PDA

View Full Version : Forex Signal



mehedi12122
2014-11-05, 09:53 PM
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আয়ালাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদের কাছে একটি বিষয় শেয়ার করার অনুমতি চাই। এটা আমার প্রথম পোস্ট , ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

আমি ফরেক্স এ ২ বছর ধরে trading করছি , প্রথম এ আমি না বুযে trading করতাম যার ফলে অ্অ্যাকাউন্ট ০০০০ হতো পরে ফরেক্স শিখলাম তার পর ফরেক্স এ Sebastian Seliga সাথে পরিচয় । ৬ মাস ধরে ওনার সিগন্যাল ফল্লও করছি ভাল ইঞ্চমে করছি আল্লাহ হর রহমতে , Sebastian Seliga একজন Analytical expert ও "Analyst of the Year" award" জিতেছেন ২ বার । অনি সিগন্যাল পোস্ট করেন টুইটার এ যদি কেও সিগন্যাল পেতে চান আমি আমার protected টুইটার এ সিগন্যাল পোস্ট করব আর জন্য ৫০ ডলার দিতে হবে monthly এবং ব্লগ এ রেভিও গুলু পোস্ট দিবো, আর যদি আমার IB বা Referal link এ অ্অ্যাকাউন্ট করেন তখন ৫০ ডলার দিতে হবে না। আমি বলছি না যে না বুজে আমাকে টাকা দিতে , আমি ২ দিন demo সিগন্যাল দিব যদি আপনাদের ভালো লাগা তখন টাকা দিবেন । আর দয়া করে ৫০০ ডলার এঁর নিচে কেও অ্যাকাউন্ট খুলবেন না , ৫০০ নিচে অ্যাকাউন্ট দিয়ে আমার সিগন্যাল দয়া করে ফলোও করবেন না।

কে Sebastian Seliga http://is.gd/toFiVG & review article http://is.gd/65JIUv

এটা ওনার প্রতি দিন এঁর পোস্ট সুধু ২তা পেয়ার যেখানে অনি সিগন্যাল সম্পর্কে বিস্তারিতও লিখেন , যদি paid সিগন্যাল follow করেন উনি সব রকম সিগন্যাল বিস্তারিত বলেন উইথ পিকচার দিয়ে ।
আমার protected ব্লগ ২ দিন এর জন্য উন্মক্ত করলাম কি ভাবে সিগন্যাল নিতে হবে http://elliottwavebymehedi12122.blogspot.com

আবার ও বলছি দয়া করে কোও ভুল ভাবে নিবেন না । প্রশ্ন করার থাকলে কমেন্ট এ প্রশ্ন করুন

skype mehedi12122 for details

সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

ahsan
2015-04-07, 11:32 AM
আমি মনে করি, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কারো সিগনাল বা এনালাইসিস কিনে বা ফ্রী তে ব্যবহার না করে নিজে নিজে ট্রেডিং করার মত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত। এক্ষেএে একটু বেশী সময় লাগলেও যা অর্জন হবে এর মাধ্যমে সেটা অমূল্য।

fxtdr
2015-07-10, 04:50 PM
ভাই এভাবে যদি আপনি বা আমি সিগ্ন্যাল ফলো করে ট্রেড করি তাহলে আমরা তো নিজে কখনই দক্ষতা অর্জন করতে পারব না । উনি শুধু নিজেই এওয়ার্ড পেয়ে যাবেন আর আপনি উনার পকেটে সিগ্ন্যাল কিনে আরোও টাকা ঢুকাবেন । তাই সু শুধু পরনির্ভরশীল না হয়ে নিজে ফরেক্স এর a to z শিখেন তারপর ট্রেড করেন ।

maziz6989
2015-07-10, 10:33 PM
আসলে পরনির্ভরশীল না হয়ে নিজে ট্রেড শিখে তার পরে নিজের সিগন্যাল নিজে তৈরী করে ট্রেড করা ভাল। আর আগাম আপনাকে ৫০ ডলার দিয়ে সিগন্যাল কিনতে হবে কেন? আমার জানামতে এমন অনেক সিগন্যাল প্রভাইডার আছে যাদের ট্রেড করার মত ব্যালান্স না থাকায় সিগন্যাল বিক্রির ধান্ধা করে। যাই হোক আপনার মাই এফ এক্স বুক এর লিংক অথবা আপনার একাউন্টের ইনভেস্টর পাসওয়ার্ড দিবেন যাতে জাতি যানতে পারে আপনি কোন মাপের ট্রেডার। আঘাত দিয়ে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত।

smartroni1996
2015-07-31, 10:35 PM
আমি মনে করি যে অন্যের সিগন্যাল বা কৌশল ব্যবহার করা বোকামি ছারা আর কিছু না।কারন এনি যদি এতই সিগন্যাল বিশেষজ্ঞ হতেন তাহলে তিনি নিজে এইসব আজাইরা সময় নষ্ট না কইরা নিজেই বিল গেটস হইয়া যাইত্

