PDA

View Full Version : সেন্টিমেন্টাল অ্যানালাইসিস



shuvo2014
2014-11-12, 11:29 PM
প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।:woo:

fxover
2015-09-16, 11:42 PM
হ্যাঁ ভাই সব ট্রেডারদের ট্রেড এর প্রভাব মার্কেটে পড়ে । কিন্তু সংখ্যা গরিষ্ঠতা মার্কেটে প্রাধান্য বিস্তার করে । ট্রেড করার সময় আমাদের এসব বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে । মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে হবে । যেন আমাদের কোন ভুল না হয় । অনেক সময় দেখা যায় আমরা মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড করি এবং লস করি । আমাদেরকে এ বিষয়টিও খেয়াল রাখতে হবে ।

dinner
2015-12-04, 03:45 PM
আপনি একা যদি কোন ট্রেড সম্পর্কে কিছুই অনুভব করে থাকেন না কেন যে মার্কেট সেইদিকে যাবে, আপনি কখনোই মার্কেটকে আপনার পক্ষে মুভ করাতে পারবেন না। এমনকি আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে ডলারের দাম বাড়বে, কিন্তু সবাই যদি বিয়ারিশ (সেল) মুডে থাকে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না।এটা আপনার ওপর নির্ভর করে আপনি কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন, এটা বুল্লিশ না বিয়ারিশ। পরবর্তীতে এ সম্পর্কে আরও আলোচনা করা হবে। এটা আপনার ওপরই নির্ভর করে যে আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজিতে মার্কেট সেন্টিমেন্টকে যুক্ত করবেন কিনা।

basaki
2016-03-17, 10:51 AM
সেন্টিমেন্টাল এনালাইসিস করে ফরেক্স মার্কেটে অনেকে ট্রেড করে থাকে তবে আমি মনে করি সেটা খুব ভাল হবে বলে আমি মনে করি না। কারন আপনি যদি সেন্টিমেন্টাল হয়ে একটি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করেন তবে আপনার সেই ট্রেডে খুব একটা লাভ হবে বলে আমি মনেবকরি না।

abdulguffer
2016-03-17, 11:20 PM
ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেড করলে ঐ ট্রেড টি উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু তাই বলে শুধু সেন্টিমেন্টাল এনালাইসিস এর উপর নির্ভর করলে হবে না, সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট ভালো করে বুঝে ট্রেড করতে হবে ।

ASADUR RAHMAN
2016-04-07, 09:28 PM
আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।তাই আপনি একা যদি কোন ট্রেড সম্পর্কে কিছুই অনুভব করে থাকেন না কেন যে মার্কেট সেইদিকে যাবে, আপনি কখনোই মার্কেটকে আপনার পক্ষে মুভ করাতে পারবেন না। এমনকি আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে ডলারের দাম বাড়বে, কিন্তু সবাই যদি বিয়ারিশ (সেল) মুডে থাকে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না।

RUBEL MIAH
2016-05-01, 05:18 PM
সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে কেহ জীবনে সফলতা অর্জন করতে পারবেন না । সুতরাং আমরা এই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস থেকে নিজেকে হেফাজতে রাখি । অামাদের প্রত্যেকেরই টেকনিক্যাল এ্যানালাইসিস করা দরকার । যে যত বেশী টেকনিক্যাল এ্যানালাইসিস করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

dwipFX
2016-05-05, 11:59 AM
অামার জানা মতে ফরেক্স মার্কেটে তিন প্রকারের এনালাইসিস করা হয় তার মধ্যে একটি সেন্টি মেন্টাল এনালাইসিস। আমাদের কে ট্রেড করার আগে সেই তিন প্রকারের এনালাইসিস করে তারপর এনালাইসিস করতে হবে। সিনিয়র ট্রেডারদদের কাছে জানতে চাই।

sharifulbaf
2016-05-19, 12:22 PM
ফরেক্স মার্কেটে আমরা সেন্টিমেন্টাল এনালাইসিস করে থাকি,এই এনালাইসিস করে ফরেক্স মার্কেটে হতে ভাল প্রফিট করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা আগে মার্কেট মুভমেন্ট দেখি তার পরে ফরেক্স মার্কেটের কোন কারেন্সিতে ট্রেডিং করলে ভাল প্রফিট করা যাবে সেই কারেন্সিতে ট্রেড করে থাকি,

Sahed
2016-07-25, 04:52 PM
ফরেক্স মার্কেটে সাধারনত তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । মার্কেটে এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । হোক সেটা সেন্টিমেন্টল অথবা টেকনিক্যাল ।

macrun13
2016-07-26, 07:39 AM
সেন্টিমেন্টাল মার্কেট মূলত সংখ্যা গরিষ্ঠ ট্রেডার যে দিকে মত প্রকাশ করে মাকের্টে তার প্রতি ফলন। বেশীর ভাগ ট্রেডাির যে মত প্রকাশ করে তা নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়। মূলত এ ধরনের ট্রেড কে সেন্টিমেন্টাল এনালায়সিস বলা হয়।

