PDA

View Full Version : ডিপোজিট এবং উইথড্র



Sreepad2014
2014-11-05, 11:46 PM
আমরা বাংলাদেশীরা একটা ব্যাপার নিয়ে অনেক ভুক্তভোগী। আমাদের দেশে পেপাল নেই। তাই আমরা দেশে অনলাইন থেকে সহজে টাকা আনতে পারি না। বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাইরে টাকা পাঠানোর অনুমতি নেই। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আপনি দেশ থেকে টাকা ডিপোজিট করতে পারবেন না। কিভাবে ফরেক্সে ডিপোজিট করবেন? আপনি ecurrency এর মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে পারেন। পেপাল এর মত অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে। যেমনঃ Liberty Reserve (LR), AlertPay (AP), MoneyBookers (MB) ইত্যাদি। আপনি এসবের মাধ্যমে অনলাইনে ফরেক্সে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড/ভিসা কার্ড দিয়েও ডিপোজিট করতে পারবেন।

fh.ratul
2014-11-10, 10:23 PM
এখিন আমাদের দেশ থেকে ফরেক্স এ একাউন্ট থেকে টাকা তুলার কোন সহজ মাধম নাই । যা খুব হতাসা জনক।

fxover
2015-09-19, 06:34 AM
এখিন আমাদের দেশ থেকে ফরেক্স এ একাউন্ট থেকে টাকা তুলার কোন সহজ মাধম নাই । যা খুব হতাসা জনক।

না ভাই হতাশ হবার কোন কারন নাই । আপনি ফরেক্স মার্কেট তকে আপনার অর্জিত লাভের অংশ খুব সহজেই দেশে নিয়ে আসতে পারেন কোন ঝামেলা ছাড়াই । আপনি আপনার ফরেক্স এর লাভ স্ক্রিল এ ট্রান্সফার দেন । তারপর সেখান থেকে আপনি যদি ব্যাংক উইথড্র করেন তাহলে আপনার টাকা আপনার ব্যাংক একাউন্টে যোগ হয়ে যাবে যা খুবই সহজ । তাই আর টেনশন করার কোন কারন নাই আপনি নিশ্চিন্তে ট্রেড করতে থাকুন কারন টাকা উঠানোর কোন ঝামেলাই আর নাই আমাদের ।

Defender
2015-09-19, 08:52 AM
আমি মনে করি যে আমরা বাংলাদেশীরা একটা ব্যাপার নিয়ে অনেক ভুক্তভোগী। আমাদের দেশে পেপাল নেই। তাই আমরা দেশে অনলাইন থেকে সহজে টাকা আনতে পারি না। বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাইরে টাকা পাঠানোর অনুমতি নেই।

swadip chakma
2015-09-24, 01:15 AM
আমি অনেক জনের পোস্ট পড়ে দেখলাম তবে আমি একনও পরিস্কার না যে আমি যদি আমার আয় করা ডলার উত্তলন করতে চাই তাহলে আমি ওয়িথড্র দিলে কি আমার বাংলাদেশের যে কোন ব্যাংক যেমন এবি ব্যাংক কে আমার টাকা জমা হয়ে যাবে,নাকি আমি অন্য কোন সাহায্য নিতে হবে কেউ জানাবেন কি?কারন আমার এ ব্যাপারে কোন ধারনা নেই।

Momen
2015-09-24, 03:38 PM
আমি ঐ বেপারে কিছু বলতে পারছি না। কারন আমি নিজেই এখন ও কোন ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। আমি মানি ব্রোকারস এর মাধ্যমে ড্রেলার উইথড্র দিয়ে থাকি।