Md. Ridoy parvej
2015-08-06, 11:16 AM
ফরেক্স এ কিছু কিছু সিগনাল আছে সেগুরো আমাদের মেনে ট্রেড করতে হবে। কারন নিয়ম নীতি মেনে কাজ করলে ভাল মুনাফা অর্জন করা সম্ভব।

Taleb Mahmud
2015-08-06, 11:31 AM
forex signal টা বড় বড় ট্রেড়াররা দিয়ে থাকে। signal নিয়ে ট্রেড় না করে নিজে ভাল করে শিখে ট্রেড়িং করা ভাল।

maziz6989
2015-08-06, 03:08 PM
কালে কালে কত গুরু দেখব এই মার্কেটে। কেউ বলে সাপ্তাহিক ১০০০ পিপস আবার কেউ বলে ১০০০০ পিপস প্রতি সপ্তাহে। বুঝলাম না , আমি যদি নিজেই এত ভাল ট্রেড করতে পারি তবে সিগন্যাল বেচতে হবে কেন। এমনিতেই তো আমি লাখ পতি নয় সোজা কোঠি পতি।

samrat
2015-08-13, 03:00 PM
আসলে আমার জানামতে ফরেক্সের সিগনাল সপ্তাহে মাত্র দুই একবার মিল্লে মিলতে পারে। নাছারা ফরেক্সে আর কেউ
লস করত না। আপনাদের মতে কি?

Defender
2015-08-13, 03:35 PM
জানলে সুজা ,না জানলে বুঝা । কনো কাজ করতে হলে তার প্রতি ভাল ধারনা থাকা দরকার ।

samrat
2015-08-23, 07:42 PM
ফরেক্স সিগনাল আমাদের নানান ভাবে সাহায্য করে।এতে আমাদের অনেক লাভ হয়।অনেকে আবার ফরেক্স সিগনাল ছারা ট্রেড করতে চাই না।

Marufa
2015-09-14, 11:06 AM
বিশ্বে হাজার হাজার সিগন্যাল প্রভাইডার আছে । অনেককে ফ্রিতে সিগন্যাল দেয় আবার অনেকে পেইড সিগন্যাল দেয় । এটা ফরেক্স মার্কেটের একটি সাইট ব্যবসা । তবে আমার মনে হয় হাজার জনের সিগন্যাল এর মধ্যে ঘোরাঘুরি না করে নিজের ট্রেডিং সিস্টেম ডেভেলপমেন্টে গুরুত্ব দিন কাজে লাগবে ।

Aunik
2015-09-20, 10:47 AM
আমি বুঝিনা যারা ফরেক্স এ সিগ্নাল বিক্রি করেন তারা কতটা এক্সপারট ।। তারা যদি এক্সপারট ই হয়ে থাকেন তো তারা মান্থলি ৫০ ডলারে কেনো সিগ্নাল বিক্রি করেন।। তারা কেনো ফরেক্স এ ট্রেড করেন না ।। আর তারা যদি ফরেক্সে ট্রেড করে থাকেন তাহলে তাদের কি এমন অভাব হয়ে গেছে যে মাসে ৫০ দলারের দামে ফরেক্স সিগ্নাল বিক্রি করতে হবে ।। একটু কেও আমাকে বিসয় টা ক্লিয়ার করেন খুসি হবো ।।

joynew
2015-10-13, 01:59 AM
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন।

Momen
2015-10-17, 07:00 PM
আমার মনে হয় কারো সিগন্যাল ফলো না করে নিজে জিনে এনাল্যাইসিস করে ট্রেড করাই বেটার। কারণ এতে আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা বাড়বে।

mlbasumata
2015-10-23, 03:46 PM
ফরেক্স সিগনাল নিতে গেলে খুব সাবধান, না হলে আপনার এত টাকার মাসিক ফী তো বৃথা যাবেই, ফরেক্স থেকে আপনাকে বিদায়ও নিতে হতে পারে।

iqbalearth
2015-11-29, 01:00 AM
আমি মনে করি যে অন্যের সিগন্যাল বা কৌশল ব্যবহার করা বোকামি । কারন এনি যদি এতই সিগন্যাল বিশেষজ্ঞ হতেন তাহলে তিনি নিজে এইসব আজাইরা সময় নষ্ট না কইরা নিজেই বিল গেটস হইয়া যাইত্

