PDA

View Full Version : ভেরিফাই ছাড়া ট্রেডিং?



Sreepad2014
2014-11-05, 11:44 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে।

fh.ratul
2014-11-07, 08:02 PM
জদি আমি ভেরিফায় নয়া করি আমি কি পেমেন্ট তুলতে পারবো নয়া?

shuvo2014
2014-11-12, 11:22 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে।

হ্যা বাধ্যতামূলক নয় কিন্তু এটি আপনার জন্য ঝুকি পুর্ণ বলেই মনে হয়। কারন যে কোনো সময় চাইলেই ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ আপনার একাউন্ট ক্লোজ করতে পারে।

maziz6989
2015-08-01, 10:44 AM
জদি আমি ভেরিফায় নয়া করি আমি কি পেমেন্ট তুলতে পারবো নয়া?

না আপনি পেমেন্ট তুলতে পারবেন না। এজন্য আপনাকে উ্চ্ছ লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে। তবে আপনি শুধু মাত্র আপনার অর্জিত প্রফিট তুলতে পারবেন। বোনাসের ডলার আপনার একাউন্টে থেকেই যাবে। এর পুরোটা আপনি লস করতে পারেন কোন সমস্যা নাই।

MotinFX
2015-08-18, 01:17 AM
হ্যা,,আপনি ভেরিপাই ছাড়া ট্রেড করতে পারবেন। তবে ভেরিপাই না করলে টাকা উঠাতে সমস্যা হয় এমন কি আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে। তাই আমি মনে করি ভেরিপাই করা ভাল।

nasir
2015-08-18, 11:43 PM
হা,আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন।কিন্থু আপনি যখন বড় কোন ধরনের টাকা রেফার করতে যাবেন তখন আপনাকে আপনি ভেরিফাই করতে হবে।তাই আগেই ভেরিফাই করা ভাল।যাতে করে আপনার পরে কোন সমসা না হয়।

Momen
2015-08-21, 08:12 AM
আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে করতে পারবেন। কিন্তু আপনার প্রফিট আপনি Withdraw দিতে পারবেন না। এ জন্যে আপনাকে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে। তাছাড়া ভেরিফাই ছাড়া একাউন্টে ট্রেড করা রিক্সি বেপার।

md mehedi hasan
2015-08-21, 10:29 AM
ফরেক্সে রিয়েল একাউন্ট খুলারপর একাউন্টকে পরিপূর্ণ ব্যবহারের উপযোগী করার জন্য দুটি লেভেল ভেরিফাই করতে হয়।এর মধ্যে প্রথম লেভেল ভেরিফাই হলেও আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু দ্বিতীয় লেভেল ভেরিফাই না হলে আপনি ব্রোকার এর কাছ থেকে পাওয়া অনেক সুযোগ সুবিধা থেকে বঙ্চিত হবেন।তাই ফরেক্সে ব্রোকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি পাবার জন্য ফরেক্সে দুটি লেভেল ভেরিফাই করা অবশ্যক।

swadip chakma
2015-09-08, 08:43 PM
যারা উপদেশ প্রদান করেছে সবাইকে ধন্যবাদ,তবে আমি যতটুকু জানি ফরেক্স এ ভেরিফিকেশন সারা রিয়াল একাউন্তে ট্রেড করা যাই কিন্তু টাকা তুলার সময় হয়তো সমসস্যা স্রিস্তি হতে পারে,সেজন্ন্য একাউন্ত ভেরিফাই অনেক দরকার।আরেক টা কথা হছে একাউন্ত ভেরিফাই করলে নিজের কাছেও সেপ থাকা যাই।

fxover
2015-09-13, 02:39 PM
ভেরিফাই ছাড়া ত্রে করতে পারবেন । তবে আমার মনে হয় ট্রেড করার আগে আপনি আপনার একাউন্টটি আগে ভেরিফাই করে নিন । এতে আপনারই লাভ । কারন আপনি ট্রেড করার পর যদি দেখেন যে আপনি ভালো প্রফিট করেছেন আর এখন শুধু ভেরিফাই হলেই আপনি আপনার টাকা উঠাতে পারবেন কিন্তু আপনার একাউন্ট টি ভেরিফাই হচ্ছে না তখন এর মত কষ্টের আর কিছু থাকবে না যে আপনি লাভ করার পরো সেটা উঠাতে পারছেন না ।