AbuRaihan
2015-10-07, 07:57 AM
হ্যাঁ অনলাইন এর ক্ষেত্রে পেমেন্ট নিয়ে বাংলাদেশিরা অনেক ভুক্তভুগি । অর্থ্যাৎ আমাদেরকে একটুু বিড়ম্বনায় পরতে হয় । কিন্ত তা সত্তেও আমাদের উন্নতি থেমে নেই । আমাদের হাজরো ট্রেডার এগিয়ে চলেছে এই সেক্টরে । তাই আমাদের সামান্য সমস্য নিয়েও আমরা এগিয়ে চলেছি । ফরেক্স ডিপোজিট এবং উত্তলন করার জন্য অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে যারা ট্রেডারদেরকে পেমেন্ট এর ক্ষেত্রে সহযোগিতা করে ।

dinner
2015-12-10, 08:07 PM
ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবার্টি রিসার্ভ সবচেয়ে ভাল। কারন প্রায় সব ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। আপনার পছন্দের অধিকাংশ ব্রোকারে আপনি লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করতে পারবেন। লিবার্টি রিসার্ভ সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যায় না। তাই আপনি যখন আপনার প্রফিট উইথড্র করতে চাবেন, অনলাইনে অনেক এক্সচেঞ্জার সাইট আছে যারা আপনাকে লিবার্টি রিসার্ভ এক্সচেঞ্জ করে আপনাকে ব্যাংক ট্রান্সফার করে দিবে।

Talha
2015-12-11, 05:05 PM
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে যা আয় করব সেটা কিভাবে উইথড্র দিব আসলে আমি সেটা জানিনা কেউ একজন অভিজ্ঞ ট্রেডাররা আমাকে যদি বিস্তারিত ভাবে লিখে পোষ্টিং দেন তাহলে আমিও যানতে পারবেন সবাই যানতে পারবে মনে করি সবাই উপকৃত হতে পারবে

sayem11
2015-12-15, 03:20 PM
আমি অনেক জনের পোস্ট পড়ে দেখলাম তবে আমি একনও পরিস্কার না যে আমি যদি আমার আয় করা ডলার উত্তলন করতে চাই তাহলে আমি ওয়িথড্র দিলে কি আমার বাংলাদেশের যে কোন ব্যাংক যেমন এবি ব্যাংক কে আমার টাকা জমা হয়ে যাবে,নাকি আমি অন্য কোন সাহায্য নিতে হবে কেউ জানাবেন কি?কারন আমার এ ব্যাপারে কোন ধারনা নেই।

বাংলাদেশের কোন ব্যাংকে ফরেক্স ব্রোকার থেকে উত্তোলনের আবেদন করলেও সেটি এখনো হবেনা । কারন বাংলাদেশের ব্যাংক এখনো কোন ব্যাংককে সেই অনুমতি দেয়নি । তবে আমার জানামতে আপনি আপনার অনলাইন ব্যঙ্কিং থেকে লোকাল ব্যাংককে ট্রান্সফার দিতে পারবেন ।

owalith
2015-12-17, 02:09 AM
ফরেক্সে $ ওঠান ও জমা করার অনেক উপাই আছে। ইনেস্তা ফরেক্স মাস্তার কার্ড দিয়ে সব কাজ করা যাবে এই জন্য মাস্তার কার্ড আপিল করতে হই। তাছারাও skill, paypal, netlear, peyza, etc অনেক উপায় আছে।

HKProduction
2015-12-17, 07:21 PM
সব ফরেক্স ট্রেডাররাই ইলেক্ট্রনিক পেমেন্ট প্রসেসরের মাধ্যমে তাদের ডিপোজিট এবং উইথড্র করে থাকে। আজ পর্যন্ত এ ব্যাপারে কোন সমস্যা হয়নি। তবে কেউ যদি আপনার টাকা নিয়ে ডলার না দেয় এটা আমাদের নৈতিক অবক্ষয়। সমাজে এমন লোক খুব কম নয়।

basaki
2015-12-18, 08:18 PM
ফরেক্স মার্কেটের টাকা ডিপোজিট এবং উথড্র খু কঠিন কাজ না।অনলাইনে অনেক মানি ব্রোকার আছে যা থেকে খুব সহজে টাকা লেনদেন করা যায়।অনলাইলন যেমনস্কিল,প্যাজা,প্যাপল,নেটলার,অয়েবমানি আর অনেক এইরক ব্রোকার আছে।

