PDA

View Full Version : নিউজ ট্রেডিং



shuvo2014
2014-11-12, 11:51 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে। :rules::rules:

shawonrfx
2014-11-26, 12:26 PM
নিউজ ট্রেডিং এর উপকারিতা কম বেশি সবাই জানি, আবার কেউ কেউ এর অপকারিতার ও খেসারত দিয়েছেন চরমভাবে। তাই নিউজ ট্রেড এর ক্ষেত্রে সাবধানি হওয়া বাঞ্ছনীয়, নিউজ না বুঝলে কিংবা নিউজ ট্রেডিং সম্পর্কে ভালো ধারন না থাকলে লাইভ একাউন্টে নিউজ ট্রেড করার ঝুকি না নিলেই ভালো।

shawonrfx
2014-11-26, 12:36 PM
তাই সব সময় নতুন ট্রেডারদের জন্য বলি নিউজ প্রভাব ভালো না বুঝলে নিউজ আওয়ারে ট্রেড ওপেন করবেন না। যাই হউক নিউজ যেমনই হউক না কেন সবার ট্রেডিং ফোকাস যার যার ওপেন কারেন্সির উপর বিশেষ করে eur/usd এর উপর। শেষ ট্রেডিং ডে তে এই কারেন্সিটি লং পজিশনে মার্কেট ক্লোজ করে, তবে এখন পর্যন্ত eur/usd পজিশন শর্ট, তাই এই কারেন্সিতে ট্রেড করতে এখনো প্রচুন্ড সতর্কতা অবলম্বন করা উচিত। কারন একবার যদি eur/usd ট্রেন্ড লং পজিশনে চলে যায় তাহলে শর্ট ট্রেডের ট্রেডাররা এই কারেন্সি নিয়ে ভালো বিপদে পড়তে পারেন।

fh.ratul
2014-11-27, 12:14 PM
ভাই আগে নিওস না বুঝে কোন ভাবেই ফরেক্সে ট্রেড করতে যাবেন না । অবস্থা খারাপ হয়ে জাবে ।

anny
2014-12-10, 12:06 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট নিউজ ট্রেডিং করতে পারবেন এবং
এতে আপনি ভাল লাভ করবেন।
নিউজ ট্রেডিং দেখে trade করলে আপনার লাভ হবে বেশী।

Zakariea
2015-05-11, 04:23 PM
আমি সাধারনতো নিউজ ট্রেডিং করি না। তবে কি ভাবে করবো তা জানার ইচ্ছা রয়েছে। কেউকি আমাকে একটু জানাবেন কোন লিংকে গেলে আমি এই নিউজ গুলো পাবো।

Shimanto754
2015-05-12, 08:42 AM
নিউজের ওপর ভিত্তি করে যে ট্রেড করা হয় তাকে নিউজ ট্রেডিং বলা হয়।ফরেক্সে প্রতিদিনই কিছু গুরুত্বপূর্ন নিউজ থাকে।হাই ইমপ্যাক্ট নিউজগুলো মার্কেটে প্রভাব ফেলবেই প্রায়।আর নিউজ যদি ট্রেন্ডের দিকে যায় তবে তো মার্কেটের মুভমেন্ট খুব বেশি হবে।এভাবে নিউজ বুঝে ট্রেড করতে পারলে ভালো লাভ করা সম্ভব।তবে বীপরীতে গেলে আবার অনেক লসও হয়ে যেতে পারে।

fxover
2015-09-20, 02:41 AM
আপনি যদি ফরেক্সে সম্পূর্ন রূপে সফল হতে চান তাহলে আপনাকে শুধু টেকনীক্যাল এনালাইসিস এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না । আপনাকে টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি নিউজ এনালাইসিস করতে হবে । আর আপনি যদি নিউজ এনালাইসিসে অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে সেই সময় ট্রেড করা থেকে বিরত থাকুন , নিউজ দেখুন এবং মার্কেটে এর কি প্রভাব পরেছে তা লক্ষ্য করুন । একসময় আপনি ঠিক বুঝে যাব্বেন যে কোন নিউজ মার্কেটে কি প্রভাব ফেলছে । আর নিউজ নিউজ না বুঝলে অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকন আর এটাই বুদ্ধিমানের কাজ হবে ।