AbuRaihan
2015-10-12, 10:55 PM
ফরেক্সে ব্যবসা করবেন প্রধান উদ্দেশ্য থাকবে মুনফা উত্তলনের তাই নয় কি? কিন্ত ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন কিন্ত ভেরিপাই ব্যাতিত লভ্যাংশ উত্তলন করতে পারবেন না । কারণ একাউন্টে ভেরিপাই করার অর্থ হল আপনার একাউন্ট এর বৈধতা এবং নিরাপত্তা নিশ্চিন্ত করা । ফরেক্সে অনেক ব্রোকার আছে তার মধ্য কিছু কিছু ব্রোকারে ভেরিপাাই করে তারপর ট্রেড শুরু করতে হয় এবং কিছু ব্রোকারে ভেরিপাই ব্যাতিত ট্রেডের সুযোগ প্রধান করলেও টাকা উত্তলনের ক্ষেত্রে ভেরিপাই করা বাধ্যতামূলক ।

Fxaziz
2015-10-14, 11:57 PM
ভেরিপাই ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করা যাই তবেই এই টাকা আপনি উত্তোলন করতে পারবেননা।ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা উত্তোলন করতে হলে আপানাকে আপনার একাউন্ট ভেরিপাই করতে হবে।ফরেক্স মার্কেট এ আমরা ইন্টারনেট এর মাধ্যমে ট্রেড করি তাই হয়তো আপনার একাউন্ট হেক হয়ে যেতে পারে।তাই আপনাকে আগে আপনার একাউন্ট ভেরিপাই করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার মত সহজ কাজ আর নাই। ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।

dinner
2015-12-10, 07:04 PM
আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে করতে পারবেন কিন্থু আপনি যখন বড় কোন ধরনের টাকা রেফার করতে যাবেন তখন আপনাকে আপনি ভেরিফাই করতে হবে।তাই আগেই ভেরিফাই করা ভাল।

sayem11
2015-12-10, 07:30 PM
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েনট করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। আবার কিছু কিছু ব্রোকারে ভেরিফাই করা ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন । কিন্তু প্রপিট উইথড্র করতে গেলে আপনাকে ঝামেলায় পড়তে হবে । তাই একাউন্ত ভেরিফাই করে নিজের টাকাকে স্বচ্ছ রাখা নিরাপদ ।

basaki
2016-03-17, 10:56 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে একাউন্ট ভেরিফাই না করলেও চলবে। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ভেরিফা না করলেও চলে। তবে আপনি যদি ফরেক্স ট্রেড করে আপনার একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে চান তবে আপনাকে একাউন্ট ভেরিফাই করতেই হবে।

abdulguffer
2016-03-18, 12:05 AM
একাউন্ট ভ্যারিফাই করা ছাড়া আপনি ডিপোজিট ও ট্রেড করতে পারবেন কিন্তু আনভ্যারিফাইড একাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন না। এ ক্ষেত্রে আপনার ডিপোজিট করা আসল টাকা টাও উইথড্র করতে পারবেন না। তাছাড়া ভ্যারিফাইড একাউন্ট এ ট্রেডেবল বোনাসও পাওয়া যায়। আনভ্যারিফাইড একাউন্ট ব্রোকার যেকোন সময় বন্ধ করে দিতে পারে।

RUBEL MIAH
2016-05-25, 12:57 PM
ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব কিন্তু যখন ডলার উত্তোলন করব তখন কোন সমস্যায় পড়তে হতে পারে । অামরা আগেই এ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করব । তাহলেই অামাদের অার কোন প্রকার সমস্যায় পড়তে হবে না ।

maziz6989
2016-05-30, 11:54 AM
আসলে ট্রেড করার জন্য ভেরিফাই করা আবশ্যিক নয়। ভেরিফাই আবশ্যিক হল যখন আপনি প্রফিট উত্তোলন করতে চাইবেন তখন। আমি বলি কি ট্রেড শুরু করার আগে ভেরিফাই করে নিন। এতে যখনই আপনার ট্রেড প্রফিটে থাকবে তখনই ক্লোজ করে দিয়ে উইথড্র দিতে পারবেন। বাকি টুকু ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল।