Md. Tariqul Islam
2016-07-26, 08:34 AM
হ্যাঁ ভাই সব ট্রেডারদের ট্রেড এর প্রভাব মার্কেটে পড়ে । কিন্তু সংখ্যা গরিষ্ঠতা মার্কেটে প্রাধান্য বিস্তার করে । ট্রেড করার সময় আমাদের এসব বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে । মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে হবে । যেন আমাদের কোন ভুল না হয় । অনেক সময় দেখা যায় আমরা মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড করি এবং লস করি ।

vodrolok
2016-09-10, 10:08 AM
সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে ফরেক্সের সবচেয়ে চ্যালেঞ্জিং এনালাইসিস। এর সম্পর্কে না জেনে এর পেছনে পড়েই নতুন ট্রেডাররা সব হারায়। মার্কেট সেন্টিমেন্ট অনেকটা নির্ভর করে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এর উপরে। সুতরাং অবশ্যই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল নির্দিষ্ট পরিস্থিতি ও লেভেলে ট্রেডারদের আগের সেন্টিমেন্ট কেমন ছিল তা জানতে হবে।

SHOYEB
2016-09-11, 09:39 AM
সেন্টিমেন্টাল এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য সুখকর বিষয় হবে বলে মনে করি না কারন সেন্টিমেন্টাল এনালাইসিস করে ভাল লাভ করা যায় না আমার মতে সবসময় ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে ভাল প্রফিট করা যায় । কিন্তু মাঝেমধ্যে দুই একটা ট্রেড সেন্টিমেন্টাল এনালাইসিস করে করা যায় ।

vodrolok
2016-09-11, 02:51 PM
সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পরে তৈরী হয় এর অবস্থান। অর্থাৎ ফরেক্স যেহেতু একটা ব্যবসা। এবং বেশিরভাগ ট্রেডার যেই দিকে ট্রেড দেয় সেদিকের ট্রেডাররাই গেইন করে তাই ট্রেডারদের মনমানসিকতা এখন কোন দিকে ট্রেড দেয়ার অবস্থায় আছে তার এনালাইসিস করে হিচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস।

milonkhanfx1993
2016-09-24, 08:22 PM
আপনার কথাটা ঠিক যে সেন্টিমেন্টাল এনালাইসিস এর প্রভাব মার্কেট এ পড়ে কিন্তু সকল টা পড়ে না আবার পড়লেউ অনেক সময় দেখি যে ছোট এস এল হিট করার পর সেন্টিমেন্টাল টা কাজে লাগে তাহলে আমার কি করা উচিত?

md mehedi hasan
2016-11-12, 08:20 PM
সেন্টিমেন্টাল একটি মানুষিক দিক বা আপনি যে চিন্তা করেন তার বাস্তব প্রতিফলন।ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল এনালাইসিস একটি গুরুত্বপূর্ণ বিষয়।মার্কেট কোন দিকে মুভ করবে বা ট্রেড কি ভাবে পরিচালোনা করবো এসব বিষয়ে ভেবে যে সিন্ধান্ত নেওয়া হয় তাই হল সেন্টিমেন্টাল এনালাইসিস।

Shimul77
2016-11-22, 10:45 PM
সেন্টিমেন্টাল এনালাইসিস হল আপনার কিছু নিজস্ব সিদ্ধান্ত নিতে হয় যে আপনি মার্কেটে কেমন ভাবে নিজেকে পরিচালনা করবেন।কখন মার্কেটে ট্রেড ওপেন করবেন কখন ট্রেড ক্লজ করবেন।আপনি কতুটুকু লস নিবেন এই সবই আমি মনে করি সেন্টিমেনাল এনালাইসিস।

nisho5533
2016-11-26, 06:28 PM
ফরেক্স মাকেট রিক্সি মাকেটে তাই আমাদের মত সামান্ন দের জন্য ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা দরকার | তা হবে আমরা শিখতে পারব ফরেক্স থেকে কি কি পদ্ধিতে আয় করা সম্ভব |আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করার আগে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা ট্রেড করলে আপনার লাভ হতে পারে ধন্যবাদ|

জ্যাক কয়েন
2016-11-29, 01:03 AM
আমি মনে করি প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি এবং আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই। তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।

MADADEE
2016-11-29, 11:30 PM
আমি ফরেক্স মাকেট করি ফরেক্স মাকেট থেকে আয় করব বলে তাই আমি মাকেট সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে ট্রেডে করি আর ফরেক্স থেকে আয় করতে পারি | আপনি যদি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে ফরেক্স মাকেট করেন তবে আপনি লাভ করতে পারেন |

Mamun13
2017-11-07, 11:11 PM
মার্কেট প্রাইস কোনদিকে যাচ্ছে অর্থাৎ ট্রেডারগণ ক্রমাগত ক্রয় করছে না বিক্রয় করছে অথবা ক্যান্ডেলস্টীকগুলো higher high করছে না lower low তৈরী করছে ? তা পরিষ্কার দেখতে হবে,বুঝতে হবে৷এভাবে মার্কেট সেন্টিমেন্ট এনালাইসিস করতে হয়৷এই মার্কেট সেন্টিমেন্ট যদি বুলিশ হয় তাহলে ট্রেডারগণ স্বাভাবিকভাবেই Buy করেন আর মার্কেট সেন্টিমেন্ট যদি বিয়ারিশ হয় তাহলে ট্রেডারগণ স্বাভাবিকভাবেই Sell করেন৷ফরেক্স ট্রেডের 70% সফলতা এই সেন্টিমেন্টাল এনালাইসিসের উপর নির্ভর করে থাকে৷