PDA

View Full Version : ফান্ডামেন্টাল এনালাইসিস কি আসলেই খুব দরক



fh.ratul
2014-11-11, 06:30 PM
আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে অনেক কথা জানি কিন্তু আমরা আসলেই জানি না কে এটা কত দরকারি । আপনারা জারা এর কাজ জানেন তারা এর সম্পরকে আমাদের জানান ।
কথা থেকে আমরা এর সম্পরকে ভাল তথ্য পাব ?
কত টুকু প্রভাব ফেলে ?
কেন আমরা এই নিউজ ফলো করব?
ইত্যাদি ।

nasir
2015-08-13, 12:03 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস না জানলে আপনি ফরেক্স মার্কেট কোথাই যাবে তা বুজতে পারব্রন নাহ।ফান্ডামেন্টাল এনালাইসিস ছাড়া আপনি ফরেক্স করতে পারবেন তা টিক কিন্থু আপনি হটাত করে সব টাকা লস করতে পারেন।তাই ফান্ডামেন্টাল এনালাইসিস করার প্রয়োজন অনেক বেশি।

AbuRaihan
2015-10-03, 06:43 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস হল কোন দেশের অর্থনীতি এবং সামাজিক অবস্থার প্রভাব বিম্লেষণ করা । অর্থ্যাৎ ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস রয়েছে তার মধ্য ফান্ডামেন্টাল এনালাইসিস অন্যতম এবং গুরুত্বপূর্ণ । একটা দেশের অর্থনৈতিক অবস্থা সে দেশের মুদ্রার উপর প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা ঠিক কতটুকু তাই বিশ্লেষণ করা হল ফান্ডামেন্টাল বিশ্লেষণ । ফরেক্স মার্কেটে অর্ডার দেওয়ার আগে টেকনিকেল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস করে নেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ । ধন্যবাদ ।

maziz6989
2015-11-19, 07:40 PM
ফান্ডমেন্টাল এনালাইসিস হল ঐ দেশের সার্বিক অর্থনীতীর সুচক গুলোর উপর নির্ভর করে প্রাপ্ত তথ্যের পুংখানুপুংখ বিশ্লেষন। একটা দেশের মুদ্রার ভবিষ্যৎ কি হবে তা নির্ধারিত হয় ঐ দেশের ইকোনমিক ডাটার উপর নির্ভর করে। এর জন্য আপনাকে ঐ দেশের সার্বিক বিষয়ে উপর নজর রাখতে হবে।

dinner
2015-12-11, 02:01 AM
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।

RUBEL MIAH
2016-02-21, 03:48 PM
হ্যা , ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না । সুতরাং আমরা সব সময় ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করব যাতে করে আমরা উন্নতি অাশা করা যায় । অতএব , অঅমরা সব সময় ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

RUBEL MIAH
2016-02-21, 05:14 PM
হ্যা , ফান্ডামেন্টাল এ্যানালাইসিস আসলেই খুবই দরকার । কারণ ফরেক্স ব্যবসা যদি করতে হয় তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করতে হবে । যে যত বেশী এই ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

Marufa
2016-02-21, 10:16 PM
আমি মনে করি ফান্ডামেন্টাল এনালাইসিস করা ছাড়া ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কঠিন একটি বিষয় । ফান্ডামেন্টাল এনালাইসিস প্রত্যেক ট্রেডার এর জন্য অতিব গুরুত্ব পূর্ণ একটি বিষয় । আপনি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেড নিতে পারেন । কিন্তু সেই সাথে সাথে অবশ্যই ফান্ডামেন্টাল সম্পর্কে ধারনা রাখতে হবে ।

Rahat015
2016-03-14, 08:09 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস করা আসলেই দরকার। আপনি যদি এনালাইসিস না করেন তাহলে দেখা যাবে কি, আপনি ট্রেড এ প্রবেশ করলেন আর কিছুক্ষন পর কোন নিউজ পাবলিশ হল যা আপনার বিপরীতে গেলো। আর এই ভুল টা হওয়ার পেছনে আপনার ফান্ডামেন্তাল এনালাইসিস না করা টাই দায়ী।।

ASADUR RAHMAN
2016-04-07, 12:00 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস আসলেই দরকার কারন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।