Realifat
2015-12-20, 02:21 PM
সবাই যাই বলুক না কেন ডিপোজিট এবং উইথড্র নিয়ে আমি কখনই চিন্তিত নয়। কারন আমার মতে নেটলার পেমেন্ট মেধডটা খুব ভালো।কারন নেটলারের জমানো ডলার আমরা খুব সহজেই বাংলাদেশ থেকে টাকায় পরিনত করতে পারি। এজব্য নেটলারের মত পেমেন্ট মেথড থাকায় ডিপোজিট এবং উইথড্র নিয়ে আমার কোনো চিন্তা নেই।

yasir arafat
2016-04-01, 02:01 AM
আমি মনে করি যে আমাদের দেশে এখন ফরেক্সের জন্য সকল সুবিধা দেওয়া হচ্ছে ।কারণ এখন প্রায়ই সব ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় এবং ফরেক্স শেখার জন্য ইন্সটা ফরেক্স আমাদের জন্য বাংলা ফরেক্স শেখার স্কুলের ব্যবস্থা করেছে।এছাড়া মাস্টার কার্ডও আমাদেরকে দেওয়া হচ্ছে।

Sahed
2016-07-26, 10:22 PM
হ্যা ফরেক্স মার্কেট বাংলাদেশে বৈধতা না পাওয়ার কারনে মার্কেটে আমাদের ডিপোজিট করাটা একটি সমস্যা হয়ে দাড়ায়॥ তবে আপনি চাইলে অনলাইন থেকে কারও কাছ থেকে ডলার কিনে নিতে পারেন । আর উইথড্র করার জন্য আপনি স্ক্রিল, পেপাল , পেজা, নেটেলার ইত্যাদির সাহায্য নিতে পারেন ।

fatema begum
2016-07-31, 08:17 PM
এখন আর উইথড্র করতে তেমন কোন সমস্য হয় না।বিভিন্ন উইথড্র মেথড থেকে আমাদের ইচ্ছামত একটা মেথড নিয়ে আমরা অল্প সময়ে উইথড্র করতে সক্ষম হয়।এছাড়া বিভিন্ন ব্রোকার এর জন্য সুবিধা দিচ্ছে।যেমন ইন্সটাফরেক্স থেকে আপনি চাইলে মাস্টার কার্ড দিয়ে উইথড্র দিতে পারেন।এছাড়া অনলাইন কারেন্সিতে নিয়ে আপনার ব্যাংকে টাকা তুলতে পারেন।

md mehedi hasan
2016-11-30, 09:37 AM
ফরেক্স মার্কেট একাউন্টে ডিপোজিট করতে এবং মানি উইথড্রোল করতে বিভিন্ন ধরনের মানিমেথড আছে।তবে আপনি যে ব্রোকারের অধীনে ট্রেড করবেন উক্ত ব্রোকার কি ধরনের মানি মেথড সাপোর্ট করে েই অনুসারে মানিমেথড একাউন্ট খুলতে হবে।তবে নিটলার ও স্কিলার মানিমেথড বেশি জনপ্রিয়।

Mamun13
2017-11-08, 07:55 PM
পেপালের একাউন্ট সুবিধা এখন চালু হয়েছে৷গত ১৯শে অক্টোবর থেকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে পেপাল জুম উদ্বোধন করেন৷বিদেশ থেকে আউটসোর্সিংএর প্রফিট/আয় এখন অনলাইনে পেপাল একাউন্টে উইথড্রো করলে সহজেই এবং খুবই দ্রূত মাত্র ১ ঘন্টার মধ্যেই আমাদের ব্যাংক একাউন্টে চলে আসবে,পূর্বে এই কাজে ১৫ দিন সময় লাগতো৷তবে এই মুহূর্তে আমাদের কোনো পেপাল একাউন্ট থেকে বিদেশে ডলার ডিপোজিট করা যাবে না৷কিন্তু প্রফিট উইথড্রো করার পূর্বের এই সমস্যা দূর হয়েছে৷

Fxhuman
2020-01-31, 01:52 AM
আপনি সুন্দর কিছু ম্যাথডের কথা বলেছেন যা আমরা সবসময়েই নিরাপদে ব্যাবহার করতে পারবো এজন্য আপনাকে ধন্যবাদ ।