onlyfx
2015-10-22, 07:05 PM
ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছেন যারা শুধু নিউজ এনালাইসিস করেন এবং নিউজ ট্রেড করেন । নিউজ ট্রেড অনেক লাভজনক । কারন যখন কোন হাই ইম্প্যাক্ট নিউজ পাবলিশ হয় তখন মার্কেত অনেক বেশি মুভ করে । প্রায় কয়েকশ পিপস পর্যন্ট । আর নিউজ ট্রেডাররা এই সুযোগ কাজে লাগিয়েই ট্রেড করেন । এবং একটি ট্রেডেই অনেক বেশি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসেন । তবে নিউজ ট্রেড করার সময় আপনাকে অবশ্যই স্টপ লস ব্যাবহার করে ট্রেড করতে হবে ।

dinner
2015-11-29, 06:58 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু তৈরি করে। এসব প্রতিষ্টানে এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এইভ্যালুর চেয়ে খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।

basaki
2016-03-26, 08:46 AM
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয়।ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে। আর নিউজ ট্রেড কি আর কিভাবে ট্রেড করতে হয় সেটা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারবেম বলে আমি মনে করি।

basaki
2016-03-26, 12:01 PM
ফরেক্স মার্কেটে অনেকে অনেক ভাবে ফরেক্স ট্রেড করে থাকে কেউ কেউ জেনে ট্রেড করে আবার করে আবার কেউ কেউ না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। তবে মোট কথা হচ্ছে কেউ যদি না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে জায় তবে তার লাভের পরিবর্তে লস বেশি হবে বলে আমি মনে করি।

Sahed
2016-07-26, 10:24 PM
ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে । নিউজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।

RUBEL MIAH
2016-09-16, 04:54 PM
আমরা কখনোই নিউজ ট্রেড করব না কারণ নিউজ ট্রেড করতে হলে অনেক দক্ষতাবান হতে হয় যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী নিউজ ট্রেড করতে পারে । সুতরাং আমরা সব সময় নিউজ ট্রেড করার আগে দক্ষতার দিকটা খেয়াল রাখার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

Rahat015
2016-09-17, 09:01 AM
নিউজ ট্রেডিং ফরেক্স মার্কেট এর অন্যতম একটা বিষয়। কারন হাইলি ইফেক্টিভ কোন নিউজ ফরেক্স মার্কেট কে নাড়ানোর ক্ষমতা রাখে। তাই ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ। তবে নিউজ ট্রেডিং করার আগে এনালাইসসি করে নেওয়া টা ভাল। যাতে কোন কোন নিউজ কি ধরনের মুভমেন্ট করে তা বুজা যায়।

milonkhanfx1993
2016-09-21, 07:24 PM
নিউজ ট্রেডিং কে কিভাবে করেন সেটা যদি এখানে স্টেপ বাই স্টেপ বলতেন তাহলে হয়ত আমাদের মত বেগিনার যারা তারা নিউজ এর সময় আমাদের কি করা উচিত তা বুঝতে পারতাম তাছাড়া নিজে নিজে বোঝা সম্ভব হয়ে উঠছে না।

Dilip05
2016-09-22, 09:12 AM
নিউস ট্রেড করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নিউস ট্রেড এ ঝুকি বেশি। তবে বুঝে করতে পারলে লাভ হয়।

milonkhanfx1993
2016-09-24, 07:51 PM
নিউজ এ লাভ যেমন বেশি হবে করতে পারলে তেমনি লস ও বেশি হবে ঠিক ঠাক ভাবে নিউজ বুঝে ট্রেড না করতে পারলে আর নতুন দের জন্য এটা করা একদম ই উচিত না,উচিত তবে ডেমো তে শুধু প্র্যাক্টিস এর জন্য।

Mamun13
2017-09-14, 09:08 PM
নতুন ট্রেডারগণ প্রায়ই এই নিউজ ট্রেডিং করতে গিয়ে তাদের পুরো ব্যালেন্সটাই মাত্র ৫ মিনিটেই জিরো করে ফেলেন৷কারন নতুন ট্রেডারগণ নিউজ আওয়ার সম্পর্কে কোনোও ধারণাই রাখেন না৷নিউজ আওয়ারে মার্কেটে প্রাইস প্রচুর ও খুবই দ্রূত ফ্লাকচুয়েশন বা উঠানামা শুরু করে দেয়৷তাই এসময়ে সাবধান থাকা উচিৎ৷শুধুমাত্র অভিজ্ঞ ট্রেডারগণই এই নিউজ ট্রেডিং করে প্রচুর প্রফিট তুলে নিতে পারেন৷

