় পত্রের / পাসপোর্ট এর/ ড্রাইভিং লাইসেন্স এর স্কেন কপি সাবমিট করতে হবে। আর অ্যাড্রেস ভ্যারিফাই করতে হলে আপনার ব্যাংক একাউন্ট স্ট্যাটমেন্ট , বিদ্যুৎ বা গ্যাস বিল এর স্কেন কপি সাবমিট করতে হবে। উভয় লেভেল ভ্যারিফিকেশন এর জন্য আপনার নাম, ঠিকানা ,ফোন একই রকম হতে হবে।

Realifat
2016-03-23, 08:58 AM
ভেরিফাই হচ্ছে আপনি যে তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন তা নিশ্চিত কি না তা যাচাই করা।ব্রোকাররা তাই যাচাই করা জন্য কিছু ডকুমেন্ট আপলোড করতে বলে।যেমন ইন্সটাফরেকাসে ভেরিফিকেশন করার জন্য ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট অথবা ডাইভিং লাইসেন্স দিয়ে প্রথম স্তর ভেরিফাই করতে হবে। আর দ্বিতীয় স্তরে অ্যাড্রেস ভেরিফিকেশন এর ডকুমেন্ট আপলোড করতে হয়।

basaki
2016-03-23, 07:17 PM
আপনি যখন একাউন্ট করতে যাবেন তখন আপনার একাউন্ট করতে কম্পানি কিছু তত্ত চাইবে আর সেগুলু আপনাকে ডিপোজিট করতে হবে আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য আর এইগুলু দিলেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে আর হয়ে গেলে আপনার একাউন্টে টাকা উত্তোলাওন এবং ডিপোজিট করতে কোন প্রকার সমস্যা হবে না।

yasir arafat
2016-04-07, 12:35 AM
এক কথায় একাউন্ট ভেরিফিকেশন এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার ব্রোকারকে দেওয়া তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করে থাকেন।এটা করতে আপনাকে ভোটার আইডি অথবা পাসর্পোট এবং বিদ্যুত্ বা ইলেকট্রিক বিল সাবমিট করতে হবে।যদি না থাকে ঘরের কারো ডকুমেন্ট সাবমিট করতে পারেন।

dwipFX
2016-05-14, 11:57 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে বেরিফাই করা লাগেনা তবে আপনাকে ডলার উঠাতে জলে বেরিফাই করা লাগে তাই আপনাকে ট্রেড করার পাশা পাশি একাউন্ট ভেরিফাই করে নিলে ভাল হয়। কিছু কিছু ব্রোকারে একাউন্ট বেরিফাই ছাড়া ট্রেড করা যায়। আপনার কাছে যে কোন সময় ভেরিফাই করার ডুকুমেন্ট চাইতে পারে।

sharifulbaf
2016-05-17, 04:21 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য যে একাউন্ট করে থাকি সেই একাউন্ট ভেরিফাই করাকে একাউন্ট ভেরিফিকেশন বলা হয়,তাই আমাদের একাউন্টের ভেরিফাই করে নিতে হবে না হয় যে কোন সময় একাউন্ট বন্ধ হয়ে যাবে,ভাল কাজ হল একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং করা তাত্র একাউন্ট ভাল ভাবে রক্ষণাবেক্ষণ করা যায়।

Sahed
2016-07-27, 11:08 AM
ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং ঠিকানা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর নাম ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।

md mehedi hasan
2016-12-02, 09:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন ব্রোকারের অধীনে একাউন্ট খুলে ট্রেড করতে হবে।এবং উক্ত একাউন্ট বৈধ ভাবে পরিচালোনার জন্য আপনাকে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে।আপনি একাউন্ট ভেরিফাই না করলে ট্রেড ট্রেড করতে পারবেন না।