Moon
2016-06-08, 11:15 PM
ভেরিপাই ছাড়া ট্রেডিং করা যাবে তবে সে ট্রেড করে কোন লাভ নেই । কেননা আমরা সবাই আশা করি যে আমরা মুনফা অর্জন করব মুলত সে উদ্দেশ্যই এখানে আসা । কিন্ত ভেরিপাইয়েড একাউন্ট ব্যাতিত এখান থেকে অর্থ উত্তলোন করা যায় না । তাই আমাদের উচিত হবে একাউন্ট ভেরিপাই করার মাধ্যমে নিজের আইডেন্টিটি বৈধ করা ও যথার্থ প্রক্রিয়া অণুসরণ করে তা করা ।

dwipFX
2016-06-09, 10:59 AM
ফরেক্স মার্কেটে ভেরিপাই করা জরুরি কারন আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু ভেরিপাই না করে ফরেক্স মার্কেট থেকে টাকা তুলতে পারবেন না। আপনি যে ঠিকানাই একাউন্ট করেছেন সে ঠিকানা সঠিক আছে কিনা দেকতে হয় ভেরিপাই করে তার জন্য ব্যাংক স্টেটমেন্ট েববং ভোটার আইডি।

Realifat
2016-06-16, 08:48 AM
আমি আপনার সাথে একমত। ইন্সটাফরেক্সের মতো ব্রোকারে আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারবেন যেটা একটা ভালো দিক। অনেকসময় আপনার ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পূর্বেই ট্রেড করতে ইচ্ছে করতে পারে যেটা ইন্সটাফরেক্সে করা সম্ভব।তবে ভেরিফাই ছাড়া ট্রেড করা গেলেও ভেরিফাই ছাড়া উইথড্র করা যায় না। উইথড্র করার জন্য অবশ্যই হাই লেভেল ভেরিফাই সম্পুর্ন থাকতে হবে ।

Md. Tariqul Islam
2016-06-21, 05:16 PM
ফরেক্সে রিয়েল একাউন্ট খুলারপর একাউন্টকে পরিপূর্ণ ব্যবহারের উপযোগী করার জন্য দুটি লেভেল ভেরিফাই করতে হয়।এর মধ্যে প্রথম লেভেল ভেরিফাই হলেও আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু দ্বিতীয় লেভেল ভেরিফাই না হলে আপনি ব্রোকার এর কাছ থেকে পাওয়া অনেক সুযোগ সুবিধা থেকে বঙ্চিত হবেন।

Sahed
2016-07-25, 03:26 PM
হ্যা ফরেক্স মার্কেটে আপনি ভেরিফাই ছাড়াও মার্কেটে ট্রেড করতে পারবেন । তবে আপনি যদি এই ফোরামের বোনাস নিয়ে ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে । অন্যতায় আপনি ফোরামের বোনাস পাবেন না । তাই আমি মনে করি ট্রেডিং একাউন্ট ভেরিফাই করাই ভাল।

mahbubhb
2017-08-09, 09:58 PM
আমি ফার্স্ট লেভেল পর্যন্ত ভেরিফাই এর ডকুমেন্টস সাবমিট করেছি । কিন্তু যেটা শেষ লেভেল ভেরিফিকেশন তার জন্যে কি কি ডকুমেন্টস সাবমিট করবো? শুধুই কি ব্যাংক ষ্ট্যাটমেন্ট এর ১ কপি সাবমিট করলেই হবে নাকি আরও কিছু লাগবে। লাস্ট ভেরিফিকেশনের এখানে ৪ টা জায়গা আছে। কেউ কি বলবেন প্লিজ।