PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



Sreepad2014
2014-11-05, 11:51 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

fh.ratul
2014-11-07, 08:01 PM
ফরেক্স এ কি কি ইন্ডিকেটর আসে? আমি কঙ্গুলা ব্যবহার করলে ভাল ফল পাব?

fxover
2015-09-17, 01:22 AM
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক যা ফরেক্স মার্কেটে প্রাইস এর মুভমেন্ট নির্দেশ করে । ইন্ডিকেটর আপনাকে মার্কেট এর অবস্থা বুঝতে সাহায্য করবে । আমরা যারা নতুন ট্রেডার আছি তারা প্রথম দিকে মার্কেট বুঝতে পারে না তাই তারা বিভিন্ন ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে মার্কেট বুঝতে সাহায্য করে । তবে আরও একটি বিষয় সব সময় মনে রাখবেন যে ইন্ডিকেটর সব সময় ১০০% সঠিক নির্শদেনা দিতে পারে না তাই ট্রেড করার সময় আপনাকে নিজেও এনালাইসিস করতে হবে । ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে সব সময় সফল হওয়া যাবে না ।

onlyfx
2015-10-22, 06:01 PM
ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক । এটি ফরেক্স মার্কেট এর মুভমেন্ট এর নির্দেশ দিয়ে থাকে । ইন্ডিকেটর আপনাকে অনেকটা মার্কেট বুঝতে সাহায্য করে । মার্কেট গের বিভিন্ন কন্ডিশন বোঝার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে । আপনাকে ইন্ডিকেটর দেখে ট্রেড করতে হলে আগে ইন্ডিকেটর সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে । ইনবডিকেটরের ফলাফল আপনাকে এনালাইসিস করে দেখতে হবে যে এটি মার্কেট এ কতটা প্রতিফলিত হয়েছে বা এর নির্ভুলতা কতটুকু ।

dinner
2015-11-30, 11:16 AM
ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

Marufa
2015-12-01, 09:01 PM
ইন্ডিকেটর ট্রেডের জন্য সহায়ক ।তবে সম্পূর্ণভাবে ইন্ডকেটর এর *উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয় । কারন ইন্ডিকেটর শুধু অতীত দেখতে পারে ভবিৎষত এর ব্যাপারে কিছু জানাতে পারে না । ইন্ডিকেটরের সাথে সাথে অন্যান এনালাইসিস ব্যবহার করা যেতে পারে ।

rubby12767
2015-12-02, 01:30 PM
মুভিং এভারেজ, আরএসআই, স্টচাস্টিক, ও macd ইনডিকেটর ব্যবহার করতে জানেন কিভাবে একবার একটি প্রো মুভিং এভারেজ এটা করতে চান, তাহলে আপনি আপনার ট্রেডিং প্ল্যান নির্বাহ করার জন্য আপনার মত ভাল হবেনতবে, অধিকাংশ ব্যবসার সুযোগ সহজেই চার চার্ট সূচক মাত্র এক সাথে চিহ্নিত করা যাবে. আপনি

basaki
2016-03-25, 10:42 AM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের মুবমেন্টের একটা চার্ট যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মুবমেন্ট কি পরিমান হচ্ছে। কেউ যদি ইন্ডিকেটর ভালবকরে বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে আমি মনে করি সে ফরেক্স মার্কেটে অনেক লাভবান হতে পারবে। আর লস কম হবে।

rafiqul islam
2016-03-25, 10:43 AM
যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে।

abdulguffer
2016-03-25, 03:27 PM
ফরেক্স এ কি কি ইন্ডিকেটর আসে? আমি কঙ্গুলা ব্যবহার করলে ভাল ফল পাব?

মেটা ট্রেডার 4 সফটওয়্যার এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে । এর মধ্যে মুভিং এভারেজ , এ ডি এক্স, পেরাবোলিক সার, আর এস আই, ফ্রাকটাল, স্টকাস্টিক, MACD, OSCILLATOR, bowlinger band, ইত্যাদি অনেক জনপ্রিয়। এছাড়া অন লাইন এ হাজারো ইন্ডিকেটর রয়েছে, যা ডাউনলোড করে নিতে পারেন ।

abdulguffer
2016-03-25, 03:35 PM
ইন্ডিকেটর হল টেকনিক্যাল দিক নির্দেশক। এটি ফরেক্স এ সফলতা অর্জন করতে আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মার্কেট আপট্রেন্ড না ডাউনট্রেন্ড তার আগাম দিক নির্দেশনা ইন্ডিকেটর ব্যবহার করে পেতে পারি। তাই বলে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করলে হবে না । সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে।

dwipFX
2016-05-14, 12:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর অনেকক ইনডিকেটর সম্পর্কে জানতে পারি। ইনডিকেটর অর্থ নির্দেশক অথ্যাৎ প্রাইজ বাড়বে না কমবে সে সম্পর্কে আপনাকে বিভিন্ন বাবে নির্দেশ কর থাকে তাই আমাদের অনেক সময় দেখতে হবে ফরেক্স মার্কেটে বিভিন্ন ইনডিকেটর কি পরিমান সিগনাল দেয়।