Rokibul7
2020-07-14, 09:01 PM
ভেরিফিকেশন হচ্ছে সত্যতা যাচাই করা। আমরা যখন কোন প্রকারে একাউন্ট খুলবো এবং ডিপোজিট করবো তার আগে অবশ্যই একাউন্ট ভেরিফিকেশন করে নিব। এজন্য দরকার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি। এবং যার এনআইডি কার্ড তার এনআইডি কার্ড সহ ছবি। এভাবে প্রথম এবং দ্বিতীয় লেভেল ভেরিফাই করে নিতে হবে। তারপরে ব্যালান্স ডিপোজিট করব এবং উইথড্র নিব।

amirkabir
2020-07-15, 05:51 AM
অ্যাকাউন্ট ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রতিটি ব্রকারের এটি একটি শর্ত মুনাফা উত্তোলনের জন্য।একাউন্ট ভেরিফিকেশেনের মূল কাজ হচ্ছে আপনাকে ভালভাবে জানা কাগজপাতিতে,অর্থাৎ আপনার সমপর্কে বিস্তারিত জানতে এবং আপনার দেয়া তথ্য সঠিকতা যাচাইয়ের মাধ্যম হচ্ছে ভেরিফিকেশন।প্রায় সকল ধরনের ব্রোকারি ভেরিফিকেশনের জন্য কয়েকধরনের কাগজপত্র চায়,যেমন: পাসপোর্ট,এনআইডি,ড্ রাইভিং লাইসেন্স,ইউটিলিটি বিলের কপি,ব্যাংক স্টেটমেন্ট। ভেরিফিকেশনের জন্য অনেক সময় এন আইডি সহ সেলফিও দেয়া প্রয়োজন হয়, ভেরিফিকেশন জন্য অনেক সময় ওদের কাগজ প্রিন্ট করে তাতে সই করে আবার স্কেন করে দিতে হয়(যেমন এডমিরাল মার্কেট)। ভেরিফিকেশন না করলে ফরেস্ক হতে প্রাপ্ত অর্থ উত্তোলন করা যায় না।অনেক সময় পেমেন্ট সিস্টেমও ভেরিফাই করা প্রয়োজন হয়,যেমন বলে আপনি ৫ ডলার ইনভেস্ট করেন বা পেমেন্ট সিস্টেম এর স্ক্রিন শট চায়।

InstaForex Sushantay
2020-07-15, 02:51 PM
ভেরিফিকেশনে হল পরিচয় ও ঠিকানা যাচাই। মুলত ট্রেডিং অ্যকাউন্ট ভেরিফিকেশন ব্রেকারে ট্রেডার অ্যকাউন্টের নিরাপত্তা প্রদান করে। কেননা পেমেন্ট সিস্টেম এর নিবন্ধনকৃত নামের মিল হলেই আপনি উইড্রো করতে পারবেন। আপনি চাইবেন না অন্য কেউ আপনার টাকা হ্যাক করুক। ইন্সটাফরেক্স ব*ভেরিফিকেশন*করা খুবই সহজ একটি প্রক্রিয়া। ক্লায়েন্ট ক্যাবিনেট লগই করে অ্যাকাউন্ট সেটিংস থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায় আবার মোবাইলে ইন্সটা ভেরিফাই অ্যাপ ডাউনলোড করেও খুব সহজে ভেরিফিকেশন করা যায়। ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-https://www.instaforex.org/bd/verification

Md.shohag
2020-08-16, 07:19 PM
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন হল নিজের একাউন্টের সত্যতা এবং বৈধতা যাচাই করা । এই কাজটি করে থাকে ব্রোকার অর্থ্যাৎ যে ব্রোকারের অধীনে ট্রেড করেন । ফরেক্স যে কেউ একাউন্ট খুলতে পারে এবং তারা একাউন্ট খোলার সময় অনেক তথ্য প্রদান করে থাকে, তাই এই সব তথ্যদি যাচাই করা হল ভেরিপিকেশন করা । ভেরিফিকেশন দুই বার করে দুই স্তরের করতে হয় । এবং ভেরিপিকেশন ব্যাতিত ট্রেড করা যাবে কিন্ত লভ্যাংশ উত্তলন করা যাবে না ।

FREEDOM
2020-08-23, 02:04 AM
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন হল নিজের একাউন্টের সত্যতা এবং বৈধতা যাচাই করা । এই কাজটি করে থাকে ব্রোকার অর্থ্যাৎ যে ব্রোকারের অধীনে ট্রেড করেন । ফরেক্স যে কেউ একাউন্ট খুলতে পারে এবং তারা একাউন্ট খোলার সময় অনেক তথ্য প্রদান করে থাকে, তাই এই সব তথ্যদি যাচাই করা হল ভেরিপিকেশন করা । ভেরিফিকেশন দুই বার করে দুই স্তরের করতে হয় । এবং ভেরিপিকেশন ব্যাতিত ট্রেড করা যাবে কিন্ত লভ্যাংশ উত্তলন করা যাবে না ।