Grimm
2018-01-25, 03:28 PM
খবরের উপর ট্রেড করা খুবই ঝুকিপূর্ণ আর আপনি যদি খবরের উপর ট্রেড করতে চান তাহলে আপনার অনেক জ্ঞানের প্রয়োজন। কারণ খবর এর উপর ভিত্তি করে বাজারে ট্রেড করা খুব একটা সহজ নয়। যদি আপনি খবর ভালভাবে বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন তাহলে আপনি খুব অল্প সময়েই ভাল পরিমাণের মুনাফা উপার্জন করতে পারবেন, আর যদি খবরের সময় ঠিকমত বাজার বিশ্লেষণ না করেই বাজারে প্রবেশ করেন আর আপনার প্রবেশ যদি ভুল জায়গায় হয় তাহলে আপনি খুব অল্প সময়ে বেশি ক্ষতি করে দিবেন।

amdad50
2018-01-27, 05:53 PM
ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছেন যারা শুধু নিউজ এনালাইসিস করেন এবং নিউজ ট্রেড করেন । নিউজ ট্রেড অনেক লাভজনক । কারন যখন কোন হাই ইম্প্যাক্ট নিউজ পাবলিশ হয় তখন মার্কেত অনেক বেশি মুভ করে । প্রায় কয়েকশ পিপস পর্যন্ট । আর নিউজ ট্রেডাররা এই সুযোগ কাজে লাগিয়েই ট্রেড করেন ।

Grimm
2018-02-07, 10:57 PM
আপনি যদি ভাল জ্ঞানের ও অভিজ্ঞতার অধিকারী হন তাহলে আপনি খবরের সময় ট্রেড করে অনেক মুনাফা উপার্জন করতে পারবেন আর যদি আপনার ভাল জ্ঞান না থাকে তাহলে খবরের সময় ট্রেড আপনাকে ধ্বংস করে দিবে। কারণ খবরের সময় ট্রেড করা খুব একটা সহজ বিষয় নয়। আর আমার দেখা মতে অনেক ট্রেডার আছেন যারা খবরের সময় ট্রেড করে ধ্বংস হয়ে গেছেন। আমিও বহুবার এই সময়টাতে অনেক লস করেছি।

habibi
2018-06-04, 12:04 PM
আজকের দিনে যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ২.৩০ Markit Construction PMI এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে Construction PMI 52.0 হবে। আগে মাসে এটি ছিল 52.5 । যদি Construction PMI এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।

souravkumarhazra6763
2018-06-04, 12:37 PM
ফরেক্স মার্কেট এ প্রতিদিন বিভিন্ন ধরণের নিউজ পাবলিস্ট হয়ে থাকে,অনেক নিউজ এ মার্কেট এর মুভমেন্ট বেসি উঠা নামা করে থাকে,তাই অনেক ট্রেডার সেই নিউজ টাইম এ ট্রেড করে থাকে এবং অল্প সময়ে অধিক মুনাফা পেয়ে থাকে,কিন্তু আমি নিজে নিউজ ট্রেড হতে দূরে থাকি,কারণ নিউজ ট্রেড খুব রিস্কি,তাই নিউজ হতে আমি বিরত থাকি।

rafiuqlislam
2018-06-04, 12:58 PM
নিউজ ট্রেড করে ফরক্সে মার্কেটে প্রচুর ইনকাম করা যায়।ফরেক্সে নিউজ ট্রেড করে অনেকেই ইনকাম করেন ।তবে এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তা না হলে আপনাকে ফকির হতে হবে।

SumonIslam
2018-06-04, 04:36 PM
আপনি ছোট না বড় ট্রেডার সেটা বড় কথা না। নিউজ ট্রেডিয়ে মুল বিষয় হল আপনি কত তারাতারি নিউজটা পেয়েছেন এবং এটা সম্পর্কে কতটা বুঝেন বা আসলে এটার ফলাফলেন উপর ভিত্তি করে আপনি কি করতে চাচ্ছেন। যদিও আপনার এসব বিষয় মার্কেট জানতে চায় না। তাই আপনি কোন নিউজে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে ট্রেডিং করবেন না। কেননা মার্কেট শুধু নিউজের উপর প্রতিক্রিয়া দেখাবে না যা থেকে আপনি ট্রেড করার জন্য কোন পজিশন নেবার ইচ্ছা প্রকাশ করেছেন, মুলত এই মার্কেটে যোগান ও চাহিদার হিসাবে আরে একজন ব্যাক্ত্যি আপনার ইচ্ছার উল্টো ইচ্ছা প্রকাশ করবে এটাও মাথায় রাখতে হবে।