HKProduction
2015-12-08, 12:21 PM
আমি কারও পারসোনাল সিগনাল ব্যবহার করে ট্রেড করাটাকে খুবই অপমানজনক মনে করি। যেখানে একটি ট্রেড থেকেই ৫০ ডলার পাওয়া সম্ভব সেখানে সিগনাল বিক্রি করে ৫০ ডলার কামানোর ব্যবসা কখনও ফরেক্স এর আওতায় পড়ে না। আসলে এরা আমাদের মত সাধারণ ট্রেডারদের পা গোল সরি পাগল বলে মনে করে। নতুন ভাইদের প্রতি অনুরোধ এরাই ফরেক্সকে ডুবিয়েছে, এদের গর্তে পাদিবেন না সরি পা দিবেন না।

MotinFX
2015-12-21, 05:52 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে নিজে নিজে ট্রেড করতে হবে। আমার মতে নিজে নিজে ট্রেডিং করলে নিজের কাছে একটি ট্রেডিং প্লাট পরম তৈরি হয় এবং ধীরে ধীরে দক্ষতা অর্জন করা যায়।

basaki
2015-12-21, 06:01 PM
ফরেক্স সিগ্ন্যাল ফরেক্স ট্রেডিং করতে হলে একজন ট্রেডারকে নিয়মিত দেখতে হবে। কারন ফরেক্স মার্কেটে যখন কোন সিগ্নাল আসে তখন ফরেক্স মার্কেটের মুবমেন্ট অনেক বেশি হয়। তখন ফরেক্স ট্রেড একটু চিন্তা করে করা উচিত।

HKProduction
2015-12-28, 02:58 PM
আপনিতো 50 ডলারে সিগনাল বিক্রি করেন। আল্লাহর রহমতে ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডার আছেন যারা আপনি মাগনা সিগনাল পাঠালেও তা ফলো করবে না। কেননা ওরা এখানে শিথতে এসেছে। সিগনাল কিনতে আসেনি। এসব পুরানো পদ্ধতি ফেলে দিয়ে নতুন কোন সিস্টেম চালু করেন। যাতে পাবলিক বুঝতে না পারে। আস সালামু আলাইকুম।

HKProduction
2016-01-01, 08:36 PM
ভাই অত্যন্ত দুখের সাথে সবিনয় বিনোদন এই যে আমি নিজে টেকনিক্যাল এনালাইসিস করে সিগনাল বানাইতেছি। আমার সিগনাল দিয়া আমি নিজেই এত বেশি খুশি যে এই সিগনাল বিক্রি করার কাঙ্গালিপনা করার সময় নাই। একজন ফরেক্স ট্রেডার 50 ডলারের কাছে তার সত্বা বিকিয়ে দেবে আমার বিশ্বাস করতে বড় কষ্ট হয়। শুনলে অবাক হবেন, নতুন হয়েও আমি যা জানি তা অন্যদের বিনা টাকায় শিখাই। টাকা কবরে যাবে না।

yasir arafat
2016-04-05, 02:09 PM
অন্যের সিগনাল ব্যবহার করে ফরেক্স করা যায় না ।কারণ আপনি কত দিন এভাবে সিগনাল ফলো করে চলবেন।দেখবেন আপনি এক সময় একাউন্টটাকে জিরো করে ফেলেছেন।সে যদি এতো বেশি সঠিক সিগনাল দেয় তাহলে নিজে ট্রেড করলেতো অনেক টাকার মালিক হতে পারে।কি দরকার আছে তার সিগনাল সেল করার।তাই নিজের দক্ষতা নিজের কাজে ব্যয় করা অনেক ভাল।

RUBEL MIAH
2016-06-23, 06:39 PM
ফরেক্স নিউজের দিকে ও খেয়াল রাখতে হবে যদি সফল ব্যবসায়ী হতে চান । কিন্তু তার চেয়ে ও নিজের দক্ষতা কাজ করে সব চেয়ে বেশী । সুতরাং আমরা নিউজ সিগন্যাল এবং নিজেদের দক্ষতা একত্রিত করে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য সব দিকে খেয়াল রাখতে হবে তাহলেই জয়ী হতে পারব ।

vodrolok
2016-09-10, 04:01 PM
ফরেক্সে যে কয়েকটি বিষয় থেকে শত সহস্র হাত দূরে থাকতে হবে তার মধ্যে একটা হলো সিগন্যাল। মনে রাখবেন কোনো সিগন্যাল প্রোভাইডারই সিগন্যাল দেয়া শুরু করার পর পাঁচ বছর টিকতে পারেনা। আর গড়ে একেকজনের আয়ু হলো ৪-৫ মাস। আর যারা ফেইসবুক ইত্যাদিতে সিগন্যাল দেয় তারা কিন্তু প্রফিট বেশি দেখানোর জন্য রিস্ক নেয় আর অনেকেই লাভের বানানো মিথ্যা তথ্য প্রকাশ করে।