Md. Tariqul Islam
2016-06-20, 04:08 PM
একটা দেশের অর্থনৈতিক অবস্থা সে দেশের মুদ্রার উপর প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা ঠিক কতটুকু তাই বিশ্লেষণ করা হল ফান্ডামেন্টাল বিশ্লেষণ । ফরেক্স মার্কেটে অর্ডার দেওয়ার আগে টেকনিকেল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস করে নেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ ।

Md. Tariqul Islam
2016-06-20, 05:45 PM
ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না । সুতরাং আমরা সব সময় ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করব যাতে করে আমরা উন্নতি অাশা করা যায় । অতএব , অঅমরা সব সময় ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করার চেষ্টা করব । আপনি যদি এনালাইসিস না করেন তাহলে দেখা যাবে কি, আপনি ট্রেড এ প্রবেশ করলেন আর কিছুক্ষন পর কোন নিউজ পাবলিশ হল যা আপনার বিপরীতে গেলো। আর এই ভুল টা হওয়ার পেছনে আপনার ফান্ডামেন্তাল এনালাইসিস না করা টাই দায়ী।।

Sahed
2016-07-24, 03:30 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । ফান্ডামেন্টাল এ্যনালাইসিস হচ্ছে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা।

fatema begum
2016-07-31, 04:38 AM
একজন ফরেক্স ট্রেডারের সবকিছু ভালভাবে জানা দরকার।তাই টেকনিক্যাল অ্যনালাইসিসের পাশাপাশি আমরা যদি ফান্ডামেন্টাল অ্যনালাইসিস করি তাহলে বড় ধরণের মুভমেন্ট সর্ম্পকে আমরা ধারণা পাব।আর বড় ইম্পেক্ট নিউজের কারণে যা ঘটে তার ধারণা পেলে আমরা লসের হাত থেকে নিজেদের অ্যকাউন্টকে রক্ষা করতে পারব।

Realifat
2016-08-20, 07:36 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারাটা খুবই জরুরী।কোনো দেশের রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রিয় অবস্থার ওপর নির্ভর করে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে।ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালোভাবে করার জন্য কারেন্সির পেয়ারের নিয়মিত ইকোনোমিক স্টেটসেন্টগুলো দেখতে হবে এবং বিশ্লেষন করতে হবে।

Dilip05
2016-09-28, 05:46 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস হলো ভাল একটা এনালাইসিস। ফান্ডামেন্টাল এনালাইসিস না জানলে আপনি ফরেক্স মার্কেট কোথাই যাবে তা বুজতে পারব্রন নাহ।ফান্ডামেন্টাল এনালাইসিস ছাড়া আপনি ফরেক্স করতে পারবেন তা টিক কিন্থু আপনি হটাত করে সব টাকা লস করতে পারেন।তাই ফান্ডামেন্টাল এনালাইসিস করার প্রয়োজন অনেক বেশি।

Dilip05
2016-09-29, 09:07 AM
ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ধারণা থাকতে হবে। শুধু টেকনিকেল এনালাইসিস এর উপর ধারণা থাকলে হবে।

Eefatali
2017-01-24, 12:36 PM
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে কোনো দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার ওপর ভিত্তি করে অ্যানালাইসিস করাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। একটা দেশের অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল হবে তখন এই দেশের মুদ্রার মান কমে যাবে আবার অবস্থা ভালো হলে ভালো অবস্থানে থাকে।এজন্য ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দরকার হয়।

Grimm
2018-01-30, 04:14 PM
আমার জানামতে এই ব্যবসায় ফান্ডামেন্টাল বিশ্লেষণ ছাড়াও আমরা উপার্জন করতে পারি। শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণ করে আমরা এখান থেকে ভাল উপার্জন করতে পারবো। আমি মুলত ফান্ডামেন্টাল সম্পর্কে তেমন কিছু বুঝি না, কারণ আমার মনে হয় এটা অনেক কঠিন, তাছাড়া টেকনিক্যাল অনেক সহজ ফান্ডামেন্টাল এর থেকে আর আমি টেকনিক্যাল দিয়ে ভালই উপার্জন করতে পারি।