PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ



shuvo2014
2014-11-12, 11:32 PM
একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।:rules:

fxover
2015-09-16, 11:47 PM
একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।:rules:

আমরা যত রকম এর এনালাইসিস করে থাকি না কেন , সব গুলোর একটি উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বুঝতে পারা । সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে বুঝতে পারলেই আমরা সফিল হতে পারব । আমরা যদি সাপোর্ট লেভেলে বাই করি তাহলে আমরা ভালো লাভ করতে পারব আর আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলে সেল করি তাহলে ভালো লাভ করতে পারব । তাই সাপোর্ট ও রেজিস্ট্যান্স আমাদেরকে ভালভাবে বুঝতে হবে ।

Momen
2015-10-18, 01:09 PM
সাপোর্ট এবং রেজিসট্যান্স অনেক গুরুত্বপূর্ন বিষয়। ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে এগুলো আমাদের খেয়াল রেখে ট্রেড করা উচিৎ।

basaki
2016-03-25, 02:20 PM
ফরেক্স মার্কেটে সাপর্ট এবং রেসিস্টেন্ট যদি কেউ ভাল করে বুঝতে পারে তাহলে একজন ফরেক্স ট্রেডার সে ফরেক্স ট্রেড করে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবে বলে আমি মনে করি কারন সাপোর্ট এবং রেসিস্টেন্স ভাল করে বুঝতে পারলে ট্রেড করতে অনেক ভাল করতে পারবে বকে মনে করি।

dwipFX
2016-05-14, 12:16 PM
আমার কাছে সবচেয়ে জনপ্রিয় যে এনালাইসিস সেটা হল সাপোর্ট রেজিস্টেন্স।। আপনি সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে সঠিক ভাবে জানতে পারলে ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড দিতে পারবেন। আমাদের কে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে বেশি করে পড়তে হবে।

sharifulbaf
2016-05-17, 04:17 PM
ফরেক্স মার্কেটে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স এর গুরুত্ব অনেক কারন সাপোর্ট এবং রেসিস্টেন্স ছাড়া ভাল প্রফিট করা যায়না,আমরা এই সাপোর্ট এবং রেসিস্টেন্স অনলাইনের বিভিন্ন অয়েব সাইট হতে পাওয়া যায়,আবার আমরা এই সাপোর্ট এবং রেসিস্টেন্স গাণিতিক হিসাব করে বাহির করতে পারি।

Sahed
2016-07-27, 11:09 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট হচ্ছে খুটি আর রেজিস্টান্স হচ্ছে বাধা দান । ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।

md mehedi hasan
2016-12-02, 09:20 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল খুবি একটি গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে বা নির্ধারণ না করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি লস খাবেন।তাই সঠিক ভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করে ট্রেড করা বুদ্ধি মানের কাজ হবে।

Mamun13
2017-11-15, 08:25 PM
সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়াগুলোই হচ্ছে ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডে এন্ট্রী করার জন্য সঠিক স্হান৷সাপোর্ট লেভেলগুলো হচ্ছে ডিমান্ড এরিয়া যেখানে সাধারণত বিশ্বের সকল অভিজ্ঞ ট্রেডারগণ Buy করে থাকেন আর রেসিসট্যান্স লেভেলগুলো হচ্ছে সাপ্লাই এরিয়া যেখানে ট্রেডারগণ Sell করে থাকেন৷তাই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়াগুলো চেনা-জানা-দেখা-বুঝা খুবই অত্যাবশ্যক৷