Dilip05
2016-10-01, 07:28 PM
অন্যের এনালাইসিস ফলো না করে নিজে কোন এনালাইসিস এর কৌশল হলো করে ট্রেড করা উচিত। এতে ফরেক্স এ দক্ষতা বাড়বে।

tarekbsl101
2016-10-06, 02:19 PM
যারা নতুন তারা যদি সিগনাল এর কথা ভাবেন আশা করি ফরেক্স শিখতে পারবে না কোনো দিন

nbfx
2016-11-03, 10:25 AM
ভাই আমার ট্রেডের অভিজ্ঞতা ৬ বৎসর । প্রথম ২বৎসর ৮মাস শুধু লস করেছি। তারপর থেকে লাভ করে যাচ্ছি( আলহামদুলিল্লাহ্)্ । আমি নিজেই সিগন্যাল বানিয়েছি। শুধুমাক্র মুভিং এভারেজ ব্যবাহর করে। আপনিও পারবেন চেষ্টা করুন।

sohrab
2016-11-04, 08:09 PM
ফরেক্স করতে সিগন্যাল একটি গুরুত্ব পূর্ন বিষয় বলে আমি মনে কর । এটি আপনাকে মার্কে সম্পর্কে ধারনা দিবে ।তবে সব সময় সিগন্যাল ঠিক হয় না । যারা সিগন্যাল পুরো পুরি অনুসরন করতে চান তারা সাবধান কেননা সিগন্যল সঠিক নাও হতে পারে । আপনাকে নিজে ই মার্কেট নিউজ নিয়ে সিগন্যর তৈরী করার চেষ্ট করতে হবে । তবেই ভাল ফল পাওয়া যাবে ।

shaminfx
2016-11-22, 07:32 PM
ফরেক্স মার্কেটে আজকাল অনেকে যুক্ত হইছে, তাই অনেকে সিগ্নাল এর জন্য গ্রুপ খুলে ওখানে ওড়া সিগ্নাল সেল করার জন্য একটা প্রতিষ্ঠান বানাই, সিগ্নাল বিক্রি করতে চাই, আবার অনেকে ফ্রী সিগ্নাল দেয়, আবার এখন অনেক ব্রোকার এর সাপোর্ট থেকে সিগনাল দিয়ে থাকেন, আর আমি মনে করি কি সবার সিগনাল বাদ দিয়া নিজের মতামত করে মার্কেট বুঝে গ্রিন সিগনাল বের করা, কারর সিগনাল এর উপর ভরাসা না করা,

kumarkhali
2016-12-05, 04:15 PM
আজকাল ফরেক্স মার্কেটে এক গাদা গাদা সিগ্নাল দেয়ার জন্য বিক্ষত ট্রেডার রা রেডি আছে, এমন কি তাদের সিগ্নাল গ্রুপে অ্যাড হতে গেলে তাদের কে ১ মাসের ফি অ্যাডভানস করতে হয়,তার মানে তারা সিগ্নাল বিক্রি করে থাকে সব সময়, আর যারা ফরেক্স মার্কেটে নতুন আসে তারাই শুদু এদের খপ্পরে পরে, আমি মনে করি কারর সিগ্নাল ফ্লও না করে নিজে এনালিস করে ট্রেড করা ভাল।

riponinsta
2016-12-17, 03:19 PM
আমি ফরেক্স সিগন্যাল দিয়ে টেড করা ঠিক মনে করি না কারন সিগন্যাল বন্ধ হয়ে গেলে তখন আপনি কি করবেন । তাই আপনার উচিত নিজে নিজে টেড করা আর লাভ করা তা না একেবারেই না পারলে আপনি ইন্সতাফরেক্স এ সিগন্যাল পাওয়া যাই সে গুল দিয়ে টেড করতে পারেন । ইন্সতাফরেক্স এর এনালিস্যস দিয়ে টেড করে অনেক লাভ করা যাই ।