জ্যাক কয়েন
2016-05-15, 12:06 AM
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর আমি যতটুকু জানি ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক। ফরেক্স এ ইন্ডিকেটর এর নির্দেশক অনুযায়ী অনেক সময় ট্রেড করে অনেক প্রফিত করা যায়। তবে সব ইন্ডিকেটর এর সিগন্যাল অনুযায়ী ট্রেড করে প্রফিত করা যায় না। আমার জানা মতে কিছু কিছু ইন্ডিকেটর ফরেক্স এ খুব ভাল সিগন্যাল দিয়ে থাকে তার মধ্যে আরএসআই অন্যতম এছাড়াও আছে মুভিং এভারেজ, প্যারাবোলিকএসআর।

sharifulbaf
2016-05-17, 04:02 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি,আবার ভাল প্রফিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করি,তাই ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা হয়ে থাকে,এই ইন্ডিকেটর গুলি ইন্ডিকেট করে কখন বাই ট্রেড বা সেল ট্রেড করতে হবে।

Sahed
2016-07-27, 10:52 AM
ভাই ফরেক্স মার্কেটে হাজারও ইন্ডিকেটর রয়েছে । কখন কোন ইন্ডিকেটর আপনাকে ভাল ফলাফল দিবে তা বলা খুবই মুশকিল । যেকোন ইন্ডিকেটর ব্যবহার করার আগে আপনাকে সেই ইন্ডিকেটর এর কার্যকারীতা সম্পর্কে ধারনা নেওয়ার জন্য ডেমো একাউন্টে ব্যবহার করে দেখতে পারেন । যদি আপনার আশা অনুযায়ী কাজ করে তাহলে আপনি রিয়েল একাউন্টে ব্যবহার করতে পারেন ।

majidiqbal
2016-07-27, 11:41 AM
এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। এক কথায় ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে।

fatema begum
2016-07-31, 07:56 PM
ইন্ডিকেটর নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে আসলে ইন্ডিকেটরের কাজ কি।আমরা ইন্ডিকেটরকে নির্দেশক হিসেবে ফরেক্স মার্কেটে ব্যবহার করে থাকি।যেখানে ফরেক্স আমাদের জন্য অনেক কঠিন সেখানে ইন্ডিকেটর আমাদেরকে কিছুটা হলেও প্রফিট করতে সহায়তা করে।সুতরাং ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি নির্দেশক বটে।

fardin222333
2016-08-03, 04:01 PM
র্মাকেটের প্রাইজ বাড়বে কি কমবে তার নির্দেশক। তাই ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে। বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আমরা বুঝতে পারি পরবর্তিতে প্রােইস বাড়বে না কমবে। সে অনুযায়ী ট্রেড করতে পারবেন।

SHOYEB
2016-08-07, 06:36 AM
ইন্ডিকেটর ফরেক্স ট্রেডিংয়ে প্রাইস মুভমেন্টের একটা চার্ট হিসেবে কাজ করে। ইন্ডিকেটর বুঝলে ফরেক্স ট্রেডিংটা ভালভাবে করা যায়।

SHOYEB
2016-08-08, 08:28 AM
ইন্ডিকেটর হচ্ছে প্রাইস উঠা নামার পূর্বসংকেত এই জিনিসটা বুঝলে ভালভাবে ট্রেড করা যাবে।

SHOYEB
2016-08-08, 10:12 AM
ইন্ডিকেটর এর শাব্দিক অর্থ নির্দেশক । ইনিাডকেটর দেখে আমরা বুঝতে পারি প্রাইস বাড়বে না কমবে তবে সমসময় ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হলে চলবে না ব্যক্তিগত এনালাইসিস ও করতে হবে।

md mehedi hasan
2016-11-30, 03:35 PM
ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক বা টেকনিকাল এনালাইসিসের গুরুত্বপূর্ণ টুলস।ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারি মার্কেট আপট্রেন্ড না ডাউন্ড এবং সেই অনুসারে এনালাইসিস করে আমরা ট্রেড করে থাকি।ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার আগে এর ব্যবহার সঠিকভাবে জানতে হবে।

Mamun13
2017-11-07, 11:23 PM
অনেক নতুন শিক্ষার্থী ট্রেডার বিভিন্ন ইনডিকেটর ব্যাবহার করে করে তাদের ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করে থাকেন৷ইনডিকেটর দিয়ে অনেকেই নানা ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরি করে ট্রেড করেন৷ইনডিকেটর হলো ট্রেডে এন্ট্রী করার জন্য বিভিন্ন প্রকারের সিগনাল টুলস৷সাধারণত টেকনিক্যাল এনালাইসিসের জন্য এসব ইনডিকেটর বাবহৃত হয়ে থাকে৷নতুন অবস্হায় প্রায় সকল ট্রেডারই এসব ইনডিকেটর ব্যাবহার করে মার্কেট সেন্টিমেন্ট যাচাই বাছাই করে থাকেন৷