jasminbd
2018-06-10, 04:32 PM
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:50am জাপান ব্যাংক M2 মানি স্টক Y/Y এর নিউজ প্রকাশ করবে। এটি JPY প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর JPY উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 3.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 3.3% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি JPY শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন JPY দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

rafiuqlislam
2018-06-10, 07:52 PM
ফরেক্সে নিউজ ট্রেডিং এক গুরুত্বপূর্ন বিষয়।প্রতিদিন ফরেক্সের নতুন নতুন সংবাদ নিউজ ট্রেডিং এ প্র্রকাশিত হয় এতে ট্রেডার সহ সংশ্লিষ্ট সকলে উপকৃত হয়।অনেকে আবার নিউজ ট্রেডিং এর মাধ্যমে প্রচুর ইনকাম করেন।কেউ কেউ ট্রেডিং এর নিউজ দেখে ট্রেড করে প্রফিট ও পেয়ে থাকেন।

habibi
2018-06-12, 01:29 PM
আজকের দিনে যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ২.৩০ গড় আয় সূচক 3M / y এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে গড় আয় সূচক ২.৬% হবে। আগে মাসে এটি ছিল ২.৫%।। যদি গড় আয় সূচকএই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় পাউন্ডের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।

jasminbd
2018-06-14, 01:33 PM
আজ মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ রিটেল সেলস Retail Sales m/mএর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.3% আর এই মাসে এর পূর্বাভাস আগের মত অর্থাৎ 0.4% তে অপরিবর্তিত রয়েছে । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

habibi
2018-10-01, 07:59 PM
আগামীকাল দিনে যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ২.৩০ Construction PMI এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে Construction PMI 52.8 হবে। আগে মাসে এটি ছিল 52.9 । যদি Construction PMI এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।

Md_MhorroM
2018-10-02, 03:36 PM
আমার মতে ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল জ্ঞানের ও অভিজ্ঞতার অধিকারী হন তাহলে আপনি খবরের সময় ট্রেড করে অনেক মুনাফা উপার্জন করতে পারবেন আর যদি আপনার ভাল জ্ঞান না থাকে তাহলে খবরের সময় ট্রেড আপনাকে ধ্বংস করে দিবে। কারণ খবরের সময় ট্রেড করা খুব একটা সহজ বিষয় নয়। আর আমার দেখা মতে অনেক ট্রেডার আছেন যারা খবরের সময় ট্রেড করে ধ্বংস হয়ে গেছেন। আমিও বহুবার এই সময়টাতে অনেক লস করেছি।

Yousuf Habib
2018-10-03, 05:17 PM
ফরেস্ক ট্রেডিং খুবিই সহজ বিষয় সেই ট্রেডারের কাছে যে ট্রেডার ফরেস্ক মার্কেটে লাভবান হয় আসলে ফরেস্ক মার্কেটে আয় খুবিই কঠিন ব্যাপার, আমরা ফরেস্কে নিউজের বিষয়টা যদি মাথায় রাখি গুরুত্ব দেয় তাহলে অবশ্যয় প্রফিট অনিবার্জ তাই আমি বল্বো ফরেস্ক মার্কেটে প্রায়সিস গুলা দেখুন আর নিউজ এর দিকে খেয়াল রাইকেন তাহলে আপনি ফরেস্ক লস থেকে বিরত থাকতে পারবেন।

abcdilip
2019-09-19, 09:06 AM
না বুঝে নিউজ এর সময় ট্রেড না করাই ভাল। আমি সাধারনতো নিউজ ট্রেডিং করি না। তবে কি ভাবে করবো তা জানার ইচ্ছা রয়েছে। কেউকি আমাকে একটু জানাবেন কোন লিংকে গেলে আমি এই নিউজ গুলো পাবো।

FX7
2019-11-24, 12:50 AM
ভাই আমি নতুন। তাই এত কিছু এখনও বুঝি না,তবে এত কিছু বোঝার ইচ্ছা আছে আমার।তা এই নিউজ আমি কোথায় পাবো।অথাৎ ফরেক্স এর এই নিউজ আমি কোথা থেকে সংগ্রহ করবো।কেও যদি আমার কতা বুঝেন তাহলে জানবেন plz

Fxxx
2020-01-19, 09:04 PM
ট্রেড করার জন্য অন্যতম একটি ভালে সময় হলো নিউজ রিলিজের সময় কারন নিউজ টাইমে মার্কেট মুভ অনেক বেড়ে যায়। যদি ভালো ধারনা থাকে ঐ নিউজ গুলা সম্পর্কে তাহলে অনেক প্রফিট বের করা সম্ভব বলে আমি মনে করি।