Fxxx
2020-02-05, 01:49 PM
আমি সবসময়ই স্ক্রিল এবং নেটেলারের মাধ্যমে উইড্র ও ডিপোজিট করেছি এবং এতে আমার কখনো ঝামেলা হয় নাই। তবে বর্তমানে এসব পেমেন্ট মেথডগুলাও অনেক কড়াকড়ি হয়ে গেছে এমতাবস্হায় অনেকেই সঠিক ডকুমেন্ট না থাকলে ঝামেলায় পড়ছে তাছারা এখন নতুন একাউন্টগুলোর ফাস্ট ট্রানজেকশন ফি টাও অনেক বেশি হয়ে গেছে।

Rokibul7
2020-02-25, 12:58 PM
ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তোলন করার সব থেকে সহজ উপায় হচ্ছে পেপাল কিন্তু আমাদের দেশে যেহেতু পেপার নেই সেহেতু আমরা অন্য কোন উপায়ে আমাদের সেই ফরেক্স থেকে প্রফিট আনতে হয় আমাদের দেশে বাংলাদেশ ফরেক্স মার্কেটের সাথে জড়িত নয় এবং ফরেক্স মার্কেটের সকল লেনদেন বাংলাদেশে অবৈধ বা মানিলন্ডারিং হিসেবে গণ্য করা হয় কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই সেহেতু আমরা টাকা উত্তোলন এবং ডিপোজিট করতে পারব পেপারের মতো অনেক অনলাইন ওয়ালেট আছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা ফরেক্স মার্কেট মার্কেট থেকে আমাদের অর্জিত উত্তোলন এবং ডিপোজিট আমরা সহজেই আদান-প্রদান করতে পারি যেমন নেটেলার স্ক্রিল এসবের মাধ্যমে খুব সহজেই আপনি বিকাশের মাধ্যমে ডলার এক্সচেঞ্জ করে টাকা পেতে পারেন এটা সবাই জানে ফরেক্স মার্কেটের সাথে বাংলাদেশের যারা জড়িত তারা সবাই এভাবেই টাকা আনে শুধু বাংলাদেশ নয় বাইরের কান্ট্রি গুলো ফরেক্সের টাকা অথবা নেটের মাধ্যমে উইথড্রো করে থাকে করে থাকে

Hridoy6763
2020-04-11, 12:56 PM
ফরেক্স মার্কেট এ বিজিনেস করতে হলে আপনাকে ডিপোজিট এবং উইথদ্র করতে হয়ে থাকে,আর এর জন্য আপনার একটি অনলাইন পেমেন্ট মেথড দরকার হয়ে থাকে,আপনি ডিপোজিট এবং উইথদ্র করার জন্য স্ক্রিল এর পেমেন্ট মেথড টি ব্যবহার করতে পারেন এটি খুব সহজ একাউন্ট করা,যা আপনাকে ডিপোজিট এবং উইথদ্র এর জন্য সাহায্য করবে।

IFXmehedi
2020-04-12, 12:35 PM
বর্তমানে ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং উইথড্র করার জন্য খুব বেশি ভালো উপায় নেই । শুধু আছে স্ক্রিল এবং নেটেলার । কিন্তু তাদের একক স্বেচ্ছাচারিতার জন্য এর ব্যবহারের ফি অনেক বাড়িয়েছে , যেটা আসলে আমি সাপোর্ট করতে পারছি না । তবে বর্তমানে এই ২ টা পেমেন্ট মেথড ছাড়া অন্য কোন ভালো উপায় না থাকায় আমাদের ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং উইথড্র করার জন্য এই ২টা মেথড ব্যবহার করতে হয় ।

FREEDOM
2020-04-12, 02:18 PM
ডিপোজিট এবং উইড্র করার জন্য অনলাইনে অনেক ভালো ভালো ম্যাথডই রয়েছে তবে অনেক ম্যাথড সম্পর্কেই ভালো ধারনা নেই। কারন আমি প্রথম থেকেই স্ক্রিল এবং নেটেলারের মাধ্যমেই ট্রানজেকশন করে আসছি এতে করে সহজেই লেনদেন করা যায়। তবে এখন এই ম্যাথডটা দিন দিন অনেক কড়াকড়ি করছে নতুন ইউজারদের তাই একটু সমস্যায় পড়তে হচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলে আমার কাছে এখনো স্ক্রিলকেই বেস্ট বলে মনে হয় লেনদেনের ক্ষেত্রে।