Fxhuman
2020-01-21, 12:56 AM
ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছেন যারা শুধু নিউজ এনালাইসিস করেন এবং নিউজ ট্রেড করেন । নিউজ ট্রেড অনেক লাভজনক । কারন যখন কোন হাই ইম্প্যাক্ট নিউজ পাবলিশ হয় তখন মার্কেত অনেক বেশি মুভ করে । প্রায় কয়েকশ পিপস পর্যন্ট । আর নিউজ ট্রেডাররা এই সুযোগ কাজে লাগিয়েই ট্রেড করেন । এবং একটি ট্রেডেই অনেক বেশি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসেন । তবে নিউজ ট্রেড করার সময় আপনাকে অবশ্যই স্টপ লস ব্যাবহার করে ট্রেড করতে হবে ।

amreta
2020-01-25, 11:06 AM
একেবারে বিরক্তিকর দিন যখন এটি ব্যবসায়ের ক্ষেত্রে আসে। আমি বলতে চাই এমন কিছু আছে এবং আমি জানি এটি কোনও তাত্পর্যপূর্ণ করবে না তবে এখানে এটি। আমি কেবল এই বিভাগে অনন্য পোস্টগুলি আরও বেশি ছড়িয়ে দিচ্ছি তা ঘৃণা করি। যখন আমাকে জার্নাল বিভাগে আমন্ত্রিত করা হয়েছিল, এটি কখনই বোনাসের জন্য ছিল না, তখনকার বোনাস সিস্টেমটি তখনও ছিল না। আমি কেবল ভেবেছিলাম যে এখানে যোগদান আমাকে আরও সাধারণ বোনাস পাওয়ার জন্য "সাধারণ আলোচনা বিভাগে" অকেজো পোস্ট দেওয়ার পরিবর্তে কথোপকথনে আরও জড়িত করবে। তবে একবার এই সিস্টেমটি প্রয়োগ করা হলে লোকেরা কেবল নিম্ন মানের সাধারণ পোস্ট পোস্ট করে যেমন তারা এখনও এর জন্য উচ্চ বোনাস পাচ্ছে। যা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তা হ'ল

Rokibul7
2020-05-09, 06:49 PM
আমি নতুন তাই ফরেক্স নিউজ সম্পর্কে তেমন বলতে কোনই ধারনা নেই, আমি নিউজ টেড করি না তবে ইদানিং নিউজ প্রকাশ এর এনালাইসিস করার চেষ্টায় আছি।দেখি নিউজ সম্পর্কে কোন ধারনা নিয়ে নিজেকপ আর এক ধাপ সামনে নেওয়া যায় কি না।

FREEDOM
2020-07-26, 01:17 AM
সব সময় নতুন ট্রেডারদের জন্য বলি নিউজ প্রভাব ভালো না বুঝলে নিউজ আওয়ারে ট্রেড ওপেন করবেন না। যাই হউক নিউজ যেমনই হউক না কেন সবার ট্রেডিং ফোকাস যার যার ওপেন কারেন্সির উপর বিশেষ করে eur/usd এর উপর। শেষ ট্রেডিং ডে তে এই কারেন্সিটি লং পজিশনে মার্কেট ক্লোজ করে, তবে এখন পর্যন্ত eur/usd পজিশন শর্ট, তাই এই কারেন্সিতে ট্রেড করতে এখনো প্রচুন্ড সতর্কতা অবলম্বন করা উচিত। কারন একবার যদি eur/usd ট্রেন্ড লং পজিশনে চলে যায় তাহলে শর্ট ট্রেডের ট্রেডাররা এই কারেন্সি নিয়ে ভালো বিপদে পড়তে পারেন।

Md.shohag
2020-08-21, 12:55 AM
নিউজ না বুঝলে কিংবা নিউজ ট্রেডিং সম্পর্কে ভালো ধারন না থাকলে লাইভ একাউন্টে নিউজ ট্রেড করার ঝুকি না নিলেই ভালো।ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের সেকশনে পাওয়া যায়। নিউজ ট্রেডিং এর উপকারিতা কম বেশি সবাই জানি, আবার কেউ কেউ এর অপকারিতার ও খেসারত দিয়েছেন চরমভাবে।আর নিউজ নিউজ না বুঝলে অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকন আর এটাই বুদ্ধিমানের কাজ হবে ।